Tag: Jasprit Bumrah

Jasprit Bumrah

  • India vs England: তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু! রাজকোটেই অভিষেক হতে পারে ধ্রুব জুরেলের

    India vs England: তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু! রাজকোটেই অভিষেক হতে পারে ধ্রুব জুরেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার শুরু তৃতীয় টেস্ট। তারই প্রস্তুতি শুরু করে দিলেন ভারত ও ইংল্যান্ড ক্রিকেটাররা। সিরিজ এখন সমতায়। বাকি তিন ম্যাচের ফলের উপরই সিরিজের মীমাংসা হবে। তৃতীয় টেস্টে ভারতীয় দলে বেশ কয়েকটি পরিবর্তন হতে চলেছে। টেস্টে অভিষেক হতে পারে উইকেট কিপার, ব্যাটসম্যান ধ্রুব জুরেলের। রাজস্থান রয়্যালস থেকেই উত্থান ধ্রুবের। দেখা যেতে পারে কর্ণাটকের ব্যাটার দেবদত্ত পাড়িক্কলকেও।

    অনুশীলন ভারতের

    বিশাখাপত্তনমে জয়, মাঝে কয়েক দিনের বিশ্রাম। ভারতীয় শিবিরও খোশমেজাজে। মঙ্গলবার প্র্যাক্টিসে তাই মজায়ও মেতে উঠতে দেখা গেল তরুণ ক্রিকেটারদের। বুধবার চূড়ান্ত প্রস্তুতি সারবে দু-দল। এ দিন যতটা সম্ভব হালকা মেজাজেই দেখা গেল। দুই শিবিরেই চোট সমস্যা রয়েছে। হয়তো সে কারণেই অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। 

    মঙ্গলবার থেকে শুরু হয়েছে অনুশীলন। যদিও ভারতীয় দলের অনুশীলনে দেখা যায়নি চার জন ক্রিকেটারকে। অনুপস্থিত ক্রিকেটারদের মধ্যে ছিলেন শুভমন গিল এবং যশপ্রীত বুমরাও। চোট সারিয়ে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে এসেছেন রবীন্দ্র জাদেজাও।

    আরও পড়ুুন: ‘‘মনে হয় যেন আমারই বাড়ি…’’, আরব আমিরশাহিতে নেমে উচ্ছ্বসিত মোদি

    কারা নেই অনুশীলনে

    মঙ্গলবার ক্রিকেটারদের প্রায় চার ঘণ্টা অনুশীলন করিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। অথচ সেই অনুশীলনে উপস্থিত ছিলেন না চার ক্রিকেটার। সহ-অধিনায়ক বুমরা, শুভমন ছাড়াও দেখা যায়নি কর্নাটকের ব্যাটার দেবদত্ত পাড়িক্কল এবং বাংলার জোরে বোলার আকাশ দীপকে। তবে ক্রিকেটাররা সবাই খেলার মধ্যে রয়েছে তাই সমস্যা হবে না। দেবদত্ত ও আকাশ দীপ রঞ্জি খেলছেন। মঙ্গলবার তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন। এদিন নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করতে দেখা যায় ধ্রুব জুরেলকে। রাজকোটে তাঁর অভিষেক প্রায় নিশ্চিত। অন্যদিকে এতদিন পর ভারতীয় দলে ডাক পেয়ে খুশি পাড়িক্কল। তিনি জানান, কঠিন প্রয়াসের ফল মিলল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: বুমরার ৬ উইকেট, যশস্বীর দ্বিশতরান, দ্বিতীয় ম্যাচে চালকের আসনে ভারত

    India vs England: বুমরার ৬ উইকেট, যশস্বীর দ্বিশতরান, দ্বিতীয় ম্যাচে চালকের আসনে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের শুরুটা যশস্বীর, শেষটা বুমরার। ব্যাটে-বলে দুই যশ-এর দাপটে দ্বিতীয় টেস্টে এখনও চালকের আসনে রোহিতরা। প্রথমজনের দুশো রান, দ্বিতীয় জনের ৬ উইকেট। দু”জনের দাপটে দ্বিতীয় টেস্টে বেকায়দায় ইংল্যান্ড। বিশাখাপত্তনামে টেস্ট সিরিজে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ ভারতের সামনে। দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত। ২৫৩ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস। ১৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে ২৮ রান সংগ্রহ করেছে। ১৭ বলে ১৫ রান করেছেন যশস্বী। মেরেছেন ৩টি চার। ১৩ বলে ১৩ রান করেছেন রোহিত। তিনিও ৩টি চার মেরেছেন। ভারত আপাতত ১৭১ রানে এগিয়ে রয়েছে।

