Tag: Cristiano Ronaldo

Cristiano Ronaldo

  • UEFA Euro 2024: ইউরো থেকে বিদায় রোনাল্ডোর, ছিটকে গেল জার্মানিও! সেমিতে ফ্রান্সের সামনে স্পেন

    UEFA Euro 2024: ইউরো থেকে বিদায় রোনাল্ডোর, ছিটকে গেল জার্মানিও! সেমিতে ফ্রান্সের সামনে স্পেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউরোয় অঘটন! ঘরের মাঠে স্পেনের কাছে হেরে চলতি ইউরো কাপের (UEFA Euro 2024) কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল আয়োজক জার্মানি। সবাই যখন টাইব্রেকারের প্রহর গুণছিল, ঠিক তখনই জ্বলে উঠলেন স্প্যানিশ তারকা মিকাইল মেরিনো। দানি ওলমোর দারুণ এক ক্রস থেকে অসাধারণ হেডে গোল করে দলকে সেমিফাইনালে তুললেন। অন্যদিকে ইউরো থেকে বিদায় নিল রোনাল্ডোর পর্তুগালও। এই ম্যাচে চেনা রোনাল্ডোর সেই ক্ষিপ্রতাই দেখতে পাওয়া গেল না। পাশাপাশি একাধিক গোলের সুযোগও মিস করলেন তিনি। শেষপর্যন্ত পেনাল্টি শ্যুট আউটে এই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। পেনাল্টিতে রোনাল্ডো গোল করলেও , তা আর কাজে লাগেনি। ফ্রান্স ৫-৩ গোলে জয়লাভ করে এবং টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যায়। শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন (France vs Spain)।

    স্পেন বনাম জার্মানি (UEFA Euro 2024)

    স্টুটগার্ট এরেনায় রুদ্ধশ্বাস এক কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। এদিন দু’দলই আক্রমণাত্মক ফুটবল খেলল। ড্যানি অলমোর গোলে স্পেন প্রথমে এগিয়ে গেলেও জার্মানি হাল ছাড়েনি। প্রথমার্ধে স্পেনের দাপট ছিল, দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জার্মানি। দারুণ খেলে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে এসে গোলও পেয়ে যায় তারা। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে সমতা ফেরান ফ্লোরিয়ান উইর্ৎজ। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটের মাথায় গোল করেন স্পেনের মিকেল মেরিনো। আর ফিরতে পারেনি জার্মানি। ঘরের মাঠে হেরে মাঠ ছাড়তে হয় তাদের। প্রথম থেকেই শারীরিক ফুটবল চলছিল। শুরুতে জার্মানির ফুটবলারেরা বেশ কয়েকটি কড়া ট্যাকল করেন। খেলার শেষ মিনিটে লাল কার্ড দেখেন স্পেনের ড্যানি কার্ভাহাল। জার্মানি প্রথম আয়োজক দেশ যারা ইউরোর (UEFA Euro 2024) কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিল। 

    ফ্রান্স বনাম পর্তুগাল (UEFA Euro 2024)

    কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম পর্তুগালের ম্যাচে নির্বিষ ফুটবলে ১২০ মিনিটেও কোনও গোল হল না। শেষ পর্যন্ত টাইব্রেকারে পর্তুগালকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ইউরো কাপের (UEFA Euro 2024) সেমিফাইনালে উঠে গেল ফ্রান্স (France vs Spain)। এবারের মতো ইউরো কাপ শেষ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাঁর খেলা দেখে বোঝা গেল সিংহ এখন বুড়ো হয়েছেন। আর হয়তো ইউরোতে তাঁকে দেখাই যাবে না। গোটা ম্যাচে খুঁজেই পাওয়া গেল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। একই রকম নিষ্প্রভ থাকলেন কিলিয়ান এমবাপেও। আদর্শ বনাম শিষ্যের দ্বৈরথ এই ম্যাচে আলোচ্য বিষয় ছিল। দু’জনেই একই রকম খেললেন। মন ভরাতে পারলেন না কেউই। এমবাপের অবস্থা এতটাই খারাপ ছিল যে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের পর তাঁকে তুলে নিলেন কোচ দিদিয়ের দেশঁ। ফলে টাইব্রেকারে শট মারা হল না এমবাপের। তবে টাইব্রেকারের সময়ে সতীর্থদের গোলে উল্লাস করলেন বার বার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: ইউরোর শেষ আটে মুখোমুখি ফ্রান্স-পর্তুগাল, নিজের গোলেই বল জড়াল বেলজিয়াম

    UEFA Euro 2024: ইউরোর শেষ আটে মুখোমুখি ফ্রান্স-পর্তুগাল, নিজের গোলেই বল জড়াল বেলজিয়াম

