Tag: Australia

Australia

  • T20 World Cup: নাম মনে রেখো! কেন টুইট সচিনের?

    T20 World Cup: নাম মনে রেখো! কেন টুইট সচিনের?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগেই ঘটে গেল অঘটন। নামিবিয়ার কাছে ৫৫ রানে লজ্জাজনক হার হল শ্রীলঙ্কার মতো অভিজ্ঞ দলের। কে ভেবেছিল ভারত, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে এশিয়া কাপ জেতা শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়বে?
    নামিবিয়ার অতি বড়ো সমর্থকও হয়তো ম্যাচের এমন ফল আশা করেনি।

    নামিবিয়ার এই ঐতিহাসিক জয়ের পরেই ট্যুইট করেন ‘ক্রিকেটের ঈশ্বর’ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তিনি লিখলেন, ‘নামিবিয়া আজ ক্রিকেট বিশ্বকে বলে দিল, ‘নাম’ মনে রেখো’।

    [tw]


    [/tw]

    গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছিল নামিবিয়া। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ১৯ ওভারে অলআউট হয়ে যায় ১০৮ রানে।
    ব্যাট হাতে নামিবিয়ার শুরুটা কিছুটা স্লো হলেও ; কিন্তু শেষ দিকে এসে গতি বাড়িয়ে শ্রীলঙ্কার সামনে ১৬৪ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা। এই নতুন অনভিজ্ঞ দলটি শ্রীলঙ্কার সামনে রানের পাহাড় খাড়া করায় স্বাভাবিকভাবেই ম্যাচটিতে উত্তেজনা ছড়ায়।

    [tw]


    [/tw]
    কিন্তু রান তাড়া করতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কা পুরোপুরি ব্যাকফুটে। নামিবিয়ান বোলিংয়ের সামনে বলতে গেলে দিশেহারা অবস্থা হয় লঙ্কান ব্যাটারদের।
    ৪০ রানের মধ্যেই চলে যায় দলের প্রথম চার উইকেট। প্রথম চার ব্যাটারের মধ্যে একমাত্র ধনঞ্জয় ডি সিলভাই দুই অঙ্কের রান করেন। তাও সেটি উল্লেখ করার মতো নয়। এরপর ভানুকা রাজাপক্ষ (২১ বলে ২০) ও অধিনায়ক দাসুন (২৩ বলে ২৯) মরা গাঙে জোয়ার আনার চেষ্টা করেন। কিন্তু তাঁরা যখন ফেরেন, তখন শ্রীলঙ্কার স্কোর ৭ উইকেট হারিয়ে ৮৮। অথচ ৭৬ রানে চার উইকেট হারানো নামিবিয়াই কিন্তু শেষ পর্যন্ত ১৬৩ রান তুলতে পেরেছিল।

    [tw]


    [/tw]
    এর পরে কোনও ব্যাটসম্যানই আর নামিবিয়ার বোলিং এর সামনে দাঁড়াতে পারেননি। হাসারাঙ্গা ৪, চামিকা করুনারত্নে ৫, প্রমোদ মধুশান শূন্য, দুষ্মন্তে চামিরা আউট হন ৮ রান করে। ১১ রানে অপরাজিত থাকেন ১১ নম্বর ব্যাটার মহেশ থিকসানা।

    [tw]


    [/tw]

    নামিবিয়ার হয়ে শ্রীলঙ্কার কাজটা কঠিন করে দেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অভিজ্ঞ খেলোয়াড় ডেভিড ওয়াইস। ৪ ওভারে ১৬ রান দিয়ে দু’টি উইকেট নেন তিনি। দু’টি করে উইকেট নেন বার্নার্ড স্কোলজ়, বেন শিকঙ্গো এবং ফ্রিলিঙ্ক। একটি উইকেট নেন স্মিট।
    যোগ্যতা অর্জন পর্বে শ্রীলঙ্কার গ্রুপে নামিবিয়া ছাড়াও রয়েছে নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরশাহি। সেই দু’টি ম্যাচ জিততেই হবে শ্রীলঙ্কাকে। না হলে বিশ্বকাপের (T20 World Cup) মূল পর্বে ওঠার আশা শেষ হয়ে যাবে এশিয়া কাপজয়ীদের। শ্রীলঙ্কার পরের ম্যাচ সোমবার। সে দিন আমিরশাহির বিরুদ্ধে খেলবে তারা। সে দিন নামিবিয়া খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Indian Student: সিডনিতে ছুরিকাঘাত ভারতীয় ছাত্র, ১১ বার এলোপাথারি ছুরির কোপ

