Tag: Bengali news

Bengali news

  • Osamu Suzuki: ৯৪ বছর বয়সে প্রয়াত সুজুকি মোটরের প্রতিষ্ঠাতা ওসামু সুজুকি

    Osamu Suzuki: ৯৪ বছর বয়সে প্রয়াত সুজুকি মোটরের প্রতিষ্ঠাতা ওসামু সুজুকি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন সুজুকি মোটর কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান ওসামু সুজুকি (Osamu Suzuki)। বয়স হয়েছিল ৯৪। সংস্থার তরফে জানানো হয়েছে ২৫ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুর কারণ লিম্ফোমা। প্রসঙ্গত, সুজুকি কর্পোরেশনকে বিশ্বের অন্যতম বৃহত্তম ছোট গাড়ি প্রস্তুতকারক সংস্থায় রূপান্তরিত করার কৃতিত্ব দেওয়া হয় তাঁকেই।

    কৃষক পরিবারে জন্ম (Osamu Suzuki)

    ১৯৩০ সালের ৩০ জানুয়ারি জাপানের গেরোয় জন্ম ওসামুর। সুজুকি (Osamu Suzuki) একটি কৃষক পরিবারে বেড়ে ওঠেন। তিনি তাঁর ভাইবোনদের মধ্যে চতুর্থ সন্তান ছিলেন। তিনি মিচিও সুজুকির নাতনি শোকো সুজুকিকে বিয়ে করেছিলেন, যার প্রতিষ্ঠাতা ভিজ্যুয়াল রিসাবট্রেডেসসর কোম্পানি। ১৯৫৮ সালে সুজুকি মোটর কর্পোরেশনে যোগ দেন তিনি। তখন তাঁর পদবি ছিল মাৎসুদা। কিন্তু তাঁর স্ত্রীর শোকো সুজুকির পরিবারের সংস্থায় যোগ দেওয়ার পরে সেই পদবি তিনি গ্রহণ করেন। এরপর মাত্র পাঁচ বছরেই দ্রুত উন্নতি করেন। ১৯৬৩ সালে পরিচালক পদে উন্নীত হন তিনি। পরবর্তী দেড় দশকে হয়ে ওঠেন প্রধান নির্বাহী কর্মকর্তা। ততদিনে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে সুজুকি মোটরের নাম। ২০০০ সালে অবসর নেওয়ার আগে দুবার সংস্থার প্রেসিডেন্ট হয়েছিলেন ওসামু সুজুকি। তাঁর আমলেই জেনারেল মোটরস ও ভক্সওয়াগেনের মতো সংস্থার সঙ্গে জোট বেঁধে সাফল্যের নতুন মাত্রা অর্জন করে সুজুকি মোটর।

    আশির দশকে ভারতের সঙ্গে ব্যবসা

    সুজুকির (Osamu Suzuki) নেতৃত্ব শুরু হয় ১৯৭৮ সালে, যখন তিনি সুজুকি মোটর কর্পোরেশনের সভাপতি হন। তাঁর নির্দেশনায় কোম্পানিটি তার কার্যক্রম প্রসারিত করে নতুন বাজারে পৌঁছেছে। বিশেষ করে ভারত, উত্তর আমেরিকা এবং ইউরোপের বাজার দখল করে। ছোট গাড়ি উৎপাদনের দিকে মনোনিবেশ করেছিলেন তিনি। সাশ্রয়ী মূল্যের এবং জ্বালানী সাশ্রয়ী গাড়ি তৈরি করেছিলেন, যা উন্নয়নশীল দেশগুলির চাহিদা পূরণ করেছিল। সুজুকি সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ১৯৮০ এর দশকের গোড়ার দিকে এসেছিল, যখন ভারত সরকার একটি দেশীয় গাড়ি শিল্প প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য একজন অংশীদার খুঁজছিল। ১৯৮২ সালে সুজুকি একটি দীর্ঘ এবং সফল অংশীদারিত্বের সূচনা করেছিল। একটি ভারতীয় অটোমোবাইল প্রস্তুতকারক মারুতি শিল্পের ২৬ শতাংশ অংশীদারিত্ব অর্জন করে। ১৯৮৩ সালে চালু হওয়া Maruti 800, ভারতীয় মোটরগাড়ি বাজারে একটি গেম-চেঞ্জার হয়ে ওঠে। Maruti Suzuki এখন দেশের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতাদের মধ্যে একটি।

    বাজারে আধিপত্য বিস্তারের কৌশল

    ওসামুর দর্শন ছিল সহজ: উন্নয়নশীল দেশগুলির লোকেদের যে ক্রয়ক্ষমতা এবং ব্যবহারিকতার প্রয়োজন তার ওপর ফোকাস করা। এই কৌশলটি সুজুকিকে বাজারে আধিপত্য বিস্তার করতে দেয় যা বড় গাড়ি নির্মাতারা প্রায়ই উপেক্ষা করে। ভারতীয় বাজার ছাড়াও, সুজুকির প্রচেষ্টা এশিয়ার অন্যান্য অংশে এবং তার বাইরেও কোম্পানির উপস্থিতি প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল। ততক্ষণে সুজুকি তার ভূমিকা থেকে অবসর নিয়েছে।

    “কখনও থামবেন না, অন্যথায় আপনি হেরে যাবেন”

