Tag: Kolkata

Kolkata

  • Amit Shah: ২৯ মার্চ আসার কথা ছিল, আপাতত স্থগিত হল অমিত শাহের বঙ্গ সফর

    Amit Shah: ২৯ মার্চ আসার কথা ছিল, আপাতত স্থগিত হল অমিত শাহের বঙ্গ সফর

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত স্থগিত হয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বঙ্গ সফর। প্রসঙ্গত, মার্চ মাসের শেষেই রাজ্যে আসার কথা ছিল শাহের। এনিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, আপাতত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বাংলায় (BJP) আসছেন না। একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকার কারণেই তাঁর বঙ্গ সফর স্থগিত রাখা হচ্ছে। তবে, পরবর্তী তারিখের ব্যাপারেও বিজেপির তরফে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

    ২৯ মার্চ আসার কথা ছিল অমিত শাহের (Amit Shah)

    উল্লেখ্য চলতি মাসের ২৯ তারিখ রাতে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের। এর ঠিক পরের দিন ৩০ মার্চ রাজ্য নেতৃত্বকে নিয়ে বৈঠক করার কথা ছিল তাঁর। তবে বিজেপির তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, এপ্রিল মাস নাগাদ অমিত শাহের নতুন সফর সূচি জানানো হতে পারে।

    ৩০ মার্চ দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের কথা ছিল

    বিজেপি সূত্রে জানানো হয়েছিল, আগামী ৩০ মার্চ সারাদিন দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন অমিত শাহ (Amit Shah)। এই সময় কথা হবে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে। তবে তা পিছিয়ে গেল। বিজেপির সূত্রে শোনা যাচ্ছে, মার্চের বদলে আগামী এপ্রিল – অর্থাৎ – পরের মাসেই পশ্চিমবঙ্গে আসতে পারেন অমিত শাহ। কিন্তু এখনও সেই শাহী সফরের দিনক্ষণ স্থির করা হয়নি। এনিয়ে তবে আলোচনা চলছে বলে জানিয়েছে গেরুয়া শিবির।

    নয়া সভাপতি ঘোষণা হলেই আসবেন শাহ?

    দলীয় সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, নয়া রাজ্য সভাপতি ঘোষণা হলেই আসবেন অমিত শাহ (Amit Shah)। এরপর ছাব্বিশের বাংলা জয়ের লক্ষ্যে ঝাঁপাবে বিজেপি। প্রসঙ্গত, বিজেপির সাংগঠনিক নীতি অনুযায়ী, এক ব্যক্তি কেবলমাত্র যেকোনও একটি পদেই থাকতে পারবেন। বর্তমান বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রে মোদি সরকারের রাষ্ট্রমন্ত্রীও বটেন। এদিকে রাজ্য বিজেপির সভাপতি পদেও তাঁর প্রথম দফার মেয়াদ শেষ হয়ে গিয়েছে।

  • Garden Reach Shipbuilders and Engineers: সমুদ্রে সফল পরীক্ষা, নৌসেনাকে শীঘ্র আরও ২ রণতরী দেবে গার্ডেনরিচ

    Garden Reach Shipbuilders and Engineers: সমুদ্রে সফল পরীক্ষা, নৌসেনাকে শীঘ্র আরও ২ রণতরী দেবে গার্ডেনরিচ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় নৌসেনার (Indian Navy) শক্তি বাড়াতে সদা সক্রিয় গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (Garden Reach Shipbuilders and Engineers)। উন্নতমানের রণতরী তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ কলকাতার এই সংস্থা। প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে একাধিক যুদ্ধজাহাজ নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছে গার্ডেনরিচ। এই মুহূর্তে তারা প্রস্তুত করছে আরও দুটি রণতরী। সম্প্রতি এই যুদ্ধজাহাজগুলোর সফল সামুদ্রিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে বলে জানিয়েছে জাহাজ নির্মাণকারী সংস্থাটি।

