Tag: bangla news

bangla news

  • Digital India: এআই-প্রযুক্তির ব্যবহারে ভারতে তৈরি হচ্ছে ভাষা অনুবাদক ‘ভাষিণী’, এনিয়ে কী বললেন মোদি?

    Digital India: এআই-প্রযুক্তির ব্যবহারে ভারতে তৈরি হচ্ছে ভাষা অনুবাদক ‘ভাষিণী’, এনিয়ে কী বললেন মোদি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমশই আমরা এগিয়ে চলেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর যুগে। এআই-কে ব্যবহার করে ভারত তৈরি করছে ‘ভাষিণী’, যা সমস্ত আঞ্চলিক ভাষার একটি উন্নত অনুবাদক অ্যাপ হিসেবে কাজ করবে আগামী দিনে। এ নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বলেন, ‘‘ভারতবর্ষের সমাজের প্রতিটি স্তরে ডিজিটাল ব্যবস্থাকে (Digital India) পৌঁছে দিতে এই নতুন উদ্যোগ।’’ 

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার! ৬০ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠানো যাবে এবার

    জি-২০ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

    প্রসঙ্গত, এদিনই তিনি বক্তব্য রাখেন জি-২০ সম্মেলনে। ‘ডিজিটাল ইকনোমিক মিনিস্টারস মিটিং’’-এ তিনি আরও বলেন, ‘‘ডিজিটাল ব্যবস্থার (Digital India) উন্নয়নের ক্ষেত্রে ভারতবর্ষে আদর্শ পরিবেশ রয়েছে। কারণ এখানে বিশ্বের মধ্যে সবথেকে কম দামে ডেটা পাওয়া যায়।’’ প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘‘ভারতবর্ষে বর্তমানে ৮৫ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন, যাঁরা পৃথিবীর মধ্যে সবথেকে কম দামে ডেটা ব্যবহার করেন।’’

    আরও পড়ুন: প্রতিবারে ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে ইউপিআই লাইটে, লাগবে না পাসওয়ার্ড

    ডিজিটাল ইন্ডিয়া (Digital India)

    প্রধানমন্ত্রী এদিন ব্যাখ্যা করেন যে কীভাবে আমাদের দেশের প্রযুক্তি অর্থনৈতিক ক্ষেত্রে সুফল দিচ্ছে। তিনি বলেন, ‘‘আমাদের ডিজিটাল পরিচয়ের (Digital India) প্ল্যাটফর্ম আধার পৌঁছেছে ১৩০ কোটি মানুষের কাছে। জনধন অ্যাকাউন্ট, আধার কার্ড এবং মোবাইল এই তিনটির দ্বারা ভারতবর্ষে অর্থনৈতিক ক্ষেত্রে বিপ্লব এসেছে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমরা প্রযুক্তিভিত্তিক একটি ইকোসিস্টেম তৈরি করতে চাইছি, যা যেকোনও সমস্যার মোকাবিলা করতে প্রস্তুত থাকবে সর্বদা। এর জন্য আমাদের দরকার ‘ফোর-সি’ কনভিকশন (প্রত্যয়), কমিটমেন্ট (সংকল্প), কো-অর্ডিনেশন (সমন্বয়) এবং কোলাবোরেশন (সহযোগিতা)। প্রধানমন্ত্রী মোদি এদিন আরও বলেন, ‘‘এদেশে আঞ্চলিক ভেদে অসংখ্য ভাষা রয়েছে। কয়েক ডজন ভাষার বৈচিত্র্যময় দেশ এই ভারত ভূমি। আমাদের দেশ সদা প্রস্তুত রয়েছে বিশ্বের সঙ্গে জ্ঞান এবং নতুন নতুন চিন্তাধারা বিনিময়ের জন্য। ভারতের প্রাচীন সভ্যতা থেকে বর্তমানের আধুনিক প্রযুক্তি (Digital India), সবটাই রয়েছে সকলের জন্য।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Municipality Recruitment Scam: ‘‘পুর নিয়োগ দুর্নীতিতে মিলেছে ‘মানি ট্রেল’-এর সন্ধান’’! সুপ্রিম কোর্টে সিবিআই

    Municipality Recruitment Scam: ‘‘পুর নিয়োগ দুর্নীতিতে মিলেছে ‘মানি ট্রেল’-এর সন্ধান’’! সুপ্রিম কোর্টে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরসভার নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) মামলায় মানি ট্রেল অর্থাৎ ঘুষের টাকা কোন হাত ঘুরে কার হাতে পৌঁছেছে, তার হদিশ পেয়েছে সিবিআই। শুক্রবারই সুপ্রিম কোর্টে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়েই পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরপর আদালতের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। 