    ঘুরে দাঁড়ানোর লড়াই 

    হায়দ্রাবাদ টেস্টে পরাজিত হওয়ার পরে বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ভারতের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পরিণত হয়েছে। ভাইজ্যাগের হাই-ভোল্টেজ ম্যাচে টস-ভাগ্য সঙ্গ দেয় রোহিত শর্মার। ভারত শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দিনেই বড় রানের ভিত গড়ে ফেলে। সৌজন্যে যশস্বী জসওয়ালের দুর্দান্ত ব্যাটিং। যদিও যশস্বী কার্যত একা লড়াই চালান বলে মনে হওয়া স্বাভাবিক। কেননা তরুণ ওপেনার প্রথম দিনে অনায়াসে দেড়শো রানের গণ্ডি টপকালেও ভারতের আর কোনও ব্যাটার ব্যক্তিগত ৪০ রানেও পৌঁছতে পারেননি।

    পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড আড়াইশো টপকে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়। একাই ৬টি উইকেট নেন জসপ্রীত বুমরা। মাত্র ৫৫.৫ ওভার টেকে ইংল্যান্ডের ব্যাটাররা।‌ সর্বোচ্চ রান জাক ক্রলির। ২টি ছয়, ১১টি চারের সাহায্যে ৭৮ বলে ৭৬ রান করেন। প্রথম উইকেটে ৫৯ রান যোগ করে ইংল্যান্ডের ওপেনিং জুটি। কিন্তু ক্রলি ফিরতেই নিয়মিত উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। ব্যাট হাতে যশস্বীর পর, বলে বিধ্বংসী বুমরা।‌ একাই বিপক্ষের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। ছয় উইকেট নেন বুমরা। তাঁর শিকার অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, টম হার্টলে এবং জেমস অ্যান্ডারসন। গত ম্যাচে শতরান করা অলি পোপ এবং ক্রলি মিলে এদিন ফের জুটি গড়তে শুরু করেছিলেন। তাঁদের জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। ৭৮ বলে ৭৬ রান করে আউট হয়ে যান ক্রলি। এর পরেই ইংল্যান্ডের মিডল অর্ডারকে ভেঙে দেন বুমরা। গত ম্যাচের নায়ক পোপকেও ফেরান তিনি। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • India vs England: চতুর্থ দিনেই ফয়সালা! ভারতের বিরুদ্ধে লড়াই করছে ইংল্যান্ড

    India vs England: চতুর্থ দিনেই ফয়সালা! ভারতের বিরুদ্ধে লড়াই করছে ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: হায়দ্রাবাদ টেস্টে লড়াইয়ে ফিরল ইংল্যান্ড। ম্যাচ যদিও এখনও ভারতেরই অনুকূলে। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড এগিয়ে ১২৬ রানে। কৃতিত্ব অলি পোপের। একদিক আটকে রাখলেন তিনি। দিনের শেষে ১৪৮ রানে অপরাজিত তিনি। বুমরা, জাদেজা বা অশ্বিন কেউই টলাতে পারেননি তাঁকে। চতুর্থ দিনে ভারতকে শুরুতেই পোপকে ফেরাতে হবে। রবিবার সকালে ইংল্যান্ডকে দ্রুত ফিরিয়ে দিয়ে ম্যাচ শেষ করতে চাইবে ভারত।

    ভারতের ইনিংস

    দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৪২১ রানে ৭ উইকেট। ক্রিজে ৮১ রানে রবীন্দ্র জাদেজা ৩৫ রানে অক্ষর প্যাটেল অপরাজিত ছিল। তৃতীয় দিনের সকালে আরও ১৫ রান যোগ করেন জাদেজা ও অক্ষর জুটি। তারপর পরপর ৪৩৬ রানেই ৩ উইকেট হারায় ভারত। ৮৭ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। জসপ্রীত বুমরাহ খাতা না খুলেই সাজঘরে ফেরেন। শেষ উইকেট পড়ে অক্ষর প্যাটেলের। ৪৪ রান করেন তিনি। ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন রুটই। দু’টি করে উইকেট নিয়েছেন টম হার্টলি এবং রেহান আহমেদ। একটি উইকেট নেন জ্যাক লিচ। রান আউট হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। রুট ২৯ ওভারে ৭৯ রানে ৪ উইকেট তুলে নেন।

