Sidhu Moosewala Murder: পাঞ্জাবে ভিআইপি নিরাপত্তা প্রত্যাহারের মাশুলই কি দিতে হল সিধু মুসেওয়ালাকে?

Sidhu_Moosewala

মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্য দিবালোকে পাঞ্জাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু (Shot Dead) কংগ্রেস নেতা তথা জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালার (Sidhu Moosewala)। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) মানসা জেলায়। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। সম্প্রতি পাঞ্জাব সরকার ভিআইপি সংস্কৃতি তুলতে ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করে। সিধু মুসেওয়ালাও ছিলেন তাঁদের মধ্যে একজন। নিরাপত্তা প্রত্যাহারের একদিনের মধ্যেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। মুসেওয়ালা এবং তাঁর দুই বন্ধু গাড়ি চালিয়ে পঞ্জাবের মানসাতে তাঁদের গ্রামে যাওয়ার সময় এই হামলার ঘটনাটি ঘটে।

আসল নাম শুভদীপ সিং সিধু। গায়ক, গীতিকার, র‌্যাপার এবং অভিনেতা শুভদীপ সিং সিধুকে তাঁর ভক্তরা চেনেন সিধু মুসেওয়ালা নামে। এর আগে নানা কারণে বিতর্কে জড়িয়েছেন এই গায়ক। তাঁর বিরুদ্ধে হিংসাকে সমর্থন করার অভিযোগ ছিল। নিজের গান ‘সঞ্জু’তে তিনি হিংসার হয়ে প্রচার করেছেন বলে অভিযোগ ছিল। মৃত্যুর সময় বয়স হয়েছিল ২৮ বছর। 

গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েছিলেন তিনি। আম আদমি প্রার্থী বিজয় সিংলার কাছে ৬৩ হাজারের কাছাকাছি ভোটে পরাজিত হন। আম আদমি পার্টির ভোটদাতাদের তিনি নিজের গানে ‘বিশ্বাসঘাতক’ বলেও কটাক্ষ করেন। অনেকেই মনে করছেন, রাজনৈতিক প্রতিহিংসাই এই খুনের মূল কারণ। 

আরও পড়ুন: ১৪ দিনের জেল হেফাজতে ঘুষকাণ্ডে ধৃত পাঞ্জাবের বরখাস্ত হওয়া স্বাস্থ্যমন্ত্রী

তরুণ গায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রীসহ রাজনৈতিক মহল।  

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান্ত মান একটি ট্যুইটে লিখেছেন, “সিধু মুসেওয়ালার খুনের ঘটনায় আমি দুঃখিত এবং হতবাক। দোষীদের রেয়াত করা হবে না। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা। সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।”

[tw]


[/tw]

প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ট্যুইটে শোকপ্রকাশ করেছেন এবং পাঞ্জাবে আইনশৃঙ্খলা নেই বলে বর্তমান সরকারের দিকে আক্রমণ শানিয়েছেন।

[tw]


[/tw]

কংগ্রেসের তরফ থেকেও শোকপ্রকাশ করা হয়েছে। 

[tw]


[/tw]

শোকপ্রকাশ করেছেন আকালি দলের নেতা সুখবিন্দর সিং বাদল। তিনিও ঘটনার জন্যে পাঞ্জাবে আইনের অবনতিকেই দায়ী করেছেন।

[tw]


[/tw]

শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লেখেন, “পাঞ্জাবে গায়ক খুনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের সাথে কথা বলেছি। দোষীদের কঠিন থেকে কঠিনতর স্বাস্থি দেওয়া হবে। সবাইকে শান্তি বজায় রাখার অনুরোধ করছি।” 

[tw]


[/tw]

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share