    Indian Student: সিডনিতে ছুরিকাঘাত ভারতীয় ছাত্র, ১১ বার এলোপাথারি ছুরির কোপ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৮ বছর বয়সী সিডনিতে পাঠরত ভারতীয় পড়ুয়াকে (Indian Student) ১১ বার ছুরি দিয়ে আঘাত করেছে অস্ট্রেলিয়ার দুই আততায়ী। আইআইটি মাদ্রাজের প্রাক্তন এই পড়ূয়া শুভম গর্গ (Shubham Garg) গত ১ সেপ্টেম্বর সিডনিতে গিয়েছেন। সেখানে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন শুভম। পরিবারের অভিযোগ, জাতিগত বিদ্বেষের জন্যই এই প্রানঘাতী আক্রমণ।তাদের আরও অভিযোগ, ৬ সেপ্টেম্বর সিডনির লোয়ার শোর এলাকায় শুভমের উপর আক্রমণের ঘটনা জানার পর পরিবার থেকে দ্রুত ভিসার আবেদন করার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও ভিসার অনুমতি পায়নি তাঁরা। তবে স্থানীয় প্রশাসনের সাহায্যে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে সেই পরিবার। ওই পরিবারকে কেন দ্রুত ভিসা দেওয়া হচ্ছে না তা নিয়ে কোনও সদুওর মেলেনি অস্ট্রেলিয়ান সরকারের কাছ থেকে।

    [tw]


    [/tw] 

    অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, ৬ অক্টোবর টাকা নিয়ে ফেরার সময় শুভমের (Indian Student) কাছ থেকে টাকা দাবি করে আততায়ীরা। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় প্রানঘাতি হামলা চালানো হয় শুভমের উপর। পুলিশ এই ঘটনায় ড্যানিয়েল নরউড এবং ২৭ বছর বয়সী দুই প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছ। তবে পুলিশ জাতি বিদ্বেষের অভিযোগ খারিজ করেছে।

    শুভম (Indian Student) রক্তাক্ত অবস্থায় কোনও মতে পাশের এক বাড়িতে গিয়ে সাহায্য চান। সেখান থেকেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, শুভমের পেটে ও বুকে গুরুতর চোট রয়েছে। শুভমের বাবা রামনিবাস গর্গ বলেন, ‘‘কোনও মতে ওঁর প্রাণরক্ষা হয়েছে। ৮ অক্টোবর ওঁকে ফোন করে পাইনি। এর পরেই ওঁর বন্ধুকে ফোন করে সব জানতে পারি। ওঁর পেটে ১১ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে। আমার ছেলের চিকিৎসায় ভারত সরকারের সাহায্য চাইছি। আমার ছোট ছেলেকে দ্রুত অস্ট্রেলিয়া যাওয়ার ভিসার ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন করছি।’’

    [tw]


    [/tw]

    অস্ট্রেলিয়া হাইকমিশনের মুখপাত্র জানিয়েছেন, সিডনিতে ভারতীয় কনস্যুলেট ওই যুবককে সাহায্য করছে। আহতের পরিবারের সদস্যের যতো তাড়াতাড়ি সম্ভব ভিসার ব্যবস্থা করবে অস্ট্রেলিয়া হাই কমিশন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Australia: অস্ট্রেলিয়ার সংসদে গীতা পাঠ করে শপথ! ইতিহাস রচনা বাঙালি ব্যারিস্টারের

    Australia: অস্ট্রেলিয়ার সংসদে গীতা পাঠ করে শপথ! ইতিহাস রচনা বাঙালি ব্যারিস্টারের

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্ম ভারতে হলেও বর্তমান বাস তথা কর্মস্থল সুদূর অস্ট্রেলিয়া। আর সেখানেই, ইতিহাস রচনা করলেন এদেশে জন্মগ্রহণকারী বাঙালি ব্যারিস্টার বরুণ ঘোষ। অস্ট্রেলিয়ার সংসদের ইতিহাসে এই প্রথম ভগবদ গীতা পাঠ করে শপথ গ্রহণ করলেন কোনও সাংসদ। অস্ট্রেলিয়ার (Australia) আইনসভায় ভারতীয় সনাতন ধর্মগ্রন্থ গীতা পাঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ভারতীয় হিন্দু সমাজ। একই ভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন তাঁকে।

    শ্রীকৃষ্ণ-অর্জুনের সম্বাদ পাঠে হল শপথ (Australia)

