Tag: Bengali news

Bengali news

  • Bangladeshi Infiltration: ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র-মন্ত্রক

    Bangladeshi Infiltration: ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র-মন্ত্রক

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশি অনুপ্রবেশের (Bangladeshi Infiltration) বিষয়টি দীর্ঘদিন ধরে ভারতে একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা রাজনৈতিক বিতর্ক ও অভিযোগকে উসকে দিচ্ছে। বিশেষ করে ঝাড়খণ্ডের মতো রাজ্যে। এই সব বিতর্কের মধ্যে এবার বাংলাদেশি অনুপ্রবেশ সম্পর্কে কোনও কেন্দ্রীয় – স্তরের ডেটা রাখা হয় না বলে স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) সম্প্রতি তার অবস্থান স্পষ্ট করেছে। তথ্যের অধিকার (আরটিআই) প্রশ্নের উত্তরে এই স্পষ্টীকরণ এসেছে, যা সমস্যাটিকে ঘিরে জটিলতাগুলিকে আরও স্পষ্ট করেছে।

    আরটিআই প্রশ্ন এবং MHA এর প্রতিক্রিয়া (Bangladeshi Infiltration)

    ঝাড়খণ্ড জনাধিকার মহাসভার সঙ্গে যুক্ত সিরাজ দত্ত তিনটি মূল দিক সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে এমএইচএ-তে একটি অনলাইন আরটিআই আবেদন জমা দিয়েছেন। তাতে তিনি জানতে চেয়েছেন, ১) প্রতিটি রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীর (Bangladeshi Infiltration) সংখ্যা। ২) বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জড়িত “লাভ জিহাদ” এবং “ল্যান্ড জিহাদ” সম্পর্কিত মামলা। ৩) এসব সমস্যা সমাধানে কী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তার প্রতিক্রিয়ায়, এমএইচএ বলেছে যে অবৈধ অনুপ্রবেশের ঘটনাগুলি ১৯৩৯ সালের বিদেশি আইন এবং ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের আওতায় পড়ে। তবে, মন্ত্রক নিশ্চিত করেছে যে কেন্দ্রীয় স্তরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডেটা রাখা হয় না। পরিবর্তে, রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল বা ইমিগ্রেশন ব্যুরোতে এই ধরনের তথ্য সম্ভাব্যভাবে উপলব্ধ হতে পারে।

    ঝাড়খণ্ডে আইনি উন্নয়ন

    ঝাড়খণ্ড (Jharkhand) এমন একটি রাজ্য যেখানে বাংলাদেশের (Bangladeshi Infiltration) সঙ্গে কোনও সীমানা নেই। কিন্তু সাঁওতাল পরগনা অঞ্চলে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। ঝাড়খণ্ড হাইকোর্ট এর আগে রাজ্য সরকারকে বিষয়টি তদন্ত করার জন্য একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিল। যাই হোক, রাজ্য সরকারের আপত্তির পরে বিষয়টি এখন সুপ্রিম কোর্টের পর্যালোচনাধীন রয়েছে। ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিত্বকারী সিনিয়র আইনজীবী কপিল সিবাল যুক্তি দিয়েছিলেন যে ঝাড়খণ্ডে অনুপ্রবেশের অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।  

    অসন্তোষ প্রকাশ করে ঝাড়খণ্ড হাইকোর্ট

    এই বছরের সেপ্টেম্বরে ঝাড়খণ্ড হাইকোর্টে ড্যানিয়েল ড্যানিশের দ্বারা একটি জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের করার পরে বিষয়টি গতি পায়। পিআইএল সাঁওতাল পরগনা অঞ্চলে বাংলাদেশি অনুপ্রবেশের (Bangladeshi Infiltration) বিষয়ে স্পষ্টতা চেয়েছিল। জেলা প্রশাসক সহ জেলা আধিকারিকদের দ্বারা জমা দেওয়া রিপোর্টগুলি কোনও উল্লেখযোগ্য অনুপ্রবেশ অস্বীকার করেছে। হাইকোর্ট জেলা প্রশাসকদের প্রতিবেদনে অসঙ্গতি উল্লেখ করে অসন্তোষ প্রকাশ করে। হাইকোর্ট এমন একটি মামলা তুলে ধরে, যেখানে সাহেবগঞ্জে চার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে শনাক্ত করা হয়েছে, আর বিষয়টি জেলা প্রশাসন অস্বীকার করেছে। আদালত মন্তব্য করেছে যে যদিও আদালত বিভ্রান্তিকর তথ্য প্রদানের জন্য জেলা কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করতে পারে, তবে এর প্রাথমিক উদ্দেশ্য ছিল সত্যটি নিশ্চিত করা।  

    সাঁওতাল পরগণায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি!

    হাইকোর্টের পর্যবেক্ষণ অনুসারে সাঁওতাল পরগণায় উল্লেখযোগ্য জনসংখ্যাগত পরিবর্তন ঘটেছে। রিপোর্ট অনুসারে, এই অঞ্চলে উপজাতীয় জনসংখ্যা ৪২ শতাংশ থেকে ২৮ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি পাকুর এবং সাহেবগঞ্জের মতো জেলাগুলিতে মুসলিম জনসংখ্যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে প্রায় ৩৫ শতাংশ বেড়েছে। সমগ্র সাঁওতাল পরগণা অঞ্চল জুড়ে একই সময়ে মুসলিম (Bangladeshi Infiltration) জনসংখ্যা ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই পরিসংখ্যানগুলি বিতর্ককে আরও উসকে দিয়েছে।

