Tag: Jasprit Bumrah

Jasprit Bumrah

  • India vs Ireland: সাজঘরের শক্তি মাপাই লক্ষ্য! আজ ভারত-আয়ারল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ

    India vs Ireland: সাজঘরের শক্তি মাপাই লক্ষ্য! আজ ভারত-আয়ারল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: বুমরার নেতৃত্বে একগুচ্ছ তরুণ ক্রিকেটারদের নিয়ে আজ, শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ (IND vs IRE T20I) খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে দলটি খেলতে গিয়েছে, এশিয়ান গেমসে সেই দলের অনেকেই রয়েছেন। এশিয়ান গেমসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এই সিরিজে সহ-অধিনায়ক। ভারতীয় দলকে নেতৃত্ব দিতে নামার আগে ঋতুরাজের মহড়া হয়ে যাবে আয়ারল্যান্ডে। আইরিশদের বিরুদ্ধে এখনও পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটিতেও হারেনি ভারত। তরুণদের সামনে চ্যালেঞ্জ এই জয়ের ধারা বজায় রাখা।

    ১১ মাস বাদে মাঠে বুমরা

    দীর্ঘদিন চোট আঘাতের জেরে মাঠের বাইরেই ছিলেন বুমরা। এই সিরিজ দিয়ে বিশ্বকাপের আগে বহু কাঙ্খিত আন্তর্জাতিক প্রত্যাবর্তন ঘটাচ্ছেন বুমরা (Jasprit Bumrah)। তাঁর ফিটনেসের দিকে সকলেরই নজর থাকবে। তরুণ ভারতীয় দলকে নেতৃত্ব দিতে নামার আগে বুমরা বলেন, “কে আমার থেকে কী আশা করছে, সেটা নিয়ে আমি ভাবছি না। আমি শুধু উপভোগ করতে চাই। এত দিন ধরে ক্রিকেটের বাইরে কখনও থাকিনি। যে খেলাটাকে ভালবাসি, সেটার জন্যই ফিরে এসেছি। ১১ মাস আগেও যেমন ছিলাম, এখনও তেমনই আছি। নিজের উপর আত্মবিশ্বাস আছে। জানি অনেক দিন পর মাঠে ফিরছি। কিন্তু মাঠে ফিরে আমি খুশি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনেকটা সময় কাটিয়েছি। এখন আমি সুস্থ। মাঠে নামার জন্য মুখিয়ে আছি।”

    রিঙ্কুর প্রথম সফর

    এটিই ভারতীয় দলের সঙ্গে রিঙ্কু সিং, জীতেশ শর্মাদের প্রথম সফর। নিজেদের প্রথম সফরে স্বাভাবিকভাবেই দুই তরুণ তুর্কিই উচ্ছ্বাসে ভাসছেন। সেই উচ্ছ্বাস বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে সকলের সঙ্গে ভাগ করে নেন  রিঙ্কু সিং (Rinku Singh), জীতেশ শর্মা (Jitesh Sharma)। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে অনুশীলন সেশনের পর গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সেরা ক্রিকেটার রিঙ্কু বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রথম অনুশীলন সেশনটা বেশ ভালই গেল। আমি যদি সুযোগ পাই তাহলে নিজের সেরাটা দেব এবং দলকে ম্যাচ জিততে সাহায্য করব।’

    প্রথমবার জাতীয় দলের হয়ে ডাক পাওয়াটা সকলের কাছেই দারুণ উচ্ছ্বাস ও আবেগের। রিঙ্কু জানান, ‘আমি সেই সময় নয়ডায় যেখানে আমি অনুশীলন করি, সেখানে ছিলাম। যখন দল ঘোষণা করা হয়, তখন বন্ধুদের সঙ্গে ছিলাম আমি। তারপর আমি আমার মাকে ফোন করি। মা সবসময় বলত আমাকে দেশের হয়ে খেলতে হবে। তাই আমার পাশাপাশি ওদেরও স্বপ্ন পূর্ণ হয়। ভারতের হয়ে খেলাটা সকলরেই স্বপ্ন। প্রথমবার ভারতীয় দলের জার্সি হাতে পাওয়ার পর আমি খানিকটা আবেগঘনই হয়ে গিয়েছিলাম।’