    মাধ্যম নিউজ ডেস্ক: কোনও রকমে জিতে ইউরোর (UEFA Euro 2024) শেষ আটে ফ্রান্স ও পর্তুগাল। সুযোগ নষ্টের খেসারত দিতে হল বেলজিয়ামকে। ফ্রান্সের বিপক্ষে ভারটঙ্গানের আত্মঘাতী গোলেই ইউরো কাপ থেকে বিদায় নিল ফিফা ক্রমতালিকায় তৃতীয় স্থানে থাকা বেলজিয়াম। অন্যদিকে টাইব্রেকারে স্লোভেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল। সোমবার ফ্রাঙ্কফুর্টে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) কান্না-হাসির রাতে পর্তুগালের সম্মান বাঁচালেন গোলকিপার দিয়োগো কোস্তা। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে পর্তুগাল।

    লুকাকু-এম বাপে লড়াই (UEFA Euro 2024)

    এদিন শুরু থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলে ফ্রান্স ও বেলজিয়াম। এই ম্যাচেও ফেস গার্ড পরে খেলতে নামেন এমবাপে। তবে আগের ম্যাচের থেকে এই ম্যাচে ফেস গার্ড অন্য রকম ছিল। তাঁকে বাঁ প্রান্তে খেলাচ্ছিলেন কোচ দিদিয়ের দেশঁ। তাঁর উপরই ছিল গোল করার দায়িত্ব। বেলজিয়ামের ভরসা ছিল লুকাকু। ২৩ মিনিটে দ্য ব্রুইনের ফ্রিকিক বার করতে গিয়ে চাপে পড়ে যান ফরাসি গোলরক্ষক মাইক মাইগনান। বলের ড্রপ তাঁর সামনে পড়ায় থতমত খেয়ে গিয়েছিলেন তিনি। কোনও রকমে পা দিয়ে বল বার করেন। দ্বিতীয়ার্ধেও সেই একই খেলা। ৭০ মিনিটের মাথায় ভাল সুযোগ পায় বেলজিয়াম। মাঙ্গালার পাস ধরে লুকাকুকে বল দেন দ্য ব্রুইন। বক্সে ঢুকে বাঁ পায়ে জোরালো শট মারেন বেলজিয়ামের স্ট্রাইকার। শরীর ছুড়ে বল বাঁচিয়ে দেন মাইগনান। ৮২ মিনিটের মাথায় আবার ফ্রান্সের পতন রোধ করেন মাইগনান। এ বার দ্য ব্রুইনের শট বাঁচান তিনি। সুযোগ নষ্টের খেসারত দিতে হয় বেলজিয়ামকে। খেলার ৮৫ মিনিটের মাথায় বেলজিয়ামের ফুটবলারের করা আত্মঘাতী গোলে শেষ আটে চলে যায় ফ্রান্স।

    গোল মিস করে কাঁদলেন রোনাল্ডো (UEFA Euro 2024)

    এদিন পর্তুগাল-স্লোভেনিয়া ম্যাচে  নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। টাইব্রেকারে রোনাল্ডোর (Cristiano Ronaldo) দল জিতল ৩-০ ব্যবধানে। রোনাল্ডো ছাড়াও টাইব্রেকারে গোল করেন ব্রুনো ফের্নান্দেস এবং বের্নার্দো সিলভা। এই ম্যাচে  চারটি ফ্রিকিক পেয়েছিল পর্তুগাল।  কোনওটিতেই গোল করতে পারলেন না রোনাল্ডো। শুধু তাই নয়, অতিরিক্ত সময়ের প্রথমার্ধে একটি পেনাল্টি মিস্‌ করে কাঁদলেন। তবে টাইব্রেকারে গোল করে শেষ পর্যন্ত রোনাল্ডোর মুখে একটু হলেও হাসি ফিরল। সেই হাসি আরও চওড়া করে দিলেন কোস্তা। টাইব্রেকারে স্লোভেনিয়ার প্রথম তিনটি শটই বাঁচিয়ে দিলেন তিনি।

    ইউরোর শেষ আট

    ইউরো (UEFA Euro 2024) কাপ ফুটবলে আজ চূড়ান্ত হয়ে যাবে কোয়ার্টার ফাইনাল লাইন-আপ। ছ’টি দল ইতিমধ্যেই শেষ আটে উঠে গিয়েছে। আজ শেষ দু’টি প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস ও রোমানিয়া। এই ম্যাচ রাত সাড়ে ৯টা থেকে। এর পর রাত সাড়ে ১২টা থেকে লড়াই অস্ট্রিয়া বনাম তুরস্কের। 

