Tag: Delhi

Delhi

  • Manish Sisodia: সিসোদিয়ার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি, সিবিআইয়ের জেরা ৩ অভিযুক্তকে

    Manish Sisodia: সিসোদিয়ার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি, সিবিআইয়ের জেরা ৩ অভিযুক্তকে

    মাধ্যম নিউজ ডেস্ক:  আবগারি নীতি মামলায় আরও বিপাকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। শুক্রবার তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই (CBI)। তার পর রবিবার জারি করা হল লুকআউট নোটিশ (Look Out Notice)। তদন্ত চলাকালীন সিসোদিয়া যাতে বিদেশে যেতে না পারেন, সেই কারণেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। কেন্দ্রকে নিশানা করে দিল্লির (Delhi) উপমুখ্যমন্ত্রীর তোপ, সিবিআইয়ের রাজনীতিকরণ হয়েছে। লুকআউট নোটিশ জারির ঘটনাটিকে তিনি নাটক বলেও অভিহিত করেন।

    সিবিআইয়ের তরফে যে এফআইআর দায়ের হয়েছে, তাতে সবার ওপরের নামটি সিসোদিয়ার। তিনি ছাড়াও ওই তালিকায় নাম রয়েছে আরও ১৪ জনের। অভিযোগ, বেশ কিছু ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই নয়া আবগারি নীতি আনা হয়েছিল। এই নীতি তৈরিতে সরকারের অংশ নন, এমন ব্যক্তিদেরও মতামত ও পরামর্শ নেওয়া হয়েছিল। বেআইনিভাবে অনেককে টাকার বিনিময়ে লাইসেন্স পাইয়ে দেওয়া হয়েছিল। এফআইআর অনুযায়ী, সিসোদিয়া কমপক্ষে দু বার কোটি টাকারও বেশি অর্থ পেয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ সঙ্গীদের হাত থেকে। বেআইনিভাবে লাইসেন্স পাইয়ে দেওয়ার জন্যই দেওয়া হয়েছিল ওই টাকা।

    আরও পড়ুন : দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা! স্বাগত ট্যুইট মণীশ, কেজরির

    ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিজেপি শাসিত সরকারের অঙ্গুলি হেলনেই চলছে সিবিআই। তিনি বলেন, গেরুয়া পার্টি আবগারি কেলেঙ্কারি নিয়ে চিন্তিত নয়, তারা শঙ্কিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে। কারণ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনিই চ্যালেঞ্জ জানাবেন প্রধানমন্ত্রীকে। সরকারকে আক্রমণ করে সিসোদিয়ার ট্যুইট বার্তা, মোদিজি এটা কি গিমিক। আমি দিল্লিতে মুক্তভাবে ঘোরাফেরা করছি। বলুন, আমার কোথায় আসা উচিত। এদিন অন্য একটি ট্যুইট বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, সোমবার থেকেই সিসোদিয়াকে নিয়ে গুজরাটে নির্বাচনী প্রচারে যাবেন তিনি। 

    এদিকে, ওই মামলায় অভিযুক্তদের মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে সিবিআই। রেকর্ড করা হচ্ছে তাঁদের বয়ানও। তল্লাশিতে উদ্ধার হওয়া নথিপত্র এবং বৈদ্যুতিন পণ্যগুলিও পরীক্ষা করছেন তদন্তকারীরা। এই পরীক্ষা নিরীক্ষা শেষ হলেই বাকি অভিযুক্তদেরও তলব করা হবে বলেও সিবিআই সূত্রে খবর। এদিকে, শনিবার একটি মানহানি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া এবং পূর্বতন আপ প্রধান যোগেন্দ্র যাদবকে রেহাই দিয়েছে দিল্লি হাইকোর্ট। মামলাটি করেছিলেন সুরেন্দর শর্মা নামে এক আইনজীবী।

     

  • MHA on Rohingya Issue: রোহিঙ্গাদের পুনর্বাসন দিতে কোনও নির্দেশিকা জারি হয়নি, সাফ জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