    আরও পড়ুন: ২৫ অগাস্ট থেকেই বিশ্বকাপের টিকিট! জেনে নিন কীভাবে পাবেন

    কখন, কোথায় ম্যাচ দেখবেন 

    আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি ম্যাচগুলি শুরু হবে সন্ধে ৭.৩০ মিনিট থেকে। ভারতে সেই ম্যাচ সম্প্রচার হবে স্পোর্টস১৮ চ্যানেলে। মোবাইলে খেলা দেখা যাবে জিয়োসিনেমাতে।

    ভারতীয় দল: যশপ্রীত বুমরা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবা‌জ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণ, আরশদীপ সিং, মুকেশ কুমার এবং আবেশ খান।

    আয়ারল্যান্ডের দল: পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বলবির্নি, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যামফের, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিয়ন হ্যান্ড, জস লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার, থিয়ো ভান ওরকম, বেন হোয়াইট এবং ক্রেগ ইয়ং।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Jasprit Bumrah: অস্ট্রেলিয়া সিরিজেই ফিরতে চলেছেন বুমরা! ফিটনেস টেস্টে পাস জাডেজা, অনিশ্চিত শ্রেয়স

    Jasprit Bumrah: অস্ট্রেলিয়া সিরিজেই ফিরতে চলেছেন বুমরা! ফিটনেস টেস্টে পাস জাডেজা, অনিশ্চিত শ্রেয়স

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজেই দলে ফিরতে পারেন জসপ্রীত বুমরা। তিনি এখন সম্পূর্ণ ফিট। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য রয়েছেন বুমরা। সেখানে তিনি বোলিং অনুশীলনও শুরু করেছেন। অস্ট্রেলিয়া ভারতে ৪ টি টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।  প্রথম দুটি টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। সব কিছু ঠিক থাকলে বুমরা ফিরতে পারেন তৃতীয় টেস্টে।

    দলে ফিরছেন জাদেজা 

    প্রথম দুই টেস্টে দলে ফিরতে চলেছেন রবীন্দ্র জাদেজা। হায়দ্রাবাদের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে পাস করেছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। ২০২২ সালে অগাস্টে এশিয়া কাপের পর জাদেজা আর জাতীয় দলের জার্সিতে খেলেননি। হাঁটুর চোটে ভুগছিলেন তিনি। অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। এরপরই পাঁচ মাসের জন্য ২২ গজ থেকে ছিটকে যান জাদেজা। গত সপ্তাহে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন জাদেজা। তবে জাদেজা ফিরলেও শ্রেয়স আইয়ার নাগপুর টেস্টে অনিশ্চিত। পিঠের চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। এরপর থেকে আর ফেরা হয়নি তাঁর।। এনসিএতেই রিহ্যাবে আছেন এই মুহূর্তে তরুণ এই ব্যাটার। কিন্তু এখনও পুরো সুস্থ হননি তিনি। 

    আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতে মাঠেই নাচ শেফালিদের! ভাইরাল ভিডিও

    মাঠে প্রধানমন্ত্রী!

    ইতিমধ্যেই বর্ডার-গাভাসকার ট্রফির দামাম বেজে গিয়েছে। আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভার‍ত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। সেই ম্যাচ দেখতে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ডাকে সাড়া দিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও (Anthony Albanese) এই ম্যাচে অতিথি হতে পারেন বলে খবর। তবে দুই দেশের তরফে সরকারিভাবে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। যদি মোদি এই স্টেডিয়ামে যায়, তাহলে নিজের নামাঙ্কিত স্টেডিয়াম (Narendra Modi Stadium) উদ্বোধনের পর এই প্রথমবার মোতেরায় ম্যাচ দেখবেন প্রধানমন্ত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 WC 2022: বুমরাহর অভাব মেটাবে শামি! টসও গুরুত্বপূর্ণ, রোহিতকে পরামর্শ মাস্টার-ব্লাস্টারের

