Supreme court: সোমবার বিজয় মালিয়া মামলার রায় ঘোষণা, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে গোটা দেশ

vijoy

মাধ্যম নিউজ ডেস্ক:  ব্যাঙ্কের ঋণখেলাপি মামলায় পলাতক বিজয় মালিয়ার বিরুদ্ধে (Vijay Mallya) সোমবার শাস্তি ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর্থিক প্রতারণা মামলায় ফেব্রুয়ারি মাসেই তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু ভারতে ফেরেননি বিজয় মালিয়া। ফলে ঋণখেলাপি মামলায় দোষী সাব্যস্ত পলাতক শিল্পপতির বিরুদ্ধে শাস্তি ঘোষণা করতে পারে আদালত।  আদালতের নির্দেশ অমান্য করে বিজয় তাঁর সন্তানদের ৪ কোটি মার্কিন ডলার পাঠিয়েছিলেন বলে অভিযোগ। তাঁর কাছে ভারতের (India) বিভিন্ন ব্যাংকের পাওনাও বিপুল পরিমাণ টাকা। এজন্য তাঁকে প্রায় ৬ হাজার ২০০ কোটি টাকা ফেরতের নির্দেশও দেওয়া হয়েছিল। 

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে জামিন অল্ট নিউজের মহম্মদ জুবেরের, দিল্লি মামলায় থাকতে হচ্ছে জেলেই
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সলিসিটর জেনারেল তুষার মেহেতা সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন, বিজয় মাল্য, নীরব মোদি ও মেহুল চোক্সির কাছ থেকে প্রায় ১৮ হাজার কোটি টাকা উদ্ধার করতে পেরেছে ব্যাংক।  জানা গিয়েছে, অভিযোগ দায়ের হওয়ার আগেই গা-ঢাকা দিয়েছিলেন বিজয় মালিয়া। বর্তমানে তিনি ব্রিটেন রয়েছেন বলে খবর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, লোন নিয়ে তিনি প্রায় ৯ হাজার কোটি টাকা ফেরত দেননি ব্যাংকে। ওই  লোন নেওয়া হয়েছিল কিং ফিশার এয়ারলাইন্সের নামে।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রত্যাহারের আর্জি! নূপুরকে সমর্থন অনুপম খেরের

জানা গিয়েছে, বিচারপতি ইউ ইউ ললিত বিজয়ের সাজা ঘোষণা করবেন। ১০ মার্চ বিচারপতি ললিত, এস রবীন্দ্র ভাট ও পিএস নরসিমহাকে নিয়ে গঠিত বেঞ্চ তাঁর সাজা স্থগিত রেখেছিল। সেই সাজাই ঘোষণা হতে পারে ১১ জুলাই। ফেব্রুয়ারি মাসে বিজয়কে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। তখনও তিনি আদালতে হাজির হননি । বিজয় মামলায় এদিন কোন রায় দেয় আদালত, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। 

আরও পড়ুন : আম্বানিদের কেন জেড প্লাস নিরাপত্তা? ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম-স্থগিতদেশ

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share