Tag: Madhyom

Madhyom

  • Budget Session 2024: “৩৭০ ধারা নিয়ে শঙ্কা এখন ইতিহাস”, বাজেট ভাষণে বললেন রাষ্ট্রপতি

    Budget Session 2024: “৩৭০ ধারা নিয়ে শঙ্কা এখন ইতিহাস”, বাজেট ভাষণে বললেন রাষ্ট্রপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, ৩১ জানুয়ারি, বুধবার শুরু হয়েছে বাজেট অধিবেশন (Budget Session 2024)। চলবে ফেব্রুয়ারির ৯ তারিখ পর্যন্ত। এই অধিবেশনেই ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দ্বিতীয় মেয়াদে এটাই মোদি সরকারের শেষ বাজেট অধিবেশন। প্রথা মেনে এদিন সংসদের উভয় কক্ষেই ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর বক্তৃতায় শোনা গিয়েছে মোদি সরকারের ভূয়সী প্রশংসা।

    গরিবি হটাও স্লোগান

    রাষ্ট্রপতি বলেন, “আজ আমরা যে অর্জনগুলি দেখতে পাচ্ছি, তা গত দশ বছরের অনুশীলনের সম্প্রসারণ। আমরা ছোটবেলা থেকেই গরিবি হটাও স্লোগান শুনে এসেছি। আজ, আমাদের জীবনে প্রথমবারের মতো আমরা দারিদ্র দূরীকরণ দেখছি।” তিনি বলেন, “এশিয়ান গেমসে ভারত ১০০টিরও বেশি পদক জিতেছে। দেশজুড়ে ৫জি পরিষেবা চালু করা হয়েছে। আরটিআই ফাইল করা মানুষের সংখ্যা ৩.২৫ কোটি বেড়ে হয়েছে ৮ কোটিরও বেশি। এই অর্জনগুলি দেশের দশ বছরের কঠোর পরিশ্রমের ফল।” রাষ্ট্রপতি বলেন, “৩৭০ ধারা নিয়ে শঙ্কা এখন ইতিহাস হয়ে গিয়েছে। বর্তমানে দেশে রয়েছে এক লাখেরও বেশি স্টার্টআপ। জিএসটি দিচ্ছেন এ কোটি ৪০ লক্ষ মানুষ।”

    ফৌজদারি বিচার ব্যবস্থা এখন ইতিহাস

    তিনি (Budget Session 2024) বলেন, “বিশ্বে গুরুতর আর্থিক সঙ্কট থাকা সত্ত্বেও দ্রুত উন্নতি করছে ভারত। আমার সরকার অনেক গুরুত্বপূর্ণ বিলও এনেছে। এগুলি এমন আইন, যা একটি উন্নত ভারতের অর্জনের জন্য শক্তিশালী উদ্যোগ। ফৌজদারি বিচার ব্যবস্থা এখন ইতিহাস।” রাষ্ট্রপতি বলেন, “গত বছর ছিল ভারতের জন্য ঐতিহাসিক অর্জনে ভরপুর। চাঁদের দক্ষিণ মেরুতে ভারত সফলভাবে অবতরণ করেছে। জি২০-র সাফল্য সমগ্র বিশ্বে ভারতের ভূমিকাকে শক্তিশালী করেছে। সরকার লাখ লাখ যুবককে সরকারি চাকরি দিয়েছে। নারী শক্তি আইন লোকসভা, রাজ্যসভায় মহিলাদের অংশগ্রহণ বাড়াবে। বহু বছর ধরে রাম মন্দির নির্মাণের প্রতীক্ষা ছিল। কিন্তু এখন তা সম্পূর্ণ হয়েছে।”

