Tag: bangla news

bangla news

  • ICC ODI World Cup 2023: ভারতকে জিতিয়েও আক্ষেপ! কী বলছেন লোকেশ রাহুল?

    ICC ODI World Cup 2023: ভারতকে জিতিয়েও আক্ষেপ! কী বলছেন লোকেশ রাহুল?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যাট কামিন্সের বল কভার অঞ্চল দিয়ে বাউন্ডারিতে পাঠিয়েও ব্যাটে ভর দিয়ে হাঁটু মুড়ে বসে পড়লেন কেএল রাহুল। খেলা শেষ! ম্যাচ জিতে গিয়েছে ভারত। তবুও যেন ক্রিজ ছাড়তে চাইছিলেন না তিনি। ম্যাচের পর কথা বলতে এসে রাহুল জানালেন, তিনি চার মারতে চেয়েছিলেন। ছয় হয়ে যাবে বুঝতে পারেননি। দিনের শেষে ৯৭ রানে অপরাজিত থাকলেন রাহুল। আর মাত্র তিন রান। তাহলেই যেন ষোল কলা পূর্ণ হত।

    প্রথমে চার, তারপর ছয় 

    ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে রাহুল বলেন,  “শটটা বেশ জোরেই মেরেছিলাম। আসলে শেষের দিকে হিসাব কষে এগোচ্ছিলাম যে কী ভাবে শতরান করতে পারি। একমাত্র উপায় ছিল চার এবং ছয় মারা। কিন্তু শতরান না করায় কোনও আক্ষেপ নেই। দল জিতেছে এটাই বড় কথা।” তবে আক্ষেপ একটু হচ্ছে তো! রাহুলের কথায়,  ‘আমি খুব ভালো টাইমিং করে ফেলেছিলাম। আমি শতরান করতে চাইছিলাম। সেজন্য প্রথম চার মারতে চাইছিলাম। তারপর একটা ছক্কা মারতে চাইছিলাম। আশা করছি যে অন্য কোনওবার সেই শতরান করে ফেলব।’

    আরও পড়ুন: বিরাটের ক্যাচ ফস্কানোই কাল! মানছেন কামিন্স, দাপুটে জয়ের পরও চিন্তায় রোহিত

    রাহুলের কথায়, তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন তখন ২ রানে ৩ উইকেট ভারত ধুঁকছে। ওই পরিস্থিতি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেক দলই হেরে যাবে। কিন্তু বিরাট কোহলির সঙ্গে তাঁর ১৬৫ রানের জুটি ভারতকে হারতে দিল না। সাফল্যের রহস্য কী? রাহুল বললেন, “সত্যি বলতে খুব বেশি কোহলির সঙ্গে কথা বলিনি। ৫০ ওভার কিপিং করার পর ভেবেছিলাম স্নান করার পর একটু বিশ্রাম নেব। সেটা আর হয়নি।” রাহুলের সংযোজন, “ক্রিজে নামার পর কোহলি বলেছিল পিচে প্রাণ রয়েছে। তাই কিছুক্ষণ টেস্টের মতো খেলতে। শুরুর দিকে নতুন বলে পেসারেরা ভাল সাহায্য পাচ্ছিল। স্পিনারেরাও ঘূর্ণি পেয়েছে। শেষ ১৫-২০ ওভারে শিশিরের সাহায্য পেয়েছি। ব্যাট করার পক্ষে সহজ উইকেট ছিল না। তবে ক্রিকেট খেলার পক্ষে ভাল উইকেট।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IAF Foundation Day: বায়ুসেনার প্রতিষ্ঠা দিবসে সেনানিদের শুভেচ্ছা জানালেন শাহ, সচিন

    IAF Foundation Day: বায়ুসেনার প্রতিষ্ঠা দিবসে সেনানিদের শুভেচ্ছা জানালেন শাহ, সচিন

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ছিল ৯১তম এয়ার ফোর্স (IAF Foundation Day) প্রতিষ্ঠা দিবস। এদিন ভারতীয় বায়ুসেনার সদস্যদের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন সকালে প্রয়াগরাজের বামরাউলি এয়ারফোর্স স্টেশনে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্যারেড করেন এয়ারফোর্সের সদস্যরা। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ভারতীয় বায়ুসেনার সদস্য ও তাঁদের পরিবারকে ৯১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানাই। আমাদের বায়ুযোদ্ধাদের নিয়ে আমরা গর্বিত। ভারতকে নিরাপদ রাখার ক্ষেত্রে এঁরা তাৎপর্যপূ্র্ণ ভূমিকা পালন করছেন। ভারতীয় বায়ুসেনা আজ অদম্য শক্তি। সীমান্ত ছাড়িয়েও ক্ষমতা দেখিয়েছে তারা। ইন্ডিয়ান এয়ারফোর্স ডে-তে বায়ুসেনাদের শুভেচ্ছা জানাই।”

    কী বললেন রাজনাথ সিংহ?

