Tag: bangla news

bangla news

  • Triveni Sangam: বিশুদ্ধতার প্রতীক, প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে গবেষণা বিশ্বজুড়ে

    Triveni Sangam: বিশুদ্ধতার প্রতীক, প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে গবেষণা বিশ্বজুড়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমের জল বিশুদ্ধতার প্রতীক। রাজনীতিবিদরা যতই বিতর্ক তৈরি করুন না কেন, সারা বিশ্বের বিজ্ঞানীরা দাবি করছেন, ত্রিবেণী সঙ্গমের জল কাচের মতো স্বচ্ছ। কোটি কোটি মানুষ যে জলে স্নান করেছেন, সেই জল কীভাবে স্বচ্ছ থাকে, তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন। শুধু সারা ভারতের পুণ্যার্থীরাই নন, বিভিন্ন দেশ থেকেও বহু মানুষ প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যোগ দিয়েছিলেন। পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, দিল্লি, ওড়িশা, বিহার, অসম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, কানাডা, সুইৎজারল্যান্ড, জার্মানির মতো দেশগুলি থেকেও পুণ্যার্থীরা প্রয়াগরাজে এসেছিলেন। প্রত্যেকেই ত্রিবেণী সঙ্গমের জল বাড়িতে নিয়ে গিয়েছেন। সেই জল অত্যন্ত পরিষ্কার।

    কীভাবে বিশুদ্ধ জল

    ত্রিবেণী সঙ্গমের জল কেন এত স্বচ্ছ্ব এই নিয়ে পদ্মশ্রী সম্মান পাওয়া বিজ্ঞানী ড. অজয় সোনকরের মতামত জানতে চেয়েছেন বিদেশি বিজ্ঞানীরা। কোটি কোটি মানুষের জমায়েত স্থলে যে ব্যবস্থাপনা করা হয়েছিল, তার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসাও করেছেন বিদেশ থেকে আসা পুণ্যার্থীরা। মকর সংক্রান্তি থেকে মহা শিবরাত্রি পর্যন্ত প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে ৬৫ কোটিরও বেশি পুণ্যার্থী স্নান করেছেন। সারা বিশ্বে কোনও ধর্মীয় অনুষ্ঠানে এত মানুষ উপস্থিত হননি। ফলে নজির গড়েছে মহাকুম্ভ। আনুষ্ঠানিকভাবে মেলা শেষ হওয়ার পর উত্তরপ্রদেশের ৭৫টি জেলায় ত্রিবেণী সঙ্গমের জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে দমকল বিভাগ।

    গঙ্গাজল স্বচ্ছ

    ত্রিবেণী সঙ্গমের জলের বিষয়ে ড. সোনকর জানিয়েছেন, অ্যালকালাইন ওয়াটারের চেয়েও পরিষ্কার-পরিচ্ছন্ন গঙ্গাজল। এই জল পানের যোগ্য। তিনি বিজ্ঞানসম্মতভাবে এ কথা প্রমাণ করে দিয়েছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিও দেখে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা গঙ্গাজল নিয়ে কৌতূহলী হয়ে উঠেছেন। অনেকেই এখন ড. সোনকরের সঙ্গে যোগাযোগ করছেন। তাঁরা গঙ্গাজলের বিশেষত্ব জানতে চাইছেন। ড. সোনকর গবেষণা করে জানিয়েছেন, গঙ্গাজলে ১,১০০ ধরনের ব্যাকটেরিওফাজ আছে। এগুলি ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট করে দেয়। এই বিষয়টি নিয়েই বিদেশি বিজ্ঞানীরা আগ্রহী হয়ে উঠেছেন।

    গঙ্গা জলের প্রতি আকর্ষণ

    ভারতের পাশাপাশি সারা পৃথিবী, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এই জল নিয়ে বিস্তৃত আলোচনা চলছে। বৈশ্বিক গবেষণা সংস্থা একাডেমিয়া, যা লক্ষ লক্ষ বৈজ্ঞানিক পত্রিকা এবং জার্নাল প্রকাশ করে, তারা গঙ্গা জল নিয়ে গোপন রহস্য উন্মোচন করতে আগ্রহী। গঙ্গা জল নিয়ে এই মহা-আকর্ষণ ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গঙ্গা সংরক্ষণ ও পুনরুজ্জীবন প্রচেষ্টা এখন ভারতে সীমিত না হয়ে আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। বহু আন্তর্জাতিক পর্যটক গঙ্গার জল নিজেদের বাড়িতে রাখতে ইচ্ছুক, যা তারা পবিত্রতা ও মর্যাদার প্রতীক হিসেবে দেখেন। গঙ্গার জলের প্রতি এই আকর্ষণ শুধু ধর্মীয় নয়, এটি এখন একটি সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক উত্তরাধিকার হিসেবেও বিবেচিত হচ্ছে।

  • International Womens Day: থিম ‘বিকশিত ভারত সঙ্গে নারী শক্তি’, আন্তর্জাতিক নারী দিবস পালন মোদি সরকারের

    International Womens Day: থিম ‘বিকশিত ভারত সঙ্গে নারী শক্তি’, আন্তর্জাতিক নারী দিবস পালন মোদি সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস (International Womens Day)। এই দিনটিতে নারীর অধিকার-ক্ষমতায়ন-সশক্তিকরণ নিয়ে সচেতনতামূলক নানা রকমের অনুষ্ঠান পালিত হয়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সংস্কৃতি, রাজনৈতিক কার্যকলাপ এবং আর্থসামাজিক দিক থেকে নারীরা কতটা এগিয়েছে- তা এদিন উঠে আসে বিভিন্ন আলোচনাতে। সাধারণভাবে এই দিনটিতেই বিশ্বজুড়ে প্রচার করা হয় যে পুরুষদের সমানই হল নারীরা এবং কোনও রকমের লিঙ্গ বৈষম্য নেই এখানে। চলতি বছরে অর্থাৎ ২০২৫ সালের নারী দিবসের আন্তর্জাতিক থিম রাখা হয়েছে Accelerate Action.