    T20 WC 2022: বুমরাহর অভাব মেটাবে শামি! টসও গুরুত্বপূর্ণ, রোহিতকে পরামর্শ মাস্টার-ব্লাস্টারের

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) মহম্মদ শামি (Mohammed Shami) তাঁর সতীর্থ জশপ্রীত বুমরাহর যোগ্য বিকল্প হওয়ার ক্ষমতা রাখেন। এমনটাই মনে করেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।  সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে সচিন বলেছেন, ‘চোটের জন্য বুমরাহর না থাকা বড় ক্ষতি। ও ভারতের প্রধান স্ট্রাইক বোলার। বুমরাহ ব্যাটারদের উপর দাপট দেখাতে পারে। তবে শামি অনেকদিন পর মাঠে নেমেই প্রমাণ করে দিল যে, ওই বুমরাহর আদর্শ পরিবর্ত।’ শামির পাশাপাশি তরুণ বাঁহাতি জোরে বোলার অর্শদীপ সিংকে নিয়েও মুগ্ধ সচিন। তিনি বলেন, ‘অর্শদীপ পরিকল্পনা নিয়ে মাঠে নামে। এই ফরম্যাটে প্ল্যানিং বজায় রেখে বল করা খুবই গুরুত্বপূর্ণ।’ সচিনের কথায়, ‘অস্ট্রেলিয়ার মাঠ বড় হওয়ার কারণে স্পিনারদের বিরুদ্ধে মারা খুবই শক্ত। বল যে দিকে ঘুরছে, সে দিকে মারার একটা প্রবণতা দেখা যায়। খুব কম ব্যাটসম্যান রয়েছে যারা ক্রমাগত স্পিনারদের বিরুদ্ধে চালিয়ে খেলতে পারে। সাধারণত বাউন্ডারির দৈর্ঘ্য কতটা এর উপর নির্ভর করে কোন স্পিনারকে খেলানো দরকার। কোন দিকে হাওয়া বইছে সেটাও খেয়াল রাখতে হবে। ‘ভারতের কিংবদন্ত ব্যাটসম্যান বলেছেন, ‘চলতি টুর্নামেন্টে বাঁহাতি ব্যাটসম্যান অবশ্যই গুরুত্বপূর্ণ। বোলার এবং ফিল্ডারদের সেই অনুযায়ী নিজেদের গুছিয়ে নিতে হয় এবং তারা যদি একটানা স্ট্রাইক রোটেট করে, তা হলে বোলারদের সমস্যায় পড়তে হয়।’ তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি কিছু ক্ষেত্রে কন্ডিশনের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে এবং স্কোর রক্ষা করা সহজ হবে না। ম্যাচ চলাকালীন পরিস্থিতি পরিবর্তন হতে পারে এবং রান তাড়া করা সহজ হতে পারে। টসের ভূমিকাও তাই কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে।’

    আরও পড়ুন: ক্রিকেট ঘোচায় দূরত্ব! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে শাহিনকে কী পরামর্শ দিলেন শামি?

    ১৯৯২ সাল থেকে অস্ট্রেলিয়া সফর করেছেন। স্যর ডন ব্র্যাডম্যানের দেশে একাধিক সফর করার সুবাদে সেখানকার পিচ ও স্টেডিয়ামকে হাতের তালুর মতো চেনেন সচিন। তাই বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে রোহিতদের পরামর্শ দিলেন মাস্টার ব্লাস্টার। ডেথ ওভারের টিম ইন্ডিয়া কীভাবে ভালো বোলিং করতে পারে তাও জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার। টিম ইন্ডিয়ার শিরোপা জয়ের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দল খুব ভালো এবং ভারসাম্যপূর্ণ। সম্ভবত টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ আমাদের। ফাইনালে খেলার ক্ষমতা রয়েছে রোহিতদের।’ সচিনের কথায় সেমিফাইনালের চারটি দল হল,‘আমাদের পুল থেকে আমার সেমিফাইনালিস্ট হবে ভারত ও পাকিস্তান। পাকিস্তান যদি ভালো ব্যাটিং করে তাহলে না হলে দক্ষিণ আফ্রিকা থাকবে। অস্ট্রেলিয়ার পরিবেশ দক্ষিণ আফ্রিকার মতোই। দ্বিতীয় পুলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ফেভারিট, নিউজিল্যান্ড ডার্ক হর্স। আইসিসি চ্যাম্পিয়নশিপে তারা ভালো করেছে।’

