Tag: Google

Google

  • Deepfake: আগেই উদ্বেগ প্রকাশ মোদির, ডিপফেক নিয়ে মেটা, গুগলকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্র

    Deepfake: আগেই উদ্বেগ প্রকাশ মোদির, ডিপফেক নিয়ে মেটা, গুগলকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি, এক জাল ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরবা নাচছেন। ডিপফেক (Deepfake) প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়া এই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী জানান যে স্কুল জীবনের পর তিনি কখনও গরবা নাচেননি। এই প্রযুক্তি নিয়ে তখনই উদ্বেগও প্রকাশ করতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। এবার ডিপফেক (Deepfake) প্রযুক্তি নিয়ে এক উচ্চপর্যায় বৈঠককে বসতে চলেছে কেন্দ্র। এখানে ডেকে পাঠানো হয়েছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের পরিচালক সংস্থা মেটা, গুগল সহ অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থাকে।

    তিন অভিনেত্রী শিকার ডিপফেক প্রযুক্তির

    জানা গিয়েছে, বৈঠকটি ডেকেছে কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এই বৈঠকে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রাজীব চন্দ্রশেখরের। প্রসঙ্গত, ডিপফেক (Deepfake) প্রযুক্তি ক্রমশই শালীনতার মাত্রাকেও লঙ্ঘন করছে। এই প্রযুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে যে কোনও জনের শরীরে জনপ্রিয় সেলিব্রিটির মুখ বসিয়ে দেওয়া হচ্ছে। এরপরই তৈরি করা হচ্ছে ভুয়ো ভিডিও। সম্প্রতি বলিউডে তিন অভিনেত্রী ডিপফেক প্রযুক্তির শিকার হয়েছেন। দিন কয়েক আগেই বলিউড অভিনেত্রী কাজলের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে ক্যামেরার সামনেই পোশাক বদলাতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এনিয়ে হৈচৈ শুরু হওয়ার পরে ইন্টারনেটের ফ্যাক্ট চেকিং সংস্থাগুলি ওই ভিডিওটি (Deepfake) পরীক্ষা করে এবং তারা জানায় যে ওটি আসলে এক টিকটিক তারকার ভিডিও। তার মুখে জুড়ে দেওয়া হয়েছে কাজলের মুখ। একই ঘটনা ঘটতে দেখা যায় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং দক্ষিণ ভারতের নায়িকা রশ্মিকা মান্দানার সঙ্গেও। বিষয়টি নিয়ে সে সময় সোচ্চার হন অমিতাভ বচ্চনও।

    ডিপফেক নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

    গত ১৭ অক্টোবর দিল্লিতে বিজেপির সদর দফতরে দীপাবলির এক অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ডিপফেক (Deepfake) ভিডিও নিয়ে তিনি উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ‘‘আমাদের হাতে এখন কৃত্রিম মেধার মতো উন্নত প্রযুক্তি রয়েছে। আমাদের উচিত দায়িত্ববোধের সঙ্গে সেই প্রযুক্তি ব্যবহার করা। কেউ যেন এই ধরনের প্রযুক্তি অপব্যবহার না করেন, তার জন্য এ ব্যাপারে উপযুক্ত শিক্ষার প্রসার ঘটানো জরুরি।’’ এনিয়ে চ্যাট জিপিটির সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi US Visit: ভারতে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি গুগলের সিইও সুন্দর পিচাইয়ের

    PM Modi US Visit: ভারতে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি গুগলের সিইও সুন্দর পিচাইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফরে আমেরিকা গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi US Visit)। ফিরছেন ঝুলি ভরে। সে ঝুলি যেমন উপচে পড়ছে সম্মানে, তেমনি ঝুলি ভর্তি রয়েছে মার্কিন বিনিয়োগের প্রতিশ্রুতিও। ভারতে টেসলার কারখানা তৈরির কথা জানিয়েছিনে সংস্থার সিইও তথা ট্যুইটারের মালিক ইলন মাস্ক। এবার গুজরাটে ডিজিটাইজশনের জন্য ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা জানালেন গুগলের সিইও তথা খড়্গপুর আইআইটির প্রাক্তনী সুন্দর পিচাই (Sundar Pichai)। ভারতের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতিতেই একথা জানান পিচাই। তিনি জানান, শীঘ্রই গুজরাটের গান্ধীনগরে ইন্টারন্যাশনাল ফিনান্স টেক সিটিতে হবে গুগলের ফিনটেক অপারেশন সেন্টারও।