    MHA on Rohingya Issue: রোহিঙ্গাদের পুনর্বাসন দিতে কোনও নির্দেশিকা জারি হয়নি, সাফ জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির (Delhi) উপকণ্ঠে রোহিঙ্গা (Rohingya) শরণার্থীদের ফ্ল্যাট দেওয়া হবে বলে সম্প্রতি জানিয়েছিলেন কেন্দ্রীয় হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মন্ত্রী হরদীপ সিংহ পুরী। সরকারের এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। তবে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) তরফে সাফ জানানো হয়েছে, দিল্লিতে রোহিঙ্গাদের পুনর্বাসন দিতে ফ্ল্যাট দেওয়ার কোনও নির্দেশিকা জারি হয়নি। শুধু তাই নয়, মন্ত্রকের তরফে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও (Arvind Kejriwal) বলা হয়েছে রোহিঙ্গারা যেখানে ছিলেন, সেখানেই থাকুন। মন্ত্রকের জারি করা ওই নির্দেশিকায় এও বলা হয়েছে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের শরণার্থী শিবিরেই আপাতত থাকতে হবে যতদিন না পর্যন্ত তাঁদের আইন মেনে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে।

    ট্যুইটবার্তায় পুরী লিখেছিলেন, ভারত বরাবরই এ দেশে আশ্রয়প্রার্থীদের স্বাগত জানিয়েছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের দিল্লির বক্করওয়ালা এলাকার অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য তৈরি করা ফ্ল্যাটে পাঠিয়ে দেওয়া হবে। তাদের সাধারণ সুযোগ সুবিধা দেওয়া হবে এবং দিল্লি পুলিশ ২৪ ঘণ্টা নিরাপত্তার জন্য থাকবে। বিরোধীদের কটাক্ষ করে তিনি লিখেছিলেন, যাঁরা ভারতের শরণার্থী নীতিকে সিএএ-র সঙ্গে জুড়ে বিরোধিতা করে নিজেদের কেরিয়ার তৈরি করতে অভ্যস্ত, তাঁদের জন্য দুঃসংবাদ। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন ঘোষণায় বিশ্ব হিন্দু পরিষদের তরফে সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। বুধবার মন্ত্রকের এক মুখপাত্র জানান, মিডিয়ার একাংশ যেভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কেন্দ্রের তরফে সুবিধা দেওয়ার কথা প্রচার করছে, তা ঠিক নয়। মন্ত্রকের তরফে এমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি। স্বরাষ্ট্র দফতরের হিসেব বলছে, দিল্লি সহ গোটা দেশে হাজার চল্লিশেক রোহিঙ্গা শরণার্থী রয়েছেন।

    আরও পড়ুন : রোহিঙ্গাদের ভারত থেকে বের করে দেওয়া উচিত, মত বিশ্ব হিন্দু পরিষদের

    মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্বরাষ্ট্র দফতর দিল্লি সরকারকে জানিয়ে দিয়েছে, রোহিঙ্গারা যেসব শরণার্থী শিবিরে ছিলেন, সেসব শিবিরেই থাকবেন। আইন মেনে তাদের দেশ থেকে বের করে না দেওয়া পর্যন্ত তাঁরা ওখানেই থাকবেন। মন্ত্রকের ওই মুখপাত্র বলেন, এখন রোহিঙ্গারা যেখানে আশ্রয় নিয়েছেন দিল্লি সরকার তাকে এখনও শরণার্থী শিবির ঘোষণা করেনি। তাদের এখনই তা ঘোষণা করার নির্দেশও দেওয়া হয়েছে।

     

  • Manish Sisodia: দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা! স্বাগত ট্যুইট মণীশ, কেজরির

    Manish Sisodia: দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা! স্বাগত ট্যুইট মণীশ, কেজরির

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে হানা দিল সিবিআই আধিকারিকরা। শুক্রবার সকালে জানা গিয়েছে, দিল্লির আবগারি নীতি নিয়ে যে দুর্নীতি ও বিতর্কের শুরু হয়েছে, সেই সংক্রান্ত তদন্তেই শুক্রবার সকালে দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছয় সিবিআই। 

    এদিন সকাল আটটা নাগাদ সিবিআই আধিকারিকরা মণীশ সিসোদিয়ার  বাড়িতে গেলেই পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয় বাড়ি। সূত্রের খবর, দিল্লির আবগারি নীতিতে বেনিয়মের যে অভিযোগ তুলেছিলেন লেফটেন্যান্ট গভর্নর, সেই তদন্তেই উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকেরা। মণীশ সিসোদিয়া নিজেই ট্যুইট করে সিবিআই আসার কথা জানিয়েছেন। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।

    উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানার নিন্দা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। ট্যুইটবার্তায় তিনি বলেন, “যেদিন আমেরিকার সবথেকে বড় সংবাদপত্র নিউইয়র্ক টাইমসে দিল্লির শিক্ষা মডেলের প্রশংসা করা হয়েছে এবং মণীশ সিসোদিয়ার ছবি প্রথম পাতায় ছাপানো হয়েছে, সেইদিনই মণীশের বাড়িতে কেন্দ্র থেকে সিবিআই পাঠানো হল। সিবিআইকে স্বাগত। আমরা তদন্তে পূর্ণ সহযোগিতা করব। এর আগেও অনেক পরীক্ষা, তল্লাশি চালানো হয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। এবারও কিছু পাওয়া যাবে না।”

    বাড়িতে সিবিআই আধিকারিকেরা আসতেই মণীশ সিসোদিয়া পরপর ট্যুইট করে লেখেন, “সিবিআই এসেছে। আমরা সৎ, লক্ষাধিক শিশুর ভবিষ্যৎ তৈরি করছি। কিন্তু দুঃখজনকভাবে এই দেশে যারাই ভাল কাজ করেন, তাদের এইভাবে হেনস্থা হতে হয়। দেশে শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য আমি যে কাজ করছি, তা কোনভাবেই আটকানো যাবে না।”

    আরও পড়ুন: অনুব্রতের চালকলে সিবিআই হানা! মিলল রাজ্য সরকারের স্টিকার লাগানো ৫টি গাড়ি

    সিবিআইকে স্বাগত জানিয়ে মণীশ  বলেন, তিনি চান সত্যিটা দ্রুত সামনে আসুক। তার জন্য সবরকম সহযোগিতা করতে প্রস্তুত তিনি। দুর্নীতি দমনের লক্ষ্যে এদিন সারা দেশের সাতটি রাজ্যের ২০টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। 

     

  • 75th Independence Day: স্বাধীনতা দিবসে এবার লালকেল্লায় কোন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা? জানুন  

    75th Independence Day: স্বাধীনতা দিবসে এবার লালকেল্লায় কোন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা? জানুন  

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর (75th Independence) পূর্তি  উৎসব। পালিত হবে ৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day)। এই উপলক্ষে সেজে উঠেছে দিল্লির লালকেল্লা (Red Fort)। স্বাধীনতা দিবসেব ঢের আগেই আক্ষরিক অর্থেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে লালকেল্লা। স্বাধীনতা দিবসে এই লালকেল্লা থেকেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    জানা গিয়েছে, এবারের অনুষ্ঠানে আমন্ত্রিতের সংখ্যা হাজার সাতেক। তাঁদের নিরাপত্তার গড়ে তোলা হয়েছে বহুস্তরীয় নিরাপত্তা বলয়। বসানো হয়েছে হাজার হাজার সিসিটিভি ক্যামেরা। মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী,  অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সজ্জিত বিশেষ বাহিনীও। অনুষ্ঠান স্থলের প্রতিটি এন্ট্রি পয়েন্টে বসানো হয়েছে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম। স্বাধীনতা দিবসে অন্তত ১০ হাজার সশস্ত্র পুলিশ কর্মী ঘিরে থাকবে লালকেল্লা চত্বর। জাতীয় পতাকা উত্তোলন না হওয়া পর্যন্ত লালকেল্লার আশপাশের ৫ কিলোমিটার এলাকাকে ঘোষণা করা হয়েছে নো কাইট ফ্লাইং জোন। ৪০০ কাইট ক্যাচার ও ফ্লায়ারও মোতায়েন করা হয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও অন্যান্য নিরাপত্তা সংস্থার তরফে অ্যান্টি-ড্রোন সিস্টেমও ইনস্টল করা হয়েছে।