    কী দিয়ে তৈরি এই যুদ্ধ জাহাজ

    জানা গিয়েছে, গত ৩ মার্চ পরীক্ষার জন্য সমুদ্রে নামে হিমগিরি (ইয়ার্ড ৩০২২) এবং অ্যান্ড্রোথ (ইয়ার্ড ৩০৩৫) নামের যুদ্ধজাহাজ। নৌসেনার ১৭এ প্রোজেক্টের আওতায় এগুলো নির্মাণ করা হচ্ছে। দেখে নেওয়া হচ্ছে রণতরী দুটির কার্যকারিতা। যার মধ্যে গতি, প্রতিরক্ষা ব্যবস্থা, সহনশীলতা বিশেষ খতিয়ে দেখা হচ্ছে। চলছে শেষ পর্যায়ের কাজ। ইতিমধ্যে আইএনএস আর্নালা (ইয়ার্ড ৩০২৯)-এরও পরীক্ষা সফল হয়েছে। শীঘ্রই এটি নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। জাহাজগুলি একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি। এগুলির নির্মাণ করা হয়েছে বিশেষ স্টিল দিয়ে।

    কী আছে এই যুদ্ধ জাহাজে

    এই জাহাজগুলোর সব কটিতেই রয়েছে উন্নত প্রযুক্তির সরঞ্জাম, অগ্নিনির্বাপণ ব্যবস্থা। থাকছে বিমান, কপ্টার ও জাহাজ বিধ্বংসী প্রতিরোধ ব্যবস্থা। জাহাজের ডেকের ভেতর থেকেই ছোড়া যাবে ক্ষেপণাস্ত্র। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে নৌসেনার (Indian Navy) জন্য চারটি নজরদারি জাহাজ বানানোর বরাত পায় গার্ডেনরিচ (Garden Reach Shipbuilders and Engineers)। এর আগে বেশ কয়েকটি নজরদারি জাহাজ (অফশোর পেট্রল ভেসেল) তৈরি করে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছে গার্ডেনরিচ। যেগুলো দিয়ে চলছে ‘শত্রু’ পক্ষের উপর কড়া নজরদারি। চিনের দাদাগিরি রুখতে এখানেই তৈরি হয়েছে সাবমেরিন বিধ্বংসী রণতরী। এবার ‘নিউ জেনারেশন অফশোর পেট্রল ভেসেল’ তৈরি করেছে জাহাজ নির্মাণকারী সংস্থাটি। বিপর্যয় মোকাবিলা, অনুপ্রবেশ আটকানো, জলদস্যুদের দমনের মতো নানা গুরুত্বপূর্ণ অভিযানে নামানো হবে নতুন প্রজন্মের এই জাহাজগুলোকে। পাশাপাশি উপকূলে অতন্দ্রপ্রহরীর কাজ করবে তারা।

  • Earthquake Hits Kolkata: সাতসকালে কাঁপল কলকাতা সহ দক্ষিণবঙ্গ, রিখটার স্কেলে মাত্রা ৫.১

    Earthquake Hits Kolkata: সাতসকালে কাঁপল কলকাতা সহ দক্ষিণবঙ্গ, রিখটার স্কেলে মাত্রা ৫.১

    মাধ্যম নিউজ ডেস্ক: সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ (Earthquake Hits Kolkata) দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল। মঙ্গলবার সকালে কম্পন টের পেলেন কলকাতাবাসী। শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হল। সকাল ৬টা ১০ মিনিট নাগাদ কেঁপে ওঠে একাধিক জেলা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে বঙ্গোপসাগরেই এই ভূমিকম্পের উৎসস্থল। ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ ও ওড়িশাতেও।

    ভূমিকম্পের উৎসস্থল

    জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ ভূকম্পন (Earthquake Hits Kolkata) অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ওড়িশা থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন অঞ্চলে কম্পন অনূভূত হয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথি, দিঘায় কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশেও ঢাকা-সহ পশ্চিম প্রান্তের উপকূলের কিছু অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছে। ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরে সমুদ্রের পরিস্থিতি কী রয়েছে, তা নিয়েও সরকারি স্তরে কোনও তথ্য মেলেনি।

