Tag: Madhyom

Madhyom

  • Jagadhatri Puja 2023: জগদ্ধাত্রী পুজোর প্রচলন বাংলায় কীভাবে? জানুন ইতিহাস

    Jagadhatri Puja 2023: জগদ্ধাত্রী পুজোর প্রচলন বাংলায় কীভাবে? জানুন ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: কালীপুজো, ভাইফোঁটার পর এবার জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোকে (Jagadhatri Puja 2023) ঘিরে উৎসবমুখর বাঙালির নজর এবং গন্তব্য থাকে দুটি জায়গায়–একটি কৃষ্ণনগর এবং অপরটি চন্দননগর। রাজনৈতিক দলগুলির সমাবেশ ‘ব্রিগেড চলো’, ‘কলকাতা চলো’ ইত্যাদি নামে পরিচিত। জগদ্ধাত্রী পুজোর দিন কোনও রাজনৈতিক দল ডাক না দিলেও ‘কৃষ্ণনগর চলো’ এবং ‘চন্দননগর চলো’ ডাকে সাড়া দিয়ে হাজির হয় রাজ্যের বড় অংশের মানুষ। সুসজ্জিত মণ্ডপ, দুর্দান্ত আলোকসজ্জা, মাতা জগদ্ধাত্রীর প্রতিমা দেখতে লক্ষ মানুষের সমাগম হয় এই দুই শহরে। জমজমাট জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja 2023) জন্য ভারতীয় রেল বিশেষ ট্রেনের ব্যবস্থাও করে। রাত বাড়লে মানুষের ঢল নামতে দেখা যায়। কিন্তু জানেন কেন এই দুই শহরের জগদ্ধাত্রী পুজো এত জনপ্রিয়? এর নেপথ্যে ইতিহাস কী? কারা শুরু করেছিল এই পুজো?

    জগদ্ধাত্রী পুজোর প্রচলন কীভাবে হল?

    উত্তর জানতে আমাদের যেতে হবে নবাব আলিবর্দী খাঁ-এর আমলে। রাজা কৃষ্ণচন্দ্রের কাছে ১২ লক্ষ টাকা নজরানা দাবি করেন নবাব‌। কৃষ্ণচন্দ্র রায় দিতে অপারগ হলে, তাঁকে বন্দি করে নবাবের বাহিনী। মুর্শিদাবাদ অথবা বিহারের মুঙ্গেরে রাজাকে রাখা হয় বলে জানা যায়। মুক্তির পর নদীপথে নিজের রাজ্যে ফিরছিলেন রাজা। এমন সময় বিজয়া দশমীর প্রতিমা নিরঞ্জনের বাজনা শুনে তাঁর অন্তরে আকুলতা তৈরি হয়। দুর্গাপুজোয় অংশ না নিতে পারার আকুলতা। প্রাসাদে ফিরে রাজা মনের দুঃখে ঘুমোতে যান। কথিত আছে, ওই রাতে মাতা দুর্গা রাজাকে স্বপ্ন দেন, শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী (Jagadhatri Puja 2023) রূপে তাঁকে পুজো করতে হবে। তখন থেকেই নাকি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা।

    অন্য একটি মতে, ১৭৬৬ সালে কৃষ্ণনগরের রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। আবার অনেকে কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র গিরিশচন্দ্রকে কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর প্রবর্তক মনে করেন। কৃষ্ণনগরের প্রাচীন জগদ্ধাত্রী পুজোগুলোর মধ্যে চাষা পাড়াতে বুড়িমার পুজো অত্যন্ত প্রসিদ্ধ। ৭৫০ ভরি স্বর্ণালঙ্কার দ্বারা মাতা জগদ্ধাত্রীকে (Jagadhatri Puja 2023) সাজানো হয় এখানে। এই দেবী অত্যন্ত জাগ্রত বলে এলাকার মানুষ মনে করেন এবং দেবী তাঁর ভক্তদের সমস্ত মনস্কামনাও পূর্ণ করেন বলেই বিশ্বাস। এই পুজো শুরু হয় ১৭৯০ সালে। জগদ্ধাত্রী পুজোর দিন কৃষ্ণনগর রাজবাড়ির দরজা খুলে রাখার রীতি আজও চোখে পড়ে। তৎকালীন কৃষ্ণনগরের রানিমা রাজবাড়িতে বসেই প্রতিমা দর্শন করতেন। নিরঞ্জনের পূর্বে প্রতিমা রাজবাড়ির সামনে থেকে একবার ঘুরিয়ে আনতে হয়, এটাই এখানকার রীতি।

    চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাস

    অন্যদিকে ফরাসি ঘাঁটি হিসেবে পরিচিত ছিল চন্দননগর। এখানকার জগদ্ধাত্রী (Jagadhatri Puja 2023) পুজোর সূচনা করেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। রাজা কৃষ্ণচন্দ্রের অত্যন্ত  ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনারায়ণ। কর্মজীবনে তিনি ছিলেন চন্দননগরের ফরাসি সরকারের দেওয়ান। কৃষ্ণনগর রাজবাড়ির পুজো দেখে মুগ্ধ হয়ে ইন্দ্রনারায়ণ চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। তাঁর প্রচলিত পুজো চন্দননগরে আদি পুজো নামে বিখ্যাত। জনশ্রুতি আছে, আদি প্রতিমাকে জলে নিরঞ্জন করা মাত্রই শুশুক বা সাপের দেখা পাওয়া যায়। স্থানীয় বিশ্বাসে এই দেবী অত্যন্ত জাগ্রত এবং ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: আজ দেশজুড়ে একটাই প্রার্থনা, বিশ্বকাপ যেন ভারতের হাতেই ওঠে…

    ICC World Cup 2023: আজ দেশজুড়ে একটাই প্রার্থনা, বিশ্বকাপ যেন ভারতের হাতেই ওঠে…

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা! কার হাতে উঠবে সোনার কাপ, তা জানতে আগ্রহী গোটা ক্রিকেট বিশ্ব। আয়োজক দেশ, অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া। রোহিতদের নিয়ে গর্বিত গোটা দেশ। ইতিমধ্যেই আমেদাবাদে পৌঁছে গিয়েছেন শচীন-কন্যা সারা, বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। সবার চোখে একটাই স্বপ্ন বিশ্বকাপ। কোথাও পুজোপাঠ, কোথাও নমাজ, টিম ইন্ডিয়ার কাপ জয়ের প্রার্থনায় মগ্ন সারা ভারত। ক্রিকেটের প্রতি সাধারণ মানুষের আবেগ উপচে পড়ছে। এই সংক্রান্ত ভিডিও ও ছবিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

    মথুরায় যজ্ঞ, বারাণসীতে প্রার্থনা

    রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে মথুরার বৃন্দাবনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এই সময় ক্রিকেটপ্রেমীরা অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির ছবি নিয়ে চলে বিশেষ যজ্ঞ। এমনকি উত্তর প্রদেশের বারাণসীতেও ভারতের কাপ জয়ের প্রার্থনা করেছেন মহিলারা। ভারতীয় ক্রিকেট দল নিয়ে গর্ব প্রকাশ করে তারা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘যেভাবে দল এখন পর্যন্ত সবকটি ম্যাচ জিতে ফাইনাল ম্যাচে পৌঁছেছে, ঠিক একইভাবে ফাইনাল ম্যাচ জিতে দল তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে। এই উপলক্ষ্যে আমাদের শুভেচ্ছা ও প্রার্থনা টিম ইন্ডিয়াকে’।

    এছাড়া দিল্লি, কলকাতা, আহমেদাবাদেও একাধিক জায়গায় যজ্ঞ করা হয়। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মুথু মারিয়াম্মান মন্দিরে ক্রিকেট ভক্তরা আয়োজন করেন বিশেষ পূজাপাঠের।  পাঞ্জাবের অমৃতসরেও শিখ সম্প্রদায়ের লোকেরা টিম ইন্ডিয়ার কাপ জয়ের  প্রার্থনা করেছেন। ভারতীয় ক্রিকেট দলের কাপ জয় এবং টিম ইণ্ডিয়ার ভালো পারফরম্যান্সের জন্য ক্রিকেটপ্রেমীরা পূর্ণ আচার মেনে আয়োজন করেন বিশেষ এক যজ্ঞের।  পূজার সময় শুভমান গিল, অধিনায়ক রোহিত শর্মা এবং পুরো দলের ছবি এবং একটি বিশেষ ক্রিকেট ব্যাট নিবেদন করা হয়।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ভারতীয় দলে পরিবর্তন! বিশ্বকাপের মেগা ফাইনাল ঘিরে কড়া নিরাপত্তা