    তদন্তের স্বার্থে এখনই নথি প্রকাশ্যে নয়

    স্কুলের পাশাপাশি পুরসভার নিয়োগ দুর্নীতিতেও (Municipality Recruitment Scam) সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই তদন্তের বিরোধিতা করে নতুন করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সিবিআই, ইডি অবশ্য ইতিমধ্যেই পুর নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আইনজীবী এসভি রাজু জানিয়েছেন, এই দুর্নীতিতেও ঘুষের টাকা হাতবদল হয়ে কার কার কাছে পৌঁছেছে (মানি ট্রেল), তদন্তে তা স্পষ্ট হয়েছে। তদন্তকারীরা এই সংক্রান্ত প্রামান্য নথিও হাতে পেয়েছেন। তবে তদন্তের স্বার্থে সেই নথি এখনই আদালতে পেশ করা সম্ভব নয়। তদন্ত শেষ হলেই চার্জশিট দায়ের করা হবে।  সোমবার ফের এই মামলার শুনানি হবে।

    আরও পড়ুন: কলকাতার বুকে বুলডোজার চালিয়ে ভাঙা হল বিজেপি নেতার বাড়ি, অভিযুক্ত শাসক দল

    পুর নিয়োগে প্রায় ২০০ কোটির দুর্নীতির (Municipality Recruitment Scam)  অভিযোগ ওঠে। স্কুলে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রোমোটার অয়ন শীলের বাড়িতে তল্লাশির সময়ে পুরসভার নিয়োগে অনিয়ম সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে বলে ইডি জানিয়েছিল। প্রাথমিক ভাবে ইডি-র দাবি ছিল, ১০০ কোটি টাকারও বেশি লেনদেনের তথ্য মিলেছে। অয়নের সংস্থাকে দিয়ে পুরসভায় ‘গ্রুপ ডি’ পদে বহু বেআইনি নিয়োগ হয়েছিল, বলে অভিযোগ। রাজ্যের তরফে এই মামলায় শীর্ষ আদালতে সওয়াল করেন কপিল সিব্বল। তিনি দাবি করেন, শিক্ষা থেকে পুরসভা সব দুর্নীতির ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্বতঃ প্রণোদিত তদন্ত করার প্রবণতা ঠিক নয়। দুর্নীতি হলে রাজ্যের পুলিশ সেটা খতিয়ে দেখতে পারে বলে উল্লেখ করেছেন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asia Cup: এশিয়া কাপের দল বাছাই! সোমবার নির্বাচক কমিটির সঙ্গে বৈঠকে বসতে পারেন রোহিত

    Asia Cup: এশিয়া কাপের দল বাছাই! সোমবার নির্বাচক কমিটির সঙ্গে বৈঠকে বসতে পারেন রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের শেষেই শুরু হচ্ছে এশিয়া কাপের (Asia Cup 2023) আসর। ২১ অগাস্ট সেই এশিয়া কাপের জন্যই দল ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী সোমবার নির্বাচকমণ্ডলীর সঙ্গে বৈঠকে বসতে পারেন রোহিত শর্মা। সূত্রের খবর, এশিয়া কাপের দল বাছাই নিয়ে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীর সঙ্গে বিসিসিআইয়ের অফিসে বৈঠকে বসবেন ভারত অধিনায়ক।

    এশিয়া কাপের প্রস্তুতি

    আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ (Asia Cup 2023)। সেখানেই ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে সকলেই প্রায় এশিয়া কাপের দল ঘোষণা করে দিয়েছে। শুধুমাত্র ভারত এবং শ্রীলঙ্কাই বাকি ছিল দল ঘোষণা করার জন্য। সব কিছু ঠিকঠাক চললে আগামী ২১ অগাস্টই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই। শ্রীলঙ্কা (Srilanka) ও পাকিস্তানের (Pakistan) মাটিতে এবার এশিয়া কাপ আয়োজিত হবে। এশিয়ার প্রতিটি দলের কাছেই এই টুর্নামেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। অক্টোবরে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। ভারতীয় দল এই মুহূর্তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটাররা কেউই যাননি। বিশ্রামে আছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজের মতো তারকা অভিজ্ঞ পেসাররাও। নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দল বাছাইয়ের আগে সবাইকে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। 

    আরও পড়ুন: শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়ানশিপে তুরস্ককে হারিয়ে সোনা জয় ভারতীয় জুটির