    কলকাতা কতটা ভূমিকম্প-প্রবণ

    সম্প্রতি তিব্বতের ভূমিকম্পেও কেঁপে উঠেছিল কলকাতা (Earthquake Hits Kolkata) তথা বাংলা। গত জানুয়ারি মাসের ৭ তারিখে তিব্বতের ভূমিকম্পেই কেঁপে উঠেছিল কলকাতা সহ গোটা বাংলা। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৭.১। ফলে, উত্তরবঙ্গে ব্যাপক কম্পন অনুভূত হয়। কেন্দ্রীয় সরকারের ২০২১ সালের তথ্য অনুসারে কলকাতা অবস্থানগত দিক থেকে ‘সিসমিক জোন ৪’-এর মধ্যে পড়ে। কোনও অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা কতটা রয়েছে, তার উপর নির্ভর করে এই অঞ্চলগুলিকে ভাগ করা হয়। দেশে এমন চারটি অঞ্চল রয়েছে। ‘সিসমিক জোন ২’ (কম্পনের সম্ভাবনা সবচেয়ে কম) থেকে শুরু করে ‘সিসমিক জোন ৫’ (কম্পনের সম্ভাবনা সবচেয়ে বেশি) পর্যন্ত রয়েছে ভারতে। ‘সিসমিক জোন ৪’-এর অর্থ এই অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা মৃদু। কম্পনের উৎস এই অঞ্চলে সাধারণত দেখা যায় না। মূলত বঙ্গোপসাগর, উত্তর-পূর্ব ভারত, নেপালের কম্পনের প্রভাব পড়তে দেখা যায় এই অঞ্চলে।

  • Weather Update: রাজ্যজুড়ে কুয়াশার দাপট, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই

    Weather Update: রাজ্যজুড়ে কুয়াশার দাপট, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমী ঝঞ্ঝাই শীতের কাঁটা। দক্ষিণ পূর্ব বাতাস বা পুবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হাওয়ার সংঘাতে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সকালের দিকে ধীরে ধীরে ফিকে হচ্ছে শীতের আমেজ। সামান্য তাপমাত্রা কমেছে রাজ্যে। ফলে, বেড়েছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া (Weather Update) দফতরের মতে, আমেজটুকু বজায় থাকছে শুধুমাত্র সন্ধ্যায় ও রাতে। দিনের বেলায় তেমন কিছু বোঝা যাচ্ছে না। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২ দিন একই রকম থাকবে।

    কোথায় কোথায় কুয়াশা? (Weather Update)

    হাওয়া অফিস (Weather Update) সূত্রে জানা গিয়েছে, বুধবার ২২ জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ফলে জাঁকিয়ে শীতের তেমন কোনও সম্ভাবনা নেই রাজ্যে। ফলে, বুধবার পর থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা সেক্ষেত্রে ২ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রির বেশি ওঠেনি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকলেও তিন জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। এর ফলে যান চলাচলে সমস্যা হতে পারে।

    আরও পড়ুন: রাজ্যে রোহিঙ্গাদের বসতি স্থাপনে মদত দিচ্ছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ সুকান্তর

    কলকাতার তাপমাত্রা কত?

    দীর্ঘ দিন পরে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নামল। তবে তা সামান্যই। আবহাওয়া (Weather Update) দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৮৭ শতাংশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নীচে থাকবে। সকাল ও সন্ধেতে শীতের আমেজ বজায় থাকবে। আগামী ৫ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা হতে পারে।

    উত্তরবঙ্গে বৃষ্টি

    উত্তরবঙ্গে (Weather Update) সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারের নীচে। উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তার পরের তিন দিনে তাপমাত্রা দু’ডিগ্রি বাড়তে পারে। এদিকে দার্জিলিঙের পার্বত্য এলাকায় ২৪ জানুয়ারি, শুক্রবার হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রায় হেরফের হবে না খুব বেশি। দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল থেকেই কুয়াশায় ঢাকবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs England: ভারত ইংল্যান্ড ম্যাচ দেখে বাড়ি ফেরার জন্য অতিরিক্ত ট্রেন পূর্ব রেলের, কেমন থাকবে আবহাওয়া?

