Tag: Eden Gardens

Eden Gardens

  • ICC World Cup 2023: ভারত-পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হলে ম্যাচ ইডেনে! জাগছে আশা

    ICC World Cup 2023: ভারত-পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হলে ম্যাচ ইডেনে! জাগছে আশা

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট হোক বা ফুটবল অথবা হকি— ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এক আলাদা উত্তেজনা। এক আলাদা অনুভূতি। এক আলাদা শিহরণ। সব শহরই চায় এই রুদ্ধশ্বাস পরিবেশের সাক্ষী হতে। তবে, সবার ভাগ্যে শিকে ছেঁড়ে না। বুধবারই প্রকাশিত হয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের (ICC World Cup 2023) সূচি। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা (আইসিসি) প্রকাশিত সূচি অনুযায়ী, আসন্ন বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) হাই-ভোল্টেজ গ্রুপ পর্যায়ের ম্যাচ হতে চলেছে লক্ষাধিক দর্শকাসন বিশিষ্ট দেশের বৃহত্তম আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। সূচি অনুযায়ী, বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ম্যাচের একটি হবে মুম্বই এবং দ্বিতীয়টি কলকাতায়। 

    এবারের বিশ্বকাপের (ICC World Cup 2023) আয়োজক দেশ ভারত। নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ যদি শেষ চারে ওঠে, তাহলে তারা সেমিফাইনাল কোন মাঠে খেলবে, সেটা পছন্দ করতে পারে। এই সুবিধা হোস্ট নেশনকে দেওয়া হয়ে থাকে। বিসিসিআই সূত্রে খবর, টিম ইন্ডিয়া শেষ চারে উঠলে, মুম্বইতে খেলা পড়বে রোহিত-ব্রিগেডের। টিম ইন্ডিয়ার তেমনটাই পছন্দ। মেন ইন ব্লু-রা চাইছে দল সেমিফাইনালে উঠলে ওয়াংখেড়ে স্টেডিয়ামেই খেলতে। বোর্ডের তরফে তেমনটা জানিয়ে দেওয়া হয়েছে। তাতে সম্মতও হয়েছে আইসিসি।

    এক শর্তেই সরতে পারে রোহিতদের ম্যাচ 

    তবে, এর মধ্যেও একটা ব্যতিক্রম রয়েছে। কী সেই ব্যতিক্রম? কী সেই শর্ত? জানা যাচ্ছে, সেমিফাইনালে যদি ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়, তাহলে একমাত্র তখনই এই ম্যাচ মুম্বইয়ের পরিবর্তে কলকাতায় হতে পারে। কিন্তু, ভারত তো জানিয়ে দিয়েছে তারা মুম্বইতে খেলবে! এখানেই আসছে শর্ত! বিশ্বকাপে (ICC World Cup 2023) তাদের ভেন্যু নিয়ে একাধিক বদলের সুপারিশ করেছিল পাকিস্তান। একটি বাদে সবকটিই খারিজ করেছে আইসিসি ও বিসিসিআই। ওই একটি শর্ত হল, পাকিস্তান জানিয়েছে, নিরাপত্তার কারণে তারা মুম্বইতে খেলবে না। যা মেনে নিয়েছে ভারতীয় বোর্ডও। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, মুম্বইতে ভারত-পাকিস্তান ম্যাচ করার ঝুঁকি নিতে চায় না বোর্ড। এর প্রধান কারণ হল নিরাপত্তা। 

    আরও পড়ুন: উৎসবের দিনে বিশ্বকাপ! সমস্যা হবে না, দাবি সিএবি কর্তাদের

    কী বলছে ভারতীয় বোর্ড?

