Rupee Vs Dollar: ডলারের তুলনায় টাকার দামে সর্বকালীন পতন!

rupee_to_dollar

ডলারের তুলনায় টাকার সর্বকালীন পতন (Rupee to Dollar)

ভারতীয় টাকার দর (Indian Rupee Price) ক্রমশ কমেই চলেছে। মার্কিন ডলারের (Rupee to Dollar) তুলনায় রেকর্ড পতন ভারতীয় মুদ্রায়। এই প্রথম টাকার দাম এতটা কমেছে। ফলে ডলার প্রতি টাকার দামে ফের একবার সর্বকালীন পতন ঘটল (Rupee to Dollar)। কিছুদিন আগেই টাকার দর নামে ৮১ টাকা ৯ পয়সায়। আর আজ আগের রেকর্ডকেও টপকে গেল ভারতীয় মুদ্রার দাম। আজ, বুধবার প্রতি ডলার পিছু টাকার দাম ৮১.৯৩-তে নামে। ডলার প্রতি টাকার মূল্য ৮২ হওয়ার দিকে দ্রুতগতিতে এগোচ্ছে বলে আশঙ্কা করেছেন অর্থনীতিবিদরা।

এই দাম আসার আগে এদিন সকালে ১০ টা নাগাদ ডলার প্রতি টাকার দাম হয়েছিল ৮১. ৯০৫০ ও এর আগে অর্থাৎ মঙ্গলবার বাজার বন্ধের সময় ডলার প্রতি টাকার দাম ছিল ৮১.৫৭৮৮। এর আগে কখনও এত নিচে নামেনি টাকার দর। এক বছর আগেও যেখানে ৭৪ টাকা দিলেই ১ ডলার পাওয়া যেত, সেখানে বর্তমানে ১ ডলার পেতে হলে ভারতীয়দের খরচ করতে হবে প্রায় ৮২ টাকা (Rupee to Dollar)। এইভাবে টাকার দর কমতে থাকলে তা ভারতীয় অর্থনীতিতেও প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছো। আর এমনটা বজায় থাকলে দেশের মানুষের জন্য মোটেই এটি সুবিধার হবে না।

ফেডারেল রিজার্ভে রেপো রেট বৃদ্ধি 

গত সপ্তাহে আমেরিকার ফেডারেল রিজার্ভের (US Federal Reserve) তরফে তৃতীয় বারের জন্য সুদের হার বাড়ানো হয়। রেপো রেট (Repo Rate) ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানোয় ধসের মুখে পড়েছে টাকা। আর তারপর থেকেই টাকার দামে ২.২৫ শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছে। বিগত ২০ বছরে ডলারের দাম সর্বোচ্চ (Rupee to Dollar) হয়েছে। আগামী দিনেও সুদের হার আরও বাড়বে বলে আগাম জানিয়ে দেওয়া হয়েছে। আমেরিকায় মুদ্রাস্ফীতির ফলেই তাদের সুদের হার বাড়ানো হয়। আর তারপর থেকেই ভারতীয় মুদ্রার এই বেহাল পরিস্থিতি। যত দিন যাচ্ছে ততই তলানিতে গিয়ে পৌঁছোচ্ছে ভারতীয় মুদ্রা।

অন্যদিকে এই অবস্থা নিয়ন্ত্রণে আনতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থনীতিবিদরা অনুমান করেছেন, রিজার্ভ ব্যাংক এই পরিস্থিতিকে ঠিক করতে রেপো রেট বাড়াতে পারে। কিন্তু এতে টাকার দাম বাড়লেও অন্যদিকে সাধারণ মানুষের পকেটে টান পড়বে। কারণ তখন ভারতের বিভিন্ন ব্যাংক ও লোনের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি পাবে বলে মনে করছেন তাঁরা। হু হু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করবে। যদিও উৎসবের মরশুম থেকেই একাধিক জিনিসের জিনিসের দাম বাড়তে শুরু করেছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share