মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের গত মে মাসে বিখ্যাত পাঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে (Sidhu Moosewala) পরিকল্পনা করে খুন করায় গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়। এবার এই খুনের ঘটনায় আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে। প্রকাশ্যে আসা এক ভিডিওয় দেখা যাচ্ছে, সিধু মুসেওয়ালাকে খুনের পর গাড়িতে চেপে উল্লাস করছে খুনিরা। গাড়িতে বাজছে জনপ্রিয় গান। আর সেই গানের তালে তালে নিজেদের হাতে থাকা বন্দুক ঘোরাচ্ছে খুনিরা।
[tw]
#SidhuMooseWala murder: A video of group of shooters including Priyavart Fauji, Ankit Sirsa, who killed #MooseWala can be seen with weapons traveling in the car. #Delhi police has recovered this video from Ankit's mobile. pic.twitter.com/L0R5fyMnYd
— Parteek Singh Mahal (@parteekmahal) July 4, 2022
[/tw]
এই খুনে মূল অভিযুক্ত হিসেবে প্রথমের নাম উঠে এসেছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই ও গোল্ডি ব্রারের। কিন্তু এরপরেই রবিবার এই খুনে অভিযুক্ত অঙ্কিত শীর্ষ এবং শচীন ভিওয়ানিকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে খবর, গ্রেফতার অঙ্কিত খুনিদের মধ্যে কনিষ্ঠতম ছিল ও ঘটনার দিন সে গায়কের সব থেকে কাছে গিয়ে তাকে লক্ষ্য করে পরপর ছয়টি গুলি চালায়। এও জানা গিয়েছে যে অঙ্কিত লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের সদস্যও ছিল। ঘটনার দিন পাঞ্জাবি গায়ক সিধুকে এরাই নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল।
পুলিশ সূত্রে জানা যায়, ভিডিওটি অঙ্কিতের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল। বর্তমানে যদিও মুছে ফেলা হয়েছে সেই ভিডিও। তবে এখন সেই ভিডিও পুলিশের হাতে। আর তা প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সিধু মুসেওয়ালার অনুগামীরা।
এই ভিডিওতে দেখা যায়, গাড়ির পিছনের দিকে নীল জামা পরে হাসিমুখে দু হাতে বন্দুক তুলে দেখাচ্ছে প্রিয়ব্রত ফৌজি (Priyabrata Fouzi)। আর সামনের দিকে শচিন ভিওয়ানি (Sachin Bhiwani), অঙ্কিত সিরসা (Ankit Sirsa) বসে। তাছাড়া দীপক মুণ্ডি (Deepak Mundi) নামে আরও এক খুনিকেও দেখা যাচ্ছে উল্লাস প্রকাশ করতে।
এর আগেই দিল্লি পুলিশের বিশেষ সেল গুজরাটের কচ্ছ থেকে এই খুনে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৩টি পিস্তল, ৮টি গ্রেনেড, ৯টি ইলেকট্রিক ডেটোনেটর। পুলিশ সূত্রে খবর, এই খুনের মাস্টারমাইন্ড (Mastermind) যে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই ছিলেন তা সে নিজেই স্বীকার করেছে। মঙ্গলবার অর্থাৎ ৫ জুলাই ফৌজি সহ বাকি তিন অভিযুক্তকে সাতদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ক্ষোভের চাপ! ভিভিআইপিদের নিরাপত্তা ফেরাল পাঞ্জাবের আপ সরকার
+ There are no comments
Add yours