    হোয়াইট হাউসে বৈঠকে মোদি

    শুক্রবার আমেরিকায় একাধিক তথ্য ও প্রযুক্তি সংস্থার কর্তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী (PM Modi US Visit)। বৈঠকের আয়োজন করা হয়েছিল হোয়াইট হাউসেই। উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও। পিচাই ছাড়াও ওই বৈঠকে ছিলেন মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা, অ্যাপলের সিইও টিম কুক, অ্যামাজনের সিইও অ্যান্ড্রু জ্যাসি প্রমুখ। বৈঠকে পিচাই জানান, ভারতে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করছে গুগল। ভারতের অন্যান্য আঞ্চলিক ভাষা নিয়েও কাজ করার কথা ভাবছে গুগল।

    সুন্দর পিচাইয়ের আশ্বাস 

    খড়্গপুর আইআইটির প্রাক্তনী বলেন, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও উন্নত করব যাতে ১০০-রও বেশি ভারতীয় ভাষা ব্যবহার করা যায়। বিশ্বের সব চেয়ে বেশি যে ভাষায় কথা বলা হয়, তাকেও অনলাইনে নিয়ে আসব। ভারতবাসী যাতে তাঁদের নিজেদের ভাষায় তথ্য এবং জ্ঞান অর্জন করতে পারেন, তার ব্যবস্থা করব। তিনি বলেন, ডিজিটাল ভারত নিয়ে ভাবনায় সময়ের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। অন্যান্য দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত।

    ভারতে লগ্নির (PM Modi US Visit) কথা জানিয়েছেন অ্যামাজন সিইও অ্যান্ড্রু জ্যাসিও। তিনি বলেন, আমরা ভারতে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাই। ভারতের আরও বেশি সংস্থা যাতে গোটা বিশ্বে তাদের পণ্য বিক্রি করতে পারে, সেই ব্যবস্থাও করতে চাই।

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন হলিউড খ্যাত গায়িকা, চাইলেন আশীর্বাদও

    প্রসঙ্গত, ইতিমধ্যেই ভারতে ১১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে অ্যামাজন। এদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঘোষণা করা হয়েছে আরও ১৫০০ কোটি ডলার বিনিয়োগের কথা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • SSC Scam: নিয়োগ কেলেঙ্কারির জট খুলতে গুগলকে চিঠি সিবিআইয়ের

    SSC Scam: নিয়োগ কেলেঙ্কারির জট খুলতে গুগলকে চিঠি সিবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার এসএসসি (SSC Scam) মামলায় তথ্য চেয়ে গুগলকে (Google) চিঠি দিল সিবিআই (CBI)। জাল ওয়েবসাইট সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়েছে গুগলের কাছে। জানা গিয়েছে, এই জাল ওয়েবসাইটেই অযোগ্যদের টাকার বিনিময়ে পাশ করার রেজাল্ট দেখানো হত। সেই কারণেই ওই জাল ওয়েবসাইট সম্পর্কে খোঁজখবর শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, দুটি ওয়েবসাইটের খোঁজ পাওয়া গিয়েছে।

    এসএসসি (SSC Scam) মামলা…

    এই দুটি ওয়েবসাইটে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে দেখানো হত তাঁদের নাম। টাকা নেওয়ার পরে ডিলিট করে দেওয়া হত সেই তালিকা। সেই কারণেই আইপি অ্যাড্রেস সহ যাবতীয় তথ্য পেতে গুগলকে চিঠি দিয়েছে সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কিছু কর্মপ্রার্থী চাকরি পেলেও, অনেকেই পাননি। যদিও টাকা দিয়েছেন তাঁরা। যার অর্থ, প্রতারিত হয়েছেন তাঁরাও। কারা প্রতারিত হয়েছেন, কোন অযোগ্য প্রার্থী চাকরিতে যোগ দিয়েছেন, তা জানতেই তথ্য চাওয়া হয়েছে গুগুলের কাছে।

