Salman Khan: প্রায় ১৩ বছর পর, ১৩ মে কলকাতায় ভাইজান! জেনে নিন সলমনের কনসার্টের প্রবেশ-মূল্য

1125104-salman-khan-kkbkkj-film

মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ১৩ বছর পর আগামী ১৩ মে কলকাতায় আসছেন ভাইজান। নানান জল্পনার মধ্যেই সব বাধাবিঘ্ন কাটিয়ে অবশেষে কলকাতার মাটিতে পা রাখছেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে কনসার্টে অংশ নেবেন তিনি। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। শুধু সলমন নন, তাঁর সঙ্গে মঞ্চ মাতাবেন একঝাঁক তারকা। থাকছেন সোনাক্ষী সিন্‌হা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, আয়ুষ শর্মা। অন্য দিকে, গানে দর্শকের মন জয় করবেন গুরু রণধওয়া। 

সলমনের নতুন ছবি

শেষবার সলমন কলকাতায় এসেছিলেন ২০০৯ সালে, তাঁর ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে। ভাইজানের কলকাতায় আসা নিয়ে বহুদিন ধরেই চলছিল অনেক গুঞ্জন। একের পর এক মৃত্যু হুমকির মুখে পড়ছেন নায়ক, সেই কারণে তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে সরকারের তরফ থেকে। বহুদিন পর অভিনেতাকে আবারও চাক্ষুষ দেখতে ভিড় জমাবে শহরবাসী। আগামী ১৩ মে কলকাতার ইস্টবেঙ্গল মাঠে পারফর্ম করবেন সলমন ও তাঁর দাবাং গ্যাং। আগামী কয়েকদিন সলমনের ব্যস্ততার মধ্যেই কাটবে। ইদে মুক্তি পাচ্ছে সলমনের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। ফরহাদ সামজি পরিচালিত, এই ছবি দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরছেন ভাইজান। সেই ছবির প্রচারও করবেন তিনি। তার পর ২৪ এপ্রিল দুবাইতে কনসার্টে অংশ নেবেন সল্লু-ভাই। 

আরও পড়ুুন: গ্রেফতার হওয়া তৃণমূল নেতা জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ!

সলমনের কনসার্টের টিকিট

সলমনের কনসার্ট নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে শহরে। অনলাইনে দ্রুতগতিতে বিক্রি হচ্ছে টিকিট। ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিকিটের মূল্য। এর পরে দাম যথাক্রমে ১৫০০ টাকা, ১৬৫০ টাকা, ২৫০০ টাকা, ৩৫০০ টাকা ধার্য করা হয়েছে। টিকিটের সর্বোচ্চ মূল্য ধার্য করা হয়েছে ২৫ হাজার টাকা। শোনা যাচ্ছে, দর্শকাসনকেও সলমনের অভিনীত বিভিন্ন ছবির নামানুসারে ভাগ করা হয়েছে। যেমন ভাইজান জোন, টাইগার জোন, ওয়ান্টেড জোন ইত্যাদি।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share