    জানা গিয়েছে, ২০১৯ সালে সুজুকি (Osamu Suzuki) টয়োটার সঙ্গে জোট গঠন করে। বিশ্বব্যাপী শিল্পে তার স্থানকে আরও শক্তিশালী করে। ওসামু সুজুকি নেতৃত্বের ক্ষেত্রে তার সিদ্ধান্তমূলক, হাতে-কলমে পদ্ধতির জন্য পরিচিত ছিলেন। তিনি বলতেন,”আমি একটি ছোট-ব্যবসায়িক বস,”  “কখনও থামবেন না, অন্যথায় আপনি হেরে যাবেন।” চ্যালেঞ্জিং সময়ে সুজুকি মোটরকে উন্নতি করতে সাহায্য করেছিল। সুজুকি আনুষ্ঠানিকভাবে ২০২১ সালে প্রতিদিনের কার্যক্রম থেকে অবসর নিয়েছিলেন। তবুও তিনি কোম্পানির কৌশলগত দিকনির্দেশনার একটি মূল ব্যক্তিত্ব ছিলেন। তার উত্তরাধিকার সুজুকি মোটর কর্পোরেশনের একটি ছোট জাপানি কোম্পানি থেকে স্বয়ংচালিত শিল্পে, বিশেষ করে ছোট গাড়ির বাজারে বিশ্বব্যাপী নেতা হওয়ার মধ্যে নিহিত  রয়েছে। তাঁর নেতৃত্বে সুজুকি ২০২৪ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে বিশ্বব্যাপী ৩.২ মিলিয়নেরও বেশি গাড়ি বিক্রি করেছে। এই বিক্রির অর্ধেকেরও বেশি ভারত থেকে এসেছে, যা কোম্পানির বৃহত্তম বাজার হিসেবে রয়ে গিয়েছে।

    ছোট গাড়ির ক্ষেত্রে বিপ্লব এনেছে সুজুকি

     সুজুকি (Osamu Suzuki) ছোট গাড়ির ক্ষেত্রে বিপ্লব এনেছে। বিশেষ করে যেসব দেশে ছোট গাড়ির চাহিদা বেশি। তার পুরো কর্মজীবনে ওসামু সুজুকির পরিবার কোম্পানির সঙ্গে গভীরভাবে জড়িত ছিল। তাঁর পুত্র, তোশিহিরো সুজুকি ২০১৫ সালে তাঁর স্থলাভিষিক্ত হন। পরে সিইও হন। তোশিহিরো তাঁর পিতার উত্তরাধিকার অব্যাহত রেখেছেন। নিশ্চিত করেছেন যে সুজুকি মোটর বিশ্ব বাজার লম্বা রেসের ঘোড়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: বাংলাদেশে বাড়ছে ভারত-বিদ্বেষ, তা সত্ত্বেও বাংলাদেশে চাল পাঠাচ্ছে ভারত

    Bangladesh Crisis: বাংলাদেশে বাড়ছে ভারত-বিদ্বেষ, তা সত্ত্বেও বাংলাদেশে চাল পাঠাচ্ছে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-বিরোধী (India) স্লোগানে মুখর হাসিনা-উত্তর বাংলাদেশ (Bangladesh Crisis)। দেশের হাল ধরেছে অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান মহম্মদ ইউনূস। এই সরকারই ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। হাসিনা-উত্তর বাংলাদেশ ক্রমেই ঝুঁকছে পাকিস্তানের দিকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। স্বাধীন হতে সাহায্য করেছিল বাংলাদেশকে। 

    পাকিস্তানের দিকে ঝুঁকছে বাংলাদেশ! (Bangladesh Crisis)

    বাংলাদেশ যে ক্রমেই পাকিস্তানের দিকে ঝুঁকছে, তার অন্যতম বড় প্রমাণ বাংলাদেশ সম্প্রতি করাচি বন্দর থেকে আসা দুটি জাহাজকে স্বাগত জানিয়েছে। চলতি বছরের ১৩ নভেম্বর একটি কন্টেনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথমবার এমন ঘটনা ঘটল। এই পরিবর্তনের মাঝেও, ভারত বাংলাদেশকে সাহায্য করে চলেছে। জানা গিয়েছে, ‘এমভি তানাইস ড্রিম’ নামের একটি জাহাজ ২৬ ডিসেম্বর চৌদ্দগ্রাম বন্দরে ভিড়তে চলেছে। জাহাজটি ২৪,৬৯০ মেট্রিক টন আতপ চাল নিয়ে যাচ্ছে। উন্মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় এই চাল আমদানি করা হয়েছে। এই চালানটি বাংলাদেশের অভ্যন্তরীণ ঘাটতি পূরণের জন্য পাঠানো হচ্ছে। কেবল এই সাহায্যই নয়, বৈরিতা সত্ত্বেও আরও বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশের সঙ্কটকালে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত (Bangladesh Crisis)। প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক সঙ্কট অথবা রাজনৈতিক অস্থিরতার সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। তার পরেও বাংলাদেশে চলছে সংখ্যালঘু নির্যাতন।

    হিন্দুর ঘরে আগুন

    বিশেষত হিন্দু সম্প্রদায়ের ওপর হচ্ছে ব্যাপক অত্যাচার। কখনও কোনও হিন্দুর ঘরে লাগিয়ে দেওয়া হচ্ছে আগুন, কখনও বা হিন্দু বাড়ির মেয়ে-বউদের তুলে নিয়ে চলে যাচ্ছে মুসলমানরা। ধর্ষণের শিকার হচ্ছেন বহু হিন্দু তরুণী। ভাঙচুর করা হচ্ছে হিন্দুদের মন্দির। লুটতরাজ চালানো হচ্ছে হিন্দুদের দোকানদানিতে। সে দেশের মুসলমানদের অত্যাচারে পূর্ব পুরুষদের (India) ভিটেমাটি ছেড়ে চলে যেতে হচ্ছে অন্যত্র। সেই ভিটে দখল করে নিচ্ছে অত্যাচারীরা। অভিযোগ, এই সব ঘটনার পেছনেও রয়েছে জমি হাঙরদের হাত (Bangladesh Crisis)। চলতি বছরের ১ ফেব্রুয়ারি, ২০২৩-২৪ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেটে ভারত বাংলাদেশকে ১৩০ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করে।