    ইংল্যান্ডের ইনিংস

    ১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্য়ান্ড। ওপনিং জুটিতে ৪৫ রান যোগ করেন জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। এরপর ৩১ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন ক্রাউলি। এরপর অলি পোপের সঙ্গে ইনিংস এগিয়ে যান ডাকেট। লাঞ্চের পর একদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে ইংল্যান্ডের। এদিন দ্বিতীয় সেশন ছিল ভারতের অনুকূলে। বুমরার বল বুঝতে পারছিলেন না ইংরেজ ব্যাটারেরা। বলের গতির হেরফের করলেন, কাটার দিয়ে ব্যাটারদের বিভ্রান্ত করলেন। বুমরা দেখালেন পিচ থেকে সাহায্য না পেলে কী ভাবে পেসারদের বল করতে হয়। বুমরার দাপটের সঙ্গে ছিল রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের ঘূর্ণি। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো জাদেজার বল বুঝতে না পেরে বোল্ড হলেন। অশ্বিনের বলে বোল্ড হন স্টোকস। দ্বিতীয় সেশন ভারতের হলেও তৃতীয়টা ছিল ইংল্যান্ডের, বলা ভাল অলি পোপের। ২০০ বলে ১৪৮ রান করে ক্রিজে রয়েছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • BCCI Awards: পুরস্কৃত ঝুলন, বোর্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন চার জন

    BCCI Awards: পুরস্কৃত ঝুলন, বোর্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন চার জন

    মাধ্যম নিউজ ডেস্ক: গত চার মরশুমের সফল ক্রিকেটারদের পুরস্কৃত করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে গত চার বছরের চারটি পুরস্কার তুলে নিলেন মহম্মদ শামি (Mohammed Shami), রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin), যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও শুভমন গিল। মঙ্গলবার হায়দ্রাবাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। আমন্ত্রিত ছিলেন বেন স্টোকসেরা। এই প্রথম বিসিসিআইয়ের পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিদেশি কোনও দলকে।

    পলি উমরিগড় অ্যাওয়ার্ড 

    পুরুষদের ক্রিকেটে বিসিসিআই বছরের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার দেয়। যার নাম পলি উমরিগড় অ্যাওয়ার্ড। ২০১৯-২০ মরশুমের জন্য যে পুরস্কার পেলেন মহম্মদ শামি। ২০২০-২১ মরশুমের জন্য সেই পুরস্কার পেলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০২১-২২ মরশুমের জন্য পেলেন যশপ্রীত বুমরা ও গত মরশুমের জন্য পুরস্কার পেলেন শুভমন গিল। পুরস্কার পাওয়ার পর শামি বলেন, ”আমি অনেকটা সময় চোটের জন্য মাঠের বাইরে। দেশের জার্সিতে খেলাটা আমার কাছে সম্মানের। সবসময় মুহূর্তটা উপভোগ করি। দলের জন্য যখন যেমন প্রয়োজন, সেভাবে খেলতে চাই। নিজেকে উজাড়় করে দিতে চাই।”অশ্বিন বলেন, ”নম্বর, মাইলস্টোন এই সব নিয়ে ভাবি না বেশি। কেরিয়ারের শুরুর দিকে এগুলো মাথায় আসত। কিন্তু এখন আর ভাবি না। খেলাটা উপভোগ করতে চাই শুধু।”

