Tag: KKR

KKR

  • IPL 2023: শেষ ওভারে বরুণই বাজি নীতীশের! বোলারদের দাপটে হায়দ্রাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় কলকাতার

    IPL 2023: শেষ ওভারে বরুণই বাজি নীতীশের! বোলারদের দাপটে হায়দ্রাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় কলকাতার

    মাধ্যম  নিউজ ডেস্ক: ডু অর ডাই ম্যাচে (IPL 2023) সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কার্যত পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (SRH vs KKR)। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে কলকাতা। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান করে হায়দ্রাবাদ। অরেঞ্জ আর্মিকে ৫ রানে হারিয়ে প্লে অফে যাওয়ার রাস্তা এখনও খোলা রাখল নাইটরা।

    নীতীশের বাজি বরুণ

    শেষ ওভারে বাকি ছিল ৯ রান। এই পরিস্থিতিতে স্পিনারের হাতে বল দিয়ে বাজি ধরেন নাইট অধিনায়ক নীতীশ রানা। বাজি ১০০ শতাংশ সফল। ম্যাচ শেষে চওড়া হাসি অধিনায়কের মুখে। বৃষ্টি পড়ার ফলে হাত থেকে বল পিছলে যাচ্ছিল। তাই শেষ ওভারে বল বেশি ঘোরানোর চেষ্টাই করেননি বরুণ। উইকেটের সোজাসুজি বল করেই যে সফল হয়েছেন, তা ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে বলেও দিলেন। তাঁর কথায়, ‘‘নীতীশ আমার হাতে যখন বল তুলে দেয়, হৃদস্পন্দন ২০০ ছাড়িয়ে গিয়েছিল মনে হয়। বুঝতে পারছিলাম না কী করা উচিত। লক্ষ্য করে দেখি মাঠের একটা দিক বড়। ব্যাটসম্যান যাতে সেই দিকে শট খেলার চেষ্টা করে, সেই অনুযায়ী বল করেছি। সেই ফাঁদে পা দিয়ে শট খেলতে যায় সামাদ। ওর উইকেট পাওয়ার পরেই আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি।’’

    আরও পড়ুন: পিএসজি ছাড়ছেন! দু’সপ্তাহের জন্য নির্বাসিত মেসি কি ফের বার্সেলোনায়?

    স্পিনেই আস্থা

    শেষ ওভারে কেন বরুণই পছন্দ? ম্যাচ শেষে নীতীশ বলেন, ‘‘ইনিংসের মাঝপথে আমরা কয়েকটা ওভারে বেশ রান খরচ করি। আমি শার্দুল ও বৈভবের হাতে সেই সময় বল তুলে দিয়ে একটা সুযোগ নিয়েছিলাম। ওরা দুই সেট ব্যাটারকেই সাজঘরে ফেরত পাঠায়। এর ফলেই আমরা ম্যাচে ফিরে আসতে পারি। ওরা যদি আরও কয়েকটি ওভার ব্যাট করত, তাহলে আমাদের ম্যাচ জেতার আশা মাটি হয়ে যেত। সত্যি বলতে শেষ ওভারে স্পিনার না ফাস্ট বোলার, কাকে দিয়ে বল করাব, সেই নিয়ে আমার মনে দ্বিধা ছিলই। আমি শেষমেশ আমার স্পিনারের দক্ষতাতেই আস্থা রাখি। বরুণ ভাল বল করছিল। তাই আর ভাবিনি।” কেকেআরের পরের ম্যাচ ৮ মে। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। প্লে-অফে (IPL 2023) যেতে গেলে ঘরের মাঠ ইডেনেও সেই ম্যাচ জিততে হবে নাইটদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততেই হবে নাইটদের

    IPL 2023: প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততেই হবে নাইটদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সাপ-লুডোর খেলা চলছে আইপিএলের (IPL 2023) পয়েন্ট তালিকায়। আর সেই লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ৯টি খেলে ৬ পয়েন্ট নিয়ে নীতীশ রানারা রয়েছেন অষ্টম স্থানে। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এখন আর হারলে চলবে না। এই অঙ্ক মাথায় নিয়েই আজ নিজামের শহর হায়দ্রাবাদ সানরাইজার্সের মুখোমুখি হচ্ছে কেকেআর। প্রতিপক্ষ দলের অবস্থাও ভালো নয়। সানরাইজার্সও ৬ পয়েন্ট পেয়েছে। রয়েছে নবম স্থানে। তবে মার্করামের দল নাইটদের তুলনায় খেলেছে একটি কম ম্যাচ।

    দুর্বল বোলিং

    কেকেআরকে মূলত ভোগাচ্ছে দুর্বল বোলিং। বিশেষ করে পেসারদের পারফরম্যান্স একেবারেই প্রত্যাশা মতো হচ্ছে না। উমেশ যাদবরা প্রচুর রান দিচ্ছেন পাওয়ার প্লে’তে। এই সমস্যা মেটাতে না পারলে হায়দ্রাবাদের বাধা টপকানো কঠিন হবে কলকাতার। তুলনায় স্পিন বিভাগ কিছুটা শক্তিশালী। সুয়াশ শর্মা, সুনীল নারিনের সঙ্গে বরুণ চক্রবর্তী রয়েছেন কেকেআর দলে। তাঁরা ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম। তবে তার জন্য দরকার ভালো পুঁজি। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ। জেসন রয় চোট সারিয়ে মাঠে ফিরতে পারেন। ছন্দে আছেন গুরবাজও। তাঁদের দু’জনকে এক সঙ্গে খেলানো হয় কিনা, সেটাই দেখার। কিন্তু নীতীশ রানা, বেঙ্কটেশ আয়ার গত ম্যাচে হতাশ করেছিলেন। তাঁরা যদি ফর্মে না ফেরেন তাহলে পরের দিকের ব্যাটসম্যানরা খোলা মনে খেলতে পারবেন না। রিঙ্কু সিং, আন্দ্র রাসেল মূলত দ্রুত গতিতে রান যোগ করেন। তাই শুরুটা ভালো হলে তাঁদের কাজটা অনেক সহজ হয়ে যাবে।