    কেন্দ্রীয় ও রাজ্য সহযোগিতা

    সাম্প্রতিক শুনানির সময় ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা ঝাড়খণ্ড হাইকোর্টকে জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র সচিব এবং ঝাড়খণ্ডের মুখ্য সচিব যৌথভাবে সাঁওতাল পরগনায় বাংলাদেশি অনুপ্রবেশের (Bangladeshi Infiltration) তদন্তের জন্য একটি উচ্চ-ক্ষমতার কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় সরকার একটি হলফনামার মাধ্যমে সিদ্ধান্ত জমা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, পরবর্তী শুনানি ২০ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে। আগে জমা দেওয়া একটি হলফনামায় কেন্দ্রীয় সরকার পরামর্শ দিয়েছিল যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (এনআরসি) এর মাধ্যমে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সনাক্তকরণ এবং নির্বাসনকে সহজতর করা যেতে পারে। এমএইচএর স্পষ্টীকরণ কেন্দ্রীভূত ডেটার অনুপস্থিতির পরামর্শ দেয়, ঝাড়খণ্ডে চলমান আইনি প্রক্রিয়াগুলি এই ধরনের অভিযোগগুলি মোকাবিলায় চ্যালেঞ্জগুলি তুলে ধরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan: বালুচিস্তানে জারিফ বালুচকে অপহরণ করে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ প্যাঙ্ক-এর

    Pakistan: বালুচিস্তানে জারিফ বালুচকে অপহরণ করে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ প্যাঙ্ক-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের (Pakistan) বালুচ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর মানবাধিকার শাখা প্যাঙ্ক, জারিফ বালুচকে অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো একাধিক মানবাধিকার হরণ করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ন্যায় বিচারও চেয়েছে এই সংগঠন। বিশ্বের সামনে আরও একবার পাকিস্তানের কুকর্ম ফাঁস।

    বিচার না করে খুন করা হয়েছে (Pakistan)

    বালুচিস্তানের (Pakistan) একটি সংবাদ মাধ্যম বালুচিস্তান পোস্ট এক্স হ্যান্ডলে জানিয়েছে, “আমরা জারিফের অপহরণ এবং নির্মম হত্যাকাণ্ডের তীব্র ধিক্কার জানাই। তাঁকে পাশবিক অত্যাচার করে কোনও রকম বিচার না করে খুন করা হয়েছে। পরিবারের সঙ্গে ন্যায় বিচার করা হয়নি। জারিফের মৃতদেহের সঙ্গে অত্যন্ত খারপ আচরণ করা হয়েছে। মৃতদেহকে ময়নাতদন্তের জন্য তুর্বতে নিয়ে যাওয়া হয়েছে। এই কাজ সম্পূর্ণভাবে মানবাধিকার বিরোধী।”

    জীবিত অবস্থায় তার জিহ্বা কেটে ফেলা হয়েছিল!

    বালুচ ইয়াকজেহতি কমিটি বা বিওয়াইসি (Balochistan) জানিয়েছে, “জারিফ বালুচকে ভয়ঙ্কর নির্যাতন করা হয়েছিল। জীবিত অবস্থায় তাঁর জিব কেটে ফেলা হয়েছিল। এই বর্বর নৃশংস কাজটি বালুচদের কণ্ঠস্বরকে স্তব্ধ এবং দমন করতেই করা হয়েছে। সম্পূর্ণভাবে কাজটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এই এলাকার মানুষের গত কয়েক দশকের আন্দোলনের ওপর পাকিস্তান নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে।” সেইসঙ্গে প্যাঙ্ক, পাক সরকারের কাছে দাবি করেছে, রাজ্যে ভয়মুক্ত পরিবেশ গড়তে হবে। শান্তিপূর্ণভাবে যে কোনও রকমের প্রতিবাদ করার সুযোগ মানুষকে দিতে হবে। মানুষের অধিকার সুরক্ষিত রাখতে হবে।

    উল্লেখ্য, ১৯৪৭ সালের পর থেকেই গিলগিট (Pakistan) এবং বালুচিস্তান (Balochistan) আগ্রাসী পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ-আন্দোলন করে আসছে। তাঁদের ধর্ম, সংস্কৃতি, ভাষা, কর্মসংস্থান এবং ইতিহাস, ঐতিহ্যকে অক্ষত রাখতে উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। প্রতিদিন পাক সেনার আক্রমণে প্রচুর সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। পাক সরকারের এই অমানবিক আচরণের বিরুদ্ধে বিশ্বমঞ্চে একাধিক বার পাকিস্তানের মুখ পুড়েছে। তবুও নির্লজ্জ দেশের আচরণে কোনও পরিবর্তন লক্ষ্য করেছেন না ওয়াকিবহাল মহল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Economy: ঊর্ধ্বমুখী ভারতীয় অর্থনীতির লেখচিত্র, কী বলছে ডেলয়েট?

    Indian Economy: ঊর্ধ্বমুখী ভারতীয় অর্থনীতির লেখচিত্র, কী বলছে ডেলয়েট?

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি জমানায় ঊর্ধ্বমুখী ভারতীয় অর্থনীতির (Indian Economy) লেখচিত্র। ভারতীয় অর্থনীতি ২০২৪-২৫ অর্থবর্ষে ৬.৫-৬.৮ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবর্ষে এটি সামান্য বেশি অর্থাৎ ৬.৭-৭.৩ শতাংশ হতে পারে। রবিবার এমনই জানিয়েছে ডেলয়েট (Deloitte)।

    কী বলছেন অর্থনীতিবিদ? (Indian Economy)

    ডেলয়েট ইন্ডিয়ার অর্থনীতিবিদ রুমকি মজুমদার বলেন, “২০২৪-২৫ অর্থবর্ষের প্রথমার্ধে প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম ছিল। কারণ নির্বাচনের অনিশ্চয়তা, ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ব্যাঘাত এবং ভূরাজনৈতিক ঘটনাগুলি দেশীয় চাহিদা এবং রফতানিতে প্রভাব ফেলেছে। এই চ্যালেঞ্জ সত্ত্বেও, ভারত নির্দিষ্ট কিছু ক্ষেত্রে স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছে, যার মধ্যে রয়েছে শক্তিশালী ভোক্তা প্রবণতা, পরিষেবা খাতে প্রবৃদ্ধি, উচ্চ-মূল্যের উৎপাদন রফতানির ক্রমবর্ধমান অংশ এবং মূলধন বাজারের উন্নতি।”