    আরও পড়ুুন: সুজিত-ঘনিষ্ঠ নিতাইকে তলব ইডির, সিবিআই দফতরে হাজিরা দেবরাজের

    রাষ্ট্রপতি বলেন, “২৫ কোটি ভারতীয় দারিদ্রসীমা থেকে বেরিয়ে এসেছে। তিন তালাকের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করেছে সরকার। উজ্জ্বলা প্রকল্পে ২.৫ কোটি টাকা ব্যয় করেছে। দরিদ্রদের সস্তায় রেশন দিতে ২০ লক্ষ কোটি টাকা খরচ করা হয়েছে। আয়ুষ্মান যোজনায় বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিডনির রোগীদের জন্য  ডায়ালিসিসের সুবিধা দেওয়া হয়েছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Malda: সেই দুই নিগৃহীতাকে ৬ লক্ষ টাকা দিতে রাজ্যকে নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের

    Malda: সেই দুই নিগৃহীতাকে ৬ লক্ষ টাকা দিতে রাজ্যকে নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরের ১৮ জুলাইয়ের ঘটনা হয়তো অনেকেরই মনে আছে। ঘটনাটি ঘটেছিল মালদার (Malda) বামনগোলায়। সেখানকারই পাকুয়াহাটে চোর সন্দেহে এবং অপবাদ দিয়ে দুই মহিলাকে বিবস্ত্র করে ব্যাপক মারধর করা হয়। মুহূর্তের মধ্যে এই ঘটনার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নারকীয় এই ঘটনা দেখে অনেকেই প্রতিবাদ জানাতে থাকেন। পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশ এই ঘটনা নিয়ে নড়েচড়ে বসে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনা নিয়ে পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জানানো হয়। তার ভিত্তিতেই কমিশন এবার রাজ্য সরকারকে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল। দুই নিগৃহীতাকে তিন লাখ টাকা করে দেওয়ার কথা নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে।

    জাতীয় মানবাধিকার কমিশনে বিজেপি (Malda)

    এই ঘটনাটিকে প্রথম থেকেই পুলিশ এবং প্রশাসন তেমন গুরুত্ব দিচ্ছিল না বলে অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে বিভিন্ন দিক থেকে জোরালো প্রতিবাদ ওঠায় এবং জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করায় বামনগোলা থানার আইসি সহ চার পুলিশ অফিসারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও তদন্ত সঠিকভাবে করা হচ্ছিল না বলে বিজেপির পক্ষ থেকে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জানানো হয়। এ ব্যাপারে মূল যিনি উদ্যোগ নিয়েছিলেন, তিনি হলেন মালদা জেলা আদালতের আইনজীবী তথা উত্তর মালদা (Malda) সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত। এই নির্দেশের ব্যাপারে তিনি বলেন, ওই ছয় লাখ টাকা ছয় সপ্তাহের মধ্যে দেওয়ার জন্য নির্দেশ এসেছে।

    “লজ্জায় আমরা সমাজে মুখ দেখাতে পারি না” (Malda)

    নিগৃহীতাদেরই একজন বলেন, আমরা সেদিন আমাদের নিজেদের কাজেই ওই জায়গায় (Malda) গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমাদের চোর বলে অপবাদ দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আশপাশ থেকে লোকজন জড়ো হয়ে যায়। আমাদেরকে পুরোপুরি বিবস্ত্র করে দেওয়া হয়, তারপর চলে মারধর। পুলিশ এবং প্রশাসনের কাছে সুবিচার চেয়েও আমরা পাইনি। বিনা অপরাধে আমাদের জেল খাটতে হয়েছে। চুরি না করেও এই ধরনের অপমান আমাদের পক্ষে সহ্য করা সম্ভব হয়নি। লজ্জায় আমরা সমাজে মুখ দেখাতে পারি না। কমিশনের নির্দেশের কথা শুনেছি। আমরা চাই, সরকার ওই টাকা আমাদের যত দ্রুত সম্ভব দিয়ে দিক।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: এবার তোষাখানা মামলায় ১৪ বছরের জেলের সাজা হল সস্ত্রীক ইমরান খানের