    ৫০ হাজার টন চাল 

    এই আর্থিক সহায়তা বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগকে সমর্থন করার জন্য বরাদ্দ করা হয়। যার জেরে বাংলাদেশের উন্নয়নের ধারা থাকে অব্যাহত। ২৩ ডিসেম্বর ইউনূস অভ্যন্তরীণ সঙ্কট মোকাবিলায় জরুরি সাহায্যের জন্য ভারতের কাছে আবেদন জানান। সঙ্গে সঙ্গে ভারত ৫০ হাজার টন চাল পাঠিয়ে দেয়। যার জেরে কঠিন সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় বাংলাদেশে (Bangladesh Crisis)। ২০২২ সালের ৬ সেপ্টেম্বর ভারত বাংলাদেশকে ৯.৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি স্বল্পসুদী ঋণ অনুমোদন করে। ২০২২ সালের মার্চ মাসে রাশিয়া-ইউক্রেন সংঘাত চলাকালীন ভারত অপারেশন গঙ্গার মাধ্যমে আঞ্চলিক সংহতির প্রতি তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করে। ৯ মার্চ, ২০২২ তারিখে ভারত সরকার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আটকে পড়া নজন বাংলাদেশি নাগরিককে সফলভাবে উদ্ধার করে।

    মুক্তিযুদ্ধ

    করোনা অতিমারীর সময় ভারত বাংলাদেশকে বিপুল পরিমাণ সাহায্য করে। ২ সেপ্টেম্বর, ২০২১ তারিখে আইএনএস সাবিত্রী চট্টগ্রাম বন্দরে ভিড়ে গুরুত্বপূর্ণ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট সরবরাহ করে। মহামারির সংকটময় পর্যায়ে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোকে শক্তিশালী করে। ২০২১ সালের ২৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে ভারত বাংলাদেশে পাঠায় ১.২ মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ডোজ। ওই দিনই ভারত বাংলাদেশকে ১০৯টি জীবনদায়ী অ্যাম্বুলেন্স উপহার দেয়। কেবল এখনই নয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়, ভারত মুক্তি বাহিনীকে সিদ্ধান্তমূলক সামরিক সহায়তা প্রদান করে, যা বাংলাদেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভারতের এই হস্তক্ষেপের ফলে ৯৩ হাজারেরও বেশি পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে (Bangladesh Crisis)। ২০০৭ সালের ১৯ নভেম্বর বিধ্বংসী ঘূর্ণঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশ। সেই সময়ও ভারত ১ মিলিয়ন ডলারের ত্রাণ প্যাকেজ দেয়। এর মধ্যে ছিল খাবার, ওষুধ, তাঁবু এবং কম্বল-সহ জরুরি জিনিসপত্র।

    আরও পড়ুন: ঠিকাদারের আত্মহত্যা, কাঠগড়ায় কর্নাটকের মন্ত্রীর ঘনিষ্ঠ, কী বলছেন মন্ত্রী?

    এহেন সাহায্যের পরেও ভারত-বিরোধী মনোভাব পোষণ করে চলেছে বাংলাদেশের মৌলবাদীরা। চলছে নিরন্তর হিন্দু নির্যাতন (India)। ২০২৪ সালের ২১শে ডিসেম্বর নাটোর সদর উপজেলার (Bangladesh Crisis) কাশাডাঁপুর শ্মশানঘাটের পাশে ৫৫ বছর বয়সী এক মন্দিরের পুরোহিত তরু কুমার দাসের মৃতদেহ উদ্ধার হয়। পুরোহিতকে হত্যা করার আগে হামলাকারীরা মন্দিরের দানবাক্সগুলি লুট করে। তারই আগের দিন ময়মনসিংহ ও সিলেট জেলায় তিনটি হিন্দু মন্দিরকে টার্গেট করে দুষ্কৃতীরা। ভাঙচুর করে চারটি মূর্তি। ১৮ ডিসেম্বর, ২০২৪ সালে কুষ্টিয়া জেলায় একটি হিন্দু পরিবার প্রাণের ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়। ১৪ ডিসেম্বর, ২০২৪-এ সুনামগঞ্জে জনৈক আকাশ দাসের ওপর হামলা করে দুষ্কৃতীরা। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর ইস্কনের দুটি মন্দিরে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা (Bangladesh Crisis)। হিন্দুদের ওপর এত অত্যাচার সত্ত্বেও পড়শির প্রতি দায়িত্ব পালনে অটল নরেন্দ্র মোদির ভারত (India)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Mohan Bhagwat: ‘ব্রিটিশরা সত্যকে ঢেকে ইতিহাসকে বিকৃত করেছিল, ’ নাগপুরে বললেন মোহন ভাগবত

    Mohan Bhagwat: ‘ব্রিটিশরা সত্যকে ঢেকে ইতিহাসকে বিকৃত করেছিল, ’ নাগপুরে বললেন মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান (RSS Chief) মোহন ভাগবত (Mohan Bhagwat) বৃহস্পতিবার বলেছেন যে ব্রিটিশরা সত্যকে আড়াল করার চেষ্টা করেছিল। মানুষের মন মিথ্যা দিয়ে পূর্ণ করেছিল। তিনি আরও বলেন, ব্রিটিশরা তাদের ক্ষমতা এবং আমাদের অজ্ঞতার কারণে মিথ্যা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল।

    ব্রিটিশরা সত্যকে ঢেকে দিয়েছিল! (Mohan Bhagwat)

