Tag: Lionel Messi

Lionel Messi

  • Lionel Messi: মেসির ফিটনেসের ৫টি রহস্য

    Lionel Messi: মেসির ফিটনেসের ৫টি রহস্য

    মাধ্যম নিউজ ডেস্ক: এই মুহূর্তে এই গ্রহের সবথেকে জনপ্রিয় ফুটবলার তিনি। মেসির (Lionel Messi) হাতে যেন বিশ্বকাপ ওঠে এমন প্রার্থনা সারা বিশ্বব্যাপী বেশিরভাগ মানুষই করেছিলেন। বাদ যায়নি আমাদের ভারতবর্ষ। বিশ্বকাপ ফাইনালের দিন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বেশিরভাগ ভারতীয় আর্জেন্টিনাকেই সাপোর্ট করেছিলেন তার একমাত্র কারণ লিও মেসি (Lionel Messi)। তাঁর ফুটবল জাদুতে মুগ্ধ করেছেন তিনি সারা বিশ্বকে।
    কাতার স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে ট্রফি ওঠে মেসির (Lionel Messi) হাতে। আজকে আমরা জেনে নেব লিও মেসি (Lionel Messi) এত ফিট থাকেন কীভাবে? কী তাঁর ডায়েট চার্ট? 

    ১) লিও মেসি (Lionel Messi) প্রচুর পরিমাণে জল পান করেন

    জানা গেছে আর্জেন্টিনার এই তারকা ফুটবলার প্রচুর পরিমাণে জল পান করেন নিজেকে তরতাজা রাখার জন্য। এছাড়াও জানা গেছে নিয়মিত খাদ্য তালিকায় টাটকা ফল, বিভিন্ন সবজি, বাদাম এসব কিছুই থাকে। রান্না না করা খাবার যাকে বলা হয় ‘র’ ফুড, সেটাও লিও মেসির (Lionel Messi) খাদ্য তালিকায় থাকে। 

    ২) মিষ্টি জাতীয় এবং তৈলাক্ত খাবার লিও মেসি (Lionel Messi) এড়িয়ে চলেন

    চিনি হল শরীরের পেশির জন্য সবথেকে খারাপ। লিও মেসি (Lionel Messi) এটা ভালোমতো জানেন তাই তাঁর খাদ্য তালিকা থেকে মিষ্টি জাতীয় খাবার  বাদ রেখেছেন। এছাড়াও জানা গেছে, লিও মেসি (Lionel Messi) প্রতিদিন যে পরিমাণ মাংস খেতেন সেই পরিমাণটাও কম করেছেন। প্রয়োজনীয় প্রোটিন লিও মেসি (Lionel Messi) সংগ্রহ করেন তিন ধরনের প্রোটিন শেক থেকে।

    ৩) লিও মেসির (Lionel Messi) প্রিয় খাবার হল রোস্ট চিকেন এবং তার সঙ্গে মাটির তলার সবজি

    বার্সেলোনা ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটের সূত্রে জানা যাচ্ছে যে লিও মেসির (Lionel Messi) প্রিয় খাবার হল রোস্টেড চিকেন তার সাথে মাটির তলার সবজি। খাবারের এই ডিশে সম্পূর্ণভাবে পুষ্টি থাকে। এটাতে যেমন প্রোটিন থাকে তেমনি মাটির তলার সবজি আলুতে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট পাওয়া যায় এছাড়া ভিটামিনও পাওয়া যায়। চিকেনে থাকা প্রোটিন শরীরে অ্যামিনো এসিডের মাত্রা পূরণ করে।

    ৪) প্রতিদিনের শরীরচর্চায় লিও মেসি (Lionel Messi) নিজের গতির উপর জোর দেন

    বিশ্বের অন্যতম সেরা ফুটবলার শরীরচর্চার সময় নিজের গতির উপরে জোর দেন। শারীরিকভাবে অনুশীলন করেন হার্ডলি হোপস, হ্যামস্টি্রং স্ট্রেসেস এছাড়াও স্কিপিং রোপসেরও নিয়মিত অভ্যাস করেন তিনি।

    ৫) নিয়মিত সিট আপ দেন লিও মেসি (Lionel Messi)

    ওয়েট প্লেটের সাহায্যে নিয়মিত সিট আপ এবং রাশিয়ান ট্যুইস্ট দিতে দেখা যায় লিও মেসিকে (Lionel Messi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Lionel Messi: বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচ খেলতে চাই! এখনই অবসর নয় ঘোষণা মেসির

    Lionel Messi: বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচ খেলতে চাই! এখনই অবসর নয় ঘোষণা মেসির