    এক্স হ্যান্ডেল বার্তায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ লিখেছেন, “স্টিলের ডানা এবং অন্তর থেকে উঠে আসা সাহসের জেরে ভারতীয় বায়ু সেনা যুদ্ধের সময় দেশের স্বার্থ বজায় রেখে চলেছে। এই পবিত্র অনুষ্ঠান উপলক্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের সেবা ও বলিদানকে কুর্নিশ করি।”

    যোগীর ট্যুইট-বার্তা 

    ভারতীয় বায়ুসেনাকে (IAF Foundation Day) শুভেচ্ছা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। ট্যুইট-বার্তায় তিনি লিখেছেন, “ইন্ডিয়ান এয়ারফোর্স ডে-তে ভারতীয় বায়ুসেনার সাহসী সেনানি ও তাঁদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা সবাই তাঁদের সাহসিকতার সোনালি ইতিহাস সম্পর্কে গর্ববোধ করি। ভারত মাতাই এই সব বীর সন্তানদের জন্ম দিয়েছে। জয় হিন্দ।”

    ১৯৩২ সালের ৮ অক্টোবর প্রতিষ্ঠা হয় ভারতীয় এয়ারফোর্সের। তার পর থেকে প্রতিবছর দিনটি পালন করে ভারতীয় বায়ু সেনা। পরাধীন ভারতে রয়্যাল এয়ারফোর্সের সমর্থনে গড়া হয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্স। প্রতিষ্ঠা বর্ষের পরের বছরই অপারেশন চালিয়েছিল তারা।

    আরও পড়ুুন: “উন্নত দেশ গড়তে হলে প্রয়োজন আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা”, বললেন শাহ

    ভারতীয় বায়ুসেনার সদস্য ও তাঁদের পরিবারকে বায়ুসেনা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেণ্ডুলকরও। ভিডিও বার্তায় তিনি (IAF Foundation Day) বলেছেন, “ভারতীয় বায়ুসেনার ৯১তম পূর্তি দিবসে আমি বায়ুসেনার সদস্য ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানাই। ভারতীয় বায়ুসেনাকে আমি ধন্যবাদ জানাই কারণ তারা আমাকে তাদের পোশাক গায়ে চাপানোর সুযোগ দিয়েছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dengue: হাওড়ায় বাড়ছে ডেঙ্গি! জেলাজুড়ে আকাল প্লেটলেটের, কী করছে স্বাস্থ্য দফতর?

    Dengue: হাওড়ায় বাড়ছে ডেঙ্গি! জেলাজুড়ে আকাল প্লেটলেটের, কী করছে স্বাস্থ্য দফতর?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর আগে রাজ্যজুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি (Dengue)। কলকাতা লাগোয়া হাওড়ায় বাড়ছে ডেঙ্গি। আক্রান্ত হয়ে বহু রোগী সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন। এরইমধ্যে সরকারি হাসপাতালগুলিতে প্লেটলেটের অভাব দেখা দিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে পরিস্থিতি সামাল দিতে কলকাতার সরকারি হাসপাতাল থেকে প্লেটলেট আনতে হচ্ছে।

    কী বললেন জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক? (Dengue)

    হাওড়া জেলা হাসপাতাল সূত্রের খবর, দৈনিক ২৫-২৭ জন ডেঙ্গি (Dengue) আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় শয্যার পাশাপাশি প্লেটলেটেরও অভাব দেখা দিয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, বুধবার মাত্র এক দিনে আট জন ম্যালেরিয়া আক্রান্ত ভর্তি হয়েছেন। ডেঙ্গি রোগীর পাশাপাশি অন্য রোগীদের পরিষেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ক্লাব বা সংগঠনগুলি রক্তদান শিবিরের আয়োজন না করায় হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে প্লেটলেট নেই বললেই চলে। এসএসকেএম থেকে ২০ ব্যাগ প্লেটলেট আনিয়ে পরিস্থিতি সামলানো হয়েছে। দফতর সূত্রে জানা গিয়েছে, প্লেটলেট সাধারণত চার দিনের বেশি রাখা যায় না। নষ্ট হয়ে যায়। রবিবার যে রক্তদান শিবির হয়, সেখান থেকে প্লেটলেট নিয়ে টেনেটুনে বৃহস্পতিবার পর্যন্ত চালানো যায়। পরের তিন দিন চরম সঙ্কট হয়।

    হাওড়া পুরসভার কর্তা কী বললেন?

