Sonali Phogat: ধর্ষণ করে খুন বিজেপি নেত্রীকে! বিস্ফোরক অভিযোগ সোনালি ফোগাটের পরিবারের

Sonali_Phogat

মাধ্যম নিউজ ডেস্ক: সোনালি ফোগাটের মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য। শুরুতে মৃত্যু স্বাভাবিক মনে হলেও, পরবর্তীতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এবার এক বিস্ফোরক অভিযোগ করা হল বিজেপি নেত্রীর পক্ষ থেকে। এর আগেই খুনের অভিযোগ তুলেছিল পরিবার। এবার খুনের সঙ্গে ধর্ষণের (Rape) করলেন সোনালি ফোগাটের ভাই রিঙ্কু ঢাকা (Rinku Dhaka)। প্রাক্তন বিগ বস প্রতিযোগীর (Sonali Phogat) ভাই আঙুল তুলেছেন ব্যক্তিগত সহকারীর (PA) দিকে।    

আরও পড়ুন: সোনালির মৃত্যুতে রহস্য! কেন সিবিআই তদন্তের দাবি বিজেপি নেত্রীর পরিবারের জানেন?

গোয়া পুলিশের কাছে লিখিত অভিযোগ করে রিঙ্কু জানিয়েছেন, মৃত্যুর আগে পরিবারের সদস্যদের ফোন করেছিলেন সোনালি। ফোনে জানিয়েছিলেন, তাঁকে খাবারে কিছু মিশিয়ে খাইয়ে ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, প্রয়াত অভিনেত্রীর ভাইয়ের দাবি, তাঁর দিদি জানিয়েছিলেন ব্যক্তিগত সহকারী তাঁর আপত্তিজনক ভিডিও তুলে তাঁকে ব্ল্যাকমেল করছে। তিন বছর ধরে এই একই কাজ করে আসছিলেন অভিযুক্ত। ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে সোনালির সঙ্গে অশালীন কাজ করতেন ওই ব্যক্তি। 

মৃতার পরিবারের তরফে অভিযোগ পেয়ে গোয়ার আঞ্জুনা থানার পুলিশ মঙ্গলবারই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে এবং তদন্তে নেমেছে। ইতিমধ্যেই সোনালি ফোগাটের ব্যক্তিগত সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন বিগবস প্রতিযোগী বিজেপি নেত্রী সোনালি ফোগাট

এছাড়াও প্রমাণ লোপাটের আশঙ্কাও প্রকাশ করেছেন রিঙ্কু। তাঁর অভিযোগ, সোনালির মৃত্যুর পরই তাঁর হরিয়ানার ফার্ম হাউজ থেকে চুরি হয়েছে সিসিটিভি ক্যামেরা, ল্যাপটপ এবং অন্য গুরুত্বপূর্ণ জিনিস। 

সোনালির পরিবারের দাবি মৃত্যুর সময় মুখ ফুলে ছিল তাঁর। মুখে-পিঠে একাধিক দাগও ছিল। তাই এই মৃত্যুকে স্বাভাবিক মানতে নারাজ তাঁরা। 

জানা গিয়েছে, মৃত্যুর ঠিক কয়েক মুহূর্ত আগে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনি। গোয়ার আঞ্জুনাতে ‘কার্লিস’ নামে একটি রেস্তরাঁয় খেয়েছিলেন। সেই সময়ই তাঁর শরীর অস্বস্তি শুরু হয়। সঙ্গে সঙ্গে দলের কর্মীরাই তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রথমে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু সোনালির। কিন্তু পরিবারের তরফে এই দাবি খারিজ করা হয়েছে। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share