    আরও পড়ুন : স্বাধীনতা-৭৫ এর সংকল্প হোক আত্মনির্ভর ভারত

    জানা গিয়েছে, প্রতিটি এন্ট্রি পয়েন্টে থাকবেন একজন করে আইপিএস পদমর্যাদার আধিকারিক। দিল্লির স্পেশাল পুলিশ কমিশনার দীপেন্দ্র পাঠক জানান, ইতিমধ্যেই দিল্লি জুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা। লাঞ্চ বক্স, জলের বোতল, রিমোট চালিত গাড়ির চাবি নিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করা যাবে না। তিনি জানান, অনুষ্ঠান শেষ না পর্যন্ত কেউ ঘুড়ি, বেলুন কিংবা চিনে লণ্ঠন ওড়ালে তাকে শাস্তি দেওয়া হবে। দিল্লি পুলিশের ওই আধিকারিক জানান, বিভিন্ন জায়গায় কাইট ক্যাচার বসানো হয়েছে। এই কাইট ক্যাচারগুলি কোনও ঘুড়ি, বেলুন কিংবা চিনা লণ্ঠন অনুষ্ঠান স্থলে পৌঁছানোর আগেই ধরে ফেলবে। জানা গিয়েছে, লালকেল্লার অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য বসানো হচ্ছে রাডারও। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে পুলিশি পেট্রোলিং বাড়ানো হয়েছে। এলাকার হোটেল, গেস্টহাউস, পার্কিংলট এবং রেস্তঁরাগুলি নিয়মিত পরীক্ষা করা চলছে। এলাকার ভাড়াটে এবং বাইরে থেকে আসা লোকজন সম্পর্কেও নেওয়া হচ্ছে পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর।

    আরও পড়ুন : মমতার স্বাধীনতা প্রোফাইলে নেহরু বাদ, এলেন সর্দার প্যাটেল, অরবিন্দ

     

  • BJP on Rohingya Issue: অনুপ্রবেশ ইস্যুতে কোনও আপস করবে না মোদি সরকার, জানাল বিজেপিও

    BJP on Rohingya Issue: অনুপ্রবেশ ইস্যুতে কোনও আপস করবে না মোদি সরকার, জানাল বিজেপিও

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক এবং এই ইস্যুতে কোনও রকম আপস করবে না মোদি সরকার (Modi Govt.)। বুধবার সাফ জানিয়ে দিলেন বিজেপি (BJP) নেতৃত্ব। শরণার্থী রোহিঙ্গাদের (Rohingya) দিল্লিতে (Delhi) ফ্ল্যাট দেওয়ার সিধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার – এমন একটি খবরকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তার পরেই এ ব্যাপারে অবস্থান স্পষ্ট করে দেয় পদ্ম শিবির।

    সম্প্রতি এক ট্যুইটবার্তায় কেন্দ্রীয় হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী হরদীপ সিংহ পুরী (Hardeep Singh Puri) লিখেছিলেন, ভারত বরাবরই এ দেশে আশ্রয়প্রার্থীদের স্বাগত জানিয়েছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের দিল্লির বক্করওয়ালা এলাকার অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য তৈরি করা ফ্ল্যাটে পাঠিয়ে দেওয়া হবে। তাদের সাধারণ সুযোগ সুবিধা দেওয়া হবে এবং দিল্লি পুলিশ ২৪ ঘণ্টা নিরাপত্তার জন্য থাকবে। বিরোধীদের কটাক্ষ করে তিনি লিখেছিলেন, যাঁরা ভারতের শরণার্থী নীতিকে সিএএ-র সঙ্গে জুড়ে বিরোধিতা করে নিজেদের কেরিয়ার তৈরি করতে অভ্যস্ত, তাঁদের জন্য দুঃসংবাদ। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন ঘোষণায় বিশ্ব হিন্দু পরিষদের তরফে সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। তারপর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র জানান, মিডিয়ার একাংশ যেভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কেন্দ্রের তরফে সুবিধা দেওয়ার কথা প্রচার করছে, তা ঠিক নয়। মন্ত্রকের তরফে এমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি বলেও জানান তিনি।

    আরও পড়ুন : রোহিঙ্গাদের ভারত থেকে বের করে দেওয়া উচিত, মত বিশ্ব হিন্দু পরিষদের

    এদিন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়াও বলেন, রোহিঙ্গারা দেশের সুরক্ষার পক্ষে বিপজ্জনক। তাঁর অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জাতীয় সুরক্ষাকে দূরে ঠেলে, এনিয়ে রাজনীতি করছেন। তিনি বলেন, এ ব্যাপারে কিছু খবর বেরিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। জনতাকে ভুল পথে চালিত করতেই এসব করা হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টি পরিষ্কার করে দিয়েছে। তিনি বলেন, অনুপ্রবেশ নিয়ে কোনওরকম আপস করতে রাজি নয় মোদি সরকার। এদিকে, প্রবল চাপের মুখে পড়ে পিছু হঠেছেন মন্ত্রী হরদীপ সিংহ পুরী স্বয়ং। বুধবার ফের এক ট্যুইট বার্তায় তিনি লেখেন, রোহিঙ্গা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তাদের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে।