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৩৯তম সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১০৮৭। ৪০ তম সপ্তাহে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৩০০। এই পুর এলাকায় যে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তা মানছেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারাও। নতুন করে যে ওয়ার্ডগুলিতে ডেঙ্গি আক্রান্ত বাড়ছে, সেগুলি হল ২৫, ৪২, ৪৯ এবং ৫০ নম্বর। শনিবারই ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়ার শরৎ সদনে পুরসভার স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব জলি চৌধুরী। হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিবের সঙ্গে ডেঙ্গি নিয়ন্ত্রণের প্রক্রিয়ার বিষয়ে কথা হয়েছে। সরকারি আবাসনের চত্বর পরিষ্কার রাখার জন্য চিঠি দেওয়া হচ্ছে। ডেঙ্গি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আবর্জনা পরিষ্কারে বিশেষ জোর দেওয়া হচ্ছে।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: ১৪৪ ধারা উপেক্ষা করে তৃণমূলের ধর্না কীভাবে? নবান্নে চিঠি রাজভবনের  

    Abhishek Banerjee: ১৪৪ ধারা উপেক্ষা করে তৃণমূলের ধর্না কীভাবে? নবান্নে চিঠি রাজভবনের  

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজভবনের গেটের বাইরে রয়েছে ১৪৪ ধারা। তার পরেও কীভাবে তৃণমূল মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখাচ্ছে? তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রাজভবনের গেটের সামনে ধর্নায় বসার পর এমনই প্রশ্ন তুলেছিল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতিও ১৪৪ ধারা নিয়ে প্রশ্ন তোলেন। এবার একই প্রশ্ন তুলে নবান্নকে চিঠি পাঠাল রাজভবন।

    নবান্নকে চিঠি রাজভবনের

    চিঠি লেখা হয়েছে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। রবিবার সন্ধ্যায় কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার আগেই রাজভবনের তরফে চিঠি গেল নবান্নে। চিঠিতে মূলত তিনটি প্রশ্ন তোলা হয়েছে। এক, ১৪৪ ধারা কার্যকর রয়েছে এমন এলাকায় মঞ্চ বেঁধে ধর্নার অনুমতি কি কলকাতা পুলিশ দিয়েছিল? দুই, যদি দেওয়া হয়, তবে কে দিলেন এবং কোন আইন বলে? তিন, যদি অনুমতি ছাড়াই ধর্নামঞ্চ বাঁধা হয়ে থাকে এবং তিনদিন ধরে বিক্ষোভ জমায়েত চলতে থাকে তাহলে পুলিশ এর বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিয়েছে? প্রশ্নগুলি পাঠিয়ে দ্রুত জবাব চেয়েছে রাজভবন।

    কী বললেন সুকান্ত? 

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এ রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যে সব বেআইনি কাজই আইন, তা বুঝিয়ে দিয়েছে পুলিশের ভূমিকা। কিন্তু মনে রাখতে হবে, ভারতীয় সংবিধানের কাছে তিনি নেংটি ইঁদুর ছাড়া আর কিছুই নন।” প্রসঙ্গত, একশো দিনের কাজ প্রকল্পে বঞ্চনা ও আবাস যোজনা ইস্যুতে রাজভবনের নর্থ গেটের সামনে ধর্নায় বসেছেন তৃণমূল নেতৃত্ব। পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যেই চলছে সেই অবস্থান বিক্ষোভ। উপস্থিত রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), চন্দ্রিমা ভট্টাচার্য সহ দলের বিভিন্ন স্তরের নেতানেত্রীরা।

    আরও পড়ুুন: প্রশাসনিক প্রধান রূপে ২২ বছর পূর্ণ, প্রধানমন্ত্রী পদে রেকর্ড তৈরির পথে নরেন্দ্র মোদি

    কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভ নিয়েই এবার কড়া মনোভাব পোষণ করল রাজভবন। শনিবার সন্ধ্যায় দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন রাজ্যাপালের সঙ্গে। রবিবার তিনি কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন। সন্ধ্যার বিমানে বাগডোগরা থেকে কলকাতা আসার কথা। তার ঠিক আগেই রাজভবনের তরফে চিঠি গেল নবান্নে। প্রসঙ্গত, পুরসভায় নিয়োগ কেলেঙ্কারি মামলায় রবিবার সিবিআই হানা দেয় কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে। এদিনই সিবিআই হানা দিয়েছে মদন মিত্রের বাড়িতেও। এহেন আবহে রাজভবনে ফিরছেন (Abhishek Banerjee) রাজ্যপাল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sikkim Flash Flood: ২৪ ঘণ্টায় তিস্তা থেকে উদ্ধার আরও ১১টি দেহ, সিকিমের হড়পা বান যেন দুঃস্বপ্ন!

