Tag: মাধ্যম বাংলা

  • Grok: মাস্কের এআই চ্যাটবট ‘গ্রোক’কে ভেবেচিন্তে প্রশ্ন করতে হবে! নয়তো পড়তে পারেন আইনি সমস্যায়

    Grok: মাস্কের এআই চ্যাটবট ‘গ্রোক’কে ভেবেচিন্তে প্রশ্ন করতে হবে! নয়তো পড়তে পারেন আইনি সমস্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক (Grok)। এ নিয়ে ইলন মাস্ক (Elon Musk) আগেই ঘোষণা করেছেন যে তাঁর এই চ্যাটবট ওপেন আই-এর চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির সঙ্গে জোর টক্কর দেবে। বারবার গ্রোক খবরের শিরোনামে থেকেছে এর বিশ্লেষণ, যুক্তি ও বিতর্কের কারণেও। ব্যবহারকারীদের উদ্দেশে হিন্দিতে গালি দেওয়ারও অভিযোগ উঠেছে গ্রোক-এর বিরুদ্ধে। সাম্প্রতিক বেশ কিছু প্রতিবেদন অনুসারে খবর সামনে এসেছে যে, গ্রোককে বিতর্কিত বা উস্কানিমূলক প্রশ্ন যদি কোনও ব্যক্তি জিজ্ঞেস করেন তবে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হতে পারে। ব্যবহারকারীদের পাশাপাশি আইনি পদক্ষেপ করা হতে পারে এক্স প্ল্যাটফর্মের বিরুদ্ধেও। প্রসঙ্গত, এক্স (পূর্বে ট্যুইটার)-এর মাধ্যমেই গ্রোক (Grok) উপস্থাপিত হয়। ভারত সরকারের কন্টেন্ট নিয়ন্ত্রণ নীতির বিরুদ্ধে ইলন মাস্কের সংস্থার মামলা চলছে। ঠিক এই সময় এমন সম্ভাবনাই দেখা দিয়েছে। জানা গিয়েছে, এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ মার্চ। ইতিমধ্যে এক্স মাধ্যমে তরফ থেকে বলা হয়েছে যে সরকার নাকি তাদের বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করছে।

    কর্নাটক হাইকোর্টে মামলা দায়ের করেছে মাস্কের সংস্থা

    প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে মামলা দায়ের করেছে ইলন মাস্কের সংস্থা ‘এক্স কর্প’। কেন্দ্রের তথ্যপ্রযুক্তি আইনের ৭৯(৩) (বি) ধারা নিয়ে আপত্তি জানিয়েছে এই সংস্থা। তাদের দাবি, এই আইনের নাকি কোনও বৈধতাই নেই। এর ফলে এমন এক সেন্সরশিপ ব্যবস্থা চালু হয়ে যাচ্ছে, যার ফলে তাদের কন্টেন্ট ব্লক হচ্ছে (Grok)। এতে প্ল্যাটফর্মটির কার্যকারিতায় প্রভাব পড়ছে। তবে কেন্দ্রীয় সরকার এই অভিযোগ সম্পর্কে জানিয়ে দিয়েছে, পদক্ষেপ করা হবে পদ্ধতি মেনেই। সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এই সংক্রান্ত আইন মানতেই হবে বলে জানিয়েছে কেন্দ্র। এখানে উল্লেখ করা যেতে পারে, ৭৯(৩) (বি) ধারা অনুসারে যে কোনও পরিস্থিতিতে ইন্টারনেটের কোনও কনটেন্টকে ব্লক করে দিতে পারে সরকার। আর এতেই আপত্তি তুলছে ইলন মাস্কের এক্স। তারা এ নিয়ে দাবি তুলেছে, কোনও কনটেন্ট সরাতে গেলে তার কারণ জানাতে হবে এবং সিদ্ধান্ত চূড়ান্ত করার ক্ষেত্রে একটি শুনানির ব্যবস্থা করতে হবে। তাছাড়া সরকার কোনও কনটেন্ট সরিয়ে দিলে বা ব্লক করে দিলে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার আইনি অধিকারও থাকতে হবে বলে দাবি করা হয়েছে।

    একাধিক প্রশ্ন তুলেছে কেন্দ্র গ্রোককে (Grok) নিয়ে

    প্রসঙ্গত, তথ্য ও প্রযুক্তি মন্ত্রক সম্প্রতি একাধিক প্রশ্ন তুলেছে এক্সের চ্যাটবট গ্রোককে নিয়ে। ওই চ্যাটবটটির ব্যবহৃত ভাষা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ঘনিয়েছে। দাবি, অনেক সময়ই অশ্লীল ভাষা প্রয়োগ করছে গ্রোক। কেন এআই চ্যাটবটটিকে এভাবে নির্মাণ করা হল তাও জানতে চেয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে কেন্দ্রের নীতি নিয়ে আবার প্রশ্ন তুলেছে এক্স। যদিও সরকার নিজেদের অবস্থানে অনড় থেকে ইন্টারনেটে ‘আপত্তিকর’ কনটেন্ট সরানোর ক্ষেত্রে সোশাল মিডিয়াকে আইন মেনে চলার কথাই জানাচ্ছে। সূত্রের দাবি তেমনই। হিন্দিতে গালিগালাজের অভিযোগ ওঠার পর কেন্দ্রের নজরে আসে ইলন মাস্কের সংস্থার তৈরি কৃত্রিম চ্যাটবটের কার্যকলাপ। সম্প্রতি এই ধরনের উস্কানিমূলক শব্দের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক এক্স-এর সঙ্গে যোগাযোগ করছে বলে খবর। কেন্দ্রের তরফ পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

    উস্কানিমূলক হিন্দি শব্দ ব্যবহার করছে গ্রোক?

    চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনির মতো এআই মডেলের বিকল্প হিসেবে ২০২৩ সালে কৃত্রিম মেধা গ্রোক তৈরি করে মাস্কের সংস্থা। পরে গ্রোককে জুড়ে দেওয়া হয় এক্স-এর সঙ্গে। তবে অভিযোগ ওঠে, গ্রোক-এ কোনও কিছু নিয়ে খোঁজ চালানোর সময় অকথ্য এবং উস্কানিমূলক হিন্দি শব্দ ব্যবহার করে প্রতিক্রিয়া জানাচ্ছে এই কৃত্রিম মেধা। এক্স-এর চ্যাটবট ব্যবহার করার সময় ‘গ্রোক’ গ্রাহকদের অশ্লীল এবং আপত্তিকর শব্দে গালাগালাজও করা হচ্ছে বলে অভিযোগ।

    সম্প্রতি ভাইরাল হয় একটি পোস্ট

    সম্প্রতি, এক জন এক্স ব্যবহারকারী এবং ‘গ্রোক’-এর কথোপকথনের পোস্ট ভাইরাল হয়। সেখানেই বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরেই হইচই পড়ে যায়। ব্যবহারকারী কৃত্রিম মেধার কাছে একটি বিষয়ে জান চান। কিন্তু চ্যাটবট তাৎক্ষণিক ভাবে উত্তর দিতে ব্যর্থ হয়। এর পরেই ব্যবহারকারী কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। পাল্টা ‘গ্রোক’ও অশ্লীল ভাষায় প্রতিক্রিয়া জানায়। তখনই হতবাক হয়ে যান ওই ব্যবহারকারী। এরপর এ রকম আরও কয়েকটি অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর তারপরেই নড়েচড়ে বসেছে কেন্দ্র।

  • RSS: মাতৃভাষা প্রধান, এ ছাড়া আরও কোন দুই ধরনের ভাষা শিখতে বলছে আরএসএস?