    ICC World Cup 2023: ভারতীয় দলে পরিবর্তন! বিশ্বকাপের মেগা ফাইনাল ঘিরে কড়া নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। মেগা ফাইনাল ঘিরে পারদ তুঙ্গে। এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই ২০ বছর আগে কাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গিয়েছিল ভারতের। এবার রোহিত শর্মার হাত ধরে ঘরের মাঠে পুরনো হিসেবে চুকিয়ে নেওয়ার অপেক্ষায় গোটা দেশ।

    নিরাপত্তায় জোর

    বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জেরে রবিবার কার্যত দুর্গে পরিণত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। জানা গিয়েছে, পাঁচটি অ্যান্টি বোম্ব স্কোয়াড মোতায়েন থাকবে। স্টেডিয়ামের ভিতর থাকবে সিআরপিএফ-র একটি বিশেষ টিম। ভারতীয় বায়ুসেনার দুটি দলও নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে। সেই সঙ্গে স্টেডিয়ামে প্রস্তুত রাখা হবে চেতক কমান্ডোদের দুটো বিশেষ দলকে। চারজন ডিআইজি ব়্যাঙ্কের অফিসার এবং ২৩ জন ডিসিপি উপস্থিত থাকবেন। এর পাশাপাশি ৩৯ জন এসিপি, ৯২ জন পুলিশ ইন্সপেক্টর, ২০০ জন পুলিশের সাব-ইন্সপেক্টর মোতায়েন থাকবে। গুজরাট পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অন্তত ৩০০ জন অফিসার স্টেডিয়ামে থাকবেন। সব মিলিয়ে মোট ৬ হাজার পুলিশের নিরাপত্তা থাকবে। এর মধ্যে ২০০০ পুলিশ থাকবে মাঠের ভিতরে। বাকিরা স্টেডিয়ামের বাইরে।

    ভারতীয় দলে পরিবর্তন

    আমেদাবাদের উইকেট দেখে ভারতীয় দলে পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। এই পিচে স্পিনাররা সুবিধা পাবে। তাই রবিচন্দ্রন অশ্বিনকে খেলানোর কথা ভাবা হচ্ছে। অশ্বিন গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ছাড়া আর একটিও ম্যাচ খেলেননি। সেই ম্যাচেও ভালো বোলিং করেছিলেন। আর অজি দলে ৪ জন বাঁ হাতি ব্যাটার। ফলে অফ স্পিনারের প্রয়োজন পড়বে রোহিতের। আর আহমেদাবাদের উইকেটে যদি টার্ন ও বাউন্স থাকে তাহলে অশ্বিনের থেকে ভাল বিকল্প কিছুই হতে পারে না।

    আরও পড়ুন: “কোচ দ্রাবিড়ের জন্য কাপ জিততে চাই”, ফাইনালের আগে আর কী বললেন রোহিত?

    কখন দেখবেন ম্যাচ

    ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর ২ টোয়। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টস হবে দুপুর ১.৩০ টায়। ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কের পর্দায়। এ ছাড়া এই ম্য়াচটির লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে।

    ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ / সিরাজ রবিচন্দ্রন অশ্বিন।

    অস্ট্রলিয়ার সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Jagadhatri Puja 2023: মা জগদ্ধাত্রী ত্রিনয়না, চতুর্ভুজা…, জানুন দেবীর পৌরাণিক আখ্যান

    Jagadhatri Puja 2023: মা জগদ্ধাত্রী ত্রিনয়না, চতুর্ভুজা…, জানুন দেবীর পৌরাণিক আখ্যান