    রোহিতের সঙ্গে বৈঠক

    উল্লেখ্য, এশিয়া কাপে (Asia Cup 2023) অংশগ্রহণকারী বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল তিনটি দলই তাঁদের দল ঘোষণা করে ফেলেছে। বিশ্বকাপের জন্য প্রাথমিক দল বেছে নিয়েছে ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়ার মত খেতাব জয়ের অন্যতম দাবিদার ২ দেশ। এই পরিস্থিতিতে এখনও এশিয়া কাপের জন্যই দল বেছে নেয়নি বিসিসিআই। রোহিতের সঙ্গে বৈঠকের পরই হয়ত চূড়ান্ত স্কোয়াড বাছাই হবে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন জসপ্রীত বুমরা। চোটের জন্য দলের বাইরে রয়েছেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার। এই মুহূর্তে তারা সুস্থ হয়ে উঠলেও এশিয়া কাপের দলে খেলতে পারবেন কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তবে লোকেশ রাহুলের ফেরা নিয়ে অনেকেই আশাবাদী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Heavy Rain: হিমাচলে বেড়েই চলেছে মৃত্যু, উত্তরাখণ্ডে নতুন করে ধসে বন্ধ জাতীয় সড়ক

    Heavy Rain: হিমাচলে বেড়েই চলেছে মৃত্যু, উত্তরাখণ্ডে নতুন করে ধসে বন্ধ জাতীয় সড়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: অতি বর্ষণ (Heavy Rain) এবং ভূমিধসের কারণে হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, এই বছর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উত্তরাখণ্ড। পাশাপাশি দিল্লিতে ফের বৃষ্টিপাতের ফলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

    হিমাচলে মৃতের সংখ্যা বেড়েই চলছে (Heavy Rain)

    হিমাচল প্রদেশে অধিক বৃষ্টিপাতে (Heavy Rain) কত সম্পত্তি নষ্ট হয়েছে এবং সেই সঙ্গে কত মানুষ হতাহত হয়েছেন, সেই পরিসংখ্যানের কথা গত সপ্তাহে হিমাচল প্রদেশ রাজ্য সরকার সরকারি ভাবে জানিয়েছেন। শুক্রবারের আপডেট অনুযায়ী, এখনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে নতুন করে শিমলায় শিব মন্দিরে ভূমিধসের ফলে চারজন মাটির নিচে আটকে পড়েছেন। কিন্তু বৃষ্টিপাত অধিক হওয়ার কারণে উদ্ধারকাজে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। প্রশাসন দ্রুত দুর্ঘটনা স্থলে পৌঁছে গিয়েছে।

    বেহাল উত্তরাখণ্ড

    অপর দিকে তেহরি-গাড়োয়াল জেলার টোটাঘাটি এলাকায় ব্যাপক ভূমিধসের কারণে উত্তরাখণ্ডের ঋষিকেশ-বদ্রীনাথ ৫৮ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে, সেখানেও যানবাহন স্তব্ধ হয়ে পড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তেহেরি গাড়োয়ালের জেলাশাসক ময়ূর দীক্ষিত জানিয়েছেন যে, টোটাঘাটিতে প্রবল বৃষ্টিপাতে (Heavy Rain) ব্যাপক ধস নেমেছে। এমনকী, প্রধান সড়ক পথ অবরুদ্ধ। রাস্তাকে দ্রুত সচল করার জন্য প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছে। মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি নিজে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেছেন। ঋষিকেশে গঙ্গার জলের স্তর বৃদ্ধি নিয়েও ইতিমধ্যে সতর্কতা জারি হয়েছে।

    ফের বন্যার সম্ভাবনা দিল্লিতে

    গত জুন মাসে অধিক বৃষ্টিপাতের (Heavy Rain) ফলে দেশের রাজধানী জলমগ্ন হয়ে সাধারণ জীবন অত্যন্ত বিপর্যয়ের মধ্যে পড়েছিল। অগাস্ট মাসেও এই প্রবল বৃষ্টি নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন রাজধানীবাসী। ইতিমধ্যেই দিল্লিতে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। ফের নতুন করে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISSF World Championship 2023: শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়ানশিপে তুরস্ককে হারিয়ে সোনা জয় ভারতীয় জুটির

    ISSF World Championship 2023: শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়ানশিপে তুরস্ককে হারিয়ে সোনা জয় ভারতীয় জুটির

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়ানশিপে ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র জুটি বিভাগে ( ISSF World Championship 2023) সোনা জয় ভারতের। তুরস্কের জুটিকে হারিয়ে ভারতকে সোনা এনে দিলেন এশা সিং এবং শিব নারওয়াল জুটি। এই দুজন তুরস্কের ইলেদা তরহান এবং ইউসুফ দিকেচের জুটিকে ১৬-১০ ব্যবধানে পরাজিত করে স্বর্ণপদক ছিনিয়ে নেন।