    সিবিআইয়ের দাবি, যাঁরা পরীক্ষায় (SSC Scam) ফেল করত, ওয়েবসাইটের দেওয়া রেজাল্টে তাঁকে পাশ দেখানো হত। সেই রেজাল্টের প্রিন্টআউটও দেওয়া হত। টাকা নেওয়ার পরে ওয়েবসাইট থেকে উধাও হয়ে যেত সেই নাম। সিবিআই সূত্রে খবর, পর্ষদের আসল ওয়েবসাইটে .ইন রয়েছে। কিন্তু ভুয়ো ওয়েবসাইটে সেটাই .কম। জানা গিয়েছে, চাকরির জন্য যারা টাকা দিত, তাদের নাম তোলা হত ভুয়ো ওয়েবসাইটে। পরে সেটা দেখিয়েই আরও টাকা দাবি করা হত। যে ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন চাকরিপ্রার্থীরা। ফুলে ফেঁপে উঠেছে দালালরা।

    আরও পড়ুুন: ভরা বাজারে গুলি করে খুন তৃণমূল নেতাকে, শিথিল হচ্ছে মুখ্যমন্ত্রীর রাশ?

    এদিকে, পুরসভা নিয়োগ কেলেঙ্কারিতে বিভিন্ন জনের কাছ থেকে ১২ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল। অন্তত হার্ড ডিস্কে এমনই তথ্য মিলেছে বলে দাবি সিবিআইয়ের। বিভিন্ন পুরসভায় নিয়োগের (SSC Scam) ক্ষেত্রে অয়ন প্রার্থী পিছু লক্ষ লক্ষ টাকা নিতেন বলে অভিযোগ। নামে-বেনামে অয়নের নামে ফ্ল্যাট রয়েছে বিভিন্ন জায়গায়। অয়ন সেই ফ্ল্যাটগুলির টাকা কোথা থেকে পেয়েছিলেন, তা খতিয়ে দেখছে ইডি। অয়নের প্রায় আটটি ফ্ল্যাট রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। সেই টাকার উৎস কী তা খতিয়ে দেখছে ইডি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • NCLAT: গুগলের বিরুদ্ধে জরিমানায় শিলমোহর ন্যাশনাল কোম্পানি ল’ অ্যাপিলেট ট্রাইবুনালের

    NCLAT: গুগলের বিরুদ্ধে জরিমানায় শিলমোহর ন্যাশনাল কোম্পানি ল’ অ্যাপিলেট ট্রাইবুনালের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (Google) অ্যানড্রয়েড মার্কেটে তার ডমিনেন্ট পজিশনের অপব্যবহার করেছে। বুধবার কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার (CCI) সঙ্গে এ ব্যাপারে সহমত পোষণ করল ন্যাশনাল কোম্পানি ল’ অ্যাপিলেট ট্রাইবুনাল (NCLAT)। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া গুগলের যে ১ হাজার ৩৩৭.৭৬ কোটি টাকা জরিমানা করেছিল, তাতেও শিলমোহর দিয়েছে ন্যাশনাল কোম্পানি ল’ অ্যাপিলেট ট্রাইবুনালের চেয়ারপার্সন বিচারপতি অশোক ভূষণ ও টেকনিক্যাল মেম্বার ডঃ অলোক শ্রীবাস্তবের বেঞ্চ। গত বছর অক্টোবরে পাশ হয়েছিল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার অর্ডার। সে ব্যাপারে বেঞ্চের পর্যবেক্ষণ, কমিশন অনুসন্ধান করে যা পেয়েছে, তা রেকর্ড করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তেও পৌঁছেছে।

    ন্যাশনাল কোম্পানি ল’ অ্যাপিলেট ট্রাইবুনাল (NCLAT)…

    প্রসঙ্গত, বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে প্রতিযোগী সার্চ ইঞ্জিনগুলির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আচরণের অভিযোগ ছিল। প্রতিযোগীদের রাস্তা থেকে সরাতে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করছে বলেও অভিযোগ জমা পড়েছিল ভারতে এই বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে। তার ভিত্তিতে তদন্ত করে পৃথিবীর বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগলকে ১ হাজার ৩৩৭.৭৬ কোটি টাকা জরিমানা করেছিল কমিশন। তার বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনালে (NCLAT) আবেদন জানায় গুগল। ট্রাইবুনাল তা শুনতে অস্বীকার করে।