    কোয়ার্টার ফাইনালের বাকি ছয় দল

    ইংল্যান্ড বনাম সুইৎজারল্যান্ড
    স্পেন বনাম জার্মানি
    পর্তুগাল বনাম ফ্রান্স

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lionel Messi: দেশের হয়ে শততম গোল মেসির! বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে এই নজির এলএমটেন-এর

    Lionel Messi: দেশের হয়ে শততম গোল মেসির! বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে এই নজির এলএমটেন-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের হয়ে শততম গোল করলেন লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে এই নজির গড়লেন তিনি। তালিকায় সবার আগে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার পরে ইরানের আলি দায়ি। দু’জনকে ছুঁয়ে ফেললেন মেসি। কুরাসাওয়ের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি।

    শততম গোল মেসির

    ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে আর্জেন্টিনা (Argentina) বনাম কুরাসাও ফ্রেন্ডলি ম্যাচে নামার আগে মেসির গোলসংখ্যা ছিল ৯৯। অচেনা প্রতিপক্ষকে ৭-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এতদিন আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরির রেকর্ড ছিল মাত্র দু’জনের কাছে। আলি দায়ি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই ক্লাবের নতুন সদস্য এলএমটেন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম হ্যাটট্রিক পেলেন মেসি। 

    ৮০০-এর বেশি গোলের মালিক মেসি

    শততম গোলের দেখা পেতে এদিন ম্যাচে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মেসিকে। ম্যাচ শুরু হওয়ার মাত্র ২০ মিনিটেই গোল করেন মেসি। ফিফা ব়্যাঙ্কিংয়ে ৮৬তম স্থানে থাকা কুরাসাকে এদিন কার্যত অসহায় দেখাচ্ছিল। আর্জেন্টিনার জার্সিতে ১০০তম গোলে পৌঁছতে মেসির লাগল ১৭৪টি ম্যাচ।

    আরও পড়ুন: রানাতেই ভরসা পণ্ডিতের! নীতীশকেই অধিনায়ক বাছল নাইটরা, প্রথম ম্যাচ কবে?

    আর্জেন্টিনার হয়ে মেসি প্রথম গোল করেছিলেন ২০০৬ সালের মার্চ মাসে। ১৭ বছর পর মেসির গোল সংখ্যা ১০০। প্রদর্শনী ম্যাচ ছাড়া ধরলে মেসির গোল সংখ্যা ৫৪। ঘরের মাঠে গত সপ্তাহে পানামাকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেদিন ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮০০ গোল করেন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Santosh Trophy Final: মেসি-রোনাল্ডো মুখোমুখি হওয়া রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামেই সন্তোষ ট্রফি!

    Santosh Trophy Final: মেসি-রোনাল্ডো মুখোমুখি হওয়া রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামেই সন্তোষ ট্রফি!

    মাধ্যম নিউজ ডেস্ক: লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলে যাওয়া কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাচ্ছে সন্তোষ ট্রফির সেমিফাইনাল এবং ফাইনাল। ইতিমধ্যেই সৌদি আরবে পৌঁছে গিয়েছে পাঞ্জাব, মেঘালয়, কর্ণাটক ও সার্ভিসেস-এর ফুটবলাররা। আজই অনুষ্ঠিত হবে দুটো সেমিফাইনাল। ফাইনাল হবে ৪ মার্চ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সচিব সাজি প্রভাকরন বলেন, “ভারতীয় ফুটবলের জন্য দারুণ একটা মুহূর্ত। যে চার রাজ্য সেমিফাইনালে উঠেছে তারা সৌদি আরবে এসে খেলার সুযোগ পেল। শেষ চারের লড়াই সব সময়ই খুব আকর্ষণীয়। আন্তর্জাতিক মঞ্চে সেই লড়াই হতে চলেছে। সন্তোষ ট্রফির ইতিহাসে যা প্রথম বার। আমাদের লক্ষ্য আরও বড়। ভিসন ২০৪৭-কে সামনে রেখেই এই আয়োজন করা হয়েছে।”

    ১৯৪১ সালে শুরু হয় সন্তোষ ট্রফি। এর আগে কখনও বিদেশের মাটিতে এই প্রতিযোগিতা খেলা হয়নি। এআইএফএফ প্রধান কল্যাণ চৌবে জানান,“সন্তোষ ট্রফির সেই জৌলুস এখন আর নেই। অন্য প্রতিযোগিতাগুলো অনেক বেশি প্রচার পায়। কিন্তু অনেক রাজ্যের কাছে সন্তোষ ট্রফির বিশেষ গুরুত্ব রয়েছে। বিদেশের মাটিতে এই প্রতিযোগিতা হলে খেলোয়াড়রা অনেক বেশি অনুপ্রেরণা পাবে।” তাঁর কথায়, তরুণ ফুটবলারদের অনুপ্রেরণা দেওয়াই নয়, সৌদিতে থাকা ভারতীয়দের মধ্যে দেশের ফুটবল সম্পর্ক আগ্রহ তৈরি করার চেষ্টাও করা হবে এই প্রতিযোগিতার মাধ্যমে। 

    কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামের গুরুত্ব

    সৌদি আরবের রিয়াধের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামেই চলতি বছরের জানুয়ারি মাসে মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির পিএসজি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বাধীন সৌদি আরবের দুই বিখ্যাত ক্লাব আল নাসের ও আল হিলালের সম্মিলিত একাদশ। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো এবং ১ গোল করেছিলেন মেসি। রোনাল্ডো ম্যাচের সেরার পুরস্কার পেলেও ওই প্রীতি ম্যাচটি জিতেছিল পিএসজি। ওই স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। এমন বড় মাপের স্টেডিয়ামে এ বার খেলার সুযোগ পাবে ভারতের ফুটবলাররা।

    আরও পড়ুন: সচিনকে শ্রদ্ধা জানাতে ওয়াংখেড়েতে বসতে চলেছে পূর্ণাবয়ব মূর্তি, কবে উন্মোচন?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Messi vs Ronaldo: আজ সৌদিতে মুখোমুখি মেসি-রোনাল্ডো! ম্যাচের টিকিট নিলামে বিক্রি হয়েছে ২৬ কোটি টাকায়!

    Messi vs Ronaldo: আজ সৌদিতে মুখোমুখি মেসি-রোনাল্ডো! ম্যাচের টিকিট নিলামে বিক্রি হয়েছে ২৬ কোটি টাকায়!

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান! ফুটবলপ্রেমীদের জন্য এক সুখবর! ফুটবলের দুই মহাতারকা আজ ফের মুখোমুখি হতে চলেছেন। কিছু সময় পরেই আরও একবার বিশ্ব ফুটবলের সেরা ডুয়েল মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথের সাক্ষী হতে চলেছে ফুটবল বিশ্ব (Messi vs Ronaldo)। আজ, বৃহস্পতিবার ১৯ জানুয়ারি সৌদি আরবের রিয়াধে মুখোমুখি হতে চলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi) এবং পোর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আজ, পিএসজির (PSG) বিরুদ্ধে রিয়াধে এক প্রদর্শনী ম্যাচ খেলবে আল হিলাল এবং আল নাসেরের সম্মিলিত দল সৌদি আরব অলস্টার একাদশ। এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে শুধু মেসি নন, প্যারিসের ক্লাব দলটির হয়ে খেলবেন নেইমার, এমবাপেরাও।

    সিআর ৭-এর সৌদি আরবের ক্লাবের হয়ে প্রথম ম্যাচ

    বিশ্বকাপের পর রোনাল্ডো সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। যোগ দেওয়ার পর থেকে এখনও একটি ম্যাচেও খেলেননি রোনাল্ডো। আজ, তিনি আল নাসেরের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন, তাও আবার মেসির বিরুদ্ধে। আজকের প্রতিপক্ষ মেসির পিএসজি। প্রায় তিন বছর পর ফের মেসি-রোনাল্ডো মুখোমুখি। থাকবেন কিলিয়ান এমবাপে নেইমাররাও। সূত্রের খবর অনুযায়ী, এই ম্যাচ ঘোষণা হওয়ার পর থেকেই টিকিট নিয়ে শুরু হয়েছিল হাহাকার। শোনা গিয়েছে নিলামের মাধ্যমে ম্যাচের একটি টিকিট বিক্রি হয়েছে ২৬ কোটি টাকায়। আর এমনি টিকিট পাওয়া গিয়েছে সাড়ে চার কোটিতে। তবে কবে, কোথায়, কখন এই খেলা দেখতে পাবেন, জেনে নিন।

    আরও পড়ুন: ১২ রানে কিউইদের হারাল ভারত, ডাবল সেঞ্চুরিতে ম্যাচের তারকা শুভমান

    কোথায় হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

    রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচটি অনুষ্ঠিত হবে।

    কখন ম্যাচ শুরু হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

    ভারতীয় সময় অনুসারে রাত ১০টা ৩০ মিনিট থেকে শুরু হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ।

    কোন চ্যানেলে দেখা যাবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

    এই খেলা ভারতের কোনও টিভি চ্যানেলে দেখা যাবে না। তবে পিএসজি টিভি ওয়েবসাইট (PSGTV), পিএসজি-র ফেসবুক পেজ, পিএসজি-র অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওয়ান ফুটবল অ্যাপে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Cristiano Ronaldo: এশিয়ায় রোনাল্ডো! সৌদি আরবের ক্লাব আল নাসরেই সই করলেন সিআর সেভেন