    অস্ট্রেলিয়ার (Australia) রাজনীতির ইতিহাসে একটি উল্লেখযোগ্য তথা উজ্জ্বলময় মুহূর্ত ছিল গত ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ। অস্ট্রেলিয়ার সাংসদে অনন্য নজির সৃষ্টি করেন পশ্চিম অস্ট্রেলিয়ার বাসিন্দা ভারতে জন্ম নেওয়া ব্যারিস্টার বরুণ ঘোষ। অস্ট্রেলিয়ার সংসদের ইতিহাসে প্রথম সাংসদ হিসেবে ভগবদ গীতা পাঠ করে শপথ নেন তিনি। শপথ গ্রহণের অনুষ্ঠানে শ্রীকৃষ্ণ-অর্জুনের সম্বাদকে পাঠ করেন বরুণ। তিনি অস্ট্রেলিয়ার প্রথম সাংসদ, যিনি এই ইতিহাসের পথে পা বাড়ালেন। এবার সেনেটর হিসেবে বরুণ অস্ট্রেলীয় সংসদের আইনসভা (নিম্নকক্ষ) ও আইন পরিষদ (উচ্চকক্ষ) — উভয় কক্ষেই পশ্চিম অস্ট্রেলিয়া প্রদেশের প্রতিনিধিত্ব করবেন।

    কী বলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী?

    অস্ট্রেলিয়ার (Australia) বিদেশমন্ত্রী পেনি ওং আনন্দ প্রকাশ করে বলেন, “আপনাকে লেবার সেনেট দলের প্রতিনিধি হিসেবে পেয়ে আমরা রোমাঞ্চিত।” আবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ তাঁকে স্বাগত জানিয়ে বলেছেন, “আপনাকে আমাদের পরিমণ্ডলে পেয়ে খুবই ভালো লাগছে, আমরা অত্যন্ত খুশি।”

    বরুণ ঘোষের পরিচয়

    ১৯৮৫ সালে ভারতে জন্মগ্রহণ করা বরুণ ঘোষ উজ্জ্বল ভবিষ্যতের সন্ধানে ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি দেন। পেশায় তিনি একজন আইনজীবী। থাকেন পারথ্ শহরে। তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (Australia) বিশ্ববিদ্যালয় থেকে কলা ও আইনে ডিগ্রি অর্জন করেন। সেই সঙ্গে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে একজন কমনওয়েলথ স্কলার হিসেবেও পরিচিতি লাভ করেন। তিনি এর আগে নিউইয়র্কে একজন ফিনান্স অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন এবং ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাঙ্কের পরামর্শদাতা হিসেবেও নিযুক্ত ছিলেন। ২০১৯ ফেডেরাল নির্বাচনের সময় তিনি পশ্চিম অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ান লেবার পার্টির সেনেট টিকিটের পঞ্চম প্রার্থী হিসাবে ভোটে দৌড়েছিলেন, যদিও তিনি তখন নির্বাচিত হননি। তবে, তিনি ব্যারিস্টার হিসাবে আইনি প্র্যাকটিস অব্যাহত রেখেছিলেন পশ্চিম অস্ট্রেলিয়ায় এবং বিশ্বব্যাঙ্কে।

    কী বললেন বরুণ ঘোষ?

    অস্ট্রেলিয়ায় (Australia) বরুণ ঘোষ শপথ গ্রহণ করে বলেন, “আমি সৌভাগ্যবান যে একটি মানসম্পন্ন শিক্ষা পেয়েছি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার কাজ সবার কাছে গ্রহণযোগ্য হবে।” তাঁর মতে, ভগবদ গীতা মানুষকে অনুপ্রাণিত করে এবং নিরন্তর অন্তর্দৃষ্টি প্রদান করে, যা মানুষের প্রজন্মের পর প্রজন্ম জুড়ে প্রভাবিত করে। মানুষের জীবনের পথ নির্দেশনার গভীর আধ্যাত্মিক দর্শন সম্পর্কে জ্ঞান দেয় ভগবদ গীতা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • AFC Asian Cup:  লড়াই করে অস্ট্রেলিয়ার কাছে ২ গোলে হার ভারতের

    AFC Asian Cup:  লড়াই করে অস্ট্রেলিয়ার কাছে ২ গোলে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা ব়্যাঙ্কিংয়ে ২৫ নম্বরে অস্ট্রেলিয়া। ভারত ১০২এ। ফলও হল সেরকমই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ গোলে হেরে এশিয়ান কাপে যাত্রা শুরু করল ভারত। তবে ইগর স্টিমাচের ছেলেরা এদিন যে ফুটবল উপহার দিল তা মনে থাকবে অনেক দিন। প্রথমার্ধ ছিল ভারতের অনুকূলেই। চারগুণ এগিয়ে থাকা টিমের বিরুদ্ধেও দুরন্ত ফুটবলই উপহার দিচ্ছিলেন সন্দেশ ঝিঙ্গান, নিখিল পূজারীরা। প্রথমার্ধে গোলের দরজা খুলতে পারেনি অস্ট্রেলিয়া।