    পরিকাঠামো উন্নয়ন

    সরকারের লাগাতার মনোযোগ পরিকাঠামো উন্নয়ন, ডিজিটালাইজেশন, এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ওপর কেন্দ্রীভূত, যা সামগ্রিক অর্থনৈতিক দক্ষতা বাড়াতে অতিরিক্ত প্রবৃদ্ধি বৃদ্ধিকারক হিসেবে কাজ করবে। রুমকি বলেন, “আমরা সতর্কভাবে আশাবাদী রয়েছি এবং আশা করছি এই আর্থিক বছরে প্রবৃদ্ধির হার ৬.৫ থেকে ৬.৮ শতাংশের মধ্যে থাকবে এবং ২০২৫-২৬ আর্থিক বছরে এটি সামান্য বেশি, অর্থাৎ ৬.৭ থেকে ৭.৩ শতাংশ হতে পারে।” সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমান অর্থবর্ষের (Indian Economy) জন্য তাদের প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে ৬.৬ শতাংশ করেছে। এটি জুন মাসে প্রদত্ত ৭.২ শতাংশ পূর্বাভাসের চেয়ে কম।

    আরও পড়ুন: অসমে কয়েক দশকের গড়ে ধস, কংগ্রেসকে ধরাশায়ী বিজেপির তরুণ তুর্কি দীপলুর

    ডেলয়েটের মতে, ভারতের বৈশ্বিক মূল্য শৃঙ্খলে অবস্থান শক্তিশালী হচ্ছে, যার প্রমাণ উচ্চ-মূল্যের খাতে যেমন ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর এবং রাসায়নিক দ্রব্যের উৎপাদন রফতানি প্রবৃদ্ধি। এদিকে, গত দেড়-দু’মাসে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি বিনিয়োগকারীর অর্থপ্রবাহ হ্রাস সত্ত্বেও পুঁজিবাজার স্থিতিশীলতা দেখিয়েছে, যা খুচরো ও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধির কারণে সম্ভব হয়েছে। রুমকির পূর্বাভাস, “এই প্রবণতাগুলির অনেকটাই ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত থাকবে, যেখানে গ্রামীণ ও শহর উভয় চাহিদা দ্বারা চালিত অভ্যন্তরীণ ভোগ ভারতের অর্থনৈতিক (Deloitte) প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে (Indian Economy)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 31 December 2024: সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 31 December 2024: সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

    ২) পিঠে ব্যথার সমস্যা থাকবে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) ভাই-বোনের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন।

    ২) মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    মিথুন

    ১) কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে।

    ২) উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ।

    ৩) সখপূরণ হবে।

    কর্কট

    ১) কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে।

    ২) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

    ৩) বিবাদে জড়াবেন না।

    সিংহ

    ১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।

    ২) সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

    কন্যা

    ১) সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে।

    ২) আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    তুলা

    ১) ব্যয় বাড়তে পারে।

    ২) সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে।

    ৩) পরিবারের সঙ্গে সময় কাটান।

    বৃশ্চিক

    ১) বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা।

    ২) কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    ধনু

    ১) বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে।

    ২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে।

    ৩) ধৈর্য ধরুন।

    মকর

    ১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

    ২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কুম্ভ

    ১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

    ২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) পেটের সমস্যা বাড়তে পারে।

    ২) সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Delhi Election: নাগরিকত্ব আইনের সুফল! ৩০০ পাকিস্তানি হিন্দু ভোট দেবেন দিল্লির নির্বাচনে

    Delhi Election: নাগরিকত্ব আইনের সুফল! ৩০০ পাকিস্তানি হিন্দু ভোট দেবেন দিল্লির নির্বাচনে

    মাধ্যম নিউজ ডেস্ক: নাগরিকত্ব আইনের মাধ্যমে তাঁরা পেয়েছেন নাগরিকত্ব। পাকিস্তান থেকে আগত উদ্বাস্তু হিন্দুদের মধ্যে ৩০০ জন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন। তাঁরাই প্রথমবারের জন্য ভোট দেবেন ভারতের কোনও নির্বাচনে। প্রসঙ্গত, আগামী বছরের গোড়ায়ই হবে দিল্লি বিধানসভা (Delhi Election) নির্বাচন, সেখানেই ভোট দেবেন তাঁরা। ইতিমধ্যেই তাঁদের ভোটার আইডি কার্ডও দেওয়া হয়েছে। মাত্র চার বছর বয়সে পাকিস্তান থেকে ভারতে চলে আসা রাধা বর্তমানে ১৮ বছরে পা দিয়েছেন। ১৪ বছর আগে ভারতে আসা সেই রাধাকে নাগরিকত্ব দিয়েছে মোদি সরকার। রাধা এবার প্রথমবারের জন্য দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিতে চলেছেন। নিজের ভোটাধিকারের মাধ্যমে রাধা এবার গর্বের সঙ্গে ভারতকে নিজের দেশও বলতে পারবেন। নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ অনুযায়ী, পাকিস্তান থেকে আসা হিন্দুরা (Pakistani Hindus) পেয়েছেন ভারতের নাগরিকত্ব। প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ মাসে নাগরিকত্ব আইনকে বাস্তবায়িত করা হয়। মোদি সরকারের প্রণয়ন করা সেই নাগরিকত্ব আইনের সুফল পাচ্ছেন রাধার মতো পাকিস্তান থেকে ধর্মীয়ভাবে অত্যাচারিত হয়ে ভারতে আসা হিন্দুরা।

    কী বলছেন পাকিস্তান (Delhi Election) থেকে আগত হিন্দুরা?

