Solar Eclipse 2022: বছরের প্রথম সূর্যগ্রহণ কবে, কখন ও কোথায় দেখা যাবে? জেনে নিন

solar_eclipse

মাধ্য়ম নিউজ ডেস্ক: এই বছরের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse 2022) দেখা যাবে ৩০ এপ্রিল অর্থাৎ শনিবার। তবে ভারতবাসীর জন্য দুঃসংবাদ। এদেশে সূর্যগ্রহণ দেখা যাবে না। দক্ষিণ এবং পশ্চিম-দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং আন্টার্কটিক মহাসাগরে গ্রহণ দেখা যাবে। ২০২২ সালে ঘটতে চলা দু’টি আংশিক সূর্যগ্রহণের মধ্যে প্রথম গ্রহণ এটি। দ্বিতীয়টি হবে চলতি বছরের ২৫ অক্টোবর।

ভারতীয় সময় অনুযায়ী, ৩০ এপ্রিল সূর্যগ্রহণ শুরু হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। শেষ হবে ৪টা ৭ মিনিটে। EarthSky.org এর মতে, গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বিকেল ৪টা ৪১মিনিটে। গ্রহণ স্থায়ী হবে তিন ঘণ্টা বাহান্ন মিনিট। সূর্য এবং পৃথিবীর মাঝে যখন চাঁদ চলে আসে তখনই সূর্যগ্রহণ হয়। চাঁদ সূর্যকে আড়াল করে। ফলে সূর্যের রশ্মি পৃথিবীতে পৌঁছোতে বাধা পায়। সেইসময় সূর্যগ্রহণ হয়। বিজ্ঞানীদের পরামর্শ প্রতিরক্ষামূলক চশমা, দূরবিন বা টেলিস্কোপের মাধ্যমে গ্রহণ দেখা উচিৎ।

সূর্যগ্রহণকে চার ভাগে ভাগ করা হয়: পূর্ণগ্রাস, বলয়গ্রাস, আংশিক এবং হাইব্রিড। ২০২২ সালে চারটি গ্রহণ ঘটবে, দু’টি আংশিক সূর্যগ্রহণ এবং দু’টি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা।

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share