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মরসুমে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পরেই আসে জগদ্ধাত্রী পুজো। মা জগদ্ধাত্রী (Jagadhatri Puja 2023) ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহের উপর আসীন। তাঁর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ; গলায় নাগযজ্ঞোপবীত। দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের মতো। রাজসিক দেবী দুর্গা, তামসিক দেবী কালীর পরে সত্ত্বগুণের দেবী জগদ্ধাত্রীর পুজো হয়। দেবী জগদ্ধাত্রীর পুজো অনুষ্ঠিত হয় দুর্গাপুজোর ঠিক একমাস পর, কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে।

    ধর্মশাস্ত্রগুলি কী বলছে?

    কাত্যায়নীতন্ত্র অনুসারে কার্তিকী শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভূত হওয়ার কথা উল্লেখ রয়েছে। আবার দুর্গাকল্প অনুযায়ী,

    কার্তিকে শুক্লপক্ষেঽহনি ভৌমবারে জগৎপ্রসূঃ। 
    সর্বদেবহিতার্থায় দুর্বৃত্তশমনায় চ।।
    আবিরাসীৎ জগচ্ছান্ত্যৈ যুগাদৌ পরমেশ্বরী।।

    যার বাংলা অনুবাদ হল, দেবতাদের হিত, দুর্বত্তের দমন এবং জগতের কল্যাণের জন্য যুগের প্রারম্ভে কার্তিক মাসের শুক্লপক্ষের মঙ্গলবারে পরমেশ্বরী অর্থাৎ মাতা জগদ্ধাত্রী আবির্ভূতা হলেন। চলতি বছরের জগদ্ধাত্রী পুজো অবশ্য অগ্রহায়ণ মাসে সম্পন্ন হচ্ছে।

    জগদ্ধাত্রী পুজোর পৌরাণিক আখ্যান

    সপ্তমী, অষ্টমী ও নবমী–এই তিনদিন মাতা জগদ্ধাত্রীর (Jagadhatri Puja 2023) আরাধনা করে থাকেন ভক্তরা। তবে অনেকে নবমীর দিন তিনবার পুজো করে সপ্তমী, অষ্টমী ও নবমী পুজো সম্পন্ন করেন। কোথাও কোথাও প্রথম বা দ্বিতীয় পুজোর পর কুমারী পুজোরও আয়োজন করা হয়। পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্রসহ জগদ্ধাত্রী পুজোর অনেক মন্ত্রও দুর্গাপুজোর অনুরূপ। পৌরাণিক কাহিনী অনুযায়ী, একবার দেবতা ও অসুরদের সংগ্রামে দেবগণ অসুরদের পরাস্ত করলেন। কিন্তু তাঁরা বিস্মৃত হলেন যে নিজ শক্তিতে নয়, বরং ব্রহ্মার বলে বলীয়ান হয়েই তাঁদের এই বিজয়। ফলে তাঁরা হয়ে উঠলেন অহংকার-প্রমত্ত। তখন দেবী লক্ষ্মী এক কুমারী বালিকার রূপ ধারণ করে তাঁদের সম্মুখে আবির্ভূত হলেন। তিনি একটি তৃণখণ্ড দেবতাদের সামনে রাখলেন। অগ্নি ও বায়ু তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই তৃণখণ্ডটিকে দগ্ধ করতে বা উড়িয়ে দিতে পারলেন না। তখন দেবতারা ইন্দ্রকে বালিকার পরিচয় জানবার জন্য পাঠালেন। ইন্দ্র আত্মঅহংকার নিয়ে দেবীর সামনে আসেননি, এসেছিলেন জিজ্ঞাসু মন নিয়ে। তাই ব্রহ্মরূপী দেবী মহালক্ষ্মী তাঁর সম্মুখ হতে তিরোহিত হলেন এবং নিমেষে তাঁর সম্মুখের আকাশে দিব্য স্ত্রীমূর্তিতে আবির্ভূত হলেন হৈমবতী রমা। রমা, ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করে ইন্দ্রের জ্ঞানপিপাসা নিবৃত্ত করলেন। এই দেবী পুরাণে মাতা জগদ্ধাত্রী নামে প্রসিদ্ধ। জগদ্ধাত্রী (Jagadhatri Puja 2023) অর্থাৎ জগতকে ধারণ যিনি করেন। ভক্তদের বিশ্বাস রয়েছে, মাতা জগদ্ধাত্রী সমগ্র জগতে কল্যাণকারী। তাঁর আরাধনায় ভক্তের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • ICC World Cup 2023: “কোচ দ্রাবিড়ের জন্য কাপ জিততে চাই”, ফাইনালের আগে আর কী বললেন রোহিত?