    সংবাদ মাধ্যমে রাধার মা বলেন, ‘‘আমরাও নাগরিকত্ব আইনের মাধ্যমে নিজেদের সার্টিফিকেট পেয়েছি। চলতি বছরেই তা আমরা পেয়েছি। তার পরেই আমরা ভোটার আইডি কার্ডের (Delhi Election) জন্য আবেদন করেছিলাম। এটাই হতে চলেছে প্রথমবার যখন আমরা ভারতীয় হিসেবে ভোট দেব। আমরা আশাবাদী যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা আমাদের মতো পাকিস্তান থেকে আসা হিন্দুদের কথা ভাববে।’’ প্রসঙ্গত, পাকিস্তান থেকে আগত উদ্বাস্তু হিন্দুদের মধ্যে বেশিরভাগ মহিলাই গৃহবধূ। অন্যদিকে, সেই পরিবারের পুরুষরা দিনমজুর হিসেবে কাজ করেন অথবা ছোটখাটো রাস্তার ধারে স্টল দেন। এঁরা প্রত্যেকেই আশাবাদী যে নাগরিকত্ব আইনের মাধ্যমে তাঁরা যেভাবে ভোটাধিকার পেয়েছেন এভাবে নতুন নতুন সুযোগের দরজাও খুলবে।

    পাকিস্তান থেকে এসেছেন ৫০ বছর বয়সি পুরাণ, তিনি কী বললেন?

    পাকিস্তান থেকে এসেছেন বছর ৫০-এর পুরাণ। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, ‘‘পাকিস্তানে আমরা ছিলাম সাধারণ কৃষক এবং সেখান থেকে কোনওভাবে আমরা পালিয়ে এসেছি। আমরা এখানে সুখে আছি বটে, কিন্তু এখানে আমাদের জমি-জিরেত নেই। তাই আমরা চাষ করতে পারছি না। যদি সরকার আমাদের কোনওভাবে জমি দেয়, তাহলে আমরা সেখানে ফসল ফলাতে পারি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mamata Banerjee: বদলাচ্ছে স্টার থিয়েটার, নয়া নাম বিনোদিনী, ঘোষণা মমতার

    Mamata Banerjee: বদলাচ্ছে স্টার থিয়েটার, নয়া নাম বিনোদিনী, ঘোষণা মমতার

    মাধ্যম নিউজ ডেস্ক: স্টার থিয়েটারের নাম বদলে হল বিনোদিনী। সোমবার সন্দেশখালির সভা থেকে নয়া নাম ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “২০২৫ থেকেই স্টার থিয়েটারের (Star Theater) নাম বদলে যাচ্ছে। বিনোদিনীর নামে নামকরণ করা হবে এই প্রেক্ষাগৃহের।” এই ঘোষণায় ব্যাপক শোরগোল পড়েছে বিনোদন জগতে। তবে কেন এই নাম?

    ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬টি প্রকল্পের উদ্বোধন (Mamata Banerjee)

    সোমবার দুপুর ১টার কিছু পরে সন্দেশখালি পৌঁছন মমতা (Star Theater)। রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা জনসাধারণের কাছে পৌঁছে দিতেই সভা করেন মুখ্যমন্ত্রী। সভামঞ্চ থেকে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা এলাকার বাসিন্দাদের কাছে তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আজ এখান থেকে দ্বীপপুঞ্জের সাধারণ মানুষের জন্য ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬টি প্রকল্পের উদ্বোধন হয়েছে। সেই সঙ্গে আরও একাধিক প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা হাবের ধাচে সন্দেশখালিতে সন্দেশের হাব তৈরি করা হবে। একইভাবে নাম করণের যথার্থ ইতিহাসকে তুলে ধরতে হবে।”

    স্টার থিয়েটার তো আর বিনোদিনীর টাকায় গড়া নয়

    উল্লেখ্য, বিনোদিনী আর স্টার থিয়েটার (Star Theater) নাম দুটি সমার্থক। দুটি নামই অত্যন্ত প্রসিদ্ধ। নাট্য জগতে এই নামগুলি এক সময় আলোড়ন ফেলেছিল। প্রশ্ন হল, কেন নাম বদলাতে চাইছেন মুখ্যমন্ত্রী? বর্তমানে যেটি স্টার থিয়েটার, সেটি বিনোদিনীর টাকায় গড়া নয়। বিনোদিনীর স্টার থিয়েটার ছিল বিডন স্ট্রিটে। ১৯২৮ সালে সেন্ট্রাল অ্যাভিনিউ তৈরি হওয়ার সময় সেটি অবলুপ্ত হয়। কিন্তু বিনোদিনী আর স্টারের নাম-মাহাত্ম্য এমনই যে, পরবর্তী কালে হাতিবাগানে স্টার থিয়েটারের সঙ্গেও মানুষের মনে ভেসে ওঠে বিনোদিনীর স্মৃতি। ফলে মমতার (Mamata Banerjee) ঘোষণায় ব্যাপক শোরগোল পড়েছে।

    আরও পড়ুনঃ মমতার পরের দিনই সন্দেশখালিতে শুভেন্দুর জনসংযোগ যাত্রা

    কবে প্রতিষ্ঠিত হয় স্টার থিয়েটার?

    ১৮৮৩ সালে স্থাপিত স্টার থিয়েটারের (Star Theater) নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন বিনোদিনী। কথিত আছে, নটী বিনোদিনীর সময়কালেও তাঁর নামে স্টার থিয়েটারের নামকরণ করার প্রস্তাব আসে। প্রস্তাব দেন গিরিশচন্দ্র ঘোষ এবং গুরমুখ রায়। কিন্তু শোনা যায়, বিনোদিনী নাকি নিজে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন। মমতার এই ঘোষণাকে কী ভাবে দেখছেন স্টার থিয়েটার কর্তৃপক্ষ? প্রেক্ষাগৃহের তরফে জয়দীপ মুখোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত খবরটা আমরা শুনিনি। তবে দিদি যদি কোনও সিদ্ধান্ত নিয়ে থাকেন, তা হলে সেটা নিশ্চয়ই সব দিক বিচার করেই নেওয়া হবে। স্টারের পক্ষ থেকে আমরা অত্যন্ত খুশি।’’ তবে  ২০২৫ সালেই মুক্তি পাচ্ছে বিনোদিনী দাসীর জীবনকাহিনী অবলম্বনে বাংলা সিনেমা ‘বিনোদিনী: নটীর উপাখ্যান’। তাতে অভিনয় করছেন দেব ঘনিষ্ঠ অভিনেত্রী রুক্মিণী। তাই নয়া নামকরণের উদ্যোগে রাজনৈতিক স্বার্থ দেখছেন অনেকেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: ভারতের চাপে সুর নরম! ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ছাড়ল বাংলাদেশ