    আরও পড়ুুন: সাংসদ পদ ফিরে পেলেন এনসিপি সাংসদ, আশার আলো দেখছে কংগ্রেস

    তার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় গুগল। ভারতের শীর্ষ আদালতে আবেদন জানানো হয় সংস্থার তরফে। আগামী ১৬ জানুয়ারি সেই আবেদনের ভিত্তিতে শুনানি করতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে বেঞ্চ গুগলকে কিছুটা স্বস্তিও দিয়েছে। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া গুগলের ওপর যেসব নিষেধাজ্ঞা জারি করেছিল, সেগুলি আপাতত সরিয়ে রাখা হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলি (NCLAT) হল, গুগল প্লে সার্ভিসেস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের অ্যাক্সেস ডিনাই করতে পারবে না। ইউজাররা আগে যেসব অ্যাপ ইনস্টল করেছিলেন, সেগুলিকে আনইনস্টল করতে পারবে না। এছাড়াও আরও কয়েকটি রেস্ট্রিকশানও রয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
     
  • Paneer Pasanda: ২০২২ সালে গুগলে সব থেকে বেশি সার্চ হয়েছে পনীর পসন্দা

    Paneer Pasanda: ২০২২ সালে গুগলে সব থেকে বেশি সার্চ হয়েছে পনীর পসন্দা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় খাবার বিশ্বব্যাপী পছন্দের শীর্ষে। সম্প্রতি গুগল, তাদের ‘ইয়ার ইন সার্চ ২০২২’ তালিকা প্রকাশ করেছে। প্রতি বছর, tech giant একটি তালিকা প্রকাশ করে, বিভিন্ন দেশের লোকেরা কী শেয়ার করছে – তার উপর। তালিকার একটি সেকশন সেই খাবার রেসিপিগুলির বিবরণ দেয় যা লোকেরা সারা বছর  সবচেয়ে বেশি সার্চ করে। চলতি বছরে পনীর পসন্দ (Paneer Pasanda) শীর্ষে রয়েছে, এই সার্চে। 

    আরও পড়ুন: এনজেএসি বাতিল করে শীর্ষ আদালত জনসাধারণের রায়কে উপেক্ষা করেছে, রাজ্যসভায় বললেন ধনখড়

    ওই তালিকা অনুসারে, এপ্রিল মাসে  এই রেসিপিটি (Paneer Pasanda) সবচেয়ে বেশি সার্চ করা হয়েছিল। ভারতে মুঘল আমলে এই ডিশের (Paneer Pasanda) উৎপত্তি বলে মনে করা হয়।

    আরও পড়ুন: জি-২০ ভার্চুয়াল বৈঠকে শুক্রবার ফের মুখোমুখি হচ্ছেন মোদি-মমতা

    শীর্ষ পাঁচ-এ আর কোন কোন খাবার রয়েছে ?

    Google-এর  “শীর্ষ ৫” খাবার রেসিপি (Paneer Pasanda) সার্চের মধ্যে প্রথম স্থান দখল করেছে, পনীর পসন্দা (Paneer Pasanda)। “বোলো কেসিরো”, নামের এক ধরনের ঘরে তৈরি কেক, দ্বিতীয় স্থান অধিকার করেছে। “তুজলু কুরাবিয়ে” নামে তুর্কি সুস্বাদু বিস্কুট তৃতীয় স্থান অধিকার করেছে। চতুর্থ স্থান দখল করেছে “ওভারনাইট ওটস”। জার্মানির খাবার, “জিমটসনেকেন”, পঞ্চম স্থান দখল করেছে।

    আরও পড়ুন: বিজেপির রেকর্ড জয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির শিরোনামে গুজরাট নির্বাচনের ফল

    পনীর পসন্দার (Paneer Pasanda) পাশাপাশি, ভারতীয় খাবার হিসেবে পরিচিত মোদক, চিকেন স্যুপ এবং মালাই কোফতাও তালিকায় জায়গা করে নিয়েছে।

    কীভাবে বানাবেন পনীর পসন্দা ?