    RSS: মাতৃভাষা প্রধান, এ ছাড়া আরও কোন দুই ধরনের ভাষা শিখতে বলছে আরএসএস?

    মাধ্যম নিউজ ডেস্ক: বেঙ্গালুরুতে চলছে আরএসএসের (RSS) তিন দিনের প্রতিনিধি সভা। গতকালই এর উদ্বোধন হয়। অখিল ভারতীয় প্রতিনিধি সভা বা এবিপিএস-এর প্রথম দিনে (Akhil Bhartiya Pratinidhi Sabha) সংবাদমাধ্যমের মুখোমুখি হন আরএসএসের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুন্দ সিআর। তিনি বলেন, ‘‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তিনভাষা নীতির প্রণয়ন করেনি। তবে সংঘ সর্বদা মাতৃভাষা এবং মাতৃভাষাকে কেন্দ্র করে একটি বহুভাষিক ব্যবস্থাকে সমর্থন করে।’’

    শিশুর শিক্ষায় গুরুত্বপূর্ণ হল মাতৃভাষা (RSS)

    আরএসএসের মতে, প্রতিটি ব্যক্তির জীবনে স্বাভাবিকভাবেই তিনটি মূল ভাষার প্রয়োজন হয়। এনিয়ে মুকুন্দ সিআর বলেন, ‘‘শিশুর শিক্ষার জন্য মাতৃভাষা খুব প্রয়োজন। সেক্ষেত্রে, মাতৃভাষাই প্রধান ভাষা হওয়া উচিত। এটিই শিশুর বাড়ির ভাষা। মাতৃভাষার মাধ্যমেই শিশুর চিন্তাভাবনা, মূল্যবোধ এবং ব্যক্তিত্ব তৈরি হয়। মাতৃভাষার মাধ্যমে চরিত্র এবং বোধগম্যতা তৈরি হয়।’’

    স্থানীয় ভাষা শেখার গুরুত্ব

    একইসঙ্গে মুকুন্দ সিআর আঞ্চলিক বা স্থানীয় ভাষা শেখার প্রয়োজনীয়তা সম্পর্কেও কথা বলেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘স্থানীয় অঞ্চলভিত্তিক ভাষা শেখাও প্রয়োজন (RSS)। এটি যে কোনও ব্যক্তিকে তাঁর চারপাশের সমাজের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে। এর মাধ্যমে ব্যক্তি জনজীবনে সম্পূর্ণরূপে অংশগ্রহণ করতে পারে।’’

    শিখতে হবে কেরিয়ারের ভাষা (RSS)

    এর পাশাপাশি মুকুন্দ সিআর আরও একপ্রকার ভাষা শেখার কথা বলেন। তা হল, ‘কেরিয়ার ভাষা’। তিনি বলেন, ‘‘কেরিয়ার ভাষা শেখার প্রয়োজনীয়তা রয়েছে। একজন শিশুর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। যার মধ্যে ইংরেজিও অন্তর্ভুক্ত থাকতে পারে। পেশাদার হওয়ার ক্ষেত্রে। যে কোনও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সক্রিয়তা বাড়াতে এবং আধুনিক বিশ্বে প্রতিযোগিতার জন্য অপরিহার্য হল কেরিয়ার ভাষা।’’ তিনি আরও জানিয়েছেন, সংঘের দৃষ্টিভঙ্গি এখানেই থেমে থাকে না। এই তিনটির বাইরেও ভাষা শেখার প্রয়োজনীয়তা রয়েছে। ভারতের ভাষাগত বৈচিত্র্যকে আরএসএস সম্মান করে বলে জানিয়েছেন সিআর মুকুন্দ। তাঁর ব্যাখ্যা, মাতৃভাষায় লালন-পালন করতে হবে চিন্তাভাবনা। আঞ্চলিক ভাষায় সম্প্রদায়গুলিকে সংযুক্ত করতে হবে এবং কেরিয়ারের ভাষা বিশ্বব্যাপী দরজা খুলে দেবে।

  • Underwater Train: সমুদ্রের তলা দিয়ে রেলপথে জুড়বে দুবাই-মুম্বই! কোন পর্যায়ে রয়েছে প্রকল্প?

    Underwater Train: সমুদ্রের তলা দিয়ে রেলপথে জুড়বে দুবাই-মুম্বই! কোন পর্যায়ে রয়েছে প্রকল্প?

    মাধ্যম নিউজ ডেস্ক: সমুদ্রের তলায় রেলপথে (Underwater Train) দুবাইয়ের সঙ্গে জুড়বে মুম্বই। দুই শহরের সঙ্গে সংযুক্ত করা হবে সমুদ্রগর্ভের রেলপথে। প্রসঙ্গত, দুবাই-মুম্বই ট্রেন প্রকল্পটি ২০১৮ সালে প্রথম সামনে আসে। জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহী দুবাই শহরকে ভারতের মুম্বই (Mumbai) শহরের সঙ্গে সংযুক্ত করার জন্য জলের তলার এই ট্রেন প্রকল্পের (Underwater Train) উপর কাজ করছে। এটি পৃথিবীর মধ্যে অন্যতম একটি বড় প্রকল্প হতে চলেছে। এই ২,০০০ কিমির রেলপথ দুবাইকে মুম্বইয়ের সঙ্গে যুক্ত করবে। জানানো হয়েছে, এই রেলপথ শুধুমাত্র মানুষ পরিবহণের জন্য ব্যবহার করা হবে না, একই সঙ্গে পণ্য, জল এবং তেল পরিবহণ করতেও ব্যবহার করা হবে।

    কী বলছেন দুবাইয়ের আধিকারিক?

    সংযুক্ত আরব আমিরশাহীর জনপ্রিয় সংবাদ পত্রিকা খালিজ টাইমসের মতে, সেদেশের ন্যাশনাল অ্যাডভাইসার ব্যুরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান পরামর্শদাতা আবদুল্লাহ আলশেহি এই প্রকল্পের ব্লু-প্রিন্ট সামনে এনেছেন। এদেশের সংবাদমাধ্যম নবভারত টাইমস আবদুল্লাহ আলশেহির বিবৃতি প্রকাশ করেছে। আলশেহির মতে, ‘‘এটি একটি ধারণা (দুবাই-মুম্বাই সমুদ্রের তলদেশ দিয়ে ট্রেন পথ)। আমরা ভারতের মুম্বই শহরকে দুবাই পর্যন্ত যুক্ত করাব। সমুদ্রের নীচে (Underwater Train) অতি-উচ্চ গতির রেল নেটওয়ার্কের মাধ্যমে আমরা সংযুক্ত করতে চাই দুই শহরকে। এটি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকেও বাড়িয়ে তুলবে। এরমাধ্যমে ভারতে তেল রফতানি করা হবে। একইসঙ্গে নর্মদা থেকে অতিরিক্ত জল আমদানি করা হবে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘এই পরিকল্পনাটি অনেক দিক থেকে বিবেচনা করতে হবে আমাদের। আমরা প্রকল্পটির জন্য সম্ভাব্য সমীক্ষাও চালাব। যদি এমন ধারণা বাস্তবে রূপান্তরিত হয়, তাহলে এই রেল নেটওয়ার্ক প্রায় ২০০০ কিলোমিটার দীর্ঘ হবে।’’

    মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর

    ২০২৩ সালের সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হয় জি২০ শীর্ষ সম্মেলন। সেসময় ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ফ্রান্স, ইতালি এবং জার্মানি প্রভৃতি দেশগুলি মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর (IMEEC)-এর বিষয়ে আলোচনা করে। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দুবাই-মুম্বই রেলপথ। সম্প্রতি আবুধাবিতে ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে।

  • Char Dham Yatra: চারধাম যাত্রার রেজিস্ট্রেশন শুরু ৩০ এপ্রিল থেকে, কীভাবে নাম নথিভুক্ত করবেন?

    Char Dham Yatra: চারধাম যাত্রার রেজিস্ট্রেশন শুরু ৩০ এপ্রিল থেকে, কীভাবে নাম নথিভুক্ত করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হতে চলেছে ২০২৫ সালের চারধাম যাত্রা (Char Dham Yatra)। জানা গিয়েছে, আগামী ৩০ এপ্রিল থেকে এই যাত্রার রেজিস্ট্রেশন করা যাবে। ওইদিন থেকে চালু করা হবে গঙ্গোত্রী এবং যমুনোত্রীর পোর্টাল। এরপরে ২ মে চালু করা হবে কেদারনাথের পোর্টাল। বদ্রীনাথের পোর্টাল চালু করা হবে ৪ মে। অন্যদিকে হেমকুন্ড সাহিবের পোর্টাল ভক্তদের জন্য খোলা হবে ২৫ মে থেকে। হাজার হাজার ভক্ত তাঁদের আধ্যাত্মিক যাত্রার জন্য পাড়ি দেন চারধামে। জানা গিয়েছে, এই যাত্রার জন্য উত্তরাখণ্ড সরকার ইতিমধ্যে অনলাইন রেজিস্ট্রেশনকে বাধ্যতামূলক করেছে। নাম নথিভুক্ত করার সময় আধার নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক।

    চারধামের পরিচয় (Char Dham Yatra)

    registrationandtouristcare.uk.gov.in-এই ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করাতে হবে। প্রসঙ্গত, চারধাম যাত্রা হল ভারতবর্ষের অন্যতম পবিত্র যাত্রা। মনে করা হয় চারধাম যাত্রায় মোক্ষ প্রাপ্তি হয়। প্রতিবছরই হাজার হাজার ভক্ত উপস্থিত হন এই যাত্রায়।

    যমুনোত্রী: যমুনোত্রী হল মা যমুনার সঙ্গে সম্পর্কিত ও যমুনা নদীর উৎস স্থল।

    গঙ্গোত্রী: গঙ্গোত্রী হল মা গঙ্গার সঙ্গে সম্পর্কিত। গঙ্গার উৎস স্থল।

    কেদারনাথ: কেদারনাথ হল দেশের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। ভগবান শিবের তীর্থস্থান।

    বদ্রীনাথ: যাত্রার শেষ ধাপ যে মন্দিরটি, তা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। নাম বদ্রীনারায়ণ।

    সনাতন ধর্মের (Sanatan Dharma) বিশ্বাস অনুসারে, চারধাম যাত্রায় (Char Dham Yatra) ভক্তের পাপ মুক্তি হয় এবং তিনি আধ্যাত্মিকতার পথে উন্নতি লাভ করে। মোক্ষ প্রাপ্তি করেন এবং জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হন।

    কীভাবে করবেন রেজিস্ট্রেশন? সঙ্গে কী কী রাখবেন?

    চারধাম যাত্রা (Char Dham Yatra) সম্পর্কে বিভিন্ন আপডেট পেতে রাখতে হবে একটি ফোন। সিনিয়র সিটিজেনদেরকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে যাত্রার আগে। যাঁরা হেলিকপ্টার করে যেতে চাইবেন তাঁদেরকে আগে থেকেই সেই টিকিট বুক করাতে হবে heliyatra.irctc.co.in এই ওয়েবসাইটে গিয়ে। সঙ্গে রাখতে হবে গরম জামা কাপড়, রেনকোট, ট্রেকিং জুতো ও ওষুধপত্র। ইতিমধ্যে এই যাত্রা সংক্রান্ত টোল ফ্রি নাম্বার প্রকাশ করা হয়েছে। যেটি হল ০১৩৫১৩৬৪।

  • Akhil Bharatiya Pratinidhi Sabha: বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়নের ঘটনায় উদ্বিগ্ন আরএসএস

    Akhil Bharatiya Pratinidhi Sabha: বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়নের ঘটনায় উদ্বিগ্ন আরএসএস

    মাধ্যম নিউজ ডেস্ক: আরএসএস-এর (RSS) সভার শুরুতেই চমক। মনমোহন সিং, জাকির হোসেনকে শ্রদ্ধাজ্ঞাপন। তা-ও আবার সাধারণ কোনও সভায় নয়, অখিল ভারতীয় প্রতিনিধি সভা (Akhil Bharatiya Pratinidhi Sabha)। বেঙ্গালুরুর সেই অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবতও (Mohan Bhagwat) ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তবলা বাদক জাকির হুসেন, চিত্র পরিচালক শ্যাম বেনেগাল, বিবেক দেবরায়, প্রাক্তন মন্ত্রী দেবেন্দ্র প্রধান এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসএম কৃষ্ণ প্রমুখ ব্যক্তিত্বকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এঁরা প্রত্যেকেই সম্প্রতি পরলোক গমন করেছেন। আর সেই কারণেই তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন। আরএসসকে চরম হিন্দুত্ববাদী সংগঠন বলে দাগিয়ে দেওয়ার চেষ্ট করে কংগ্রেস, তৃণমূলের মত বিরোধী দলগুলি। অথচ কংগ্রেসের নেতা মনমোহন সিং এবং ভারতের গর্ব মুসলমান পরিবারের সন্তান জাকির হোসেনকে শ্রদ্ধা জানানোয় আরএসএস (RSS) কী ধর্মনিরপেক্ষ সংগঠন হওয়ার দিকে পা এগিয়ে দিচ্ছে, সেই প্রশ্ন আজ সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে।

    ভারত মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে উদ্বোধন

    এদিন আরএসএস সরসঙ্ঘচালক মোহন ভাগবত এবং সহকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে ভারত মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে অখিল ভারতীয় প্রতিনিধি সভা (Akhil Bharatiya Pratinidhi Sabha) ২০২৫ এর উদ্বোধন করলেন। তিন-দিন ব্যাপী অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠক শুরু হওয়ার প্রাক্কালে, শুক্রবার সকালে ভারত মাতার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত ও সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে। এরপর বৈঠকের শুভারম্ভ হয়। এই বছরের অক্টোবর মাসে আরএসএস ১০০ বছর (RSS 100 Years) পূর্ণ করবে। তাই আরএসএস-এর শতবর্ষ সম্পর্কিত সমস্ত কর্মসূচি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। এছাড়াও আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হবে।