    ভারতের লড়াই নজর কাড়ল

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রক্ষণ জমাট রাখাই ভারতের কাছে চ্যালেঞ্জ ছিল। সেই পরীক্ষা সসম্মানে পাস তারা। প্রথমার্ধে ভারত যে গোল করতে দেবে না অস্ট্রেলিয়াকে, এটা অনেকেই ভাবতে পারেননি। শুধু তাই নয়, গোল করেও দিতে পারতেন সুনীল ছেত্রীরা। তবে বুদ্ধিতেই টেক্কা দিল অস্ট্রেলিয়া। প্রথমার্ধে প্রচুর কর্নার পেলেও গোল করতে পারেননি হ্যারি সাউটাররা। কিন্তু দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়ার গতির কাছে পরাস্ত হলেন গুরপ্রীতরা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে গোল করে অস্ট্রেলিয়া। বাঁ দিক থেকে ক্রস ভেসে এসেছিল। গোলকিপার গুরপ্রীত বল না ধরে ভাসিয়ে দিয়েছিলেন। বক্সের মাথায় দাঁড়িয়েছিলেন জ্যাকসন ইরভিন। তিনি বল রিসিভ করে বাঁ পায়ের শটে গোল করেন। সেই গোলের নেপথ্যে গুরপ্রীতকে দোষ দিলে ভুল হবে না। তিনি বলটি যদি ধরতেন বা আরও দূরে ফিস্ট করে দিতেন, তা হলে গোল হতই না। ম্যাচের ৭২ মিনিটে দুই পরিবর্ত প্লেয়ারের সৌজন্যে দ্বিতীয় গোল অস্ট্রেলিয়ার। রাইলি ম্যাকগ্রির মাইনাস, আনমার্কড জর্ডন বসের হালকা টাচে গোল। ২-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। 

    এদিন এশিয়ান কাপের ইতিহাসে প্রথম দেখা গেল মহিলা রেফারি। সেটাও আবার ভারতের ম্যাচেই। ফলে এই ম্যাচ থেকে গেল ইতিহাসের পাতায়। পরাজয় সত্ত্বেও, এই ম্যাচে ভারতের প্রাপ্তি অনেক। যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১১ সালের এশিয়ান কাপে ০-৪ গোলে হেরেছিল ভারত, তাদের বিরুদ্ধে ইগর স্টিমাচের টিম দুরন্ত পারফর্ম করছিলেন। ম্যাচ ড্র করতে পারলে ভারতের নৈতিক জয় হিসেবেই দেখা হতো। কিন্তু মেসির মঞ্চে ইতিহাস তৈরি করা হল না সুনীল ছেত্রীর ভারতের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India T-20 Record: পাকিস্তানকে সরিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি২০ জয়ের নজির ভারতের 

    India T-20 Record: পাকিস্তানকে সরিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি২০ জয়ের নজির ভারতের 

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক টি২০ ফরম্য়াটে এতদিন সর্বকালীন জয়ের রেকর্ড ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েই ভারত লিখে ফেলল ইতিহাস। ওয়াঘার ওপারের ক্রিকেটীয় দেশকে পিছনে ফেলে দিল সূর্যবাহিনী। এখন ভারতের ঝুলিতেই সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি২০ জয়ের নজির। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগে ব্যাট করে ১৭৪-৯ তুলেছিল ভারত। ঝড়ের গতিতে ব্যাট করেন রিঙ্কু সিং। জবাবে ১৫৪ রানে থেমে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। শেষ দিকে ভারতের নিয়ন্ত্রিত বোলিং খেলতে পারলেন না অস্ট্রেলিয়ার ব্যাটারেরা। এই জয়ের ফলে অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিল ভারত। সিরিজে ভারত এখন ৩-১ ব্যবধানে এগিয়ে।

    পিছনে পাকিস্তান

    ভারত ২১৩টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে ১৩৬টি ম্যাচ জিতে নিল। পাকিস্তান ২২৬টি ম্যাচ খেলে ১৩৫টি জিতেছে। ভারত-পাকিস্তানের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি জিতেছে যথাক্রমে নিউ জিল্য়ান্ড (১০৩), অস্ট্রেলিয়া (৯৫) ও দক্ষিণ আফ্রিকা (৯৫)। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম তথা শেষ টি২০ খেলবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই ম্যাচে হারলেও সিরিজ ভারতের পকেটে। দেখতে দেখতে ভারতের ঘরের মাঠে টানা ১৪তম আন্তর্জাতিক টি২০ সিরিজ জিতে ফেলল। 