    Cristiano Ronaldo: এশিয়ায় রোনাল্ডো! সৌদি আরবের ক্লাব আল নাসরেই সই করলেন সিআর সেভেন

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনার অবসান। সৌদি আরবের ক্লাব আল নাসরেই সই করলেন রোনাল্ডো। আড়াই বছরের চুক্তিতে নতুন ক্লাবে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। ২০২৫ সাল পর্যন্ত আল নাসরেই রোনাল্ডোকে খেলতে দেখা যাবে। ক্লাবের তরফ থেকে ট্যুইট করে জানানো হয়েছে এই খবর।  সোশ্যাল মিডিয়ায় ক্লাবের তরফে লেখা হয়, ‘ইতিহাস তৈরি হতে চলেছে। এই চুক্তির ফলে আমাদের ক্লাব আরও ভাল খেলার জন্য অনুপ্রাণিত তো করবেই, পাশাপাশি আমাদের লিগ, আমাদের দেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। তোমার নতুন ক্লাব আল নাসরে তোমাকে স্বাগত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।’

    চুক্তির অঙ্ক, রোনাল্ডোর স্বপ্ন

    ফুটবল বিশ্বকাপ চলাকালীনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নিজের চুক্তি বাতিল করেন। একটি সাক্ষাৎকারে কোচ সম্পর্কে বিরূপ মন্তব্য করায় রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পর্তুগাল জাতীয় দলের সতীর্থ এবং কোচ ফের্নান্দো স্যান্টোসের সঙ্গেও তাঁর বিরোধ প্রকাশ্য এসেছিল। তার পর থেকেই নতুন ক্লাব খুঁজছিলেন রোনাল্ডো। চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনও ক্লাবে সই করতে। চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনও ক্লাব তাঁকে নিতে আগ্রহ না দেখানোয় শেষ পর্যন্ত সৌদির আল নাসেরকেই বেছে নিলেন তিনি। ইতিমধ্যেই শারীরিক পরীক্ষা হয়ে গিয়েছে তাঁর।

    আরও পড়ুন: ফুটবল-বিশ্ব সম্রাটহীন! ৮২ বছর বয়সে চলে গেলেন পেলে

    সৌদি সংবাদ মাধ্যম সূত্রে খবর, রোনাল্ডো এই চুক্তি অনুযায়ী প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরো করে পারিশ্রমিক পাবেন। সিআর সেভেন নিজে এক বিবৃতিতে জানান, ‘আমি যে সব ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে ইউরোপিয়ান ফুটবল খেলা শুরু করেছিলাম, সেই সবকয়টি জিতেছি। আমার মনে হয় এবার আমার এশিয়ায় নিজের অভিজ্ঞতাটা ভাগ করে নেওয়ার সময় এসেছে। আমি আমার নতুন ক্লাবসতীর্থদের সঙ্গে দেখা করতে ও তাদের সঙ্গে দলকে সাফল্য এনে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’আল নাসর ক্লাবের চেয়ারম্যান মুসাল্লি আল মুয়াম্মার লিখেছেন, ‘এই চুক্তি এক নতুন ঐতিহাসিক মুহূর্ত। রোনাল্ডো নিজে বিশ্বের সকল খেলোয়াড়ের কাছে উদাহরণ। আশা করছি তাঁর উপস্থিতিতে আল নাসের সাফল্য পাবে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Lionel Messi: ইনস্টাগ্রামেও রোনাল্ডোকে পিছনে ফেললেন মেসি! জানেন কী সেই পোস্ট?

    Lionel Messi: ইনস্টাগ্রামেও রোনাল্ডোকে পিছনে ফেললেন মেসি! জানেন কী সেই পোস্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু মাঠে নয় সোশ্যাল সাইটেও বন্ধু থেকে প্রতিপক্ষ সকলকেই কয়েক ডজন গোল দিলেন লিওনেল মেসি। ফুটবলের রাজপুত্র তিনি। তাই তাঁর স্থান সবার আগে। দেশকে বিশ্বকাপ দিয়ে শুধু খেলার মাঠে নয় সমাজমাধ্যমের লড়াইয়েও পর্তুগিজ প্রতিদ্বন্দ্বী ক্রিস্চিয়ানো রোনাল্ডোকে হারিয়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ শুরুর আগে রোনাল্ডোর একটি ইনস্টাগ্রাম পোস্ট সবচেয়ে বেশি লাইক ও শেয়ার হয়েছিল। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে মেসি যে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন, তা ছাপিয়ে গিয়েছে রোনাল্ডোর ছবিকেও।