    সোনার পদক জয়ী জুটি (ISSF World Championship 2023)

    চলতি শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়ানশিপে (ISSF World Championship 2023) ভারত এখনও পর্যন্ত একটি সোনা এবং একটি ব্রোঞ্জ পদক পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অপর দিকে এই প্রতিযোগিতায় চিন এখনও পর্যন্ত পাঁচটি সোনার পদক এবং একটি ব্রঞ্জের পদক পেয়েছে। কোয়ালিফিকেশন রাউন্ডে ভারতীয় জুটি দারুণ পারদর্শিতা দেখান। ভারতীয় জুটির মোট স্কোর ছিল ৫৮৩। এর মধ্যে এশার প্রাপ্ত পয়েন্ট ছিল ২৯০ এবং শিব নারওয়ালের প্রাপ্ত পয়েন্ট ২৯৩। অপর দিকে তুরস্কের জুটির প্রাপ্ত স্কোর ছিল ৫৮১। যার দৌলতে তুরস্ককে পেছেনে ফেলে ভারত প্রথম স্থান দখল করে ফাইনালে পৌঁছয়। কোয়ালিফিকেশনে চিন এবং ইরানের স্কোর হয়েছিল ৫৮০। তারা ছিল যথাক্রমে তৃতীয় ও চতুর্থ। নিয়ম অনুযায়ী, প্রথম চার স্থানাধিকারী দল ফাইনালে মুখোমুখি হয়।

    এয়ার রাইফেলে ভারত নবম

    তবে, এয়ার রাইফেল প্রতিযোগিতায় হতাশ করেছে ভারতীয় দল। ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র জুটি প্রতিযোগিতায় (ISSF World Championship 2023) ভারতীয় জুটি মেহুলি ঘোষ (৩১৬.০) এবং ঐশ্বরী প্রতাপ সিং তোমার (৩১৪.২) স্কোর করে কোয়ালিফিকেশন রাউন্ডে নবম স্থান দখল করে। তাদের মোট স্কোর ছিল ৬৩০.২। দ্বিতীয় ভারতীয় জুটি রমিতা (৩১৩.৭) এবং দিব্যাংশু সিং পাওয়ার (৩১৪.৬) মোট  ৬২৮.৩ স্কোর করে তালিকায় ১৭ তম স্থান দখল করে। এই প্রতিযোগিতায় মোট অংশগ্রহণ করে বিশ্বের ৭৭টি দল। প্রতিযোগিতার পদক তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে চিন। এর পরেই রয়েছে ভারত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • AH-64E Apache: উৎপাদন শুরু হলো আমেরিকায়, ২০২৪ সালেই অ্যাপাচে হেলিকপ্টার পাচ্ছে ভারতীয় সেনা

    AH-64E Apache: উৎপাদন শুরু হলো আমেরিকায়, ২০২৪ সালেই অ্যাপাচে হেলিকপ্টার পাচ্ছে ভারতীয় সেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: শীঘ্রই শক্তি বৃদ্ধি হতে চলেছে ভারতীয় সেনার (Indian Army)। আগামী বছরই ভারতের স্থলসেনার হাতে আসতে চলেছে বিশ্বের অন্যতম সেরা অ্যাটাক হেলিকপ্টার ‘এএইচ-৬৪ই অ্যাপাচে’ (AH-64E Apache)। সম্প্রতি, হেলিকপ্টারের নির্মাণকারী সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং-এর তরফে এমনটাই খোলসা করা হয়েছে। ট্যুইটারে বোয়িং জানিয়েছে, আমেরিকার অ্যারিজোনার মেসায় বোয়িংয়ের কারখানায় এই হেলিকপ্টারের উৎপাদনের কাজ শুরু হয়ে গিয়েছে। ২০২৪ সালে এই যুদ্ধ-কপ্টার ভারতের হাতে পৌঁছে যাবে।