  • T20 World Cup: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হার রোহিতদের, বুমরাহর বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ায় গেল ৩ বোলার

    T20 World Cup: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হার রোহিতদের, বুমরাহর বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ায় গেল ৩ বোলার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের টি-টোয়েন্টি দলের মূল অস্ত্র জশপ্রীত বুমরাহর বিশ্বকাপ খেলা হচ্ছে না। নিঃসন্দেহে এটা রোহিত শর্মার দলের জন্য বড় ধাক্কা। তার জায়গায় কাকে নেওয়া হবে, সেটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে নির্বাচকরা। এমন পরিস্থিতিতে তাঁর বিকল্প হিসেবে তিনজনকে অস্ট্রেলিয়ায় ডেকেছে টিম ম্যানেজমেন্ট। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দলে যোগ দিতে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। তবে তাঁদের মধ্যে কে ভারতের মূল দলে জশপ্রীত বুমরাহর স্থলাভিষিক্ত হবেন, তা এখনও জানানো হয়নি। বিসিসিআই সূত্রের খবর, তিনজন রিজার্ভ ক্রিকেটার – শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহারের কেউই অস্ট্রেলিয়া যাচ্ছেন না। তাঁদের মধ্যে পিঠের চোটের জন্য দীপক চাহার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকেও চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি।

    টি-২০ বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্য়াচে ধাক্কা খেল ভারতীয় দল। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও লড়াই দিতে পারল না টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ব্য়াটিং লাইনআপের ভরাডুবি চিন্তায় রাখল ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে। ম্য়াচে প্রথেম ব্য়াট করে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৩২ থামে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবারের অনুশীলন ম্যাচে ভারতীয় দলকে ৩৬ রানে হারিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। প্রথমবার কোনও আঞ্চলিক দলের কাছে টি টোয়েন্টিতে ২০ ওভারের ক্রিকেট ম্যাচে হারল ভারতীয় দল। এই পরাজয় ভারতীয় দলের কাছে লজ্জার।  অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৭ ও ১৯ অক্টোবর দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত। তারপর মেলবোর্নে যাবে, সেখানেই ২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।

    অন্যদিকে  গত ৬ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রোহিতরা অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছেন। ক্রিকেট বিশ্বকাপ খেলতে গিয়ে অন্য় খেলায় মাততে দেখা গেল ভারতীয় ক্রিকেট দলকে। সেই ভিডিও শেয়ার করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে ভিডিও শেয়ার করা হয়ছে সেখানে দেখা গিয়েছে,পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট দ্বীপে ঘুরতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেখানেই ঘুরতে গিয়ে লন বল খেলতে দেখা যায় ভারতীয় ক্রিকেটাদের। সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশকে ১৩ রানে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। ভারতের জয়ের নায়ক ছিলেন সূর্যকুমার যাদব। বল হাতে সেরা অর্শদীপ সিং। সাফল্য পেয়েছিলেন ভুবনেশ্বর কুমারও। তাই ফুরফুরে মেজাজে ছিল রোহিত এন্ড কোং। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই তাল কাটল।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Mohammed Shami: অভিজ্ঞতায় ভরসা! বুমরাহর পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শামি