    নাগপুরে সোমালওয়ার এডুকেশন সোসাইটির ৭০ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মোহন ভাগবত (Mohan Bhagwat) একুশ শতকে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন আরএসএস প্রধান। তিনি বলেন, “ব্রিটিশরা সত্যকে ঢেকে ইতিহাসকে বিকৃত করেছিল। আমাদের দেশের মানুষের মনকে অনেক মিথ্যা দিয়ে পূর্ণ করেছিল। তার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা ছিল যে ভারতের বেশিরভাগ লোক বাইরে থেকে এসেছিল। ভারতকে আর্যরা আক্রমণ করেছিল, তারা দ্রাবিড়দের সঙ্গে লড়াই করেছিল ইত্যাদি। তারা প্রচার করেছিল যে নিজের দ্বারা শাসন করা ভারতীয়দের রক্তের মধ্যে নেই এবং এখানকার লোকেরা ধর্মশালায় থাকা লোকদের মতো জীবনযাপন করে।” তিনি আরও বলেন, “ব্রিটিশ শাসকদের উদ্দেশ্য ছিল ভারতীয়দের তাদের ইতিহাস, পূর্বপুরুষ এবং গর্বিত ঐতিহ্য ভুলিয়ে দেওয়া। এই উদ্দেশ্য কার্যকরী করতে ব্রিটিশরা তথ্যের আড়ালে আমাদের মাথায় বেশ কিছু অসত্য বসিয়েছে।”

    আরও পড়ুন: ‘‘ডিএমকে পরাস্ত না হওয়া পর্যন্ত জুতো পরব না’’, সংকল্প তামিলনাড়ুর বিজেপি প্রধান আন্নামালাইয়ের

    ধর্মের নামে পৃথিবীতে নিপীড়ন-নৃশংসতা চলছে

    এর আগে সোমবার মহানুভব আশ্রমের শতকপূর্তি সমারোহে ভাষণ দিয়ে, আরএসএস প্রধান ভাগবত (Mohan Bhagwat) বিভিন্ন সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার এবং তাদের ধর্ম তাদের অনুসারীদের কাছে ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছিলেন। কারণ ধর্ম সম্পর্কে ভুল বোঝাবুঝি বিশ্বকে নৃশংসতার দিকে পরিচালিত করে। তিনি বলেছিলেন যে ধর্মের ভুল বোঝাবুঝির কারণে পৃথিবীতে নৃশংসতার ঘটনা ঘটে। ধর্মকে সঠিকভাবে পরিচালনা করে এমন সমাজের প্রয়োজন। ধর্ম খুবই গুরুত্বপূর্ণ। এটি সঠিকভাবে শেখানো উচিত। ধর্মকে বুঝতে হবে, সঠিকভাবে না বুঝলে ধর্মের অর্ধেক জ্ঞান ‘অধর্ম’ হয়ে যাবে। তিনি আরও বলেছিলেন যে ধর্মের অনুপযুক্ত এবং অসম্পূর্ণ জ্ঞানই ‘অধর্ম’-এর দিকে নিয়ে যায়। ধর্মের নামে পৃথিবীতে যত নিপীড়ন ও নৃশংসতা চলছে তা ধর্ম সম্পর্কে ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Abdul Rehman Makki: পাকিস্তানে প্রয়াত ২৬/১১ হামলার অন্যতম চক্রী জঙ্গি আবদুল মাক্কি

    Abdul Rehman Makki: পাকিস্তানে প্রয়াত ২৬/১১ হামলার অন্যতম চক্রী জঙ্গি আবদুল মাক্কি

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই জঙ্গি হামলার ষড়যন্ত্রকারী এবং লস্কর-ই-তইবা (LeT)-এর ডেপুটি প্রধান হাফিজ আবদুল রহমান মাক্কি প্রয়াত (Abdul Rehman Makki)। শুক্রবার, ২৭ ডিসেম্বর, পাকিস্তানে (Pakistan) হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন মাক্কি। লাহোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

    মাক্কি গ্রেফতার (Abdul Rehman Makki)

    ২০১৯ সালের মে মাসে মাক্কিকে গ্রেফতার করে পাকিস্তান সরকার। লাহোরে গৃহবন্দি করে রাখা হয় তাঁকে। ২০২০ সালে একটি পাকিস্তানি আদালত সন্ত্রাসে অর্থায়নের সঙ্গে সম্পর্কিত মামলায় দোষী সাব্যস্ত করে তাকে। দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। ২০২৩ সালের জানুয়ারিতে, মাক্কিকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ বিশ্বব্যাপী জঙ্গি ঘোষণা করে। মাক্কি ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার জন্য অর্থায়নে জড়িত ছিলেন। ওই ঘটনায় ১৬৬ জন নিহত হয়েছিলেন। পাল্টা সন্ত্রাস-বিরোধী অভিযানে মোট নজন জঙ্গি নিহত হয়। জীবিত অবস্থায় ধরা পড়ে আমির আজমল কাসভ নামে এক জঙ্গি।

    রেড ফোর্ট হামলায় জড়িত

    মুম্বই জঙ্গি হামলা ছাড়াও মাক্কি ভারতে রেড ফোর্ট হামলায় জড়িত ছিল। সে ছিল ওয়ান্টেড জঙ্গি। ২২ ডিসেম্বর, ২০০০-এ ছজন সন্ত্রাসী রেড ফোর্টে আক্রমণ চালিয়েছিল। ২০১৮ সালে, মাক্কির সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তইবা প্রবীণ সাংবাদিক ও রাইজিং কাশ্মীর সংবাদপত্রের সম্পাদক-প্রধান সুজাত বুখারি ও তার দুই নিরাপত্তারক্ষীকে হত্যার সঙ্গে জড়িত ছিল (Abdul Rehman Makki)।

    আরও পড়ুন: হত্যা করা হয়েছে সাংবাদিক সেজে থাকা ইসলামিক জেহাদি জঙ্গিদের, দাবি ইজরায়েলের

