Tag: India vs Australia

India vs Australia

  • ICC World Cup 2023: ফাইনালে ব্যর্থ হলেও গোটা টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স! কত টাকা পেল ভারত?

    ICC World Cup 2023: ফাইনালে ব্যর্থ হলেও গোটা টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স! কত টাকা পেল ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ হল ৪৮টি ম্যাচের খেতাবি লড়াই। টানা ১০ ম্যাচ জিতেও ফাইনালে থেমে গেল ভারতীয় ক্রিকেট দলের বিজয়রথ। আইসিসি-র নিয়ম অনুসারে যে দল একদিনের ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup 2023) জিততে পারবে, তারা ৩৩ কোটি টাকা পাবে। আপাতত এই টাকার মালিক টিম অস্ট্রেলিয়া। আর যে দল রানার্স আপ হবে, তারা ১৬ কোটি টাকা পাবে। ভারতীয় ক্রিকেট দল যেহেতু এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হেরে গিয়েছে, সেকারণে ১৬ কোটি টাকা নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হবে। 

    মোট কত পেল রোহিত-ব্রিগেড

    বিশ্বকাপে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মোট ১ কোটি ডলার আর্থিক পুরস্কার হিসাবে দিচ্ছে। যা ভারতীয় মূল্যে প্রায় ৮৩ কোটি টাকা। বিশ্বকাপে (ICC World Cup 2023) লিগ পর্বে একটি ম্যাচ জেতার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দিয়েছে ৪০ হাজার ডলার আর্থিক পুরস্কার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৩৪ হাজার টাকা। ভারত লিগ পর্বে ন’টি ম্যাচেই জয় পেয়েছে। তাই রোহিত, বিরাটেরা পাবেন ৩ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ প্রায় ৩ কোটি টাকা জেতা হয়ে গিয়েছে ভারতীয় দলের (Team India)। এখন, রানার্স হয়ে ভারতীয় দল পুরস্কার মূল্য হিসাবে পেল প্রায় ১৯ কোটি ৬৬ লাখ টাকা।

    আরও পড়ুন: ইতিহাসের পুনরাবৃত্তি! সচিনের মতোই সোনার ব্যাটই সান্ত্বনা কোহলির

    আগে বিশ্বজয়ী ভারত কত পেয়েছিল

    ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup 2023) কার্যত উদযাপন করা হয় ভারতীয় উপমহাদেশে। ম্যাচের সময়, পিচ, খেলোয়াড়দের খুঁটিনাটি- প্রায় সবই থাকে ক্রীড়াপ্রেমীদের ঠোঁটের ডগায়। অতীতেও তাই ছিল। তবে আবেগ এক থাকলেও বেড়েছে পুরস্কার মূল্য। ১৯৮৩ সালে কপিল দেবের ভারতীয় দল যখন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল তখন মাত্র এক লক্ষ টাকা পুরস্কার পেয়েছিলেন তাঁরা। ভারতীয় ক্রিকেট বোর্ড দিয়েছিল সেই টাকা । এছাড়াও একটি করে সোনার চেন পেয়েছিলেন প্রতিটি ক্রিকেটার। এছাড়া ক্রিকেটাররা ১৫ হাজার টাকা বোনাস পেয়েছিলেন ভারতীয় বোর্ডের থেকে। ২০১১ বিশ্বকাপে আইসিসির মোট পুরস্কার মূল্য ছিল ৬৬ কোটি টাকা। সেবার বিশ্বকাপ জিতে ভারতীয় দল পেয়েছিল ২৫ কোটি টাকা। শ্রীলঙ্কা রানার্স হয়ে পেয়েছিল প্রায় সাড়ে ১২ কোটি টাকা। এছাড়াও ভারতীয় দলের প্রতিটি ক্রিকেটার বোর্ডের তরফে ২ কোটি টাকা করে বোনাস পেয়েছিলেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat Kohli: ইতিহাসের পুনরাবৃত্তি! সচিনের মতোই সোনার ব্যাটই সান্ত্বনা কোহলির

    Virat Kohli: ইতিহাসের পুনরাবৃত্তি! সচিনের মতোই সোনার ব্যাটই সান্ত্বনা কোহলির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের আগে নিজের জার্সি উপহার দিয়েছিলেন বিরাটকে। ম্যাচের শেষে টুর্নামেন্টের সেরা প্লেয়ারের সম্মানও কোহলির হাতে তুলে দিলেন সচিন। ভাগ্যের নিঠুর পরিহাস। হতাশাও মিলিয়ে দিল সচিন-কোহলিকে। ২০০৩ সালে এভাবেই রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছিল সৌরভের ভারত। থমথমে মুখ নিয়ে সেরার পুরস্কার গ্রহণ করেছিলেন মাস্টার-ব্লাস্টার। এবার সেভাবেই নিশ্চুপ কোহলি। নেই সেই আস্ফালন। ছটফটে, চনমনে কোহলি যেন ক্লান্ত, নিস্তেজ। সেরার পুরস্কার নিয়ে দ্রুত মাঠ ছাড়তে চাইছিলেন কিং কোহলি। ক্রিকেটের ঈশ্বরও হয়তো অনুভব করছিলেন সেই যন্ত্রণা।