    ‘বিকশিত ভারত সঙ্গে নারী শক্তি’ (International Womens Day)

    প্রসঙ্গত, এবছরের নারী দিবসে (International Womens Day) কেন্দ্রের মোদি সরকারও নানারকমের অনুষ্ঠানের আয়োজন করেছে বলে জানা গিয়েছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী সম্প্রতি একটি থিমের ঘোষণা করেছেন এই উপলক্ষ্যে এবং যার নাম দেওয়া হয়েছে ‘বিকশিত ভারত সঙ্গে নারী শক্তি’। আসলে এই থিমের মাধ্যমেই প্রতিফলিত হচ্ছে যে আগামী দিনে মোদি সরকারের লক্ষ্য।

    আন্তর্জাতিক নারী দিবসে বিজ্ঞান ভবনে অনুষ্ঠান (International Womens Day 2025)

    এই আবহে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক আন্তর্জাতিক স্তরে নারীদের (International Womens Day) সাফল্যকে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে। ভাষাগত দিক থেকে নারী সাফল্য, সাংস্কৃতিক দিক থেকে নারী সাফল্য, অর্থনৈতিক দিক থেকে নারী সাফল্য, রাজনৈতিক ক্ষেত্রে নারীদের সাফল্য- এই সমস্ত কিছুকেই তুলে ধরা হচ্ছে। এই উপলক্ষে একটি হ্যাশট্যাগও ব্যবহার করা হচ্ছে। নাম দেওয়া হয়েছে #SheBuildsBharat. প্রসঙ্গত, আজ ৮ মার্চ শনিবার দিল্লির বিজ্ঞানভবন একটি অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতি অন্নপূর্ণা দেবী, প্রতিমন্ত্রী শ্রীমতি সাবিত্রী ঠাকুর সহ সম্মানিত অতিথিরা। ১৯১৪ খ্রিস্টাব্দ থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ পালিত হতে থাকে আন্তর্জাতিক নারী দিবস। জানা যায়, পরবর্তীকালে ১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। সেসময় নারী দিবস পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। এরপর থেকে সারা পৃথিবী জুড়েই পালিত হচ্ছে দিনটি।

  • Daily Horoscope 08 March 2025: অধিক খরচের জন্য চিন্তা বাড়বে এই রাশির জাতকদের

    Daily Horoscope 08 March 2025: অধিক খরচের জন্য চিন্তা বাড়বে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

     

    মেষ

    ১) মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন।

    ২) কাজের চাপ বাড়তে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে।

    ২) কপালে অপমান জুটতে পারে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

     

    মিথুন

    ১) অধিক খরচের জন্য চিন্তা বাড়বে।

    ২) প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    কর্কট

    ১) শেয়ারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ২) পেটের কষ্ট বাড়তে পারে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    সিংহ

    ১) সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে।

    ২) মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে।

    ৩) কারও সঙ্গে বিবাদে জড়াবেন না।

    কন্যা

    ১) প্রেমের ব্যাপারে মনঃকষ্ট বাড়তে পারে।

    ২) বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    তুলা

    ১) রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে।

    ২) উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    বৃশ্চিক

    ১) প্রেমের অশান্তি মিটে যেতে পারে।

    ২) কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    ধনু

    ১) কাউকে কোনও ব্যাপারে কথা দেবেন না।

    ২) আধ্যত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    মকর

    ১) গবেষণার কাজে সাফল্য লাভ।

    ২) খুব নিকট কোনও মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কুম্ভ

    ১) সখ মেটাতে বাড়তি খরচ হতে পারে।

    ২) কোনও বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ।

    ৩) সমাজে খ্যাতি বাড়বে।

    মীন

    ১) মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়।

    ২) কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে।

    ৩) দিনটি ভালোই কাটবে।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Ramakrishna 290: “এ-সব শক্তির লীলা—বিভু এর ভিতর নাই। বিভু ছাড়া শক্তি কখন হয়?”

    Ramakrishna 290: “এ-সব শক্তির লীলা—বিভু এর ভিতর নাই। বিভু ছাড়া শক্তি কখন হয়?”

    শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তসঙ্গে ও কলিকাতায় চৈতন্যলীলা-দর্শন

    চতুর্থ পরিচ্ছেদ

    ১৮৮৪, ২১শে সেপ্টেম্বর

    হাতিবাগানে ভক্তমন্দিরে—শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের সেবা

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের গাড়ি করিয়া দক্ষিণেশ্বর হইতে কলিকাতায় আসিতেছেন। রবিবার, ৬ই আশ্বিন, ২১শে সেপ্টেম্বর, ১৮৮৪; আশ্বিন শুক্লা দ্বিতীয়া। বেলা ৫টা। গাড়ির মধ্যে মহেন্দ্র মুখুজ্জে, মাস্টার ও আরও দু-একজন আছেন। একটু যাইতে যাইতে ঈশ্বরচিন্তা করিতে করিতে ঠাকুর ভাবসমাধিতে মগ্ন হইলেন।

    অনেকক্ষণ পরে সমাধিভঙ্গ হইল। ঠাকুর বলিতেছেন, “হাজরা আবার আমায় শেখায়! শ্যালা!” কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, “আমি জল খাব (Kathamrita)।” বাহ্য জগতে মন নামাইবার জন্য ঠাকুর ওই কথা প্রায়ই সমাধির পর বলিতেন।

    মহেন্দ্র মুখুজ্জে (মাস্টারের প্রতি)—তাহলে কিছু খাবার আনলে হয় না?