    সংঘের গত বছরের (২০২৪-২৫) বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং তা নিয়ে আলোচনা করা হবে বৈঠকে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে, আরএসএস সহ-সরকার্যবাহ সিআর মুকুন্দ বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংঘ এবং বিবিধ ক্ষেত্রের মোট ১,৪৮২ জন প্রতিনিধি এই সভায় অংশগ্রহণ করছেন এবং নিজ নিজ ক্ষেত্রে সম্পাদিত কাজের প্রতিবেদন তাঁরা উপস্থাপন করবেন। এতে উদ্যোগের বিবরণ, বিশেষ কর্মসূচি এবং গৃহীত কাজের বিশ্লেষণ অন্তর্ভুক্ত থাকবে।

    বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে উদ্বিগ্ন

    প্রসঙ্গত বাংলাদেশে হিন্দুদের উপর ক্রমাগত হামলা, নিপীড়ন এবং খুন-ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন আরএসএস। এবার সংঘের সর্বোচ্চ নীতি নির্ধারক সভা অখিল ভারতীয় প্রতিনিধি সভায় (Akhil Bharatiya Pratinidhi Sabha) বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। প্রসঙ্গত এবছর অখিল ভারতীয় প্রতিনিধি সভার ৩ দিনের বৈঠক বসছে বেঙ্গালুরুতে। আরএসএস-এর (RSS) মুখপাত্র সুনীল আম্বেকর সাংবাদিকদের জানান আসন্ন বৈঠকে দুটি প্রস্তাবের উপর আলোচনার পর মতামত নেওয়া হবে। প্রথম প্রস্তাবে থাকছে বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের উপরে হামলা, নির্যাতন নিয়ে বিশদে আলোচনা। আর দ্বিতীয় প্রস্তাবে থাকছে আরআসএস-এর শতবর্ষ পালন কী করে হবে তা নিয়ে আলোচনা।

    ২০২৬ সালে পশ্চিমবঙ্গ এবং অসমে বিধানসভা ভোট। তার আগে বাংলাদেশ সীমান্তবর্তী এই দুই রাজ্যে সংগঠন জোরদার করতে পাখির চোখ করেছে আরএসএস। অতীতে বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারের কাছে একাধিকবার দরবার করেছে আরএসএস। এবার পদ্মা পারে হিন্দু নিপীড়ন প্রশ্নে পথে নামতে চলেছে তারা।

    আরএসএস-এর (RSS) মুখপাত্র সুনীল অম্বেকর জানিয়েছেন, “বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে হিন্দুদের উপর অত্যাচার, হামলা, হুমকি, নিপীড়ন বন্ধ করতে আমাদের ভূমিকা কী হবে তা নিয়ে বিশদে আলোচনার পর প্রস্তাব অনুমোদিত হলে কোর কমিটির কাছে তা পেশ করা হবে।” প্রেস ব্রিফিংয়ে আরএসএসের সহ-সরকার্যবাহ সিআর মুকুন্দ জানিয়েছেন, এই বৈঠকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উত্তপ্ত বিষয় নিয়ে আলোচনা হবে৷ সেই সঙ্গে এই সব জ্বলন্ত ইস্যু নিয়ে সিদ্ধান্তও গ্রহণ করা হবে। তিনি আরও জানান, এবিপিএস-এর বৈঠকে (Akhil Bharatiya Pratinidhi Sabha) আরএসএসের ৩২টি সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকছেন, যাদের মধ্যে দেশের নানা স্থানে কার্যরত সংগঠনগুলোর প্রতিনিধিরা রয়েছেন।

  • Alakran-L VMIMS: চিন-সীমান্ত লাগোয়া সিকিমের দুর্গম পাহাড়ে ভারত মোতায়েন করেছে এই ঘাতক কামান

    Alakran-L VMIMS: চিন-সীমান্ত লাগোয়া সিকিমের দুর্গম পাহাড়ে ভারত মোতায়েন করেছে এই ঘাতক কামান

    মাধ্যম নিউজ ডেস্ক: চিন-সীমান্তে (India China Border) প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করতে এবার বড় সিদ্ধান্ত নিল ভারত। সীমান্ত লাগোয়া সিকিমের দুর্গম পার্বত্য অঞ্চলে আর্টিলারি বা কামান-শক্তি বাড়াতে এবার স্বদেশীয় অত্যাধুনিক ‘ভেহিক্যেল মাউন্টেড ইনফ্যান্ট্রি মর্টার সিস্টেম’ (ভিএমআইএমএস), সংক্ষেপে ভিমিমস্-ও বলা হয়ে থাকে, মোতায়েন করতে চলেছে ভারতীয় সেনা (Indian Army)। সেনা সূত্রে খবর, চলতি বছরের শেষের দিকে মোতায়েনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ‘আত্মনির্ভর ভারত’ (Atmanirbhar Bharat) উদ্যোগের আওতায় দেশে তৈরি ‘আলাক্রান-এল’ নামের এই অত্যাধুনিক মর্টার (Alakran-L VMIMS) সিস্টেমের সিকিমে মোতায়েন ভারতীয় সেনাকে বিরাট বড় একটা সুবিধা প্রদান করবে এবং একইসঙ্গে ‘ড্রাগনের দেশ’কে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

    সিকিমে ‘ভিমিমস্’ মোতায়েন কেন তাৎপর্যপূর্ণ?

    ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হয়ে থাকে ভিমিমস্। আবার, চিন-সীমান্ত লাগোয়া হওয়ায় ভারতের প্রতিরক্ষা ও সার্বভৌমত্বের দিক দিয়ে সিকিম অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্পর্শকাতর এলাকা। অতীতে, এই সিকিমেই একাধিকবার ভারত ও চিনা ফৌজের মধ্যে সংঘাত বেঁধেছে। ফলে, এই সিমান্তাঞ্চলের নিরাপত্তা ও সুরক্ষাকে সুনিশ্চিত করতে বদ্ধপরিকর মোদি সরকার (Modi Government)। যার জেরে, এবার সিকিমের উঁচু, দুর্গম পার্বত্য অঞ্চলে আলাক্রান-এল হাল্কা মর্টার সিস্টেমকে (Alakran-L VMIMS) মোতায়েন করেছে সেনা। এ প্রসঙ্গে এক্স হ্যান্ডলে জানিয়েছে, ‘‘ভারতীয় সেনাবাহিনী (Indian Army) সিকিমে ভেহিক্যেল মাউন্টেড ইনফ্যান্ট্রি মর্টার সিস্টেম (ভিএমআইএমএস) মোতায়েন করেছে। এই স্বনির্ভর ব্যবস্থা বাহিনীর গতিশীলতা, দ্রুত প্রতিক্রিয়া বা জবাব দেওয়ার যোগ্যতা এবং গোলাবারুদের ক্ষমতা বাড়ানোর মাধ্যমে ভারতের স্বনির্ভরতা এবং প্রতিরক্ষা প্রস্তুতির উন্নতি ঘটাবে।’’ সেনার মতে, এই সিস্টেম সমর পরিস্থিতিতে বাহিনীকে কঠিন ও দুর্গম ভূখণ্ডে দ্রুত পদক্ষেপ করার সুযোগ করে দেবে।

    ভেহিক্যেল মাউন্টেড ইনফ্যান্ট্রি মর্টার সিস্টেম কী?