    গোল্ডেন ব্যাট কোহলির

    বিশ্বকাপে সব থেকে বেশি রান করে গোল্ডেন ব্যাট পেলেন কোহলি।  ২০২৩-এর সর্বোচ্চ রান সংগ্রহকারী বিরাট। ১১ ম্যাচে কোহলির ব্যক্তিগত সংগ্রহ ৭৬৫ রান। তিনি ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি করেন। মারেন ৬৮টি ও ৯টি ছক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৭ রানের আগ্রাসী ইনিংস খেলার পরে ২০২৩ বিশ্বকাপের ১১টি ম্যাচে রোহিত শর্মার ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৫৯৭ রান। তিনি ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেন। ভারত অধিনায়ক এবারের বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে। মারেন ৬৬টি চার ও ৩১টি ছক্কা। ১০ ম্যাচে ৫৯৪ রান সংগ্রহ করে কুইন্টন ডি’কক ২০২৩ বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রহ করা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন। প্রোটিয়া তারকা এবারের বিশ্বকাপে ৪টি সেঞ্চুরি করেন। মারেন ৫৭টি চার ও ২১টি ছক্কা।

    আরও পড়ুন: “দলের জন্য গর্বিত, কোনও অজুহাত নয় আজ আমরা ব্যার্থ”! বললেন রোহিত

    সর্বোচ্চ উইকেট শিকারী শামি

    ২০২৩ বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় ভারতের আরও দুজন রয়েছেন। সাত নম্বরে আছেন শ্রেয়স আইয়ার। তিনি ১১টি ম্যাচে ৫৩০ রান করেন। শ্রেয়স ২টি সেঞ্চুরি ৩টি হাফ-সেঞ্চুরি করেন। মারেন ৩৭টি চার ও ২৪টি ছক্কা। লোকেশ রাহুল এবারের বিশ্বকাপে সব থেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ৮ নম্বরে থাকেন। তিনি ১১ ম্যাচের ১০টি ইনিংসে সাকুল্যে ৪৫২ রান সংগ্রহ করেন। সেঞ্চুরি করেন ১টি এবং হাফ-সেঞ্চুরি করেন ২টি। তিনি ৩৮টি চার ও ৯টি ছক্কা মারেন। অন্যদিকে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হলে‌ন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন। এরমধ্যে আছে ৭ উইকেট ‌নেওয়ার নজিরও।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: “দলের জন্য গর্বিত, কোনও অজুহাত নয় আজ আমরা ব্যার্থ”! বললেন রোহিত

    ICC World Cup 2023: “দলের জন্য গর্বিত, কোনও অজুহাত নয় আজ আমরা ব্যার্থ”! বললেন রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি ছিলেন স্বপ্নের সওদাগর। তাঁর নিঃস্বার্থ ব্য়াটিং ও অসাধারণ অধিনায়কত্ব নিয়ে আজ কোনও প্রশ্ন উঠবে না। তিনি রোহিত শর্মা, গোটা টুর্নামেন্টে তাঁর দল দুরন্ত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মতোই ১৪০ কোটি ভারতবাসীও  রোহিতদের পাশ রয়েছে। কোনও রাগ নেই, ক্ষোভ নেই, তবে হতাশ আসমুদ্র হিমাচল। বিষণ্ণ, বিহ্বল কাশ্মীর থেকে কন্যাকুমারী। মানতে পারছিলেন না রোহিত (Rohit Sharma) নিজেও। কোনও রকমে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন। চোখের জল বাঁধ মানছিল না। দ্রুত মাঠ ছাড়ার চেষ্টা করছিলেন। বুক ভাঙা হৃদয়ে জানালেন বিশ্বকাপ (ICC World Cup 2023) না জিততে পারলেও, এই দলটির জন্য় তিনি গর্বিত।