    Imran Khan: এবার তোষাখানা মামলায় ১৪ বছরের জেলের সাজা হল সস্ত্রীক ইমরান খানের

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার পাকিস্তানের বিশেষ আদালত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) গোপন তথ্য পাচারের অভিযোগে ১০ বছরের কারাবাসের  সাজা ঘোষণা করেছিল। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ওই একই আদালত এবার ইমরান খানকে সস্ত্রীক ১৪ বছরের কারাদণ্ডের সাজা শোনাল। জানা গিয়েছে, তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। ওই একই সাজা শোনানো হয়েছে ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও। এর পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে আগামী ১০ বছরের জন্য কোনও সরকারি পদে বসতে পারবেন না ইমরান খান অথবা বুশরা বিবি। পাকিস্তানি মুদ্রায় তাঁদেরকে ৭৯ কোটি টাকা জরিমানাও করা হয়েছে।

    ২০২২ সালে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন ইমরান

    প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিল মাসেই দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী পদ চলে যায় ইমরান খানের (Imran Khan)। ক্ষমতা হারানোর পরেই দুবাইয়ের এক ব্যবসায়ী দাবি করেন, বিদেশ থেকে ইমরান খান যে উপহার পেয়েছিলেন সেই উপহার তিনি কুড়ি লাখ টাকায় কিনে নিয়েছিলেন। জানা গিয়েছে, ২০১৯ সালে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ যখন পাকিস্তানের মসনদে ছিল, তখনই সৌদি আরবের রাজা মহম্মদ বিন সুলেমন ইমরানকে ওই বহুমূল্য ঘড়ি উপহার হিসেবে দেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য নির্বাচনী যে কোনও প্রক্রিয়ায় ইমরান খানকে (Imran Khan) নির্বাসন দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ২০২২ সালের অক্টোবর মাসে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান। কিন্তু সেখানে তাঁর আবেদন খারিজ হয়।

    ২০২৩ সালের ৫ অগাস্ট দোষী সাব্যস্থ হন ইমরান

    ২০২৩ সালের ৫ অগাস্ট ইসলামাবাদ কোর্ট দোষী সাব্যস্ত করে ইমরান খানকে। তারপরেই ইমরান খান (Imran Khan) গ্রেফতার হন তখন থেকেই জেলে রয়েছেন তিনি। প্রসঙ্গত, পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা বর্তমানে চলছে। গতকালই গোপন তথ্য পাচারের যে অভিযোগে ১০ বছরের কারাদণ্ড ঘোষণা হয়েছে ইমরানের সেখানে একইসঙ্গে দোষী সাব্যস্ত করা হয়েছে একদা তাঁর সরকারের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকেও। এতদিন পর্যন্ত পাকিস্তানের অ্যাটাক ডিস্ট্রিক্ট জেলে বন্দি ছিলেন ইমরান খান। গত ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট ইমরান খান এবং কুরেশিকে জামিন দিয়েছিল কিন্তু একাধিক মামলা চলায় জেলেই ছিলেন ইমরান খান।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: সুজিত-ঘনিষ্ঠ নিতাইকে তলব ইডির, সিবিআই দফতরে হাজিরা দেবরাজের

    Recruitment Scam: সুজিত-ঘনিষ্ঠ নিতাইকে তলব ইডির, সিবিআই দফতরে হাজিরা দেবরাজের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ, বুধবার বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে (Debraj Chakraborty) তলব করেছে সিবিআই। বুধবার সকাল ১১টা নাগাদ দেবরাজ হাজির হন নিজাম প্যালেসে। অন্যদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে তলব করেছে ইডি।  চলতি সপ্তাহেই ইডির অফিসে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে তাঁকে। একসময় মন্ত্রী সুজিত বসুর ব্যক্তিগত আপ্ত সহায়ক ছিলেন নিতাই।