    ICC World Cup 2023: “কোচ দ্রাবিড়ের জন্য কাপ জিততে চাই”, ফাইনালের আগে আর কী বললেন রোহিত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১১ সালে দেশের মাটিতে কাপ জিতেছিল ভারত। বলা ভালো, শচীন তেন্ডুলকরের জন্য কাপটা জিততে মরিয়া ছিল গোটা দল। কারণ, মাস্টার ব্লাস্টার জীবনে অনেক সাফল্য অর্জন করলেও তাঁর ক্রিকেট বৃত্ত পূর্ণ হতো না শুধু বিশ্বকাপ না পাওয়ার আক্ষেপে। তাই গোটা দল সংকল্পবদ্ধ ছিল কতাপটা জিততেই হবে এবং শচীনকে উপহার দিতে হবে।

    ১২ বছর পর আরও একবার দেশের মাটিতে বিশ্বকাপ জেতার দোরগোড়ায় টিম ইন্ডিয়া। রবিবার ফাইনাল। এখানে শচীনের মতো কেউ নেই ভারতীয় দলে। তবে এমন একজন চরিত্র আছেন, যিনিও কম যান না। তিনি রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার হেড কোচ। ক্রিকেটার হিসেবে তিনি অনেক স্মরণীয় ইনিংস উপহার দিয়েছেন। তবে বিশ্বকাপ জেতা হয়নি দ্য ওয়ালের। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হারতে হয়েছিল ভারতকে। অল্পের জন্য স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই দলে ছিলেন দ্রাবিড়ও। তারপর সবর মতী নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। খেলা ছেড়ে দ্রাবিড় কোচ হয়েছেন। বয়সভিত্তিক থেকে সিনিয়র দলের। বিশ্বকাপের পর মেয়াদ শেষ। তাই কোচ দ্রাবিড়ের জন্য বিশ্বকাপ জেতার ডাক দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা।

    কী বললেন রোহিত

    শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘ভারতীয় দলে রাহুল দ্রাবিড়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে আমার সিদ্ধান্তে তিনি খুশি হন না। আর সেটাই স্বাভাবিক। রাহুল ভাই যে সময় ক্রিকেট খেলেছে, বর্তমানে তার সঙ্গে ফারাক থাকবে। সব বিষয়ে মতের মিল না থাকাই স্বাভাবিক। কিন্তু রাহুল ভাই আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। প্লেয়ারদেরও নিজেদের মতো খেলার স্বাধীনতা দিয়েছে। এটাই বড় ব্যপার।’

    ২২ গজ রোজ নতুন গল্প লেখে। টিমের প্রত্যেক প্লেয়ার প্রতিদিনই ভালো খেলবে তা না-ও হতে পারে। কঠিন সময়ে ক্রিকেটারদের পাশে থাকাটাই ক্যাপ্টেন ও কোচের অন্যতম দায়িত্ব। দ্রাবিড় প্লেয়ার হিসেবে যা পাননি, তা কোচ হিসেবে তাঁকে দিতে চায় টিম ইন্ডিয়া। রোহিত এই প্রসঙ্গে বলেছেন, ‘কঠিন সময়ে রাহুল ভাই সব সময় প্লেয়ারদের পাশে থেকেছে। বিশেষ করে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর, আমাদের অনেক বিষয় নিয়েই বলেছে। তখন রাহুল ভাই দলের সকলকে ভরসা দিয়েছে। আমরা তাই তাঁর জন্যও বিশ্বকাপ জিততে চাই।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: মাঠে মোদি-শাহ! ফাইনালে শামি-ম্যাজিক, বিরাট-দাপট দেখতে চায় দেশ