    দিনটা আমাদের ছিল না

    এতটা হতাশ মুখ আগে কখনও দেখা যায়নি রোহিতকে। তবে এদিন ম্যাচের পর কোনও অজুহাত দিতে রাজি হলেন না অধিনায়ক। স্পষ্ট জানিয়ে দিলেন, দলকে নিয়ে গর্বিত। রোহিত বলেন, “আমরা জানি যে ভাল খেলতে পারিনি। কিন্তু প্রথম ম্যাচ থেকে যে ভাবে খেলেছি তার জন্যে গর্বিত। আজ দিনটা আমাদের ছিল না। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। কিন্তু যা চেয়েছিলাম তা হয়নি।” এদিন ম্যাচ শেষে দলের পাশে থেকে ভারতীয় ক্রিকেটারদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    একটা লম্বা জুটি দরকার ছিল, বলেও জানালেন রোহিত। তাঁর কথায়,“২০-৩০ রান আরও করলে হয়তো ম্যাচের ফল অন্য রকম হত। ২৫-৩০ ওভার নাগাদ যখন কোহলি-রাহুল ব্যাট করছিল তখন ভেবেছিলাম লম্বা জুটি তৈরি হতে চলেছে। ওদের বলেছিলাম যত দূর সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে। সেই মুহূর্তে ২৭৫-২৮০ রান উঠে যাবে ভেবেছিলাম। তার পরে একের পর এক উইকেট হারাতে থাকি। লম্বা জুটি হচ্ছিল না। অস্ট্রেলিয়া ঠিক সেটাই করল। ওরা লম্বা জুটি তৈরি করে ম্যাচটা জিতে নিল।”রোহিত বলেছেন, “আমরা চেয়েছিলাম ওদের উইকেটগুলো যত দ্রুত সম্ভব তুলে ফেলতে। শুরুতে সেটা পেরেওছিলাম। কিন্তু পরের দিকে সেটা সম্ভব হয়নি। ট্রেভিস হেড এবং মার্নাস লাবুশেনকে অনেক শুভেচ্ছা। ওদের লম্বা জুটি আমাদের ম্যাচ থেকেই ছিটকে দিল। আবারও বলছি, যতটা পেরেছি করেছি। তবে আমার মনে হয়, ফ্লাডলাইডের আলোয় ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল।”

    আরও পড়ুন: স্বপ্নভঙ্গ, অসহায় আত্মসমর্পণ! ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    পিচ নিয়ে কোনও কথা নয়

    চলতি প্রতিযোগিতায় টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছিল ভারতীয় দল।  ১১ ইনিংসে রোহিতও করেছেন ৫৯৭ রান। কিন্তু এদিন যেন সব হিসেব ওলটা পালোট হয়ে গেল। পিচ নিয়েও কোনও অজুহাত দিতে চাননি রোহিত। বলেছেন, “আমরা পরে বুঝতে পেরেছিলাম আলোর নীচে ব্যাট করা সহজ হবে। চাই না এটা নিয়ে কোনও অজুহাত দিতে। আমরাই আগে ব্যাট করে বেশি রান করতে পারিনি। পেসারেরা তিনটে উইকেট নিয়ে আমাদের সুবিধা করে দিয়েছিল। কিন্তু ওই হেড-লাবুশেনের জুটিই আমাদের শেষ করে দিল।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Australia Wins ICC CWC 2023: বিশ্বকাপ হাতছাড়া করে কাঁদলেন রোহিত-সিরাজ, বিহ্বল কোহলি, ক্ষিপ্ত জাডেজা

    Australia Wins ICC CWC 2023: বিশ্বকাপ হাতছাড়া করে কাঁদলেন রোহিত-সিরাজ, বিহ্বল কোহলি, ক্ষিপ্ত জাডেজা

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্নভঙ্গ ভারতীয় দলের। স্বপ্নভঙ্গ ১৪০ কোটি ভারতবাসীর। স্বপ্নভঙ্গ ভারতের। এই হারের ধাক্কায় বেসামাল টিম ইন্ডিয়া। ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। (Australia Wins ICC CWC 2023)  হারের পর কেউ মাঠেই কেঁদে ফেললেন। কারও বা রাগের বহিঃপ্রকাশ পেল অন্যভাবে।

    ঘরের মাঠে বিশ্বকাপ হাতছাড়া করে কেঁদে ফললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। অনেক কষ্টে কান্না চাপা দিলেন বিরাট কোহলি। চূড়ান্ত হতাশ দেখাল মহম্মদ সিরাজকে। মাঠেই কেঁদে ফেলেন তিনি। মাঠে হাঁটু মুড়ে বসে গ্লাভস দিয়ে মুখ লুকিয়ে ফেলেন রাহুল। ক্ষিপ্ত জাডেডজা স্টাম্পই ভেঙে দিলেন (ICC CWC World Cup 2023)।

    ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    ঘরের মাঠে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের জন্য একদিনের বিশ্বকাপ ঘরে তুলল অস্ট্রেলিয়া (Australia Wins ICC CWC 2023) । গত তিন-চার বার আয়োজক দেশই বিশ্বকাপ জিতে এসেছে। এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতকে হারিয়ে সেই ধারায় ইতি টানলো প্যাট কামিন্সের ব্রিগেড। এবারের বিশ্বকাপে ফাইনালের আগে পর্যন্ত অপ্রতিরোধ্য ছিল ভারত। ১০টি ম্যাচে ১০টিতেই জয়। ফলে, প্রত্যাশার পারদ ছিল আকাশছোঁয়া। কিন্তু, এদিন অস্ট্রেলিয়া দেখিয়ে দিল কেন তারা ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। 

     

     

     