    মাধ্যম নিউজ ডেস্ক: মাথা উঁচু করে হাসতে হাসতে বিশ্বকাপকে বিদায় জানালেন লিওনেল মেসি। ফাইনাল ম্যাচে করলেন জোড়া গোল। বিশ্বকাপের সেরা ফুটবলারের শিরোপা জিতলেন মেসি। পেলেন সোনার বল। এতদিনে স্বপ্ন পূরণ হল। এর আগে ২০১৪ সালে সোনার বল পেলেও তা গ্রহণ করেছিলেন চোখের জলে। কিন্তু এবার বিশ্বসেরা তাঁর দল। অধরা মাধুরী এতদিন পর স্পর্শ করতে পেরেছেন তিনি। তাই তো সোনার কাপের স্বাদ নিলেন দলের সকলের আগে। তৃপ্ত চুম্বন। তিনি তো রাজা। তবে কি এখানেই শেষ? আর্জেন্টিনা ও মেসি (Argentina Football Team) সমর্থকদের জন্য খুশির খবর। বিশ্বকাপকে বিদায় জানালেও জাতীয় দলের জার্সিতে অন্তত আরও কয়েকটি ম্যাচ খেলতে চান ফুটবলের যাদুকর। 

    মেসির ঘোষণা

    খেতাব জয়ের পর মেসি বলেন, ”নিঃসন্দেহে আমি এটাই চেয়েছিলাম যে বিশ্বকাপ জিতে শেষ করতে। এর থেকে বেশি আর কিই বা পেতে পারি আমি। আমি ফুটবল খুব ভালবাসি। কী করতে পারি আর। দেশের জার্সিতে খেলাটা সবসময় উপভোগ করি। এই দলটার সঙ্গে থাকা সবসময় উপভোগ করি। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচ খেলতে চাই।” 

    আরও পড়ুন: ‘‘মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল’’, বললেন আদ্যান্ত মারাদোনা-ভক্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, ”পরবর্তী বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা স্কোয়াডে মেসি থাকবেন, যদি ওঁ খেলতে চায়। ওঁর মত প্লেয়ারের কোচ হওয়াটাও ভাগ্যের ব্যাপার।”তবে দেশের হয়ে খেললেও বিশ্বকাপ যে আর খেলবেন না তা আগেই জানিয়ে দিয়েছিলেন মেসি। সেমিফাইনাল জয়ের পরই মেসি (Lionel Messi) বলেছিলেন, ১৮ ডিসেম্বরের বিশ্বকাপ ফাইনালই এই মঞ্চে তাঁর শেষ বিশ্বকাপ। ফুটবল বিশ্ব ভেবেই নিয়েছিল, বিশ্বকাপের পরই আর্জেন্টিনার জার্সিতে অবসর নেবেন মেসি। সেই জল্পনাতেও জল ঢাললেন খোদ মেসি। আর্জেন্টিনার সমর্থকদের স্বস্তি দিয়ে লিও জানালেন, এখানেই শেষ নয়। নীল-সাদা জার্সিতে আরও কিছুদিন দেখা যাবে তাঁকে।

    মেসির স্বপ্ন

    ১৯৮৬ তে মারাদোনার হাত ধরে বিশ্বকাপ এসেছিল আর্জেন্টিনার ঘরে। তার ঠিক এক বছর পর মেসির জন্ম। মারাদোনাকে দেখেই বড় হয়ে ওঠা লিওর। ফুটবলকে ভালোবাসার কারণও সেই মানুষটি। তখন থেকেই স্বপ্ন দেখতেন, একদিন ওই সোনালি ট্রফি উঠবে তাঁর হাতেও। উঠলও। এদিন নিজের শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে মরিয়া হয়ে খেলছিলেন মেসি। আর তাঁকে বিশ্বকাপ দেওয়ার জন্য মরিয়া হয়ে খেলছিলেন আর্জেন্টিনার বাকি ১০ ফুটবলার। রক্ষণ, মাঝমাঠ থেকে আক্রমণ, কোথাও ফ্রান্সকে একটু জায়গা দিলেন না আর্জেন্টিনার ফুটবলাররা। আক্রমণের সঙ্গে সঙ্গে রক্ষণেও নামতে দেখা গেল মেসিকে। যথার্থ নেতার মতো খেললেন তিনি। ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে সোনালি ট্রফি স্পর্শ করলেন মেসি। আর্জেন্টিনা (Argentina)  শিবিরে এখন শুধুই আনন্দ উচ্ছ্বাস। ৩৬ বছরের জমানো আনন্দ যেন বাঁধ মানছে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup 2022: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    FIFA World Cup 2022: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: জয় এনে দিতে পারলেন না লিওনেল মেসি। শেষপর্যন্ত সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে নাম নয়, পারফরমেন্সই গুরুত্বপূর্ণ, তা আজকের এই ম্যাচ থেকেই বোঝা গেল। ফুটবলপ্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন যে, মেসির শেষ বিশ্বকাপে (FIFA World Cup 2022), তিনি হয়ত এক ইতিহাস সৃষ্টি করবেন। আর সেই আশা নিয়েই টিভির পর্দায় চোখ রেখেছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু প্রথম ম্যাচেই যে এমন অঘটন ঘটবে, তা হয়ত কেউই ভাবতে পারেনি। এমনকি আর্জেন্টিনা দলের অতি বড় শত্রুও কল্পনা করেনি। এদিন পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পরেও জয় আনতে ব্যর্থ হয় মেসির দল।