    আর কী কী পুরস্কার দেওয়া হল

    ক্রিকেটে সারা জীবনের অবদানের জন্য সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। কোভিডের জন্য গত কয়েক বছর এই অনুষ্ঠান করেনি বিসিসিআই। তাই এ দিন গত চার মরশুমের বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার। বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছেন ক্রিকেটারেরা। শাস্ত্রীর সঙ্গেই সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার ফারুখ ইঞ্জিনিয়ার। ২০২২-২৩ মরশুমের জন্য মহিলাদের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন দীপ্তি শর্মা। তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে ২০১৯-২০ মরশুমের জন্যও। ২০২০-২১ এবং ২০২১-২২ মরশুমের জন্য পুরস্কৃত হয়েছেন স্মৃতি মন্ধানা। ২০২২-২৩ মরশুমে আন্তর্জাতিক ক্রিকেটে সেরা অভিষেককারী ক্রিকেটার হয়েছেন যশস্বী জয়সওয়াল। ২০২১-২২ মরশুমের জন্য এই পুরস্কার পেয়েছেন শ্রেয়স আয়ার। ২০২০-২১ মরশুমের জন্য অক্ষর পটেল এবং ২০১৯-২০ মরশুমের জন্য ময়ঙ্ক আগরওয়াল এই পুরস্কার পেয়েছেন। ২০২০-২১ মরশুমে সব থেকে বেশি উইকেট নেওয়ার স্বীকৃতি পেয়েছেন বাংলার ঝুলন গোস্বামী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs South Africa: লজ্জার রেকর্ড ভারতীয় ব্যাটারদের! কেপটাউনের চমক, একদিনে পড়ল ২৩ উইকেট

    India vs South Africa: লজ্জার রেকর্ড ভারতীয় ব্যাটারদের! কেপটাউনের চমক, একদিনে পড়ল ২৩ উইকেট

    মাধ্যম নিউজ ডেস্ক: লজ্জার রেকর্ড ভারতের। বিশ্বক্রিকেটে অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল কেপটাউন। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এর আগে কখনও শূন্য রানে ৬ উইকেট পড়েনি। এই প্রথম বিনা রানে ছয় উইকেট হারাল ভারত। একই দিনে পড়ল ২৩টি উইকেট। এর আগে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টের প্রথম দিন ২৫ উইকেট পড়েছিল। ১৯০২ সালে মেলবোর্নে হয়েছিল সেই টেস্ট। 

    বেহাল ব্যাটিং

    কেপটাউনে দ্বিতীয় টেস্টে শুরুটা ভাল হয়েছিল ভারতের। মহম্মদ সিরাজের দাপটে ৫৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব খারাপ হয়নি মেন-ইন-ব্লুদের। যশস্বী জয়সওয়াল আবার ব্যর্থ হলেও দ্বিতীয় উইকেটে রোহিত শর্মা এবং শুভমন গিল খেলাটা ধরে নেন। রোহিত শুরু করেছিলেন আগ্রাসী ভঙ্গিতে। তবে ৩৯ ও ৩৬ রানে ফিরে যান তাঁরা। চায়ের বিরতিতেও ৪ উইকেট হারিয়ে ১১১ রান ছিল ভারতের। ক্রিজে ছিলেন বিরাট কোহলি এবং কেএল রাহুল। কে জানত বিশ্বরেকর্ড অপেক্ষা করছে! 

    চা-বিরতির পর একটা সময় ভারতের রান ছিল ১৫৩-৪। তার পরে মাত্র ১১ বলের ব্যবধানে ভারতের বাকি ৬টি উইকেট পড়ে। দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে শেষ কয়েক মিনিটে যে ভাবে এতগুলি উইকেট পড়েছে তাতে চমকে গিয়েছেন অনেকেই। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। রবি শাস্ত্রী বলেন, “কে ভেবেছিল এরকম বিশ্বরেকর্ড হবে! সবাই যেন নতুন বছরের শুরুতে ধামাকা দেওয়ার মেজাজে ছিল।”  এগারোজনের মধ্যে ছয় জন শূন্যতে আউট হয়েছে। এই তালিকায় রয়েছে যশস্বী জয়েসওয়াল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

    এখনও ম্যাচে ভারত 

    কেপ টাউনে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে খেলতে নেমেছিল ভারত। আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে দু’ওভারে গুটিয়ে দিয়েছিল ৫৫ রানে। কিন্তু নিজেরাও তার সুবিধা নিতে পারল না। ভারতের প্রথম ইনিংস শেষ হল ১৫৩ রানে। জবাবে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়ে ৬২ রান তোলে। হাতে ৭ উইকেট। প্রোটিয়ারা এখনও পিছিয়ে ৩৬ রানে। ম্যাচের যা পরিস্থিতি তাতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট দু’দিনেই শেষ হওয়ার মুখে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs South Africa: সিরাজ-সাইক্লোন! একাই নিলেন ৬ উইকেট, ৫৫ রানে শেষ দক্ষিণ আফ্রিকা