    ব্যাটে-বলে দাপট ভারতের

    এদিন টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ম্যাথু ওয়েড। স্লো পিচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ভারত। শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম অভার মেডেন হওয়ার পর দ্বিতীয় ওভারে ১১ রান করেন যশস্বী। শেষের দিকে রিঙ্কু সিংয়ের ২৯ বলে ৪৬ রানের দৌলতে ভারত পৌঁছায় ১৭৪ রানে। এদিন বল হাতে দাপট দেখায় মেন-ইন-ব্লু। ৩ উইকেট নেন অক্ষর প্যাটেল। দীপক চাহার ২টি, রবি বিষ্ণোই এবং আবেশ খান ১টি করে উইকেট নেন। অজিদের হয়ে ওপেনার ট্র্যাভিস হেড ৩১ এবং অধিনায়ক ওয়েড ৩৬ রান করেন। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia T20: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ৪৪ রানে জয়ী ভারত

    India vs Australia T20: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ৪৪ রানে জয়ী ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হয়েছিল রোহিত শর্মার ভারত। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে (India vs Australia T20) জয়ী হল ভারত। রবিবার প্রথমে ব্যাট করতে নামে ভারত। ভারতের স্কোর হয় ২৩৫। অস্ট্রেলিয়ার সামনে ২৩৬ রানের টার্গেট বেঁধে দেয় ভারত।

    ভারতের স্কোর ২৩৫

    রবিবাসরীয় সন্ধেয় ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারত করে ২৩৫ রান। ভারতের তরফে অর্ধশতরান করেন যশস্বী, ঈশান ও ঋতুরাজ। শেষের দিকে ঝড় তুলেছিলেন রিঙ্কু সিংহ। ৯ বলে তিনি করেন ৩১ রান। থাকেন অপরাজিত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দ্বিতীয় ম্যাচেও জয় পেল ভারত। তিরুবনন্তপুরম আন্তর্জাতিক স্টেডিয়ামে কিউদের ৪৪ রানে পরাস্ত করল সূর্যকুমারের দল। টস করেছিলেন অস্ট্রেলিয়ান স্কিপার ম্যাথু ওয়েড। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান তিনি। প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে খেলতে থাকে ওপেনার যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড়।

    মাঠ দাপাল ভারত 

    মাত্র (India vs Australia T20) ২৩ বলে এই ওপেনার জুটি করে ৫০ রান। এদিন ১৪.১ ওভারে ১৫০ রান করে টিম ইন্ডিয়া। তার পরেই ২৯ বলে ফের অর্ধশত রান করেন ঈশান কিষান। ৫২ বলে অবশ্য আউট হয়ে যান ঈশান। তাঁকে সাজঘরে ফিরিয়ে দেন মার্কুয়াস স্টয়নিস। ভারতের এই জয়ের জেরে টি২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সূর্যকুমারের দল। ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে ১৯১ রানেই থমকে যেতে হয় টিম অস্ট্রেলিয়াকে। স্টয়নিসের উইকেটটি নেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মুকেশ কুমার। অক্ষর পটেলের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। অক্ষর পটেল নিয়েছেন ম্যাক্সওয়েলের উইকেট। অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি উইকেট নেন নাথান এলিস। আর মার্কাস নেন একটি। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক ম্যাচে এটিই ভারতের সর্বাধিক স্কোর। টি২০ আন্তর্জাতিক সেরার তালিকায় এই ইনিংস থাকছে পঞ্চম স্থানে।

    আরও পড়ুুন: “ইংরেজি বছরের শুরুতে মমতাকে ইডি-সিবিআই চা খেতে আমন্ত্রণ করবে” বিস্ফোরক দিলীপ

    টিম ইন্ডিয়ায় অলরাউন্ডার তথা স্কিপার হার্দিক পান্ডের অভাব চোখে পড়ছিল প্রথম থেকেই। গোড়ালিতে চোট পেয়ে ম্যাচ থেকে বাদ পড়েছেন তিনি। প্রসঙ্গত, ২০১৯ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে ভারত করে ৩ উইকেটে ২৪০ রান। গত বছর অক্টোবরে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত করে ৩ উইকেটে ২৩৭ রান। এই খেলায় ১৬ রানে জিতেছিল টিম ইন্ডিয়া (India vs Australia T20)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: সংস্কার কথা বলে! বিশ্বকাপের মর্যাদা কি রাখতে পারলেন মার্শ?

