Tag: Bollywood

Bollywood

  • Akshay Kumar: ঘুচল কানাডিয়ান পরিচয়! দেশের নাগরিক হিসেবে প্রথম ভোটদান অক্ষয়ের

    Akshay Kumar: ঘুচল কানাডিয়ান পরিচয়! দেশের নাগরিক হিসেবে প্রথম ভোটদান অক্ষয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে ঘুচল কানাডিয়ান পরিচয়। দেশের নাগরিক হিসেবে এই প্রথম ভোট দিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। শুধু তাই নয়, একেবারে আমজনতার মতোই পাঁচ-ছয়শো লোকের ভিড়ে বুথে লাইন দিয়ে ভোট দিতে দেখা গেল তাঁকে। সোমবার ২০ মে পঞ্চম দফায় দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে মুম্বইয়ের ১৩টি আসনেও ভোটগ্রহণ (Lok Sabha elections 2024) প্রক্রিয়া চলছে। আর এরই মধ্যে সকাল সকাল জুহুর একটি বুথে গিয়ে ভারতীয় নাগরিক হিসেবে নিজের প্রথম ভোট দিলেন অক্ষয়। 

    আম জনতার সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ

    রীতিমতো লাইন দিয়ে ভোট (Lok Sabha elections 2024) দিতে দেখা যায় অক্ষয় কুমারকে (Akshay Kumar)। তিনি বলেন, “বুথ খুলতেই সকাল ৭টার সময় চলে আসি আমি। তখনই দেখলাম বুথের বাইরে প্রায় ৫০০-৬০০ মানুষ দাঁড়িয়ে।” এরপর অক্ষয়কে সাংবাদিকরা প্রশ্ন করেন, তাঁকেও কি ভোটদানের জন্য লাইন দিতে হয়েছে? উত্তরে হেসে অভিনেতার জবাব, “নয়তো আর কী করব? লাইন ভেঙে এগিয়ে যেতাম নাকি?”  

    গণতন্ত্রের উৎসবে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত অক্ষয়। বুথ থেকে বেরনোর সময়ে তাঁর মুখের হাসি দেখেই বোঝা গেল সেটা। ভোটদানের পর সংবাদমাধ্যমকে অভিনেতা বলেন, “আমি (Akshay Kumar) চাই আমার দেশ আরও শক্তিশালী হোক। সেই বিষয়টি মাথায় রেখেই ভোট দিয়েছি। ভোট দিতে পেরে আমার খুব ভালো লেগেছে। খুব ভালো বোধ করছি।” একই সঙ্গে আঙুলে ভোটের কালি ছাপ দেখিয়ে বেশ গর্বই অনুভব করেন তিনি।

    আরও পড়ুন: কীভাবে এক পর্তুগিজ নাবিক জলপথে প্রথম ভারতের সন্ধান পেলেন?

    ঘুচল কানাডিয়ান পরিচয়

    এতদিন কানাডার নাগরিক ছিলেন অক্ষয় (Akshay Kumar)। ২০১৯ সালে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন বলিউড অভিনেতা। এরপর ২০২৩ সালে স্বাধীন ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন তিনি। তবে ভারতীয় ছবিতে অভিনয় করলেও, ১৯৯০ সালে কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন তিনি। তাই এতদিন কানাডার নাগরিক ছিলেন বলে ভোট (Lok Sabha elections 2024) দিতেন না অভিনেতা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Andre Russell: বলিউডে আত্মপ্রকাশ রাসেলের, ‘বালিকা বধূ’র সঙ্গে দুরন্ত নাচ

    Andre Russell: বলিউডে আত্মপ্রকাশ রাসেলের, ‘বালিকা বধূ’র সঙ্গে দুরন্ত নাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু বাইশ গজেই নয়, বলিউড মাতাতে আসছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। কেকেআর তারকাকে খুব শীঘ্রই দেখা যাবে একটি মিউজিক ভিডিওতে। এর আগে ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভোকে দেখা গিয়েছিল বলিউডে এবার পালা রাসেলের। ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী অভিকা গরের সঙ্গে রাসেলের মিউজিক ভিডিয়োটির টিজার আপাতত অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে।