    মুম্বইয়ে ২৬/১১ হামলার ষড়যন্ত্রী সাজিদ মিরের মৃত্যু হয়েছিল আগেই। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে হাফিজ আবদুল সালাম ভুট্টভিরও। লস্কর-ই-তইবার প্রথম সারির নেতা ভুট্টভি। মুম্বইয়ে ওই হামলার অন্যতম চক্রী তিনি। পাকিস্তানেই মৃত্যু হয়েছে তাঁর। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তরফে লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ সইদের ঘনিষ্ঠ ওই নেতার মৃত্যু সংগঠনের কাছে বড় ধাক্কা। প্রসঙ্গত, গত এক বছরে পাকিস্তানে মোট ১২ জন ভারত বিরোধী চক্রী হয় খুন হয়েছেন, নয়তো রহস্যজনকভাবে মারা গিয়েছেন। হৃদযন্ত্র বিকল হওয়ায় ভট্টভির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

    এর আগে মুম্বই হামলার আর এক ষড়যন্ত্রকারী সাজিদ মির পাকিস্তানের ডেরা গাজি খানের সেন্ট্রাল জেলে মারা যান। তদন্তে জানা যায়, কেউ বা কারা (Pakistan) তাঁকে বিষ দিয়েছিলেন (Abdul Rehman Makki)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 28 December 2024: বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 28 December 2024: বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ।

    ২) সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

    বৃষ

    ১) ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন।

    ২) মা-বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    মিথুন

    ১) কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে।

    ২) বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    কর্কট

    ১) ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে।

    ২) ঋণমুক্তির সুযোগ পাবেন।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    সিংহ

    ১) প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।

    ২) প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কন্যা

    ১) সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন।

    ২) শরীরে ব্যথাবেদনা বৃদ্ধি পাবে।

    ৩) দুশ্চিন্তা বাড়বে।

    তুলা

    ১) ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা।

    ২) প্রেমের প্রতি ঘৃণাবোধ হতে পারে।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    বৃশ্চিক

    ১) প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ থেকে সংযত থাকুন।

    ২) শরীরে ক্ষয় বৃদ্ধি।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    ধনু

    ১) বাড়তি কিছু খরচ হতে পারে।

    ২) বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    মকর

    ১) আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে।

    ২) সকালের দিকে একই খরচ বার বার হবে।

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ করুন।

    কুম্ভ

    ১) রক্তহীনতা বাড়তে পারে।

    ২) কোনও মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    মীন

    ১) বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে।

    ২) বাড়িতে বিবাদের জন্য মনঃকষ্ট।

    ৩) ভেবেচিন্তে কথা বলুন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • WHO Chief Tedros: ইয়েমেনের সানা এয়ারপোর্টে ইজরায়েলি হামলা, আকাশপথে বোমাবাজি, অল্পের জন্য রক্ষা পেলেন হু প্রধান টেড্রস

    WHO Chief Tedros: ইয়েমেনের সানা এয়ারপোর্টে ইজরায়েলি হামলা, আকাশপথে বোমাবাজি, অল্পের জন্য রক্ষা পেলেন হু প্রধান টেড্রস

    মাধ্যম নিউজ ডেস্ক: অল্পের জন্য রক্ষা পেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর ডিরেক্টর জেনারেল টেড্রস (WHO Chief Tedros) আধানম ঘেবরেসাস। বৃহস্পতিবার ইয়েমেনের (Yemen) সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইজরায়েলেরের পক্ষ থেকে আকাশপথে ব্যাপক বোমাবাজি চালোনো হয়। তাতে এখনও পর্যন্ত অন্তত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই বোমাবাজি থেকেই অল্পের জন্য রক্ষা পান হু প্রধান।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (WHO Chief Tedros)

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম মারফত যে খবর সামনে এসেছে, তা হল ওই বিমানবন্দর থেকেই বৃহস্পতিবার বিমান ধরার কথা ছিল ঘেবরেসাসের (WHO Chief Tedros)। তাঁর সঙ্গে হু-এর আরও কয়েকজন আধিকারিক ছিলেন। সেইসঙ্গে, রাষ্ট্রসঙ্ঘের একাধিক প্রতিনিধিও সেখানে একই কারণে উপস্থিত হয়েছিলেন। এমন একটা সময়ে আচমকা বিমানবন্দর লক্ষ করে বোমাবাজি শুরু হয়। এই হামলার ফলে ঘেবরেসাসদের বিমানের একজন কর্মীও জখম হন বলে জানা গিয়েছে।

    এক্স হ্যান্ডেলে কী লিখলেন হু প্রধান? (WHO Chief Tedros)

    এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন হু প্রধান। তিনি (WHO Chief Tedros) লিখেছেন,”‘রাষ্ট্রসঙ্ঘের আটক কর্মীদের মুক্ত করতে এবং সামগ্রিকভাবে ইয়েমেনের স্বাস্থ্য পরিষেবা ও মানবতা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে আমরা যে মিশনে বেরিয়েছিলাম, আজ তা শেষ হল। আমরা আটক ব্যক্তিদের ছাড়াতে কাজ করে যাব। আমরা তাঁদের অবিলম্বে মুক্ত করার দাবি জানাচ্ছি।” এরপরই বৃহস্পতিবারের বোমাবাজির ঘটনা উল্লেখ করেছেন হু প্রধান। তিনি লিখেছেন, “প্রায় দু’ঘণ্টা আগে আমরা যখন সানা বিমানবন্দর থেকে বিমানে ওঠার তোড়জোড় করছিলাম, তখন আকাশপথে বোমাবাজি করা হয়। তাতে আমাদের বিমানের একজন কর্মী আহত হন। রিপোর্ট অনুসারে, বিমানবন্দরে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। এই হামলায় এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, ডিপার্চার লাউঞ্জ, যেখান থেকে সামান্য দূরত্বেই আমরা অপেক্ষা করছিলাম এবং রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এই ক্ষতির জন্য অপেক্ষা করতে হবে। এগুলো সারানো দরকার। তবেই আমরা এখান থেকে যেতে পারব। আমার রাষ্ট্রসঙ্ঘের এবং হু-এর সহকর্মীরা এবং আমি সুরক্ষিত রয়েছি। এই হামলার ফলে যাঁরা প্রাণ হারালেন, তাঁদের প্রিয়জনদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

    রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন

    রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কড়া ভাষায় এই হামলার নিন্দা করেছেন। তাঁর দাবি, প্রত্যককেই (WHO Chief Tedros) কঠোরভাবে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। যা নাগরিক এবং মানবিক বিভিন্ন পরিষেবায় নিযুক্ত কর্মীদের কখনও নিশানা করার অনুমতি দেয় না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Karnataka: ঠিকাদারের আত্মহত্যা, কাঠগড়ায় কর্নাটকের মন্ত্রীর ঘনিষ্ঠ, কী বলছেন মন্ত্রী?