    -প্রথমে পেঁয়াজ, লংকা, আদা, রসুন, কাজু  একসাথে নিয়ে মিক্সি তে স্মুথ পেস্ট বানাতে হবে

    -এবার ১টা বাটি তে দই নিয়ে তারমধ্যে গরম মসলা পাউডার, লাল লংকার গুঁড়ো, নুন, কাসুরী মেথি যোগ করে স্মুথ ব্যাটার বানাতে হবে

    -এবার কড়াই গরম করে সাদা তেল দিয়ে গোটা গরম মসলা (এলাচ, দারচিনি ) দিতে হবে

    -একটু নেড়ে নিয়েই আগে থেকে বানানো পেস্ট টা যোগ করতে হবে

    -৫ মিনিট লো ফ্লেম এ রান্না করতে হবে

    -এরপর টক দই এর ব্যাটার টা দিতে হবে

    -কিছুক্ষন রান্না করার পরে একটু জল যোগ করতে হবে

    -নুন, চিনি স্বাদ মতো দিতে হবে

    -গ্রেভি ফুটে উঠলে পনীর কিউব গুলো দিতে হবে

    -৫ মিনিট রান্না করে নামিয়ে দিতে হবে

     

    আরও পড়ুন: পরিষেবা ভাল নয়, তাই সরকারি হাসপাতালে চিকিৎসা করান না খোদ মুখ্যমন্ত্রী!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Sundar Pichai: ‘ভারত আমারই এক অংশ’, পদ্মভূষণ পেয়ে বললেন সুন্দর পিচাই

    Sundar Pichai: ‘ভারত আমারই এক অংশ’, পদ্মভূষণ পেয়ে বললেন সুন্দর পিচাই

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোতে পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)। শিল্প ও বাণিজ্য বিভাগে তাঁর অবদানের কারণে তাঁকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মানে সম্মানিত করা হল। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু সুন্দর পিচাইয়ের হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেন। পুরস্কার দিয়ে তিনি বলেন, “মাদুরাই থেকে এত দূর পর্যন্ত সুন্দর পিচাইয়ের এই যাত্রা বিশ্ব মঞ্চে ভারতের প্রতিভা ও উদ্ভাবনী শক্তির প্রমাণ।”

    আরও পড়ুন: ‘বোমা বাঁধছিলেন তৃণমূল নেতা’, ভূপতিনগরের ঘটনায় এনআইএ তদন্তের দাবি শুভেন্দুর

    কী বললেন সুন্দর? 

    পুরস্কার পাওয়ার পর সুন্দর পিচাই (Sundar Pichai) বলেন, “ভারত বরাবরই আমার একটি বড় অংশ। সরকার তথা দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।” এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রযুক্তি নিয়ে তাঁর উদ্যোগ এবং দূরদর্শিতাকেও কুর্নিশ জানান। তিনি বলেন, “আমি গুগল এবং ভারতের মধ্যে বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী। আরও বেশি মানুষের কাছে আমরা প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে চাই। আমরা সম্প্রতি ভারতের ডিজিটাল উন্নয়নের জন্য ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেছি। এর মাধ্যমে আরও সস্তায় ইন্টারনেট অ্যাক্সেস সকলের কাছে পৌঁছে দেওয়া হবে। এর পাশাপাশি সমস্ত ছোটবড় ব্যবসাকেই ডিজিটাল রূপান্তরিত হতে সহায়তা করব।”

     


    তিনি (Sundar Pichai) আরও বলেন, “আমি ভাগ্যবান যে এমন একটা পরিবারে জন্মেছি, যেখানে জ্ঞান ও শিক্ষাকে এভাবে লালন করা হয়েছিল।” পাশাপাশি নিজের অভিভাবকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁরা সুন্দরের স্বপ্নকে সত্যি করতে বহু আত্মত্যাগ করেছিলেন। 

    প্রসঙ্গত, খড়গপুর আইআইটির প্রাক্তন ছাত্র সুন্দর পিচাই (Sundar Pichai)। তামিলনাড়ুর মাদুরাইয়ে জন্মগ্রহণ করেন সুন্দর। ২০০৪ সালে গুগলের সঙ্গে যুক্ত হন তিনি। পরবর্তীতে তিনি ওই সংস্থার সিইও হন। পরে সার্চ ইঞ্জিনটির সত্বাধিকারী সংস্থা Alphabet Inc-এর ‘চিফ এগজিকিউটিভ অফিসার’ পদেও আসীন হন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

       

     