    ম্যাচের প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

    শুরুটা ভালই ছিল আর্জেন্টিনার। এদিন ম্যাচ শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। প্রথমার্ধে আরও তিনটি গোল করতে পারত আর্জেন্টিনা। কিন্তু অফসাইডের ফলে আটকে যায় স্কোরবোর্ড। বিশ্বকাপের ইতিহাসে গত ৬ দশকে প্রথমে গোল করে এগিয়ে যাওয়ার পর কখনও ম্যাচ হারেনি লা আলবেসেলেস্তা। কিন্তু এদিন পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার পরও জয় উপহার দিতে ব্যর্থই হলেন মেসি। টানা ৩৬ ম্যাচে অপরাজিত ছিল আর্জেন্টিনা। অবশেষে আজ হার। ৩২ বছর পর বিশ্বকাপে প্রথম ম্যাচে হারল আর্জেন্টিনা। ফলে অঘটন যে যখন তখন ঘটতে পারে, তারই প্রমাণ আজকের এই ম্যাচ (FIFA World Cup 2022)।

    দ্বিতীয়ার্ধে দুর্ধর্ষ পারফরমেন্স সৌদি আরবের

    প্রথমের দিকে তেমন ভালো খেলতে শুরু না করলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের সেরাটা দিয়ে এগিয়ে যায় সৌদি আরব (FIFA World Cup 2022)। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় সৌদি আরব। ম্যাচের একমাত্র সুযোগ তৈরি করল তারা। আর তাতেই গোল। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মধ্যে ক্রিশ্চিয়ান রোমেরোকে পরাস্ত করে দুর্দান্ত গোল করেন সালেহ আল-শেহরি। এরপরেই ছন্দ ফেরত সৌদি আরবের। সেই মুহূর্তই ম্যাচ ঘুরিয়ে দেয় তারা। এরপর কয়েক মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করল সৌদি আরব। এ বার সালেম আল-দাওয়াসারির গোল। আর এতেই ১-২ গোলে পিছিয়ে পড়েন মেসিরা।

    তবে গোল শোধ করার অনেক চেষ্টা করছিল আর্জেন্টিনা। এক্ষেত্রে সৌদির গোলকিপারের কথা উল্লেখ না করলেই নয়। কিন্তু সৌদির গোলকিপার আলওয়াইসের কাছে পেরে ওঠেনি মার্টিনেজরা। পুরো ম্যাচেই দুর্ভেদ্য হয়ে ওঠেন গোলকিপার মহম্মদ আল-ওয়াইস। বেশ কয়েকটি ভাল শট বাঁচান তিনি। ফলে আর্জেন্টিনার কয়েকটি সুযোগ আসলেও কোনটিই শেষপর্যন্ত কাজে লাগাতে পারেনি তারা। শেষে মাঠ ছাড়তে হয় মেসিদের। এরপর এই হারের হতাশা কাটিয়ে মেক্সিকো ও পোল্যাল্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোই এখন মেসিদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ (FIFA World Cup 2022)।

     
  • Lionel Messi: অটুট রইল মুকুট! এমবাপ্পে-হালান্ডকে পিছনে ফেলে অষ্টমবার ফিফার বর্ষসেরা মেসি

    Lionel Messi: অটুট রইল মুকুট! এমবাপ্পে-হালান্ডকে পিছনে ফেলে অষ্টমবার ফিফার বর্ষসেরা মেসি

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃদ্ধ রাজা, তবু মুকুট টলল না। গত ৪ বছরে মোট ৩ বার ফিফার বিচারে বর্ষসেরার (Fifa Award) তকমা পেলেন লিওনেল মেসি (Lionel Messi)। ২০২২ সালের সেরা ফুটবলার হয়েছিলেন তিনি। ২০২৩ সালের নিরিখেও সেই পুরস্কার পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর সঙ্গে কড়া টক্কর ছিল আর্লিং হালান্ডের। হালান্ড ও মেসির সঙ্গে লড়াইয়ে ছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও। শেষ পর্যন্ত তাঁদের টেক্কা দিলেন আর্জেন্টাইন সুপারস্টার। অষ্টম বার ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন লিয়োনেল মেসি।