    আলাক্রান-এল মর্টার সিস্টেমে (Alakran-L VMIMS) একটি ৮১ মিমি কামান রয়েছে যা আর্মার্ড লাইট স্পেশালিস্ট ভেহিক্যেল (এএলএসভি) নামে পরিচিত একটি বিশেষ সামরিক গাড়িতে স্থাপন করা হয়। ভারতে এই গাড়িটিকে ‘আর্মাডো’ বলা হয়। এই গাড়ির দুদিকে থরে থরে সাজানো থাকে কামানের বিশেষ গোলা। এই গাড়িটির জন্য কামানটিকে অল্প সময়েই এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করা যায়। ফলে, দ্রুত জায়গা পাল্টে আক্রমণ করার সুযোগ পায় বাহিনী (Indian Army)। যার ফলে, সেনার সমক্ষতা অনেকটাই বৃদ্ধি পায়।

    আলাক্রান-এল ভিমিমস্-এর কার্যকারিতা ও গুরুত্ব

    দুর্গম অঞ্চলেও যাতে সহজে মর্টার সিস্টেমকে সহজে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া যায়, তা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই সিস্টেমটি। নেভিগেশন এমন ডিজাইন করা হয়েছে, যা অপারেশনাল রেসপন্সিভনেস বাড়ায়।

    এই সিস্টেমে দ্রুত কামান মোতায়েন ও গোলা নিক্ষেপ করার ক্ষমতা রয়েছে। দ্রুত সেটআপ এবং ফায়ারিংয়ে সহায়তা করার জন্য ‘আলাক্রান-এল’ মর্টার সিস্টেমটি (Alakran-L VMIMS) সম্পূর্ণ স্বয়ংক্রিয়।

    এই সিস্টেমটি শত্রুর অবস্থানগুলিকে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করে ৮১ মিমি শক্তিশালী মর্টার ব্যবহার করে সেগুলিকে গুঁড়িয়ে দিতে সক্ষম।

    ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ (Atmanirbhar Bharat) উদ্যোগকে সমর্থন করে মাহিন্দ্রা ডিফেন্স সিস্টেমস লিমিটেড এবং মিলানিয়ান এনটিজিএস যৌথভাবে এই সিস্টেমটি তৈরি করেছে।

    ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে জায়গা করে নিয়েছিল আলাক্রান-এল মর্টার সিস্টেম (Alakran-L VMIMS)। এতেই পরিষ্কার, ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) কাছে এর গুরুত্ব কতটা অপরিসীম।

  • Defence Acquisition: একদিনেই ৬১ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার অনুমোদন কেন্দ্রের, তালিকায় কী কী?

    Defence Acquisition: একদিনেই ৬১ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার অনুমোদন কেন্দ্রের, তালিকায় কী কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: ৬১ হাজার কোটি টাকা মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম ও সমরাস্ত্র কেনার (Defence Acquisition) বিষয়ে সবুজ সঙ্কেত দিল মোদি সরকার (Modi Government)। বৃহস্পতিবার একদিকে, ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ডিএসি (DAC) ৫৪ হাজার কোটি টাকারও বেশি মূল্যের আটটি প্রস্তাব অনুমোদন করেছে যার মধ্যে রয়েছে— সেনাবাহিনীর অন্যতম ভরসা টি-৯০ ভীষ্ম ট্যাঙ্কের জন্য আরও শক্তিশালী ইঞ্জিন, নৌবাহিনীর জন্য অ্যান্টি-সাবমেরিন টর্পিডো (Anti-Submarine Torpedo) এবং বায়ুসেনার জন্য এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট সিস্টেম। এর আগে, একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস (CCS) প্রায় ৭ হাজার কোটি টাকা মূল্যের ভারতে তৈরি অ্যাডভান্সড টাওড আর্টিলারি গান সিস্টেম কেনার বিষয়ে অনুমোদন দেয়।

    দেশের তিন সীমার সুরক্ষা বৃদ্ধিতে বিরাট পদক্ষেপ

    জল-স্থল-আকাশ, দেশের তিন সীমার সুরক্ষা বৃদ্ধি করতে বিরাট পদক্ষেপ করল মোদি সরকার (Modi Government)। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (Defence Acquisition) বৃহস্পতিবার এক বারেই বিপুল সামরিক সরঞ্জাম এবং অস্ত্র কেনার অনুমোদন দেয়। সেই তালিকার প্রথমেই রয়েছে স্থলসেনার অন্যতম ভরসা টি-৯০ (T-90 Tank) যুদ্ধট্যাঙ্কের জন্য আরও উন্নত ইঞ্জিন। বর্তমানে এই ট্যাঙ্কে ব্যবহার করা হয় ১০০০ অশ্বশক্তির ইঞ্জিন। মোদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার এই ট্যাঙ্কে আরও শক্তিশালী ১৩৫০ অশ্বশক্তির ইঞ্জিন বসানো হবে। এই নতুন ইঞ্জিন কেনার জন্য এদিন ‘অ্যাকসেপট্যান্স অফ নেসেসিটি’ (এওএন) বা প্রয়োজনীয়তার গ্রহণযোগ্যতা প্রদান করে প্রতিরক্ষা ক্রয় পরিষদ। প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন উন্নত ইঞ্জিনের ফলে, ট্যাঙ্কটির শক্তি বনাম ওজনের অনুপাত ভালো হবে। এর ফলে, দুর্গম অঞ্চলের যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্কগুলির গতিশীলতা অনেকটাই বৃদ্ধি পাবে।

    বিপুল সংখ্যায় বরুণাস্ত্র টর্পিডো কিনবে নৌসেনা

    একইভাবে, ভারতীয় নৌবাহিনীর জন্য দেশীয়ভাবে তৈরি বরুণাস্ত্র টর্পিডো (Varunastra) কেনার জন্য অনুমোদন (Defence Acquisition) দিয়েছে কাউন্সিল। দেশীয় সংস্থা নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি নির্মিত জাহাজ থেকে নিক্ষেপযোগ্য এই সাবমেরিন-বিধ্বংসী টর্পিডোর বিপুল সংখ্যায় কেনার বিষয়ে অনুমোদন দিয়েছে কেন্দ্র। এর ফলে, দেশের জলসীমা আরও নিরাপদ হবে। আবার, আকাশসীমার নিরাপত্তায় ভারতীয় বায়ুসেনার জন্য এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল (AEW&C) এয়ারক্রাফট সিস্টেম কেনার বিষয়েও অনুমোদন দিয়েছে ডিএসি। এর ফলে, বায়ুসেনার সক্ষমতা ব্যাপক বৃদ্ধি পাবে, যা বিভিন্ন সমরাস্ত্রের সক্ষমতা বৃদ্ধি করে যুদ্ধের সম্পূর্ণ পট-পরিবর্তন করতে সক্ষম।