    বোর্ড কর্তার মতে, ২০০৮ সালের মুম্বই হামলার পর থেকে আরব সাগরের পাড়ে ভারত-পাকিস্তান ম্যাচ হলেই সমস্যার মুখে পড়েছে বোর্ড। বিভিন্ন রাজনৈতিক দলের হুমকি, বিরোধিতার মুখে পড়তে হয়েছে। ১৯৯১ সালে ভারত-পাক ম্যাচের আগে খুঁড়ে দেওয়া হয়েছিল ওয়াংখেড়ের পিচ! তাই বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ মুম্বইয়ে আয়োজন করার দিকে ঝুঁকবে না বিসিসিআই। সেক্ষেত্রে, যদি ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) সেমিফাইনাল ম্যাচ হয় তাহলে ইডেন গার্ডেন্সে খেলা হতে পারে। 

    এখন সেই আশায় বুক বাঁধছে তিলোত্তমা!

  • IPL 2023: জয়ের হ্যাটট্রিক করার হাতছানি নাইটদের সামনে! জিতলে প্লে-অফের দৌড়ে কলকাতা

    IPL 2023: জয়ের হ্যাটট্রিক করার হাতছানি নাইটদের সামনে! জিতলে প্লে-অফের দৌড়ে কলকাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: খাদের কিনারা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। জিতেছে পর পর দু’টি ম্যাচ। আজ, বৃহস্পতিবার ইডেনে কেকেআরের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলে (IPL 2023) প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। এই অঙ্ক মাথা রেখে নামছে কলকাতা ও রাজস্থান। গত ছ’টি ম্যাচের মধ্যে রাজস্থান পাঁচটিতে হেরেছে। সেখানে জয়ের হ্যাটট্রিক করার হাতছানি নাইটদের সামনে।

    প্লে-অফের দৌড়

    কলকাতা নাইট রাইডার্স ১১টি ম্যাচে পেয়েছে ১০ পয়েন্ট। রয়েছে ষষ্ঠ স্থানে। সমসংখ্যক ম্যাচ খেলে রাজস্থান রয়্যালসের ঝুলিতে সেই ১০ পয়েন্ট। তবে নেট রান রেটের বিচারে তারা কেকেআরের উপরে, পঞ্চম স্থানে আছে। তবে আজ যারা ইডেনে জিতবে তাদের প্লে-অফে ওঠার পথ কিছুটা সহজ হবে। এবারের আইপিএলে (IPL 2023) জোর টক্কর চলছে। প্লে-অফের দৌড়ে কিছুটা এগিয়ে গুজরাট টাইটান্স। ১১ ম্যাচে তাদের ঝুলিতে ১৬ পয়েন্ট। বুধবার দিল্লিকে হারিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস। ধোনির দলও ১১টি খেলেছে। তবে তাদের পয়েন্ট ১৫।

    ঘুরে দাঁড়িয়েছে কলকাতা

    একটা সময় পর পর ম্যাচ হেরে কেকেআর অনেকটাই পিছিয়ে পড়েছিল। তবে নীতীশ রানারা ঘুরে দাঁড়িয়েছেন। প্রত্যাশার পারদ নতুন করে চড়ছে রাসেল, রিঙ্কুদের ঘিরে। কারণ, গত ম্যাচে ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের জয়ের অন্যতম দুই কারিগর ছিল রিঙ্কু ও রাসেল। ২৩ বলে ঝোড়ো ৪২ রান করেছিলেন ক্যারিবিয়ান তারকা। অনেকদিন পর ব্যাটে বড় রান আসায় তিনি কিছুটা চাপমুক্ত। আর রিঙ্কু এখন কেকেআরের প্রাণভোমরা। অধিকাংশ ম্যাচে তিনি ফিনিশারের ভূমিকা পালন করছেন। পাঞ্জাবের বিরুদ্ধে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে জিতিয়েছিলেন দলকে। তার আগে গুজরাটের বিরুদ্ধে শেষ ওভারে ২৯ রান তাড়া করতে নেমে মেরেছিলেন পাঁচটি ছক্কা। ছন্দে আছেন নীতীশ রানাও।

    আরও পড়ুন: বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিচ্ছে ‘মোকা’! দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের ভ্রুকুটি

