No flag hoisting but unfurling: এসএসকেএম হাসপাতালে স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’ হবে না, নির্দেশ জারি করল কর্তৃপক্ষ

sskm_hosp

 

মাধ্যম নিউজ ডেস্কঃ রাজ্যের সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএমে দেশের ৭৬তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের নির্দেশিকা ঘরে বিতর্ক দানা বাধল। হাসপাতাল কর্তৃপক্ষ এসএসকেএমের অধ্যাপক ও ছাত্র-ছাত্রীদের গ্রুপে যে নির্দেশিকা পোস্ট করে ১৫ অগাস্ট সকাল সাড়ে ৯টায় সমবেত হতে বলেছেন তাতে পতাকা উত্তোলনের(flag hoisting) কথা বলা হয়নি। বরং পতাকা উন্মোচিত(flag unfurled) হবে বলে জানানো হয়েছে।

ঘটনা হল, স্বাধীনতা দিবসে সর্বদা জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা দণ্ডের নীচে জাতীয় পতাকা বাঁধা থাকে। সর্বত্র তা পতাকা দণ্ডের শীর্ষে উত্তোলন করা হয়। যা আসলে স্বাধীনতা অর্জনের দ্যোতক হিসাবে ধরা হয়।

অন্যদিকে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উন্মোচিত করা হয়। সেদিন পতাকা দণ্ডের শীর্ষে জাতীয় পতাকা গোটানো থাকে। সেটি উন্মোচন করা হয়।১৯৪৭ এ স্বাধীনতার সময় দেশের রাষ্ট্রপতি ছিলেন না। ফলে ১৫ অগাস্ট প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করে থাকেন। ১৯৫০-এ ২৬ জানুয়ারি দেশের রাষ্ট্রপতির শপথ হয়। সেদিন রাষ্ট্রপতি পতাকা উন্মোচন করে থাকেন। এবার পিজিতে উলোটপুরাণ। ২৬ জানুয়ারির প্রথা ১৫ অগাস্ট পালনের নির্দেশ ঘরে বিতর্ক চরমে।

 ফলে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন ও উন্মোচনের রীতি সারা দেশে একইভাবে পালিত হলেও এসএসকেএম কর্তৃপক্ষ কীভাবে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পরিবর্তে উন্মোচনের সিদ্ধান্ত নিলেন তা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে।ছাত্র-শিক্ষকদের গ্রুপে পোস্ট হওয়ার পর থেকেই জাতীয় পতাকার অবমাননার কথা বলে প্রবল সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কর্তৃপক্ষর সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও কোনও জবাব আসেনি।স্বাস্থ্যভবন অবশ্য ঘটনাটি অনাবশ্যক এবং অসাবধানতাবশত হয়েছে বলে জানিয়েছে।

এদিনই রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামে তিরঙ্গা যাত্রায় বেরলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ ওঠে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে পশ্চিমবঙ্গের পুলিশ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্য সরকারের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে।স্বাধীনতার ৭৫ পূর্ণ হল। দেশভাগের যন্ত্রণা নিয়ে স্বাধীনতা পেয়েছিল পশ্চিমবঙ্গ।আজ সেখানেই জাতীয় পতাকা নিয়ম মেনে উত্তোলনও রাজ্য প্রশাসন করতে পারছে না। প্রজাতন্ত্র দিবসের প্রথা স্বাধীনতা দিবসে পালন করতে বলা জাতীয় পতাকার অবমাননার সামিল। এসএসকেএম কর্তৃপক্ষর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share