  • Google Play Store: গুগল প্লে স্টোর ১৬ টি অ্যাপ সরিয়ে দিয়েছে

    Google Play Store: গুগল প্লে স্টোর ১৬ টি অ্যাপ সরিয়ে দিয়েছে

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি গুগল তার প্লে-স্টোর (Google Play Store) থেকে ১৬ টি অ্যাপ অত্যাধিক ডেটা ব্যবহার ও ব্যাটারি ড্রেনেজের কারণে সরিয়ে দিয়েছে। শুধু বেশি ব্যাটারি নয়, এই অ্যাপগুলি গোপনে ব্যবহারকারীর মোবাইল ডেটাও (Mobile Data) ব্যবহার করে আসছিল। জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস কোম্পানি ম্যাকাফি (McAfee) দ্বারা এই অ্যাপগুলি শনাক্ত করা হয়েছে। অ্যান্টি-ভাইরাস কোম্পানিটির রিপোর্টের পরেই গুগল এই অ্যাপগুলিকে প্লে-স্টোর থেকে সরিয়ে দিয়েছে। এই অ্যাপগুলি সরানোর আগে ইউটিলিটি বিভাগের অংশ ছিল। এই অ্যাপগুলি ফ্ল্যাশলাইট, ক্যামেরা, কিউআর রিডিং এবং পরিমাপ রূপান্তরের মতো অনেক বৈশিষ্ট্য অফার করে।

    আরও পড়ুন: একচেটিয়া বাজার দখলের অভিযোগে গুগলকে জরিমানা করল ভারত সরকার

    আসুন জেনে নিন কোন অ্যাপগুলিকে গুগল তার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে।

    • কারেন্সি কনভার্টার
    • হাই-স্পিড ক্যামেরা
    • স্মার্ট টাস্ক ম্যানেজার
    • টর্চলাইট+
    • কে-ডিকশেনারি
    • কুইক নোট
    • ইজডিকা
    • ইনস্টাগ্রাম প্রোফাইল ডাউনলোডার
    • ইজ নোট

    আরও পড়ুন: ভুয়ো খবর ঠেকাতে ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন ফিচার

    প্রতিবেদনে বলা হয়েছে মোবাইলে এই অ্যাপগুলি ইন্সটল করলে অ্যাপগুলি অতিরিক্ত কোড ডাউনলোড করে, ব্যবহারকারীদের প্রতারণা করতে পারে। ব্যবহারকারীদের অজান্তেই এই অ্যাপগুলি ডিভাইসগুলিতে বিজ্ঞপ্তি পাঠায়, যার ফলে পেছনে ওয়েব পেজ খুলে যায়। অজান্তেই ফোনের ব্যাকগ্রাউন্ডে এই বিজ্ঞাপনগুলি চলতে থাকে। এর ফলে ব্যবহারকারীদের ডেটা এবং ফোনের ব্যাটারি দুটোই খরচ হয়। নিরাপত্তা সংস্থার মতে, এই অ্যাপগুলির মধ্যে কিছু অ্যাডওয়্যারের কোড রয়েছে, যার নাম কম.লাইভপোস্টিং (com.liveposting)।

    এই কোডটি একটি এজেন্টের মতো কাজ করে,  লুকনো অ্যাডওয়্যার পরিষেবা চালায়। অন্যদিকে, কিছু অ্যাপে কম.ক্লিক.ক্যাস (com.click.cas)-এ একটি এডিশন লাইব্রেরি রয়েছে, যা স্বয়ংক্রিয় ক্লিক ফাংশনে কাজ করে। যদি আপনার ফোনে উপরের তালিকায় থাকা কোনও অ্যাপ থাকে, গুগল অবিলম্বে অ্যাপটি ডিলিট করতে বলছেন ব্যবহারকারীদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
     
  • Competition Commission of India: ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গুগলকে ফের জরিমানা করল সিসিআই

    Competition Commission of India: ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গুগলকে ফের জরিমানা করল সিসিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: প্লে স্টোর নীতিতে বার বার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে গুগলের (Google) বিরুদ্ধে। এই অপরাধে গুগলকে ৯৩৬.৪৪ কোটি টাকা জরিমানা করেছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)। এক সপ্তাহের ব্যবধানে এই নিয়ে দুবার জরিমানা করা হল গুগলকে। এরই সঙ্গে অনৈতিকভাবে ব্যবসা বন্ধ করারও নির্দেশ দিয়েছে সিসিআই। মঙ্গলবার সংস্থাটিকে জরিমানা করে এই নির্দেশ দিয়েছে সিসিআই। সিসিআই- এর অভিযোগ, পেমেন্ট অ্যাপের প্রচারের জন্য নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে গুগল। ট্যুইটারে এই জরিমানার কথা ঘোষণা করেছে গুগল। 

     


              