    হায়দ্রাবাদের লক্ষ্য

    সানরাইজার্স হায়দ্রাবাদের পেস আক্রমণ বেশ শক্তিশালী। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের সঙ্গে নটরাজন ও উমরান মালিকের খেলার সম্ভাবনা রয়েছে। ঘরের মাঠে পেস সহায়ক উইকেটে নাইটদের বিপাকে ফেলতে চাইবেন তাঁরা। ব্যাটিংয়ে তেমন কোনও তারকা না থাকলেও, এমন অনেকে আছেন, যাঁরা খেলার ধরন বদলে দিতে পারেন। গত ম্যাচে ওপেনার হিসেবে হাফ-সেঞ্চুরি করেছিলেন অভিষেক শর্মা। এছাড়া আছেন ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, হ্যারি ব্রুক, আইডেন মার্করামের মতো ব্যাটসম্যান। মিডল অর্ডারে ক্লাসেন দুর্দান্ত পারফর্ম করছেন।

    আরও পড়ুন: পিএসজি ছাড়ছেন! দু’সপ্তাহের জন্য নির্বাসিত মেসি কি ফের বার্সেলোনায়?

    লিটনের পরিবর্ত

    প্রথম সাক্ষাৎতে ইডেনে হায়দ্রাবাদের কাছে হারতে হয়েছিল কেকেআরকে। এবার বদলার পালা। নিজামের শহরে সূর্যাস্ত ঘটিয়ে প্লে-অফের সম্ভাবনা রাসেলরা জাগিয়ে তুলতে পারেন কিনা সেটাই দেখার? এদিকে, লিটন দাসের বদলি হিসেবে জনসন চার্লসকে নিল কলকাতা নাইট রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের এই কিপার-ব্যাটারের অভিজ্ঞতা প্রচুর। ৪১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। ২০১২, ২০১৬ টি-২০ বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটারটি। ৫০ লক্ষ টাকা দিয়ে তাঁকে নিল শাহরুখ খানের দল। কারণ, লিটন ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন। ৪ মে পর্যন্ত তিনি বোর্ডের থেকে রিলিজ পেয়েছিলেন আইপিএলে খেলার জন্য। সেই মেয়াদ শেষ হতেই লিটনের পরিবর্তন ক্রিকেটারের নাম জানিয়ে দিল কেকেআর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Today IPL Match: ক্রিকেটের নন্দনকাননে মুখ থুবড়ে পড়ল কেকেআর, জয়ী গুজরাট টাইটান্স

    Today IPL Match: ক্রিকেটের নন্দনকাননে মুখ থুবড়ে পড়ল কেকেআর, জয়ী গুজরাট টাইটান্স

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডেনে ফের হারল কলকাতা নাইট রাইডার্স (KKR)। চলতি আইপিএলের (Today IPL Match) ফিরতি ম্যাচে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং গুজরাট টাইটান্স (Gujarat Titans)। এই গুজরাট টাইটান্সের কাছেই কার্যত ধরাশায়ী হল কেকেআর। আমেদাবাদে হারের মুখে দাঁড়িয়েও দলকে জয় উপহার দিয়েছিলেন রিঙ্কু সিং। তবে শনিবাসরীয় বিকেলে ক্রিকেটের নন্দনকানন ইডেনে তেমন কোনও পারফর্মেন্স দেখা গেল না কেকেআরের কারও কাছেই। নাইটদের সাদামাটা পারফর্মেন্সের জেরে হার্দিক পাণ্ডিয়াদের জয় হয়েছে আক্ষরিক অর্থেই কেক ওয়াক। কেকেআরকে গুণে গুণে ৭ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স।

    আইপিএলে (Today IPL Match) ধরাশায়ী…

    ঘরের মাঠে বড় রান করতে (Today IPL Match) পারেননি ঋদ্ধিমান সাহা। এদিন তাঁকে বেশ অগোছালই দেখাল। ১০ বলে ১০ রান করে আউট হলেন আন্দ্রে রাসেলের বলে। শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংস টানলেন হার্দিক। তবে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন শুভমন। হাতছাড়া হল অর্ধশত রান। বড় রান পাননি হার্দিকও। ২০ বলে ২৬ রান করেছেন গুজরাট টাইটান্স অধিনায়ক। পর পর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাটের ইনিংস। তবে ডেভিড মিলার এবং বিজয় শঙ্করের জুটির হাতযশেই জয়ী হল গুজরাট। ১৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় গুজরাট। ১৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকলেন মিলার। ২৪ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেললেন বিজয়। ২৫ রান দিয়ে ১ উইকেট হর্ষিত রানার। ২৪ বলে ১ উইকেট নিলেন নারাইন। রাসেল নিয়েছেন ১ উইকেট। বল করার সুযোগ পাননি শার্দূল ঠাকুর।

    আরও পড়ুুন: রেড রোডে দলের সংখ্যালঘু সেলের সভা থেকে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শুভেন্দু! কী বললেন?