    Karnataka: ঠিকাদারের আত্মহত্যা, কাঠগড়ায় কর্নাটকের মন্ত্রীর ঘনিষ্ঠ, কী বলছেন মন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: আত্মহত্যা করেছেন বছর ছাব্বিশের এক ঠিকাদার। তিনি কর্নাটকের (Karnataka) মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়্গের (Priyank Kharge) ঘনিষ্ট সহযোগী রাজু কাপনুরের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ করেছেন। সচিন নামের ওই ঠিকাদারের দেহ উদ্ধার হয় বিডার জেলার ভল্কি তালুকের কট্টিটুঙ্গাঁও গ্রামে রেললাইনের ওপর থেকে।

    উদ্ধার সুইসাইড নোট

    মৃতদেহের সঙ্গে সঙ্গে উদ্ধার হয় সাত পাতার একটি সুইসাইড নোটও। ওই নোটে তিনি রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। ঘটনার জেরে তোলপাড় কর্নাটকের রাজনৈতিক মহল। সুইসাইড নোটে সচিন জানিয়েছেন, রাজু যখন কালাবুরাগি পুরসভার কর্পোরেটর ছিলেন, তখন তাঁকে একটি টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ লাখ টাকারও বেশি প্রতারণা করেছেন। টেন্ডার কিংবা টাকা কোনওটাই তাঁকে দেওয়া হয়নি বলে অভিযোগ। আরও এক কোটি টাকা না দিলে রাজুর ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। সুইসাইড নোট প্রকাশ্যে আসায় কর্নাটকের ঠিকাদারদের দুরাবস্থার একটি অন্ধকার অধ্যায় উন্মোচিত হল বলে ধারণা রাজনৈতিক মহলের। সচিনের দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। ঘটনার তদন্ত দাবি করেছেন ওই ঠিকাদারের পরিবার। সুইসাইড নোটে যাঁদের নাম রয়েছে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করা হয়েছে সচিনের পরিবারের তরফে।

    আরও পড়ুন: বিশ্বের নেতারা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানালেন, করলেন স্মৃতিচারণও

    বিপাকে মন্ত্রী

    ঘনিষ্ট সহযোগীর (Karnataka) নাম জড়ানোয় বিপাকে পড়েছেন কর্নাটকের কংগ্রেস সরকারের মন্ত্রী প্রিয়ঙ্ক। অভিযোগের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “আমি এই পরিস্থিতি সম্পর্কে সবে মাত্র জানতে পেরেছি। এটি কংগ্রেস দল বা আমার ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে সম্পর্কিত হোক না কেন, আমি স্বচ্ছতা ও জবাবদিহি চাইছি। সত্য উদ্ঘাটনে তদন্ত করা হবে। ধামাচাপা দেওয়া হবে না।” সচিনের তোলা অভিযোগগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রিয়ঙ্ক। মন্ত্রীর কথায় অবশ্য আশ্বস্ত হতে পারছেন না সে রাজ্যের মানবাধিকার কর্মী ও বিরোধী নেতারা। তাঁদের বক্তব্য, যথেষ্ট রাজনৈতিক ইচ্ছাশক্তি ও নিরপেক্ষ তদন্ত (Priyank Kharge) ছাড়া দুর্নীতি ও ঠিকাদারদের আত্মহত্যার এই চক্র অব্যাহত থাকতে পারে (Karnataka)। কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামী বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ঠিকাদারদের জীবিকার সঙ্গে খেলা করছে। আমাদের রাজ্যের সামনে থাকা বহু সমস্যার সমাধান করার বদলে, কংগ্রেস সরকার অব্যাহতভাবে অরাজকতা সৃষ্টি করছে এবং দায়িত্ব নিতে অস্বীকার করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Israel: হত্যা করা হয়েছে সাংবাদিক সেজে থাকা ইসলামিক জেহাদি জঙ্গিদের, দাবি ইজরায়েলের

    Israel: হত্যা করা হয়েছে সাংবাদিক সেজে থাকা ইসলামিক জেহাদি জঙ্গিদের, দাবি ইজরায়েলের

    মাধ্যম নিউজ ডেস্ক: সাংবাদিকদের হত্যা করা হয়নি। হত্যা করা হয়েছে সাংবাদিক সেজে থাকা ইসলামিক জেহাদি জঙ্গিদের (Terrorists)। বৃহস্পতিবার এমনই দাবি করেছে ইজরায়েল (Israel) ডিফেন্স ফোর্সেস। এক্স হ্যান্ডেলে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস লিখেছে, “গত রাতে আইডিএফ এবং আইএসএ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইএএফ নুসাইরাত এলাকায় একটি যানবাহনের ভেতরে থাকা ইসলামিক জিহাদ জঙ্গি দলের ওপর নির্ভুল হামলা চালায়। এই হামলায় বেশ কয়েকজন ইসলামিক জিহাদ জঙ্গি নিহত হয়েছে।”

    সাংবাদিকের ছদ্মবেশে ইসলামিক জঙ্গি (Israel)