    নিজাম প্যালেসে দেবরাজ

    গত ২৫ তারিখে দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই (CBI) প্রায় সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দেবরাজকে। তা সত্ত্বেও জিজ্ঞাসাবাদ অসম্পূর্ণ রয়ে গিয়েছিল বলে দাবি সিবিআইয়ের। তাছাড়া বিধাননগরের মেয়র পারিষদ সব নথিও জমা দিতে পারেননি বলে সিবিআইয়ের দাবি। আজ তাই নিজাম প্যালেসে ফের তলব করা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে। তাঁকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি নিয়ে আসার কথা বলেছিল সিবিআই। বুধবার সেই নথি নিয়েই সম্ভবত তিনি এসেছেন নিজাম প্যালেসে সিবিআই দফতরে। নিয়োগ সংক্রান্ত মামলায় তাঁর যোগাযোগের অভিযোগ প্রসঙ্গে জানতে চাওয়া হলে দেবরাজ বলেন, ‘‘নিয়োগ বা বদলি সংক্রান্ত অভিযোগ প্রমাণভিত্তিক। আমি তদন্তে সহযোগিতা করছি।’’ 

    আরও পড়ুন: গ্রেফতারির আশঙ্কা! আজ ইডির সামনে হেমন্ত, মুখ্যমন্ত্রীর কুর্সিতে কি স্ত্রী কল্পনা সোরেন?

    নিতাইকে ইডির তলব

    পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি তলব করল নিতাই দত্তকে। দক্ষিণ দমদম পুর সভার ভাইস চেয়ারম্যান তিনি। একসময় মন্ত্রী সুজিত বসুর ব্যক্তিগত আপ্ত সহায়ক ছিলেন এই নিতাই। এর আগেও তাঁর বাড়িতে পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালিয়েছিলেন গোয়েন্দারা। নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় সাত পাতার নথি উদ্ধার করেছিলেন ইডি আধিকারিকরা। দক্ষিণ দমদম পুর সভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে গোয়েন্দা আধিকারিকদের দাবি ছিল, পুরনিয়োগ দুর্নীতিতে জড়িত নিতাই দত্ত। কামারহাটি পুরসভায় চাকরি পেয়েছেন নিতাইয়ের স্ত্রী ও ভাই। চলতি সপ্তাহেই তাঁকে ইডি দফতরে হাজিরার নোটিস পাঠানো হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Economy: বাজেটের আগে প্রকাশ করা হচ্ছে না অর্থনৈতিক সমীক্ষা, কারণ কী জানেন?

    Indian Economy: বাজেটের আগে প্রকাশ করা হচ্ছে না অর্থনৈতিক সমীক্ষা, কারণ কী জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ৩১ জানুয়ারি, বুধবার। শুরু হয়েছে বাজেট অধিবেশন। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ষষ্ঠবারের জন্য বাজেট পেশ (Indian Economy) করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভায় তিনি বাজেট পেশ করবেন ১ ফেব্রুয়ারি। তবে যেহেতু মাঝ-এপ্রিলে হতে পারে লোকসভা নির্বাচন, তাই এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে না সরকার, পেশ করা হবে অন্তর্বর্তীকালীন বাজেট। পোশাকি নাম ‘ভোট অন অ্যাকাউন্ট’। প্রতিবার কেন্দ্রীয় বাজেট পেশের আগে প্রকাশ করা হয় অর্থনৈতিক সমীক্ষা। এবার অবশ্য তা করা হবে না। নির্বাচনের পর সরকার বদলে যেতে পারে। তাই প্রকাশ করা হবে না ওই সমীক্ষা।

    ‘ইন্ডিয়ান ইকনমি-আ রিভিউ’

