Shraddha Murder Case: আফতাবের ভয়েস স্যাম্পলিং টেস্ট! শ্রদ্ধা হত্যাকাণ্ডে দিল্লি পুলিশের হাতে রহস্যময় অডিও ক্লিপ

aftab

মাধ্যম নিউজ ডেস্ক: শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডে (Shraddha Murder Case) এল নয়া মোড়। এবারে পুলিশের হাতে এল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার অডিও রেকর্ড। এই রেকর্ডিংকে ‘বড় প্রমাণ’ বলেই মনে করছে পুলিশ। তবে কি অডিও রেকর্ডিং থেকেই জানা যাবে শ্রদ্ধা খুনের আসল রহস্য? কী জানাল পুলিশ?

পুলিশের হাতে এল আফতাবের অডিও রেকর্ডিং

আফতাবের যে নতুন অডিওটি পাওয়া গিয়েছে, তাতে শোনা গিয়েছে, শ্রদ্ধার সঙ্গে কোনও বিষয় নিয়ে তাঁর কথা কাটাকাটি চলছে। আর সেটি পৌঁছে গিয়েছে চরম পর্যায়ে। তদন্তকারীদের দাবি, এই অডিও ক্লিপ পরীক্ষা করার পর বোঝা যাবে যে, ঠিক কী নিয়ে এই দুই লিভ ইন পার্টনারের মধ্যে ঝামেলা চলছিল। আদালতের নির্দেশের পর, সোমবার ফরেন্সিক দল আফতাবের গলার স্বরের নমুনা সংগ্রহ করে। তার পর তা নতুন পাওয়া অডিও রেকর্ডটির সঙ্গে মিলিয়ে দেখা হবে। এর পরেই বেরিয়ে আসবে আসল তথ্য, এমনটাই জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: সময়ের আগেই পৌঁছল গন্তব্যে, ট্রায়াল রানেই সুপারহিট বন্দে ভারত এক্সপ্রেস

কেন শ্রদ্ধাকে (Shraddha Murder Case) খুন করা হয়েছিল? কী কারণে এত অত্যাচারের পরেও শ্রদ্ধা সম্পর্কে থেকে গিয়েছিলেন? ঠিক কী কী সমস্যা ছিল দু’জনের মধ্যে? তদন্তকারীদের দাবি, এসবের জবাব পাওয়া যেতে পারে নতুন এই অডিও ক্লিপ থেকে।

আফতাবের ভয়েস স্যাম্পলিং টেস্ট

পলিগ্রাফ, নারকো টেস্টের পর এদিন কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে আফতাবের ভয়েস স্যাম্পেলও নেওয়া হল। এদিন দিল্লি কোর্ট জানিয়েছে, তদন্তকারী অফিসার যে ভয়েস স্যাম্পেলের দাবি করেছেন, তার অনুমতি দেওয়া হল। এরপরই আফতাব পুনাওয়ালার ভয়েস স্যাম্পেলের অনুমতি দেয় কোর্ট। আদালতের নির্দেশে সিবিআইয়ের ফরেনসিক বিশেষজ্ঞরা এই ভয়েস স্যাম্পেল নিয়েছেন। নতুন অডিও ক্লিপের সঙ্গেও তা মিলিয়ে দেখা হবে। আবার এই ভয়েস স্যাম্পলিং নিয়ে আফতাবের আইনজীবী বিরোধিতা করলেও কোর্ট থেকে স্পষ্ট জানানো হয়, একমাত্র নারকো, পলিগ্রাফের মত পরীক্ষার জন্য অভিযুক্তের সম্মতি নেওয়ার প্রয়োজন পরে। ভয়েস স্যাম্পলিং-এর ক্ষেত্রে অনুমতি লাগে না। সেই কারণেই তদন্তকারী অফিসারের অনুরোধে আজ সম্মতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবারই আফতাবের জেল হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। গত ২৬ নভেম্বর থেকে তাঁকে হেফাজতেই রাখা হয়েছে (Shraddha Murder Case)।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share