Tag: India vs Australia

India vs Australia

  • India Vs Australia: রোহিতের রূপকথা! জয়ের হ্যাটট্রিক, অস্ট্রেলিয়াকে হারিয়েই শেষ চারে ভারত

    India Vs Australia: রোহিতের রূপকথা! জয়ের হ্যাটট্রিক, অস্ট্রেলিয়াকে হারিয়েই শেষ চারে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: টসে জিতে ফিল্ডিং নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ। প্রথম ওভারেই রোহিতের আউটের আবেদন করেছিল অস্ট্রেলিয়া (India Vs Australia)। কিন্তু ব্যাটে লেগে বল মাটিতে ছুঁয়ে ফিল্ডারের হাতে যায়। বেঁচে গেলেন রোহিত। দ্বিতীয় ওভার, হ্যাজলউডের শর্ট বলে পুল করতে গিয়ে আউট কোহলি। ফিরলেন শূন্য রানে। ২ ওভারের শেষে ভারতের রান ৬/১। ভারতীয় ক্রিকেট প্রেমীরা তখন চুপ। তাহলে এবারও…। দিনের তৃতীয় ওভার আইপিএলে ফাইনালে ৩ ওভারে ১৪ রান দিয়ে দুই উইকেট তোলা ২৫ কোটির বোলার মিচেল স্টার্কের হাতে বল। দুরু দুরু বুকে টিভির পর্দায় চোখ ১৪০ কোটির। ৩ ওভারের শেষে ভারতের স্কোর ৩৫/১। স্টার্কের এক ওভারে চারটি ছক্কা ও একটি বাউন্ডারি রোহিতের। শুরু রোহিত-রূপকথার।

    রোহিতের মধুর বদলা

    ভারত অধিনায়ককে হিটম্যান বলা হয়। অস্ট্রেলিয়ার (India Vs Australia) বিরুদ্ধে তিনি আরও এক বার বোঝালেন তাঁর সেই নামকরণের সার্থকতা। কখনও পুল, কখনও লং অনের উপর দিয়ে আবার কখনও কভারে রোহিত খেললেন অনায়াসে। ১৯ বলে অর্ধশতরান করলেন রোহিত। মাত্র ৮ রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। স্টার্কের হাতেই ৪১ বলে ৯২ রান করে আউট হন তিনি। বিরতিতে সূর্যকুমার বললেন, ‘লাইক আ ড্রিম!’ স্বপ্নই বটে। বিগ বস! সাতটা চার আর আটটা ছক্কায় কোথাও যেন ধরা থাকল আক্রোশ, আমেদাবাদে গত ১৯ নভেম্বর ঝাঁ চকচকে শুরু করেও ৪৭ রানে ট্র্যাভিস হেডের অবিশ্বাস্য ক্যাচে স্বপ্নভঙ্গের যন্ত্রণা। ব্যাগি গ্রিনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, রোজ রোজ সমান যায় না। 

    ভারতের দাপট

    একটা সময় মনে হচ্ছিল ভারত হয়তো ২২০ রান তুলে ফেলবে। কিন্তু রোহিত এবং সূর্যকুমার যাদব আউট হতেই রানের গতি কমে যায়। ১৬ বলে ৩১ রান করে সূর্য ফিরতেই ভারতের ২২০ রানের আশা শেষ হয়ে যায়। হার্দিক ও দুবে চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁরা ক্রিজে থিতু হতে হতেই বেশ কিছু বল নষ্ট করেন। ফলে শেষ দিকে বড় শট খেললেও ২০৫ রানেই আটকে যায় ভারতের ইনিংস। রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি অজিরা। যে ভাবে সোমবার ট্রেভিস হেড ব্যাট করতে শুরু করেছিলেন, তাতে সাত মাস আগের স্মৃতি ফিরে এসেছিল ভারতীয় সমর্থকদের মনে। যশপ্রীত বুমরারা শেষ পর্যন্ত হতাশ করেননি। ভারতীয় বোলারদের মধ্যে সফলতম আরশদীপ সিং। ৪ ওভারে ৩৭ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। তবে ম্যাচের মোড় ঘোড়ান কুলদীপ ও বুমরাই। কুলদীপ বল করতে আসার আগে অস্ট্রেলিয়ার ব্যাটারেরা অনায়াসে শট খেলছিলেন। দ্রুত রান করছিলেন। সেটাই আটকে দেন কুলদীপ। বলের লাইন এবং লেংথ বার বার বদলে ব্যাটারদের বোকা বানাচ্ছিলেন তিনি। তাতেই রানের গতি কমে যায়। গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে (India Vs Australia) চাপে ফেলে দেন কুলদীপ। বড় শট খেলতে গিয়ে এর পর উইকেট দেন একাধিক অজি ব্যাটার। শেষ পর্যন্ত ২৪ রানে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালে ভারত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: বদলার ম্যাচ ভারতের, অস্ট্রেলিয়ার কাছে ডু অর ডাই! কী হবে বৃষ্টি হলে?