    ICC World Cup 2023: সংস্কার কথা বলে! বিশ্বকাপের মর্যাদা কি রাখতে পারলেন মার্শ?

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা ১০টি ম্যাচ জিতে টুর্নামেন্টে অপরাজিত ছিল ভারত। একটি দিন খারাপ যেতেই পারে, হতে পারে সেটা ফাইনাল। যোগ্য দল হিসেবে ট্রফিটা ভারতেরই প্রাপ্য ছিল। একদিন হিসেবে ভুল হয়ে গিয়েছে। কিন্তু যাঁরা ট্রফি পেলেন, ২২ গজে চরম পেশাদারিত্বের ফলে যাঁরা বিশ্ব সেরা তাঁরা কী করলেন? বিশ্বকাপ জিতে কি বিশ্বকাপ ট্রফির মর্যাদাটাই ভুলে গেলেন অজি তারকা মিচেল মার্শ? যে ট্রফি এক বার হাতে তোলার জন্য সারাটা জীবন অপেক্ষা করে থাকেন খেলোয়াড়েরা, সেই ট্রফির উপর দিব্যি দু’পা তুলে ছবি তুললেন তিনি। আর সেটাও ফলাও করে দেখালেন দলের অধিনায়ক প্যাট কামিন্স। তিনিও কী সহবৎ ভুলে গিয়েছেন?

    ভারতীয় সংস্কৃতি বলে অন্য কথা

    ১৯৮৩-তে বিশ্বকাপ জিতে তা মাথায় করে রেখেছিলেন কপিল। বিশ্বকাপে চুম্বন দিয়েছিলেন সচিন। বিশ্বকাপকে আলিঙ্গন করেছিলেন ধোনি। আর সেখানে বিশ্বকাপের উপর পা তুলে বসে রইলেন মার্শ। তাঁর ভাবটা এমন কেমন দিলাম! বিশ্বকাপ জেতার পরে দলের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন কামিন্স। সেখানেই একটি ছবিতে দেখা যায়, গলায় মেডেল পরা অবস্থায় দেশের জার্সিতে একটি সোফায় বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। বাঁ হাত মুষ্টিবদ্ধ। ঘরের মেঝেতে রাখা বিশ্বকাপের উপর জোড়া পা তুলে বসে ছিলেন তিনি।

    নেটিজেনদের সমালোচনা

    মার্শের এই ছবি সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে। তাঁকে ক্রিকেটের পাশাপাশি শালীনতা শিখতেও পরামর্শ দিয়েছেন অনেকে। একজনের কথায় ‘এই ছবিটি শুধুমাত্রই অহঙ্কারকে প্রতিফলিত করছে।’ অন্য একজন লিখেছেন, ‘বিশ্ব জয়ের অর্থ এই নয় যে, তারা সেই জয়কে সম্মান করে। অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়াড়ের পায়ের নীচে ট্রফি অসম্মানজনক। ভারতীয় দলের এই জয়টা প্রাপ্য ছিল।’

    আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির বিশ্বকাপ জড়িয়ে শুয়ে থাকার ছবিটি সেই সময়ে ভাইরাল হয়েছিল। সকলে তাতে মুগ্ধ হয়েছিল। সেই ছবিও শেয়ার করে এক নেটিজেন লিখেছেন, ‘যারা ট্রফির মূল্য বোঝে, এটা তাদেরই প্রাপ্য।’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে মাঠে মোদি! আমেদাবাদে হোটেল ভাড়া ৪ লাখ, বিমানভাড়াও চড়ছে

    ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে মাঠে মোদি! আমেদাবাদে হোটেল ভাড়া ৪ লাখ, বিমানভাড়াও চড়ছে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাক মহারণের পর এবার মোতেরায় মহাযুদ্ধ! অস্ট্রেলিাকে হারিয়ে কাপ জয়ের অপেক্ষায় আমেদাবাদ। রবিবার ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে ঠিক হবে এ বারের বিশ্বকাপ জিতবে কোন দেশ। ইতিমধ্যেই  আমদাবাদে পৌঁছে গিয়েছে রোহিতরা। ভারতীয় দল শহরে পা রাখতেই চড়চড় করে বাড়ছে হোটেল ভাড়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমেদাবাদ যাওয়ার বিমান-খরচও আকাশ ছুঁইছুঁই। বিশেষ সূত্রে খবর, ফাইনালে মাঠে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    ফাইনালে বিশিষ্ট অতিথিরা