    Sikkim Flash Flood: ২৪ ঘণ্টায় তিস্তা থেকে উদ্ধার আরও ১১টি দেহ, সিকিমের হড়পা বান যেন দুঃস্বপ্ন!

    মাধ্যম নিউজ ডেস্ক: গত মঙ্গলবার হড়পা বানে সিকিমে ভয়ঙ্কর বিপর্যয় (Sikkim Flash Flood) নেমে আসে। সেই সঙ্গে উত্তর সিকিমে হ্রদ ভেঙে পড়ে। জলপাইগুড়ির তিস্তায় নেমে আসে মেঘভাঙা বৃষ্টির জলের তোড়। পাহাড়ের প্রভাব সমতলেও ভয়ঙ্করভাবে পড়ে। আগ্রাসী তিস্তা পাহাড় থেকে সব কিছু ভাসিয়ে নিয়ে আসে নিচে। প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধার হচ্ছে দেহ। গত ২৪ ঘণ্টায় উদ্ধার হয়েছে আরও ১১ টি দেহ। এইসব মিলিয়ে মোট মৃতদেহের সংখ্যা দাঁড়াল ৪১। জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন জানিয়েছেন, ১১ টি দেহের মধ্যে ১০ টি শনাক্তকরণ করা সম্ভব হয়েছে। এদিকে বন্যার জলে রোজই ভেসে আসছে দেহ। এলাকার মানুষ এখনও আতঙ্কে রয়েছেন।

    জলপাইগুড়ি প্রশাসনের বক্তব্য

    জলপাইগুড়ি প্রশাসন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৮ অক্টোবর দুপুর ১২ টা পর্যন্ত শেষ পাওয়া খবরের ভিত্তিতে তিস্তা থেকে বানের জল থেকে মোট ৪১ টি মৃতদেহ (Sikkim Flash Flood) পাওয়া গেছে। গত কয়েকদিন যেন তিস্তা একটি লাশের নগরীতে পরিণত হয়েছে। যেদিকে নজর যায়, সেই দিকেই কেবল ধ্বংস এবং বিপর্যয়ের চিত্র চোখে পড়েছে। গতকাল শনিবারেও ৩ টি দেহ উদ্ধার করা হয়। শবদেহগুলি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যারা যারা নিখোঁজ হয়েছেন, তাদের খোঁজ চলছে। সেনাকর্মী, প্রতিরক্ষা বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধারকাজ করছে বলে জানা গেছে।

    ভয়ঙ্করী তিস্তা (Sikkim Flash Flood)

    গত মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টিতে তছনছ হয়ে গেছে সুন্দর সাজানো সিকিম (Sikkim Flash Flood)। তার প্রভাব পড়েছে উত্তরবঙ্গ জুড়ে। জলের আঘাতে ভেঙে গেছে জাতীয় সড়ক। পাহাড়ের জল তিস্তায় পড়ে জলের উচ্চতা বৃদ্ধি হয়ে ভেসে গেছে বাড়িঘর, গাছপালা সবকিছু। ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রকৃতি। আটকে পড়েছেন প্রচুর পর্যটক। কার্যত হোটেলে বসেই প্রহর গুনতে হচ্ছিল কলকাতা- হাওড়ার পর্যটকদের। প্রকৃতিক বিপর্যয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সিকিম।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit shah: “উন্নত দেশ গড়তে হলে প্রয়োজন আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা”, বললেন শাহ

    Amit shah: “উন্নত দেশ গড়তে হলে প্রয়োজন আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা”, বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “একটি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে প্রয়োজন শক্তপোক্ত নিরাপত্তা ব্যবস্থা।” শনিবার কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah)। এদিন দেরাদুনে ৪৯তম অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেসের (AIPSC) যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মন্তব্য করেন তিনি।