    মেঘলা আবহাওয়া দেখে প্রথমে বল (Today IPL Match) করার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। নতুন বলে নাইটদের ভয় ধরিয়ে দেন মহম্মদ শামি। বাংলার এই বোলার কেকেআরের এক ওপেনার নারায়ণ জগদীশন এবং তিন নম্বরে নামা শার্দূলকে দ্রুত ড্রেসিংরুমে ফিরিয়ে দেন তিনি। গুজরাটের সফলতম বোলার শামিই। ৩৩ রানে ৩ উইকেট নিলেন তিনি। ২টি করে উইকেট নিয়েছেন লিটল ও নুর। ৪ ওভার বল করে ৫৪ রান দিলেন আফগান অধিনায়ক রশিদ। এদিন কোনও উইকেটও পাননি তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: বিয়েতে নাচবেন কিং খান! শাহরুখ আগাম নিমন্ত্রণ চাওয়ায় উচ্ছ্বসিত রিঙ্কু

    IPL 2023: বিয়েতে নাচবেন কিং খান! শাহরুখ আগাম নিমন্ত্রণ চাওয়ায় উচ্ছ্বসিত রিঙ্কু

    মাধ্যম নিউজ ডেস্ক: বিয়ে অবশ্য এখনও ঠিক হয়নি। তবু শাহরুখ চেয়ে নিয়েছেন আগাম নিমন্ত্রণ। নিজেই সে কথা জানালেন কেকেআর ব্যাটার রিঙ্কু সিং। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আগ্রাসী ইনিংস খেলেছিলেন রিঙ্কু। আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কেকেআরকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিলেন ম্যাচের শেষ পাঁচ বলে পর পর ৫টি ছক্কা মেরে। এ বারের আইপিএলে (IPL 2023) বেশ ভাল ছন্দে রয়েছেন রিঙ্কু। রাত পোহালেই ইডেনে ফের গুজরাটের মুখোমুখি কলকাতা। শেষ চারে পৌঁছতে গেলে এখন পরপর ম্যাচ জিততে হবে নাইটদের। 

    রিঙ্কুর কথা

    রিঙ্কু বলেছেন, ‘‘গুজরাট ম্যাচের পর স্যর (শাহরুখ) আমাকে ফোন করেছিলেন। আমার বিয়ের কথা জানতে চাইলেন। শাহরুখ বললেন, ‘অনেকে আমাকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ করেন। আমি কোথাও যাই না। কিন্তু আমি তোর বিয়েতে নাচতে যাব।’’ ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন রিঙ্কু। হার্দিকদের বিরুদ্ধে শনিবার ইডেনে রিঙ্কুর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে নাইট শিবির।

    পর পর ৪ ম্যাচ হারার পরে গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামবে কেকেআর। কিন্তু শনিবার রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে বৃষ্টি হলে সমস্যায় পড়তে হবে কেকেআর-কে। ম্যাচ না হলে পয়েন্ট ভাগ হবে। লিগ টেবিলের (IPL 2023) সাপ-লুডোর খেলায় অনেকটাই পিছিয়ে পড়বেন নীতিশ রানারা (Nitish Rana)। সাত নম্বরে থাকা কেকেআর-কে পৌঁছতে হবে ১৬ পয়েন্টে। ফলে এখনও ১০ পয়েন্ট পেতে হবে রানাদের। এখনও তাদের ৬টা ম্যাচ বাকি রয়েছে। সেখান থেকে ১০ পয়েন্ট তুলতে হলে ৫টা ম্যাচ জিততেই হবে।

    আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

    বাংলাদেশে উড়ে গেলেন লিটন

    অন্যদিকে গুজরাট টাইটান্সের ম্যাচের আগে শুক্রবার সকালেই কলকাতা থেকে বাংলাদেশে উড়ে যান লিটন দাস। পরিবারের কোনও সদস্যের অসুস্থতাজনীত কারণেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান। নাইট ফ্র্যাঞ্চাইজির তরফে কঠিন সময়ে লিটনের পাশে থাকার কথা জানানো হলেও তিনি পুনরায় আইপিএলে ফিরবেন কিনা, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি মাত্র আইপিএল ম্যাচে মাঠে নামার সুযোগ হয় বাংলাদেশের তারকা ক্রিকেটারের। কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লিটনকে মাঠে নামায় কেকেআর। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: টানা চার ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের নীচের দিকে কলকাতা! নাইটদের ৪৯ রানে হারিয়ে শীর্ষে চেন্নাই

    IPL 2023: টানা চার ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের নীচের দিকে কলকাতা! নাইটদের ৪৯ রানে হারিয়ে শীর্ষে চেন্নাই

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের হারল কলকাতা নাইট রাইডার্স। তাও আবার ঘরের মাঠে। রবিবার ইডেনে চেন্নাই সুপার কিংসের কাছে ৪৯ রানে হেরে চলতি আইপিএলে (IPL 2023) পয়েন্ট তালিকায় আট নম্বরেই রইল কেকেআর (KKR)। আর এই জয়ের সুবাদে সিএসকে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেল।

    ম্যাচ আপডেট

    টসে হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই ৪ উইকেটে তোলে ২৩৫ রান। যা এবারের আইপিএলে সর্বাধিক রান। অজিঙ্কা রাহানে, শিবম দুবের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে পারেননি কেকেআরের বোলাররা। রাহানে ২৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। দুবের সংগ্রহ ২১ বলে ৫০। হাফ-সেঞ্চুরি হাঁকান ডেভন কনওয়ে। জবাবে নাইটরা তেমন কোনও লড়াই ছুড়ে দিতে পারেনি। জেসন রয় ৬১ ও রিঙ্কু সিং অপরাজিত ৫১ রান করলেও বাকিরা এক কথায় ব্যর্থ। তার ফলে ৮ উইকেটে ১৮৬ রানেই থেমে যায় নাইটদের ইনিংস।

    আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

    গ্যালারি ছিল ধোনির পক্ষে

    ইডেন কেকেআরের হোম গ্রাউন্ড হলেও রবিবার রাতে বিপুল সমর্থন ছিল ধোনির পক্ষে। গ্যালারি জুড়ে দাপিয়ে বেড়াল হলুদ জার্সিধারীরা। আসলে অনেকেই ভেবেছেন, ধোনি শেষ ম্যাচ খেলে ফেললেন ইডেনে। ম্যাচ শেষে মাহি বলেন, ‘ইডেনের দর্শকদের ভালোবাসায় আমি আবেগাপ্লুত। ওরা আমাকে বিদায় জানাতে এসেছে। আশা করব, পরের ম্যাচে নাইটদের পক্ষে এমনভাবেই দর্শকরা গলা ফাটাবে।’ ম্যাচের নায়ক অজিঙ্কা রাহানের গলায় শোনা গেল ক্ষোভের সুর। কারণ, গত বছর তিনি কেকেআর দলে ছিলেন। কিন্তু নিয়মিত তাঁকে খেলানো হত না। পরে ছেড়ে দেওয়া হয়। সেই সুযোগ লুফে নেয় চেন্নাই। অল্প টাকায় রাহানেকে দলে নিয়ে বড় ডিভিডেন্ট ঘরে তুলছে সিএসকে। দুরন্ত ছন্দে রাহানে।

    চলতি আইপিএলে পয়েন্ট টেবিল

    দল মোট ম্যাচ জয়  হার  পয়েন্ট (রান রেট ও ম্যাচ জয়ের ভিত্তিতে)
    চেন্নাই সুপার কিংস ১০
    রাজস্থান রয়্যালস ০৮
    লখনউ সুপার জায়ান্ট ০৮
    গুজরাট টাইটান্স ০৮
    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ০৮
    পাঞ্জাব কিংস ০৮
    মুম্বই ইন্ডিয়ান্স ৬  ০৬
    কলকাতা নাইট রাইডার্স ৭   ৫ ০৪
    সানরাইজার্স হায়দ্রাবাদ ০৪
    দিল্লি ক্যাপিটালস ০২

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: ‘‘হায়দ্রাবাদের কাছে হারের জন্য দায়ী বাজে বোলিং’’! বললেন রানা, আজ মুম্বই যাচ্ছে নাইটরা

    IPL 2023: ‘‘হায়দ্রাবাদের কাছে হারের জন্য দায়ী বাজে বোলিং’’! বললেন রানা, আজ মুম্বই যাচ্ছে নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়ের হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ ছিল কলকাতা নাইট রাইডার্সের (IPL 2023) সামনে। বেঙ্গালুরুর বিরুদ্ধে শার্দূল ঠাকুর ও গুজরাটের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের দুর্ধর্ষ ব্যাটিংয়ে ম্যাচ জেতার পর কেকেআর সমর্থকরা ভেবেছিলেন, শুক্রবার ইডেনে হায়দ্রাবাদকে হেলায় হারাবে কেকেআর। কিন্তু নববর্ষে সমর্থকদের জয় উপহার দিতে ব্যর্থ নাইটরা। সানরাইজার্স জিতেছে ২৩ রানে। পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসার সুযোগও হাতছাড়া করলেন নীতীশ রানারা। আপাতত চারটি ম্যাচ খেলে কেকেআরের সংগ্রহ চার পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট হায়দ্রাবাদেরও।

    ম্যাচ আপডেট

    ২২৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও, নীতীশ রানার ৭৫ ও রিঙ্কু সিংয়ের ৩১ বলে অপরাজিত ৫৮ রান শেষ পর্যন্ত কেকেআরের জয়ের আশা জিইয়ে রেখেছিল। তবে শেষরক্ষা হয়নি। দলের পরাজয়ের কারণ ব্যখা করতে গিয়ে অঝিনায়ক নীতীশ বলেন, ‘আমরা পরিকল্পনা মতো বল করতে পারিনি। উইকেট যেমনই হোক, তবে ২২৮ রানটা অতিরিক্ত। আমাদের তারকা বোলাররা সকলেই ব্যর্থ। ইডেনের পিচে রান উঠবে জানতাম। দু’শো ধরেই এগোচ্ছিলাম আমরা। সেটা হলে ম্যাচটা জিতে যেতাম। কিন্তু আরও অতিরিক্ত ২৫-৩০ রান দেওয়াটাই ফারাক গড়ে দিল। তবে কাউকে দোষারোপ করছি না। কারণ, আজকে যারা এত রান দিল, তারাই কোনও না কোনও দিন ম্যাচ জিতিয়েছে। এটা খেলারই অঙ্গ। আমাদের সামনের দিকে তাকাতে হবে।’

    অ্যাওয়ে ম্যাচ

    আইপিএলে (IPL 2023) দু’টি অ্যাওয়ে ম্যাচ খেলতে শনিবার দুপুরের বিমানে মুম্বই উড়ে যাচ্ছে নাইট বাহিনী। হায়দ্রাবাদের কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ কেকেআরের সামনে। ১৬ এপ্রিল তথা রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কেকেআর। তারপর দিল্লির বিরুদ্ধে খেলা বৃহস্পতিবার। আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের সঙ্গে ৩১ টি ম্যাচে কলকাতা মাত্র ৯টিতে জিতেছে। মুম্বইয়ের জয়ের সংখ্যা ২২। তবে এবার রোহিত শর্মাদের অবস্থা ভালো নয়। সেই সুযোগ কাজে লাগাতে চাইবেন নীতীশ রানার দল।