    গোয়েন্দারা জেনেছেন, এই ব্যক্তিরা ইসলামিক জিহাদ সদস্য যারা সাংবাদিক সেজেছিল। একটি গুরুত্বপূর্ণ সূত্রও মিলেছিল যা আইডিএফ গাজায় অভিযানের সময় আবিষ্কার করেছিল। যে চারজন নিহত হয়েছিল, তারা ইসলামিক জিহাদ সন্ত্রাসী সংগঠনের সদস্য। প্রসঙ্গত, ঠিক একদিন আগে, সিএনএন একটি হাসপাতাল ও তাদের সংবাদ মাধ্যমের বিবৃতি উল্লেখ করে জানিয়েছিল, গাজায় একটি ইজরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছিলেন।

    ইসলামিক জিহাদ গ্রুপ

    হাসপাতাল সূত্রে খবর, আল-কুদস টুডে টেলিভিশনের একটি গাড়ি আল-আওদা হাসপাতালের বাইরে পার্ক করা ছিল। তখনই এর ওপর আঘাত করা হয়। গাজাভিত্তিক এই টেলিভিশন চ্যানেলটি প্যালেস্তাইন ইসলামিক জিহাদ গ্রুপের সঙ্গে (Israel) যুক্ত। ঘটনাস্থলে থাকা অন্য সাংবাদিকরা জানান, আইমান আল-জাদি, ফয়সাল আবু আল-কুমসান, মোহাম্মদ আল-লাদা, ইব্রাহিম আল-শেখ আলি এবং ফাদি হাসুনা ওই গাড়ির ভেতরে ঘুমাচ্ছিল। তখনই হামলাটি হয়।

    আরও পড়ুন: মনমোহন সিংয়ের প্রয়াণ, সাতদিনের জাতীয় শোক ঘোষণা কেন্দ্রের

    ঘটনার পরবর্তী অবস্থার ফুটেজে দেখা গিয়েছে যে গাড়িগুলি জ্বলন্ত অবস্থায় রয়েছে এবং পিছনের দরজাগুলিতে বড় অক্ষরে টিভি এবং প্রেস লেখা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর একটি ভিডিওতে দেখা গিয়েছে যে গাড়িটি সম্পূর্ণ আগুনে পুড়ে গিয়েছে। আল-কুদস টুডে টেলিভিশন হামলার নিন্দা করেছে। তাদের বক্তব্য, ওই পাঁচ জন তাদের (Israel) সাংবাদিকতা ও মানবিক দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন (Terrorists)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Manmohan Singh: বিশ্বের নেতারা  প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানালেন, করলেন স্মৃতিচারণও

    Manmohan Singh: বিশ্বের নেতারা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানালেন, করলেন স্মৃতিচারণও

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh) ৯২ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দু’বারের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতির জন্য সারা বিশ্ব থেকে সমবেদনা বর্ষিত হয়েছে। অনেক বিশ্ব নেতা (World Leader) তাঁর অবদান এবং তাঁদের জাতির সঙ্গে উষ্ণ সম্পর্কের কথা তুলে ধরেছেন।

    সমবেদনা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (Manmohan Singh)

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মনমোহন সিংকে (Manmohan Singh) মার্কিন-ভারত কৌশলগত অংশীদারিত্বের অন্যতম “সর্বশ্রেষ্ঠ চ্যাম্পিয়ন” বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তাঁর কাজ অনেক কিছুর ভিত্তি স্থাপন করেছিল বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, “মার্কিন-ভারত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির অগ্রগতিতে তাঁর নেতৃত্ব গত দুই দশকে একত্রে সম্পন্ন করেছে।” তিনি আরও বলেন, “ভারতে ডঃ সিংকে তার অর্থনৈতিক সংস্কারের জন্য স্মরণ করা হবে। আমরা ডক্টর সিংয়ের মৃত্যুতে শোকাহত। সর্বদা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে কাছাকাছি নিয়ে আসার জন্য তার উত্সর্গকে স্মরণ করব।”

    আরও পড়ুন: ‘‘ডিএমকে পরাস্ত না হওয়া পর্যন্ত জুতো পরব না’’, সংকল্প তামিলনাড়ুর বিজেপি প্রধান আন্নামালাইয়ের

    শোক প্রকাশ করেছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী

    মনমোহন সিংয়ের (Manmohan Singh) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। তিনি লিখেছেন, “আমার প্রাক্তন সহকর্মী প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মৃত্যুর খবর পেয়ে আমি দুঃখিত। তিনি ব্যতিক্রমী বুদ্ধিমত্তা, সততা এবং প্রজ্ঞার অধিকারী ছিলেন। লরিন এবং আমি তাঁর সমস্ত পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা জানাতে চাই”।

    প্রাক্তন আফগান রাষ্ট্রপতি হামিদ কারজাই কী বলেছেন?

    প্রাক্তন আফগান রাষ্ট্রপতি হামিদ কারজাই ডাঃ সিংকে “আফগানিস্তানের জনগণের অটল মিত্র এবং বন্ধু” হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “ভারত তার সবচেয়ে কৃতি সন্তানদের একজনকে হারিয়েছে। ডঃ মনমোহন সিং (Manmohan Singh) ছিলেন আফগানিস্তানের জনগণের একজন অটল মিত্র এবং বন্ধু। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার পরিবার, সরকার এবং ভারতের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই। তাঁর আত্মা চির শান্তি পায়”।

    মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি শোক প্রকাশ করেছেন

    মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশিদও শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “মনমোহন সিং চলে গিয়েছেন শুনে খুব খারাপ লাগছে। আমি সবসময়ই তার সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। একজন পরোপকারী পিতার মতো ব্যক্তিত্ব পেয়েছি। তিনি মালদ্বীপের একজন ভালো বন্ধু ছিলেন।”

