Tag: kolkata metro

kolkata metro

  • Kolkata Metro: গঙ্গার নিচে মেট্রো টানেলের কাজ প্রায় শেষ, ৫২০ মিটার পথ পেরোনো যাবে ৪৫ সেকেন্ডে

    Kolkata Metro: গঙ্গার নিচে মেট্রো টানেলের কাজ প্রায় শেষ, ৫২০ মিটার পথ পেরোনো যাবে ৪৫ সেকেন্ডে

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েকদিনের অপেক্ষা। আর কয়েক দিনের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর আন্ডার ওয়াটার টানেলের উদ্বোধন হয়ে যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে কাজ প্রায় শেষের দিকে, একটি দূর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী হতে এবার যাত্রীরা কাউন্টডাউন শুরু করে দিতে পারে। ১২০ কোটি টাকা ব্যায় গঙ্গার তলা দিয়ে তৈরি হয়েছে এই সুড়ঙ্গপথটি। গঙ্গার তলায় সুড়ঙ্গ পথের দৈর্ঘ্য ৫২০ মিটার। এই দূরত্ব মেট্রো রেলে করে পার হতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। 

    ইস্ট ওয়েস্ট মেট্রোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল দেশের প্রথম আন্ডার ওয়াটার টানেল। টানেওটি ইউরোস্টারের লন্ডন-প্যারিস করিডোরের ভারতীয় সংস্করণ। গঙ্গার তলদেশ থেকে ১৩ মিটার নীচে আর ভূমি স্তর থেকে ৩৩ মিটার নীচে রয়েছে এই টানেল। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের অংশ- পূর্বে সল্টলেক সেক্টর ফাইড এর আইটি হাব থেকে নদীর ওপারে হাওড়া ময়দান পর্যন্ত যাত্রা।

    ইতিমধ্যেই শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হয়ে গিয়েছে। আর কয়েক দিন পর থেকেই নদীর নিচ দিয়ে হুশ করে পৌঁছে যাওয়া যাবে হাওড়ায়। নুমান করা হচ্ছে, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে টানেল তৈরির কাজ শেষ হয়ে যাবে।

    আরও পড়ুন: কো-অর্ডিনেশন বৈঠকে বসছে আরএসএস, জানুন কবে, কোথায় 

    ইস্ট-ওয়েস্ট মেট্রোর লাইন তৈরি করতে গেলে, গঙ্গার নিচে টানেল তৈরিই ছিল একমাত্র উপায়। তাই এই পথেই হাঁটতে হয় মেট্রো কর্তৃপক্ষকে। হাওড়া থেকে শিয়ালদহ যেতে কম করে  ১ ঘন্টা লেগে যায় এই মুহূর্তে। এই নতুন মেট্রো রুট চালু হয়ে গেলে এই যাতায়াত অনেকটাই সহজ হবে। কিন্তু মেট্রো রেল পরিষেবা চালু হলে প্রায় ৪০ মিনিট সময় কমে যাবে। 

    টানেলের নির্মাণ কাজ প্রায় হয়ে গিয়েছে। করিডোরের এসপ্ল্যানেড ও শিয়ালদহের মধ্যে আড়াই কিলোমিটার মেট্রো পথ তৈরির হওয়ার পরেই এটি চালু হবে। আগামী বছর ডিসেম্বর মাসে এই মেট্রো পথ চালু হবে বলেও আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতার মেট্রো রেল কর্পোরেশনের জেনারেল ম্যানেজার শৈলেশ কুমার বলেন, “ইস্ট ওয়েস্ট করিডোরের জন্য টানেলটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ ছিল। আবাসিক এলাকা, অন্যান্য প্রযুক্তিগত সমস্যার পাশাপাশি নদীর তলদেশ দিয়ে যাত্রাপথ তৈরি করা জরুরি ছিল। তিনি আরও বলেছেন হাওড়া-শিয়ালদহের মধ্যে এই মেট্রো রুট দিয়ে যাতায়াত করতে এখন প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। এই মেট্রো পরিষেবা চালু হলে হাওড়া ও শিয়ালদ দুই দিকেই যানজট অনেকে কমে যাবে। গঙ্গার তলাদিয়ে সুড়ঙ্গ পথ পার হতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kolkata Metro: ৩০ তারিখ উদ্বোধন হচ্ছে জোকা মেট্রো, কবে থেকে পরিষেবা পাবেন যাত্রীরা?

    Kolkata Metro: ৩০ তারিখ উদ্বোধন হচ্ছে জোকা মেট্রো, কবে থেকে পরিষেবা পাবেন যাত্রীরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। কিছুদিনের মধ্যেই বহু প্রতীক্ষিত জোকা মেট্রো (Kolkata Metro) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোকা–তারাতলা মেট্রো প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রীও। এর আগে গত ২৪ ডিসেম্বর মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরার উপস্থিতিতে জোকা ও তারাতলার মধ্যে মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর সকলা সাড়ে ১০টার সময় হাওড়া স্টেশন থেকেই ভার্চুয়ালি জোকা মেট্রোর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। তবে সেদিন যাত্রীদের জন্যে চলবে না মেট্রো। আগামী সোমবার অর্থাৎ ২ জানুয়ারি থেকে পরিষেবা পাবেন যাত্রীরা।

    প্রতীক্ষার অবসান

    দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার অবসান। যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে বেহালাবাসীর জন্যে। মেট্রো (Kolkata Metro) পেতে চলেছে বেহালাবাসী। নিজে কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন এই মেট্রো রুটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

    আরও পড়ুন: বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযানে বাজেয়াপ্ত ১৭,০০০ ইয়াবা ট্যাবলেট, গ্রেফতার ১

    ওয়ান ট্রেন সিস্টেমে জোকা-তারাতলা রুটে মেট্রো (Kolkata Metro) চলবে। অর্থাৎ জোকা থেকে মেট্রো ছেড়ে তা তারাতলায় পৌঁছে ফের জোকায় ফিরবে। তাই একবার ট্রেন মিস করলে পরের ট্রেনের জন্যে অপেক্ষা করতে হবে ৩০-৪০ মিনিট। সিগন্যালিংয়ের কাজ শেষ হলে দুই দিকে একসঙ্গে পরিষেবা পাওয়া যাবে।  

    আপাতত জোকা-তারাতলা (Kolkata Metro) রুটে সর্বোচ্চ ভাড়া হবে ২০ টাকা। সর্বনিম্ন ভাড়া হবে ৫ টাকা। জোকা থেকে ঠাকুরপুকুর যেতে ভাড়া লাগবে ৫ টাকা। জোকা থেকে সখের বাজার এবং বেহালা চৌরাস্তার ভাড়া হতে পারে ১০ টাকা। জোকা থেকে বেহালা বাজার এবং তারাতলার ভাড়া হতে পারে ২০ টাকা। এই রুটের উদ্বোধন হয়ে গেলে শুরু হবে মেট্রো চলাচল। জোকা থেকে ঠাকুরপুকুর, সখের বাজার, বেহালা চৌরাস্তা এবং বেহালা বাজার পেরিয়ে দ্রুত যাত্রীরা পৌঁছে যাবেন তারাতলায়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share