    Mohammed Shami: অভিজ্ঞতায় ভরসা! বুমরাহর পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শামি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রশ্ন ছিল তারুণ্য না অভিজ্ঞতা? উত্তর মিলল। শেষ পর্যন্ত অভিজ্ঞতাকেই প্রাধান্য দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। টি-২০ বিশ্বকাপে জশপ্রীত বুমরাহর পরিবর্তে মহম্মদ শামিকে (Mohammed Shami)মূল স্কোয়াডে নিল বিসিসিআই । ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2022)। ভারত অভিযান শুরু করবে ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। টি-২০ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া রওনা দেওয়া ঠিক আগে চোট পান ভারতীয় দলের মুখ্য পেসার জশপ্রীত বুমরাহ। বিশ্বকাপ দলে পরিবর্তনের শেষ তারিখ ১৫ অক্টোবর। তার আগে শুক্রবার বুমরাহর পরিবর্তে শামির নাম ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে।  সেইসঙ্গে জানান হয়েছে, ব্যাকআপ পেসার হিসেবে অস্ট্রেলিয়ায় গিয়েছেন মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর।

    শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে বলা হয়েছে, ‘পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে জশপ্রীত বুমরাহের পরিবর্ত হিসেবে মহম্মদ শামির নাম ঘোষণা করেছে নির্বাচক কমিটি। ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন শামি এবং ওয়ার্ম-আপ ম্যাচের আগে ব্রিসবেনে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন।’ উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ভারত। দু’দিন পর (১৯ অক্টোবর) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচ আছে রোহিত শর্মাদের।

    আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

    চোট পেয়ে ছিটকে যাওয়া বুমরাহর জায়গায় বিশ্বকাপের দলে এসেছেন মহম্মদ শামি। বাংলার বোলারকে নিয়ে দলনায়ক রোহিত বলেছেন, “মহম্মদ শামিকে ইদানীং খেলতে দেখিনি। তবে শুনেছি ও ভাল ছন্দে রয়েছে। রবিবার ব্রিসবেনে আমাদের অনুশীলন রয়েছে। সেখানে শামিকে দেখার জন্যে মুখিয়ে রয়েছি।” দীর্ঘদিন পর টি-২০ ফরম্যাটে ভারতীয় দলের হয়ে মাঠে নামবেন মহম্মদ শামি। শেষবার ভারতের হয়ে খেলেছিলেন ২০২১ টি-২০ বিশ্বকাপে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Jasprit Bumrah: বুমরাহর পরিবর্ত কে? টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার বিমানে উঠবেন শামি না চাহার

    Jasprit Bumrah: বুমরাহর পরিবর্ত কে? টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার বিমানে উঠবেন শামি না চাহার

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পিঠের চোটের কারণে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের নির্ভরযোগ্য বোলার জসপ্রীত বুমরাহ। তবে এখনও বুমরাহর পরিবর্তে ভারতীয় দলে কে জায়গা করে নেবেন তা জানায়নি বিসিসিআই। দলে পরিবর্ত ক্রিকেটারের নাম জানানোর জন্য আইসিসির নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। তবে আইসিসির অনুমতি সাপেক্ষে পরিবর্ত ক্রিকেটারের নাম জানাতে পারবে বিসিসিআই। তার জন্যই চলছে শেষ লগ্নের প্রস্তুতি। মহম্মদ শামি না দীপক চাহার না অন্য কেউ কে অস্ট্রেলিয়ার বিমানে উঠবে তা খুব শীঘ্রই জানাবে বিসিসিআই।  তবে ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান, ১২ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হতে পারেন শামি।

    আরও পড়ুন: কোহলি থেকে কার্তিক! সেরা পাঁচ ক্রিকেটারের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়ত এটাই

    ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়ার মাটিতে শামির দুরন্ত রেকর্ড রয়েছে। ২০১৫ সালে অসিভূমে ওয়ান ডে বিশ্বকাপের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি। গত আইপিএলেও বল হাতে জ্বলে উঠেছিলেন শামি। তাঁর অভিজ্ঞতা আছে, তা ছাড়া শামি পরিস্থিতি অনুযায়ী বল করতে সক্ষম। তবে করোনা আক্রান্ত হওয়ায় দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি শামি।  তবে এখন তিনি করোনা মুক্ত। বর্তমানে  শামি ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। নিজের ফিটনেসের দিকে নজর দিয়েছেন ভারত তথা বাংলার এই বোলার।  যদিও এখনও পর্যন্ত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি থেকে মেডিক্যাল ক্লিয়ারেন্স পাননি মহম্মদ শামি। যে কারণে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া যেতে পারেননি তিনি। তবে অনুমান, শীঘ্রই তিনি তা পেয়ে যাবেন।