    চিন-পাক সীমান্তে বহুগুণ শক্তিবৃদ্ধি

    চিন ও পাকিস্তান সীমান্তের নিরাপত্তাকে নজরে রেখে ২০২০ সালে ছ’টি ‘এএইচ-৬৪ই অ্যাপাচে’ কপ্টার কেনার জন্য চুক্তি করেছিল ভারতীয় সেনা (Indian Army)। চুক্তির মূল্য ছিল প্রায় ৪ হাজার ১০০ কোটি টাকা। এবার সেগুলোর উৎপাদন শুরু হয়েছে। জানা গিয়েছে, ভারতীয় সেনার আর্মি এভিয়েশন কোরের জন্য এই ৬টি হেলিকপ্টার কেনা হচ্ছে। এর আগে, ২০১৯ সালে ভারতীয় বায়ুসেনায় যুক্ত করা হয়েছিল ২২টি ‘এএইচ-৬৪ই অ্যাপাচে’ (AH-64E Apache) হেলিকপ্টার। এবার ভারতীয় স্থলসেনার হাতেও আসতে চলেছে এই অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার। বোয়িং জানিয়েছে, এই কপ্টারের মূল কাঠামো বা ফিউসেলাজ তৈরি হয়েছে হায়দরাবাদে অবস্থিত টাটা বোয়িং অ্যারোস্পেস লিমিটেডের কারখানায়। 

    ছুড়তে পারে ‘নরকের আগুন’!

    ‘এএইচ-৬৪ই অ্যাপাচে’ (AH-64E Apache) হল এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ও আধুনিক অ্যাটাক হেলিকপ্টার। একসঙ্গে একাধিক কাজ করতে পারে কপ্টারগুলি। এই হেলিকপ্টারের সঙ্গে যুক্ত থাকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বলে পরিচিত ‘হেলফায়ার’ মিসাইল, যা লেজার-চালিত। এয়ার-টু-এয়ার ‘স্ট্রিঙ্গার’ ক্ষেপণাস্ত্র ছুড়তেও সক্ষম অ্যাপাচে। এছাড়া, এই কপ্টার একলপ্তে ৮০টি ৭০ মিমি রকেট নিয়ে উড়তে সক্ষম। এতেই শেষ নয়। অ্যাপাচের ঠিক নাকের নিচে ৩০ এমএম বন্দুক রয়েছে। যা দু’মিনিটেরও কম সময় ১,২০০ রাউন্ড গুলি ছুড়তে পারে। 

    ‘উড়ন্ত ট্যাঙ্ক’ হিসাবে পরিচিত

    প্রতিপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করতে ‘এএইচ-৬৪ই অ্যাপাচে’ (AH-64E Apache) কপ্টারের জুড়ি মেলা ভার। তাই অ্যাপাচে হেলিকপ্টারগুলিকে ‘ট্যাঙ্ক কিলার’ নাম দেওয়া হয়েছে। প্রায় অভেদ্য বর্মের জন্য ‘উড়ন্ত ট্যাঙ্ক’ হিসাবেও জানা যায় এই কপ্টারকে। দিন হোক বা ঘুটঘুটে অন্ধকার, যে কোনও সময়, যে কোনও পরিস্থিতিতে লড়াইয়ে চূড়ান্ত দক্ষ ও নির্ভরশীল অ্যাপাচে। শত্রুঘাঁটিকে খুঁজে বের করে ধ্বংস করতে নিপুণ এই বিশেষ কপ্টার। এর পাশাপাশি, এই কপ্টারে রয়েছে লংবো ফায়ার কন্ট্রোল রেডার যা ১ মিনিটে ১২৮টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে সক্ষম। অ্যাপাচে এএইচ-৬৪ই হেলিকপ্টারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮৪ কিলোমিটার। প্রতি মিনিটে ২৮০০ ফুট ওপরে উঠতে সক্ষম আমেরিকায় তৈরি এই যুদ্ধ কপ্টার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Durga Puja: কেন নতুন দুর্গাপুজোর অনুমতি নয়? কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে হিডকো

    Durga Puja: কেন নতুন দুর্গাপুজোর অনুমতি নয়? কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে হিডকো

    মাধ্যম বাংলা নিউজ: দুর্গা পুজোর অনুমতি চেয়ে  আদালতের দ্বারস্থ হয়েছেন নিউ টাউনের একটি পুজোর উদ্যোক্তারা। গত বছর পুজোর অনুমতি পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল ‘নিউ টাউন ইন্টেলেকচুয়াল’ নামে একটি সংগঠনকে। তাদের দাবি, নিউ টাউন মেলা প্রাঙ্গনে পুজোর অনুমতি দিতে হবে তাদের। গত বছর আদালতের হস্তক্ষেপে মেলা প্রাঙ্গনে পুজোর অনুমতি দেওয়া হয়েছিল।