    India vs South Africa: সিরাজ-সাইক্লোন! একাই নিলেন ৬ উইকেট, ৫৫ রানে শেষ দক্ষিণ আফ্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক:  এক, দুই বা তিন নয়, একাই ৬টি উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে নিজের সেরা স্পেল উপহার দিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। আরও চমকপ্রদ হল, সিরাজ-বুমরা-মুকেশ ত্রয়ীতে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেল প্রোটিয়াদের প্রথম ইনিংস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর দক্ষিণ আফ্রিকার।

    দুরন্ত বোলিং ভারতের

    কেপ টাউনে দ্বিতীয় টেস্টে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার উপর চেপে বসে ভারত। একের পর এক ব্যাটার আউট হয়ে সাজঘরে ফেরেন। এডেন মার্করামকে ফিরিয়ে শুরুটা করেছিলেন সিরাজই। এর পর ডিন এলগার, টোনি ডি জর্জি, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইনে এবং মার্কো জানসেনকে আউট করেন তিনি। প্রথম ইনিংসে সিরাজ ৯ ওভারে ১৫ রান দিয়ে নেন ৬ উইকেট। সিরাজ ছাড়াও উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা এবং মুকেশ কুমার। দু’টি করে উইকেট নিয়েছেন তাঁরা। শার্দূল ঠাকুরকে বসিয়ে এই ম্যাচে মুকেশকে দলে নেয় ভারত। সেই ম্যাচে কোনও রান না দিয়ে ২ উইকেট তুলে নেন বাংলার পেসার।

    এলিট ক্লাসে সিরাজ

    এদিন টস হেরে প্রথমে ফিল্ডিং করে ভারত। তাতে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডের যা অবস্থা ভারতীয় সমর্থকরা এখন বলতে শুরু করেছেন, শুরুতে বোলিং করে লাভবান হয়েছে টিম ইন্ডিয়া। শুরু থেকেই বল হাতে আগুন ঝরালেন সিরাজ। দক্ষিণ আফ্রিকার মাটিতে এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিনে পৌঁছে গেলেন সিরাজ। এই তালিকায় শীর্ষে রয়েছেন শার্দূল ঠাকুর। ২ বছর আগে আজকের দিনে শার্দূল ঠাকুর জোহানেসবার্গে ৭ উইকেট নিয়েছিলেন। অল্পের জন্য এই রেকর্ড ভাঙা হল না সিরাজের। ভারতীয় প্রাক্তন স্পিনার হরভজন সিংও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেট নিয়েছিলেন। ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে ২০০৪ সালে প্রোটিয়াদের বিরুদ্ধে এক ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন। এদিন দক্ষিণ আফ্রিকার ৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে চা বিরতি পর্যন্ত ভারত ৪ উইকেট হারিয়ে ১১১ রান করে। রোহিত শর্মা ৩৯ রানে আউট হন। শুভমন গিল করেন ৩৬ রান। শ্রেয়স আইয়ার ও যশস্বী জয়সওয়াল কোনও রান পাননি। তাঁরা দুজনেই শূন্য হাতে ফেরেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Vs Netherlands: টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, ভারতীয় দল অপরিবর্তিত

    India Vs Netherlands: টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, ভারতীয় দল অপরিবর্তিত

    মাধ্যম নিউজ ডেস্ক: নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও পূর্ণ শক্তি নিয়ে নামল ভারত। সুযোগ থাকলেও, পরিবর্তনের পন্থা অবলম্বন করল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি অধিনায়ক রোহিত শর্মা। এর থেকেই একটা বিষয় পরিষ্কার। তা হল, এই পর্যায়ে দাঁড়িয়ে কোনও প্রকার পরীক্ষা-নিরীক্ষার পথে যেতে নারাজ দল। আগামী ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। তার আগে তাঁরা যাতে প্রয়োজনীয় ম্যাচ প্র্যাকটিস পেয়ে যান, সেটা নিশ্চিত করতে চাইছে টিম ইন্ডিয়া। 