    মেসি ভোট দেন হালান্ডকে

    লন্ডনে সোমবার রাতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো মেসিকে (Lionel Messi) হারিয়ে সেরার শিরোপা উঠবে হালান্ডের মাথায়। অবশ্য দুই প্রজন্মের দুই সেরা ফুটবলারের মধ্য়ে ভোটিংয়ের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াইও হয়। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন বিশ্বজয়ী অধিনায়ক। ৩৭ বছর বয়সে এসেও এখনও তিনি পাল্লা দিয়ে লড়ে যাচ্ছেন তরুণ প্রজন্মের তাককাদের সঙ্গে। বুঝিয়ে দিলেন তাঁর সাম্রাজ্য-আধিপত্য এখনও অটুট। উল্লেখ্য, কিছুদিন আগেই মেসি জানিয়েছিলেন যে আসন্ন কোপা আমেরিকা পর্যন্ত আপাতত খেলা চালিয়ে যাওয়াই লক্ষ্য তাঁর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ”যত দিন মন থেকে ফুটবলটা উপভোগ করছি, তত দিনই খেলব। আমার লক্ষ্য এখন শুধু ২০২৪ সালের কোপা আমেরিকা। সময় বলবে আমি পরের বিশ্বকাপে থাকব কি না। সেই সময় আমার বয়স ৩৯ বছর হবে। তাতে বিশ্বকাপ খেলা কঠিন।”

    সুনীলের পছন্দ মেসি

    ছেলেদের ‘দ্য বেস্ট’ বেছে নিতে ভোট দিয়েছেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও বিশ্বব্যাপী ভক্তরা। মেসি এবং হালান্ড দুজনেই ৪৮ পয়েন্ট পেয়েছেন ভোটে। কিন্তু জাতীয় দলের অধিনায়কদের ভোটে সেরা মনোনীত হন মেসি। উল্লেখ্য, মেসি নিজে হালান্ডকে ভোট দিয়েছিলেন। অন্যদিকে, ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ভোট দিয়েছিলেন মেসিকে। যদিও এদিন লন্ডনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মেসি। তাঁর হয়ে অ্যাওয়ার্ড নেন থিয়েরি অঁরি। মেয়েদের ফুটবলের বর্ষসেরা (Fifa Award) হয়েছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানো বনমাতি। ছেলেদের ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার ওঠে পেপ গুয়ার্দিওলার হাতে। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lionel Messi: মাঠ ছাড়লেন মেসি! আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে রণক্ষেত্র মারাকানা

    Lionel Messi: মাঠ ছাড়লেন মেসি! আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে রণক্ষেত্র মারাকানা

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ ছিল ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে (Brazil vs Argentina)। কিন্তু খেলা শুরুর আগেই ঝামেলায় জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা। এর পরেই সতীর্থদের নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি (Lionel Messi)। ফলে ৩০ মিনিটের জন্য স্থগিত হয়ে যায় ম্যাচ। পুলিশ এবং সমর্থকদের সঙ্গে দফায় দফায় মারামারি, গ্যালারিতে হাতাহাতি দেখে বিস্মিত হয়ে যান ফুটবলাররা। 

    দু’পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি

    বুধবার ভারতীয় সময় ভোর ৬টা নাগাদ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে ব্রাজিলের রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা (Brazil vs Argentina)। ম্যাচকে ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। প্রথা মাফিক দুই দেশের ফুটবলাররা জাতীয় সংগীতের জন্য মাঠে সার দিয়ে দাঁড়িয়েছিলেন। তখনই গ্যালারিতে দু’পক্ষের সমর্থকদের মধ্যে তুমুল তর্কাতর্কি বাধে। যা মুহুর্তের মধ্যে হাতাহাতিতে গড়ায়। সেখানে আর্জেন্টিনার সমর্থকদের বেধড়ক মারধর করতে দেখা গিয়েছে পুলিশকে।

    দৃশ্যটি চোখে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন  লিওনেল মেসি। যোগ্যতা অর্জনের ম্যাচ খেলবেন না বলে মাঠ থেকে বেরিয়েন যান তিনি। তাঁকে অনুসরণ করেন অন্য খেলোয়াড়রাও। মাঠ ছাড়ার আগে অবশ্য কর্ম-কর্তাদের সঙ্গে কথা বলেন মেসি। এরপরই ‘আমরা খেলছি না, আমরা বেড়িয়ে যাচ্ছি,’ একথা বলতে শোনা যায় তাঁকে।