    স্মৃতি চারণ করেছেন ব্রাজিলের রাষ্ট্রপতি

    ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভাও ‘বন্ধু’ মনমোহন সিংকে শ্রদ্ধা নিবেদন করেছেন। IBSA (ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা) ডায়ালগ ফোরাম এবং ব্রিকস গ্রুপিং প্রতিষ্ঠায় তাঁর অবদান তিনি স্মরণ করেছেন। তিনি বলেছেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী (Manmohan Singh) মনমোহন সিং-এর মৃত্যুতে সমবেদনা জানাই। আমরা একুশ শতকের প্রথম দশকে সরকারের সমসাময়িক ছিলাম। আমাদের দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং একটি সুন্দর বিশ্ব গড়ে তুলতে একসঙ্গে কাজ করেছি। সিং আইবিএসএ তৈরিতে, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং ভারতকে একত্রিত করা এবং ব্রিকস প্রতিষ্ঠায় জড়িত ছিলেন”। ব্রাজিলের রাষ্ট্রপতি ডক্টর সিংয়ের সঙ্গে ২০১২ সালে তার বৈঠকের কথাও স্মরণ করেন। তিনি বলেছেন, “২০১২ সালে যখন আমি আর রাষ্ট্রপতি ছিলাম না, তখন আমরা নয়াদিল্লিতে দেখা করেছিলাম। উন্নয়ন, দারিদ্র্য ও ক্ষুধা মোকাবিলা এবং গ্লোবাল সাউথের সহযোগিতার বিষয়ে অনেক কথা বলেছিলাম। ভারতের জনগণ, পরিবার, বন্ধুবান্ধব এবং সহচরদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি রইল”।

    নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী সমবেদনা জানিয়েছেন

    নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচন্ড’ মনমোহন সিংয়ের (Manmohan Singh) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁকে “একজন দূরদর্শী নেতা এবং একজন অসাধারণ রাষ্ট্রনায়ক” বলে অভিহিত করেছেন। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “তাঁর পরিবার এবং ভারতের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। তাঁর উত্তরাধিকার প্রজন্মকে অনুপ্রাণিত করবে”।

    শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি কী বললেন?

    শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসে বলেছেন, “প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর (Manmohan Singh) মৃত্যুতে গভীরভাবে শোকাহত। একজন দূরদর্শী অর্থনীতিবিদ এবং ভারতের অর্থনৈতিক উদারীকরণের স্থপতি। তাঁর অবদান ভারতের জন্য একটি নতুন যুগের সূচনা করেছে। তাঁর পরিবার, বন্ধু এবং ভারতের জনগনের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

    ফিনল্যান্ড-কোরিয়ান দূতাবাসের পক্ষ থেকে শোকপ্রকাশ

    ভারতে ফিনল্যান্ডের দূতাবাসও শোক প্রকাশ করে বলেছে, “রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা এবং নয়াদিল্লিতে ফিনল্যান্ডের দূতাবাস ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করে।” ভারতে কোরিয়ান দূতাবাস লিখেছে: “প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই ক্ষতির সময়ে আমরা তাঁর পরিবার এবং ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।” মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স সরকারের দুই মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে পরিচালিত হবে। ডক্টর সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশজুড়ে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Manmohan Singh: মনমোহন সিংয়ের প্রয়াণ, সাতদিনের জাতীয় শোক ঘোষণা কেন্দ্রের

    Manmohan Singh: মনমোহন সিংয়ের প্রয়াণ, সাতদিনের জাতীয় শোক ঘোষণা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। তাঁর প্রয়াণে সাত দিনের জাতীয় শোক (National Mourning) ঘোষণা করল কেন্দ্র। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব জি পার্থসারথি দেশের সব মুখ্যসচিব ও অন্যান্য পদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, মনমোহনকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার থেকে ১ জানুয়ারি পর্যন্ত দেশে জাতীয় শোক চলবে। প্রসঙ্গত, জাতীয় শোক ঘোষণা হওয়ার অর্থ, এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সরকারি স্তরেও কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।

    জাতীয় শোক (Manmohan Singh)

    শুক্রবার সকাল ১১টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। তার পরেই আনুষ্ঠানিকভাবে জাতীয় শোক ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর, আজ, শুক্রবার সমস্ত সরকারি কর্মসূচিও বাতিল করতে চলেছে কেন্দ্র। মনমোহনের প্রতি শ্রদ্ধা জানাতে সাত দিনের জন্য দলীয় সব কর্মসূচি বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। ইতিমধ্যেই সাত দিনের জন্য জাতীয় শোক ঘোষণা করেছে কর্নাটক সরকার। শুক্রবার ছুটি ঘোষণা করেছে কর্নাটক সরকার। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যের সব জেলাশসককে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

    শনিবার শেষকৃত্য

    এদিকে, কংগ্রেসের তরফে জানানো হয়েছে, শনিবার মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। বৃহস্পতিবার রাতে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান, শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ শুক্রবার তাঁর মতিলাল নেহরু মার্গের বাসভবনে থাকবে। এই সময় (National Mourning) সাধারণ মানুষও শেষ শ্রদ্ধা জানাতে পারবেন মনমোহনকে (Manmohan Singh)।

    আরও পড়ুন: বাঙালি রাজা বিক্রমজিৎ ঘোষের অমিত বিক্রম গাথা জানেন?

    এক্স হ্যান্ডেলে বেণুগোপাল লিখেছেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংজির প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ, ভারতীয় জাতীয় কংগ্রেসের সমস্ত সরকারি কর্মসূচি, যার মধ্যে প্রতিষ্ঠা দিবস উদযাপনও অন্তর্ভুক্ত, আগামী সাতদিনের জন্য বাতিল করা হয়েছে। এর মধ্যে সমস্ত প্রতিবাদ এবং জনসংযোগ কর্মসূচিও অন্তর্ভুক্ত। দলীয় কর্মসূচিগুলি ৩ জানুয়ারি, ২০২৫ থেকে পুনরায় শুরু হবে। শোকের এই সময়ে দলের পতাকা অর্ধনমিত রাখা হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share