    প্রসঙ্গ জম্মু-কাশ্মীর

    শাহ বলেন, “জম্মু-কাশ্মীরের তিনটি হটস্পটে নরেন্দ্র মোদির সরকার আইনশৃঙ্খলার উন্নতি ঘটানোর ক্ষেত্রে ব্যাপক সাফল্য পেয়েছে। উত্তর-পূর্বে বামপন্থী অধ্যুষিত এলাকায়ও আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে।” তিনি বলেন, “স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে দেশকে সব ক্ষেত্রে সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে মোদি সরকার।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এজন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। কিন্তু প্রথমে যেটা প্রয়োজন, সেটা হল আইন-শৃঙ্খলা বজায় রাখা। অভ্যন্তরীণ ও সীমান্তে নিরাপত্তা বজায় রাখাও প্রয়োজন। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রক বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনেছে। এবং এখন যখন অমৃতকাল চলছে, তখন ওই পরিবর্তনগুলি প্রয়োগ করা প্রয়োজন। সেই কারণে পুলিশ সায়েন্স কংগ্রেস খুব গুরুত্বপূর্ণ।”

    উন্নয়নের জোয়ার

    শাহ (Amit shah) বলেন, “আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, ৩৭০ ধারা অবলুপ্তির পর এই দেশের প্রতিটি ব্যক্তি জম্মু-কাশ্মীরের পরিস্থিতি দেখে স্বস্তির শ্বাস ফেলতে পারেন। তাঁরা এই ভেবে আশ্বস্ত হচ্ছেন যে জম্মু-কাশ্মীর চিরকালের জন্যই ভারতের। একই রকমভাবে বামপন্থী সন্ত্রাসবাদী অধ্যুষিত এলাকায় গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে উন্নয়নের জোয়ার। স্বাস্থ্য, শিক্ষা এবং পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে সব রাস্তায়, এলাকায়। উত্তর-পূর্বে শান্তি স্থাপনেও নরেন্দ্র মোদি সরকার সফল।

    আরও পড়ুুন: পুর-নিয়োগ দুর্নীতিতে ফিরহাদ-মদনের বাড়িতে সিবিআই হানা

    শাহ বলেন, “২০০৪ থেকে ২০১৪ এই ১০ বছরে ১১ হাজার ৯৪৭ জন নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আর তার পরের ৯ বছরে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪০ জনের। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আগামী পাঁচ বছরে এই সংখ্যাটা আরও কমবে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit shah) বলেন, “আইপিসি, সিআরপিসি অথবা ১৮৬০ সালের এভিডেন্স অ্যাক্টে কোনও পরিবর্তন হয়নি। যে কোনও আইন পঞ্চাশ বছর পর অচল হয়ে যায়। অপরাধের ধরন বদলেছে, অথচ তাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো আইন তৈরি হয়নি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel Palestine Conflict: চলছে হামাসের হামলা, ইসরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষে হত তিন শতাধিক

    Israel Palestine Conflict: চলছে হামাসের হামলা, ইসরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষে হত তিন শতাধিক

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার আরও তীব্র হল ইসরায়েলি সেনার সঙ্গে প্যালেস্টাইন গ্রুপ হামাসের সংঘর্ষ (Israel Palestine)। এদিনের সংঘর্ষে দু’ পক্ষে মৃত্যু হয়েছে কয়েকশো মানুষের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাঁরা কঠিন এবং দীর্ঘ মেয়াদি লড়াইয়ের মধ্যে রয়েছেন।

    মর্টার হানা

    ইসরায়েল ও প্যালেস্টাইনের এই সংঘাতে ঢুকে পড়ল হেজবোল্লা। লেবাননের বিতর্কিত শীবা ফার্মস এলাকায় ইজরায়েলি বাহিনীর উদ্দেশে মর্টার ছোড়ে তারা। পাল্টা জবাব দেয় ইসরায়েল। তার জেরেই মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৩শো জনের। কেবল গাজায়ই নিহত হয়েছেন ২৫৬ জন। ঘনঘন আছড়ে পড়ছে ইজরায়েলি রকেট। ভেঙে পড়ছে বাড়িঘর। দু পক্ষেই পণবন্দি করা হয়েছে বহু মানুষকে। ইসরায়েলি সেনার মুখপাত্র জানান, প্যালেস্তানীয় যোদ্ধাদের বন্দি করেছেন তাঁরা। আবার হামাসের দাবি, ইসরায়েলি সেনাদের পণবন্দি করেছে তারা। তবে কোন পক্ষ কতজনকে বন্দি করেছে, তা জানা যায়নি।