    মেসির পোস্ট

    বিশ্বকাপ জেতার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে মেসি লিখেছিলেন, “বিশ্বের চ্যাম্পিয়ন”। মেসির এই পোস্ট ৪৩ মিলিয়ন লাইক পেয়েছে। ইনস্টাগ্রামে কোনও স্পোর্টস পার্সনের করা পোস্টে এটাই সর্বাধিক লাইক। মেসির এই পোস্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বকাপের আগে লিওনেল মেসির সঙ্গে দাবা খেলার একটি ছবি নিজের প্রোফাইলে পোস্ট করেছিলেন রোনাল্ডো, যেটি সোমবার সন্ধ্যা পর্যন্ত ৪১.৯ মিলিয়ান লাইক পেয়েছে।

    আরও পড়ুন: দেশের মাটিতে পা রাখল মেসি ব্রিগেড! আর্জেন্টিনায় আজ সরকারি ছুটি

    প্রসঙ্গত, গত রবিবার দোহায় বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি জেতে আর্জেন্টিনা। প্রথমার্ধে ফ্রান্সকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় ভাগে খেলা থেকেই হারিয়ে যায় আর্জেন্টিনা। ফলস্বরূপ, পর পর দু’টি গোল করে সমতা ফেরায় এমবাপের দেশ। তার পর অতিরিক্ত সময়ের খেলাও শেষ হয়। অতঃপর শুরু হয় পেনাল্টি শুটআউট। তাতেই বাজিমাত করে মেসির আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ ট্রফি হাতে পেয়ে উল্লসিত হয়ে ওঠেন মেসি। ট্রফি হাতে মেসি সতীর্থদের কাঁধে চেপে মাঠে ঘোরেন। সেই ছবিই দেন নিজের ইনস্টার পাতায়। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর লিওনেল মেসি বিশ্বকাপ হাতে পোস্টে লিখেছেন, “বহু বার এর স্বপ্ন আমি দেখেছি, বিরাট ভাবে আমি এটাকে চেয়েছি, আমি এখনও বিশ্বাস করতে পারছি না… অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারকে, তাদের সকলকে যাঁরা আমায় সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককে যাঁরা আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন। ব্যক্তিগত মেরিটের থেকেও বেশি এই দলের মেরিট। প্রত্যেকেই একটা স্বপ্নকে সফল করার জন্য লড়াই করেছে। আমরা এটা করতে পেরেছি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virat-Ronaldo: “তুমিই আমার কাছে সর্বকালের সেরা…”, রোনাল্ডোকে নিয়ে আবেগঘন বার্তা বিরাটের

    Virat-Ronaldo: “তুমিই আমার কাছে সর্বকালের সেরা…”, রোনাল্ডোকে নিয়ে আবেগঘন বার্তা বিরাটের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্ন পূরণ হল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। ফলে এর সঙ্গে সঙ্গেই বিশ্বকাপ জেতার স্বপ্নও শেষ হয়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দলের হারে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন CR7। আর একরাশ দুঃখ নিয়ে মাঠ ছাড়ার কষ্ট কোথাও যেন ক্রিকেট আর ফুটবলকে এক করে দিয়েছে। কারণ রোনাল্ডোর এমন কঠিন দিনে বিশেষ বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। রোনাল্ডোকে সর্বকালের সেরা ফুটবলার বলে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন বিরাট (Virat-Ronaldo)।

    রোনাল্ডোকে নিয়ে বিরাটের আবেগঘন বার্তা

    মেসি এবং নেইমারকে পছন্দ করলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিরাট কোহলির কাছে ‘সেরা ফুটবলার’ (Virat-Ronaldo)। রোনাল্ডোর বিশ্বকাপ থেকে বিদায়ের পর চোখের জল ফেলেছেন কোটি কোটি রোনাল্ডো ভক্ত। আর তাঁদের মধ্যে বিরাট কোহলিও একজন। ফলে তিনি রোনাল্ডোর এই কঠিন সময়ে পাশে থেকে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “তুমি এই খেলাটার জন্য যা করেছ, গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের জন্য যা করেছ, কোনও ট্রফি দিয়ে সেটা পরিমাপ করা যায় না। মানুষের উপর তোমার প্রভাব যে কতটা, তা কোনও শিরোপা দিয়ে বর্ণনা করা যায় না। আমি এবং আমার মত অজস্র মানুষ তোমায় খেলতে দেখলে কী অনুভব করি, সেটাও কোনও শিরোপা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তুমি ঈশ্বরের দেওয়া সবচেয়ে বড় উপহার। যে মানুষটা নিজের সবটা খেলার মাঠে নিংড়ে দিতে পারে, যে মানুষটা হৃদয় দিয়ে খেলে, সেই মানুষটা বিশ্বের সব ক্রীড়াবিদের অনুপ্রেরণা, এটাই তাঁর জন্য ঈশ্বরের আশীর্বাদ।” কোহলি তাই নির্দ্বিধায় বলেছেন, “ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তুমিই আমার কাছে সর্বকালের সেরা।”