    এর আগে ২০ অক্টোবর গুগলকে ১ হাজার ৩৩৭ কোটি টাকা জরিমানা করেছিল সিসিআই। সেই সময় অভিযোগ করা হয়েছিল, অনলাইন সার্চ এবং অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে নিজেদের অ্যাপ যেমন ক্রোম এবং ইউটিউবকে বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছে গুগল। আর তার জেরেই জরিমানা করা হয়। গুগল জানিয়েছে, এই নির্দেশের ফলে ধাক্কা খাবেন ভারতীয় ব্যবহারকারীরা।

    আরও পড়ুন: ইউক্রেনের চারটি অঞ্চলে সামরিক আইন জারি করল মস্কো

    সিসিআই তার তদন্তে দেখেছে, ভারতে অ্যাপ স্টোরের বাজারে স্মার্ট মোবাইল ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল  আইওএস -এ গুগলের প্রাধান্য থাকার সুযোগ নিচ্ছে কোম্পানি। গুগলের প্লে স্টোরের নীতি অনুযায়ী, অ্যাপ ডেভেলপারদের প্লে স্টোরে নিজেদের অ্যাপ রাখতে হলে গুগল প্লে বিলিং সিস্টেম (GPBS) ব্যবহার করতে হবে। অ্যাপ ডেভেলপাররা GPBS ব্যবহার করার ক্ষেত্রে যদি Google-এর নীতি অনুসরণ না করে, তাহলে তারা তাদের অ্যাপগুলি প্লে স্টোরে রাখতে পারবে না। গুগলের এই নীতির কারণে, অ্যান্ড্রয়েড অ্যাপগুলি একটা বড় গ্রাহক সংখ্যা হারাচ্ছে। শুধু তাই নয়, প্লে স্টোরে এই অ্যাপ রাখার জন্য বিলিংয়ের ক্ষেত্রে UPI অ্যাপগুলিকেও লেনদেনের সুযোগ দিচ্ছে না গুগল। প্লে স্টোরের অ্যাপে নিজেদের পেমেন্ট অ্যাপকেই প্রমোট করছে কোম্পানি। যা আদতে আইনবিরুদ্ধ। সেই কারণেই গুগলের বিরুদ্ধে জরিমানার পথে হেঁটেছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • Google Meet: ‘গুগল মিট’-এ আসতে চলেছে নতুন ফিচার, মিটিং-এ মিউট আনমিউট করা হবে আরও সহজ!

    Google Meet: ‘গুগল মিট’-এ আসতে চলেছে নতুন ফিচার, মিটিং-এ মিউট আনমিউট করা হবে আরও সহজ!

    মাধ্যম নিউজ ডেস্ক: গুগল মিট (Google Meet) নিয়ে এসেছে তাদের নতুন ফিচার। গুগল মিট ভার্চুয়ালি মিটিং করার জন্য খুবই জনপ্রিয়। গুগল মিটে মিটিং চলাকালীন মাইক্রোফোন মিউট (Mute) ও আনমিউট (Unmute) করার অপশন আগেই দেওয়া হয়েছে গুগলের তরফে। কিন্তু এবারে মিউট ও আনমিউট করার ক্ষেত্রে এক পরিবর্তন নিয়ে এসেছে গুগল। এবারে মিউট করা হবে আরও সহজ, তাড়াতাড়ি ও নিরাপদ।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলা হবে আরও মজাদার! দেখা যাবে গ্রুপ সদস্যের প্রোফাইল ফটো

    মিউট ও আনমিউট করার জন্য এবারে আর মিউট অপশনে যেতে হবে না। কিবোর্ডের স্পেসবারে (Spacebar) লং প্রেস করলেই আনমিউট হয়ে যাবে ও স্পেসবারটি ছেড়ে দিলেই আবার মিউট হয়ে যাবে। বর্তমানে গুগল মিটে মিটিং চলাকালীন কোনও কথা বলতে গেলে মিউট করার অপশনে ক্লিক করতে হয় তারপরেই মাইক্রোফোন অন হয় অর্থাৎ আনমিউট হয়। আবার অনেক সময় অনেকেই আনমিউট করে পরে মিউট করতেও ভুলে যায়, সেক্ষেত্রেও অন্য রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই এবারে মিউট আনমিউট করা ব্যবহারকারীদের জন্য আরও বেশি সহজ করা হল।