    আরও পড়ুন: বিসিসিআই সভাপতি থাকছেন না মহারাজ! পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন রজার বিনি

    শামির সঙ্গে অস্ট্রেলিয়ার যেতে পারেন দীপক চাহারও। মনে করা হচ্ছে, দুই খেলোয়াড়ই রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন। তবে চাহার এখনও পর্যন্ত সুস্থ নয় বলে বিসিসিআই সূত্রে খবর। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা। ২২ অক্টোবর থেকে শুরু মূল পর্বের খেলা। ২৩ অক্টোবর বিশ্বকাপের প্রথম খেলায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন রোহিতরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Jasprit Bumrah: টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহর বিকল্প কে? শামি না সিরাজ দ্বিধাবিভক্ত নির্বাচকরা

    Jasprit Bumrah: টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহর বিকল্প কে? শামি না সিরাজ দ্বিধাবিভক্ত নির্বাচকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে ভারতীয় দল। প্রথম প্রস্তুতি ম্যাচে পারথে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারানোয় রোহিত শর্মাদের মনোবল তুঙ্গে। তবে জাতীয় নির্বাচকদের ঘুম উড়ে গিয়েছে যশপ্রীত বুমরাহর পরিবর্ত খুঁজতে গিয়ে। একটা সময় লড়াইয়ে ছিলেন মহম্মদ শামি, দীপক চাহার, মহম্মদ সিরাজ। যদিও চোট পাওয়ায় দীপক চাহারের বিশ্বকাপ খেলার আর কোনও সম্ভাবনা নেই। এখন শামি ও সিরাজের মধ্যে একজনকে বেছে নিতে হবে নির্বাচকদের।

    আরও পড়ুন: বিশ্বকাপের আগে বোলিং চিন্তায় ফেলেছে ভারতকে! বুমরাহর পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়া যেতে পারেন সামি

    শামি ও সিরাজের মধ্যে কোনও একজনকে বেছে নেওয়া সহজ কাজ নয়। একদিকে সামির অভিজ্ঞতা। অন্যদিকে সিরাজের তারুণ্য। দু’টোই বিশ্বকাপের মতো মঞ্চে খুবই গুরুত্বপূর্ণ। অতীতে শামি অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ বল করেছেন। সেই অভিজ্ঞতা কাজে দিতে পারে টিম ইন্ডিয়ার। আবার সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ একদিনের সিরিজে বল হাতে কার্যত আগুন ঝরিয়েছেন সিরাজ। তাঁর গতি অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে দারুণ কার্যকর হতে পারে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। স্বাভাবিকভাবেই দু’জনের মধ্যে একজনকে বেছে নেওয়া সহজ নয়। তাই বুমরাহর বিকল্প খুঁজতে গিয়ে ঘুম উড়ে গিয়েছে চেতন শর্মাদের।

    আরও পড়ুন: বিসিসিআই সভাপতি থাকছেন না মহারাজ! পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন রজার বিনি

    পাল্লা কিছুটা হলেও ভারী শামিরই। করোনা মুক্ত হওয়ার পর তিনি কোনও ম্যাচ খেলেননি। তবে ফিট। তাই অস্ট্রলিয়া উড়ে যাচ্ছেন। বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচে তাঁকে খেলানোর পর নির্বাচকরা হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছন সিরাজও। তবে যে রকম ফর্মে তিনি আছেন, তাতে বিশ্বকাপের চূড়ান্ত দলে তাঁকে না দেখার কোনও কারণ নেই। প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরও ব্যাট ধরেছেন সিরাজের হয়ে। তাঁর যুক্তি, ‘শামি অনেকদিন খেলার বাইরে। হঠাৎ করে ওকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে নামিয়ে দেওয়া ঠিক হবে না। তার চাইতে ফর্মে থাকা সিরাজকে খেলানো উচিত। ১৫ জনের দলে এখনও কেউ নির্বাচিত হননি। দেখা যাক নির্বাচকরা কাকে বেছে নেয়।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Jasprit Bumrah: টি২০ বিশ্বকাপ খেলছেন না বুমরাহ, ‘খলনায়ক’ স্ট্রেস ফ্র্যাকচার 