    মাস্টার—ইনি এখন খাবেন না।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) ভাবস্থ—আমি খাব;—বাহ্যে যাব।

    মহেন্দ্র মুখুজ্জের হাতিবাগানে ময়দার কল আছে। সেই কলেতে ঠাকুরকে লইয়া যাইতেছেন। সেখানে একটু বিশ্রাম করিয়া স্টার থিয়েটারে চৈতন্যলীলা দেখিতে যাইবেন। মহেন্দ্রের বাড়ি বাগবাজার ৺মদনমোহনজীর মন্দিরে কিছু উত্তরে। পরমহংসদেবকে তাঁহার পিতাঠাকুর জানেন না। তাই মহেন্দ্র ঠাকুরকে বাড়িতে লইয়া যান নাই। তাঁহার দ্বিতীয় ভ্রাতা প্রিয়নাথও একজন ভক্ত।

    মহেন্দ্রের কলে তক্তপোশের উপর সতরঞ্চি পাতা। তাহারই উপরে ঠাকুর বসিয়া আছেন ও ঈশ্বরের কথা কহিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ (মাস্টার ও মহেন্দ্রের প্রতি)—শ্রীচৈতন্যচরিতামৃত (Ramakrishna) শুনতে শুনতে হাজরা বলে, এ-সব শক্তির লীলা—বিভু এর ভিতর নাই। বিভু ছাড়া শক্তি কখন হয়? এখানকার মত উলটে দেবার চেষ্টা!

    ব্রহ্ম বিভুরূপে সর্বভূতে-শুদ্ধভক্ত ষড়ৈশ্বর্য চায় না 

    “আমি জানি, ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন জল আর জলের হিমশক্তি। অগ্নি আর দাহিকা শক্তি। তিনি বিভুরূপে সর্বভূতে আছেন; তবে কোনওখানে বেশি শক্তির, কোনখানে কম শক্তির প্রকাশ। হাজরা আবার বলে, ভগবানকে পেলে তাঁর মতো ষড়ৈশ্বর্যশালী হয়, ষড়ৈশ্বর্য থাকবে ব্যবহার করুক আর না করুক (Kathamrita)।

    মাস্টার—ষড়ৈশ্বর্য হাতে থাকা চাই। (সকলের হাস্য) শ্রীরামকৃষ্ণ (সহাস্যে)—হাঁ, হাতে থাকা চাই! কি হীনবুদ্ধি! যে ঐশ্বর্য কখন ভোগ করে নাই, সেই ঐশ্বর্য ঐশ্বর্য করে অধৈর্য হয়। যে শুদ্ধভক্ত সে কখনও ঐশ্বর্য প্রার্থনা করে না।

    কলবাড়িতে পান সাজা ছিল না। ঠাকুর বলিতেছেন, পানটা আনিয়েলও। ঠাকুর বাহ্যে যাইবেন। মহেন্দ্র গাড়ু করিয়া জল আনাইলেন ও নিজে গাড়ু হাতে করিলেন। ঠাকুরকে সঙ্গে করিয়া মাঠের দিকে লইয়া যাইবেন। ঠাকুর মণিকে সম্মুখে দেখিয়া মহেন্দ্রকে বলিলেন, “তোমার নিতে হবে না—এঁকে দাও?” মণি গাড়ু লইয়া ঠাকুরের (Ramakrishna) সঙ্গে কলবাড়ির ভিতরের মাঠের দিকে গেলেন। মুখ ধোয়ার পর ঠাকুরকে তামাক সেজে দেওয়া হইল। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সন্ধ্যা কি হয়েছে? তাহলে আর তামাকটা খাই না, “সন্ধ্যা হলে সর্ব কর্ম ছেড়ে হরি স্ম রণ করবে।” এই বলিয়া ঠাকুর হাতের লোম দেখিতেছেন (Kathamrita)—গনা যায় কি না। লোম যদি গনা না যায়, তাহা হইলে—সন্ধ্যা হইয়াছে।

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

  • Cucumber: নিয়মিত একটা খেলেই ‘ম্যাজিক’! কোন কোন রোগে সাহায্য করবে শসা?

    Cucumber: নিয়মিত একটা খেলেই ‘ম্যাজিক’! কোন কোন রোগে সাহায্য করবে শসা?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    ওজন নিয়ে দুশ্চিন্তা কিংবা চোখের নীচে কালচে দাগ, শুষ্ক ত্বকের সমস্যায় জেরবার। আবার ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপের মতো শারীরিক সমস্যাও ভোগান্তি বাড়াচ্ছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই সবেরই মুশকিল আসান করবে‌ শসা। নিয়মিত একটা শসা (Cucumber) একাধিক রোগের মোকাবিলা সহজ হয়ে যাবে। তাই নিয়মিত ডায়েটে শসা রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। এবার দেখে নেওয়া যাক, কোন কোন রোগের মুশকিল আসান করবে শসা?