    Bangladesh: ভারতের চাপে সুর নরম! ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ছাড়ল বাংলাদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের চাপে সুর নরম করতে বাধ্য হল বাংলাদেশ (Bangladesh)। ভারতের মৎস্যজীবীদের গ্রেফতার করে কড়া বার্তা দেওয়ার চেষ্টা করেছিল ইউনূস সরকার। পাল্টা ভারতও বাংলাদেশি মৎস্যজীবীদের গ্রেফতার করে হুঁশিয়ারি দিয়েছিল। অবশেষে পিছু হঠল ইউনূস সরকার। দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাংলাদেশের জেল থেকে মুক্তি পেতে চলেছেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। প্রায় আড়াই মাস আগে বাংলাদেশের জলসীমার ভিতর ঢুকে পড়ায় কাকদ্বীপের ছ’টি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারগুলিতেই ছিলেন ৯৫ জন মৎস্যজীবী। প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছিল। অন্যদিকে, এবার ১২ জন বাংলাদেশিকে মুক্তি দিল ভারত।

    বাংলাদেশের জননিরাপত্তা বিভাগের উপসচিব কী বললেন?(Bangladesh)

    গত বৃহস্পতিবার বাংলাদেশের (Bangladesh) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার বিজ্ঞপ্তি দিয়ে জানান, ওই ৯৫ জনের (Indian fishermen) বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ অনুসারে যে মামলা হয়েছিল, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আটক ছ’টি ট্রলারও ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

    আরও পড়ুন: অসমে কয়েক দশকের গড়ে ধস, কংগ্রেসকে ধরাশায়ী বিজেপির তরুণ তুর্কি দীপলুর

    বাংলাদেশিদের ছাড়ার উদ্যোগ

    কাকদ্বীপের মৎস্যজীবীদের বাংলাদেশে (Bangladesh) গ্রেফতার হওয়ার বিষয়টি জানার পরেই তাঁদের ভারতে ফিরিয়ে আনার বিষয়ে তৎপর হয় কেন্দ্রীয় সরকার। ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে জেলেদের “বিচার থেকে প্রত্যাহার” করার জন্য বলেছিল, যারা সেপ্টেম্বরের মাঝামাঝি পাথরপ্রতিমার কাছে তাদের নৌকা ডুবে যাওয়ার সময় ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিল। তাদের বিদেশি আইনের ১৪ ধারায় গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। যদিও তাদের পশ্চিমবঙ্গে না রেখে ওড়িশাতে রাখা হয়েছিল। বাংলাদেশ সুর নরম করার পর ভারতে থাকা বাংলাদেশি মৎস্যজীবীদের ছাড়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    মুক্তির সময় উপস্থিত ছিলেন সাবসিডিয়ারি কারেকশনাল হোমের কন্ট্রোলার দেবব্রত রায় চৌধুরী। তিনি বলেন, “১২ বাংলাদেশি (Bangladesh) নাগরিককে ছেড়ে দিয়ে রাষ্ট্রীয় প্রশাসনিক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।” বাংলাদেশি জেলেদের ডায়মন্ড হারবার সাবসিডিয়ারি কারেকশনাল হোম থেকে ছেড়ে দেওয়া হয় এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dharmendra Pradhan: মন্ত্রীর হাতে প্রকাশ পেল ‘কুদোপালি মহাকাব্য: ১৮৫৭ সালের অবহেলিত কাহিনি’

    Dharmendra Pradhan: মন্ত্রীর হাতে প্রকাশ পেল ‘কুদোপালি মহাকাব্য: ১৮৫৭ সালের অবহেলিত কাহিনি’

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের স্বাধীনতা অসীম ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। এটা অনেকেরই অজানা। বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না এই বীরদের সংগ্রামের কাহিনি। একটি (Dharmendra Pradhan) গুরুত্বপূর্ণ, কিন্তু ইতিহাসে উপেক্ষিত সংগ্রাম ঘটে ছিল ওড়িশার সম্বলপুরে। ১৮৫৭ সালের ৩০ ডিসেম্বর, কুদোপালি ঘাটে (Saga Kudopali), ৫৩ জন বিপ্লবী সাহসিকতার সঙ্গে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জীবন উৎসর্গ করেছিলেন। চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

    ইতিহাসের অজ্ঞাত অধ্যায় (Dharmendra Pradhan)

    ইতিহাসের এই অজ্ঞাত অধ্যায়টি বইয়ের মাধ্যমে প্রকাশ করল ন্যাশনাল বুক ট্রাস্ট, সংক্ষেপে এনবিটি। নাম, ‘কুদোপালি মহাকাব্য: ১৮৫৭ সালের অবহেলিত কাহিনি’। বইটির ইংরেজি সংস্করণের আবরণ উন্মোচন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, “১৮৫৭ সালের কুদোপালি ঘটনা জলিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের মতোই গুরুত্বপূর্ণ ছিল।” সে দিন শহিদ হওয়া ৫৩ জন মুক্তিযোদ্ধার সাহসী প্রতিরোধের পাশাপাশি চারজন বিপ্লবীর মৃত্যুদণ্ডের কথাও উল্লেখ করেন তিনি। বইটির আবরণ উন্মোচনের আগে শ্রদ্ধা জানানো হয় হুতাত্মাদের, বিশেষ করে বিশিষ্ট বীর চবিলা সাইকে। বইটি এই অজ্ঞাত বীরদের এবং তাঁদের চূড়ান্ত ত্যাগকে শ্রদ্ধা জানায়। মন্ত্রী বলেন, “সম্বলপুরের খিন্ডা, কুলাবিরা, ঘেন্স এবং লক্ষণপুর এলাকার বিভিন্ন পরিবারের এই মহৎ সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে এই ইতিহাস অনেকের কাছে এতদিন অজানা ছিল।”

    কী বললেন মন্ত্রী?