    পাশে থাকলেন প্রধানমন্ত্রী

    এদিন মাঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দল হারার পর এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘প্রিয় ভারতীয় দল, তোমাদের প্রতিভা ও সংকল্প ছিল লক্ষণীয়। তোমরা গোটা প্রতিযোগিতায় (ICC CWC World Cup 2023) দারুন খেলেছো। দেশকে গর্বিত করেছো। আমরা আজ এবং সর্বদা তোমাদের সঙ্গে আছি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC CWC 2023 Final: মোতেরার মন্থর পিচে অস্ট্রেলিয়ার সামনে ২৪১ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত

    ICC CWC 2023 Final: মোতেরার মন্থর পিচে অস্ট্রেলিয়ার সামনে ২৪১ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে (ICC CWC 2023 Final) অস্ট্রেলিয়ার সামনে ২৪১ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত (India vs Australia World Cup Final)। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। নির্ধারিত সময়ে মাত্র ২৪০ রান তুলতে সক্ষম হয় রোহিত বাহিনী। এদিন ভারতের হয়ে ব্যাটে অবদান রেখেছেন বিরাট কোহলি ও কেএল রাহুল। বিরাট করেন ৫৪ রান। রাহুল করেন ৬৬ রান। এছাড়া উল্লেখযোগ্য অবদান বলতে অধিনায়ক রোহিত শর্মার ৪৭। অস্ট্রেলিয়ার পক্ষে তিন উইকেট নেন মিচেল স্টার্ক। দুটি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স। একটি করে উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা। যত সময় গড়াচ্ছে, পিচ মন্থর হচ্ছে। এই পুঁজি নিয়ে কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে ভারত? গোটা টুর্নামেন্টের মতো, আজও কি জ্বলে উঠবেন শামি-বুমরারা? পিচে কি ভেলকি দেখাতে পারবেন কুলদীপ-জাডেজা?

    এদিন শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল (ICC CWC 2023 Final)। ৪ ওভারে ৩০ রান উঠে গিয়েছিল। কিন্তু, তার পরেই ঘটে ছন্দপতন। ব্যক্তিগত ৪ রান করে আউট হন শুভমান। গুজরাট তাঁর দ্বিতীয় ঘর। কারণ, আইপিএলে গুজরাট লায়ন্সের হয়ে খেলেন ভারতীয় ক্রিকেটের নতুন যুবরাজ। তবে, এদিন তিনি ব্যর্থ হন। এরপর এক অবিশ্বাস্য ক্যাচে ম্যান্ডাটরি পাওয়ার প্লে-র শেষ লগ্নে ফেরেন রোহিত। গ্লেন ম্যাক্সওয়েলের বলে সময়ের হেরফের ঘটে রোহিতের শটে। বল কভার অঞ্চলের ওপর উঠে যায়। পিছনে দৌড়ে দুরস্ত ক্যাচ ধরেন ট্র্যাভিস হেড।

    ৪৭ রান কের রোহিত আউট হন দশম ওভারে। তাঁর জায়গায় আসেন শ্রেয়স আইয়ার। গত ২ ম্যাচে দুরন্ত ছন্দ দেখান শ্রেয়স। পর পর ২ ম্যাচে শতরান করলেও তিনিও এদিন ব্যর্থ হন। মাত্র ৪ রান করেই ফিরে যান শ্রেয়স। ৮১ রানে তিন উইকেট হারিয়ে ভারত তখন ব্যাকফুটে। সেখান থেকে ইনিংস পুনর্গঠন করার কাজে মন দেন বিরাট কোহলি ও কেএল রাহুল। পিচ ধীরগতির ছিল। ব্যাটে বল আসছিল না। এই সময় ভারতের রানের গতিও অনেকটাই স্লথ হয়ে গিয়েছিল। তবে, দুই ব্যাটারের লক্ষ্য ছিল, একটা সময় পর্যন্ত উইকেটে টিকে থাকা। এক-দুই করে রান নিয়ে স্কোরবোর্ডকে সচল রাখার কাজটাই করেছিলেন কোহলি ও রাহুল (India vs Australia World Cup Final)। পরের ১৮ ওভারে ধরে ধরে খেলেন দুই ব্যাটার। এই সময় ওঠে ৬৩ রান।