    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেসাহায্য করে (Cucumber)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শসাতে রয়েছে ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো খনিজ পদার্থ। এই উপাদানগুলো রক্ত সঞ্চালন ঠিকমতো রাখতে বিশেষ সাহায্য করে। তাঁরা জানাচ্ছেন, এই উপাদানের জোগান ঠিকমতো হলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হৃদরোগের ঝুঁকিও কমে। তাই তাঁদের পরামর্শ, কিডনির সমস্যা না থাকলে উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্তেরা নিয়মিত শসা খেলে খুবই উপকার পাবেন। হৃদরোগের ঝুঁকিও কমবে।

    রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করবে

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ডায়াবেটিস আক্রান্তদের জন্য শসা বিশেষ উপকারী। তাঁরা জানাচ্ছেন, শসায় গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম। এর ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। পাশপাশি ইনসুলিনের ভারসাম্য রক্ষা করতেও বিশেষ সাহায্য করে।

    পেটের অসুখের ঝুঁকি কমায়

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শসা (Cucumber) পেটের জন্য বিশেষ উপকারী। তাঁরা জানাচ্ছেন, শসায় ডায়েটারি ফাইবার থাকে। এর ফলে অন্ত্র ভালো থাকে। শসা খেলে হজম তাড়াতাড়ি হয়। আবার পেটে ব্যথা হয় না। গ্যাস, অম্বলের মতো সমস্যাও কমে।

    হাড়ের রোগ রুখতে পারে

    শসা থেকে শরীর সহজেই ভিটামিন কে পায়। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ভিটামিন কে সুস্থ শরীরের জন্য বিশেষ প্রয়োজন। বিশেষত হাড়ের শক্তি বাড়াতে এবং হাড়ের ক্ষয়রোগ রুখতে ভিটামিন কে জরুরি। তাই নিয়মিত শসা খেলে হাড়ের রোগের ঝুঁকি কমে।

    স্থূলতা রুখতে সাহায্য করে (Cucumber)

    অনেকের বারবার খিদে পায়। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, এই অসময়ে বারবার খাওয়ার ফলেই অনেকের দেহের ওজন বেড়ে যায়। তাই চিকিৎসকদের একাংশের পরামর্শ, ওজন নিয়ন্ত্রণে রাখতে শসা সঙ্গে থাকুক। তাঁরা জানাচ্ছেন, খিদে পেলেই শসা খাওয়া যেতে পারে। কয়েক টুকরো শসা সহজেই খিদে মেটাতে পারবে। কিন্তু শসায় ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে। ফলে দেহে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে থাকবে। স্থূলতার সমস্যাও‌ কমবে।

    রোগ প্রতিরোধ শক্তি বাড়াবে

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শসাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই দুই উপাদান দেহের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। তাই নিয়মিত শসা খেলে একাধিক রোগের মোকাবিলা শক্তি বাড়তে থাকে।

    ত্বক ভালো রাখে

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শসাতে প্রচুর পরিমাণে জল থাকে। তাই নিয়মিত শসা (Cucumber) খেলে দেহে জলের চাহিদা সহজেই পূরণ হয়‌। এর ফলে ত্বকের শুষ্কতা কমে। ত্বক উজ্জ্বল দেখায়। আবার শরীরে পর্যাপ্ত জল থাকার জেরে ডিহাইড্রেশনের ঝুঁকিও কমে।

    তবে, শসা খাওয়ার ক্ষেত্রে একটি সতর্কতা অবশ্যই মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, অনেকেই নুন মাখিয়ে শশা খান। যা খুবই ক্ষতিকারক। তাঁরা জানাচ্ছেন, এর ফলে শসার উপকারিতা কমে যায়। বরং দেহে অতিরিক্ত নুন প্রবেশ করে। যা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। তাই নুন মাখিয়ে শসা খাওয়া চলবে না। বরং জলখাবার বা দুপুরের খাবারের সঙ্গে শসা নিয়মিত খেলে শরীর সুস্থ থাকবে।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Bhagwant Mann: বৈঠকে দুর্ব্যবহার! নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ, কৃষকরা চটে লাল ভগবন্ত মানের ওপর

    Bhagwant Mann: বৈঠকে দুর্ব্যবহার! নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ, কৃষকরা চটে লাল ভগবন্ত মানের ওপর

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কৃষকদের লাগাতার উস্কানি দিয়েছিল আম আদমি পার্টি (Bhagwant Mann)। কৃষকদের উস্কানি দিয়েই তাদের ক্ষমতায় আসা। এমনটাই বলেন অনেকে। সেই অতীতেরই নাটকীয় পরিবর্তন সামনে এসেছে। পাঞ্জাবের কৃষকরা আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধেই বিক্ষোভ দেখাচ্ছে। কৃষক নেতাদের এক বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিকে কেন্দ্র করেই এই সংঘাতের সূচনা হয়। আম আদমি পার্টির ভগবন্ত মান সরকারের বিরুদ্ধে বিগত কয়েকদিন ধরেই কৃষকদের সঙ্গে সংঘাত চলছে।

    ৩ মার্চ প্রথম সংঘাতের খবর সামনে আসে (AAP)

    এই সংঘাতের খবর প্রথম সামনে আসে গত ৩ মার্চ, যেখানে কৃষক নেতাদের সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর (Bhagwant Mann) চন্ডীগড়ে একটি নিষ্ফল বৈঠক হয়। কৃষকরা অভিযোগ জানাতে থাকেন অত্যন্ত দুর্ব্যবহার করেছেন ভগবন্ত মান। ঠিক তার পরের দিন ৪ মার্চ তাঁর দুর্ব্যবহারের জন্য কোনও রকমের অনুশোচনা দেখা যায়নি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কণ্ঠে। কিন্তু তিনি সদর্পে ঘোষণা করেন, ‘‘হ্যাঁ আমি মিটিং ছেড়ে চলে যাই। আমরা তাঁদের সব দাবি মেনে নেব না। তাঁদেরকে আমরা ট্রাকের উপর বসে রাস্তা জ্যাম করতে দেব না। কারণ আমি তিন কোটি পাঞ্জাববাসীর অভিভাবক।’’ এরপরে ৫ মার্চ থেকে পাঞ্জাবের পুলিশ ঠিক ভগবন্ত মানের (Bhagwant Mann) হুমকিকেই বাস্তবায়িত করতে থাকে। জায়গায় জায়গায় চেক পয়েন্ট তৈরি করা হয়। রাজ্যের বিভিন্ন জায়গাতে কৃষকদেরকে আটকানো হয়।