    India vs England: ভারত ইংল্যান্ড ম্যাচ দেখে বাড়ি ফেরার জন্য অতিরিক্ত ট্রেন পূর্ব রেলের, কেমন থাকবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতের কলকাতায় বসছে ক্রিকেট কার্নিভাল। বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত–ইংল্যান্ড (India vs England) টি২০ সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম খেলা ইডেনে। ভারত–ইংল্যান্ড এখনও অবধি ২৪ বার টি২০ ক্রিকেটে মুখোমুখি হয়েছে। জয়ের নিরিখে ভারত একটু এগিয়ে। জিতেছে ১৩ ম্যাচ। আর ইংল্যান্ড জিতেছে ১১ ম্যাচ। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর চোট সারিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন হচ্ছে মহম্মদ সামির। প্রায় ১৪ মাস পর। শেষবার সামি খেলেছিলেন ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল। দিনটা ছিল ১৯ নভেম্বর। তারপর ইডেনেই সম্ভবত কামব্যাক করবেন শামি। 

    অতিরিক্ত ট্রেন পূর্ব রেলের 

    ২২ জানুয়ারির ম্য়াচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে না চড়তেই এবার বড় ঘোষণা করে দিয়েছে পূর্ব রেল। ক্রিকেটপ্রেমীদের (India vs England) সুবিধার কথা মাথায় রেখে চলবে অতিরিক্ত ট্রেন। এদিন রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। চলবে দু’টি অতিরিক্ত লোকাল। প্রিন্সেপ ঘাট ও বারাসত, বিবাদী বাগ ও বারুইপুরের মধ্যেও চলবে এই অতিরিক্ত ট্রেন। ২২ তারিখ রাত ১১টা ৫০ মিনিটে প্রিন্সেপ ঘাট থেকে বারাসতের উদ্দেশ্যে যাবে একটি স্পেশ্যাল লোকাল। ১টায় পৌঁছাবে বারসতে। অন্যদিকে ২৩ তারিখ রাত ১২টা বেজে ২ মিনিটে বিবাদী বাগ থেকে একটি লোকাল ট্রেন ছেড়ে যাবে বারুইপুরের উদ্দেশ্যে। বারুইপুরে পৌঁছাবে ১টা বেজে ৩২ মিনিটে। রেল বলছে ম্যাচ দেখতে আসা ক্রিকেটপ্রেমীদের বাড়ি ফিরতে যাতে কোনও অসুবিধা না হয় সে কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    ইডেনের পিচ আবহাওয়া

    ইডেন গার্ডেন্স তার ব্যাটিং-ফ্রেন্ডলি পিচের জন্য বিখ্যাত, যা উভয় দলকেই সাহায্য করবে। ম্যাচ চলাকালীন শিশির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তকে সঠিক মনে করা হচ্ছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    ভারতের সম্ভাব্য স্কোয়াড: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

    ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), হ্যারি ব্রুক, জেমি স্মিথ, জ্যাকব বেটেল, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, মার্ক উড, রেহান আহমেদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India vs England: শীতের কলকাতায় ক্রিকেট কার্নিভাল, চেনা ইডেনে শামির প্রত্যাবর্তনের অপেক্ষা

    India vs England: শীতের কলকাতায় ক্রিকেট কার্নিভাল, চেনা ইডেনে শামির প্রত্যাবর্তনের অপেক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট জ্বরে আক্রান্ত কলকাতা। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামছে ভারত। পাঁচ ম্যাচের প্রথমটি বুধবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। কুড়ি-বিশের ক্রিকেটে ইংল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ। তাই বুধের সন্ধ্যায় ক্রিকেটের নন্দনকাননে কড়া চ্যালেঞ্জ সামলাতে হবে ধরে নিয়েই গৌতম গম্ভীরের কড়া নজরদারিতে প্রস্তুতি সারছে ভারতীয় ব্রিগেড। ইডেনের পিচ চেনা একদা নাইট মেন্টর গম্ভীরের কাছে। চেনা ইডেনে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে মহম্মদ শামিও। সোমবার তার প্রস্তুতিও সারলেন তিনি। 

    অপেক্ষায় ইডেন গার্ডেন্স 

    পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পরে ইডেন গার্ডেন্সে ফের আন্তর্জাতিক ম্যাচের বল গড়াচ্ছে। ফলে ধরে নেওয়া হচ্ছে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইডেন ভর্তিই থাকবে। ইতিমধ্যে ম্যাচে ৯৫ শতাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি। তার আগের দিন ২২ তারিখ খেলা কলকাতায়। ফলে ক্রিকেট পাগল কলকাতা যে ইডেন ভরাবে তা বলার অপেক্ষা রাখে না। 

