Super Typhoon Hinnamnor: গতি ঘণ্টায় ২৫৭ কিলোমিটার! ধেয়ে আসছে সবচেয়ে বিধ্বংসী টাইফুন ‘হিন্নামনর’

tifun-2208311522

মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল ঘূর্ণিঝড়ে উত্তাল পূর্ব চিন সাগর। ঝড়টির নাম দেওয়া হয়েছে সুপার টাইফুন ‘হিন্নামনর’ (Hinnamnor)। এই ঝড়কে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হয়েছে। বর্তমানে সুপার টাইফুন ‘হিন্নামনর’ পূর্ব চিন সাগর জুড়ে শক্তি বৃদ্ধি করছে। এর ফলে চরম বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে জাপানের দক্ষিণ অঞ্চলের দ্বীপগুলি এবং চিনের পূর্ব উপকূল জুড়ে।

ইউএস জয়েন্ট টাইফুন সতর্কীকরণ কেন্দ্র (US Joint Typhoon Warning Center) থেকে জানানো হয়েছে ঘণ্টায় প্রায় ১৬০ মাইল অর্থাৎ ২৫৭ কিলোমিটার বেগে এগিয়ে আসছে এই ঝড়। এর পাশাপাশি প্রতি ঘণ্টায় প্রায় ৩১৩ কিলোমিটারের বেশি বেগে দমকা হাওয়া বইছে। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির (Japan Meteorological Agency) একজন কর্মকর্তা জানিয়েছেন, এই সময়ে সর্বোচ্চ গতির উপর ভিত্তি করেই হিন্নামনর ঝড়কে ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী ঝড় বলে উল্লেখ করা হয়েছে। ইউএস জয়েন্ট টাইফুন সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, পূর্ব চিন সাগরে টাইফুনের ফলে ঢেউয়ের উচ্চতা এখনও পর্যন্ত সর্বাধিক ৫০ ফুট অর্থাৎ ১৫ মিটার।

আরও পড়ুন: কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায় তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস, বাড়বে ট্রাফিকজনিত সমস্যা

ইউএস জয়েন্ট টাইফুন সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাস দিয়েছে যে সুপার টাইফুনটি আগামী দিনে তার কিছু শক্তি হারাবে। হংকং অবজারভেটরি জানিয়েছে বুধবার সকাল ১০টায় টাইফুনটি জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে প্রায় ২৩০ কিলোমিটার পূর্বে ছিল। তাদের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ২২ কিলোমিটার বেগে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে রিউকিউ দ্বীপের দিকে অগ্রসর হচ্ছে।

গত ২৫ বছর ধরে বছরের এই সময়ে আটলান্টিকে হ্যারিকেন প্রবণ অঞ্চল বেশ সক্রিয় থাকে। তবে এ বছর এখনও তেমন কিছু দেখা যায়নি। কলোরাডো স্টেট ইউনিভার্সিটির মৌসুমী ঝড়ের পূর্বাভাসের প্রধান লেখক ফিল ক্লটজবাচ (Phil Klotzbach, lead author of Colorado State University’s seasonal storm forecast) জানিয়েছেন সাত দশকেরও বেশি সময়ে কেবল দু’বছর ১৯৬১ এবং ১৯৯৭ সালে অগাস্ট মাসে আটলান্টিকে ঝড় হয়নি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share