Danushka Gunathilaka: ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা

2-1667702916

মাধ্যম নিউজ ডেস্ক: এবারে শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে (Danushka Gunathilaka) ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল। সুপার ১২ থেকে আগেই বিদায় নিয়েছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এবার আরও এক কলঙ্কের দাগ লাগল শ্রীলঙ্কার ক্রিকেট টিমে। রবিবার সকালে ধর্ষণের অভিযোগে সিডনিতে গ্রেফতার করা হল শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে। অস্ট্রেলিয়ার পুলিশ গুনাথিলাকার বিরুদ্ধে ২ নভেম্বর এক মহিলার সম্মতি ছাড়া যৌন মিলনের অভিযোগে অভিযুক্ত করেছে। সূত্রের খবর অনুযায়ী, টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর তাকে ছাড়াই রবিবার সকালে দেশের উদ্দেশে রওনা দিয়েছে শ্রীলঙ্কা দল।

শ্রীলঙ্কা টিমের তরফে জানানো হয়েছে, এই অভিযোগ আসার পর ও গুনাথিলাকাকে গ্রেফতার করার পর শ্রীলঙ্কা দল তাকে ছাড়াই অস্ট্রেলিয়া ছেড়ে নিজের দেশের উদ্দেশে রওনা দিয়েছে। উল্লেখ্য, রবিবার ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা দল। চলমান টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলে শূন্য রানে আউট হন এই ব্যাটার। পরে, দল সুপার ১২ পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও তিনি আহত হওয়ার ফলে টুর্নামেন্ট থেকে বাদ পড়েন। 

আরও পড়ুন: আইসিসি সবার সঙ্গেই সমান আচরণ করে! সমালোচকদের কড়া বার্তা বিসিসিআই প্রেসিডেন্টের

নিউ সাউথ ওয়েলস পুলিশ, তার ওয়েবসাইটে, একজন শ্রীলঙ্কার নাগরিককে গ্রেফতারের উল্লেখ করেছে। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন ২৯ বছর বয়সী এক নারী। ওই নারী বলেছেন, দানুশকা তাঁকে যৌন নির্যাতন করেছেন। এই ঘটনাটি এই সপ্তাহের শুরুতে ঘটেছে বলে জানা গিয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ একটি বিবৃতি জারি করে বলেছে, ‘একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে বেশ কয়েকদিন কথোপকথনের পর দুজনের দেখা হয়। অভিযোগ করা হয়েছে যে ২০২২ সালের ২ নভেম্বর সন্ধ্যায় দানুশকা ওই মহিলাকে যৌন হেনস্থা করেছিলেন। এর পরে, পুলিশ মহিলার বাসভবন ‘রোজ বে’-এ তদন্ত করার পর সিডনির সাসেক্স স্ট্রিটের একটি হোটেল থেকে ৩১ বছর বয়সী দানুশকাকে গ্রেফতার করা হয়। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এখনও এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share