    আরও পড়ুন: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    তবে এই মিউট-আনমিউট ফিচার ছাড়াও গুগল থেকে জানানো হয়েছে, গুগল মিটেও ‘Hey Google’ ভয়েস কন্ট্রোল চলবে। তবে যখন স্মার্টফোনে কোনও রকম মিটিং চলবে না তখনই গুগল অ্যাসিস্টেন্ট অ্যাক্টিভ থাকবে ও মিটিং শুরু হওয়ার ১০ মিনিট আগে পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। সম্প্রতি গত মাসেই গুগল মিটে এক ফিচার নিয়ে আসার কথা বলা হয়েছিল। এই ফিচারে বলা হয়েছে এবার থেকে ইউটউবে লাইভস্ট্রিম করা যাবে গুগল মিটের মিটিং। অর্থাৎ একসঙ্গে অনেকে মিলে গুগল মিটের মাধ্যমে যখন ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হলে, তখন সেই মিটিং সরাসরি ভাবে ইউটিউবে স্ট্রিম করা বা দেখানো যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Gmail New Feature: এবারে মেসেজ, ভিডিও কল করা যাবে জিমেলে! গুগল নিয়ে এল নতুন ফিচার

    Gmail New Feature: এবারে মেসেজ, ভিডিও কল করা যাবে জিমেলে! গুগল নিয়ে এল নতুন ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপের (WhatsApp) পর এবারে নতুন বৈশিষ্ট্য আসতে চলেছে জিমেলে (Gmail)। এতদিন পর্যন্ত গুগল তেমন কোনও নতুন আপডেট আনেনি জিমেলের জন্য। তবে এবারে একাধিক নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছে গুগল। এবারে পুরো চেহারাই বদলে নতুন রূপ দেওয়া হবে গুগল-এর অত্যন্ত জনপ্রিয় এই ইমেল সার্ভিস জিমেলকে। পুরো জিমেল-এর ওয়েবসাইট কে রিডিজাইন করা হবে বলে জানিয়েছে গুগল। আর তাছাড়াও এবার থেকে জিমেলেই আপনি কাউকে মেসেজ করা থেকে শুরু করে ভিডিও কল ইত্যাদি করতে পারবেন। জিমেলকে আরও বেশি আকর্ষণীয় করতে চলেছে গুগল।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপেও এবার বানাতে পারবেন নিজের ‘ডিজিটাল অবতার’, শীঘ্রই আসতে চলেছে এই ফিচার

    এরপর থেকে জিমেলেই চলে আসবে গুগল চ্যাট (Google Chat), গুগল মিট (Google Meet) এবং গুগল স্পেস (Google Space)। জিমেল উইন্ডোতেই এই তিনটি সার্ভিস দেখতে পাবেন ইউজাররা। এমনকি গুগল মিটে আর লিঙ্কেরও প্রয়োজন হবে না। গুগল-এর পক্ষ থেকে এদিন জানানো হয়েছে যে, চলতি বছরেই এই নতুন ইন্টারফেসে জিমেল ব্যবহার করতে পারবে ইউজাররা। আবার এতে ‘Material U’ -এর ডিজাইনের বৈশিষ্ট্যটি লঞ্চ করতে চলেছে। যেখানে নতুন বাটান, নতুন রং ব্যবহার করা হবে। এই ফিচারগুলো লঞ্চ করলে ইউজাররা খুব সহজেই শুধুমাত্র গুগল জিমেল থেকেই মেসেজ, ভিডিও কল, গ্রুপ কল করতে পারবেন। জিমেলেই একটি অপশন থাকবে যেখান থেকে আপনি চ্যাট ফিচারটি অন করলেই পাশে একটি প্যানেল চলে আসবে যেখানে চ্যাট, ভিডিও কল করার অপশন দেখাবে।

    আরও পড়ুন: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    তবে এমনটা হতেই পারে যে, জিমেলের নতুন ফিচার, ডিজাইন পছন্দ হয়নি। তবে চিন্তার কোনও কারণ নেই। কারণ আপনারা সহজেই আগের জিমেলে সুইচ করতে পারবেন। এক্ষেত্রে সেটিংসে গিয়ে সুইচ করতে হবে। এছাড়াও ট্যাবলেটে জিমেল ব্যবহার আরও মজাদার করার জন্য গুগল আরও নতুন ফিচারের ওপর কাজ করছে। খুব শীঘ্রই এই ফিচারগুলো সমস্ত ইউজাররা ব্যবহার করতে পারবে।

LinkedIn
Share