    গত বছরের (Dharmendra Pradhan) ৩০ ডিসেম্বর, বীর চবিলা সাই স্মৃতি কমিটির উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় মন্ত্রী এই ইতিহাসের একটি পূর্ণাঙ্গ নথিভুক্তকরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন। তিনি ভারতীয় ঐতিহাসিক গবেষণা পরিষদ (ICHR) এবং এনবিটিকে এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি গবেষণা করে একটি বই আকারে সংকলন করার দায়িত্ব দেন। সেই বইটিরই ইংরেজি সংস্করণের আবরণ উন্মোচন করেন মন্ত্রী।

    আরও পড়ুন: অসমে কয়েক দশকের গড়ে ধস, কংগ্রেসকে ধরাশায়ী বিজেপির তরুণ তুর্কি দীপলুর

    প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা সংগ্রামের অবহেলিত নায়কদের স্বীকৃতির পক্ষে নিয়মিতভাবে সওয়াল করে আসছেন। কেন্দ্রীয় মন্ত্রীর এই উদ্যোগ তাঁর সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই বইটি এই ভুলে যাওয়া নায়কদের জাতীয় আলোচনায় আনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রীয় মন্ত্রী বইটির ভারতের দশটি প্রধান ভাষায় (Saga Kudopali) অনুবাদ ও প্রকাশের দায়িত্ব দিয়েছেন এনবিটিকে (Dharmendra Pradhan)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis 16: প্রতিহিংসার রাজনীতি অন্তর্বর্তী সরকারের? হাসিনার বিরুদ্ধে দায়ের ১৭৮টি খুনের মামলা!

    Bangladesh Crisis 16: প্রতিহিংসার রাজনীতি অন্তর্বর্তী সরকারের? হাসিনার বিরুদ্ধে দায়ের ১৭৮টি খুনের মামলা!

    অনেকেই বলছেন, হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকেই জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে বাংলাদেশ। বেছে বেছে যেমন মন্দির এবং ধর্মস্থানে অবাধে ভাঙচুর চালানো হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ঘরবাড়িতে, একই সঙ্গে মারাত্মক বেড়ে গিয়েছে গণপিটুনি এবং খুন। অধিকাংশ ক্ষেত্রেই টার্গেট সংখ্যালঘু হিন্দু অথবা বিরোধী রাজনৈতিক কণ্ঠ। সারা বিশ্ব দেখছে, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূসের স্বরূপ। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর গোটা বিশ্ব স্তম্ভিত। আওয়ামি লিগপন্থী জনপ্রতিনিধি, পুলিশ অফিসার থেকে শুরু করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তাদের কী করুণ পরিণতি হয়েছে, তাও কারও অজানা নয়। প্রথম খণ্ডে আমরা ১২টি পর্বে তুলে ধরেছিলাম নানা অত্যাচারের কাহিনি। এবার সেসব নিয়েই আমাদের দ্বিতীয় খণ্ডের ধারাবাহিক প্রতিবেদন। আজ চতুর্থ পর্ব।

     

    আতঙ্কের বাংলাদেশে জঙ্গলের রাজত্ব-৪

    মাধ্যম নিউজ ডেস্ক: গত অগাস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর থেকেই গোটা বাংলাদেশ (Bangladesh Crisis 16) জুড়ে শুরু হয় অত্যাচার। হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান, মঠ, মন্দির, সংখ্যালঘু থেকে বিরোধী দলের নেতৃত্বের ওপর হামলা চলতেই থাকে। একই সঙ্গে হামলা বাড়তে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন আদালত চত্বরে। জামাত-বিএনপি সমেত মৌলবাদীরা টার্গেট করতে থাকে সে দেশের আইনজীবী, প্রাক্তন মন্ত্রী, আইন প্রণেতাদের (Targeting Minority)। মিথ্যা মামলায় ফাঁসানো হতে থাকে বিরোধীদের। প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতির জন্য ইউনূস সরকার দায়ের করে ১৭৮টি খুনের মামলা, এমনটাই অভিযোগ। 

    টার্গেট প্রাক্তন বিচারপতি ও আইনজীবীরা

    বেশ কিছু ক্ষেত্রে দেখা যায়, বাংলাদেশের (Bangladesh Crisis 16) পুলিশ অফিসাররাও মৌলবাদীদের আক্রমণের শিকার হয়েছেন। মৌলবাদীদের আক্রমণের শিকার হওয়া নামগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল, বাংলাদেশের প্রাক্তন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন মানিক, আইনজীবী শেখ ফারিদ। আইনজীবী শেখ ফারিদের অপরাধ ছিল আওয়ামি লিগের নেতাদের হয়ে সওয়াল করতেন তিনি আদালতে। হাসিনা সরকারের পতনের পর থেকে এই আওয়ামি লিগের নেতাদের কোনও কারণ ছাড়াই গ্রেফতার করা হতে থাকে। তাঁদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে থাকে।

    প্রতিহিংসার রাজনীতি (Bangladesh Crisis 16)

    জানা গিয়েছে, এই সমস্ত মামলায় ৯২ হাজার ৪৮৬ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং এঁরা প্রত্যেকেই জামাত-বিএনপির বিরোধী। এর মধ্যে অনেকেই আওয়ামি লিগের গুরুত্বপূর্ণ সদস্য। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আওয়ামি লিগের প্রাক্তন নেতা, প্রাক্তন মন্ত্রী, তাঁদের পরিবারের সদস্যরা, এমনকি শেখ হাসিনার পরিবারকেও বাদ দেওয়া হয়নি। প্রত্যেকের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করেছে ইউনূস সরকার, এমনটাই অভিযোগ।

