T20 World Cup: ভিন গ্রহের ক্রিকেটার কোহলি! অভিমত আক্রামের, বিরাট বন্দনায় মেতে পাক ক্রিকেটাররা

virat-kohli-india-cricket-t20-world-cup_5940705

মাধ্যম নিউজ ডেস্ক: মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক বিরাট কোহলি। একার হাতেই তিনি দলকে জিতিয়েছেন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। তবে আশ্চর্যের বিষয়, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও সোশ্যাল মিডিয়ায় কোহলি বন্দনায় মেতেছেন। যা মূলত দেখা যেত শচীন তেন্ডুলকরের ক্ষেত্রে। বর্তমানে বিরাট কোহলিও প্রতিপক্ষ দলের থেকেও সমীহ ও সম্মান পাচ্ছেন একইভাবে।

রোমাঞ্চকর ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটে হেরেছে পাকিস্তান। উত্তেজনা ছিল শেষ বল পর্যন্ত। একটা সময় অবশ্য কিছুটা পাল্লা ভারি ছিল পাকিস্তানের। কিন্তু হার্দিক পান্ডিয়ার সঙ্গে ১১৩ রানের পার্টনারশিপ গড়ে বাবর আজমদের মুখের গ্রাস কেড়ে নেন কোহলি একাই। ম্যাচ শেষে পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রাম কোহলির প্রশংসা করে বলেন, ‘বর্তমান সময়ে আমার দেখা সেরা ব্যাটসম্যান কোহলি। ওর ব্যাটিং থেকে চোখ ফেরানো যায় না। গত ১৫ বছর ধরে রান করছে। রান তাড়া করার ক্ষেত্রে ওর ব্যাটিং গড় অতুলনীয়। কোহলিকে দেখে মনে হয় যেন ভিন গ্রহের ক্রিকেটার।’ 

আরও পড়ুন: বিরাট-ব্যাটে মুগ্ধ ক্রিকেট বিশ্ব! পাক-বধে কোহলির ইনিংসে আপ্লুত শচীন থেকে যুবি

স্বভাবতই হতাশ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার পার্টনারশিপই আমাদের জয়ের আশা জল ঢেলে দিল। কোহলির ইনিংসটা সত্যিই অনবদ্য।’ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা ট্যুইটবার্তায় বলেন, কোহলি একজন ক্লাসিক ক্রিকেটার।

পাকিস্তানে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ পাক ক্রিকেটারদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি কোহলির প্রশংসা করেছেন….

প্রাক্তন পাক পেসার ওয়াহাব রিয়াজ লিখেছেন—-

দেশের পরাজয়ে মন খারাপ পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শোয়েব মালিকের। তবে এমন একটি উপভোগ্য ম্যাচ দেখে তিনি কতটা খুশি, ধরা পড়েছে তাঁর ট্যুইটে

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share