    আদালতে সওয়াল-জবাব

    দুর্গাপুজোর অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টে মামলা করেছেন পুজো কমিটির লোকেরা। তাঁদের দাবি, সরকার বিরোধী পক্ষের লোক হওয়ায় তাঁদের পুজো করতে দেওয়া হচ্ছে না।  কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে পুজো উদ্যোক্তাদের একাংশ আবেদন করেন। শুক্রবার এই মামলার শুনানিতে পুজো উদ্যোক্তারা প্রশ্ন তোলেন, পাশেই কেএমডিএ কর্তা দেবাশিস সেনের স্ত্রীর উদ্যোগে একটি দুর্গা পুজো হয়। সেই পুজোর জৌলুস যাতে কমে না যায়, সেই কারণেই কি নতুন পুজোর অনুমতি দেওয়া হচ্ছে না? হিডকোর আইনজীবী জানিয়েছেন, গত বছর ব্যতিক্রমীভাবে অনুমতি দেওয়া হয়েছিল। তাদের দাবি, আগের বার যেখানে পুজো হয়েছিল, এবার সেখানে অনুমতি দিলে ট্রাফিকের সমস্যা হতে পারে। তিনি আরও জানান, ট্রাফিক ছাড়াও হাউজিংয়ের পুজো হয়। বিগত বছরে বাস স্ট্যান্ডের পরিবর্তে মেলা প্রাঙ্গণে পুজোর অনুমতি দেওয়া হয়। তখন বিচারপতি জানতে চান, তাহলে এই বছর সেই জায়গায় অনুমতি দিতে বাধা কোথায়? কী কারণ পুজোর অনুমতি দেওয়া যাচ্ছে না তা জানাতে বলেন বিচারপতি।

    আরও পড়ুন: আর দিতে হবে না ‘পেনাল ইন্টারেস্ট’! গ্রাহকদের সুরাহায় নানা নির্দেশ আরবিআইয়ের

    মামলাকারী সংগঠনের তরফে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির দাবি, “কলেজের উৎসব-সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অনুমতি দেওয়া হয় মেলা প্রাঙ্গনে, তাহলে পুজোয় কেন নয়? ওখানে সার্ভিস রোড আছে। ফলে যানজট হওয়ার কথা নয়। অথযা যানজটের বাহানা দেওয়া হচ্ছে।” দীর্ঘ শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।  এই মর্মে হিডকোর জবাব চেয়েছেন বিচারপতি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Gangarampur: বয়স মাত্র ৬! ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে’ নাম উঠল গঙ্গারামপুরের অরিজিৎ পালের, কেন?

    Gangarampur: বয়স মাত্র ৬! ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে’ নাম উঠল গঙ্গারামপুরের অরিজিৎ পালের, কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র ৩ মিনিট ১৮ সেকেন্ডে স্বামী বিবেকানন্দের ৫০ টি বাণী ইংরেজিতে বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ড ২০২৩ শে নাম নথিভুক্ত করে ফেললেন ছয় বছরের খুদে অরিজিৎ পাল। তার বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর (Gangarampur) ব্লকের নীলডাঙ্গা এলাকায়। সে স্থানীয় একটি বেসরকারি স্কুলে ইউকেজিতে পড়ে। অরিজিৎ খুদে বয়স থেকেই অত্যন্ত মেধাবী। তার সাফল্যে খুশি এলাকাবাসী।

    নিজের সাফল্য নিয়ে কী বলল অরিজিৎ? (Gangarampur)

    সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ড ২০২৩ এর প্রতিযোগিতায় জন্য অরিজিৎ স্বামী বিবেকানন্দের ৫০ টি বাণী ইংরেজিতে মাত্র ৩ মিনিট ১৮ সেকেন্ডের মধ্যে রেকর্ড করে পাঠায়। অরিজিৎ দ্রুত স্বামী বিবেকানন্দের ৫০ টি বাণী বলার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডে সে নাম তোলে। এরপরেই উদ্যোক্তাদের পক্ষ থেকে অরিজিৎকে মেডেল, সার্টিফিকেট এবং উপহার পাঠানো হয়। আগামীদিনে এশিয়া বুক অফ রেকর্ড ও ওয়ার্ল্ড রেকর্ডের জন্য প্রস্তুত হচ্ছে ছোট্ট অরিজিৎ। অরিজিতের সাফল্যে ভীষণ খুশি তার বাবা মা সহ গোটা গঙ্গারামপুরবাসী (Gangarampur)। এই বিষয়ে প্রতিভাবান খুদে ছাত্র অরিজিৎ পালের বক্তব্য, নির্দিষ্ট একটি সময়ের মধ্যে স্বামী বিবেকানন্দের ৫০ টি বাণী ইংরেজিতে বলায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমার নাম ওঠে। এই নাম ওঠায় আমার খুব ভালো লাগছে। আগামীদিনে এশিয়া বুক অফ রেকর্ড ও ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার ইচ্ছে আছে। তারজন্য আমি তৈরি হচ্ছি। আমার সাফল্যের পিছনে আমার বাবা মা ও স্কুলের শিক্ষকরা অনেক সহযোগিতা করেছে।

    কী বললেন খুদে পড়ুয়ার মা?