    ম্যাচ আপডেট

    ব্রাজিল-আর্জেন্টিনার (Brazil vs Argentina) খেলা মানেই উত্তেজনার পারদ চড়বে। বছর দুই আগে ব্রাজিলে খেলতে গিয়ে না খেলেই ফিরে এসেছিল আর্জেন্টিনা। সেবার সাও পাওলোতে ম্যাচ শুরুর কয়ের মিনিট পরেই ব্রাজিলের হেলথ এজেন্সির কর্মকর্তারা মাঠে ঢুকে খেলা পণ্ড করেন। এদিন অবশ্য কর্মকর্তাদের মধ্যস্থতায় মাঠে নামেন মেসিরা (Lionel Messi)। প্রায় আধ ঘণ্টা পর সাড়ে ৬টা নাগাদ খেলা শুরু হয়। এদিন খেলায় ঘরের মাঠে হারতে হয় ব্রাজিলকে। আর্জেন্টিনার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন  নিকোলাস ওটামেন্ডি। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat Kohli: লিওনেল মেসির পাশে কিং কোহলি! বিশ্বসেরা ক্রীড়াবিদের তালিকায় এ বার বিরাট

    Virat Kohli: লিওনেল মেসির পাশে কিং কোহলি! বিশ্বসেরা ক্রীড়াবিদের তালিকায় এ বার বিরাট

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের মধ্যেই বিরাট সুখবর। বিরাট কোহলি নামটা আর শুধু ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নেই, বিশ্বের সেরা ক্রীড়াবিদদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি। এবার মেসি-রোনাল্ডোদের সঙ্গে এক আসনে বসলেন প্রাক্তন ভারত অধিনায়ক। একটি বিখ্যাত ক্রীড়া ওয়েবসাইটের পক্ষ বিশ্বের সেরা ১০ জন অ্যাথলিটের নাম প্রকাশ করা হয়েছে। সেই তালিকাতে জায়গা করে নিয়েছেন কিং কোহলি। এই তালিকাতে যেমন আছেন বর্তমান ফুটবলের দুই নক্ষত্র মেসি এবং রোনাল্ডো। তেমনই আছেন সেরেনা উইলিয়ামস, মাইকেল ফ্লেপসের মতো তারকারাও। একমাত্র ক্রিকেটার হিসাবে এই তালিকাতে জায়গা করে নিয়েছেন বিরাট।

    সেরার তালিকায় একমাত্র ক্রিকেটার

    ওই ওয়েবসাইটে প্রকাশিত সেরা ১০ জন ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চলতি বছরে অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন মেসি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিংবদন্তি বক্সার মহম্মদ আলি ওই তালিকায় ৩ নম্বরে রয়েছেন। সর্বকালের সেরা বাস্কেটবলের মাইকেল জর্ডন এই তালিকায় ৪ নম্বরে রয়েছেন। আর ৫-এ রয়েছেন বিরাট। ১০ সেরা ক্রীড়াবিদদের তালিকায় ছয় নম্বরে রয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্ট। ৭ নম্বরে মার্কিন পেশাদার বক্সার মাইক টাইসন, আটে কিংবদন্তি বাস্কেটবলার লেব্রন জেমস। এক মাত্র মহিলা অ্যাথলিট হিসেবে ওই তালিকায় জায়গা পেয়েছেন টেনিসের রানি সেরেনা উইলিয়ামস। তিনি জায়গা করে নিয়েছে ৯ নম্বরে। দশে রয়েছেন মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস।

    আরও পড়ুন: ভাবনায় ভারত! শ্রীলঙ্কাকে হারিয়ে এবার রোহিতদের রুখতে চাইছেন উইলিয়ামসন

    ইডেনে বসল বিরাটের ছবি 

    ক্রিকেটের নন্দনকান ইডেনে বসল বিরাট কোহলির ছবি। ইডেনের ক্লাব হাউজে এতদিন পর্যন্ত বিরাটের কোনও ছবি ছিল না। ইডেনের বুকে সেঞ্চুরি করা সৌরভের ছবি আছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জেতানো ভিভিএস লক্ষণ এবং রাহুল দ্রাবিড়দের ছবি রয়েছে ইডেনে। সচিনের সেঞ্চুরি করার মুহূর্তের ছবি রয়েছে। ঝুলন গোস্বামীর ছবি রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ৮৩ বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি রয়েছে। ক্রিকেটে পঙ্কজ রায় বিনু মাংকরের রেকর্ড করা ওপেনিং জুটির ছবি রয়েছে। আইসিসি প্রধান হিসেবে ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার হাতে তৎকালীন আইসিসি প্রধান জগমোহন ডালমিয়ার বিশ্বকাপ ট্রফি দেওয়া ছবি রয়েছে। এবার সেখানে জায়গা পেল ৫ই নভেম্বর বিরাটের ৪৯ তম সেঞ্চুরির মুহূর্তের ছবি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Lionel Messi: হালান্ড-এমবাপেকে ছাপিয়ে অষ্টম বালোঁ দ’র পুরস্কার জিতলেন লিওনেল মেসি