    কী বলছেন বিশেষজ্ঞরা

    প্রসঙ্গত, বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিভিন্ন কারনে কৃষকরা চটে গিয়েছেন পাঞ্জাবের আপ সরকারের ওপর। এই নিয়ে কুলদীপ সিং যিনি গুরু নানকদেব বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি বলেন, ‘‘পাঞ্জাব সরকার মনে করছে যে কৃষক আন্দোলন স্থিমিত হয়ে গিয়েছে এবং যে ধরনের শক্তিশালী কৃষক সংগঠন ছিল, সেটা আর নেই। সেই কারণেই আপ সরকার গুরুত্ব দিচ্ছে না।’’ একইসঙ্গে কেউ কেউ বলছেন যে পাঞ্জাবের আপ সরকার মনে করছে যে কৃষকদেরকে সবসময় সন্তুষ্ট রাখা সম্ভব নয়। তাই তারা আর তোষণের পথে যাচ্ছে না। প্রসঙ্গত, বিগত ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ব্যাপক ভরাডুবি হয় পাঞ্জাবে (Bhagwant Mann) আম আদমি পার্টির। ১৩টির মধ্যে মাত্র তিনটি আসনে জয় লাভ করে তারা।

  • India Bangladesh Relation: ‘খিলাফত’ গড়ার ডাক! বাংলাদেশে সহিংস চরমপন্থীদের মুক্তি, ক্ষুব্ধ ভারত

    India Bangladesh Relation: ‘খিলাফত’ গড়ার ডাক! বাংলাদেশে সহিংস চরমপন্থীদের মুক্তি, ক্ষুব্ধ ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে উঠেছে নতুন বাংলাদেশ। পদ্মাপাড়ে প্রতিদিন যা ঘটছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমরা উদ্বিগ্ন, কারণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, যা সহিংস চরমপন্থীদের মুক্তি দেওয়ার মাধ্যমে আরও বেড়েছে। আমরা একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং উন্নয়নশীল বাংলাদেশ (India Bangladesh Relation) চাই, যেখানে সব সমস্যা গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে।’’ উল্লেখ্য শুক্রবারও, নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন হিজবুত তাহরির মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ঢাকা।

    খিলাফত গড়ার ডাক

    ইসলামিক স্টেটের (আইএস) কায়দায় বাংলাদেশে খিলাফত গড়ার ডাক দিয়েছে হিজবুত তাহরির! শুক্রবার ঢাকার রাস্তায় মিছিল করতে দেখা গেল শয়ে শয়ে মৌলবাদীকে। এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। যা কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে ঢাকা। শেখ হাসিনার আমলে এই হিজবুত নখ-দাঁত বের করতে পারেনি। কিন্তু এখন গোটা বাংলাদেশে নৈরাজ্য। মহম্মদ ইউনূসের জমানায় মাথাচারা দিচ্ছে হিজবুতের মতো একাধিক জেহাদি গোষ্ঠী। জানা গিয়েছে, শুক্রবার ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির ডাক দেয় নিষিদ্ধ হিজবুত তাহরির। সেই মতোই জুম্মার নমাজের পর জেহাদিরা ঢাকায় একটি মিছিল বের করে। পরিস্থিতি বেগতিক বুঝে আসরে নামে পুলিশ। কিন্তু আইন শৃঙ্খলাবাহিনীর বাধা অতিক্রম করেই মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় হিজবুত সদস্যদের। এরপর লাঠিপেটা করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই তারা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে। পুলিশ ফের সাউন্ড গ্রেনেড ছুড়লে মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায়।

    নিষিদ্ধ হিজবুত তাহরির

    আন্তর্জাতিক সন্ত্রাসবাদ তথ্য বিশ্লেষণে বলা হয়েছে, হিযবুত তাহরির (মুক্তির দল) দলটির লক্ষ্য হল ইসলামি খিলাফত প্রতিষ্ঠিত করা ও বিশ্বব্যাপী ইসলামি আইন বাস্তবায়ন করা। হিজবুত তাহরিকে বাংলাদেশ, চিন, রাশিয়া, পাকিস্তান, জার্মানি,তুরস্ক, ইংল্যান্ড, কাজাখস্তান এবং সমস্ত মধ্য এশিয়া, ইন্দোনেশিয়া, সমস্ত মধ্যপ্রাচ্যে (লেবানন, ইয়েমেন ব্যতীত) নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামাত সরকারের আমলে এই জঙ্গি সংগঠনটি বাংলাদেশে ঘাঁটি মজবুত করে। কিন্তু ২০০৯ সালের ২২ অক্টোবর হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামি লিগ সরকার হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে। জনগণের নিরাপত্তার জন্য এই সংগঠনটি বিপজ্জনক বলে নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু বাংলাদেশই নয়, বিশ্বের বহু মুসলিম দেশেই হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু গত ৫ অগাস্ট হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় ফের বাংলাদেশে মাথাচারা দিয়েছে তারা। পালন করছে নানা কর্মসূচি। আর সবটাই নীরব দর্শক হয়ে দেখছেন প্রধান উপদেষ্টা ইউনুস।