    কবে আসছে নয়া ভিডিও

    স্রেফ ক্রিকেটেই জীবন শেষ হয় না ক্যারিবিয়ানদের। ফের একবার তা প্রমাণ করলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। মাঠে যেভাবে চার-ছক্কা মারেন একইরকম ভাবে ঝড় তুললেন বলিউডেও। ভয়লা ডিগ ব্যানারের অধীনে আন্দ্রে রাসেলের ভিডিওটি মুক্তি পাবে ৯ মে। তার আগেই এর টিজার ব্যাপক সাড়া ফেলেছে। পলাশ মুচ্চাল দ্বারা সুর করা এই মিউজিক ভিডিয়োটিতে একসঙ্গে রয়েছে ক্য়ারাবিয়ান ও বলিউডের মিশেল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর বিস্ফোরক ব্যাটিং বরাবরই প্রিয় ক্রিকেটপ্রেমীদের কাছে। হিন্দি গানের প্রতি তাঁর প্রেমও কারও অজানা নয়। এবার হিন্দি সংগীতের জগতে রাসেলের পা রাখতে চলা বেশ উত্তেজনা তৈরি করেছে।

    কিছুদিন আগেই শাহরুখ খানের লুট পুট গ্যয়া গেয়ে সকলকে চমকে দিয়েছিলেন রাসেল। এমনকী প্রশংসা পেয়েছিলেন শাহরুখ খানের থেকেও। দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োটি শেয়ার করা হয়। এবার পলাশের ভিডিওতে দেখা যাবে রাসেলকে। স্মৃতি মান্ধানার প্রেমিক পলাশ রাসেলকে নিয়ে এসেছেন অন্য জগতে। ‘লড়কি তু কামাল কি’ নামের মিউজিক ভিডিয়োতে দেখা যাবে রাসেলকে। কোন ভূমিকায়, তা অবশ্য এখনও ভাঙেননি পলাশ।

    আন্দ্রে রাসেল (Andre Russell) কেকেআরের অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার। দীর্ঘদিন খেলছেন বেগুনি জার্সিতে। তাঁর খারাপ সময়ে শাহরুখ পাশে ছিলেন, এ কথাও একবার বলেছিলেন রাসেল। এ বারের আইপিএলে দুরন্ত পারফর্ম করছেন রাসেল। ব্যাট-বল হাতে বেশ সফল। কেকেআরকে ১০ বছর পর আবার চ্যাম্পিয়ন করার জন্য মরিয়া রাসেল অ্যান্ড কোং। এর মধ্যে রাসেলকে অন্য রূপে দেখে পাগল নেটিজেনরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Parambrata-Piya Marriage: জল্পনাই সত্যি হল, অনুপমের প্রাক্তন স্ত্রীর সঙ্গে ঘর বাঁধছেন পরমব্রত!

    Parambrata-Piya Marriage: জল্পনাই সত্যি হল, অনুপমের প্রাক্তন স্ত্রীর সঙ্গে ঘর বাঁধছেন পরমব্রত!

    মাধ্যম নিউজ ডেস্ক: গুঞ্জন অনেক ধরেই চলছিল (Tollywood Tales)। অবশেষে প্রকাশ্যে এল, ২৭ নভেম্বর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata-Piya Marriage) এবং মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর বিয়ের খবর। বর ও কনে পক্ষের সূত্রে অবশ্য জানা গিয়েছে, নিমন্ত্রিত অতিথিদের তালিকা খুব বড় কিছু হবে না। সোমবার বিকালে ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সারবেন পরমব্রত-পিয়া। ইন্ডাস্ট্রি থেকে সেভাবে আমন্ত্রিত নন কেউই, তবে ব্যক্তিগতভাবে দুজনের বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু সেখানে হাজির থাকবেন বলে জানা গিয়েছে।

    অনুপম রায়ের সঙ্গে ডিভোর্স হয় পিয়া চক্রবর্তীর

    পরমব্রতর সঙ্গে গাঁটছড়া বাঁধা পিয়া চক্রবর্তী (Parambrata-Piya Marriage) অবশ্য আগে ছিলেন গায়ক অনুপম রায়ের ঘরণী। বছর দুই আগেই তাঁদের ডিভোর্স হয়। ২০২১ সালে অনুপম রায় এবং পিয়া দুজনেই সমাজ মাধ্যমে পোস্ট করে সে কথা জানান। তখনই কোনও কোনও মহল থেকে শোনা গিয়েছিল এই বিচ্ছেদের জন্য তৃতীয় ব্যক্তি হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে পরমব্রত একথা বারবারই নাকচ করেছেন এবং বলেছেন যে পিয়া তাঁর খুব ভালো বন্ধু। পরমব্রত তখন বলেন, ‘‘দুটো মানুষ বিচ্ছেদের কথা ঘোষণা করেছে, সেখানে হামলে পড়ে একটা তৃতীয় ব্যক্তিকে নিয়ে সেনসেশন তৈরি করাটা কাঙ্খিত নয়। …. প্রথমে শুনে খুব বিরক্ত হয়েছিলাম। খুব খারাপ লেগেছিল।’’ সেসময় নাকচ করলেও পিয়া (Parambrata-Piya Marriage) ও তাঁর সম্পর্কের নাম যে শুধু ভালো বন্ধু নয়, তা আজ বোঝা গেল (Tollywood Tales)।