    ১৭৮টি খুনের মামলা দায়ের হয় হাসিনার বিরুদ্ধে

    গত ২০২৪ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশের (Bangladesh Crisis 16) অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম ‘আজকের পত্রিকা’ প্রতিবেদন প্রকাশ করে যে যত মামলা দায়ের হয়েছে, তার মধ্যে আওয়ামি লিগের কর্মী-সমর্থক রয়েছেন ২৬ হাজার ২৬৪ জন। শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে বাংলাদেশে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২০৪। আশ্চর্যজনকভাবে তার মধ্যে ১৭৮টি খুনের কেসে অভিযুক্ত হিসেবে রাখা হয়েছে শেখ হাসিনার নাম। গত অক্টোবর মাসে বাংলাদেশের অন্যতম এক জনপ্রিয় পত্রিকা ডেইলি স্টার তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে ২২০টি। অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ফের আবার হাসিনার বিরুদ্ধে ১৬টি মামলা বেড়ে গিয়েছে। যেখানে শেখ হাসিনা নিজের বোন শেখ রেহনার বিরুদ্ধে মামলা রয়েছে ২২টি, হাসিনার পুত্র ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা রয়েছে ১৯টি। হাসিনার কন্যা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা রয়েছে চারটি এবং হাসিনার ভাইপো মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে মামলা রয়েছে একটি।

    টার্গেট করা হয় হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের

    হাসিনা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন যাঁরা, তাঁদেরকেও ব্যাপকভাবে টার্গেট করা হতে থাকে। তাঁদের ওপর যেমন হামলা চলতে থাকে, একইভাবে তাঁদেরকে মিথ্যা মামলাতেও ফাঁসানো হয়। বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান, তাঁর বিরুদ্ধে জামাত-বিএনপির কর্মী-সমর্থকরা মামলা দায়ের করেছেন ১৯৯টি। আসাদুজ্জামান খানের পরেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ১৬৯টি। অন্যদিকে বিদেশমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৭২টি। বাংলাদেশের হাসিনা সরকারের আমলে আইনমন্ত্রী থাকা আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৫৯টি। 

    টার্গেট করা হয় ছাত্র নেতাদের

    অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন মহম্মদ আরাফাত, যিনি ছিলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ৫৪টি। অন্যদিকে, প্রাক্তন ডাক বিভাগের মন্ত্রী জুনায়েদ আহমেদ, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ৪৪টি। ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন শেখ ফাজাল নূর তাপস, তাঁর বিরুদ্ধে ৩৮টি মামলা দায়ের করা হয়। ঢাকা উত্তর শহরের মেয়র মহম্মদ আতিকুল ইসলামের বিরুদ্ধে কুড়িটি মামলা দায়ের করা হয়। আওয়ামি লিগের ছাত্র সংগঠনের নাম ছাত্রলিগ। সংগঠনের বাংলাদেশের সভাপতি সাদ্দাম হোসেন এবং তার সম্পাদক শেখ ওয়ালিয়াসিফ ইনান, তাদের বিরুদ্ধে যথাক্রমে ৩১টি ও ৩০টি মামলা দায়ের করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tripura: খ্রিস্টান হওয়া হিন্দুদের স্বধর্মে ফিরিয়েছেন কলির ‘মনু’, পুজো করেন রামের!

    Tripura: খ্রিস্টান হওয়া হিন্দুদের স্বধর্মে ফিরিয়েছেন কলির ‘মনু’, পুজো করেন রামের!

    মাধ্যম নিউজ ডেস্ক: ভগবান শ্রী রামের (Shree Ram) পুজো করেন ত্রিপুরার (Tripura) একটি ছোট্ট জনগোষ্ঠীর লোকজন। দৈনন্দিন জীবনে পালন করেন সনাতনী আচার-নীতি। মিজোরাম ও বাংলাদেশের সীমান্ত লাগোয়া পূর্ব ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে এই ক্ষুদ্র জনগোষ্ঠীর বাস। তারা তাদের সনাতনী শিকড়কে পুনরায় আবিষ্কার করে শ্রী রামের পুজোআচ্চা করছেন। মেনে চলেছেন সনাতনী আচার-আচরণ। গড়ে তুলেছে আধ্যাত্মিক চর্চার অনন্য একটি পদ্ধতি। এই জনগোষ্ঠীকে স্বধর্মে ফিরিয়েছে “সত্য সনাতন ধর্ম মণ্ডল” নামে একটি সংস্থা। খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তকরণ প্রচেষ্টার প্রেক্ষিতে জন্ম হয়েছিল এই সংস্থার। তারাই হিন্দু থেকে খ্রিস্টান হয়ে যাওয়া লোকজনকে ফেরাচ্ছেন স্বধর্মে।

    লোভনীয় প্রস্তাব (Tripura) 

    লোভনীয় প্রস্তাব ও বিভিন্ন ধরনের চাপ – এমনকি হুমকি এবং শারীরিক হিংসার মাধ্যমে – মিশনারিরা বড় সংখ্যক ব্রু সম্প্রদায়ের মানুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে শুরু করেছিল। এরা মিজোরামে অভিবাসন করেছিল। তারা বিশেষ করে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাজ্যে আরও বেশি অসহায় হয়ে পড়েছিল। এই সময় ওই সম্প্রদায়ের এক তরুণ, যিনি একনিষ্ঠ হিন্দু ছিলেন, বুঝতে পারেন যে একটি সুসংগঠিত ধর্মীয় আদেশের অধীনে সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা অত্যন্ত জরুরি। তিনি বুঝতে পারেন ধর্মান্তরিত হয়ে যাওয়া হিন্দুদের হিন্দু ধর্মে ফেরাতে হলে এটাই মিশনারিদের আক্রমণের মোকাবিলা করার একমাত্র কার্যকর উপায়।