    কী বললেন রোহিত

    এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক। সেই সময় তিনি বলেন, ‘‘এই সিদ্ধান্তের কোনও বিশেষ কারণ নেই। এই প্রতিযোগিতায় আমরা প্রথম ব্যাট করেও জিতেছি। আবার প্রথমে বল করেও জিতেছি। বেঙ্গালুরুতে রান হয়। প্রথমে ব্যাট করে বড় রান করতে চাইছি আমরা। আরও একটা সুযোগ পাচ্ছি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং দেখে নেওয়ার।’’

    ভারতীয় একাদশ— রোহিত শর্মা (অভিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, জসপ্রিত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

    নেদারল্যান্ডস প্রথম একাদশ: ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), ব্যাস ডি লিড, তেজা নিদামানুরু, লগান ভ্যান বিক, ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেন।

    কোথায়, কখন হবে ম্যাচ? কীভাবে দেখবেন?

    আজ বিশ্বকাপের (ICC CWC 2023) শেষ গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি ভারত বনাম নেদারল্যান্ডস। ম্যাচটি (India Vs Netherlands) হচ্ছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাচ্ছে স্টার স্পোর্টস চ্যানেলে এবং লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে। 

     

  • India Vs Netherlands: লক্ষ্য সেমিফাইনাল, আজ ডাচদের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে বিশ্রামে শুভমান, বুমরা?

    India Vs Netherlands: লক্ষ্য সেমিফাইনাল, আজ ডাচদের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে বিশ্রামে শুভমান, বুমরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে (ICC CWC 2023) অপ্রতিরোধ্য রোহিত শর্মার ভারত। এখনও পর্যন্ত গ্রুপ পর্যায়ের ৮টি ম্যাচ খেলে ৮টিতেই জয়ী টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের জায়গা পাকা করেছে মেন ইন ব্লু। আজ, দীপাবলির দুপুরে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ (India Vs Netherlands) খেলতে নামছেন রোহিতরা।

    একদিকে, জয়ের ধারা অব্যাহত রাখার দিকেও যেমন নজর থাকবে ভারতের, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হলো সেমিফাইনালের আগে দলের সতেজ থাকা। যে কারণে, আজ বেঙ্গালুরুতে ডাচদের (India Vs Netherlands) বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে হয়ত একাধিক বদল করতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অন্তত এমনই একটা ইঙ্গিত গতকালই দিয়ে রেখেছিলেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়।

    একাধিক ক্রিকেটারকে বিশ্রাম?

    ভারতীয় শিবির সূত্রে খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহা-গুরুত্বপূর্ণ সেমিফাইনালের (ICC CWC 2023) আগে দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া যেতে পারে। যা জানা যাচ্ছে, এদিনের ম্যাচে (India Vs Netherlands) তিনটি বদল হতে পারে। বিশ্রাম দেওয়া যেতে পারে শুভমান গিল, রবীন্দ্র জাডেজা ও জসপ্রিত বুমরাকে। সেই জায়গায় বেঞ্চের কিছু ক্রিকেটারকে খেলিয়ে দেখে নিতে পারেন রোহিতরা। প্রথম একাদশে আসতে পারেন ঈষাণ কিসান, শার্দূল ঠাকুর ও রবিচন্দ্রন অশ্বিন।

    ভারতের সম্ভাব্য একাদশ

    রোহিত শর্মা (অভিনায়ক), ঈষাণ কিসান, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

    কোথায়, কখন হবে ম্যাচ? কীভাবে দেখবেন?

    আজ বিশ্বকাপের (ICC CWC 2023) শেষ গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি ভারত বনাম নেদারল্যান্ডস। ম্যাচটি (India Vs Netherlands) হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে দুপুর ২টো নাগাদ। তার আগে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ টস হবে। ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে এবং লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • India vs Australia: বিরাটের ক্যাচ ফস্কানোই কাল! মানছেন কামিন্স, দাপুটে জয়ের পরও চিন্তায় রোহিত