    অর্থমন্ত্রকের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। নাম দেওয়া (Indian Economy) হয়েছে, ‘ইন্ডিয়ান ইকনমি-আ রিভিউ’। রিপোর্টটি তৈরি করেছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অনন্ত নাগেশ্বরন। রিপোর্টটি অফিসিয়াল ইকনোমিক সার্ভের পরিবর্তে প্রকাশ করা হচ্ছে না। এই রিপোর্ট থেকেই জানা যাবে ভারতীয় অর্থনীতির গতিপ্রকৃতি। অতীতে কী ছিল, ভবিষ্যতেই বা দেশের অর্থনৈতিক স্বাস্থ্য কেমন হবে, সে সবই জানা যাবে এই রিপোর্ট থেকে। রিভিউয়ে দুটি অধ্যায় রয়েছে। তার একটিতে রয়েছে গত দশ বছরে ভারতীয় অর্থনীতির স্বাস্থ্য কেমন হয়েছে। অদূর ভবিষ্যতে ভারতীয় অর্থনীতির চেহারাটাই বা কেমন হবে, তাও জানা যাবে এই রিপোর্ট থেকে।

    প্রজেক্টেড গ্রোথ

    রিপোর্ট থেকেই জানা গিয়েছে, আগামী তিন বছরের মধ্যে ভারতের প্রজেক্টেড গ্রোথ বা প্রত্যাশিত বৃদ্ধি (আর্থিক) হবে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০৩০ সালের মধ্যে এর পরিমাণ দাঁড়াবে ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। গত দশকে পরিকাঠোমার কী কী সংস্করণ হয়েছে এবং তার কী প্রভাব পড়েছে অর্থনীতিতে, তাও জানা যাবে। ২০২৪ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে ৭.২ শতাংশ। পরপর তিন মাসে ভারতীয় অর্থনীতির বৃদ্ধি ছাপিয়ে যেতে পারে ৭ শতাংশ। লগ্নি বাড়তে পারে রাষ্ট্রায়ত্ত সেক্টরে।

    আরও পড়ুুন: গ্রেফতারির আশঙ্কা! আজ ইডির সামনে হেমন্ত, মুখ্যমন্ত্রীর কুর্সিতে কি স্ত্রী কল্পনা সোরেন?

    প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় বর্তমানে ভারতের নাম রয়েছে পাঁচ নম্বরে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তার পর থেকে ক্রমেই ঊর্ধ্বমুখী ভারতীয় অর্থনীতির লেখচিত্র (Indian Economy)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hemant Soren: গ্রেফতারির আশঙ্কা! আজ ইডির সামনে হেমন্ত, মুখ্যমন্ত্রীর কুর্সিতে কি স্ত্রী কল্পনা সোরেন?

    Hemant Soren: গ্রেফতারির আশঙ্কা! আজ ইডির সামনে হেমন্ত, মুখ্যমন্ত্রীর কুর্সিতে কি স্ত্রী কল্পনা সোরেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী (Jharkhand CM) কুর্সিতে বসতে পারেন হেমন্ত সোরেনের (Hemant Soren) স্ত্রী কল্পনা। আজ, বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন ইডির মুখোমুখি হতে পারেন। যদি তাঁকে গ্রেফতার করা হয়, তাহলে ঝাড়খণ্ডের স্টিয়ারিং দেওয়া হতে পারে কল্পনা সোরেনকে। আগেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছিলেন, হেমন্ত সোরেন গ্রেফতার হলে মুখ্যমন্ত্রী করা হবে তাঁর স্ত্রী কল্পনাকে (Kalpana Soren)। যদিও সে সময় এই বক্তব্য উড়িয়ে দেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

    ইডির সামনে হেমন্ত

    আর্থিক তছরুপের মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) নাম জড়ায়। তাঁকে বিগত কয়েকমাস ধরে ১০ বার সমন পাঠানো হয়। একবারও তিনি ইডি দফতরে হাজিরা দেননি। তাঁর দিল্লির বাসভবনে অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকা নগদ এবং দু’টি বিএমডব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  কিন্তু হেমন্তের দেখা মেলেনি। আজ ইডির অফিসে হাজিরা দিতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আজ তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে। তবে আজ হেমন্ত সোরেন ইডির অফিসে হাজিরা দেওয়া পর কেন্দ্রীয় এজেন্সি কোনও বড়সড় পদক্ষেপ করবে কিনা সে নিয়েও জল্পনা জোরালো হচ্ছে।  