    রাসেলের চোট

    আন্দ্রে রাসেলের চোট নিয়ে শঙ্কিত সমর্থকরা। হায়দ্রাবাদ ম্যাচে বল করার সময় তাঁর পায়ে টান ধরেছিল। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন তিনি। বহু দিন পর বল করতে নেমে উইকেট পেয়েছেন রাসেল। ব্যাট হাতে কিছু করতে উঠতে না পারলেও তাঁর বোলিং মন জিতেছে সমর্থকদের। এখন প্রশ্ন হচ্ছ, রাসেল কি পরের ম্যাচে খেলতে পারবেন? কেকেআর অধিনায়ক নীতীশ রানা যা বললেন, ‘চোট গুরুতর নয়। প্রচণ্ড গরমের জন্য পায়ে টান ধরেছে। আশা করছি, ও পরের ম্যাচে সুস্থ হয়ে নামবে।’

  • IPL 2023: হ্যাটট্রিকের হাতছানি! আজ ঘরের মাঠে সানরাইজার্সকে হারালেই লিগ টেবিলের শীর্ষে কেকেআর

    IPL 2023: হ্যাটট্রিকের হাতছানি! আজ ঘরের মাঠে সানরাইজার্সকে হারালেই লিগ টেবিলের শীর্ষে কেকেআর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ জয়ের হ্যাটট্রিকের সামনে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে এ বারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ (IPL 2023) জিতেছে কেকেআর। বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে তারা। আগের ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পরাজয়ের মুখ থেকে কেকেআরের হয়ে জয় ছিনিয়ে নিয়ে এসেছেন রিঙ্কু সিং। দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর নাইটদের সামনে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে জিতলে নাইটদের লিগ টেবলের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে।

    শীর্ষে ওঠার হাতছানি

    পর পর দুই ম্যাচ জিতে এখন লিগ টেবিলের চার নম্বরে রয়েছে নীতীশ রানার কলকাতা (IPL 2023) নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও পর্যন্ত ৩টি ম্যাচে খেলে ২টিতে জয় ও ১টিতে হেরেছে কেকেআর। নাইটদের নেট রান রেট ১.৩৭৫। পয়েন্ট ৪। আজ নাইটদের সামনে সুযোগ রয়েছে পয়েন্ট টেবলের শীর্ষে ওঠার। এখন লিগ টেবলের শীর্ষে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। আর পাঞ্জাবকে হারিয়ে বৃহস্পতিবার লিগ টেবলের তিন নম্বরে উঠে এসেছে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। 

    স্পিন পিচ

    শুক্রবারও ইডেনের পিচ স্পিন সহায়ক হতে পারে। প্রতিপক্ষ দলে নাম করা স্পিনার কম। ওয়াশিংটন সুন্দর ও মায়াঙ্ক মারকান্ডে রয়েছেন। সুন্দরের বল কম ঘোরে। অন্য দিকে মারকান্ডের অভিজ্ঞতা কম। সেই সুবিধা নিতে চাইবে কলকাতা। নাইট শিবিরে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও সুয়েশ শর্মার উপর ভরসা নাইটদের। উমরান মালিকের এক্সপ্রেস গতি হায়দ্রাবাদের আস্থা। 

    বেল বাজাতে পারেন লারা

    এই ম্যাচে একটা চমক দেওয়ার চেষ্টা করছে সিএবি। সানরাইজার্স হায়দ্রাবাদের হেড কোচ ব্রায়ান লারাকে দিয়ে ইডেনে বেল বাজানোর চেষ্টা চলছে। ইডেনে যে কোনও ম্যাচের আগে বেল বাজিয়ে খেলার সূচনা করা হয়। প্রাক্তন বা বর্তমান কোনও ক্রিকেটার বেল বাজান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ইডেন বেল বাজিয়েছিলেন সুনীল নারিন। তবে আইপিএলে (IPL 2023) কে ইডেন বেল বাজাবেন, ঠিক করে কেকেআর। তারাই যেহেতু হোম টিম। সিএবি সূত্রে খবর, প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় উদ্যোগী হয়েছেন। তিনি কেকেআর কর্তৃপক্ষকে লারাকে দিয়ে ইডেন বেল বাজানোর প্রস্তাব দিয়েছেন।

    আরও পড়ুন: শুকনো গরমে নাজেহাল! ৪০ ডিগ্রি ছুঁল কলকাতা, পুড়ছে জেলাও, কী বলছেন আবহবিদরা?

    কখন শুরু ম্যাচ

    ইডেনে এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায় টস

    কোথায় দেখবেন?

    টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএলের ম্যাচটি

    অনলাইনে কোথায় দেখা যাবে?

    অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের এই ম্যাচ

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।
     

     

  • IPL 2023: সিং ইজ কিং! রিঙ্কুকে ‘পাঠান’ বানালেন কিং খান, ম্যাচ শেষে কী হল নাইটদের সাজঘরে?

    IPL 2023: সিং ইজ কিং! রিঙ্কুকে ‘পাঠান’ বানালেন কিং খান, ম্যাচ শেষে কী হল নাইটদের সাজঘরে?