    Lionel Messi: হালান্ড-এমবাপেকে ছাপিয়ে অষ্টম বালোঁ দ’র পুরস্কার জিতলেন লিওনেল মেসি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালে ফুটবলের বালোঁ দ’র পুরস্কার জিতলেন লিওনেল মেসি (Lionel Messi)। এটা তাঁর অন্যতম রেকর্ডও বটে। কারণ এই পুরস্কার তিনি ৮ বারের জন্য জিতলেন।  ফুটবলের ব্যক্তিগত মর্যাদার অন্যতম বড় পুরস্কার হল বালোঁ দ’র। ২০২৩ সালে মেসির এই পুরস্কার জেতার অন্যতম কারণ হল, গত বছরের ফিফা বিশ্বকাপ। ২০২২ সালের কাতার বিশ্বকাপে মেসি আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন। বিশ্বকাপের সাতটি গোল্ড এবং তিনটি অ্যাসিস্ট করার জন্য গোল্ডেন বল জিতেছিলেন মেসি। ৩০ অক্টোবর ফ্রান্সে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে লিওনেল মেসির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ সালে বালোঁ দ’র  পুরস্কার জিতেছিলেন লিও মেসি (Lionel Messi)।

    মেসির প্রতিযোগী ছিলেন আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপে

    বালোঁ দ’র পুরস্কার জেতার ক্ষেত্রে মেসির (Lionel Messi) প্রতিযোগী ছিলেন আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপে। ম্যানচেস্টার সিটির হয়ে গত মরসুমে ৫৩টি গোল করেছিলেন হালান্ড। অন্যদিকে ফ্রান্সকে গত বিশ্বকাপে ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন এমবাপে। ফাইনালে ফ্রান্সকে ঘুরেও দাঁড় করান তিনি। কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট তাই দখলে যায় এমবাপের। তবে হালান্ড এবং এমবাপেকে ছাপিয়ে মেসি এই পুরস্কার জিতলেন।

    পুরস্কার জেতার পরে কী বললেন মেসি?

    পুরস্কার জেতার পরে মেসি (Lionel Messi) বলেন, এদিন পুরস্কার জেতার পরে মেসি বলেন, ‘‘মুহূর্তটা উপভোগের জন্য এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। বিশ্বকাপ জেতাটা ছিল আমার স্বপ্ন। এটা খুবই বিশেষ ব্যাপার ছিল যে, অন্য দেশের মানুষরাও চেয়েছে আর্জেন্তিনা বিশ্বকাপ জিতুক।’’ মেসি আরও বলেন, ‘‘আমার এমন কেরিয়ার আমি স্বপ্নেও ভাবিনি। আমি যা অর্জন করেছি তা করার জন্য আমার ভাগ্য দারুণ সুপ্রসন্ন ছিল। আমি বিশ্বের সেরা দলে খেলেছি, ইতিহাসের সেরা দলে খেলেছি। এটা আমার জন্য ট্রফি জেতা এবং ব্যক্তিগত পুরস্কার জেতার কাজটাকে সহজ করেছে।’’

    এদিন ছিল আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার জম্মদিন। মেসি তাঁর বালোঁ দ’র সম্মান প্রয়াত কিংবদন্তী ফুটবলার দিয়েগো মারাদোনাকে উৎসর্গ করেন। দিয়েগোর জম্মদিন স্মরণ করে মেসি বলেন, ‘‘হ্যাপি বার্থডে লেজেন্ড। এই ট্রফি তোমার জন্য।’’

    কে কোন পুরস্কার জিতলেন? 

