Spanish Village: এই দেশে বিক্রি হচ্ছে একটি পুরো গ্রাম, যার দাম শুনলে অবাক হবেন আপনিও!

spanish_village

মাধ্যম নিউজ ডেস্ক: আপানারা সাধারণত একটি বাড়ি বা ভিলা কেনার স্বপ্ন দেখে থাকেন, তবে কখনও ভেবেছেন কি যদি আপনি পুরো একটি গ্রাম কিনতে পারেন? পুরো গ্রাম, ভাবতেই অবাক লাগছে তো! কিন্তু এটিই সত্যি। স্পেনের একটি গ্রাম আছে যেটি বিক্রি করা হবে (Spanish Village)। স্পেনের এই গ্রাম ৩০ বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। গ্রামটির নাম স্যালতো দে ক্যাস্ট্রো (Salto de Castro)।

এই গ্রামটি জামোরা প্রদেশের পোতুর্গাল সীমান্তে অবস্থিত। স্পেনের মাদ্রিদ থেকে এই গ্রামে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে। প্রায় তিন দশক ধরে পোর্তুগাল সীমান্তের কাছে গ্রামটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তাই গ্রামটি এখন বিক্রির জন্য ক্রেতা খুঁজছেন এর বর্তমান মালিক। এটির (Spanish Village) দাম রাখা হয়েছে ২ লাখ ২৭ হাজার ইউরো, যা ভারতীয় মুদ্রায় ২কোটি ১৬ লক্ষ ৮৭ হাজার ৮৩১ টাকা।

আরও পড়ুন: ইসলামিক দেশ সংযুক্ত আরব আমিরশাহীতে খুলল হিন্দু মন্দিরের দরজা

এই গ্রামে কী কী আছে?

জামোরা প্রদেশের সীমান্ত লাগোয়া গ্রামটিতে (Spanish Village) ৪৪টি বাড়ি, হোটেল, চার্চ, স্কুল, সুইমিং পুল রয়েছে। কিন্তু এখান থেকে বাসিন্দারা তিন দশক আগেই সরে গেছেন। এখানে শহরের মত পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। ২০০০ সালের দিকে গ্রামটির বর্তমান মালিক এটি কেনেন। তিনি গ্রামটিকে পর্যটনকেন্দ্র তৈরির পরিকল্পনা করেছিলেন। তবে অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে তাঁর পরিকল্পনা সফল হয়নি। তিনি এখানে একটি হোটেলও করার কথা ভেবেছিল কিন্তু তা কিছুই করে ওঠা হয়নি।

গ্রামটির (Spanish Village) মালিকানা সংস্থা রয়্যাল ইনভেস্টের কর্মকর্তা রনি রদ্রিগেজ বলেছেন, ‘মালিকের এখানে একটি হোটেল করার স্বপ্ন ছিল। কিন্তু এটি হয়নি।’ এই সম্পত্তির কথা Idealista নামক একটি স্প্যানিশ রিটেল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। ওয়েবসাইটে গ্রামটি বিক্রির কারণ হিসেবে এর মালিক বলেছেন, ‘আমি শহরে থাকি। গ্রামটি দেখাশোনা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই এটা বিক্রি করতে হচ্ছে।’

আর এই রিটেল পেজটিতে বর্তমানে প্রায় ৫০হাজারের বেশি ভিউ এসেছে। এরই মধ্যে রাশিয়া, ফ্রান্স, বেলজিয়াম, ব্রিটেন সহ বেশ কিছু দেশ থেকে ৩০০ জনেরও বেশি মানুষ এই গ্রাম (Spanish Village) কিনতে আগ্রহ দেখিয়েছেন। একজন কিছু অর্থ অগ্রিম দিয়েও বুকিং করে রেখেছেন।

প্রসঙ্গত, উল্লেখ্য, ১৯৫০ সালের দিকে স্পেনের একটি বিদ্যুৎ উৎপাদন সংস্থা ইবারডুরো জলাধার তৈরি করা শ্রমিকদের পরিবারের জন্য এই গ্রাম তৈরি করা হয়েছিল। তবে ওই নির্মাণকাজ শেষ হওয়ার পর বাসিন্দারা এখান থেকে সরে যেতে থাকেন। এরপর ১৯৮০ সালের শেষ দিকে গ্রামটি (Spanish Village) পুরো খালি হয়ে যায়।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share