    Jasprit Bumrah: টি২০ বিশ্বকাপ খেলছেন না বুমরাহ, ‘খলনায়ক’ স্ট্রেস ফ্র্যাকচার 

    মাধ্যম নিউজ ডেস্ক: টি২০ বিশ্বকাপের দল (T20 World Cup 2022) থেকে ছিটকে গেলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এমনটাই খবর বিসিসিআই সূত্রে। যদিও বিসিসিআই-এর (BCCI) তরফে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।  

    আরও পড়ুন: ১৪ বছর পর ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ! ইসিবি-র প্রস্তাবে কী জানাল বিসিসিআই?

    মুলত পিঠের চোটের কারণেই দল থেকে সরে দাঁড়াতে হল বুমরাহকে। এশিয়া কাপেও (Asia Cup) পিঠের চোটে ভুগেছেন এই খেলোয়াড়। আবারও পিঠের চোট বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এর আগে এই চোটের কারণে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে খেলতে পারেননি বুমরাহ। চোট সারিয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দলে ফেরেন বুমরাহ। তবে সেই কামব্যাক বেশিদিন স্থায়ী হল না। ফের ছিটকে গেলেন দলের এক নম্বর বোলার। টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই, এর আগে বুমরাহর চোটের জেরে বিপদে টিম ইন্ডিয়া (Team India)।   

     

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ২টি টি-২০ ম্যাচে মাঠে নামেন জসপ্রীত। নাগপুরের ৮ ওভারের ম্যাচে বুমরাহ ২ ওভার বল করেন। ২৩ রানে ১টি উইকেট নেন তিনি। পরে হায়দরাবাদে ৪ ওভার বল করে ৫০ রান দিয়েও কোনও উইকেট নিতে পারেননি তিনি।

    চোট সারিয়ে ফেরার পরেও বুমরাহ পিঠে ব্যাথা অনুভব করায় চিন্তায় ছিল ভারতীয় ক্রিকেটমহল। সত্যি হল সেই আশঙ্কাই। বোর্ডের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, বুমরাহর পিঠে স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। তাই বিশ্বকাপে তাঁর মাঠে নামা সম্ভব নয়। তাঁর কথায়, “এটা নিশ্চিত যে, বুমরাহর পক্ষে টি-২০ বিশ্বকাপ খেলা সম্ভব নয়। ওর পিঠের অবস্থা বেশ গুরুতর। ওর স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। ফলে অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে জসপ্রীতকে।” 

    দলের অন্যতম সেরা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজার পর চোটের জন্যে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন ভারতের আরও এক তারকা ক্রিকেটার।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 WC India Team: টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে প্রত্যাবর্তন বুমরাহ-হার্শলের, মূল দলে নেই শামি

    T20 WC India Team: টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে প্রত্যাবর্তন বুমরাহ-হার্শলের, মূল দলে নেই শামি

    মাধ্যম নিউজ ডেস্ক: চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি ভারতের দুই মূল পেসার জাসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও হার্শল প্যাটেল (Harshal Patel)। এই দুই বোলারের প্রভাব হাড়ে হাড়ে টের পেয়েছে টিম ইন্ডিয়া। সুপার ফোর থেকে বাদ পড়ে দল। তাই আসন্ন টি- টোয়েন্টি বিশ্বকাপে আর সেই ঝুঁকি নিতে নারাজ দল। 

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে দল (T20 World Cup Team) ঘোষণা করেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের মূল স্কোয়াডের পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন আরও চারজন। চোট কাটিয়ে দলে ফিরেছেন মূল পেসার বুমরাহ, হার্শল। আছেন এশিয়া কাপ খেলা রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিকের মতো সিনিয়ররা। বুমরাহ-হার্শাল ফিরলেও চোটের কারণে বিশ্বকাপে যাওয়া হচ্ছে না রবীন্দ্র জাদেজার। ডান হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে বাঁহাতি অলরাউন্ডারকে। এমনটাই জানিয়েছে বিসিসিআই।

    আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের পরাজয়ে উল্লাস আফগানদের! রইল ভিডিও  

    মূল দল থেকে বাদ পড়েছেন পেসার মহম্মদ শামি (Mohd. Shami)। শামির জায়গা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। এশিয়া কাপে নিজের পারফরম্যান্সের কারণে দলে টিকে গিয়েছেন ভুবনেশ্বর।  

    বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আজ এই দুটি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে বিসিসিআই। এই দুটি সিরিজে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার জল্পনা শোনা গিয়েছিল শুরুতে। কিন্তু মূল  টিমে নাম রয়েছে তাঁদের। এশিয়া কাপে বোলারদের ব্যর্থতার পর মহম্মদ শামিকে ফেরানোর দাবি উঠলেও তিনি জায়গা পাননি। ডানহাতি পেসারকে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড়দের দলে। 

    আরও পড়ুন: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    টি-টুয়েন্টি বিশ্বকাপের ভারত দল

    রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রিশভ পান্ট, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, ভূবনেশ্বর কুমার, হার্শল প্যাটেল, আর্শদীপ সিং।

    রিজার্ভ 

    মহম্মদ শামি, শ্রেয়াস আয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Jasprit Bumrah: বিশ্বকাপে অনিশ্চিত বুমরা! ভারতীয় তারকা পেসারের চোট নিয়ে গুঞ্জন

    Jasprit Bumrah: বিশ্বকাপে অনিশ্চিত বুমরা! ভারতীয় তারকা পেসারের চোট নিয়ে গুঞ্জন

    মাধ্যম নিউজ ডেস্ক: পিঠের চোটে কাবু ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরা। বাদ পড়েছেন এশিয়া কাপ থেকেও। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁকে পাওয়া যাবে কি না তাঁর নিশ্চয়তা নেই। বোর্ডের তরফে জানানো হয়েছে বুমরা এখন রয়েছেন বেঙ্গালুরুতে। সেখানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) চোট সারাচ্ছেন তিনি। চিকিৎসক ও ফিজিওদের সামনেই চলছে অনুশীলন। বুমরার চোট নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। 

    ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে শেষ খেলেছিলেন বুমরা। তার পর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে সফর থেকে বিশ্রাম দেওয়া হয় তাঁকে। মধ্যে আমেরিকায় পরিবারের সঙ্গে সময় কাটাতেও যান ভারতীয় পেসার। দেশে ফিরেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেন তিনি। দেশের মাটিতে সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজের আগে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন বুমরা। কিন্তু এক বোর্ড আধিকারিকের কথায়, বুমরার চোট নিয়ে শঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে। তিনি জানান , বুমরার পিঠে চোট রয়েছে। সেই কারণেই এশিয়া কাপের দলে রাখা হয়নি তাঁকে। এই পিঠের চোটের কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে খেলতে পারেননি বুমরা। তাঁর এই চোট পুরনো। সারতে সময় লাগবে।

    আরও পড়ুন: সামি বাদ পড়ায় ক্ষুব্ধ শ্রীকান্ত! বিশ্বকাপের দলে সামি ফিরলে অবাক হবেন না মোরে

    এর আগে ২০১৯ সালে চোটের জন্য দল থেকে ছিটকে যান বুমরা। তারপর থেকেই পিঠের চোট ভোগাচ্ছে তাঁকে। আশা করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন বুমরা। কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে। ওই আধিকারিকের কথায়, “বুমরা আমাদের সেরা বোলার। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওকে সম্পূর্ণ সুস্থ দেখতে চাই।”  তবে, একান্ত বুমরাকে না পাওয়া গেলে বিশ্বকাপে ভারতের পেস আক্রমণকে ভরসা করতে হবে ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপ সিংহের উপর।

LinkedIn
Share