        বর্ষসেরা পুরুষ খেলোয়াড়- লিওনেল মেসি
        বর্ষসেরা মহিলা ফুটবলার- আইতানা বোনামাতি
        পুরুষদের বর্ষসেরা ক্লাব- ম্যানচেস্টার সিটি
        মহিলাদের বর্ষসেরা ক্লাব-বার্সেলোনা
        সেরা গোলরক্ষক- এমিলিয়ানো মার্তিনেজ
        গার্ড ‍মুলার ট্রফি- এরলিং হালান্ড
        সক্রেটিস অ্যাওয়ার্ড- ভিনিশিয়াস জুনিয়র
        কোপা ট্রফি (অনূর্ধ্ব ২১ বছর বয়সী সেরা খেলোয়াড়)- জুড বেলিংহাম

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে গোল লিও-র! ছেলে হলে নাম রাখবেন মেসি, জানালেন নেইমার

    Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে গোল লিও-র! ছেলে হলে নাম রাখবেন মেসি, জানালেন নেইমার

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচেই গোল করে দলকে জেতালেন লিওলেন মেসি। খেলার একেবারে শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে গোল করেন তিনি। শনিবার ভোরে ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলতে নামেন লিও। ম্যাচের ৫৩ মিনিটে মাঠে নামেন তিনি। ৯৫ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের ঠিক বাইরে মেসিকে ফাউল করেন আজুলের ফুটবলার। মেসিই ফ্রিকিক নেন। বাঁদিকের কোণে বল মেরে গোল করেন তিনি।

    অভিষেকেই গোল

    মেসির অভিষেক ম্যাচের সাক্ষী থাকতে মাঠে প্রচুর তারকা এসেছিলেন। আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস, টেনিস তারকা সেরিনা উইলিয়ামস, সাত বারের সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্র্যাডি, টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান ছিলেন গ্যালারিতে।

    অধিনায়কের ‘আর্মব্যান্ড’ পরে নামেন মেসি। তিনি যখন নামেন তখন ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে ছিল। ৬৫ মিনিটে গোল শোধ করে আজুল। শেষ পর্যন্ত মেসির গোলে জেতে মায়ামি। ম্যাচ শেষের পর মেসি বলেন, “আমি জানতাম যে, গোল আমাকে করতেই হবে। খেলার একদম শেষ পর্যায় ছিল ওটা। গোল করতে চেয়েছিলাম যাতে খেলা পেনাল্টিতে না গড়ায়। এই জয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আগামী দিনে আমাদের আত্মবিশ্বাস দেবে এই জয়।”

    আরও পড়ুন: গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    ছেলের নাম রাখবেন মেসি

    অন্যদিকে বন্ধু মেসির নামে নিজের ছেলের নাম রাখবেন বলে জানালেন, ব্রাজিলীয় তারকা নেইমার। ২০১৩ সালে নেইমার বার্সেলোনা যাওয়ার পর থেকেই মূলত মেসির সঙ্গে তার বন্ধুত্বের শুরু। এরপর একাধিকবার ক্লাব বদল হলেও বন্ধুত্বে ভাটা পড়েনি। মেসি-নেইমারের বন্ধুত্বে তার প্রভাব পড়েনি। দিনদিন গভীর হয়েছে সেই সম্পর্ক।

    মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজি যাওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল নেইমারের। তাদের বন্ধুত্ব কতটা গভীর তা বোঝা গেল নেইমারের এক মন্তব্যে। ভবিষ্যতে যদি ছেলেসন্তানের বাবা হন তাহলে তার নাম এখনই ঠিক করে ফেলেছেন ব্রাজিল সুপারস্টার! নেইমার জানান ছেলে হলে নাম রাখবেন মেসি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lionel Messi: গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেসি, কী হয়েছিল জানেন?

    Lionel Messi: গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেসি, কী হয়েছিল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিশ্বখ্যাত তারকা ফুলবলার আর্জেন্টিনার লিওনেল মেসি (Lionel Messi)। মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির ঘটনা। বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের গাড়িটি পুলিশ এসকর্ট করছে বলে ভাইরাল হওয়া এক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে। আমেরিকার মেজর লিগ সকার ক্লাবের দল ইন্টার মায়ামির হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। সেই কারণে বর্তমানে ফ্লোরিডায় থাকতে শুরু করেছিলেন তিনি। এখনও ওই ক্লাবে হয়নি তাঁর বরণ অনুষ্ঠান। আজ, রবিবার সমর্থকদের সঙ্গে বিশ্বকাপজয়ী অধিনায়কের পরিচয় দেওয়ার কথা ক্লাবটির।

    মেসির অভিষেক

    জানা গিয়েছে, ইন্টার মিয়ামির হয়ে মেসির অভিষেক হবে ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে খেলবেন মেসি। তাঁর সেই অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছে মায়ামির সমর্থকরা। মেসির ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে, প্রয়োজন হলে আর্জেন্টাইন তারকাকে একজন ড্রাইভার দিয়ে দেওয়া হবে। এই ঘটনার পর আশা করি, নিশ্চয়ই সতর্ক হবেন মেসি (Lionel Messi)।