    ব্যাটল অব স্পিন

    ইডেনের পিচে ‘ব্যাটল অব স্পিন’ দেখা যেতে পারে। কেকেআর দলে রয়েছেন তিন স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও সুয়াশ শর্মা। অন্যদিকে রাজস্থানে বোলিংয়ের বড় ভরসা যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, মুরুগান অশ্বিন ও অ্যাডাম জাম্পা। তবে রাজস্থানের ব্যাটিং বেশ শক্তিশালী। বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন বড় ইনিংস গড়তে পারেন। তাই কেকেআরের বোলারদের চেষ্টা করতে হবে শুরুতেই আঘাত হানতে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: টানা চার ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের নীচের দিকে কলকাতা! নাইটদের ৪৯ রানে হারিয়ে শীর্ষে চেন্নাই

    IPL 2023: টানা চার ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের নীচের দিকে কলকাতা! নাইটদের ৪৯ রানে হারিয়ে শীর্ষে চেন্নাই

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের হারল কলকাতা নাইট রাইডার্স। তাও আবার ঘরের মাঠে। রবিবার ইডেনে চেন্নাই সুপার কিংসের কাছে ৪৯ রানে হেরে চলতি আইপিএলে (IPL 2023) পয়েন্ট তালিকায় আট নম্বরেই রইল কেকেআর (KKR)। আর এই জয়ের সুবাদে সিএসকে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেল।

    ম্যাচ আপডেট

    টসে হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই ৪ উইকেটে তোলে ২৩৫ রান। যা এবারের আইপিএলে সর্বাধিক রান। অজিঙ্কা রাহানে, শিবম দুবের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে পারেননি কেকেআরের বোলাররা। রাহানে ২৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। দুবের সংগ্রহ ২১ বলে ৫০। হাফ-সেঞ্চুরি হাঁকান ডেভন কনওয়ে। জবাবে নাইটরা তেমন কোনও লড়াই ছুড়ে দিতে পারেনি। জেসন রয় ৬১ ও রিঙ্কু সিং অপরাজিত ৫১ রান করলেও বাকিরা এক কথায় ব্যর্থ। তার ফলে ৮ উইকেটে ১৮৬ রানেই থেমে যায় নাইটদের ইনিংস।

    আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

    গ্যালারি ছিল ধোনির পক্ষে

    ইডেন কেকেআরের হোম গ্রাউন্ড হলেও রবিবার রাতে বিপুল সমর্থন ছিল ধোনির পক্ষে। গ্যালারি জুড়ে দাপিয়ে বেড়াল হলুদ জার্সিধারীরা। আসলে অনেকেই ভেবেছেন, ধোনি শেষ ম্যাচ খেলে ফেললেন ইডেনে। ম্যাচ শেষে মাহি বলেন, ‘ইডেনের দর্শকদের ভালোবাসায় আমি আবেগাপ্লুত। ওরা আমাকে বিদায় জানাতে এসেছে। আশা করব, পরের ম্যাচে নাইটদের পক্ষে এমনভাবেই দর্শকরা গলা ফাটাবে।’ ম্যাচের নায়ক অজিঙ্কা রাহানের গলায় শোনা গেল ক্ষোভের সুর। কারণ, গত বছর তিনি কেকেআর দলে ছিলেন। কিন্তু নিয়মিত তাঁকে খেলানো হত না। পরে ছেড়ে দেওয়া হয়। সেই সুযোগ লুফে নেয় চেন্নাই। অল্প টাকায় রাহানেকে দলে নিয়ে বড় ডিভিডেন্ট ঘরে তুলছে সিএসকে। দুরন্ত ছন্দে রাহানে।

    চলতি আইপিএলে পয়েন্ট টেবিল

    দল মোট ম্যাচ জয়  হার  পয়েন্ট (রান রেট ও ম্যাচ জয়ের ভিত্তিতে)
    চেন্নাই সুপার কিংস ১০
    রাজস্থান রয়্যালস ০৮
    লখনউ সুপার জায়ান্ট ০৮
    গুজরাট টাইটান্স ০৮
    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ০৮
    পাঞ্জাব কিংস ০৮
    মুম্বই ইন্ডিয়ান্স ৬  ০৬
    কলকাতা নাইট রাইডার্স ৭   ৫ ০৪
    সানরাইজার্স হায়দ্রাবাদ ০৪
    দিল্লি ক্যাপিটালস ০২

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share