    ইসরায়েলের পাশে ভারত, ব্রিটেন, আমেরিকা

    হামাস এবং ইসরায়েলের এই সংঘাতে (Israel Palestine) ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন। সে দেশের প্রধানমন্ত্রী ঋষি সুনক এক্স হ্যান্ডেলে লেখেন, “এই নৃশংতার বর্বরতার বিরুদ্ধে আমরা। ইজরায়েলের পাশে আছি। হামাসের এই হামলা কাপুরুষোচিত এবং অবমাননাকর। আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আমাদের পূর্ণ সংহতি প্রকাশ করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব। পূর্ণ সমর্থন রয়েছে।” ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকাও।

    আরও পড়ুুন: খালিস্তানপন্থীদের হুমকির মুখেও জাতীয় পতাকা তুলে ধরলেন ভারতীয় ছাত্র!

    অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রসিডেন্ট জো বাইডেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, “বিশ্ব এখন এক বিভীষিকাময় চিত্র দেখছে। ইসরায়েলের একাধিক শহরে বৃষ্টির মতো রকেট হামলা হয়ে চলেছে। হামাস জঙ্গিগোষ্ঠী শুধু ইসরায়েলি সেনাদেরই নয়, রাস্তায় হেঁটে চলা সাধারণ মানুষকেও হত্যা করে চলেছে। এর কোনও যুক্তি নেই। ইসরায়েল সব অধিকার দিয়েই এই লড়াইকে শেষ করুক। সব বন্ধ হওয়া প্রয়োজন (Israel Palestine)। 

    প্রসঙ্গত, শনিবার সাত সকালে আচমকাই ইসরায়েলের রাজধানী জেরুজালেম ও আশপাশে শুরু হয়ে যায় রকেট হামলা। অভিযোগ, হানাদারির নেপথ্যে রয়েছে প্যালেস্তাইনের মদতপুষ্ট হামাস বাহিনী। ইসরায়েলি প্রশাসনের অভিযোগ, তাদের ভূখণ্ড লক্ষ্য করে পাঁচ হাজারেরও বেশি রকেট বর্ষণ করেছে হামাস গোষ্ঠী। হামলার নিন্দা করে ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে ভারতও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Cup 2023: ৪৯ বলে ১০২! বিশ্বকাপে নয়া রেকর্ড দক্ষিণ আফ্রিকার

    World Cup 2023: ৪৯ বলে ১০২! বিশ্বকাপে নয়া রেকর্ড দক্ষিণ আফ্রিকার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে (World Cup 2023) নয়া রেকর্ড হল শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার ম্যাচে। ২০১১ সালে ১২ বছর আগে ভারতের মাটিতে দ্রুততম শতরান করে রেকর্ড গড়েছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। শনিবার সেই রেকর্ড ভেঙে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্রুততম শতরান করলেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম।

    রেকর্ড দক্ষিণ আফ্রিকার ব্যাটারের

    মাত্র ৪৯ বলে ১০২ রান করেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। মিডল অর্ডারে খেলতে নেমে দাপিয়ে খেলেছেন মার্করাম। যার জেরে দক্ষিণ আফ্রিকার রান পেরিয়ে গেল ৪০০র চৌকাঠ। মোট তিনটি ছক্কা মারেন তিনি। শতরান করেন ছক্কা মেরেই। সব মিলিয়ে এদিন ১৪টি চার ও তিনটি ছক্কা হাঁকান মার্করাম। ৫৪ বলে ১০৬ রান করে আউট হন তিনি। ২০১১ সালের বিশ্বকাপে (World Cup 2023) ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ বলে শতরান করেছিলেন কেভিন। তাঁর ব্যাটের দাপটে সেবার ইংল্যান্ডকে হারিয়েছিল আয়ারল্যান্ড। সেই রেকর্ডই ভাঙলেন মার্করাম।

    রানের পাহাড়

    বিশ্বকাপে যতবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা, ততবারই সব চেয়ে বেশি রান হয়েছে। ২০১৫ সালে এই দক্ষিণ আফ্রিকাই দুবার ৪০০ বা তার বেশি রান করেছে। এই ইনিংসে ছিল তিনটে সেঞ্চুরি। যাদের মধ্যে একজন মার্করাম। সেঞ্চুরির পাশাপাশি রেকর্ডও করলেন তিনি। মার্করামের স্ট্রাইক রেট ১৯৬.৩০। কুইন্টন ডি কক ৮৩ বলে সেঞ্চুরি করেন। ১১০ বলে ১০৮ রান করেন ভান ডার ডুসেন।

    আরও পড়ুুন: খালিস্তানপন্থীদের হুমকির মুখেও জাতীয় পতাকা তুলে ধরলেন ভারতীয় ছাত্র!