    আরও পড়ুন : রোহিঙ্গাদের পুনর্বাসন দিতে কোনও নির্দেশিকা জারি হয়নি, সাফ জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

     

     

  • Monkey Pox: দিল্লিতে আরও এক মাঙ্কি পক্সে আক্রান্তের হদিশ, বিদেশ যাওয়ার ইতিহাস নেই রোগীর

    Monkey Pox: দিল্লিতে আরও এক মাঙ্কি পক্সে আক্রান্তের হদিশ, বিদেশ যাওয়ার ইতিহাস নেই রোগীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের দিল্লিতে মাঙ্কি পক্স আক্রান্তের হদিশ। এই নিয়ে তৃতীয়বার। গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য এই বিষয়ে বলেন, “এই অবধি দেশে আটজন মাঙ্কি পক্স আক্রান্তের হদিশ মিলেছে। এদের মধ্যে পাঁচ জনেরই বিদেশ ভ্রমণের ইতিহাস আছে।” 

    আরও পড়ুন: মাঙ্কি পক্সের নতুন উপসর্গ শনাক্ত করলেন বিজ্ঞানীরা, কী সেই উপসর্গ?
     
    সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ৫ দিন ধরে ওই ব্যক্তি জ্বরে আক্রান্ত৷ তাঁর সারা দেহে ফুসকুড়িও বেরিয়েছে৷ দেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে৷ সোমবার বিকেলে জানা যায় তিনি মাঙ্কি পক্সে আক্রান্ত৷ এ ছাড়াও আরও দুই আফ্রিকান বংশোদ্ভূতকে মাঙ্কি পক্স আক্রান্ত সন্দেহে সরকারি হাসপাতালে আইসোলেটেড রাখা হয়েছে ৷ সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহী থেকে সদ্য ফেরা এক ২২ বছর বয়সি যুবক কেরলে মাঙ্কি পক্স আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ 

    দিল্লির বাসিন্দা ৩৫ বছর বয়সী এক নাইজেরীয়র (Nigerian Man) শরীরে পাওয়া গিয়েছে মাঙ্কি পক্সের (Monkey Pox) ভাইরাস। এই ব্যক্তির বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। এই মুহূর্তে দিল্লির (Delhi) এক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি৷ এই নিয়ে ভারতে এখন পর্যন্ত মোট ৮ জন মাঙ্কি পক্স আক্রান্তের খোঁজ মিলেছে৷ 

    দেশে মাঙ্কি পক্সকে নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে৷ নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের প্রধান ডক্টর ভিকে পালের নজরদারিতে ৫ সদস্যের এই টাস্কফোর্স গঠন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মূলত এই রোগের প্রতিরোধ, পরীক্ষা, চিকিৎসা এবং টিকাকরণ সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। ডাক্তার ভি কে পাল ছাড়াও কমিটিতে রয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ, বায়োটেকনোলজি দফতরের সচিব এবং অন্যান্য দফতরের সচিবরা। গত ২৬ জুন প্রধানমন্ত্রীর প্রধান সচিবের সভাপতিত্বে এক বৈঠকে মাঙ্কি পক্স নিয়ে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে সার্বিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে৷ মাঙ্কি পক্স যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে তার জন্য বিভিন্ন সাবধানতা অবলম্বন করা হচ্ছে৷ 

    আরও পড়ুন: মাঙ্কি পক্স ভাইরাসের পৃথকীকরণে সফল ভারত, জানাল এইআইভি

    মাঙ্কি পক্সকে ইতিমধ্যেই অতিমারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। বিশ্বজুড়ে এই মুহূর্তে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা ১৬ হাজারেরও বেশি। মৃত্যুও হয়েছে বেশ কিছু। সম্প্রতি চিকিৎসকদের একটি আন্তর্জাতিক সংগঠন, মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নতুন উপসর্গ (Symptoms) শনাক্ত করেছে। মাঙ্কি পক্সে বড় বড় ফুসকুড়ি দেখা যায়। এই উপসর্গের কথা আগেই শুনেছেন সবাই। কিন্তু এর সঙ্গে চিকিৎসকরা শনাক্ত করেছেন আরও তিনটি উপসর্গ। যা আগে ছিল না। সেগুলো হল, যৌনাঙ্গে ঘা, মুখে ঘা এবং মলদ্বারে ঘা।    

     

  • Monkey Pox: মাঙ্কি পক্স নিয়ে নির্দেশিকা জারি স্বাস্থ্য মন্ত্রকের, কী করবেন, কী করবেন না? 