    নেদারল্যান্ডসের চিকিৎসকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন পরমব্রত

    এর আগে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata-Piya Marriage) অবশ্য দীর্ঘদিন লিভ-ইন রিলেশনে ছিলেন নেদারল্যান্ডসের চিকিৎসক ইকার সঙ্গে (Tollywood Tales)। করোনার সময়েই পরমব্রত এবং ইকার সম্পর্ক ভেঙে যায়। ৪৩ বছর বয়সী পরমব্রত ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা বলেই পরিচিত। এর পাশাপাশি ছবি পরিচালনার কাজও করেন তিনি। টলিউডের পাশাপাশি এখন তাঁকে কাজ করতে দেখা যাচ্ছে বলিউডেও। টালিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায়, লন্ডনে পরমব্রতর শুটিংয়ে উড়ে গিয়েছিলেন পিয়া। আবার পার্ক স্ট্রিটের এক নামী রেস্তোরাঁয় পিয়া ও তাঁর মা এবং পরমব্রতকে একসঙ্গে দেখা গিয়েছিল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Zareen Khan: সলমনের নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কলকাতায়, কেন জানেন?

    Zareen Khan: সলমনের নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কলকাতায়, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: হাউসফুল-২ খ্যাত অভিনেত্রী জারিন খানের (Zareen Khan) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি শিয়ালদা আদালতের। সলমনের বিপরীতে ‘বীর’ ছবি দিয়ে যাত্রা শুরু করা জারিনের বিরুদ্ধে রয়েছে প্রতারণার অভিযোগ। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায় সলমনের কারণেই নাকি ঝড়ের গতিতে উত্থান হয় জারিনের। পরে আবার তিনি বলিউড থেকে হারিয়েও যান। এবার তাঁর বিরুদ্ধেই উঠল প্রতারণার অভিযোগ।

    ঠিক কী অভিযোগ?

    অভিযোগ, ১২ লাখ টাকা পারিশ্রমিক নিয়েও কলকাতা এবং উত্তর ২৪ পরগনার ছ’টি কালীপুজোর অনুষ্ঠানে হাজির হননি জারিন (Zareen Khan)। আবার টাকাও ফেরত দেননি। উপরন্তু টাকা ফেরত চাইতে গেলে জারিন খানের ম্যানেজার প্রাণনাশের হুমকিও দেন। ২০১৮ সালের ৫ নভেম্বর ছিল কালীপুজো। সেই সময়ই বেশ কতগুলি প্যান্ডেল উদ্বোধন করতে আসার কথা ছিল অভিনেত্রীর। সেইমতো তিনি ভিডিও বার্তায় প্রচারও করেন। যেখানে তাঁকে বলতে শোনা যায় যে তিনি ৫ নভেম্বর কলকাতায় আসছেন। এতে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে উদ্যোক্তা সংস্থা।

    আরও পড়ুন: উদ্যোগী ঋতুপর্ণা, দীর্ঘ ১৪ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন শর্মিলা ঠাকুর!

    জারিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের নারকেলডাঙা থানায়

    জারিন খানকে আনার বিষয়ে উদ্যোগ নিয়েছিলেন ফিনিক্স ট্যালেন্ট ম্যানেজমেন্টের মালিক বিশাল গুপ্ত। তাঁর কথায়, ‘‘সকাল ছ’টায় ফ্লাইট ছিল জারিন খানের (Zareen Khan)। সেটা তিনি মিস করেন। ফের একাধিকবার প্লেনের টিকিটও বুক করান জারিন। ২০১৮ সালে সেই সময়ে কয়েক লাখ টাকা ব্যয় হয় জারিন খানের পিছনে। আনুষঙ্গিক খরচ মোট দাঁড়ায় ৪০ লাখ। পাশাপাশি তাঁর পারিশ্রমিক ১২ লাখ টাকা তো ছিলই।’’  