    বিশ্বকাপে (World Cup 2023) দ্রুততম শতরানের তালিকায় প্রথম দশে ভারতের একমাত্র ক্রিকেটার কপিল দেব। ১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ বলে শতরান করেছিলেন কপিল। সেই ম্যাচে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ভারতের অধিনায়ক। এই ম্যাচে দুটো রেকর্ড ভেঙেছে দক্ষিণ আফ্রিকা। রেকর্ড হয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই দুটো রেকর্ডেরই একটা হল মার্করামের দ্রুততম সেঞ্চুরি (World Cup 2023)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

  • Asian Games 2023: শেষদিনে এল ৬টি সোনা! রেকর্ড ১০৭টি পদক নিয়ে এশিয়ান গেমস থেকে ফিরছে ভারত

    Asian Games 2023: শেষদিনে এল ৬টি সোনা! রেকর্ড ১০৭টি পদক নিয়ে এশিয়ান গেমস থেকে ফিরছে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ ভালো যার, সব ভালো তার! হাংঝৌ এশিয়ান গেমসের শেষ দিনে বাজিমাত ভারতের। শনিবার ছিল প্রতিযোগিতার ১৪তম দিন। এদিন ভারতীয় ক্রীড়াবিদরা ৬টি সোনার পদক-সহ মোট ১২টি পদক জিতেছেন। মোট ১০৭টি পদক নিয়ে গেমস শেষ করল ভারত, যা সর্বকালীন রেকর্ড। ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ নিয়ে ভারত পদক তালিকায় চতুর্থ স্থানে অভিযান শেষ করেছে।

    সকাল থেকেই পর পর সোনা…

    শনিবার সকাল থেকে একের পর এক পদক এসেছে ভারতে। দেশবাসীর ঘুম ভাঙার আগেই সকাল সকাল ১০০পদক ঝুলিতে ভরে ফেলেন ভারতীয় অ্যাথলিটরা। এদিন ভারতের পুরুষ ক্রিকেট দল সোনার পদক জিতেছে। অন্যদিকে কাবাডিতে ভারতীয় পুরুষ ও মহিলা দল চ্যাম্পিয়ন হয়েছে। ব্যাডমিন্টনের পুরুষদের ইভেন্টে ভারত সোনা পেয়েছে, আর ভারতীয় তিরন্দাজরা পুরুষ ও মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছে। শেষবেলায় দাবায় এল জোড়া পদক। দাবাতে রুপো পেল ভারতের পুরুষ ও মহিলা দল।

    অ্যাথলেটিক্স থেকে ২৯, শ্যুটিং থেকে ২২ 

    তিরন্দাজি, শুটিংয়ের মতো ইভেন্টে শুরু থেকে শুরু করে মোট ২২টি ইভেন্ট থেকে পদক জিতেছে ভারতীয় অ্যাথলিটরা। সবথেকে বেশি পদক এসেছে অ্যাথলেটিক্সে। এই ইভেন্ট থেকে ৬টি সোনা সহ মোট ২৯টি পদক এসেছে। পুরুষদের রিলে রেস, মহিলা স্টিপলচেজের মতো ইভেন্টে ঐতিহাসিক সোনা জিতেছে ভারত। এছাড়া, শ্যুটিং থেকে এসেছে ৭টি সোনা সহ ২২টি পদক। তিরন্দাজিতে সোনা এসেছে ৬টি। 

    দীর্ঘ খরা পর হকিতে সোনা

    স্কোয়াশ ২টো সোনা, ১টা রুপো, ২টো ব্রোঞ্জসহ ৫টা পদক এসেছে। রোয়িংয়ে ভারতীয়রা পেয়েছে পাঁচটি পদক। এরমধ্যে ২টো রুপো, ৩টে ব্রোঞ্জ। ব্যাডমিন্টন ডাবলসে চিরাগ-সাত্ত্বিক জুটির ঐহিহাসিক সোনার সঙ্গেই দলগত বিভাগে রুপো, প্রণয় ব্যক্তিগতভাবে ব্রোঞ্জ জিতেছেন। মোট পদকের সংখ্যা ৩। হকিতে পুরুষ দল সোনা ও মহিলা দল ব্রোঞ্জ জিতেছে। কুস্তিতে টি রুপো, ৫টা ব্রোঞ্জ পেয়েছে ভারত।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: অনুশীলনে চোট হার্দিকের! রবিবার বিশ্বকাপ যাত্রা শুরু রোহিতদের