    কিন্তু, ২৯ ওভারে ফের ছন্দপতন। ১ লক্ষ ৩০ হাজার নীল ঢেউ তোলা গোটা স্টেডিয়ামকে (ICC CWC 2023 Final) স্তব্ধ করে ব্যক্তিগত ৫৪ রান করে ফিরে যান কোহলি। কামিন্সের বল তাঁর ব্যাটে ছুঁয়ে উইকেট গিয়ে লাগে। বিশ্বাস করতে পারেননি কোহলিও। খানিক থমকে দাঁড়িয়ে পড়েন।  বিরাট ফেরত যাওয়ার পর ক্রিজে আসেন রবীন্দ্র জাডেজা। সূর্যকুমার যাদবের আগে জাডেজাকে পাঠানো হয়। কিন্তু, তিনিও রাহুলকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন। ৯ রান করেই ফিরে যান তিনি। রাহুল-জাডেজার পঞ্চম উইকেটে ওঠে ৩০ রান (India vs Australia World Cup Final)। অনেকেই মনে করেছিলেন রাহুল আজ পরের দিকে ধুন্ধুমার খেলবেন। কিন্তু, অস্ট্রেলিয়া বোলাররা ক্রমাগত গতির তারতম্য ঘটাচ্ছিলেন। অবেশেষে ব্যক্তিগত ৬৬ রান করে ৪২ ওভারে আউট হন রাহুল। এর পর ভারতের ব্যাটিংয়ের শেষ ভরসা ছিলেন সূর্যকুমার। কিন্তু, তিনি কিছু করে উঠতে পারেননি। রান করার তাড়ায় শেষ লগ্নে তিনিও মাত্র ১৮ রান করেই আউট হন। এর বাইরে আর ভারতের ব্যাটিংয়ে কোনও কিছুই উল্লেখযোগ্য কিছুই ছিল না।

    এখন ম্যাচের ভাগ্য নির্ভর করছে ভারতীয় বোলারদের ওপর। ব্যাটাররা অর্ধেক কাজ করেছেন। বাকি অর্ধেক দায়িত্ব পালন করতে হবে শামি-বুমরা-সিরাজ পেস ত্রয়ীকে। মোতেরার মন্থর পিচে স্পিনের ভেলকি কি দেখাতে পারবেন কুলদীপ-জাডেজা? সেটাই দেখার অপেক্ষায় তামাম ভারতবাসী। শুধু মাঠে উপস্থিত ১ লক্ষ ৩০ হাজার নয়, গোটা দেশের ১৪০ কোটি ভারতবাসীও তাঁদের হয়ে প্রার্থনা করছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: আজ দেশজুড়ে একটাই প্রার্থনা, বিশ্বকাপ যেন ভারতের হাতেই ওঠে…

    ICC World Cup 2023: আজ দেশজুড়ে একটাই প্রার্থনা, বিশ্বকাপ যেন ভারতের হাতেই ওঠে…

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা! কার হাতে উঠবে সোনার কাপ, তা জানতে আগ্রহী গোটা ক্রিকেট বিশ্ব। আয়োজক দেশ, অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া। রোহিতদের নিয়ে গর্বিত গোটা দেশ। ইতিমধ্যেই আমেদাবাদে পৌঁছে গিয়েছেন শচীন-কন্যা সারা, বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। সবার চোখে একটাই স্বপ্ন বিশ্বকাপ। কোথাও পুজোপাঠ, কোথাও নমাজ, টিম ইন্ডিয়ার কাপ জয়ের প্রার্থনায় মগ্ন সারা ভারত। ক্রিকেটের প্রতি সাধারণ মানুষের আবেগ উপচে পড়ছে। এই সংক্রান্ত ভিডিও ও ছবিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

    মথুরায় যজ্ঞ, বারাণসীতে প্রার্থনা

    রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে মথুরার বৃন্দাবনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এই সময় ক্রিকেটপ্রেমীরা অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির ছবি নিয়ে চলে বিশেষ যজ্ঞ। এমনকি উত্তর প্রদেশের বারাণসীতেও ভারতের কাপ জয়ের প্রার্থনা করেছেন মহিলারা। ভারতীয় ক্রিকেট দল নিয়ে গর্ব প্রকাশ করে তারা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘যেভাবে দল এখন পর্যন্ত সবকটি ম্যাচ জিতে ফাইনাল ম্যাচে পৌঁছেছে, ঠিক একইভাবে ফাইনাল ম্যাচ জিতে দল তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে। এই উপলক্ষ্যে আমাদের শুভেচ্ছা ও প্রার্থনা টিম ইন্ডিয়াকে’।

    এছাড়া দিল্লি, কলকাতা, আহমেদাবাদেও একাধিক জায়গায় যজ্ঞ করা হয়। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মুথু মারিয়াম্মান মন্দিরে ক্রিকেট ভক্তরা আয়োজন করেন বিশেষ পূজাপাঠের।  পাঞ্জাবের অমৃতসরেও শিখ সম্প্রদায়ের লোকেরা টিম ইন্ডিয়ার কাপ জয়ের  প্রার্থনা করেছেন। ভারতীয় ক্রিকেট দলের কাপ জয় এবং টিম ইণ্ডিয়ার ভালো পারফরম্যান্সের জন্য ক্রিকেটপ্রেমীরা পূর্ণ আচার মেনে আয়োজন করেন বিশেষ এক যজ্ঞের।  পূজার সময় শুভমান গিল, অধিনায়ক রোহিত শর্মা এবং পুরো দলের ছবি এবং একটি বিশেষ ক্রিকেট ব্যাট নিবেদন করা হয়।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ভারতীয় দলে পরিবর্তন! বিশ্বকাপের মেগা ফাইনাল ঘিরে কড়া নিরাপত্তা