    Monkey Pox: মাঙ্কি পক্স নিয়ে নির্দেশিকা জারি স্বাস্থ্য মন্ত্রকের, কী করবেন, কী করবেন না? 

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার দিল্লিতে (Delhi) মাঙ্কি পক্সে (Monkey Pox) আক্রান্তের হদিশ মিলল। এবার এক নাইজেরীয় মহিলা (Nigerian woman)। বয়স ৩১ বছর। এই নিয়ে গোটা দেশে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা ৯ – এ দাঁড়াল। ৯ জন আক্রান্তের মধ্যে ইনিই প্রথম মহিলা। বাকি ৮ জনই পুরুষ। আক্রান্ত মহিলার শরীরে ফুসকুড়ি রয়েছে এবং সঙ্গে রয়েছে জ্বর। দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। তাঁর বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। 

    আরও পড়ুন: দিল্লিতে আরও এক মাঙ্কি পক্সে আক্রান্তের হদিশ, বিদেশ যাওয়ার ইতিহাস নেই রোগীর

    দেশে মাঙ্কি পক্স দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। এই অবস্থায় কীভাবে সতর্ক থাকবেন দেশের মানুষ তার জন্যে একটি বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Union Health Ministry)। সেখানে বলা হয়েছে কী করতে হবে, আর কী করা যাবে না। 

    কী করবেন?

    • নিজেকে আইসোলেটেড রাখুন, যাতে অন্য কারও মধ্যে এই রোগ ছড়াতে না পারে।
    • হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।
    • জল এবং সাবান দিয়ে বার বার হাত ধুতে হবে।
    • মাঙ্কি পক্সে আক্রান্তের কাছাকাছি থাকলে মাস্ক এবং গ্লাভস পরে থাকুন।
    • আশপাশ পরিষ্কার করার জন্যে ডিসইনফেক্ট্যান্টস ব্যবহার করুন। 

    আরও পড়ুন: মাঙ্কি পক্সের নতুন উপসর্গ শনাক্ত করলেন বিজ্ঞানীরা, কী সেই উপসর্গ?

    কী করবেনা না?

    • আক্রান্ত কারও ব্যবহার করা কাপড়, বিছানার চাদর, বালিশ, ব্যবহার করবেন না।
    • আপনার যদি এই রোগের সামান্য কোনও উপসর্গও থাকে, তাহলেও জনসমক্ষে যাওয়া এড়িয়ে চলুন।
    • আক্রান্ত কোনও রোগীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ভুল তথ্য প্রচার করবেন না।
    • আক্রান্ত কোনও ব্যক্তির বার বার সংস্পর্শে এলে বা দীর্ঘক্ষন সংস্পর্শে থাকলে, যে কেউ আক্রান্ত হতে পারেন।
    • মাঙ্কি পক্সকে বিশ্বব্যাপী অতিমারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যেই এই রোগে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রান ১৬,০০০ মানুষ। সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলেছে ইউরোপে। 

     

     

     

     

     

     

  • National Herald Scam: ন্যাশনাল হেরাল্ড মামলায় ১২ জায়গায় হানা ইডি-র

    National Herald Scam: ন্যাশনাল হেরাল্ড মামলায় ১২ জায়গায় হানা ইডি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংবাদপত্রের অফিসে হানা ইডির (ED)। এদিন দিল্লির (Delhi) আরও ১১টি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি (National Herald Scam) মামলায় ইতিমধ্যেই ইডি জিজ্ঞাসাবাদ করেছে কংগ্রেসের (Congress) অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)  ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। এবার ওই মামলায় ইডি হানা দিল দিল্লিরই ১২টা জায়গায়।