    শামির প্রত্যাবর্তন

    প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় আবার প্রত্যাবর্তন করতে চলেছেন বাংলা দলের পেসার মহম্মদ শামি। ইডেনে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত ক্যামেরার ফোকাস ছিল তাঁরই দিকে। এর আগে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে তিনটি ফর্মাটেই খেলেছেন কিন্তু তাঁর ফিটনেস নিয়ে ধোঁয়াশা অব্যাহত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পুরো ফিট হয়ে উঠেছেন শামি। একদিনের সিরিজে আগে শামির ফিটনেস দেখে নিতে টি২০ সিরিজের দলে রেখেছেন নির্বাচকরা। চোদ্দ মাস পর ভারতীয় দলের (India vs England) অনুশীলনে ফিরেছেন তিনি। ২০২৩ বিশ্বকাপের পর থেকে চোট-আঘাত সমস্যায় ভুগেছেন৷ লন্ডনে অস্ত্রোপচারও হয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘ রিহ্যাবের পর প্রত্যাবর্তনের প্রাথমিক ধাপ হিসেবে বেছে নিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটকে৷ বাংলা হয়ে রঞ্জি, বিজয় হাজারে খেলে অবশেষে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রত্যাবর্তন করেছেন ডানহাতি স্পিডস্টার৷ এখনও পায়ে স্ট্র্যাপ জড়ানো থাকলেও বোলিংয়ে যে কোনও সমস্যা নেই, তা নিশ্চিত৷ বরং অনেক বেশি সাবলীল শামি৷ সোমবার নেটে দীর্ঘক্ষণ ব্যাটিংও করেন তিনি।

    একে অপরকে বিশ্বাস করতে হবে

    টেস্ট ক্রিকেটে চেনা ছন্দে নেই টিম ইন্ডিয়া। লেগে রয়েছে হাজার রকম গন্ডগোল। যদিও টি-টোয়েন্টির ছবিটা পুরো আলাদা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা বধ সম্পূর্ণ। এবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে মোকাবিলা। যার প্রথম ম্যাচ ইডেনে। সেই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে সহ অধিনায়ক অক্ষর প্যাটেল জানিয়ে গেলেন ভবিষ্যৎ পরিকল্পনা। সোমবার দুপুরে ইডেনে অনুশীলনে নামার আগে অক্ষর বলেন, “একে অন্যের ওপর বিশ্বাস রাখতে হবে। সেটাই সাফল্যের মূল মন্ত্র।” টি-২০ সিরিজে ভারতীয় দলের সহ অধিনায়ক বললেন, “একদিন হল শিবিরে যোগ দিয়েছি। লিডারশিপ গ্রুপের সঙ্গে কথা হয়েছে। আমাদের টি-২০ দল তৈরি। ছোট ছোট বিষয়ে কথা হয়েছে। সূর্যর সঙ্গেও কথা হয়েছে। সহ অধিনায়ক মানে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ম্যাচে কোনও তথ্য দরকার হলে আদান প্রদান করতে হবে। তবে ম্যাচ জিততে দলের প্রত্যেককে একে অপরের সঙ্গে থাকতে হবে। একে অপরকে বিশ্বাস করতে হবে।” প্রায় ১৪ মাস পর ভারতীয় দলে ফিরেছেন মহম্মদ শামি। যা নিয়ে ইতিবাচক অক্ষর। বলেন, “শামির ফিরে আসাটা খুব ইতিবাচক। একদিনের বিশ্বকাপের ফাইনালে শেষবার খেলেছিল। সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারেতেও খুব ভাল খেলেছে। সবাই জানে নতুন বলে হোক বা ডেথ ওভার— ও কী করতে পারে। নতুন বলে ওর পারফর্ম্যান্স স্পিনারদের চাপ কমিয়ে দেয়।” 

    আরও পড়ুন: খো-খো বিশ্বকাপে দ্বিমুকুট ভারতের, বিশ্বচ্যাম্পিয়ন পুরুষ ও মহিলা দল, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    ভবিষ্যত ভাবনা