    T20 World Cup 2024: বদলার ম্যাচ ভারতের, অস্ট্রেলিয়ার কাছে ডু অর ডাই! কী হবে বৃষ্টি হলে?

    মাধ্যম নিউজ ডেস্ক: অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছিল ভারত। গত বছর ১৯ নভেম্বর, বিশ্ব খেতাব জয়ের স্বপ্ন দেখেছিল ১৪০ কোটি ভারতবাসী। কিন্তু অল্পের জন্য সব হাতছাড়া। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেদিন ছিল পিন পড়ার মতো নিস্তব্ধতা। একটা ম্যাচ যেন সব শেষ করে দিল। একদিনের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার (India vs Australia) কাছে হার মানতে হয়েছিল রোহিতদের। কান্না চাপতে পারেনি কেউই। বিরাটের মুখ ঢাকা, রোহিতের থমথমে চেহারা, সিরাজের কান্না আজও মনে রয়েছে ক্রিকেট পাগল ভারতবাসীর। আজ, সোমবার সুদুর ক্যারিবিয়ান দ্বীপে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) তার বদলা নেওয়ার পালা রোহিতদের সামনে।

    জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য 

    ভারতের কাছে আজকে ম্যাচ (T20 World Cup 2024) যেমন সেমিফাইনাল নিশ্চিত করার, তার চেয়েও বেশি বদলার। টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত। কোনওভাবেই জয়ের পথ থেকে সরতে চায় না রোহিত এন্ড কোং। গত ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েই অভিযান শুরু করেছিল ভারত। টানা দশ ম্যাচ জিতে ফাইনাল। ট্রফির ম্যাচেও সামনে ছিল অস্ট্রেলিয়াই। কিন্তু সেই ম্যাচে আর জয় আসেনি। অস্ট্রেলিয়ার কাছে হারে ট্রফির স্বপ্নভঙ্গ হয় রোহিতদের। এ বার অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারলে, সেই জ্বালা হয়তো কিছুটা জুড়োবে রহিতদের। অস্ট্রেলিয়ার কাছে এটা ডু অর ডাই ম্যাচ (India vs Australia)। জিততে না পারলে কার্যত ছিটকে যেতে হবে বলাই যায়।

    বৃষ্টি হলে সমীকরণ

    এদিনের ম্যাচে (T20 World Cup 2024) রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ভারতের অবশ্য ক্ষতি হবে না। বরং, সেমিফাইনালে পৌঁছে যাবে রোহিতরা। চাপে থাকবে অজিরাই। এই ম্যাচ বাতিল হওয়ার কারণে, টিম ইন্ডিয়ার অ্যাকাউন্টে পাঁচ পয়েন্ট থাকবে। এই গ্রুপ থেকে কোনও দল এত পয়েন্টে পৌঁছতে পারবে না। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে ক্যাঙ্গারুরা। এই ম্যাচ বাতিলের কারণে অজিরা ৩ পয়েন্টে থামবে। আফগানিস্তানের কাছে চার পয়েন্ট করে সেমিফাইনালে যাওয়ার টিকিট পাওয়ার সুযোগ থাকবে। আফগানিস্তানের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। যদি আফগানরা সেই ম্যাচটি জিততে পারে তাহলে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে সেমিফাইনালে প্রবেশ করবে আফগানিস্তান।

    কখন, কোথায় দেখবেন খেলা

    এখনও পর্যন্ত টি-টোয়েন্টি (T20 World Cup 2024)ফর্ম্য়াটে মোট ৩১টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। তার মধ্যে ১১ বার জয় ছিনিয়ে নিয়েছে অজিরা। অন্য়দিকে ১৯ বার জিতেছে ভারতীয় দল। ইতিহাস কিন্তু বলছে পাল্লা ভারী টিম ইন্ডিয়ারই। তবে, সাম্প্রতিক সময়ে আইসিসি ইভেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। ভারতীয় সময় সোমবার রাত ৮ টা থেকে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।  স্মার্টফোনেও দেখতে পাবেন ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি। ডিজনি প্লাস হটস্টারে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs Australia: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি প্রকাশ, বর্ডার-গাভাসকর ট্রফিতে দিন-রাতের ম্যাচ

