Canada: কানাডায় ছুরি হামলা, মৃত ১০, আহত কমপক্ষে ১৫

Canada_Stabbings

মাধ্যম নিউজ ডেস্ক: কানাডার (Canada) সাস্কাচেওয়ানে (Saskatchewan) আচমকা ছুরি হামলায় (Stabbings) প্রাণ হারিয়েছেন ১০ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। অভিযুক্তরা এখনও অধরা। রবিবার সাস্কাচেওয়ানের জেমস স্মিথ ক্রি নেশনের বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে আততায়ীরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, ড্যামিয়েন স্যান্ডারসন (৩১) এবং মাইলস স্যান্ডারসন (৩০) এই দুজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ। জানা গিয়েছে, দুজনেরই  চুলের রং কালো এবং বাদামী চোখ। দুই অভিযুক্তই একটি কালো রঙের নিসান গাড়িতে করে এসেছিল। রবিবার স্থানীয় সময় ৮টা ২০ মিনিটে প্রথম জায়গায় হামলা চলে। পুরো এলাকায় পুলিশি সতর্কতা বাড়িয়েছে প্রশাসন। 

আরও পড়ুন: কানাডায় ১০ লক্ষ শূন্যপদ, যাবেন নাকি?

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP) সাস্কাচেওয়ানের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর (Rhonda Blackmore) জানিয়েছেন, ওই দুই সন্দেহভাজন কিছু নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায়। বাকিরা তাদের পথে চলে আসায় হামলার শিকার হন। তিনি আরও বলেন, “হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ভয়ঙ্কর। পুলিশ সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।”  

পুলিশের দাবি, সন্দেহভাজনদের শেষ সাস্কাচেওয়ানের রাজধানী রেজিনাতে দেখা গিয়েছিল। কিন্তু তারপরে আর তাদের খোঁজ পাওয়া যায়নি। 

আরসিএমপি ট্যুইট করে সাধারণ মানুষকে সতর্ক করেছে। ট্যুইটে লেখা হয়, “রেজিনা এলাকায় সতর্ক থাকুন। নিরাপদ স্থান থেকে বের হবেন না। সন্দেহভাজনদের থেকে দূরত্ব বজায় রাখুন। অপরিচিত কাউকে গাড়িতে লিফট দেবেন না। সন্দেহভাজনদের সম্পর্কে কোনও খোঁজ পেলে অবিলম্বে পুলিশকে জানান।” 

আরও পড়ুন: ফের ভাঙা হল গান্ধীজির মূর্তি, তীব্র নিন্দা ভারতীয় দূতাবাসের 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) ট্যুইটে লেখেন, “সাস্কাচেওয়ানে আজকের হামলা ভয়াবহ এবং হৃদয়বিদারক। যারা তাদের প্রিয়জন হারিয়েছেন বা যারা এই হামলায় আহত হয়েছেন তাদের কথা ভাবছি। আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ করছি।”  

 


দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share