    কীভাবে মুখ্যমন্ত্রীর কুর্সিতে

    হেমন্তের (Hemant Soren) যদি জেল হয় তাহলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন তাঁর স্ত্রী কল্পনা সোরেন। কয়েক দশক আগে বিহারে লালু প্রসাদ যাদব নিজের স্ত্রী রাবরি দেবীকে মুখ্যমন্ত্রী করেছিলেন। এবার সেই পথেই নাকি হাঁটতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কল্পনা সোরেন (Kalpana Soren) বিধায়ক নন। যদি এমন কোনও পরিস্থিতি তৈরি হয় যে তাঁকে মুখ্যমন্ত্রীর পদের জন্য শপথ নিতে হবে, তাহলে শপথ নেওয়ার মাস ছয়েকের মধ্যে তাঁকে কোনও না কোনও উপনির্বাচনে জিতে বিধায়ক হতে হবে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেন, সরফরাজের গান্ডে কেন্দ্র থেকে ভোটে লড়ে বিধায়ক হতে পারেন হেমন্ত সোরেনের স্ত্রী। 

    আরও পড়ুন: বাজেট অধিবেশনের আগে রাজ্যসভার ১১ সাংসদের সাসপেনশন প্রত্যাহার করলেন ধনখড়

    কল্পনা সোরেনের পরিচয়

    ১৯৭৬ সালে রাঁচিতে জন্ম কল্পনা সোরেনের (Kalpana Soren)। আদতে তিনি ওডিশার ময়ূরভঞ্জের মেয়ে। ব্যবসায়ী পরিবারে বড় হওয়া কল্পনার ঝুলিতে রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এমবিএ-ও করেছেন তিনি। ২০০৬ সালের ৭ ফেব্রুয়ারি তিনি হেমন্ত সোরেনকে বিয়ে করেন। হেমন্ত (Hemant Soren) ও কল্পনার দুই সন্তান রয়েছে নিখিল এবং অংশ। জানা গেছে, অর্গানিক ফার্মিংয়ের সঙ্গে যুক্ত কল্পনা। একটি স্কুলও চালান তিনি। তিনটি কমার্শিয়াল বিল্ডিংয়ের মালিকানা রয়েছে তাঁর নামে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nitish Kumar: ১০ ফেব্রুয়ারি নীতীশের আস্থা ভোট, আনা হবে স্পিকারের বিরুদ্ধে অনাস্থাও

    Nitish Kumar: ১০ ফেব্রুয়ারি নীতীশের আস্থা ভোট, আনা হবে স্পিকারের বিরুদ্ধে অনাস্থাও

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১০ ফেব্রুয়ারি বিধানসভায় আস্থা ভোটের সম্মুখীন হবেন নীতীশ কুমার (Nitish Kumar)। প্রসঙ্গত, বর্তমানে বিহার বিধানসভায় স্পিকার পদটি রয়েছে আরজেডির। জানা গিয়েছে, ওই দিনই বিধানসভার স্পিকার তথা আরজেডি নেতা আবধবিহারী চৌধুরীর বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব আনা হবে। সূত্রের খবর, দু’টি প্রস্তাব একই দিনে আনা হবে তবে তা উঠবে পৃথকভাবে।

    সোমবার রাতেই বৈঠকে বসেন নীতীশ

    রবিবার সকালেই আরজেডি জোট ছেড়ে বেরিয়ে আসেন নীতীশ কুমার। ওই দিন বিকালেই এনডিএ-এর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতীশ (Nitish Kumar)। ঠিক তার ১ দিন পরেই সোমবার রাত ৮টায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ১ অ্যান মার্গে নীতীশ কুমারের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, ওই বৈঠকে হাজির ছিলেন দুই উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহাও। সোমবার রাতের ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, স্পিকার স্বেচ্ছায় ইস্তফা না দিলে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে।