    রবিবার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে থাকছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামারা। থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলও। বলিউডের বেশ কয়েকজন তারকাও বিশ্বকাপ ফাইনাল দেখতে আমেদাবাদে আসছেন। এদিন নানা অনুষ্ঠান আয়োজন করছে বিসিসিআই। ম্যাচ শুরু হওয়ার আগে যেমন বিশেষ অনুষ্ঠান হবে, তেমনই ম্যাচ চলাকালীনও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বিশেষ আকর্ষণীয় হতে চলেছে। বিশ্বকাপ চ্যাম্পিয়নদের পুরস্কার দিতে পারেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন: রোহিতের হাতে কাপ দেখার স্বপ্ন! ইডেন কেন সমর্থন জানাল দক্ষিণ আফ্রিকাকে?

    ভারতের অনুশীলন

    আজ, শুক্রবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলন করবে ভারত। তবে তা ঐচ্ছিক অনুশীলন। তাই সকলকে সেখানে দেখা না-ও যেতে পারে। টানা ম্যাচ খেলে চলেছেন বিরাটেরা। শুক্রবার বিশ্রাম নিতে পারেন তাঁরা। শনিবার অনুশীলনের সুযোগ রয়েছে তাদের কাছে। ইতিমধ্যেই আমেদাবাদগামী বিমানগুলির অধিকাংশ আসনই বুক হয়ে গিয়েছে। মুম্বই থেকে আমেদাবাদগামী বিমানের ১৮-২০ নভেম্বর ভাড়া পড়ছে ৪৫ হাজারের বেশি।অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ওই সময়ের বিমানের ভাড়া একেবারে চড়তে শুরু করেছে। হোটেলগুলিতেও ঠাঁই নেই অবস্থা। যে হোটেলের কিছু ঘর খালি রয়েছে, তার ভাড়া সাধারণ সময়ের থেকে ১০ গুণ।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: টানা সাতটি ম্যাচ জিতে কলকাতায় সেমি-ফাইনালে খেলতে আসছে অস্ট্রেলিয়া

    ICC World Cup 2023: টানা সাতটি ম্যাচ জিতে কলকাতায় সেমি-ফাইনালে খেলতে আসছে অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া। যা সেমি-ফাইনালের আগে কামিন্সদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিল। বিশ্বকাপের (ICC World Cup 2023) শুরুতে পর পর দু’টি ম্যাচ হেরে গিয়েছিল ক্যাঙারু বাহিনী। পাঁচবারের চ্যাম্পিয়নদের নিয়ে অনেকেই তখন প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। কিন্তু শেষ সাতটি ম্যাচ জিতে ওয়ার্নার, মিচেল মার্শরা বুঝিয়ে দিলেন এবারও খেতাব জয়ের প্রবল দাবিদার তাঁরা। আগামী ১৬ নভেম্বর ইডেনে দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। যে মাঠে সাতাশির বিশ্বকাপে অ্যালন বর্ডারের নেতৃত্বে খেতাব জিতেছিল ডন ব্র্যাডম্যানের দেশ। সেই ইডেনে প্রোটিয়া বাহিনীকে হারিয়ে ফাইনালে ওঠার জন্য ঝাঁপাবে অস্ট্রেলিয়া। তবে দারুণ ছন্দে ম্যান্ডেলার দেশও। তাই দুর্দান্ত এক লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে কলকাতাবাসী।

    আরও পড়ুন: সেমিফাইনালের আগে অনুশীলনের ধরন বদলালেন বিরাট! কিসের প্রস্তুতি?

    সহজেই প্রত্যাশিত জয় 

    শনিবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশ ৮ উইকেটে ৩০৬ রান তোলার পর মনে হয়েছিল কপালে দুঃখ রয়েছে কামিন্স বাহিনীর। শাকিবহীন বাংলাদেশের ব্যাটিংকে পথ দেখান তৌহিদ হৃদয় (৭৪)। অল্পবিস্তর রান পেয়েছেন তানজিদ হাসান (৩৬), লিটন দাস (৩৬), শান্তো (৪৫)। অস্ট্রেলিয়ার বোলাররা এদিন তেমন সুবিধা করতে পারেননি। জবাবে অস্ট্রেলিয়া যে সহজেই লক্ষ্য হাশিল করবে তা ছিল অপ্রত্যাশিত। আসলে মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে বাংলাদেশের বোলাররার দাঁড়াতে পারলেন না। ৪৪.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের কড়ি জোগাড় করে নেয় অস্ট্রেলিয়া।