    ICC World Cup 2023: ভারতীয় দলে পরিবর্তন! বিশ্বকাপের মেগা ফাইনাল ঘিরে কড়া নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। মেগা ফাইনাল ঘিরে পারদ তুঙ্গে। এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই ২০ বছর আগে কাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গিয়েছিল ভারতের। এবার রোহিত শর্মার হাত ধরে ঘরের মাঠে পুরনো হিসেবে চুকিয়ে নেওয়ার অপেক্ষায় গোটা দেশ।

    নিরাপত্তায় জোর

    বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জেরে রবিবার কার্যত দুর্গে পরিণত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। জানা গিয়েছে, পাঁচটি অ্যান্টি বোম্ব স্কোয়াড মোতায়েন থাকবে। স্টেডিয়ামের ভিতর থাকবে সিআরপিএফ-র একটি বিশেষ টিম। ভারতীয় বায়ুসেনার দুটি দলও নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে। সেই সঙ্গে স্টেডিয়ামে প্রস্তুত রাখা হবে চেতক কমান্ডোদের দুটো বিশেষ দলকে। চারজন ডিআইজি ব়্যাঙ্কের অফিসার এবং ২৩ জন ডিসিপি উপস্থিত থাকবেন। এর পাশাপাশি ৩৯ জন এসিপি, ৯২ জন পুলিশ ইন্সপেক্টর, ২০০ জন পুলিশের সাব-ইন্সপেক্টর মোতায়েন থাকবে। গুজরাট পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অন্তত ৩০০ জন অফিসার স্টেডিয়ামে থাকবেন। সব মিলিয়ে মোট ৬ হাজার পুলিশের নিরাপত্তা থাকবে। এর মধ্যে ২০০০ পুলিশ থাকবে মাঠের ভিতরে। বাকিরা স্টেডিয়ামের বাইরে।

    ভারতীয় দলে পরিবর্তন

    আমেদাবাদের উইকেট দেখে ভারতীয় দলে পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। এই পিচে স্পিনাররা সুবিধা পাবে। তাই রবিচন্দ্রন অশ্বিনকে খেলানোর কথা ভাবা হচ্ছে। অশ্বিন গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ছাড়া আর একটিও ম্যাচ খেলেননি। সেই ম্যাচেও ভালো বোলিং করেছিলেন। আর অজি দলে ৪ জন বাঁ হাতি ব্যাটার। ফলে অফ স্পিনারের প্রয়োজন পড়বে রোহিতের। আর আহমেদাবাদের উইকেটে যদি টার্ন ও বাউন্স থাকে তাহলে অশ্বিনের থেকে ভাল বিকল্প কিছুই হতে পারে না।

    আরও পড়ুন: “কোচ দ্রাবিড়ের জন্য কাপ জিততে চাই”, ফাইনালের আগে আর কী বললেন রোহিত?

    কখন দেখবেন ম্যাচ

    ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর ২ টোয়। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টস হবে দুপুর ১.৩০ টায়। ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কের পর্দায়। এ ছাড়া এই ম্য়াচটির লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে।

    ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ / সিরাজ রবিচন্দ্রন অশ্বিন।

    অস্ট্রলিয়ার সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: “কোচ দ্রাবিড়ের জন্য কাপ জিততে চাই”, ফাইনালের আগে আর কী বললেন রোহিত?

    ICC World Cup 2023: “কোচ দ্রাবিড়ের জন্য কাপ জিততে চাই”, ফাইনালের আগে আর কী বললেন রোহিত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১১ সালে দেশের মাটিতে কাপ জিতেছিল ভারত। বলা ভালো, শচীন তেন্ডুলকরের জন্য কাপটা জিততে মরিয়া ছিল গোটা দল। কারণ, মাস্টার ব্লাস্টার জীবনে অনেক সাফল্য অর্জন করলেও তাঁর ক্রিকেট বৃত্ত পূর্ণ হতো না শুধু বিশ্বকাপ না পাওয়ার আক্ষেপে। তাই গোটা দল সংকল্পবদ্ধ ছিল কতাপটা জিততেই হবে এবং শচীনকে উপহার দিতে হবে।

    ১২ বছর পর আরও একবার দেশের মাটিতে বিশ্বকাপ জেতার দোরগোড়ায় টিম ইন্ডিয়া। রবিবার ফাইনাল। এখানে শচীনের মতো কেউ নেই ভারতীয় দলে। তবে এমন একজন চরিত্র আছেন, যিনিও কম যান না। তিনি রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার হেড কোচ। ক্রিকেটার হিসেবে তিনি অনেক স্মরণীয় ইনিংস উপহার দিয়েছেন। তবে বিশ্বকাপ জেতা হয়নি দ্য ওয়ালের। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হারতে হয়েছিল ভারতকে। অল্পের জন্য স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই দলে ছিলেন দ্রাবিড়ও। তারপর সবর মতী নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। খেলা ছেড়ে দ্রাবিড় কোচ হয়েছেন। বয়সভিত্তিক থেকে সিনিয়র দলের। বিশ্বকাপের পর মেয়াদ শেষ। তাই কোচ দ্রাবিড়ের জন্য বিশ্বকাপ জেতার ডাক দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা।