    দুর্ঘটনার ভিডিও ভাইরাল

    দুর্ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিশ্বজুড়ে উদ্বেগে মেসি ভক্তরা। তবে গাড়িটি মেসি নিজে চালাচ্ছিলেন, নাকি অন্য কেউ, তা জানা যায়নি। জানা গিয়েছে, দুর্ঘটনার ঠিক আগে আগেই মেসির এক ভক্ত তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করেছিলেন। ভক্তের আবদার রাখতে তাঁর সঙ্গে সেলফিও তোলেন মেসি। ঘটনার পর ফোর্ট লডারডেলের পুলিশ এই তারকা ফুটবলারের গাড়ি পাহারা দিয়ে তাঁর বাড়ি অবধি পৌঁছে দিয়ে যায়।

    জানা গিয়েছে, এদিন ফ্লোরিডার রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন মেসি। রাস্তার এক জায়গায় ট্রাফিক সিগনাল বুঝতে পারেননি তিনি। লাল বাতি জ্বলে ওঠার পরেও না থেমে এগিয়ে গিয়েছিলেন সামনের দিকে। সেই সময় সামনের রাস্তা দিয়ে আসছিল বেশ কয়েকটি গাড়ি। ওই গাড়ির চালকরা বুঝতে পেরেছিলেন ভুলের বিষয়টা। গতি কমিয়ে দেন তাঁরা। দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসি (Lionel Messi)।

     

    আরও পড়ুুন: ‘‘ছাত্র জীবনে অসম্ভব মেধাবী ছিলেন মোদি’’, মত এমএ ক্লাসের সহপাঠীর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Lionel Messi: ইউরোপ বা আরব নয়! মেসির নতুন ঠিকানা আমেরিকার মায়ামি

    Lionel Messi: ইউরোপ বা আরব নয়! মেসির নতুন ঠিকানা আমেরিকার মায়ামি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউরোপ বা আরব নয়। গ্রহের সেরা ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi) নতুন ঠিকানা এবার আমেরিকা। জানা গিয়েছে, মেজর লিগ সকারে খেলবেন ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami) সই করতে চলেছেন মেসি। এলএম টেন এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন এই খবর। বিভিন্ন জল্পনা-কল্পনার মাঝেই তিনি বলেন, ‘আমি মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ কাতার বিশ্বকাপের পর থেকে মেসির পিএসজি ছাড়া নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। গত কয়েক দিন ধরে বার বার শোনা যাচ্ছিল, মেসি তাঁর পুরনো ক্লাব বার্সেলোনা বা সৌদির ক্লাব আল হিলালে যোগ দিতে পারেন।

    কী বললেন মেসি (Lionel Messi)?

    মেসি (Lionel Messi) বলেন, ‘‘আমেরিকার ক্লাব মায়ামির সঙ্গে এখনও ১০০ শতাংশ চুক্তির কাজ শেষ হয়নি। তা শীঘ্রই হবে।’’ তিনি আরও বলেন, ‘‘প্যারিসে ২ বছর খুব খারাপ সময়ের মধ্যে কাটিয়েছি। পরিবারের উপরও সেই প্রভাব পড়েছে। ইউরোপে অন্য ক্লাবের অফার থাকলেও শুধুমাত্র বার্সেলোনায় খেলতে চেয়েছিলাম। কিন্তু লা লিগার অর্থনৈতিক কাঠামো বাধা হয়ে দাঁড়ায়।’’ মেসিকে নেওয়ার জন্য অন্য ফুটবলারদের বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বার্সা। সেটা চাননি মেসি। তাই বার্সায় ফিরলেন না।

    অর্থের কারণেই কি আমেরিকায় মেসি? 

    মায়ামিতে মেসির যোগ দেওয়ার অন্যতম কারণ কি বিশাল অর্থ?  এনিয়ে কী বলছেন এলএম টেন। এই বিষয়ে মেসি বলেন, ‘‘আসলে অর্থ আমার জন্য কখনও সমস্যা বা বাধা হয়ে দাঁড়ায়নি। যদি এটা অর্থের বিষয় হত, তা হলে আমি সৌদি আরব অথবা অন্য কোনও জায়গাকে বেছে নিতাম। এটা ঠিক যে আমার জন্য বিশাল অর্থের প্রস্তাব ছিল। কিন্তু সত্যি হচ্ছে মায়ামিকে বেছে নেওয়ার জন্য অন্য কারণ রয়েছে। অর্থ নয়।’’  তবে কী কারণ রয়েছে তা আগামীদিনেই জানা যাবে।

    আরও পড়ুন: ওভালে দাপট হেড-স্মিথের, প্রথম দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share