Cardless Cash Withdrawl: এবার কার্ড ছাড়াই ATM থেকে তোলা যাবে টাকা! কীভাবে, জেনে নিন

cardless_cash_withdrawal

মাধ্যম নিউজ ডেস্ক: এবার ব্যাঙ্ক গ্রাহকরা যে কোনও ব্যাঙ্কের এটিএম (Bank ATM) থেকে কার্ডবিহীন নগদ টাকা তুলতে পারবেন। শীঘ্রই এই কার্ডলেস ব্যবস্থা (Cardless Cash Withdrawl) চালু হতে চলেছে বলে জানি গিয়েছে। 

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ঘোষণা করেছে, সমস্ত ব্যাঙ্কের এটিএম-এই কার্ড ছাড়া লেনদেনের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত ব্যাঙ্কের সমস্ত ব্রাঞ্চেই এই সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। 

দেখে নেওয়া যাক কীভাবে এই কার্ড ছাড়া লেনদেন হবে। ধরে নেওয়া যাক, এক জন এসবিআই-এর গ্রাহক যদি ১০ হাজার টাকা এটিএম থেকে তুলতে চান। সেক্ষেত্রে তাঁকে কী করতে হবে। প্রথমে এসবিআই-এর মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ (Mobile Banking App) বা ইয়োনো ডাউনলোড করে নিতে হবে। 

এর পর কাছের এটিএমে গিয়ে সিলেক্ট করতে হবে ইওনো-এর মাধ্যমে নগদ টাকা তোলার পদ্ধতি। কোনও গ্রাহকের কাছ থেকে এর পর কত টাকা তুলতে চান, তার একটি অঙ্ক জানতে চাওয়া হবে। সেখানে নির্দিষ্ট অঙ্ক, উদাহরণ মতো ১০ হাজার লিখতে হবে।

এর পর গ্রাহক একটি ওটিপি পাবেন। তাঁকে সেই ওটিপি দিতে হবে এটিএম স্ক্রিনে। তা হলেই এই লেনদেন সম্পূর্ণ হবে। আপাতত আইসিআইসিআই, কোটাক মহিন্দ্রা, এইচডিএফসি ও এসবিআই-এর মতো কিছু ব্যাঙ্কে এই সুবিধা রয়েছে।

এই বিষয়ে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikanta Das) বলেন, ‘এবার দেশের সব ব্যাঙ্কেই ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলা যাবে। এই সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে লেনদেন আরও সহজ হবে। 

ভারতের লেনদেন ব্যবস্থা ক্রমশ অনেকটাই মোবাইল ভিত্তিক হয়ে পড়ছে। মুদি দোকান থেকে চায়ের দোকান বা শপিং মলের কোনও বড় দোকান, সর্বত্রই ইউপিআই (UPI) ব্যবহার করে লেনদেন করা হয়। তবে দেশে খুব কম সংখ্যক ব্যাঙ্কের এটিএম-এ কার্ডলেস লেনদেন করা যায়। 

আরবিআই-এর (RBI) মতে এই পদ্ধতিতে টাকা তোলার নিয়ম চালু হলে কার্ড স্কিমিং বা ক্লোনিং (card cloning) বন্ধ হবে। স্কিমার বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে হ্যাকাররা সাধারণ মানুষের টাকা চুরি করতে পারবে না। এর অর্থ, এই ধরনের লেনদেন চালু হলে এটিএম সম্পূর্ণ নিরাপদ হবে।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share