    India vs Australia: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি প্রকাশ, বর্ডার-গাভাসকর ট্রফিতে দিন-রাতের ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি ভাবে প্রকাশিত হল ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজের সূচি। পাঁচ ম্যাচের সিরিজে এবারও থাকছে দিন-রাতের টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ নভেম্বর। মঙ্গলবার ভারত-অস্ট্রেলিয়ার মহিলা দলের এক দিনের সিরিজের সূচিও প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

    কবে থেকে খেলা

    ক্রিকেট অস্ট্রেলিয়ার (India vs Australia) সিইও নিক হকলে বলেছেন, ‘‘অবশেষে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) অ্যাশেজ সিরিজের সম মর্যাদার হল। ১৯৯১-৯২ মরসুমের পর আবার ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এমন ভাবে সূচি তৈরি করা হয়েছে, যাতে অধিকাংশ ক্রিকেটপ্রেমী টেস্ট ম্যাচের লড়াই উপভোগ করতে পারেন। আশা করব এই টেস্ট সিরিজে সব স্টেডিয়ামেই দুর্দান্ত আবহ তৈরি হবে।’’ ঘোষিত সূচি অনুযায়ী রোহিত শর্মা-প্যাট কামিন্সেরা প্রথম টেস্ট খেলবেন পার্‌থে ২২ নভেম্বর থেকে। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হবে দু’দলের দ্বিতীয় টেস্ট।  ১৪ ডিসেম্বর থেকে তৃতীয় টেস্ট শুরু হবে ব্রিসবেনে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে চতুর্থ টেস্ট। ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট খেলবে মেলবোর্নে। ২০২৫ সালের ৩ জানুয়ারি দু’দলের পঞ্চম তথা শেষ টেস্ট শুরু। এই ম্যাচটি হবে সিডনিতে। 

    দিন-রাতের টেস্ট

    ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হবে দু’দলের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচটি হবে দিনরাতের। খেলা হবে গোলাপি বলে। একই সময় অস্ট্রেলিয়া (India vs Australia) সফরে যাবে ভারতের মহিলা ক্রিকেট দলও। হরমনপ্রীত কৌরেরা তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবেন। ভারতের পাশাপাশি পড়শি দেশ পাকিস্তানও এই গ্রীষ্মে অস্ট্রেলিয়া সফরে যাবে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের ঠিক আগে, নভেম্বরের শুরুর দিকেই সীমিত ওভারের সিরিজ খেলবেন বাবর আজমরা। অজিভূমে পাকিস্তানের তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে ম্যাচ খেলার কথা।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: আমেদাবাদে নীল সুনামি! টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া

    ICC World Cup 2023: আমেদাবাদে নীল সুনামি! টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্যালারিতে নীল ঢেউ! তার মধ্যে ভারতের হয়ে টস করতে নামাটাই ভাগ্যের বিষয়, দৃপ্ত ঘোষণা রোহিত শর্মার। টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে রোহিতরা। অন্য দিকে টানা আটটি ম্যাচ জিতে ট্রফির লড়াইয়ে প্যাট কামিন্সের দল। রবিবাসরীয় সন্ধ্যায় খেলার ফল কী হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। তবে, ম্যাচের শুরুতে টস ভাগ্য গেল অস্ট্রেলিয়ার সঙ্গে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কামিন্স। হেরেও ব্যাট করার সুযোগ পেলেন রোহিতরা। চূড়ান্ত লড়াইয়ে ভারতীয় একাদশও একই রাখা হয়েছে।

    স্পিনারদের সুবিধা

    আমদাবাদে খেলা হবে কালো মাটির পিচে। ভারত-পাকিস্তান ম্যাচ খেলা হয়েছিল এই পিচে। পিচ শুকনো বলে জানা গিয়েছে। স্পিনারদের সুবিধা পাওয়ার কথা। চলতি বিশ্বকাপে প্রথমে ব্যাট করলে ভারত গড়ে ১৭৫ রানে জিতেছে ম্যাচ। আর রান তাড়া করলে গড়ে ৬৪.৪ বল বাকি থাকতে ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে একপেশেভাবে হারিয়েছিল ভারত। 