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ ওভারে রিঙ্কু ঝড়ে বাজিমাত কেকেআর-এর। ৬ বলে ২৯ রান তুলে গত বারের চ্যাম্পিয়ন গুজরাটের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় পেল কলকাতা। নিশ্চিত হারের মুখ থেকে যেভাবে শেষ ওভারে পাঁচটা ছক্কা মেরে একাই কলকাতাকে গুজরাটের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে দিলেন রিঙ্কু, তাতে মুগ্ধ নাইট অধিপতি। 

    মুগ্ধ শাহরুখ

    বলিউডে শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’ ঝড় তুলেছে বক্সঅফিসে। গুজরাটের (GT vs KKR) বিরুদ্ধে ম্যাচ জয়ের কারিগরকে নিয়ে আবেগী শাহরুখ রিঙ্কুকেই বানিয়ে দিলেন ‘পাঠান’। নিজের ট্যুইটার হ্যান্ডেলে রিঙ্কুকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ লিখেছেন, “ঝুমে জো রিঙ্কু…আমার বেবি রিঙ্কু সিং, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ার। মনে রাখবে, বিশ্বাসটাই আসল। কেকেআরকে শুভেচ্ছা।” 

    রিঙ্কু যে পরিস্থিতিতে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন ওরকম অবস্থায় ল্যাজে গোবরে হতে দেখা গিয়েছে বহু তাবড় তাবড় ক্রিকেটারকে। কিন্তু রিঙ্কুকে দেখে মনে হচ্ছিল না চাপে আছেন তিনি। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস ছিল তাঁর মধ্যে। সেই বিশ্বাসেই সফল তিনি। কিং খান হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন। শুধু শাহরুখই নন, রিঙ্কুর ব্যাটিং তাণ্ডবের প্রশংসায় ভাসছেন শাহরুখ-কন্যা সুহানাও। ক্রীড়াপ্রেমী সুহানা তাঁর ইনস্টা স্টোরিতে রিঙ্কুর ছবি দিয়ে লিখলেন, “অবিশ্বাস্য।” উত্তরপ্রদেশের এই ছেলের প্রশংসা করছেন সবাই। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ থেকে প্রাক্তন নাইট ব্রেন্ডন ম্যাকালাম।

    আত্মবিশ্বাসী রিঙ্কু

    ম্যাচের পর রিঙ্কু বলেন, “আমি জানতাম আমি পারব। রানা ভাই (নীতীশ) আমাকে বলেছিল নিজের উপর বিশ্বাস রাখতে। সেই সঙ্গে শেষ পর্যন্ত ব্যাট করতে। তার পর যা হবে দেখা যাবে। আমার মাথায় শুধু ছক্কা হাঁকানোর কথাই ছিল। উমেশ ভাই (যাদব) আমাকে বলছিল বেশি না ভাবতে। শুধু নিজের মতো খেলতে। আমি কিছু ভাবছিলাম না। শুধু যেমন বল আসছিল, তেমন খেলছিলাম। প্রতিটা বল ব্যাটের মাঝখানেই লাগল। আমি বিশ্বাস রেখেছিলাম নিজের উপর, সেটার ফল পেলাম।”

    ভাঙল ধোনির রেকর্ড

    রশিদ খানের দলের বিরুদ্ধে শেষ ওভারে রিঙ্কু তুলেছেন ৩০ রান। যশ দয়ালের শেষ পাঁচটি বলেই ছক্কা মেরেছেন তিনি। এর আগে কোনও ব্যাটার আইপিএলের কোনও ম্যাচের শেষ ওভারে এত রান করতে পারেননি। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শেষ ওভারে ধোনি করেছিলেন ২৪ রান। তাঁর সেই কীর্তি রবিবার ম্লান হয়ে গেল রিঙ্কুর দাপটে।

    এদিন প্রথমে ব্যাট করে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে গুজরাট তুলেছিল ২০৪ রান। সবাই ভেবেছিল এই উইকেটে ম্যাচ জেতা কঠিন হবে কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু কেকেআরের দুই ব্যাটার বেঙ্কটেশ আয়ার ও নীতীশ রানা ভাল খেলছিলেন। জেতার আশা জাগিয়েছিলেন তাঁরা। কিন্তু রশিদ খানের হ্যাটট্রিকে আর একটু হলেই খানখান হয়ে যাচ্ছিল কেকেআরের স্বপ্ন। শেষ ওভারে দরকার ছিল ২৯ রান। যশ দয়ালের প্রথম বলে ১ রান নেন উমেশ যাদব। তারপর পরের ৫ বলে ৫টি ছক্কা মেরে ইতিহাস রিঙ্কুর। 

    আরও পড়ুন: ইডেন মাতালেন নাইটদের মিস্ট্রি স্পিনার সুয়েশ শর্মা! চলতি আইপিএলে প্রথম জয় কেকেআর-এর

    শহরে লিটন 

    রবিবার শহরে এলেন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস। পরের ম্যাচ থেকে লিটনকে খেলাতে পারে কেকেআর। কলকাতায় নাইটদের পরের ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে। ১৪ এপ্রিল, সেই ম্যাচে নাইটদের জার্সি গায়ে ইডেনে নামতে পারেন লিটন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: ইডেন মাতালেন নাইটদের মিস্ট্রি স্পিনার সুয়েশ শর্মা! চলতি আইপিএলে প্রথম জয় কেকেআর-এর