    ন্যাশনাল হেরাল্ড মামলায় নাম জড়ায় কংগ্রেসের। ওই মামলায় জেরা করার জন্য সাংসদ কংগ্রেসের রাহুল গান্ধীকে তলব করে ইডি। রাহুল বিদেশে থাকায় নির্ধারিত সময়ে হাজিরা দিতে পারেননি। দেশে ফিরেই অবশ্য ইডি দফতরে হাজিরা দেন রাহুল। ছ দিন ধরে পঞ্চাশ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রাহুলকে। রেকর্ড করা হয় তাঁর বয়ান। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় সোনিয়াকেও। তবে করোনা সংক্রমিত হওয়ায় নির্দিষ্ট দিনে হাজিরা দিতে পারেননি কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টও। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কিছুটা সুস্থ হয়ে হাজিরা দেন ইডি দফতরে। মোট তিন দফায় ন ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হয় সোনিয়াকে। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় সোনিয়ার কাছে মূলত তিনটি বিষয় জানতে চাওয়া হয়। প্রথমত, ইয়ং ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে ন্যাশনাল হেরাল্ড অধিগ্রহণের সময় সোনিয়া ও কংগ্রেস নেতারা কাদের সঙ্গে পরামর্শ করেছিলেন? দ্বিতীয়ত, ইয়ং ইন্ডিয়া লিমিটেডের শেয়ারহোল্ডার ছিলেন সোনিয়া। ন্যাশনাল হেরাল্ডের পাওনাদারদের বকেয়া মেটাতে হবে, এটা কী তিনি জানতেন না? তৃতীয়ত, অধিগ্রহণের পর কীভাবে ন্যাশনাল হেরাল্ডের বিপুল পরিমাণ সম্পত্তি বিলি করা হয়েছিল?

    আরও পড়ুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় ম্যারাথন জেরা রাহুলকে, আজ ফের তলব

    ইডির এক আধিকারিক জানান, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এদিন তল্লাশি চালানো হয়। অতিরিক্ত তথ্য জোগাড় করতেই এই অভিযান চালানো হয়েছে। ইডি সূত্রে খবর, এদিন তল্লাশির সময় নিরাপত্তারক্ষী ছাড়া ন্যাশনাল হেরাল্ড অফিসে কেউই উপস্থিত ছিলেন না। ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ উত্তর রেড্ডি বলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়।

    আরও পড়ুন : পার্থ-অর্পিতার পর এবার কাকে জেরা করতে চলেছে ইডি, জানেন?

  • NIA Targets Terror: স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে গ্রেফতার আইএস জঙ্গি!  আতঙ্ক রাজধানীতে

    NIA Targets Terror: স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে গ্রেফতার আইএস জঙ্গি! আতঙ্ক রাজধানীতে

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের এক সপ্তাহ আগে নয়াদিল্লির বাটলা হাউসে তল্লাশি চালিয়ে ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (National Investigation Agency)। ১৫ অগাস্টের আগে এভাবে  রাজধানীতে আইএস (IS) মডিউলের কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির গ্রেফতার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের নাম মহসিন আহমেদ।

    এনআইএ জানিয়েছে,অভিযুক্ত পটনার বাসিন্দা হলেও, বর্তমানে তিনি বাটলা হাউস অঞ্চলেই বাড়িভাড়া নিয়ে থাকছিলেন। অভিযুক্ত মহসিনের বিরুদ্ধে নেটমাধ্যমে এবং দেশের নানা প্রান্তে ইসলামিক স্টেটসের শাখা বিস্তার ও মতাদর্শ প্রচারের তথ্যপ্রমাণ হাতে এসেছে।  এনআইএ সূত্রে জানানো হয়েছে, এই সমস্ত তথ্যপ্রমাণের ভিত্তিতেই অভিযুক্ত মহসিনের বিরুদ্ধে গত ২৫ জুন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই দেশের নানা প্রান্তে, ইসলামিক স্টেটস-এর প্রতি সহানুভূতিশীল বিভিন্ন মানুষের থেকে অর্থসংগ্রহ করে সিরিয়ায় ও অন্যত্র পাঠাত অভিযুক্ত। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই অর্থ পাচারের ঘটনা ঘটত বলে জানা গিয়েছে। 

    আরও পড়ুন: পিছিয়ে গেল চিনা জাহাজের শ্রীলঙ্কায় প্রবেশ, ভারতের অনুরোধে পাশে দাঁড়াল শ্রীলঙ্কা সরকার

    এনআইএ জানিয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র মহসিন আহমেদ (২২)। সে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মহসিনের ঘরে তল্লাশি চালানো হয় বলে জানিয়েছে এনআইএ। বাড়িতে তল্লাশির পর আইএসআইএস-এর অনলাইন এবং অন-গ্রাউন্ড কার্যকলাপ সম্পর্কিত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যদিও মহসিনের পরিবারের দাবি, সমস্ত অভিযোগই অসত্য। তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। মহসিনের বাবা রেলে কর্মরত। তিন বোনও রয়েছেন। 