    কী বললেন রোহিত

    শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘ভারতীয় দলে রাহুল দ্রাবিড়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে আমার সিদ্ধান্তে তিনি খুশি হন না। আর সেটাই স্বাভাবিক। রাহুল ভাই যে সময় ক্রিকেট খেলেছে, বর্তমানে তার সঙ্গে ফারাক থাকবে। সব বিষয়ে মতের মিল না থাকাই স্বাভাবিক। কিন্তু রাহুল ভাই আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। প্লেয়ারদেরও নিজেদের মতো খেলার স্বাধীনতা দিয়েছে। এটাই বড় ব্যপার।’

    ২২ গজ রোজ নতুন গল্প লেখে। টিমের প্রত্যেক প্লেয়ার প্রতিদিনই ভালো খেলবে তা না-ও হতে পারে। কঠিন সময়ে ক্রিকেটারদের পাশে থাকাটাই ক্যাপ্টেন ও কোচের অন্যতম দায়িত্ব। দ্রাবিড় প্লেয়ার হিসেবে যা পাননি, তা কোচ হিসেবে তাঁকে দিতে চায় টিম ইন্ডিয়া। রোহিত এই প্রসঙ্গে বলেছেন, ‘কঠিন সময়ে রাহুল ভাই সব সময় প্লেয়ারদের পাশে থেকেছে। বিশেষ করে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর, আমাদের অনেক বিষয় নিয়েই বলেছে। তখন রাহুল ভাই দলের সকলকে ভরসা দিয়েছে। আমরা তাই তাঁর জন্যও বিশ্বকাপ জিততে চাই।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: মাঠে মোদি-শাহ! ফাইনালে শামি-ম্যাজিক, বিরাট-দাপট দেখতে চায় দেশ

    ICC World Cup 2023: মাঠে মোদি-শাহ! ফাইনালে শামি-ম্যাজিক, বিরাট-দাপট দেখতে চায় দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: মোতেরায় মহারণ! বিশ্বকাপ ফাইনাল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও পাল্লা কিন্তু ভারি ভারতেরই। কারণ, রোহিত বাহিনী বিশ্বকাপের আসরে অশ্বমেধের ঘোড়া। দশে-দশ করে নামছে খেতাবি লড়াইয়ে। শুধু দরকার আর একটা জয়। আর সেটা যে অসম্ভব নয়, তা একবাক্যে স্বীকার করছে গোটা দেশ। আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে, কারণ এই অস্ট্রেলিয়াকেই লিগ পর্বের প্রথম ম্যাচে হারিয়েছিল টিম ইন্ডিয়া।

    অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাব ভারতের!

    এ যেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ের ঘটনারই পুনরাবৃত্তির আভাস। কপিল দেবের ভারত প্রথম ম্যাচে বশ মানিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ফাইনালে সেই ক্যারিবিয়ানদের হারিয়ে দেশকে প্রথম বিশ্বকাপ উপহার দিয়েছিলেন অমরনাথরা। ২০১১ সালে ঘরের মাঠে ধোনির ভারত দ্বিতীয় বিশ্বকাপ উপহার দিয়েছিল। তাহলে কি ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাব জিতবে মেন ইন ব্লু, এই প্রশ্ন সবার মুখে। গত দু’বছর ধরে বিশ্বকাপের আসরে ভারতের প্রাপ্তি বলতে শুধুই হতাশা। সেমি-ফাইনালের গণ্ডি টপকানো হয়নি। কিন্তু এবার নিউজিল্যান্ডকে শেষ চারের লড়াইয়ে শামিরা দুমড়ে মুষড়ে দিয়েছিল স্নায়ুর প্রবল চাপ কাটিয়ে। ফাইনালে তারই পুনরাবৃত্তি চাইছে আপামর ভারতবাসী।

    তৈরি নরেন্দ্র মোদি স্টেডিয়াম

    তৈরি নরেন্দ্র মোদি স্টেডিয়াম। সেজে উঠেছে মহারণের মঞ্চ। থাকছেন নানা অনুষ্ঠান। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকবেন ভিভিআইআপি বক্সে। তিনিও যে বিরাটদের জয় দেখতে চাইছেন। মোদির সঙ্গী হবেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ক্রিকেট প্রেম সকলেরই জানা। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে তিনি মাঠে গিয়েছিলেন। ফাইনাল নিজের শহরে, তিনিও যে আবেগে ভাসছেন ক্রিকেট জনতার মতোই।