    IPL 2023: ইডেন মাতালেন নাইটদের মিস্ট্রি স্পিনার সুয়েশ শর্মা! চলতি আইপিএলে প্রথম জয় কেকেআর-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল-এ প্রথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স। শার্দুল গর্জন, বরুণ বর্ষণ আর আবিষ্কার সুয়েশ শর্মা নাইটদের এই জয়কে তিনটে দিয়েই ব্যাখ্যা করা যায়। বৃহস্পতিবার, ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮১ রানে হারানোর পর কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে আপাতত ৪ নম্বরে। এদিন কলকাতার হয়ে একদিকে দুর্দান্ত হাফসেঞ্চুরি করেন রহমানউল্লাহ গুরবাজ এবং শার্দূল ঠাকুর। অন্যদিকে বল হাতে কামাল দেখালেন বরুণ চক্রবর্তী। তিনি একাই ৪ উইকেট শিকার করেছেন। 

    শার্দুল গর্জন

    এদিন টসে জিতে নাইটদের ব্যাট করতে পাঠায় আরসিবি। ইডেনের রহস্যে মোড়া পিচে যার ফল ভুগতে হয় ব্যাঙ্গালোরকে। শুরুটা ভাল ছিল না নাইটদের। ১১ ওভারে ৮৯ রানে ৫ উইকেট পড়ে যায়। বক্সের এক কোণে তখন  গালে হাত দিয়ে বসে আছেন কেকেআর অধিপতি কিং খান। গ্যালারিতে বিরাট-বিরাট ধ্বনি। তবে বেশিক্ষণ নয় শুরু হল শার্দুল গর্জন। কেকেআর-এর জন্য উঠল মেক্সিকান ওয়েভ। এই ম্যাচে ৭ নম্বরে ব্যাট করতে নেমে শার্দূল ঠাকুর ৯টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে করলেন ২৯ বলে ৬৮ রান। রিঙ্কু সিংয়ের সঙ্গে তিনি ৪৭ বলে ১০৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। রিঙ্কু এই ম্যাচে ৩৩ বলে ৪৬ রান করেন। রহমানুল্লা গুরবাজ (৪৪ বলে ৫৭ রান), শার্দুল ও রিঙ্কু তিন ব্যাটারে দাপটে ইডেনে বেঙ্গালুরু বিরুদ্ধে ২০৪ রান করল কলকাতা।

    মিস্ট্রি স্পিনার সুয়েশ শর্মা

    জয়ের জন্য ২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকে নিয়ে শুরুটা আগ্রাসী মেজাজেই করেছিলেন কোহলি। কিন্তু প্রথম ম্যাচের মতো বড় জুটি তৈরি করতে পারলেন না তাঁরা কেকেআরের বিরুদ্ধে। দু’জনেই দ্রুত সাজঘরে ফিরলেন। সুনীল নারাইনের বলে আউট হওয়ার আগে কোহলি করলেন ৩টি চারের সাহায্যে ১৮ বলে ২১ রান। বরুণ চক্রবর্তী আউট করলেন ডুপ্লেসিকে। আরসিবি অধিনায়ক করলেন ১২ বলে ২৩ রান। এখানেই শেষ। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মাত্র ১৭.৪ ওভারে ১২৩ রানেই তারা অলআউট হয়ে যায়। কলকাতার তিন স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন এবং সূয়শ শর্মা মোট ৮ উইকেট শিকার করেছেন। ইডেন মেতে ওঠে নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার সুয়েশ শর্মাকে নিয়ে।

    কে এই সুয়েশ 

    আদতে লেগ স্পিনার হলেও সুয়েশ কোন বলটা লেগ স্পিন করাবেন আর কোনটা গুগলি, সেটা বুঝতে না বুঝতেই নাকানিচোবানি খেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত বছর ডিসেম্বর মাসে আয়োজিত আইপিএল মিনি নিলামে দিল্লির এই ক্রিকেটারকে মাত্র ২০ লাখ টাকায় দলে নিয়েছিল কেকেআর ব্রিগেড। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দলের প্রথম একাদশেও সুযোগ পাননি তিনি। এরপর ম্য়াচের দ্বিতীয়ার্ধে ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে মাঠে নামেন তিনি। তারপর ইতিহাস।

    আরও পড়ুন: ১৪৬ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এরকম দেখা যায়নি! জানেন কী সেই রেকর্ড?

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালেরকে আইপিএলে হারিয়ে চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, “সুয়েশ ট্রায়ালে এসেছিল। সেখানেই দেখি যে ও দু’দিকেই বল ঘোরাতে পারে। সেই দেখেই ওকে নেওয়া। অভিজ্ঞতা কম, কিন্তু প্রতিভা রয়েছে সুয়েশের মধ্যে।” কলকাতা বল করার সময় নামানো হয় তাঁকে। তিনি কোথা থেকে এসেছেন তা জানেন না দলের অধিনায়কও। ম্যাচ শেষে নীতীশ বলেন, “আমি নিজেও জানি না ও কোথা থেকে এসেছে। দিল্লির ছেলে ও, কিন্তু আমি কখনও ওকে দেখিনি। তবে খুব মজার ছেলে। সব সময় মাতিয়ে রাখে।”

    পা মেলালেন কোহলি-শাহরুখ 

    নাইটরা এমন অনামি অনেক ক্রিকেটারকেই কিনে থাকে। বড় উদাহরণ বরুণ চক্রবর্তী। তাঁর নামও আগে সে ভাবে শোনা যায়নি। তেমন ভাবেই এলেন সুয়েশ। প্রথম বার খেলতে নামলেন এবং মাতিয়ে দিলেন। ইডেনের মাটিতে অভিষেক হল তাঁর। সে যতই ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামুন না কেন। আইপিএলে একটি ম্যাচ তো খেলা হয়ে গেল তাঁর। দীনেশ কার্তিকের মতো ক্রিকেটারের উইকেট নিলেন। ফেরালেন অনুজ রাওয়াত এবং করণ শর্মাকেও। সুয়শের উপর ভরসা করে রিভিউও নিলেন নীতীশ। সেখানেও অধিনায়ককে হতাশ করেননি তরুণ স্পিনার।