    India vs Australia: বিরাটের ক্যাচ ফস্কানোই কাল! মানছেন কামিন্স, দাপুটে জয়ের পরও চিন্তায় রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: বুমরাহ, কুলদীপ, জাদেজার দুরন্ত বোলিং। স্কোরবোর্ডে অজিদের বিরুদ্ধে জয়ের জন্য দরকার মাত্র ২০০ রান। চিপকে চলছে আনন্দ উৎসব। হঠাতই স্তব্ধ চিপক। প্রথম ২ ওভারে ২ রানের বিনিময়ে তিন উইকেট হারিয়ে ধুঁকছে ভারত।  সেখান থেকেই শুরু বিরাট-রাজ। সঙ্গে ধীর স্থির লোকেশ রাহুল। ফের যেন গেল গেল রব। ব্যক্তিগত ১২ রানের মাথায় হ্যাজেলউডের বলে ক্যাচ তুলে দিলেন বিরাট। সহজ ক্যাচ মিস করেন মিচেল মার্শ। ম্যাচ শেষে অজি অধিনায়ক প্যাট কামিন্সও মেনে নিলেন যে বিরাটের ক্যাচ মিসই কাল হল অজিদের। সেখানে থেকে বিরাট কোহলি (Virat Kohli) ও কে এল রাহুল (K L Rahul) মিলে দলের স্কোরকে টেনে নিয়ে যান জয়ের দোরগোড়ায়। ৮৫ রানের ইনিংস খেলেন কোহলি। অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন কে এল রাহুল। 

    কী বলছেন কামিন্স

    কামিন্স বলছেন, ”আমি এই ক্যাচ মিসের বিষয়টা ইতিমধ্যেই ভুলে গিয়েছি। মার্শ যেমন প্লেয়ার, তাতে ওই ক্যাচটা নিলে হয়ত ম্যাচের ছবিটা অন্যরকম হত। হ্যাজেলউড বিশ্বমানের বোলার। ভারতীয় ব্যাটারদের সামনে অনেক কঠিন প্রশ্ন রেখেছে ও। ১০ রানের মধ্যে ৪ উইকেট যদি পড়ে যেত তবে খুবই ভাল হত। তবে তা হয়নি। ওদের বিশ্বমানের বোলিং অ্যাটাক। তিন স্পিনারই দুর্দান্ত বোলিং করেছে।” বোর্ডে পর্যাপ্ত রান ওঠেনি? কামিন্সের কথায়, “আমার মনে হয় যে ৫০ রান কম ছিল বোর্ডে। আর ৫০ রান বেশি হলে হয়ত আরও লড়াই করার পরিস্থিতি থাকত।”

    জয়ের পরও চিন্তা

    জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। প্রথম ম্যাচেই তারা অস্ট্রেলিয়াকে হারাল। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভারতীয় বোলাররা। বিশেষ করে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরাহরা। ভারতীয় বোলারদের দাপটের ফলে মাত্র ১৯৯ রানে গুটিয়ে যায় অজিরা। ডেভিড ওয়ার্নার ৪১ এবং স্টিভ স্মিথ ২৬ রান করেন। এছাড়া আর কেউই বড় রান করতে পারেননি। তবুও ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতা ফের ধরা পড়ল। একটা সময় ম্যাচ হেরে যাওয়ার মতো পরিস্থিতির তৈরি হয়। কিন্তু তা হতে দেননি বিরাট এবং রাহুল। এই দুই ব্যাটার নিজেদের সেরাটা দিয়ে দলকে জেতান।

    ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, ‘আমি বেশ নার্ভাস ছিলাম। কেউ চায় না এই ভাবে নিজের ইনিংসটা শুরু হোক। অজি বোলারদের কৃতিত্ব দেওয়া উচিত, কারণ তারা ভালো জায়গায় বল করেছে। তবে এটাও ঠিক এই স্কোরে কিছু ঢিলেঢালা শটও ব্যবহার করা হয়ছে। কারণ এটা মোটেই বড় টার্গেট ছিল না। তবে সেই সব শটগুলি পাওয়ারপ্লেতে সম্ভব। তবে বিরাট এবং রাহুলকে কৃতিত্ব দেওয়া উচিত। ওরা যে পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়েছে, তা এক কথায় অসাধারণ।’

    কীভাবে শেষ চারে

    প্রতিটা দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সবার ম্য়াচ খেলা হলে পয়েন্টের দিক থেকে শীর্ষ স্থানে থাকা চারটে দল যাবে সেমিফাইনালে। প্রতিটা দল একটা করে তাদের ম্যাচ খেলে ফেলেছে। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। এরপর রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এদের মধ্য়ে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, ভারতের পয়েন্ট ২ করে। এই পাঁচটা দল ম্যাচ জিতেছে। তবে নেট রান রেটের জন্য নিউজিল্যান্ড শীর্ষে আর ভারত পঞ্চম স্থানে। নেট রান রেটের উপর নির্ভর করবে পরের রাউন্ডে যাওয়া।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: বুমরাহীন টিম ইন্ডিয়া! আজ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি রোহিতরা