    মার্শ ১৩২ বলে ১৭৭ রানে অপরাজিত থাকেন। তিনি মেরেছেন ১৭টি চার ও ৯টি ছক্কা। বড় রান পেলেন স্টিভ স্মিথও। ৬৪ লবলে তাঁর সংগ্রহ অপরাজিত ৬৩। তবে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ওপেনার ট্রাভিস হেড মাত্র ১০ রানে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে মাঠে ছাড়েন। ডেভিড ওয়ার্না ৫১ রান করে আউট হন। চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) বাংলাদেশ ৯টি খেলে সাতটিতে হারল। তাঁরা শেষ করল ৪ পয়েন্ট নিয়ে। আর অস্ট্রেলিয়া ৯টি ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানেই থাকল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: ৪০ বলে শতরান ম্যাক্সওয়েলের! নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

    ICC ODI World Cup 2023: ৪০ বলে শতরান ম্যাক্সওয়েলের! নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: অল্পের জন্য বেঁচে গেল ভারতের রেকর্ড। বুধবার বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) নজির গড়ল অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসকে (Australia vs Netherlands) রেকর্ড রানের ব্যবধানে হারাল অজিরা। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে অস্ট্রেলিয়া। জোড়া সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েল। জবাবে ২১ ওভারে ৯০ রান তুলে গুটিয়ে যায় ডাচরা। যার ফলে ৩০৯ রানের রেকর্ড ব্যবধানে এই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। একইসঙ্গে জয়ের হ্যাটট্রিক করল ক্যাঙারু বাহিনী। এই ম্যাচ জেতার ফলে পয়েন্ট টেবিলে উন্নতি করেছে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের ৪ নম্বরে উঠল অজিরা।

    বড় ব্যবধানে জয়

    এদিন ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া শতরানের সুবাদে অস্ট্রেলিয়া ৩৯৯ রানের পাহাড় গড়ে। জবাবে নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয় ৯০ রানে। অস্ট্রেলিয়া জিতে ৩০৯ রানে। এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড রয়েছে ভারতের। ৮ রানের জন্য বেঁচে গেল রোহিত শর্মার দলের সেই নজির। গত ১৫ জানুয়ারি তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কাকে রোহিতরা হারিয়েছিলেন ৩১৭ রানে। ভারতের ৫ উইকেটে ৩৯০ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়েছিল ৭৩ রানে। তবে এক দিনের বিশ্বকাপে এটাই সব থেকে বেশি রানে জয়ের নজির। আগের রেকর্ডটিও ছিল অস্ট্রেলিয়ার। ২০১৫ সালের বিশ্বকাপে আফগানিস্তানকে অস্ট্রেলিয়া হারিয়েছিল ২৭৫ রানে।

    আরও পড়ুন: ২২ জানুয়ারি রামমন্দিরে মূর্তি প্রতিষ্ঠা, আমন্ত্রণ মোদিকে, ‘‘আমি ধন্য’’, ট্যুইট প্রধানমন্ত্রীর

    ম্যাক্সওয়েলের ঝোড়ো শতরান

    দিল্লির মাঠেই বিশ্বকাপে সব থেকে কম বলে শতরান করার রেকর্ড করেছিলেন এডেন মার্করাম। ১৮ দিনের মধ্যেই সেই মাঠেই রেকর্ড ভেঙে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪০ বলে করলেন শতরান। প্রথম ২০ বলে ম্যাক্সওয়েল করেছিলেন ৩৪ রান। পরের ২০ বলে শতরানে পৌঁছে যান। ম্যাক্সওয়েল ইনিংস শেষ করেন ৪৪ বলে ১০৬ রান করে। ন’টি চার এবং আটটি ছক্কা মারেন তিনি।

    বিশ্বকাপে লজ্জার বিশ্বরেকর্ড

    বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) লজ্জার নজির গড়লেন নেদারল্যান্ডসের জোরে বোলার বাস ডি লিড। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ ওভার বল করে দিলেন ১১৫ রান। এক দিনের ক্রিকেটের একটি ম্যাচে এত রান এর আগে কোনও বোলার দেননি। তাঁকে মোট ১৯ বার মাঠের বাইরে পাঠিয়েছেন অস্ট্রেলীয় ব্যাটারেরা। তাঁর বলে হয়েছে ১৩টি চার এবং ৬টি ছক্কা। একটি করে ওয়াইড এবং নো বল করেছেন লিড। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

LinkedIn
Share