    রোনাল্ডোর ইনস্টাগ্রাম পোস্ট

    অন্যদিকে রবিবার, রোনাল্ডোও ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় লিখেছিলেন, কাতার বিশ্বকাপ থেকে পর্তুগাল বাদ পড়ার পরে স্বপ্ন শেষ হয়েছে তাঁর। তিনি আরও লিখেছেন, “পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতাটা ছিল আমার কেরিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাভিলাষী স্বপ্ন। পর্তুগালের জন্য অনেক আন্তর্জাতিক শিরোপা জিতেছি। কিন্তু বিশ্বকাপ জিততে পারিনি। অনেক আশা নিয়ে কাতারে এসেছিলাম। যাতে আমার শেষ বিশ্বকাপে অধরা স্বপ্ন পূরণ করতে পারি। কিন্তু তা আর হল না। একরাশ স্বপ্ন অধরা থেকেই বিদায় নিতে হল।”

    রোনাল্ডো ও বিরাট দুই’ই ফুটবল ও ক্রিকেট জগতের বিশেষ এক নাম। রোনাল্ডোর মতই বিরাটেরও আইসিসি বিশ্বকাপের স্বপ্ন অধরা থেকে গিয়েছে এবার। ফলে রোনাল্ডোর এক বড় ভক্ত হওয়ার পাশাপাশি স্বপ্ন অধরা থাকার যন্ত্রণা উপলব্ধি করতে পেরে বিরাটও তাঁর আবেগ ধরে রাখতে পারেননি। ফলে সোশ্যাল মিডিয়াতেই আবেগে ভরা ট্যুইট করে ভাসালেন তিনি (Virat-Ronaldo)।

  • Cristiano Ronaldo: কোচকে তোপ বোন-বান্ধবীর! মরক্কো ম্যাচের আগেও রোনাল্ডোকে নিয়ে অস্বস্তিতে পর্তুগাল শিবির

    Cristiano Ronaldo: কোচকে তোপ বোন-বান্ধবীর! মরক্কো ম্যাচের আগেও রোনাল্ডোকে নিয়ে অস্বস্তিতে পর্তুগাল শিবির

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটা দল মাঠে তখনও উৎসবে ব্যস্ত। রোনাল্ডো একা মাঠ ছাড়ছেন। সুইৎজারল্যান্ডকে হারিয়ে শেষ আটে পর্তুগাল। ম্যাচের পর সতীর্থরা যখন দর্শকাসনের কাছে গিয়ে সমর্থকদের অভিবাদন জানাচ্ছিলেন, তখন রোনাল্ডো একা একা হেঁটে সাজঘরে ঢুকে যান। এ ছবি যেন ব্যতিক্রম। কোচ–সতীর্থদের সঙ্গে সম্পর্কের অবনতি, শেষমেশ দল থেকেই বাদ। কিন্তু এতেও শেষ নয়। যে পর্তুগালকে বছরের পর বছর আগলেছেন, এহেন রোনাল্ডো গলার কাঁটা হয়ে উঠেছেন। সুইসদের বিরুদ্ধে বড় জয়ের পরেরদিন কোচ ফার্নান্দো স্যান্টোস প্রথম একাদশের বাইরে থাকা ফুটবলারদের একটি প্র‌্যাকটিস সেশন রেখেছিলেন এবং প্রথম একাদশের ফুটবলারদের জন্য হালকা জিম সেশন। জানা গিয়েছে, রোনাল্ডো প্র‌্যাকটিসে যোগ দিতে অস্বীকার করেন। অংশ নেন জিম সেশনে। তাতে পর্তুগাল শিবির নাকি রীতিমতো অবাক। মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামার আগে স্বস্তিতে নেই পর্তুগীজরা।

    কী বললেন রোনাল্ডো

    ক্ষোভ থাকলেও ম্যাচ জিতে ইনস্টাগ্রামে রোনাল্ডো লেখেন, “পর্তুগালের জন্য একটা দারুণ দিন। বিশ্ব ফুটবলের সব থেকে বড় প্রতিযোগিতায় ঐতিহাসিক ফল। প্রতিভা এবং তারুণ্যের মিশেল দেখা গিয়েছে। যে দল নির্বাচন করা হয়েছিল, সেটাকে প্রশংসা করতেই হবে। স্বপ্নের দৌড় চলছে। শেষ পর্যন্ত চলবে।” তবে সূত্রের খবর, ম্যাচের পর রোনাল্ডো কোচকে পরিষ্কার জানিয়ে দেন, তিনি খুশি নন। হুঁশিয়ারি দেন, পরের ম্যাচেও তাঁকে প্রথম একাদশে না রাখা হলে ব্যাগ গুছিয়ে কাতার থেকে দেশে ফিরে যাবেন। 