    ‘আত্মনির্ভর ভারত’-এর প্রতীক ‘এটিএজিএস’

    রাজনাথ সিংয়ের নেতৃত্বে একদিকে ৫৪ হাজার কোটি টাকার প্রতিরক্ষা কেনায় অনুমোদন (Defence Acquisition) দেওয়ার আগে, একই দিনে ৭ হাজার কোটি টাকার দেশে তৈরি ‘আত্মনির্ভর ভারত’-এর (Atmanirbhar Bharat) প্রতীক ১৫৫ মিমি অ্যাডভান্সড টোড আর্টিলারি গান সিস্টেম (ATAGS) অধিগ্রহণের অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন প্রতিরক্ষা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি। সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তি এবং উচ্চ মারণশক্তির এই আর্টিলারি গান (কামান) ভারতীয় সেনাবাহিনীর কার্যকরী ক্ষমতা বাড়ানোর জন্য প্রস্তুত। ৫২ ক্যালিবার ব্যারেল সমন্বিত এটিএজিএসের পাল্লা ৪০ কিমি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সেনায় এর অন্তর্ভুক্তি যুদ্ধে গেমচেঞ্জার হিসেবে প্রমাণিত হতে পারে। বর্তমানে সেনায় যে সমস্ত ১০৫ মিমি এবং ১৩০ মিমি আর্টিলারি গান রয়েছে, সেগুলিকে দ্রুত প্রতিস্থাপন করে এই নতুন শক্তিশালী, উন্নত এবং সর্বাধুনিক প্রযুক্তির আর্টিলারি গান মোতায়েন করা হবে। বিশেষ করে, দেশের পশ্চিম ও উত্তর সীমান্তে এটির মোতায়েন ভারতীয় সামরিক বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং শক্তি বৃদ্ধি করে উল্লেখযোগ্য কৌশলগত সুবিধা প্রদান করবে।

    সময়ের অপচয় রুখতে নির্দেশিকা জারি…

    ২০২৫ সালকে ‘সংস্কারের বছর’ হিসাবে উদযাপন করছে প্রতিরক্ষা মন্ত্রক। যে কারণে, সামরিক কেনাকাটাকে (Defence Acquisition) আরও ত্বরাণ্বিত করার ওপর জোর দিচ্ছে মোদি সরকার (Modi Government)। সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে যাতে সময়ের অপচয় না হয় এবং বিষয়টি যাতে দ্রুত সম্পন্ন করা যায়, তার জন্য নির্দিষ্ট কয়েকটি গাইডলাইনও অনুমোদন করেছে রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন প্রতিরক্ষা পরিষদ। বিবৃতিতে এও বলা হয়েছে, মোদি সরকারের ‘আত্মনির্ভর ভারত’-এর (Atmanirbhar Bharat) লক্ষ্যকে মাথায় রেখে বিপুল পরিমাণ দেশীয় সামরিক সরঞ্জাম কেনার ওপর জোর দেওয়া হয়েছে। এর ফলে, সরকারের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে। রাজনাথ সিং প্রকাশ করেছেন যে, ২০২৩-২৪ সালে প্রতিরক্ষা উত্পাদন ১.২৭ লক্ষ কোটি টাকার রেকর্ড সংখ্যা ছুঁয়েছিল। ২০২৫-২৬ সালে তা আরও অতিক্রম করে মধ্যে ১.৬০ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। একইসঙ্গে প্রতিরক্ষা রফতানি (India Defence Exports), যা ২১ হাজার কোটি টাকার রেকর্ড সংখ্যা ছুঁয়েছিল ওই একই সময়ে, এবার তা বেড়ে ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

  • BJP: সাংসদদের উদ্দেশে হুইপ জারি করল বিজেপি, কেন জানেন?

    BJP: সাংসদদের উদ্দেশে হুইপ জারি করল বিজেপি, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় জনতা পার্টি (BJP) ২০ মার্চ তাদের সকল লোকসভা সাংসদদের (Member of Parliament) উদ্দেশ্যে হুইপ জারি করেছে। হুইপে বলা হয়েছে ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেট পাসের সময় তাদের সংসদে উপস্থিত থাকতে হবে। লোকসভার সকল বিজেপি সদস্যদের জানানো হয়েছে যে ২০২৫-২৬ অনুদানের বিভিন্ন দাবির উপর গিলোটিন ২০ মার্চ সংসদে পাসের জন্য তোলা হবে। তাই লোকসভায় বিজেপির সকল সদস্যকে অনুরোধ করা হয়েছে যে, তারা যেন সারাদিন সংসদে ইতিবাচকভাবে উপস্থিত থাকবেন এবং যেন সরকারের অবস্থানকে সমর্থন করেন।

    গিলোটিন কী?

    প্রসঙ্গত গিলোটিন হল একটি সংসদীয় কৌশল যা আরও আলোচনার সুযোগ না দিয়ে বিলটি দ্রুত পাস করার জন্য ব্যবহৃত হয়। সাধারণত যখন সরকার দ্রুত কোনও বিল পাস করতে চায়, কিন্তু বিরোধীরা বিলটির অগ্রগতি বিলম্বিত করার পালটা কৌশল নেয়। ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২৪-২৫ সালের কেন্দ্রীয় বাজেট বেতনভোগী শ্রেণীর জন্য বড় ধরনের স্বস্তি এনেছে। পারিবারিক সঞ্চয় বৃদ্ধির জন্য গড়ে এক লক্ষ টাকা পর্যন্ত মাসিক আয়ের উপর কোনও আয়কর নেই।

    সরকার জোর দিচ্ছে চার ক্ষেত্রে (BJP)

    সরকার উন্নয়নের চারটি বিভাগের উপর জোর দিচ্ছে। তা হল কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বিনিয়োগ এবং রফতানি। অর্থমন্ত্রীর কর ছাড়ের ঘোষণার অর্থ হল বেতনভোগী শ্রেণীর জন্য ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য থাকবে। সীতারামন বাজেটের মূল লক্ষ্য তুলে ধরতে গিয়ে বলেন, “এই বাজেটের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে দেশকে ‘বিকশিত ভারত’-এ রূপান্তরিত করার জন্য একটি ভবিষ্যৎমুখী পথ তৈরি করা। গরিব, যুবক, কৃষক এবং নারীর প্রকৃত উন্নয়ন এই বাজেটের লক্ষ্য।” বাজেটে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বিনিয়োগ, রফতানি, গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সক্ষমকরণ, অভ্যন্তরীণ উপভোগ বৃদ্ধি এবং আরও অনেক ক্ষেত্রে নতুন পরিকল্পনা এবং সংস্কারের কথা বলা হয়েছে। কেন্দ্রীয় বাজেট দেশের উন্নয়ন অগ্রাধিকার এবং আর্থিক বাধ্যবাধকতার মধ্যে সুক্ষ্মভাবে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। অর্থমন্ত্রী সীতারমন উল্লেখ করেছেন যে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বাস্তবায়নের পর থেকে পরোক্ষ কর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

    ২০২৫ সালের বাজেটকে কী বললেন মোদি?