    হাড্ডাহাড্ডি লড়াই

    ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগই দুরন্ত ছন্দে রয়েছে ভারতের। রোহিত ও শুভমান গিল শুরুটা করছেন জমকালো। তারপর বড় রানের ইনিংস খেলে দলকে রানের পাহাড়ে দাঁড় করাচ্ছেন বিরাট কোহলি, শ্রেয়স আয়াররা। শুরুতে ধাক্কা খেলে সামলে দিচ্ছেন লোকেশ রাহুল। বোলিংয়ে ঝাঁঝ বেড়েছে শামি আসার পর। ২৩টি উইকেট নিয় তিনি শীর্ষে। বুমরাহ নতুন বলে ভয়ঙ্কর। সিরাজ একটু সামনে নিতে পারলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কপালে দুঃখ রয়েছে। মোতেরার পিচে বল ঘুরলে ভারতের বড় বাজি রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব।

    আরও পড়ুন: নিজে পারেননি, রোহিতরা পারবেন, আশাবাদী সৌরভ! ট্রফি ছোঁয়ার অপেক্ষায় দ্রাবিড়ও

    তবে অস্ট্রেলিয়াকে হাল্কাভাবে নিলে চলবে না। টানা আটটি ম্যাচে জিতে তারাও ফাইনালে নামছে। নতুন বলে হ্যাজালউড, স্টার্ককে খেলে দিতে পারলে কাজটা সহজ হয়ে যাবে। অজিদের ব্যাটিং তেমন শক্তিশালী নয়। তবুও ওয়ার্নার, স্মিথ, মিচের মার্শকে দ্রুত আউট করার কথা ভারতীয় বোলারদের ভাবতে হবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: “ভারতেরও কিছু দুর্বলতা রয়েছে”! কী বললেন অজি তারকা পেসার হ্যাজলউড?

    ICC World Cup 2023: “ভারতেরও কিছু দুর্বলতা রয়েছে”! কী বললেন অজি তারকা পেসার হ্যাজলউড?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয় বার বিশ্বকাপ দখলের লড়াইয়ে ভারত। তবে, লড়াইটা সহজ হবে না। বিরাট-রোহিতদের দুর্বলতা ধরে ফেলেছেন বলে দাবি অস্ট্রেলিয়ার জোরে বোলার জস হ্যাজলউডের। চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে অপরাজিত তাঁরা। তবু আগে হোক বা পরে ভারতীয় ইনিংসের শুরুতেই দুটো-তিনটে উইকেট ফেলে দিতে পারলে কাজটা সহজ হবে বলে মনে করছে অস্ট্রেলিয়া। বিরাটকে দ্রুত ফেরানোই লক্ষ্য কামিন্সদের।

    কী বলছেন হ্যাজলউড

    হ্যাজলউড বলেছেন, ‘‘ভারতের সবাই দারুণ ফর্মে রয়েছে। ওদের ভাল জোরে বোলার রয়েছে। ভাল স্পিনার রয়েছে। ব্যাটারেরাও সব দারুণ। ক্রিকেটের প্রতিটি বিভাগেই ওরা দুর্দান্ত। তবে, চেন্নাইয়ে প্রথম ম্যাচে ওদের কয়েকটা ছোটখাটো দুর্বলতা আমাদের চোখে পড়েছে। কম রান তাড়া করতেও একটু সমস্যা হয়েছিল। আমরা দুটো উইকেট তাড়াতাড়ি তুলে নিতে পেরেছিলাম।’’ বিশ্বকাপের লিগ পর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে আমেদাবাদের ২২ গজে খেলার অভিজ্ঞতা ফাইনালে তাঁদের সাহায্য করবে বলে মনে করছেন হ্যাজলউড। তিনি বলেছেন, ‘‘একটা দেশে অনেক মাঠ থাকা দারুণ ব্যাপার। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম— উইকেট, আবহাওয়ার পার্থক্য থাকে। সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। বোলারদের মানিয়ে নিতে হয়। ব্যাটারদের মানিয়ে নিতে হয়। তবে আমদাবাদের উইকেট বেশ ভাল। পাটা উইকেট। মনে হয় আমরা একই রকম উইকেট পাব।’’

    অতীত রেকর্ড

    অস্ট্রেলিয়া এই নিয়ে মোট ৮ বার ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ওঠে। এর আগে তারা ১৯৭৫, ১৯৮৭, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে অংশ নেয়। যার মধ্যে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এবার অজি দল তাদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে আমেদাবাদে। ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার থেকে বেশিবার ফাইনালে ওঠেনি আর কোনও দল। সব থেকে বেশিবার ওয়ান ডে বিশ্বকাপ জেতার রেকর্ডও রয়েছে অস্ট্রেলিয়ার দখলে। অন্যদিকে ভারত এই নিয়ে মোট ৪ বার ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ওঠে। টিম ইন্ডিয়া এর আগে ১৯৮৩, ২০০৩ ও ২০১১ সালে বিশ্বকাপের ফাইনাল খেলে। ১৯৮৩ ও ২০১১ সালে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হলেও ২০০৩ সালে এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
LinkedIn
Share