    চরমপন্থী সন্ত্রাসবাদীদের মুক্তি

    ইউনূস সরকার বাংলাদেশ ক্ষমতায় আসার পরই জেল থেকে মুক্তি পায় আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) প্রধান জসীমউদ্দিন রহমানি। আর তার মদতেই এখন ভারতকে রক্তাক্ত করার ছক কষেছে এবিটি। বাংলাদেশ এই সহিংস চরমপন্থীদের মুক্তি দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে ভারত। এরা গঙ্গাপাড়ে অশান্তি লাগাতে সক্রিয় এমনই ধারণা ভারতের।

    ভারত-বিরোধিতা, তবু জল চাই

    দেশের অভ্যন্তরে ভারত-বিরোধী সুরকে মদত দিলেও গঙ্গার জলবণ্টন নিয়ে নরম সুর বাংলাদেশের। বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের সদস্য মহম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১১ জনের প্রতিনিধি দল সোমবার পা রাখেন কলকাতায়। জয়েন্ট কমিটির টেকনিক্যাল বিশেষজ্ঞরা ভারতের সঙ্গে এই নিয়ে ৮৬ তম বৈঠক সারেন। ৩০ বছর পুরনো গঙ্গা পদ্মা জলবণ্টন চুক্তি পুনর্নবীকরণ নিয়ে হয় বৈঠক। ফরাক্কায় পর্যবেক্ষণ সেরে ফের কলকাতায় ফিরে ৬ মার্ত বৃহস্পতিবার বৈঠক সারেন তারা। শুক্রবার, ভারত বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের ফের বৈঠক হয়েছে। কমিশনের সদস্য আবুল হোসেন জানান, ফি বছরই সীমান্তে জল আদান প্রদান নিয়ে কমিশনের বৈঠক হয়। সেইমতো এবারেও বৈঠকের আয়োজন করা হয়েছে। ভারতের জলশক্তি মন্ত্রক জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি এমন নদী রয়েছে যা সীমান্তের দুই পারে বিস্তৃত।

     

     

     

  • PM Modi: ভারত-বার্বাডোজের মধ্যে গভীর সম্পর্ক, বিশেষ সম্মান পেয়ে কৃতজ্ঞ প্রধানমন্ত্রী মোদি

    PM Modi: ভারত-বার্বাডোজের মধ্যে গভীর সম্পর্ক, বিশেষ সম্মান পেয়ে কৃতজ্ঞ প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মুকুটে জুড়ল আরও একটি সাফল্যের পালক। বার্বাডোজের তরফে “অনারারি অর্ডার অব ফ্রিডম অব বার্বাডোজ” সম্মানে সম্মানিত করা হল প্রধানমন্ত্রী মোদিকে। এই সম্মানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্বাডোজ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সম্মান প্রধানমন্ত্রী ১৪০ কোটি ভারতবাসীকে উৎসর্গ করেছেন। এই সম্মান ভারত ও বার্বাডোজের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রকাশ বলে জানিয়েছেন মোদি।

    ভারতবাসীকে উৎসর্গ

    বার্বাডোজের প্রেসিডেন্টই এই সম্মান-উপহার তুলে দেন। প্রধানমন্ত্রী মোদি নিজে সম্মান গ্রহণে উপস্থিত থাকতে না পারলেও, ভারতের প্রতিনিধি এই সম্মান গ্রহণ করেন। ব্রিজেটাউনে সরকারি অনুষ্ঠানেই বার্বাডোজের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীর উপস্থিতিতে সে দেশের প্রেসিডেন্ট “অনারারি অর্ডার অব ফ্রিডম অব বার্বাডোজ” সম্মান প্রদান করেন। বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এই সম্মান গ্রহণ করেন। প্রধানমন্ত্রী মোদি এক্স (পুর্বে টুইটার) এ একটি পোস্টে বলেন, “এই পুরস্কার আমি ভারতবর্ষের ১৪০ কোটি মানুষ এবং ভারত ও বারবাডোজের মধ্যে গভীর সম্পর্ককে উৎসর্গ করছি।”

    কেন সম্মান মোদিকে

    কোভিডকালে কৌশলগত নেতৃত্ব এবং মূল্যবান সহায়তার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সম্মানে সম্মানিত করা হল। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পুরস্কার দুই দেশের মধ্যে স্থায়ী বন্ধুত্বের প্রতীক। গত বছর গায়ানার জর্জটাউনে অনুষ্ঠিত দ্বিতীয় ভারত-ক্যারিকম শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এক বৈঠকের সময়, বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মটলি এই সম্মান প্রদানের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী মোদির আন্তর্জাতিক সহযোগিতা এবং কোভিড-১৯ মহামারী চলাকালীন সহযোগিতার গুরুত্বকে স্বীকৃতি দেন তিনি।

    কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা

    প্রধানমন্ত্রীর (PM Modi) পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করার সময়, মার্গেরিটা এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধিত্ব করা এবং তাঁর পক্ষ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করা আমার জন্য এক বিরাট সম্মানের। এই স্বীকৃতি ভারত ও বার্বাডোজের মধ্যে গভীরতর সম্পর্কের পাশাপাশি সহযোগিতা ও উন্নয়নের প্রতি দুই দেশের যৌথ প্রতিশ্রুতি, বিশেষ করে সংকটের সময়ে, জোরদার করে তোলে।” কূটনৈতিক মহলের মতে, ১৯৬৬ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, ভারত ও বার্বাডোজ একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলেছে, যা ধারাবাহিকভাবে সম্পৃক্ততা এবং উন্নয়নমূলক উদ্যোগের বৈশিষ্ট্য।