    অস্ট্রেলিয়ায় হারের পর একটা প্রশ্ন বারবার উঠছে, প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের মধ্যে তালমিল আছে তো? অক্ষর অবশ্য জানিয়ে দিলেন, দুপক্ষের মধ্যে যোগাযোগে কোনও সমস্যা নেই। তাঁর বক্তব্য, “অস্ট্রেলিয়ায় আমি ছিলাম না। যে পরামর্শ প্রয়োজন পড়ে, আমরা ব্যাটিং-বোলিং কোচের থেকে নিই। টি-২০তে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, সেসব নিয়ে কথা হয়।” তবে দল যে একটা পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা মেনে নিলেন অক্ষর। কিন্তু স্বভাবতই তা নিয়ে কথা বলতে চাইলেন না তিনি। বরং পরের বছর দেশের মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইডেন থেকেই যে তাঁর প্রস্তুতি শুরু হতে চলেছে, সেটাই জানিয়ে রাখলেন ভারতীয় দলের অলরাউন্ডার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sajal Ghosh: ১০ টাকা দিলেই বাড়িতে পৌঁছে যাবে খাবার, বড় উদ্যোগ বিজেপি নেতা সজল ঘোষের

    Sajal Ghosh: ১০ টাকা দিলেই বাড়িতে পৌঁছে যাবে খাবার, বড় উদ্যোগ বিজেপি নেতা সজল ঘোষের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিদিন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। ৫০০ টাকা হাতে নিয়ে বাজার গেলে ঝোলা ভর্তি হয় না। মূল্যবৃদ্ধির বাজারে এবার বড় উদ্যোগ নিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ (Sajal Ghosh)। মাত্র ১০ টাকায় বাড়িতে পৌঁচ্ছে যাবে খাবার। পেটপুরে মিলবে খাবার। এই উদ্যোগের জন্য তিনি সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

    কারা এই উদ্যোগের সুবিধা পাবেন? (Sajal Ghosh)

    ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ থেকেই বিজেপি (BJP) নেতা সজল ঘোষ (Sajal Ghosh) শুরু করছেন এই পদক্ষেপ। জানা যাচ্ছে, আর্থিকভাবে পিছিয়ে পড়া বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই রাজ্যে এমন অনেক অসহায় প্রবীণ নাগরিক রয়েছেন, যাঁরা একা থাকেন। ঠিকভাবে রান্না করতে পারেন না। অনেকে আবার বয়সের কারণে বাইরে খাবার কিনতে যেতে পারেন না। আর বাজারমূল্য একটি বড় ফ্যাক্টর। এসবের কথা মাথায় রেখে রাতের খাবারের বন্দোবস্ত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্য ও উত্তর কলকাতার বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য দশ টাকার বিনিময়ে বাড়িতে খাবার পৌঁছে দেবে বিজেপি। যেসব বৃদ্ধ-বৃদ্ধারা বাড়িতে একা থাকেন, অসহায় তাদের পাশে দাঁড়াতেই এই পদক্ষেপ করছেন বিজেপি নেতা সজল ঘোষ। এই উদ্যোগের নাম রাখা হয়েছে ‘চেটেপুটে’। তবে তিনি পরিস্কার জানিয়েছেন, ‘মা ক্যান্টিনের’ সঙ্গে এর কোনও মিল নেই।

    আরও পড়ুন: ‘‘এটা মৃত্যু নয়, হত্যা”, স্যালাইনকাণ্ডে থানায় এফআইআর দায়ের বিজেপি বিধায়ক শঙ্করের

    কী বললেন বিজেপির রাজ্য সভাপতি?

    এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘সজল ঘোষ (Sajal Ghosh) এই এলাকায় বরাবর জনসেবামূলক কাজ করেছেন। আগেও আমাদের দল এই ধরনের জনসেবামূলক কাজ করেছে। অনেক সময় বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়িতে রান্না করার মতো পরিস্থিতি থাকে না। তাঁদের জন্যই মূলত এই উদ্যোগ। আশা রাখব, এই উদ্যোগে বহু বৃদ্ধ-বৃদ্ধা উপকৃত হবেন। তবে এটা কারও পাল্টা নয়, আগেই বলে দিলাম। বরং, এটা বলতে পারি, সজলের উদ্যোগ অভিনব।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ঝঞ্ঝা কাটিয়ে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া, ফের কমল তাপমাত্রা, এবার কি জাঁকিয়ে শীত বঙ্গে?