    মনোরম ব্রু-র উপলব্ধি

    যুবক মনোরম ব্রু উপলব্ধি করেছিলেন যে হিন্দুধর্ম খুবই অগোছালো। এখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রথার জন্য নির্দিষ্ট কোনও নিয়ম-কানুন নেই। এর ফলে, অশিক্ষিত উপজাতিরা মিশনারিদের দ্বারা পরিচালিত সনাতন ধর্মের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারের শিকার হতে পারত। মনোরম তাঁর সম্প্রদায়ের লোকজনের মধ্যে একটি ধর্মীয় প্রচার শুরু করেন। তিনি বলতে থাকেন, ব্রু সম্প্রদায়ের নিজস্ব আদি দেবতা এবং প্রকৃতি পূজার প্রচলন থাকলেও, তাঁরা সনাতন ধর্মেরই অংশ।

    সত্য সনাতন ধর্ম মণ্ডলের প্রধানের বক্তব্য

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সত্য সনাতন ধর্ম মণ্ডলের প্রধান মুখপাত্র যতীন্দ্র রিয়াং বলেন, “আমাদের পরম্পরা হল সনাতন ধর্ম, যা পৃথিবীর প্রাচীনতম বিশ্বাস। সময়ের সঙ্গে আমরা পথভ্রষ্ট হয়েছি এবং ঈশ্বর থেকে দূরে সরে গেছি। আমাদের কাছে ঈশ্বর হলেন সর্বোচ্চ সত্তা। আমাদের অধিকাংশই দেবতা এবং দেবীদের পূজা করি, কিন্তু ঈশ্বরের পূজা করি না, যিনি একমাত্র নিরঞ্জন। তিনিই সনাতন ঈশ্বর।” তিনি বলেন, “ব্রু সম্প্রদায়ের (Tripura) প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় এবং সামাজিক প্রথা সনাতন ধর্মের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মনোরম ব্রু তাঁর সম্প্রদায়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দেন এবং তাঁদের সনাতন ধর্মে ফিরে আসতে রাজি করান।

    আরও পড়ুন: অসমে কয়েক দশকের গড়ে ধস, কংগ্রেসকে ধরাশায়ী বিজেপির তরুণ তুর্কি দীপলুর

    রামের পুজোর প্রচলন

    মনোরম শ্রী রামের (Shree Ram) পুজোর প্রচলন শুরু করেন। রিয়াং বলেন, “রাম হলেন আদিপুরুষ, অনন্তগুণ, ব্রাহ্মণ্য, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, জগদগুরু, মহাদেব, মহাপুরুষ, শাশ্বত, ত্রিপুর্টে এবং ত্রিলোকাত্মনে।” তিনি বলেন, “এই সমস্ত গুণ শ্রী রামকে একটি প্রধান ও শক্তিশালী দেবতা হিসেবে প্রতিষ্ঠা করে। এই কারণেই মনোরম ব্রু অধ্যুষিত পাহাড়গুলিতে রাম মন্দির প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন।” প্রথম রাম মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল ধলাই জেলার চাওমানু প্রশাসনিক ব্লকের পশ্চিম মালিধর গ্রাম পঞ্চায়েতের মানিকপুরে। রিয়াং ছোট চাওমানু শহরে বাস করেন। বর্তমানে ত্রিপুরার ধলাই, ঊনকোটি, গোমতী এবং উত্তর ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ব্রু সম্প্রদায়ের লোকজন ৩০টি রাম মন্দির তৈরি করেছেন। আরও পাঁচটি মন্দির নির্মাণের কাজ চলছে।

    ‘মনু’

    মনোরমকে তাঁর সম্প্রদায়ের লোকজন ভালোবেসে ‘মনু’ বলে ডাকেন। তাঁর পুরো নাম ‘মনোরম ব্রু সনাতন বাগরা’। তিনি বর্তমানে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর সাব-ডিভিশনের নৈসিংহপাড়া গ্রামে বাস করেন। এই জায়গাটিই সম্প্রদায়ের প্রধান কার্যালয় হিসেবে কাজ করছে। এই সাম্প্রদায়িক গোষ্ঠীর অনুসারীরা তাঁদের সনাতন ধর্ম এবং নিজস্ব গোষ্ঠী সম্পর্কিত জ্ঞানের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত (Tripura)। সনাতনী পরিবারে কোনও সন্তান জন্মালে তাকে সত্য সনাতন ধর্ম মণ্ডলে দীক্ষিত করা হয়। প্রথমে মনুর বাক্য (ভগবান রামের প্রতি প্রার্থনা এবং তাঁর উপদেশ) শিশুর কানে ফিসফিস করে বলা হয়। পরে ‘মনু’র আশীর্বাদিত জলে স্নান করানো হয়।

    সত্য সনাতন ধর্ম মণ্ডলের সদস্য হওয়ার প্রক্রিয়া

    এই প্রক্রিয়া শেষ হলে শিশুটি আনুষ্ঠানিকভাবে সত্য সনাতন ধর্ম মণ্ডলের সদস্য হয়ে যায় এবং তাকে ‘লুগো’ হিসেবে গণ্য করা হয়। সমস্ত লুগোকে মনুর শিক্ষা, বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ এবং মহাভারতসহ গোষ্ঠীর নিয়মকানুন ও আচার সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। লুগোরা আরও দুটি ধর্মীয় বই থেকে শিক্ষা লাভ করে, যেগুলি ‘মনু’ লিখেছেন — ‘স্মাইক্রি নিদস্তুর’ এবং ‘আইং দস্তুর’ বই। সত্য সনাতন ধর্ম মণ্ডলের সদস্যরা ‘রাম মণ্ডলী’ নামেও পরিচিত। কারণ এঁদের প্রধান পূজিত দেবতা শ্রী রাম (Shree Ram)।তাঁদের কঠোর আচরণবিধি অনুসরণ করতে হয়। গরু, বিড়াল ও বানরের মাংস খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। মদ ও মাদক নেওয়াও নিষিদ্ধ। সিগারেট কিংবা ধূমপান অনুমোদিত। সমাজ ও ধর্মীয় সমাবেশে উপস্থিতি বাধ্যতামূলক। সমাজের সমস্ত সদস্যকে সপ্তাহে চারবার মন্দিরে ভজন-কীর্তনে অংশগ্রহণ করতেই হয় (Tripura)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share