    জারিন খান না আসায় নারকেলডাঙা থানায় ওই সংস্থার তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর জারিনকে (Zareen Khan) জিজ্ঞাসাবাদও করে পুলিশ। গত বছর ২৩ জুন জারিনের ম্যানেজারকে তদন্তে সহযোগিতা নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এবার এই মামলায় চলতি মাসের ৭ তারিখে শিয়ালদা আদালতে চার্জশিট পেশ করেছে পুলিশ। রবিবার সেই চার্জশিট খতিয়ে দেখে আদালত জারিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jawan: মুক্তির দিনই ছবি ফাঁস অনলাইনে, তবু ১০০ কোটির ক্লাবে ঢুকল ‘জওয়ান’

    Jawan: মুক্তির দিনই ছবি ফাঁস অনলাইনে, তবু ১০০ কোটির ক্লাবে ঢুকল ‘জওয়ান’

    মাধ্যম নিউজ ডেস্ক: আট মাস আগেই বক্স অফিসে ঝড় তুলেছিল শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’। এবার ‘পাঠান’ এর সঙ্গে জওয়ানের লড়াই! বক্স অফিসে কে এগিয়ে থাকবে! বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বরে মুক্তি পেল শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’ (Jawan)। ‘জওয়ান’ (Jawan) যে দেশজুড়ে ঝড় তুলতে চলেছে তার পূর্বাভাস মিলেছিল টিকিট বিক্রিতেই  প্রত্যাশা মতোই শাহরুখ খানের ছবি প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে।

    দেশজুড়ে ঝড় তুলেছে ‘জওয়ান’ (Jawan) ছবি

    শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত এই ছবি সর্বকালের সবচেয়ে বড় বলিউড ওপেনার হয়ে বক্স অফিসে ভেঙে দিল যাবতীয় রেকর্ড। জানা গিয়েছে অগ্রিম টিকিট বুকিং হয়েছিল ‘জওয়ান’ (Jawan) এর প্রায় ১৪ লাখ। বৃহস্পতিবার প্রায় দশ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘জওয়ান’ (Jawan) ছবি। জানা গিয়েছে, নির্মাতাদের হিসাব অনুযায়ী প্রথম দিনেই ভারতের বিভিন্ন বক্স অফিসে ‘জওয়ান’(Jawan) এর সংগ্রহ হতে পারে ৮৫ কোটি টাকা। অন্যদিকে বিদেশের সিনেমা হলগুলিতে সংগ্রহ হতে পারে ৫০ কোটি টাকা। অর্থাৎ ১০০ কোটি পার প্রথম দিনেই।

    প্রথম দিনেই অনলাইনে ফাঁস হয়ে গেল ছবি

    এত কিছুর মাঝেও ছবিটি ফাঁস হয়ে গেল অনলাইনে। রোখা গেল না প্রাইরেসি। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়ে সমগ্র সিনেমাটি (Jawan)। তবে বিশেষজ্ঞদের ধারনা, প্রাযইরেসি রোখা না গেলেও তা খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। সাধারণভাবে সিনেমা হলে গিয়ে কোনও দর্শক তাঁর মোবাইলের ক্যামেরার মাধ্যমে গোটা ছবিটির ভিডিও করেন এবং তা ছড়িয়ে দেন বিভিন্ন ইন্টারনেট সাইটে। তবে বিশেষজ্ঞদের ধারনা, শাহরুখ খানের অভিনীত ছবি প্রথমবারের জন্য সিনেমা হলে দেখতেই বেশি পছন্দ করেন দর্শকরা। তাই স্বাভাবিক ভাবেই অনলাইনে ফাঁস হলেও তার প্রভাব খুব বেশি পড়বে না। তবে এটাই প্রথম নয় এর আগে গত ১০ অগাস্ট মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ ‘জওয়ান’ (Jawan) ছবির বেশ কিছু দৃশ্য ফাঁস হয়ে যায়। যা নিয়ে শাহরুখ পত্নী গৌরী খান পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Salman Khan: প্রায় ১৩ বছর পর, ১৩ মে কলকাতায় ভাইজান! জেনে নিন সলমনের কনসার্টের প্রবেশ-মূল্য