    এই বিষয়ে অরিজিৎ এর মা অপর্ণা পাল বলেন, আমার ছেলের এই সাফল্যে খুব ভাল লাগছে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ও নাম নথিভুক্ত করে নিজের কাজের স্বীকৃতি পেল। আমরা চাই, জীবনে ও আরও বড় সাফল্যলাভ করুক।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Reserve Bank of India: আর দিতে হবে না ‘পেনাল ইন্টারেস্ট’! ঋণগ্রহীতাদের সুরাহায় নানা নির্দেশ আরবিআইয়ের

    Reserve Bank of India: আর দিতে হবে না ‘পেনাল ইন্টারেস্ট’! ঋণগ্রহীতাদের সুরাহায় নানা নির্দেশ আরবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঋণের চুক্তি লঙ্ঘনের জেরে আর গ্রাহকদের থেকে পেনাল্টি ইন্টারেস্ট নিতে পারবে না ব্যাঙ্কগুলি। বদলে পেনাল্টি চার্জ নেওয়া যেতে পারে। এই মর্মে ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলির জন্য একগুচ্ছ নির্দেশ জারি করল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। শীর্ষ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, যে কোনও গ্রাহক পরিবর্তনশীল সুদে ঋণ নিয়ে থাকলেও, তাঁকে সেই ধার স্থায়ী সুদের হারে শোধের সুযোগ দিতে হবে। সে জন্য কোনও চার্জ নেওয়া হলে, শুরুতেই তা জানাতে হবে স্পষ্ট। 

    নয়া নিয়মে কী কী

    এই নয়া নিয়মের ফলে ঋণের চুক্তি লঙ্ঘন বা কোনও একটি সুদ দিতে দেরি হলে ঋণগ্রহীতাদের মোটা অঙ্কের টাকা খসবে না। আরবিআই জানিয়েছে, এরপর থেকে ঋণের সুদের হারের ওপর বাড়তি কোনও সুদ চাপাতে পারবে না ব্যাঙ্কগুলি। এদিকে আরবিআই (Reserve Bank of India) আরও জানিয়েছ, এরপর থেকে ঋণের চুক্তি লঙ্ঘনের জেরে যে পেনাল্টি চার্জ ধার্য করা হবে, তা যেন যথাযথ হয়। এদিকে ঋণগ্রহীতাদের আগেভাগেই পেনাল্টি সম্পর্কে অবগত করার জন্য ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আরবিআই-এর তরফে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে। শুধু তা-ই নয়, আগামী দিনে ধার মঞ্জুর করার সময়ে সুদ বাড়লে, গ্রাহকের উপর কতটা চাপ পড়তে পারে (মাসিক কিস্তি এবং শোধের মেয়াদের সম্ভাব্য বৃদ্ধি সম্পর্কে) তা-ও গ্রাহককে পরিষ্কার জানাতে বলা হয়েছে। জরিমানা হিসাবে বাড়তি সুদ না নিয়ে থোক টাকা নেওয়ার বিষয়টি ১ জানুয়ারি থেকে চালু করতে হবে ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে। বাদবাকি নিয়ম কার্যকর করার ব্যবস্থা করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।

    আরও পড়ুন: মোদি-জিনপিং বৈঠকের আগে পূর্ব লাদাখে মেজর জেনারেল স্তরের আলোচনা শুরু

    রিজার্ভ ব্যাঙ্ক-এর পর্যবেক্ষণ

    ব্যাঙ্কিং মহলের দাবি, পরিবর্তনশীল সুদ মানে ব্যাঙ্ক তার হার বাড়ালে ঋণগ্রহীতাকে বেশি গুনতে হবে। কমালে তাঁদের আর্থিক বোঝা কমবে। স্থির সুদে ঋণ নেওয়ার অর্থ, তা কোনও পরিস্থিতিতেই বদলাবে না। বাজারে সুদ বাড়লেও বইতে হবে না তার চাপ। চড়তে থাকা সুদের জমানায় যা গ্রাহকের পক্ষে কিছুটা নিশ্চিন্তির। বর্তমানে গৃহঋণ-সহ প্রায় সব ধারই দেওয়া হয় পরিবর্তনশীল সুদে। রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) বলেছে, ঋণ শোধ নিয়ে গ্রাহকদের অনেক অভিযোগ জমা পড়ছে। একেই সুদ বাড়ায় একাংশ বিপাকে পড়েছেন, তার উপর কিছু ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ, বাড়তি টাকা আদায়ের জন্য তাদের কেউ কেউ গ্রাহকের সঙ্গে আলোচনা না করেই বাড়িয়ে দিচ্ছে ঋণ শোধের মেয়াদ। অনেকে আবার ইএমআইয়ের অঙ্ক বাড়াচ্ছে, যা বহন করাই কঠিন হচ্ছে অনেকের পক্ষে। এই পরিস্থিতিতে আরবিআই-এর নয়া নির্দেশ কিছুটা স্বস্তি দেবে গ্রাহকদের, অনুমান বিশেষজ্ঞদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India-China Conflict: মোদি-জিনপিং বৈঠকের আগে পূর্ব লাদাখে মেজর জেনারেল স্তরের আলোচনা শুরু