     জিতলে কত পুরস্কার মূল্য ভারতের

    দুই দলের জন্যই থাকছে মোটা আর্থিক পুরস্কার। বিশ্বকাপে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মোট ১ কোটি ডলার আর্থিক পুরস্কার হিসাবে দিচ্ছে। যা ভারতীয় মূল্যে প্রায় ৮৩ কোটি টাকা। বিশ্বকাপে লিগ পর্বে একটি ম্যাচ জেতার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দিয়েছে ৪০ হাজার ডলার আর্থিক পুরস্কার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৩৪ হাজার টাকা। ভারত লিগ পর্বে ন’টি ম্যাচেই জয় পেয়েছে। তাই রোহিত, বিরাটেরা পাবেন ৩ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ প্রায় ৩ কোটি টাকা জেতা হয়ে গিয়েছে ভারতীয় দলের। সেমিফাইনালে জেতার জন্য অবশ্য আলাদা করে আর্থিক পুরস্কার পাননি রোহিতেরা। বিশ্বকাপ জয়ী দলকে আইসিসি পুরস্কার হিসাবে দেবে ৪০ লাখ ডলার বা প্রায় ৩৩ কোটি ৩২ লাখ টাকা। ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারলে পুরস্কার মূল্য হিসাবে আইসিসির কাছ থেকে পাবে মোট ৩৬ কোটি ৩২ লাখ টাকার মতো। রোহিতেরা রানার্স হলে পাবেন ২০ লাখ ডলার বা প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ ভারতীয় দল রানার্স হলে পুরস্কার মূল্য হিসাবে পাবে প্রায় ১৯ কোটি ৬৬ লাখ টাকা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mohammed Shami: কেমন আছেন, কবে ফিরবেন মাঠে? শামির বিকল্প কি খুঁজছে বিসিসিআই?

    Mohammed Shami: কেমন আছেন, কবে ফিরবেন মাঠে? শামির বিকল্প কি খুঁজছে বিসিসিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: গোড়ালিতে সার্জিকাল টেপ, বিছানার পাশে রাখা রয়েছে ক্রাচ! সোশ্যাল সাইটে নিজের ছবি পোস্ট করলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। বিষণ্ণ মুখে শামি জানালেন চোটের জন্য অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। তবে চোট সারাতে সময় লাগবে। 

    কেমন আছেন শামি

    আগেই জানা গিয়েছিল যে, মহম্মদ শামির (Mohammed Shami) পক্ষে আসন্ন আইপিএল (IPL 2024) খেলা সম্ভব হবে না। বিসিসিআই সেই জল্পনায় সিলমোহর দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘চলতি বছর, গত ২৬ ফেব্রুয়ারি ফাস্ট বোলার মহম্মদ শামির অস্ত্রোপচার হয়। ডান পায়ের গোড়ালিতে সমস্য়া হয়েছিল ওঁর। বিসিসিআইয়ের মেডিক্য়াল টিমের পর্যবেক্ষণে রয়েছেন শামি। আসন্ন আইপিএল থেকে ছিটকে গিয়েছেন তিনি।’

    এবার শামি সোশ্যাল সাইটে তাঁর কয়েকটি ছবি পোস্ট করে অস্ত্রোপচার পরবর্তী সময়ের আপডেট দিয়েছেন। দেখা যাচ্ছে শামির গোড়ালি মুড়েছে সার্জিকাল টেপ। স্পষ্ট বোঝা যাচ্ছে সেলাইয়ের দাগ। তিনি বসে আছেন বিছানায়। যার এক পাশে রয়েছে ক্রাচ! শামির (Mohammed Shami) মুখ বিষণ্ণ। তিনি ১ কোটি ৩৬ লক্ষ ফলোয়ার্সের উদ্দেশে লেখেন, ‘সবাইকে হ্য়ালো, আমার আরোগ্য সংক্রান্ত আপডেট দিতে চাই আপনাদের। ১৫ দিন হয়ে গেল আমার অস্ত্রোপচারের, সদ্য়ই আমার সেলাই কাটা হয়েছে। আমি যেভাবে এগিয়ে যাচ্ছি, তার জন্য় আমি কৃতজ্ঞ। আমি এগিয়ে যাচ্ছি। আমার নিরাময় যাত্রার পরের পর্যায়ের অপেক্ষায় আছি।’ শামির এই পোস্টটি শেয়ার করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে ভারতীয় বোর্ড।