  • Israel: কেড়ে নেওয়া হয় পাসপোর্ট, প্যালেস্তাইনে বন্দি ১০ ভারতীয় শ্রমিককে উদ্ধার করল ইজরায়েল

    Israel: কেড়ে নেওয়া হয় পাসপোর্ট, প্যালেস্তাইনে বন্দি ১০ ভারতীয় শ্রমিককে উদ্ধার করল ইজরায়েল

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যালেস্তাইনের (Palestine) ওয়েস্ট ব্যাঙ্কের প্রত্যন্ত একটি গ্রাম থেকে উদ্ধার ১০ জন ভারতীয় নির্মাণ শ্রমিক। জানা গিয়েছে, এই ১০ জন ভারতীয় শ্রমিককে কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ওয়েস্ট ব্যাঙ্কের প্রত্যন্ত গ্রাম আল-জায়েম-এ নিয়ে যাওয়া হয়। এরপর মাসখানেক আগেই তাঁদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। নির্মাণ কাজে দক্ষ এই ভারতীয় শ্রমিকরা আদতে ইজরায়েলে (Israel) কাজের সন্ধানে যেতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে।

    ভারতীয়দের পাসপোর্ট ব্যবহার করে চেকপোস্ট পার করত প্যালেস্তাইনের নাগরিকরা

    ইজরায়েলের (Israel) এক সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয়দের পাসপোর্ট ব্যবহার করে প্যালেস্তাইনের (Palestine) নাগরিকরা সহজেই চেকপয়েন্ট পার হয়ে ইজরায়েলে প্রবেশ করত। এই আবহে ইজরায়েলের বাহিনী একটি চেকপয়েন্টে কিছু সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। এরপর তাদের কাছ থেকেই ভারতীয় শ্রমিকদের বিষয়ে খোঁজ পাওয়া যায়। উদ্ধার করা হয় শ্রমিকদের।

    অভিযানে নামে যৌথ বাহিনী

    রিপোর্ট অনুযায়ী, ইজরায়েল (Israel) প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং বিচার মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে ‘জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষের’ আধিকারিকরা যৌথভাবে অভিযান শুরু করেন। রাতারাতি অভিযান শুরু হয় প্যালেস্তাইনের নাগরিকদের কাছ থেকে পাওয়া ভারতীয় পাসপোর্টের মালিকদের খোঁজে। সেই অভিযানেই ভারতীয় ঠিকা শ্রমিকদের উদ্ধার করা হয় এবং একটি নিরাপদ স্থানে স্থানান্তর করে তাঁদেরকে রাখা হয়।

    কী জানাল ভারতীয় দূতাবাস

    ইজরায়েলে (Israel) ভারতীয় দূতাবাস এনিয়ে জানিয়েছে, বিষয়টি তদন্ত সাপেক্ষ। ভারতীয় শ্রমিকদের বিষয়ে ইজরায়েল প্রশাসনের সঙ্গে কথাবার্তা চলছে বলেও উল্লেখ করেছে ভারতীয় দূতাবাস। এর পাশাপাশি, ভারতীয় দূতাবাস উদ্ধার হওয়া শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ইজরায়েলি কর্তৃপক্ষের কাছে আবেদনও জানিয়েছে। জানা যায়, বিগত এক বছরে ভারতের প্রায় ১৬ হাজার নির্মাণ শ্রমিক কাজের সন্ধানে ইজরায়েলে (Israel) পাড়ি দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরে শুরু হয় যুদ্ধ। আপাতত দুই দেশ যুদ্ধ বিরতি রেখেছে। চলছে বন্দি বিনিময়। দুই দেশের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পর প্যালেস্তাইনের নির্মাণ শ্রমিকদের ইজরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

  • Tahawwur Rana: ভারতে আসতেই হচ্ছে! ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানার আর্জি খারিজ আমেরিকায়

    Tahawwur Rana: ভারতে আসতেই হচ্ছে! ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানার আর্জি খারিজ আমেরিকায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে আসতেই হচ্ছে ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে (Tahawwur Rana)। রানার ভারতে প্রত্যর্পণে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট। ডোনাল্ড ট্রাম্পের দেশের সর্বোচ্চ আদালতে তাহাউর জানিয়েছিলেন, সে পাকিস্তানের বংশোদ্ভূত মুসলিম হওয়ায় ভারতে নির্যাতনের শিকার হতে পারেন। কিন্তু তাহাউর রানার সেই আশঙ্কাকে গুরুত্ব দেননি বিচারপতি। তাঁর প্রত্যর্পণের উপর কোনও স্থগিতাদেশ চাপায়নি মার্কিন সুপ্রিম কোর্ট। এর ফলে তাহাউর রানার ভারতে প্রত্যর্পণ কার্যত নিশ্চিত হয়ে গেল।