    Asia Cup 2023: বুমরাহীন টিম ইন্ডিয়া! আজ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি রোহিতরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত পাকিস্তান মহারণ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। দুই দলের ঝুলিতে জমা পড়েছিল এক পয়েন্ট করে। সেই সুবাদে বাবর আজামরা এশিয়া কাপের সুপার ফোরে জায়গা পাকা করে ফেলেছে। কারণ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তান বড় ব্যাবধানে হারিয়েছিল নেপালকে। এক পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে নেপালের মুখোমুখি হওয়ার আগে দেশে ফিরলেন দলের এক নম্বর বোলার যশপ্রীত বুমরাহ। বাবা হলেন তিনি। সোমবার সকালে সোশ্যাল সাইটে এই খবর শেয়ার করেন তিনি।

    আজ, সোমবার নেপালকে হারাতে পারলেই রোহিত বাহিনীও সুপার ফোরে পৌঁছে যাবে। রোহিতরা সুপার ফোরে পৌঁছলে দলের সঙ্গে যোগ দেবেন বুমরাহ। তবে হেরে গেলেই বিপদ। সেক্ষেত্রে খালি হাতে দেশে ফিরতে হবে রাহুল দ্রাবিড়ের দলকে। যা বিশ্বকাপের আগে মোটেও ভালো বিজ্ঞাপন হবে না। আর বৃষ্টিতে যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে সুবিধা পাবে ভারত।

    টপ অর্ডার নিয়ে চিন্তা

    পাকিস্তানের বিরুদ্ধে ভারতের টপ অর্ডার ব্যাট্যাররা ব্যর্থ হয়েছিলেন। শাহিন আফ্রিদির আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল। তাই সুপার ফোর লড়াইয়ে নামার আগে রোহিত, কোহলিরা অবশ্যই চাইবেন রানে ফিরতে। কারণ এর পর লড়াই আরও কঠিন। ফের মুখোমুখি হবে ভারত পাকিস্তান। তাই দুর্বল নেপালের বিরুদ্ধে ভারতীয় টপ অর্ডার কেমন পারফর্ম করেন, সেদিকে নজর থাকবে। চার নম্বর নিয়ে ভারতীয় দলের মাথাব্যাথা নতুন নয়। অনেকেই আশা করেছিলন, শ্রেয়স আইয়ার ফিট হয়ে দলে ফেরায় তিনি সমস্যার সমাধানে সফল হবেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা ভালো করেও হঠাৎ উইকেট ছুড়ে দেন তিনি। সেদিন যদি ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া হাল না ধরতেন তাহলে সমস্যায় পড়ত ভারত। কিন্তু ঈশানের ৮২ ও হার্দিক এর ৮৭ টিম ইন্ডিয়াকে স্বস্তি দিয়েছিল।

    বাবা হলেন বুমরাহ

    এই ম্যাচে আবার পাওয়া যাবে না বুমরাহকে। আচমকা তিনি দেশে ফিরে এসেছেন। প্রথম বার বাবা হয়েছেন ভারতের তারকা পেসার। আর সেই কারণেই নাকি মাঝে ক’টা দিন ছুটি নিয়ে মুম্বইয়ে স্ত্রী এবং পরিবারের কাছে রয়েছন তিনি। খুশির খবর পুত্র সন্তান হয়েছে। নাম রাখা হয়েছে অঙ্গদ। নিজেই সোশ্যাল সাইটে এই খবর জানিয়েছেন তিনি। ভারতীয় দল সুপার ফোরে কোয়ালিফাই করলেই, তিনি দলের সঙ্গে আবার যোগ দেবেন বলে খবর। তাই খেলতে পারেন মহম্মদ শামি। বাকি দুই পেসার হতে পারেন সিরাজ ও শার্দুল ঠাকুর। স্পিনার হিসাবে জাদেজার সঙ্গী হবেন কুলদীপ যাদব। নেপালের হারানোর কিছু নেই। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামা তাদের কাছে বড় অভিজ্ঞাতা সঞ্চয়ের সুযোগ।

LinkedIn
Share