    India-China Conflict: মোদি-জিনপিং বৈঠকের আগে পূর্ব লাদাখে মেজর জেনারেল স্তরের আলোচনা শুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় চিনের (India-China Conflict) প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্চ-পর্যায়ের বৈঠকের আগে পূর্ব লাদাখের সীমান্ত সমস্যা মেটাতে চুসুল-মলডো সীমান্তবর্তী এলাকায় বৈঠকে বসলেন দু’দেশের সেনাকর্তারা। আগামী সপ্তাহে ব্রিকস সম্মেলনের আসরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দেখা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগে দু-দেশের সীমান্ত বিরোধের একটা মুখরক্ষার সমাধান সূত্র বের হোক চাইছে দুপক্ষই। দুই দেশের পরিকল্পনা, সেনা কর্তাদের বৈঠকে অগ্রগতি হলে তা সামনে রেখে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হবে। 

    দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর মোদির

    পূর্ব লাদাখে অচলাবস্থার অবসান ঘটাতে মেজর জেনারেল পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। দৌলত বেগ ওল্ডি এবং চুসুলে বর্তমান অচলাবস্থার অবসান ঘটাতে ইন্দো-চিন (India-China Conflict) সেনারা মেজর-জেনারেল পর্যায়ে আলোচনা করছে। দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের আগে এটিকে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। পঞ্চম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি মালামেলা সিরিল রামাফোসার আমন্ত্রণে শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২২ থেকে ২৪ অগাস্ট জোহানেসবার্গে থাকবেন। দক্ষিণ আফ্রিকা সফর শেষে গ্রিসের বিদেশমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের আমন্ত্রণে সরকারি সফরে গ্রিস যাবেন মোদি।

    আরও পড়ুন: আর্থিকভাবে এগিয়ে চলেছে দেশ, বেড়েছে গড় আয় ও করদাতার সংখ্যা, রিপোর্ট প্রকাশ প্রধানমন্ত্রীর

    ভারত-চিন আলোচনা

    প্রতিরক্ষা সূত্র জানিয়েছে যে পূর্ব লাদাখে অচলাবস্থা কাটানোর জন্য মেজর জেনারেল পর্যায়ের আলোচনা চলছে। মোদি জিনপিংয়ের (India-China Conflict) মধ্যে আলোচনার আগে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনায় ভারতীয় পক্ষের প্রতিনিধিত্ব করেন ত্রিশূল ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল পিকে মিশ্র এবং ইউনিফর্ম ফোর্স কমান্ডার মেজর জেনারেল হরিহরণ। ১৩-১৪ অগাস্ট চুসুল-মলডো বর্ডার মিটিং পয়েন্টে দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত কোর কমান্ডার পর্যায়ের ১৯তম দফার আলোচনার ফলাফলের উপর ভিত্তি করে এই আলোচনা হয়। বৈঠকে ভারতের পক্ষ থেকে তিন বছরের আগেকার স্থিতাবস্থা অবিলম্বে বহাল রাখা ও ডেপসাং ও ডেমচক থেকে চিনা সেনাদের পিছিয়ে যাওয়ার উপরে জোর দেওয়া হয়েছে। তিন বছর আগে গলওয়ান উপত্যাকায় ভারতীয় অংশে আচমকাই ঢুকে আসে চিন সেনা। দু’পক্ষের সংঘর্ষে ক্ষয়ক্ষতি হয় উভয় শিবিরের। তারপর থেকেই সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা চলছে দু’দেশের মধ্যে। যার ফল হিসাবে ২০২১ সালে গোগরা হটস্প্রিং এলাকা ও প্যাংগং লেকের বিস্তীর্ণ অংশ থেকে সেনা প্রত্যাহার করে নেয় দু’দেশই। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share