    মার্কিন সুপ্রিম কোর্টে রানার আর্জি

    পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর রানা (Tahawwur Rana) মার্কিন সুপ্রিম কোর্টে ‘প্রত্যর্পণ স্থগিতের জরুরি আবেদন’ দাখিল করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন, তাঁর প্রত্যর্পণের অর্থ হল আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের নির্যাতন-বিরোধী কনভেনশন লঙ্ঘন করা। কারণ ভারতে তাঁকে নির্যাতনের মুখোমুখি হতে হতে পারে। তাঁর আবেদনে আরও বলা হয়, ‘পাকিস্তানি মুসলিম হিসেবে মুম্বই হামলায় অভিযুক্ত হওয়ায় ভারতে নির্যাতনের ঝুঁকি আরও বেশি।’ এছাড়া, তিনি তাঁর শারীরিক অসুস্থতার বিষয়টিও উল্লেখ করেন। ২০২৪ সালের জুলাই মাসের মেডিক্যাল রিপোর্ট দেখিয়ে উল্লেখ করা হয়, তাহাউর একাধিক প্রাণঘাতী রোগে আক্রান্ত। তাঁর আইনজীবীরা আদালতে জানান, তিনি একাধিক হার্ট অ্যাটাক, পার্কিনসনস ডিজিজ, ব্লাডার ক্যান্সারের আশঙ্কা, স্টেজ ৩ ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাজমা এবং কোভিডে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে ভারতীয় জেলে বন্দি হওয়া তার জন্য ‘প্রকৃত অর্থে মৃত্যুদণ্ড’ হবে বলে তিনি দাবি করেন।

    আবেদন খারিজ

    মার্কিন সুপ্রিম কোর্ট রানার এই আবেদন গ্রহণ করেনি এবং ভারতীয় প্রত্যর্পণের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। রানা পাল্টা যুক্তি দিয়েছিলেন, ‘যদি এই প্রত্যর্পণ স্থগিত করা না হয়, তাহলে মার্কিন আদালতের এক্তিয়ার থাকবে না এবং আমি শিগগিরই মারা যাব।’ এর আগে একাধিক নিম্ন আদালতে আইনি লড়াই হেরে যায় সে। স্যান ফ্রান্সিসকোতে নর্থ সার্কিট আমেরিকান কোর্ট অফ আপিলেও হেরে গিয়ে শেষ পর্যন্ত মার্কিন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর দিনই তাহাউর রানার রিট পিটিশন খারিজ করে দিয়েছিল মার্কিন সুপ্রিম কোর্ট। এ বার আমল দিল না তার জরুরি ভিত্তিতে করা আবেদনেও। বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রয়েছেন তিনি। শীঘ্রই তাঁকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে।

    রানার প্রত্যর্পণ প্রক্রিয়া

    উল্লেখ্য, ভারত ও আমেরিকা দুই দেশের মধ্যে ১৯৯৭ সালে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই আবহে ভারতের অনুরোধে আমেরিকার প্রশাসন রানাকে গ্রেফতার করেছিল। ২০১১ সালে শিকাগোর আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল রানা। তার বিরুদ্ধে লস্কর-ই-তইবা জঙ্গিদের সাহায্য করার অভিযোগ ছিল। প্রসঙ্গত, তাহাউর রানার বন্ধু পাকিস্তানি-আমেরিকান নাগরিক ডেভিড কোলম্যান হেডলি। এই আবহে ২০২৩ সালের মে মাসে একটি মার্কিন আদালত পাক বংশোদ্ভূত রানাকে ভারতে প্রত্যর্পণের পক্ষে রায় দিয়েছিল। তবে সেই রায়ের বিরুদ্ধে রানা আবেদন করেছিল। তারপর রানার প্রত্যর্পণ প্রক্রিয়া থমকে গিয়েছিল। তবে ২১ জানুয়ারি তাহাউর রানার প্রত্যর্পণে ছাড়পত্র দেয় আমেরিকার শীর্ষ আদালত।

    ভারতের দাবিতে সিলমোহর

    প্রসঙ্গত, তাহাউর রানাকে (Tahawwur Rana) ভারতের হাতে তুলে দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরেই সওয়াল করে আসছিল নয়াদিল্লি। ভারতের দাবি, পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার এই নাগরিকই হলেন সেই ব্যক্তি, যিনি ২০০৮ সালের মুম্বই হামলার ঘটনায় অন্যতম চক্রী। তাই ভারতের বিচারব্যবস্থার অধীনেই তাঁর বিচার হওয়া উচিত। গত ১৬ ডিসেম্বর মার্কিন সলিসিটর জেনারেল এলিজাবেথ বি প্রিলগার মার্কিন সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন, যাতে শীর্ষ আদালত রানার আবেদন খারিজ করে দেয়। এদিকে রানার আইনজীবী ২৩ ডিসেম্বর সরকারের প্রস্তাব চ্যালেঞ্জ করেন এবং সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান, যাতে এই মামলায় রানার রিট পিটিশন গ্রহণ করা হয়। কিন্তু, শেষ পর্যন্ত মার্কিন শীর্ষ আদালত রানার আবেদনের বিরুদ্ধেই রায় ঘোষণা করে দেয়।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগ

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরকালে রানার প্রত্যর্পণে অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ‘খুব শিগগিরই রানাকে ভারতে প্রত্যর্পণ করা হবে এবং তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।’ এর পরেই শুরু হয় প্রত্যর্পণের প্রক্রিয়া। কিন্তু ফের মার্কিন শীর্ষ আদালতে শেষ চেষ্টা করেন রানা। তবে তাঁর সেই চেষ্টায়ও জল ঢালল মার্কিন সুপ্রিম কোর্ট। উল্লেখ্য ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের আটটি গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালায় পাকিস্তানের লস্কর-ই-তৈবা জঙ্গিরা। এই হামলায় ১৬৬ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। যাঁদের মধ্যে ছ’জন মার্কিন নাগরিকও ছিলেন। হামলা চালিয়েছিল ১০ জন পাকিস্তানি জঙ্গি।

LinkedIn
Share