    আরও পড়ুন: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    কী বললেন বান্ধবী ও বোন

    রোনাল্ডো বিতর্কে তাঁর পরিবারের ঘৃতাহুতি পরিস্থিতিকে আরও জটিল করছে। রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রড্রিগেজ ইনস্টাগ্রামে লিখলেন,“পর্তুগালকে অভিনন্দন। কিন্তু ১১ জন ফুটবলার যখন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য দাঁড়িয়ে, সেই সময় একজনকেই খুঁজছিল সকলে। এটা লজ্জার যে পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারের খেলা পুরো ৯০ মিনিট দেখতে পেল না কেউ। ভক্তরা তোমার জন্য চিৎকার করছিল। তারা দাবি জানাচ্ছিল তোমাকে দেখার। আশা করি ঈশ্বর এবং তোমার বন্ধু ফের্নান্দো এক হবে আর তোমাকে আবার খেলতে দেখব।” রোনাল্ডোর বোন আরও সুর চড়িয়ে লিখলেন,”ও বাড়ি ফিরে আসুক। আমরা বাড়িতে একসঙ্গে বসে খেলা দেখব। ওকে জড়িয়ে ধরে বলব, সব ঠিক আছে।”

  • Cristiano Ronaldo: আর রেড ডেভিলসের হয়ে খেলবেন না রোনাল্ডো! ম্যান ইউ-এর সঙ্গে চুক্তি ছিন্ন

    Cristiano Ronaldo: আর রেড ডেভিলসের হয়ে খেলবেন না রোনাল্ডো! ম্যান ইউ-এর সঙ্গে চুক্তি ছিন্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বযুদ্ধের মধ্যেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন হল পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে মাঠে নামার ঠিক ৪৮ ঘণ্টা আগেই মঙ্গলবার রাতে রোনাল্ডো ভক্তদের কাছে এই বার্তা চলে আসে। ইংল্যান্ডের ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়, রোনাল্ডোকে আর রেড ডেভিলসের হয়ে খেলতে দেখা যাবে না। ক্লাব এবং রোনাল্ডোর মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিজ্ঞপ্তি

    এদিন, ম্যান ইউ-এর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে  পারস্পরিক চুক্তির ভিত্তিতে অবিলম্বে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ক্লাবের হয়ে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন রোনাল্ডো। তাঁকে ওল্ড ট্র্যাফোর্ডে দুটি মরশুম কাটানোর জন্য ধন্যবাদ জানানো হয়েছে। ভবিষ্যতের জন্য তাঁকে এবং তাঁর পরিবারকে শুভেচ্ছাও জানানো হয়েছে। যদিও এই বিবৃতিতে কোথাও রোনাল্ডোর বিতর্কিত সাক্ষাৎকারের বিষয়ে একটা শব্দও খরচ করা হয়নি। তবে সেই কারণেই যে রোনাল্ডোকে ক্লাব ছাড়তে হচ্ছে, তা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছে ম্যান ইউ কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বিশ্বকাপের আগেই একটি সাক্ষাৎকারে নিজের ক্লাব ম্যান ইউয়ের বিরুদ্ধে তোপ দাগেন রোনাল্ডো। টিমের ম্যানেজার টেন হাগেরও সমালোচনা করেন সি আর সেভেন।

    আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    রোনাল্ডোর  ট্যুইট

    ম্যান ইউ বিজ্ঞপ্তি জারির পরেই  ক্লাব ছাড়ার বিষয়ে প্রতিক্রিয়া দেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত আবেগঘন বার্তা পোস্ট করেন ক্রিশ্চিয়ানো। তিনি স্পষ্ট জানান যে, ক্লাব ও সমর্থকদের প্রতি তাঁর অনুরাগ অক্ষুন্ন থাকবে। রোনাল্ডো লেখেন, ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে আলোচনার পরে আমরা পারস্পরিক সম্মতিতে মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ভালোবাসি এবং সমর্থকদেরও। এই ভালোবাসা কখনও বদলাবে না। আমার মনে হয়েছে নতুন চ্যালেঞ্জের খোঁজ করার এটাই সঠিক সময়।’মাঝপথেই ক্লাব ছাড়তে হলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাফল্য কামনা করেছেন সিআর সেভেন। তিনি লেখেন, ‘বাকি মরশুম ও ভবিষ্যতের জন্য ক্লাবের সাফল্য কামনা করি।’

LinkedIn
Share