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটকে ভারতের উন্নয়ন যাত্রার জন্য “শক্তি গুণক” হিসেবে (BJP) অভিহিত করেছেন। তিনি এই বাজেটকে ১৪০ কোটি ভারতীয়ের “আকাঙ্ক্ষার বাজেট” হিসেবে বর্ণনা করেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার বাজেট বক্তৃতায় বিহারে ব্যাপকভাবে উৎপাদিত এবং ব্যবহৃত পুষ্টিকর খাবার মাখনার জন্য একটি বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। তিনি আরও ঘোষণা করেন যে পাটনা বিমানবন্দরের ক্ষমতা বৃদ্ধি এবং বিহটায় একটি ব্রাউনফিল্ড বিমানবন্দরের পাশাপাশি বিহারে গ্রিনফিল্ড বিমানবন্দরগুলিকে সম্মানিত করা হবে। তিনি বিহারের মিথিলাঞ্চল অঞ্চলে পশ্চিম কোশি খাল ইআরএম প্রকল্পের কথাও তুলে ধরেন। পশ্চিম কোশি খাল ইআরএম প্রকল্পের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা বিহারের মিথিলাঞ্চল অঞ্চলে ৫০,০০০ হেক্টরেরও বেশি জমি চাষকারী বিপুল সংখ্যক কৃষককে উপকৃত করবে। অর্থমন্ত্রী বিহারে খাদ্য প্রক্রিয়াকরণ কার্যক্রমকে শক্তিশালী করার জন্য জাতীয় খাদ্য প্রযুক্তি, উদ্যোক্তা ও ব্যবস্থাপনা ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণাও করেছেন।

  • Grok 3: সুপার কম্পিউটারের থেকে কোনও অংশে কম নয় মাস্কের এআই টুল গ্রক-৩

    Grok 3: সুপার কম্পিউটারের থেকে কোনও অংশে কম নয় মাস্কের এআই টুল গ্রক-৩

    মাধ্যম নিউজ ডেস্ক: টেসলা এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক সম্প্রতি লঞ্চ করেছেন Grok 3 AI চ্যাটবট। এই প্রসঙ্গে তাঁর দাবি, Grok 3 AI আগের Grok 2 AI এর চেয়ে আরও বেশি উন্নত। এই আবহে টেসলা কর্তার ঘোষণা, নতুন চ্যাটবট OpenAI-এর ChatGPT এবং Google-এর Gemini-এর চেয়েও বেশি জনপ্রিয় হবে। প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি Grok 3 AI লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে, এক্স (পূর্বে টুইটার) এর প্রিমিয়াম প্লাস গ্রাহকদের বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, এই AI চ্যাটবটটি ChatGPT এবং Google Gemini এর মতো বিনামূল্যে ব্যবহারের সুবিধা মিলবে না। এটি ব্যবহার করতে হলে গ্রাহকদের X এর প্রিমিয়াম প্ল্যান কিনতে হবে। চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনির এআই মডেলের বিকল্প হিসাবে ২০২৩ সালেই কৃত্রিম মেধা ‘গ্রক’ তৈরি করেছে মাস্কের সংস্থা। পরে গ্রককে এক্স-এর সঙ্গে জুড়ে দেওয়া হয়। তারপর তা ধাপে ধাপে উন্নত করা হয়। মাস্কের এই এআই টুল সারা বিশ্বের পাশাপাশি ভারতীয়দেরও মধ্যেও বেশ জনপ্রিয়।

    একটি সুপার কম্পিউটারের থেকে কোনও অংশে কম নয়

    গত ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়ার পরেই সংস্থার তরফে জানানো হয়, Grok ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে ম্যাক ওএস এবং উইন্ডোজে। তবে নতুন এক্সআই চ্যাটবটের লঞ্চের পর এক্স মাধ্যমের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের রেট বা খরচও বেড়েছে। জানা যাচ্ছে, একটি সুপার কম্পিউটারের তুলনায় কোনও অংশে কম নয় এক্সআই-এর Grok চ্যাটবট। অসম্ভব শক্তিশালী ভাবে তৈরি হয়ে রয়েছে এই মাধ্যম।

    গ্রক-২ এর চাইতে ১০ গুণ বেশি শক্তিশালী

    কলোসাস সুপারকম্পিউটারে চালিত এই চ্যাটবট পূর্বতন জেনারেশনের (গ্রক ২) চাইতে ১০ গুণ শক্তিশালী বলে জানানো হয়েছে। উন্নততর যুক্তি আর বিপুলতর জ্ঞানভাণ্ডারকে ফর্মুলা বানাতে কাজে লাগানো হয়েছে। যেকোনও কোডিং, জটিল অঙ্ক সমাধান, ছবি তৈরি, নির্দেশমাফিক কাজ করা তো নস্যি এই চ্যাটবটের কাছে। গ্রকের নবতম অবতার গ্রক-৩ আপনার পছন্দের গেম মিলিয়ে-মিশিয়ে নতুন কোনও গেমও বানাতে পারে। আর সেটাও চোখের নিমেষে! বাকি চ্যাটবট স্রেফ আদেশটুকু পালন করেই ক্ষান্ত থাকে। গ্রক এই সমাধানের সমস্ত পর্যায় নিয়ে ব্যাখ্যা দিতে সক্ষম। যুক্তির প্রতিটি স্তর তুলে ধরে।

    ব্যবহার করতে সুপার গ্রক নামে একটি নতুন সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে

    এছাড়াও, এটি ব্যবহার করতে সুপার গ্রক নামে একটি নতুন সাবস্ক্রিপশন প্ল্যানও নিতে হবে। এই প্ল্যানটি Grok অ্যাপ এবং নতুন চালু হওয়া ওয়েবসাইট grok.com-এ উপলব্ধ থাকবে বলে জানানো হয়েছে। লঞ্চের আগে, ইলন মাস্ক এটিকে বিশ্বের সবচেয়ে স্মার্ট এআই বলে অভিহিত করেন। গ্রক ৩ সরাসরি OpenAI-এর ChatGPT সাথে প্রতিযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি। OpenAI-এর ChatGPT চালু হওয়ার পর থেকে, প্রযুক্তি কোম্পানিগুলির মধ্যে AI টুল চালু করার জন্য একটি বিশ্বব্যাপী প্রতিযোগিতা শুরু হয়েছে। বিগত এক বছরে অনেক AI টুল বিশ্ববাজারে লঞ্চ হয়েছে। সম্প্রতি, চিনও কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এনেছে ডিপসিক।

    অন্যান্য এআই টুলের থেকে অনেক উন্নত

    নতুন এআই টুল Grok 3-তে অন্যান্য AI টুলের তুলনায় অনেক উন্নত এবং স্মার্ট ফিচার্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ইলন মাস্ক এমন এক সময়ে গ্রক ৩ চালু করছেন যখন সারা বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতা চলছে। এই আবহে আবার খবর সামনে এসেছে, ওপেনএআই-এর স্যাম অল্টম্যান এবং টেসলার সিইও ইলন মাস্কের মধ্যে দ্বন্দ্বের। সম্প্রতি নাকি ইলন মাস্ক ওপেন এআই কেনার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু টেসলা কর্তার প্রস্তাব ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান প্রত্যাখ্যান করেছিলেন।