    আরও পড়ুুন: “রাজ্যের ক্ষমতা নেই আটকানোর, রাজনীতি করবেন না”, সিএএ নিয়ে মমতাকে ‘শাহি’ তোপ

    শামির বিকল্প

    অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিনটি সিরিজ জয়ের স্বপ্ন দেখছে ভারত। চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ। সে কথা ভেবেই মহম্মদ শামির বিকল্প পেসার খোঁজার রাস্তা শুরু করে দিয়েছে বোর্ড। জোরে বোলিংয়ের জন্য উমরান মালিকের সঙ্গে চুক্তি করা তারই একটা ধাপ বলে মনে করছে ক্রিকেট মহল। অস্ট্রেলিয়ার মাটিতে জোরে বোলিং কাজে লাগবে। অস্ত্রোপচারের পর শামি কতটা সুস্থ থাকবেন তা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। তাই উমরানকে বিকল্প হিসাবে তৈরি করা হচ্ছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • AFC Asian Cup : উজবেকিস্তানের বিরুদ্ধেও কঠিন লড়াই ভারতের! উইং প্লে-তে জোর সুনীলের

    AFC Asian Cup : উজবেকিস্তানের বিরুদ্ধেও কঠিন লড়াই ভারতের! উইং প্লে-তে জোর সুনীলের

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার কাছে এশিয়ান কাপের গ্রুপ লিগের প্রথম ম্যাচে ০-২ হেরে সুনীল ছেত্রীর ভারত লিগ টেবলে চার নম্বরে। প্রথম দুইয়ের মধ্যে থেকে পরের রাউন্ডে যেতে গেলে বৃহস্পতিবার উজবেকিস্তানকে হারাতেই হবে ভারতকে। উজবেকিস্তানও ক্রমতালিকায় ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে। তারা রয়েছে ৬৮ নম্বরে, ভারতের চেয়ে ৩৪ ধাপ এগিয়ে। ভারতের র‍্যাঙ্কিং ১০২। তবুও সব কিছু ভুলে মাঠে নেমে লড়াই করতে চায় ভারত। আর ডিফেন্সিভ নয়, উজবেকিস্তানের বিরুদ্ধে অ্যাটাকিং ফুটবলই খেলতে চায় ইগর স্টিম্যাচের ছাত্ররা।

    কী বলছেন সুনীল

    অস্ট্রেলিয়ার ম্যাচে হার নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী বলেছেন, ‘এশিয়ার অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলা মোটেই সোজা নয়। এই নিয়ে অনেক কিছু ভাবার আছে। আমরা এই ধরনের শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে খুব একটা অভ্যস্ত নই। কারণ, এই ধরনের দলের বিরুদ্ধে বেশি ম্যাচ খেলার সুযোগ পাই না আমরা। তাই কীসের সামনে পড়তে চলেছি, তা জানা মুশকিল।’ প্রসঙ্গত, বিশ্বের ২৫ নম্বর ও এশিয়ার চার নম্বর দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে রক্ষণাত্মক হলেও, ভয়ডরহীন ফুটবল খেলেছিল ভারত। ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত খেলার ফল গোলশূন্যই ছিল। তবে শেষমেশ ০-২ ম্যাচটি হারে টিম ইন্ডিয়া। সুনীলের কথায়, ‘ভালো, খারাপ, দু’রকমই মনে হচ্ছে। ম্যাচের ভিডিয়ো দেখলে হয়তো আত্মবিশ্বাস আরও বাড়বে আমাদের। যে জায়গাগুলোতে আরও ভাল করতে পারতাম, সেই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে আমাদের।’ 

    আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা

    প্রথম ম্যাচে উজবেকিস্তান আবার সিরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। যে কারণে ভারতের বিরুদ্ধে তারা জিততে মরিয়া হয়ে থাকবে। পরবর্তী রাউন্ডে ওঠার আশা জিইয়ে রাখতে গেলে ভারতেরও জয় প্রয়োজন। তাই ভারতের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। সুনীল বলেছেন, ‘উজবেকিস্তান কিন্তু অস্ট্রেলিয়া নয়। তবে ওরাও যথেষ্ট ভালো দল। তাই এই ম্যাচেও আমরা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছি।’ তবে চ্যালেঞ্জ থাকলেও আক্রমণাত্মক ফুটবল খেলার লক্ষ্যই রয়েছে ভারতের। উজবেকিস্তানকে প্রথম ম্যাচে গোলশূন্যভাবে রুখে দিয়েছিল ৯১ তম স্থানে থাকা সিরিয়া। ভারতও যদি উজবেকিস্তানের কাছে না হারে ও তার পরের ম্যাচে সিরিয়ার সঙ্গে জেতে তাহলে পরের পর্বে যাওয়ার ক্ষীণ সুযোগ থাকবে সুনীলদের সামনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Australia: “শেষ ওভার স্বস্তি ফেরাল”! ভারতকে জিতিয়ে কী বললেন অর্শদীপ

    India vs Australia: “শেষ ওভার স্বস্তি ফেরাল”! ভারতকে জিতিয়ে কী বললেন অর্শদীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: সিরিজ জয় নিশ্চিত ছিল, তবে বিশ্বকাপে পরাজয়ের জ্বালা মেটাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর কোনওভাবেই হারতে রাজি ছিল না ভারত। বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে লো-স্কোরিং ম্যাচে রবিবার অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দিল সূর্যের ভারত। ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ ভারতের পকেটে। শেষ ওভারে জয়ের জন্য অজিদের দরকার ছিল ৯ রান। কোটার প্রথম তিন ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন অর্শদীপ। তাঁর ইকোনমিই সবচেয়ে বেশি। তাঁর হাতেই বল তুলে দিলেন অধিনায়। নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ওভারে মাত্র ৩ রান দিয়ে ম্যাথিউ ওয়েডের উইকেট নিয়ে স্বস্তি ফেরালেন অর্শদীপ।

    বিশেষ কোনও পরিকল্পনা ছিল না

    রুদ্ধশ্বাস ম্যাচ শেষে অর্শদীপ বলেন, ‘প্রথম তিন ওভারে প্রচুর রান দিয়েছি। ভেবেছিলাম আমিই হয়তো খলনায়ক হব। তবে ঈশ্বর আমাকে আরও একটা সুযোগ দিয়েছিল ঘুরে দাঁড়ানোর। টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল আমার ওপর। সত্যি বলতে, শেষ ওভারে বোলিংয়ের জন্য আমার বিশেষ কোনও পরিকল্পনাই ছিল না। সূর্য ভাই বলে, যা হবে দেখা যাবে। এই জয়ের জন্য ব্যাটিংকেও কৃতিত্ব দিতে হবে। কারণ, আমাদের যা দক্ষতা সেই অনুযায়ী সার্বিক বোলিং পারফরম্যান্স খুব ভালো হয়নি। এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। ভুলগুলো থেকে ঘুরে দাঁড়াবো।’

    নয়া স্পিন জুটি

    এদিন প্রথমে ব্যাট করে ১৬০ রান তুলেছিল ভারত। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। আগে বল করার সুযোগ পেয়ে সেটা কাজে লাগালেন অস্ট্রেলিয়ার বোলারেরা। দ্রুত যশস্বী, ঋতুরাজ, সূর্য, রিঙ্কুর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। শ্রেয়সের সঙ্গে থেকে ভারতকে ১৬০ রানে পৌঁছে দেওয়ার কাজটি করেন জিতেশ শর্মা (২৪) এবং অক্ষর পটেল (৩১)। প্রথম শ্রেয়সের সঙ্গে জিতেশ ৪৭ রানের জুটি গড়েন। পরে অক্ষরের সঙ্গে শ্রেয়স যোগ করেন আরও ৪৬ রান। তাঁরা ফিরে যাওয়ার পর শ্রেয়সও (৩৭ বলে ৫৩ রান) আউট হয়ে যান। ফলে বেঙ্গালুরুতে ভারতের ইনিংস থেমে যায় ১৬০ রানে।

    এই ম্যাচ জিততে হলে বোলারদের উপর নির্ভর করতে হত। শেষ বেলায় তাঁরাই জেতালেন। মুকেশ এবং অর্শদীপ মিলে ডেথ ওভারে যেমন রান আটকালেন, তেমনই উইকেট তুলে নিলেন। দুরন্ত স্পিন-আক্রমণ শানালেন রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল। তাঁরা দু’জনে মিলে ৩ উইকেট নিলেন সেই সঙ্গে দিলেন মাত্র ৩৩ রান। তাঁদের কৃপণ বোলিং ভারতকে জিততে সাহায্য করল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India T-20 Record: পাকিস্তানকে সরিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি২০ জয়ের নজির ভারতের 