    Weather Update: ঝঞ্ঝা কাটিয়ে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া, ফের কমল তাপমাত্রা, এবার কি জাঁকিয়ে শীত বঙ্গে?

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে ফের উত্তুরে হাওয়ার গতিপথ অবাধ হচ্ছে রাজ্যে। আবহাওয়া (Weather Update) দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক খটখটে থাকবে। সপ্তাহান্তে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা বঙ্গে। ৪ থেকে ৫ দিন স্থায়ী হতে পারে শীতের লাস্ট ইনিংস। শনিবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা।

    কলকাতার আবহাওয়া কেমন থাকবে?(Weather Update)

    সপ্তাহের তৃতীয় কর্মদিবসে কলকাতার আকাশ মূলত পরিষ্কার। আবহাওয়া (Weather Update) দফতর সূত্রে জানা গিয়েছে,  কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হল ২৪.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা হল ১৫.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি। তবে মঙ্গলবারের থেকে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১.২ ডিগ্রি কমে গিয়েছে। আপাতত যা পরিস্থিতি, তাতে এখনই মাঘের একদম শুরুতেই জাঁকিয়ে শীত পড়ার আশা কম। উত্তুরে হাওয়া যে বাধাহীনভাবে বইবে এবং তাপমাত্রা নামবে, সেটা সম্ভব হচ্ছে না একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে। চলতি সপ্তাহের শেষের দিকে অবশ্য পশ্চিমবঙ্গের পারদ কিছুটা নামতে পারে বলে মনে করছেন আবহবিদরা। কলকাতার পারদ আরও একবার নামতে পারে ১৩ ডিগ্রির ঘরে।

    আরও পড়ুন: ‘‘এটা মৃত্যু নয়, হত্যা”, স্যালাইনকাণ্ডে থানায় এফআইআর দায়ের বিজেপি বিধায়ক শঙ্করের

    দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় কুয়াশার দাপ?

    পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা দুর্বল হওয়ায় সার্বিক ভাবে পারদ জেলায় জেলায় কিছুটা নিম্নমুখী। প্রায় সব জেলাতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। আবহাওয়া (Weather Update) দফতর সূত্রে জানা গিয়েছে, কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উইকেন্ডে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। শীতের লাস্ট ইনিংসের সূচনা শুক্রবারের পর।

    উত্তরবঙ্গেও ঘন কুয়াশা!

    উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। আবহাওয়া (Weather Update) দফতর সূত্রে জানা গিয়েছে,  দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে ঘন কুয়াশার দাপট থাকবে। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নিচে থাকবে। উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। যে ছবিটা পালটাবে না আগামী মঙ্গলবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে মঙ্গলবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না।

    ভিনরাজ্যে কী পরিস্থিতি?

    আবহাওয়া (Weather Update) দফতর সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশা এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দেশের উত্তর-পশ্চিমের সমতলে। অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশ। ঘন কুয়াশায় ঢাকা থাকবে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, সিকিম, বিহার, ওড়িশা, অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং রাজস্থানে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: দার্জিলিং থেকে পুরুলিয়ার ফারাক মাত্র দেড় ডিগ্রি! ১২ ডিগ্রিতে নামল কলকাতার তাপমাত্রা

    Weather Update: দার্জিলিং থেকে পুরুলিয়ার ফারাক মাত্র দেড় ডিগ্রি! ১২ ডিগ্রিতে নামল কলকাতার তাপমাত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: মকর সংক্রান্তির আগে শীতে কাঁপছে কলকাতা থেকে গঙ্গাসাগর। ১২ ডিগ্রিতে নেমে গেল কলকাতার তাপমাত্রা (Weather Update)। শনিবার সকালে শহরের পারদ নেমেছে স্বাভাবিকের চেয়ে নীচে। তবে রবিবার থেকেই তাপমাত্রা আবার বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার পুরুলিয়ার তাপমাত্রা অনেকটাই কম ছিল। ঠান্ডায় দার্জিলিংকে প্রায় ছুঁয়ে ফেলেছে পশ্চিমের এই জেলা। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রি। দার্জিলিঙের (৫ ডিগ্রি) সঙ্গে ব্যবধান মাত্র দেড় ডিগ্রির। 