    Salman Khan: প্রায় ১৩ বছর পর, ১৩ মে কলকাতায় ভাইজান! জেনে নিন সলমনের কনসার্টের প্রবেশ-মূল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ১৩ বছর পর আগামী ১৩ মে কলকাতায় আসছেন ভাইজান। নানান জল্পনার মধ্যেই সব বাধাবিঘ্ন কাটিয়ে অবশেষে কলকাতার মাটিতে পা রাখছেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে কনসার্টে অংশ নেবেন তিনি। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। শুধু সলমন নন, তাঁর সঙ্গে মঞ্চ মাতাবেন একঝাঁক তারকা। থাকছেন সোনাক্ষী সিন্‌হা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, আয়ুষ শর্মা। অন্য দিকে, গানে দর্শকের মন জয় করবেন গুরু রণধওয়া। 

    সলমনের নতুন ছবি

    শেষবার সলমন কলকাতায় এসেছিলেন ২০০৯ সালে, তাঁর ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে। ভাইজানের কলকাতায় আসা নিয়ে বহুদিন ধরেই চলছিল অনেক গুঞ্জন। একের পর এক মৃত্যু হুমকির মুখে পড়ছেন নায়ক, সেই কারণে তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে সরকারের তরফ থেকে। বহুদিন পর অভিনেতাকে আবারও চাক্ষুষ দেখতে ভিড় জমাবে শহরবাসী। আগামী ১৩ মে কলকাতার ইস্টবেঙ্গল মাঠে পারফর্ম করবেন সলমন ও তাঁর দাবাং গ্যাং। আগামী কয়েকদিন সলমনের ব্যস্ততার মধ্যেই কাটবে। ইদে মুক্তি পাচ্ছে সলমনের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। ফরহাদ সামজি পরিচালিত, এই ছবি দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরছেন ভাইজান। সেই ছবির প্রচারও করবেন তিনি। তার পর ২৪ এপ্রিল দুবাইতে কনসার্টে অংশ নেবেন সল্লু-ভাই। 

    আরও পড়ুুন: গ্রেফতার হওয়া তৃণমূল নেতা জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ!

    সলমনের কনসার্টের টিকিট

    সলমনের কনসার্ট নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে শহরে। অনলাইনে দ্রুতগতিতে বিক্রি হচ্ছে টিকিট। ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিকিটের মূল্য। এর পরে দাম যথাক্রমে ১৫০০ টাকা, ১৬৫০ টাকা, ২৫০০ টাকা, ৩৫০০ টাকা ধার্য করা হয়েছে। টিকিটের সর্বোচ্চ মূল্য ধার্য করা হয়েছে ২৫ হাজার টাকা। শোনা যাচ্ছে, দর্শকাসনকেও সলমনের অভিনীত বিভিন্ন ছবির নামানুসারে ভাগ করা হয়েছে। যেমন ভাইজান জোন, টাইগার জোন, ওয়ান্টেড জোন ইত্যাদি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Salman Khan: ডেঙ্গিতে আক্রান্ত সলমন খান,শারিরীক অসুস্থতায় শুটিং বন্ধ

    Salman Khan: ডেঙ্গিতে আক্রান্ত সলমন খান,শারিরীক অসুস্থতায় শুটিং বন্ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: ডেঙ্গিতে আক্রান্ত বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan)। গত চার-পাঁচদিন ধরে অসুস্থ তিনি। যার কারণে বড় পর্দা বা ছোট পর্দার তাঁর সব শ্যুটিং এই মুহূর্তে বন্ধ রয়েছে। ‘ভাইজান’ অসুস্থ, এই খবর শুনলে মন খারাপ হবে ভক্তদের।সূত্র মারফত জানা যাচ্ছে, সলমন খান গত দু’সপ্তাহ ধরে কিসি কা ভাই, কিসি কি জান (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন।তার মাঝেই তিনি আক্রান্ত হন ডেঙ্গিতে (Dengue)। অভিনেতার শারীরিক অবস্থার কথা ভেবে আপাতত ছবির শ্যুটিং বন্ধ রাখা হয়েছে।কিছু দিনের জন্য তাই ‘বিগ বস’-এর মঞ্চ থেকেও বিরতি নিতে হয়েছে নায়ককে। শুক্রবার দর্শক ওই শোয়ের সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক কর্ণ জোহরকে। বলিউডের ভাইজান না থাকলে, অনেকেই মুখ ফেরাতেন পারেন জনপ্রিয় ‘বিগ বস’ থেকে। তাই সংবাদ সূত্রে জানা যাচ্ছে, আগেভাগেই বেশ কিছু পর্বের শুটিং সেরে রেখেছেন সলমন। যদিও এর আগেও করণ জোহর (Karan Johar) ‘বিগ বস ওটিটি’- সঞ্চালনা করেছেন। তাঁর নিজস্ব স্টাইলে এই শো হিট হয়েছে।

    ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি খুব বাড়াবাড়ি না হলেও চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন।

    প্রসঙ্গত, আগামী মঙ্গলবার, ২৫ অক্টোবর থেকে পরের ছবির শুটিং শুরু করার কথা সলমনের। ডেঙ্গিতে আক্রান্ত নায়ক অতটা দ্রুত সেরে উঠে নির্দিষ্ট দিনে সে ছবির কাজ শুরু কতে পারবেন কি না, তা শনিবার পর্যন্ত স্পষ্ট নয়। তবে নায়কের ঘনিষ্ঠ সূত্রে খবর, “ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভাইজান। খুব শীঘ্রই শুরু করবেন নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’”-এর শুটিং। তবে নায়কের অসুস্থতার কারণে বন্ধ নেই সেই ছবির কাজ। অন্যান্য অভিনেতাকে নিয়ে ছবির বাকি অংশের কাজ এগিয়ে রাখছেন পরিচালক। আগামীতে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সাথে ফের টাইগার ৩ তে দেখা যাবে ভাইজানকে।

    এই মুহূর্তে সলমনকে দর্শক দেখছেন বিগ বস (Bigg Boss) -এর ঘরে যাবতীয় সমস্যা এবং বিতর্ক সামলাতে। এমনিতেই ওই শোয়ে সাজিদ খানকে নিয়ে বিতর্কে ফুটছে বলিপাড়া। মাঝে এমনটাও শোনা গিয়েছিল বিগ বস থেকে নাকি বেরিয়ে যেতে পারেন সাজিদ। তবে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি শোয়ের সঞ্চালক-নায়ক।বিগ বস-এর পর নিজের প্রযোজিত আগামী ছবিতে মন দিতে চান সলমন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Shikhar Dhawan: বলিউডে এন্ট্রি শিখর ধাওয়ানের! কোন সিনেমায় হুমা কুরেশির সঙ্গে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারকে?

    Shikhar Dhawan: বলিউডে এন্ট্রি শিখর ধাওয়ানের! কোন সিনেমায় হুমা কুরেশির সঙ্গে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: চোখে চোখ, আবেগঘন অবস্থায় শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) কাছাকাছি অভিনেত্রী হুমা কুরেশি (Huma Qureshi), তবে কি তাঁরা দুজন নতুন জীবনে পা দিতে চলেছেন? সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন হুমা কুরেশি। সেই ছবিতেই তাঁদের একসঙ্গে রোম্যান্টিকভাবে দেখা যাচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই সবার মনে একটিই প্রশ্ন, তাঁরা কি ভালোবাসার সম্পর্কে রয়েছেন? তবে এমনটা কিন্তু নয়। জানা গিয়েছে, রিয়েল জীবনে নয়, রিলে হুমার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে শিখরকে। অর্থাৎ হুমা কুরেশি ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘ডাবল এক্সএল’ সিনেমার মাধ্যমে তাঁর বলিউডে প্রথম আত্মপ্রকাশ হতে চলেছে। বলিউডে এন্ট্রি নিতে চলেছেন ভারতীয় ক্রিকেট টিমের খেলোয়াড় শিখর ধাওয়ান।

    [insta]https://www.instagram.com/p/CjkRAsxpbxt/?utm_source=ig_web_copy_link[/insta]

    প্রখ্যাত খেলোয়াড়, ক্রিকেটারদের আপনারা প্রায়ই বহু বিজ্ঞাপনে দেখে থাকেন। কিন্তু একেবারে বড় পর্দায় এসে তাক লাগিয়ে দিলেন ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। মঙ্গলবার এই সিনেমার একটি ছবি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে শিখরকে কালো শ্যুট ও বো পরে হুমা কুরেশির সঙ্গে হাতে হাত ও চোখে চোখ রেখে নাচতে দেখা যাচ্ছে। হুমাকে (Huma Qureshi) গোলাপি ড্রেস, পার্লের সেট ও কোঁকড়ানো চুলে খুব সুন্দরী লাগছে।