    নীতীশের পক্ষে ১২৮ বিধায়ক

    এর আগে রবিবার রাতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) জানিয়েছিলেন, ১২ ফেব্রুয়ারি বিহার বিধানসভার অধিবেশন ডাকা হবে। তবে সোমবার রাতে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছে, ওই বৈঠক ডাকা হবে ১০ ফেব্রুয়ারি। প্রসঙ্গত, এনডিএ শিবির থেকে গত ২৮ জানুয়ারি স্পিকার অবধবিহারী চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার রাত পর্যন্ত তিনি পদত্যাগপত্র জমা দেননি। জানা গিয়েছে, ১০ ফেব্রুয়ারি প্রথমে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। তাঁকে পদ থেকে সরানোর পরেই নীতীশ কুমারের (Nitish Kumar) সরকার সদনে আস্থা ভোট চাইবে। প্রসঙ্গত, সদনে নীতীশ কুমারের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাঁর পক্ষে রয়েছেন ১২৮ বিধায়ক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা অটূট থাকছে ধরে নেওয়া হলে, সদনে সহজেই আস্থা ভোটে জিততে চলেছেন নীতীশ কুমার।

    আরও পড়ুন: বাজেট অধিবেশনে যোগ, রাজ্যসভার ১১ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করলেন ধনখড়

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: রাম মন্দিরের গর্ভগৃহ পরিষ্কারের কাজে ভক্তরা উপহার দিল রুপোর ঝাঁটা

    Ram Mandir: রাম মন্দিরের গর্ভগৃহ পরিষ্কারের কাজে ভক্তরা উপহার দিল রুপোর ঝাঁটা

    মাধ্যম নিউজ ডেস্ক: এক সপ্তাহেরও বেশি হয়ে গেল, রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন হয়েছে। তারপর ভক্তদের কাছ থেকে রাম মন্দিরে আসছে একের পর এক উপহার। এবারে ‘অখিল ভারতীয় মঙ্গ সমাজে’র তরফ থেকে দেড় কেজিরও বেশি ওজনের রুপোর ঝাঁটা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের হাতে তুলে দেওয়া হল, গর্ভগৃহ পরিষ্কার করার জন্য।

    দেবী লক্ষ্মীর প্রতিমা রয়েছে ঝাঁটার মাথায়

    ওই ঝাঁটাটি বেশ কারুকার্য করা হয়েছে। উপরে বসানো হয়েছে দেবী লক্ষ্মীর প্রতিমা। জানা গিয়েছে এটি তৈরি করতে ১১ দিন সময় লেগেছে। ভক্তরা আবেদন জানিয়েছেন যেন এই ঝাঁটা দিয়ে গর্ভগৃহকে পরিষ্কার করা হয়। প্রসঙ্গত, ২২ জানুয়ারি সারা বিশ্বব্যাপী দীপাবলি উৎসব পালন হয় রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে (Ram Mandir) কেন্দ্র করে। সাধারণভাবে দীপাবলিতে ঝাঁটাও পুজো করা হয়, তা দেবী লক্ষ্মীর প্রতীক মানা হয়। তাই ‘অখিল ভারতীয় মঙ্গ সমাজ’-এর তরফ থেকে এমন একটি উপহার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয়েছে।

    ঝাঁটাতে রয়েছে ১০৮টি রুপোর কাঠি

    ওই ঝাঁটাতে মোট ১০৮টি রুপোর কাঠি রয়েছে। মধ্যপ্রদেশের বেতুল থেকে আগত ওই সংস্থার প্রতিনিধি মধুকর রাও বলেন, ‘‘আমরা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের (Ram Mandir) কাছে আবেদন রেখেছি, ওই ঝাঁটা দিয়ে যেন গর্ভগৃহ পরিষ্কার করা হয়।’’ প্রসঙ্গত, দিন কয়েক আগেই বালক রামকে একটি হীরের তৈরি ১১ কোটি টাকার দামের মুকুট উপহার দেন গুজরাতের এক ব্যবসায়ী। তারপরে আবার ফের এমন উপহার সামনে এল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share