    স্বাধীনতা দিবসের আগে দেশ জুড়ে আইএস জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। এই আবহে চলতি সপ্তাহের শুরুতেই এনআইএ কর্ণাটকে আইএসআইএস হ্যান্ডলারদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে খবর,  স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজধানী দিল্লি (Delhi) এবং জম্মু ও কাশ্মীরে (Jammu And Kashmir) হামলা চালাতে পারে আইএস-র সহযোগী নতুন সন্ত্রাসবাদী সংগঠন ‘লস্কর-ই-খালসা’ (Lashkar-e-Khalsa)। এ ব্যাপারে ইতিমধ্যেই সতর্ক করেছে ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau)। তাদের তথ্য অনুযায়ী, বিশেষভাবে ভারতে জঙ্গি কর্মকাণ্ড চালাতে লস্কর-ই-খালসা গঠন করেছে আইএস। সংগঠনে যোগ দিয়েছে আফগান যোদ্ধারাও।

  • Monkey Pox: দেশে চতুর্থ মাঙ্কি পক্স আক্রান্তের হদিশ, এবার দিল্লিতে

    Monkey Pox: দেশে চতুর্থ মাঙ্কি পক্স আক্রান্তের হদিশ, এবার দিল্লিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও এক মাঙ্কি পক্স (Monkey Pox) আক্রান্তের হদিশ মিলল। কেরলের পরে এবার দিল্লিতে (Delhi)। এই নিয়ে দেশে চারজন আক্রান্ত হলেন মাঙ্কি পক্সে। তবে এই ব্যক্তি বিদেশ ফেরত নন। কখনও বিদেশে সফর করেননি। বিদেশ সফর না করলেও কিছুদিন আগেই হিমাচল প্রদেশের মানালিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এই মুহূর্তে দিল্লির লোক নায়ক হাসপাতালে ভর্তি ।  

    আরও পড়ুন: বিশ্বব্যাপী জরুরি পরিস্থিতি তৈরি করেছে মাঙ্কিপক্স, ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার  

    ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি গায়ে ফোসকার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করালে শনিবার রিপোর্টে ধরা পড়ে তিনি মাঙ্কি পক্সে আক্রান্ত। তারপরেই হাসপাতালে তাঁকে আইসোলেটেড (Isolated) করা হয়। 

    আরও পড়ুন: আতঙ্ক বাড়াচ্ছে মাঙ্কি পক্স, তৃতীয় আক্রান্তের হদিশ মিলল সেই কেরলেই  

    শনিবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) পক্ষ থেকে মাঙ্কি পক্স নিয়ে ‘গ্লোবাল হেলথ এমার্জেন্সি’ (Global Health Emergency) জারি করা হয়েছে। গোটা বিশ্বের ৭৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই রোগ। আক্রান্তের সংখ্যা ১৬,০০০ ছাড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই রোগে মৃত্যু হয়েছে ৫ জনের। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ গুলির মধ্যে ভারত এবং থাইল্যান্ডে মাঙ্কি পক্সের হদিশ মিলেছে। ভারতে মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। 

    দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, “ভয় পাওয়ার কারণ নেই। যারা যারা ওই রোগীর সংস্পর্শে এসেছে সবাইকে কোয়ারেন্টিন করা হয়েছে। সবার পরীক্ষা করা হবে।” 

    হু- এর দক্ষিণ-পূর্ব এশিয়ার ডিরেক্টর পুনাম ক্ষেত্রপাল সরকারকে নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন। আরও বেশি করে পরীক্ষা করার কথা বলেন তিনি। তিনি বলেন, “দ্রুত ছড়াচ্ছে এই রোগ। আর এটাই দুশ্চিন্তার কারণ।” 

    ইতিমধ্যেই কেরলে তিনজন মাঙ্কি পক্স আক্রান্তের খোঁজ মিলেছে। তিনজনেই সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছেন। দেশে এই প্রথম কেউ আক্রান্ত হলেন যার বিদেশ সফরের রেকর্ড নেই। আর তাতেই আরও বেশি চিন্তিত বিশেষজ্ঞরা।  

     

LinkedIn
Share