    আরও পড়ুন: আরও বিপাকে প্রভাস-কৃতি-সইফ! ‘আদিপুরুষ’ ছবির টিমকে আইনি নোটিশ সংগঠনের

    হুমার (Huma Qureshi) সঙ্গে শিখরের (Shikhar Dhawan) এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার হওয়া মাত্রই নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গেছে হুমার পোস্টে। বাইশ গজের পিচ ছেড়ে বড় পর্দায় শিখর ধাওয়ানের এই ইনিংসকে দেখে তাঁর অনুরাগীরা বেজায় খুশি হয়েছেন। ক্রিকেটারের অভিনয় জগতে আসায় বেশ উত্তেজিত শিখরের ফ্যানরা। কেউ লিখেছেন, ‘ওহ মাই গড! এ তো বিরাট ব্যাপার’। আবার কেউ লিখেছেন, ‘ক্রিকেটের মতো এখানেও শিখর তাঁর জাদু দেখাবেন… ‘। তবে ছবিতে শিখর নায়কের ভূমিকায় রয়েছেন নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে? সে বিষয়ে হুমার পোস্ট থেকে কিছু জানা যায়নি। তবে ট্রেলার দেখে মনে হচ্ছে, নিজের প্রথম বলিউড সিনেমায় ক্যামিও চরিত্রেই অভিনয় করেছেন ভারতীয় ক্রিকেটার।

    উল্লেখ্য, ‘ডাবল এক্সএল’ ছবিটিতে বডি পজিটিভিটি ও বডি শেমিং-এর মত গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হবে। মুদ্দাসর অজিজের লেখা এটি একটি কমেডি ফিল্ম। পরিচালনায় রয়েছেন সত্রাম রমানি। ছবির দুই প্রধান চরিত্রে দেখা যাবে হুমা কুরেশি (Huma Qureshi) ও সোনাক্ষী সিনহাকে (Sonakshi Sinha)। ছবিটির প্রযোজনায় রয়েছে টি-সিরিজ, ওয়াকাও ফিল্মস এবং এলিমেন ৩ এন্টারটেইনমেন্ট। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।

  • WPL 2024: শাহরুখ থেকে সৌরভ চাঁদের হাট, শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ

    WPL 2024: শাহরুখ থেকে সৌরভ চাঁদের হাট, শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সামনে গত বারের রানার্স দিল্লি ক্যাপিটালস। উইমেন্স প্রিমিয়ার লিগের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শাহরুখ খান। ফলে কিং খান থাকায় প্রথম দিনই প্রতিযোগিতার উন্মাদনা আরও কয়ের গুণ বেড়ে যাবে। আজ, শুক্রবার ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এই অনুষ্ঠান শুরু হতে চলেছে।

    চমকপ্রদ সূচনা

    উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও পারফরম্যান্স করবেন কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রা এবং শাহিদ কপুর। প্রথম মরশুমেই ব্যাপক সাফল্য পেয়েছিল উইমেন্স প্রিমিয়ার লিগ। শুক্রবার থেকে শুরু হতে চলেছে প্রতিযোগিতার দ্বিতীয় মরশুম। এবারই ৫টি দল নিয়েই হবে প্রতিযোগিতা। গতবারে পুরো প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল মুম্বইতে। এবার দুটি শহর দিল্লি ও বেঙ্গালুরুতে হবে প্রতিযোগিতা। ফাইনাল ১৭ মার্চ। টুর্নামেন্টের প্রথম ১১টি ম্যাচ হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। এলিমিনেটর, ফাইনাল সহ বাকি ১১টি ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। 

    চিন্নাস্বামীতে আজ তারকা সমাবেশ। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, গত বারের মতো সন্ধে ৭.৩০-এ শুরু হবে ম্যাচ। যদিও উদ্বোধনী ম্যাচের সময়ে পরিবর্তন হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ শুরু রাত ৮টায়। তার আগে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিও থাকছেন বেঙ্গালুরুতে। আর মুম্বই ডাগআউটে মেয়েদের ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী। মুম্বইয়ে যেমন রয়েছেন হরমনপ্রীত কৌর, তেমনই দিল্লি ক্যাপিটালস ব্যাটিং লাইন আপে রয়েছেন শেফালি ভার্মার মতো বিধ্বংসী ওপেনার। আর ভুললে চলবে না মেয়েদের ক্রিকেটে গ্রেটেস্ট অব অলটাইম মেগ ল্যানিংয়ের কথা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মেগ। অনেকটাই চাপমুক্ত হয়ে নামবেন দিল্লি অধিনায়ক।

    মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: হেইলি ম্যাথুজ, যস্তিকা ভাটিয়া, হরমনপ্রীত কৌর, ন্যাট সিবার, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, হুমাইরা কাজী, ইসি ওং, অমনজ্যোৎ কৌর, জিন্টিমনি কলিতা, সাইকা ইসাক

    দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: মেগ ল্যানিং, শেফালি ভার্মা, জেমিমা রডরিগজ, মারিজান কাপ, অ্যানাবেল সাদারল্যান্ড, জেস জোনাসন, অশ্বনী কুমারি, তানিয়া ভাটিয়া, শিখা পান্ডে, রাধা যাদব, তিতাস সাধু

    কখন সম্প্রচার: মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস, রাত ৮টা, জিও সিনেমায় স্ট্রিমিং, স্পোর্টস ১৮-এ সম্প্রচার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Poonam Pandey Death: সারভাইক্যাল ক্যান্সারে প্রয়াত পুনম পাণ্ডে! কী করে বাঁচবেন এই মারণরোগ থেকে?

    Poonam Pandey Death: সারভাইক্যাল ক্যান্সারে প্রয়াত পুনম পাণ্ডে! কী করে বাঁচবেন এই মারণরোগ থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিন আগেই সারভাইক্যাল ক্যান্সারে (Cervical Cancer) টিকাদানের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর শুক্রবার সকালেই এই মারণ রোগ কাড়ল নীল ছবির তারকা বিতর্কিত মডেল পুনম পাণ্ডের জীবন।  মাত্র ৩২-এই থেমে গেল পথচলা। একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে পুনমের মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর সহকারী। বৃহস্পতিবার রাতেই নাকি মৃত্যু হয় অভিনেত্রীর।

    কী হয়েছিল পুনমের

    পুনমের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই তাঁর মৃত্যুর খবরটি শেয়ার করেন অভিনেত্রীর ম্যানেজার। তিনি জানান, পুনম সার্ভিকাল ক্যান্সার (Cervical Cancer) অর্থাৎ জরায়ুর ক্যান্সারে ভুগছিলেন। জনপ্রিয় মডেল ছিলেন পুনম। ২০১১ সালে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। তার পরেই চর্চায় আসেন পুনম। বি এবং সি গ্রেড ছবিতেই বেশি দেখা গিয়েছে তাঁকে। ভারতে মহিলাদের যে ধরনের ক্যান্সার বেশি হয়, তার মধ্যে জরায়ু-মুখের ক্যান্সার দ্বিতীয় স্থানে। দেশে প্রতি বছর অন্তত ১ লক্ষ ২০ হাজার মহিলা এই রোগে আক্রান্ত হন। বছরে কমপক্ষে ৭৭ হাজার মহিলার মৃত্যু হয় এই রোগে। চিকিৎসকেরা বলেন, অল্প বয়সে টিকা দিলেই এই ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে। আর সেই কারণেই জরায়ু-মুখের ক্যানসার প্রতিরোধে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার।

    আরও পড়ুন: সারভাইক্যাল ক্যান্সার রুখতে কিশোরীদের টিকা, নির্মলার এই ঘোষণা কেন গুরুত্বপূর্ণ?

    কীভাবে চিনবেন সারভাইক্যাল ক্যান্সার

    চিকিৎসকদের মতে, এই ধরনের ক্যান্সার (Cervical Cancer) খুব সহজে ধরা পড়ে না। ভিতরে ভিতরে ছড়িয়ে পড়ে। যখন ধরা পড়ে, তখন দেরি হয়ে যায়। তাই এই ক্যান্সারের লক্ষণগুলি জেনে রাখা জরুরি। ওজন কমে যাওয়া, তলপেটে ব্যথা, কোমরে একনাগাড়ে যন্ত্রণা— এই উপসর্গগুলি দেখা দিলে সময় নষ্ট না করে সোজা চিকিৎসকের কাছে যাওয়া উচিত। চিকিৎসকেরা জানাচ্ছেন, ২০ বছরের কমবয়সিদের মধ্যে এই রোগ দেখা যায় না। ৩৮ থেকে ৪২ বছর বয়সি মহিলাদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। তবে বয়স ৬০-এর কোঠা ছুঁলেও হানা দিতে পারে এই মারণরোগ। তাই সাবধানতা জরুরি। রোজ প্রচুর পরিমাণে জল খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, শাক-সবজি বেশি পরিমাণে খাওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা এসব মেনে চলতেই হবে। যোনিতে কোনও রকম ব্যথা বা সমস্যা হলে কিন্তু ফেলে রাখবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share