    ICC World Cup 2023: অনুশীলনে চোট হার্দিকের! রবিবার বিশ্বকাপ যাত্রা শুরু রোহিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: চেন্নাইয়ে বিশ্বকাপ (ICC World Cup 2023) অভিযান শুরু করছে ভারত। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। ধুন্ধুমার যুদ্ধের পারদ চড়ছে গত কয়েকদিন ধরেই। তিন ফরম্যাটেই একমাত্র দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে অজিদের। ওয়ানডে বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন। এবার ষষ্ঠবার একদিনের ক্রিকেট বিশ্বকাপে জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে নামছে অস্ট্রেলিয়া। ভারতও ঘরের মাঠে চিরকালই সেরা। তার উপর এখন তিন ফরম্যাটের ক্রিকেটেই এক নম্বর দল ভারত।

    হার্দিকের চোট 

    তবে বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরুর আগে একের পর এক দুঃসংবাদ ভারতীয় শিবিরে। ডেঙ্গি হওয়ায় প্রতিযোগিতার প্রথম দু’টি ম্যাচ খেলার সম্ভাবনা প্রায় নেই শুভমন গিলের। এরই মধ্যে অনুশীলনে চোট পেলেন হার্দিক পান্ডিয়া। যদিও, ভারতীয় শিবির সূত্রে খবর, হার্দিকের চোট গুরুতর কিছু নয়। দিন দুয়েকেই ঠিক হয়ে যাবে। হার্দিকের আঙুলে তেমন ব্যথাও নেই। বল করতে কোনও সমস্যা হচ্ছে না। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে কোনও সংশয় নেই। হার্দিককে ধরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশের পরিকল্পনা করছেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত। ২৯ বছরের অলরাউন্ডার ভারতীয় দলের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

    গিলের পরিবর্তে কে

    শুভমন গিল প্রসঙ্গে এদিন ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘না, ওকে নিয়ে উদ্বেগের কিছু নেই। অবশ্যই ও অসুস্থ। কিন্তু আমরা প্রত্যেকেই আগে মানুষ। আমি অধিনায়ক হিসেবে ভাবছি না। আগে মা‌নুষ হিসেবে চাই গিল দ্রুত সুস্থ হয়ে উঠুক। অবশ্যই চাই কালকের ম্যাচ খেলুক। ও যুব ক্রিকেটার খবু দ্রুত সুস্থ হয়ে উঠবে।’ শুভমান গিল না খেললে ওপেনিংয়ে রোহিতের ডেপুটি কে হবেন? রোহিতের ওপেনিং পার্টনার হিসাবে ঈশান কিষানকে দেখতে পাওয়ার সম্ভবনা প্রবল।  শনিবার নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন ঈশান কিষাণ। ফলে রবিবার প্রথম ম্যাচে গিলের সম্ভাবনা ‌নেই বললেই চলে। তারকা ক্রিকেটার এখনও পুরো ফিট হতে পারেন‌নি। যা উদ্বেগে রেখেছে ভারতীয় দলকে।

    আরও পড়ুন: স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর! এশিয়ান গেমসে শত পদক, ভারতের খেলাধুলোয় ইতিহাস

    কী বললেন দ্রাবিড়

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ নিয়ে ম্যাচের আগে রাহুল দ্রাবিড় বললেন, ‘আমি সত্যি কথা বলছি যে ম্যাচ শুরু হওয়ার পর এই দলের দায়িত্ব সম্পূর্ণভাবে অধিনায়কের উপর থাকে। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও অধিনায়কের হাতেই থাকে। মাঠের মধ্যে অধিনায়ক একের পর এক পরিকল্পনা বাস্তবায়িত করতে থাকেন। একজন কোচ হিসেবে আমার দায়িত্ব ছিল, এই দলটাকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করে দেওয়া। এবার ক্রিকেটারদের উচিত নিজেদের খেলা উপভোগ করা এবং নিজেদের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স করা। দলে কারা থাকবেন তা রোহিতই ঠিক করবেন।’

    ম্যাচের খুঁটিনাটি

    ভারতের প্ৰথম একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব/শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

    অস্ট্রেলিয়া প্ৰথম একাদশ: মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, এলেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড

    কখন, কোথায় ম্যাচ দেখবেন: ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি শুরু হবে দুপুর ২ টোয়। টস হবে দুপুর ১.৩০ টায়। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share