    India T-20 Record: পাকিস্তানকে সরিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি২০ জয়ের নজির ভারতের 

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক টি২০ ফরম্য়াটে এতদিন সর্বকালীন জয়ের রেকর্ড ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েই ভারত লিখে ফেলল ইতিহাস। ওয়াঘার ওপারের ক্রিকেটীয় দেশকে পিছনে ফেলে দিল সূর্যবাহিনী। এখন ভারতের ঝুলিতেই সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি২০ জয়ের নজির। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগে ব্যাট করে ১৭৪-৯ তুলেছিল ভারত। ঝড়ের গতিতে ব্যাট করেন রিঙ্কু সিং। জবাবে ১৫৪ রানে থেমে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। শেষ দিকে ভারতের নিয়ন্ত্রিত বোলিং খেলতে পারলেন না অস্ট্রেলিয়ার ব্যাটারেরা। এই জয়ের ফলে অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিল ভারত। সিরিজে ভারত এখন ৩-১ ব্যবধানে এগিয়ে।

    পিছনে পাকিস্তান

    ভারত ২১৩টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে ১৩৬টি ম্যাচ জিতে নিল। পাকিস্তান ২২৬টি ম্যাচ খেলে ১৩৫টি জিতেছে। ভারত-পাকিস্তানের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি জিতেছে যথাক্রমে নিউ জিল্য়ান্ড (১০৩), অস্ট্রেলিয়া (৯৫) ও দক্ষিণ আফ্রিকা (৯৫)। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম তথা শেষ টি২০ খেলবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই ম্যাচে হারলেও সিরিজ ভারতের পকেটে। দেখতে দেখতে ভারতের ঘরের মাঠে টানা ১৪তম আন্তর্জাতিক টি২০ সিরিজ জিতে ফেলল। 

    ব্যাটে-বলে দাপট ভারতের

    এদিন টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ম্যাথু ওয়েড। স্লো পিচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ভারত। শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম অভার মেডেন হওয়ার পর দ্বিতীয় ওভারে ১১ রান করেন যশস্বী। শেষের দিকে রিঙ্কু সিংয়ের ২৯ বলে ৪৬ রানের দৌলতে ভারত পৌঁছায় ১৭৪ রানে। এদিন বল হাতে দাপট দেখায় মেন-ইন-ব্লু। ৩ উইকেট নেন অক্ষর প্যাটেল। দীপক চাহার ২টি, রবি বিষ্ণোই এবং আবেশ খান ১টি করে উইকেট নেন। অজিদের হয়ে ওপেনার ট্র্যাভিস হেড ৩১ এবং অধিনায়ক ওয়েড ৩৬ রান করেন। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Vs Australia: ফের ম্যাক্স-ম্যাজিক! বড় স্কোর করেও অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

    India Vs Australia: ফের ম্যাক্স-ম্যাজিক! বড় স্কোর করেও অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিরে এল ওয়াংখেড়ের স্মৃতি। ফের ম্যাক্স -ম্যাজিক দেখলেন ক্রিকেট প্রেমীরা। জয়ের জন্য অস্ট্রেলিয়ার (India Vs Australia) দরকার ছিল ৫০ বলে ১৪০ রান। সেখান থেকেই ৪৮ বলে অপরাজিত ১০৪ রান করে ভারতের জয়ের গ্রাস কেড়ে নিয়ে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। জলে গেল ঋতুরাজের অপরাজিত ১২৩ রানের ইনিংস। অধরা রইল দু-ম্যাচ বাকি থাকতেই ভারতের সিরিজ জয়ের স্বপ্ন।  অজিদের জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে এখন ভারত এগিয়ে ২-১। 

    দুরন্ত শতরান ঋতুরাজের

    এদিন, টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। ম্যাচের শুরুতেই ২৪ রানে ২ উইকেট হারিয়ে বসে ভারত। আউট হন যশস্বী জয়সওয়াল ও ঈশান কিষাণ। এরপর দলকে টেনে তোলেন অধিনায়ক সূর্য ও ঋতুরাজ। দুর্দান্ত খেলে দলের স্কোরকার্ড দ্রুত পরিবর্তন করতে থাকেন এই দুই ব্যাটার। তবে সেটি বেশিদূর এগোয়নি। দলীয় ৮১ রানের মাথায় ২৯ বলে ৩৯ করা সূর্যকে ফেরান অ্যারন হার্ডি। সূর্য ফিরলেও দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান ঋতুরাজ। শেষ পর্যন্ত ১৩টি চার ও ৭টি ছক্কায় ১২৩ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন তিনি। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেলেন ঋতু।