    নাইট রাইডার্সের এই ম্যাচ দেখতে ইডেন গার্ডেন্সে হাজির ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। বক্সে ‘ঝুমে যো পাঠান’ গানের তালে নেচে ওঠেন কিং খান। সঙ্গে নাচতে থাকে ইডেনও। আর ম্যাচ শেষে বাদশার সঙ্গে পা মেলালেন বিরাট কোহলিও। হাসি মুখে মাঠ ঘুরলেন জুঁহি চাওলা। নাইটদের ঘরে ফেরাটা ভালই হল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: আইপিএলে শাকিবের পরিবর্ত শানাকা! নাইটদের মাথায় আর কোন কোন ক্রিকেটার?

    IPL 2023: আইপিএলে শাকিবের পরিবর্ত শানাকা! নাইটদের মাথায় আর কোন কোন ক্রিকেটার?

    মাধ্যম নিউজ ডেস্ক: নাইটদের হয়ে চলতি আইপিএল-এ (IPL 2023) আর দেখা যাবে না শাকিব আল হাসানকে। টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন শাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডার তারকা যে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিতে পারবেন না, সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, জাতীয় কর্তব্য পালনের ক্ষেত্রে বিধি নিষেধ এবং ব্যক্তিগত সমস্যার কারণেই এই টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করলেন শাকিব।

    কলকাতা নাইট রাইডার্স গত বছর আয়োজিত আইপিএল-এর (IPL 2023) মিনি নিলামে দেড় কোটি টাকায় দলে নিয়েছিল শাকিবকে। এটাই ছিল তাঁর বেস প্রাইস। তবে কেকেআর সূত্রে খবর, শাকিব এবং লিটনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও ছাড়পত্র দেয়নি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সেই টেস্টে খেলছেন শাকিব এবং লিটন। সেটা খেলার পর আইপিএল খেলতে আসতে পারেন লিটন। শাকিব যদিও আসবেন না। শাকিবের বদলে অন্য বিদেশি অলরাউন্ডারকে দলে নিতে পারে কেকেআর। নাইট শিবিরে যাঁরা যোগ দিতে পারেন এমন পাঁচজন তারকা ক্রিকেটারকে খুঁজে নেওয়া যাক।

    আইপিএলে (IPL 2023) শাকিবের পরিবর্ত

    দাসুন শানাকা: শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক ব্যাট-বল দুইই করতে পারেন। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল খেলেছেন তিনি। মিডল অর্ডার ও নীচের দিকে ভাল খেলতে পারেন তিনি। তিনি যেমন লোয়ার অর্ডারে ব্যাট করে ম্যাচ ফিনিশ করতে পারেন, তেমনই ইদানিং স্লগ ওভারে বলও করছেন। যা কেকেআরের ভীষণ দরকার। সেই সঙ্গে অধিনায়কত্বের ক্ষেত্রেও নীতীশ রানাকে সাহায্য করতে পারবেন শানাকা।

    টম ল্যাথাম: ভারতীয় উইকেটে খুব ভাল পরিসংখ্যান রয়েছে নিউজিল্যান্ডের এই ব্যাটারের। মিডল অর্ডারে ব্যাট করার পাশাপাশি উইকেটরক্ষকও তিনি। তাই বাড়তি সুবিধা পেতে পারে কেকেআর।

    মহম্মদ নবি: আফগানিস্তানের অধিনায়ক গত বারও কেকেআরে ছিলেন। কিন্তু একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। এ বার তাঁকে আবার দলে নিতে পারে কেকেআর। শাকিবের মতোই স্পিনের পাশাপাশি ভাল ব্যাটিং করতে পারেন নবি। দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর।

    ড্যারিল মিচেল: নিউজিল্যান্ডের মিচেলের দিকেও নজর দিতে পারে কেকেআর। মিডল অর্ডারে ভাল ব্যাট করতে পারেন তিনি। সেই সঙ্গে মিডিয়াম পেস বল করেন। তাই তাঁকে দিয়ে শাকিবের অভাব মেটানোর চেষ্টা করতে পারে নাইট ম্যানেজমেন্ট।

    ট্র্যাভিস হেড: অস্ট্রেলিয়ার এই ব্যাটার মাসখানেক আগে ভারতে এসে দেখিয়েছেন কতটা আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন তিনি। বাঁহাতি এই ব্যাটার ওপেনার হিসাবেও খেলতে পারেন। আবার স্পিন বলও করতে পারেন তিনি।

    আরও পড়ুন: ৮৮ বছরে প্রয়াত হলেন কিংবদন্তি ক্রিকেটার সেলিম দুরানি

    এই পাঁচ ক্রিকেটারের পাশাপাশি আফগানিস্তানের দক্ষিণ আফ্রিকার ওয়েন পার্নেল, অস্ট্রেলিয়ার রাইলে মেরিডিথ, এবং ল্যান্স মরিসের নাম ভাবা যেতে পারে। শুধু শাকিব নন, লিটন দাসও আইপিএলে অনিশ্চিত। সেক্ষেত্রে তাঁরও পরিবর্ত ভাবতে হবে নাইটদের। অল-রাউন্ডারের কথা না ভেবে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে স্টিভ স্মিথের মতো অন্য কারোর কথাও ভাবা হতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share