    কী বলছেন ইলন মাস্ক

    এই প্রসঙ্গে বলা দরকার, একটা সময় ছিল যখন ইলন মাস্ক নিজেই ছিলেন ওপেন এআই-এর প্রতিষ্ঠাতা দলের সদস্য। ওপেন এআই ২০১৫ সালে শুরু হয়েছিল। এর কিছুদিন পরেই, মাস্ক তার নিজস্ব এআই টুল চালু করার প্রস্তুতি শুরু করেন। এখন আপনি সহজেই X প্ল্যাটফর্মে Grok AI ব্যবহার করতে পারেন। টেসলা কর্তা জানিয়েছেন, Grok- এর সাহায্যে প্রযুক্তিগত বিভিন্ন আধুনিক পরীক্ষা-নিরীক্ষা করা খুবই সহজে সম্ভব হবে। পৃথিবী, মহাকাশ, মহাজাগতিক বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান এখনও যথেষ্টই সীমিত। সেই জ্ঞানের ভাণ্ডারের বিস্তার হবে Grok- এর সাহায্যে। এর পাশাপাশি নতুন নতুন আবিষ্কারও সম্ভব বলে জানিয়েছেন মাস্ক। জানা গিয়েছে, Grok আসলে একটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট। ইলন মাস্ক আরও জানিয়েছেন, Grok হল ‘স্মার্টেস্ট এআই অন আর্থ’। এক্স মাধ্যমে এমনটাই ঘোষণা করেছেন এই ধনকুবের।

  • Arunachal Pradesh: অরুণাচলে খ্রিষ্টীয় আগ্রাসনে চিন্তিত মূলনিবাসী ও সনাতনীরা

    Arunachal Pradesh: অরুণাচলে খ্রিষ্টীয় আগ্রাসনে চিন্তিত মূলনিবাসী ও সনাতনীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশ খ্রিস্টান (Arunachal Pradesh) ফোরামের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে অরুনাচল প্রদেশকে খ্রিস্টান রাজ্য হিসেবে দাবি করা হয়েছে। এই ভিডিও সামনে আসতেই ওই রাজ্যে অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। ভিডিওতে এক ধর্মযাজককে বলতে দেখা যাচ্ছে, “অরুণাচল থেকে আসাম আমাদের পূর্বপুরুষদের ভূমি। তাওয়াং থেকে লংডিং, মেসোকা থেকে ইটানগর আজ আমরা প্রভু যীশুর নামে ঘোষণা করছি যে সম্পূর্ণ অরুনাচল “যীশুর”।

    ব্যাপক ধর্মান্তকরণ (Arunachal Pradesh)

    অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মধ্যে এই ঘটনার পর থেকেই গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাদের মতে এই অঞ্চলে ধর্ম পরিবর্তনের জন্য আরও আক্রমণাত্মক চাপ আসতে চলেছে। প্রসঙ্গত ধর্ম পরিবর্তনের জেরে অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম সহ অন্যান্য পূর্বাঞ্চলীয় রাজ্যে আদিবাসী মূলনিবাসী, বৌদ্ধ এবং হিন্দুদের সংখ্যা ব্যাপক হারে কমছে। গত কয়েক দশক ধরে অরুণাচল প্রদেশ এবং আসামে খ্রিস্ট ধর্মের দ্রুত বৃদ্ধি ঘটেছে। তারই মাঝে এই ভিডিওটি বেশ কয়েকটি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এই ঘটনা অরুণাচল প্রদেশের ‘ধর্ম স্বাধীনতা আইন ১৯৭৮’এর কার্যকারিতা নিয়েও বিতর্কের জন্ম দিয়েছে। কারণ ধর্ম স্বাধীনতা আইন থাকলেও তা কার্যকরি নয় বলেই মনে করা হচ্ছে। বল প্রয়োগ এবং প্রলোভনের মাধ্যমে ব্যাপক ধর্ম পরিবর্তন চলছে। ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যে ধর্ম স্বাধীনতা আইনের উদ্দেশ্য ছিল বলপ্রয়োগ এবং প্রলোভনের মাধ্যমে ধর্ম পরিবর্তন রোধ করা। কিন্তু এই আইনের ফাঁকগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে ব্যাপক ধর্ম পরিবর্তন চলছে ওই রাজ্যে।

    কী বলছে আদমশুমারি

    অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) শেষ কয়েক দশকে খ্রিস্টান জনসংখ্যার অভূতপূর্ব বৃদ্ধি হয়েছে। এই জনসংখ্যার বৃদ্ধি বাসিন্দাদের অতিরিক্ত সন্তান উৎপাদনের মাধ্যমে হয়নি, বরং ব্যাপক ধর্ম পরিবর্তনের ফলে হয়েছে বলে বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে। ১৯৭১ সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা ০.৭৯ শতাংশ খ্রিস্টাধর্মালম্বী ছিলেন। ১৯৮১ তে এই সংখ্যা ৪.৩২ শতাংশ হয়ে যায়। ১৯৯১ সালে তা বেড়ে হয় ১০.৩০ শতাংশ। ২০০১ সালে ৮ শতাংশ বেড়ে খ্রিস্টান জনসংখ্যা হয় ১৮.৭২ এবং ২০১১ আদমশুমারিতে শেষ আদমশুমারিতে দেখা যায় খ্রিস্টান জনসংখ্যা ৩০.২৬ শতাংশ। ২০২১ সালে কোভিডের জন্য আদমশুমারি পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মনে করা হচ্ছে আদমশুমারি হলে এই জনসংখ্যা মোট জনসংখ্যার ৪০ শতাংশ বেশি হয়ে পড়বে। যার নেপথ্যে রয়েছে আক্রমণাত্মক ধর্ম প্রচার এবং গণ ধর্মান্তকরণ।

    ৬ মার্চ ইটানগরকে বিক্ষোভ (Arunachal Pradesh)

    এরই মাঝে ৬ মার্চ খ্রিস্টান ধর্মপ্রচারক গোষ্ঠীগুলি অরুণাচলের ধর্ম স্বাধীনতা আইন বাতিলের দাবিতে ইটানগরে (Arunachal Pradesh) একটি বিশাল বিক্ষোভের আয়োজন করে। অল ক্রিশ্চিয়ান ফোরামের নেতৃত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ম স্বাধীনতা আইন বাতিলের দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখায়। প্রসঙ্গত অরুণাচল প্রদেশের ধর্ম স্বাধীনতা আইন বলপূর্বক এবং প্রতারণামূলক ধর্ম পরিবর্তন রোধ করার জন্য লাগু হয়েছিল। কিন্তু তারপরেও বলপূর্বক এবং প্রতারণামূলক ধর্ম পরিবর্তন এই রাজ্যে রোধ করা যায়নি এবং পরিস্থিতি যে ব্যাপক উদ্বেগজনক ওই ভাইরাল ভিডিও প্রমাণ করে। স্থানীয় সংগঠনগুলির মতে জনবিন্যাসের এই ব্যাপক পরিবর্তন অরুণাচল প্রদেশ এবং আসামে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে।

LinkedIn
Share