    ম্যাক্স-ম্যানিয়া

    ঋতুরাজ দুরন্ত শতরান করলেও চাপের মুখে ম্যাক্সওয়েলের ইনিংসের কাছে কিছুই না। ভারতের দেওয়া ২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাক্সওয়েল অনবদ্য ইনিংস উপহার দেন। শেষ তিন ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৪৯ রান। শেষ তিন ওভারে একাধিক ভুলের খেসারত দিল ভারত। শেষ বলে রুদ্ধশ্বাস জয়ে সিরিজ জিইয়ে রাখল অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে  ৪৮ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেন ম্যাক্সি। ২০ ওভারে ২২৫/৫ করে ম্যাচ জিতে যায় ব্যাগি গ্রিনরা। শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২১ রান। পঞ্চম বলে সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাক্সি। শেষ বলে ২ রান প্রয়োজন ছিল। বাউন্ডারিতে ম্যাচ ফিনিশ করেন ম্যাক্সি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia: হারল বিশ্বচ্যাম্পিয়নরা! টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই জয় ভারতের

    India vs Australia: হারল বিশ্বচ্যাম্পিয়নরা! টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই হার বিশ্বজয়ীদের। টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় অস্ট্রেলিয়াকে হারাল ভারত। ফর্মে ফিরলেন সূর্যকুমার যাদবও। টি-টোয়েন্টির ময়দানে যে তাঁর অবাধ বিচরণ তা ফের প্রমাণ করলেন সূর্য। এদিন প্রথমে ব্যাট করে জশ ইংলিসের আগ্রাসী শতরানের সুবাদে ম্যাথু ওয়েডের দল করে ৩ উইকেটে ২০৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে ৮ উইকেটে ২০৯ রান তুলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। 

    ইংলিশের শতরান

    এদিন  টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে, বিশাখাপত্তনমের ২২ গজে সুবিধা করতে পারেননি ভারতের বোলারেরাও। অস্ট্রেলিয়ার ইনিংস শুরু করেন স্টিভ স্মিথ এবং শর্ট। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন অসি ওপেনারেরা। শর্ট আউট হতেই তিন নম্বরে নামা ইংলিসএবং স্মিথ দ্বিতীয় উইকেটের জুটিতে তুললেন ১৩০ রান। যা কার্যত চালকের আসনে বসিয়ে দিল অস্ট্রেলিয়াকে। ক্রিকেটজীবনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম শতরান পেলেন ইংলিস।  ৫০ বলে ১১০ রানের অনবদ্য ইনিংস খেললেন তিনি। তাঁর ব্যাট থেকে এল ১১টি চার এবং ৮টি ছক্কা। স্মিথ করলেন ৪১ বলে ৫২ রান। 

    দুরন্ত ব্যাটিং

    ব্যাট করতে নেমে বিশ্বকাপে রান না পাওয়া সূর্যকুমারকে আবার চেনা মেজাজে দেখা গেল ২০ ওভারের ক্রিকেটে। ২২ রানে ২ উইকেট হারানোর পর ভারতের ইনিংসের হাল ধরেন ঈশান কিশন এবং সূর্যকুমার যাদব। তাঁদের তৃতীয় উইকেটের জুটিতে ওঠে ১১২ রান। ইশান খেললেন ৩৯ বলে ৫৮ রানের ইনিংস। ২টি চার এবং ৫টি ছক্কা মারেন তিনি। সূর্যকুমার করলেন ৪২ বলে ৮০ রান। অধিনায়কের ব্যাট থেকে এল ৯টি চার এবং ৪টি ছয়। তিনিই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পান। ছয় নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিং করেন কলকাতার রিঙ্কু সিং। শেষ বলে ঠান্ডা মাথায় জয় এনে দিলেন নাইট শিবিরের তারকা। ১৪ বলে ২২ রান করলেন। মারলেন ৪টি চার। শেষ বলে ছক্কা মেরে দলকে জেতালেন তিনি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share