    শীতের দাপট শহরে

    প্রতি বছর এই সময়টা শীতের (Weather Update) কামড় বেশ গভীর হয়। তবে এবার পশ্চিমী ঝঞ্ঝার পর রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের শুরুতেই সামান্য বাড়তে পারে উষ্ণতা। তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে মঙ্গলবারের মধ্যে। তবে তার আগে হাড় কাঁপানো শীত উপভোগ করল শহরবাসী। শনি ও রবিবার শীতের কলকাতায় ভালই বনভোজনে মাতবে শীতবিলাসীরা। ভিড় জমেছে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, যাদুঘরেও। ইকো-পার্ক, নিকো পার্কেও কচিকাচাদের ভিড়। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২২.২ ডিগ্রির বেশি হয়নি। তা-ও স্বাভাবিকের চেয়ে আড়াই ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৬ শতাংশ। 

    জেলায় জেলায় নামল তাপমাত্রা

    শনিবার রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে (Weather Update) নেমে গিয়েছে। কল্যাণীতে ৯.৫, ঝাড়গ্রামে ৯.৫, শ্রীনিকেতনে ৯৯ এবং বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, উলুবেড়িয়ায় ১০.৫, বাঁকুড়ায় ১০.৫, বহরমপুরে ১০.৪, পানাগড়ে ১০.৩ এবং আসানসোলে ১০.১ ডিগ্রি পর্যন্ত পারদ নেমেছিল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পরিবর্তন হবে না। তার পর থেকে আগামী তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। তবে, রবিবার থেকেই হবে হাওয়া বদল। শীত কমার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে ঘন কুয়াশার ফলে  দৃশ্যমানতা কমবে। রবি ও সোমবার দার্জিলিং ও কালিম্পঙের উঁচু এলাকায় তুষারপাতও হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই বাড়ল ঠান্ডা, কলকাতার তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে

    Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই বাড়ল ঠান্ডা, কলকাতার তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই রাজ্যে বাড়ল ঠান্ডা। ফের একবার ঝোড়ো ইনিংস (Weather Update) শুরু করল শীত। কলকাতার তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। প্রায় আড়াই ডিগ্রি নামল তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে হয় ১৩.৬। তবে এরইমধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। ফলে পারদ পতন যে কোনও স্থায়ী হবে না তা আবারও জানাল হাওয়া অফিস। রবিবার থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে শীতের পথে ফের কাঁটা বিছোতে পারে পশ্চিমী ঝঞ্ঝা (West Bengal)।

    সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা

    এ দিকে শুধু কলকাতা সমেত জমিয়ে শীত পড়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলেও। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। বুধবারই পুরুলিয়ার তাপমাত্রা ছুঁয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহের শেষে, পৌষ সংক্রান্তির মুখে ফের বাড়তে চলেছে তাপমাত্রা, এতে কিছুটা হলেও হতাশ শীতপ্রেমীরা (Weather Update)। বৃহস্পতিবার ভোর থেকেই রয়েছে উত্তরে হাওয়ার দাপট। একাধিক জেলাতে সকালে দেখা দিয়েছে কুয়াশার চাদরও। উত্তরে হওয়ার দাপটেই বেশ কনকনে শীতের অনুভূতি। কলকাতার পাশাপাশি কমেছে জেলাগুলির তাপমাত্রাও। আপাতত কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

    আরও পড়ুন: ক্ষমতার চিটে গুড়ে পা আটকে ইউনূসের! তাই কি ক্ষুব্ধ খালেদার বিএনপি?

    দক্ষিণবঙ্গে দেখা দেবে কুয়াশা (Weather Update)

    অন্যদিকে, আগামী সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায়। তবে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ (Weather Update) মূলত পরিষ্কার থাকবে বলে জানা গিয়েছে।
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share