    ICC World Cup 2023: মাঠে মোদি-শাহ! ফাইনালে শামি-ম্যাজিক, বিরাট-দাপট দেখতে চায় দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: মোতেরায় মহারণ! বিশ্বকাপ ফাইনাল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও পাল্লা কিন্তু ভারি ভারতেরই। কারণ, রোহিত বাহিনী বিশ্বকাপের আসরে অশ্বমেধের ঘোড়া। দশে-দশ করে নামছে খেতাবি লড়াইয়ে। শুধু দরকার আর একটা জয়। আর সেটা যে অসম্ভব নয়, তা একবাক্যে স্বীকার করছে গোটা দেশ। আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে, কারণ এই অস্ট্রেলিয়াকেই লিগ পর্বের প্রথম ম্যাচে হারিয়েছিল টিম ইন্ডিয়া।

    অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাব ভারতের!

    এ যেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ের ঘটনারই পুনরাবৃত্তির আভাস। কপিল দেবের ভারত প্রথম ম্যাচে বশ মানিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ফাইনালে সেই ক্যারিবিয়ানদের হারিয়ে দেশকে প্রথম বিশ্বকাপ উপহার দিয়েছিলেন অমরনাথরা। ২০১১ সালে ঘরের মাঠে ধোনির ভারত দ্বিতীয় বিশ্বকাপ উপহার দিয়েছিল। তাহলে কি ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাব জিতবে মেন ইন ব্লু, এই প্রশ্ন সবার মুখে। গত দু’বছর ধরে বিশ্বকাপের আসরে ভারতের প্রাপ্তি বলতে শুধুই হতাশা। সেমি-ফাইনালের গণ্ডি টপকানো হয়নি। কিন্তু এবার নিউজিল্যান্ডকে শেষ চারের লড়াইয়ে শামিরা দুমড়ে মুষড়ে দিয়েছিল স্নায়ুর প্রবল চাপ কাটিয়ে। ফাইনালে তারই পুনরাবৃত্তি চাইছে আপামর ভারতবাসী।

    তৈরি নরেন্দ্র মোদি স্টেডিয়াম

    তৈরি নরেন্দ্র মোদি স্টেডিয়াম। সেজে উঠেছে মহারণের মঞ্চ। থাকছেন নানা অনুষ্ঠান। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকবেন ভিভিআইআপি বক্সে। তিনিও যে বিরাটদের জয় দেখতে চাইছেন। মোদির সঙ্গী হবেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ক্রিকেট প্রেম সকলেরই জানা। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে তিনি মাঠে গিয়েছিলেন। ফাইনাল নিজের শহরে, তিনিও যে আবেগে ভাসছেন ক্রিকেট জনতার মতোই।

    হাড্ডাহাড্ডি লড়াই

    ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগই দুরন্ত ছন্দে রয়েছে ভারতের। রোহিত ও শুভমান গিল শুরুটা করছেন জমকালো। তারপর বড় রানের ইনিংস খেলে দলকে রানের পাহাড়ে দাঁড় করাচ্ছেন বিরাট কোহলি, শ্রেয়স আয়াররা। শুরুতে ধাক্কা খেলে সামলে দিচ্ছেন লোকেশ রাহুল। বোলিংয়ে ঝাঁঝ বেড়েছে শামি আসার পর। ২৩টি উইকেট নিয় তিনি শীর্ষে। বুমরাহ নতুন বলে ভয়ঙ্কর। সিরাজ একটু সামনে নিতে পারলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কপালে দুঃখ রয়েছে। মোতেরার পিচে বল ঘুরলে ভারতের বড় বাজি রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব।

    আরও পড়ুন: নিজে পারেননি, রোহিতরা পারবেন, আশাবাদী সৌরভ! ট্রফি ছোঁয়ার অপেক্ষায় দ্রাবিড়ও

    তবে অস্ট্রেলিয়াকে হাল্কাভাবে নিলে চলবে না। টানা আটটি ম্যাচে জিতে তারাও ফাইনালে নামছে। নতুন বলে হ্যাজালউড, স্টার্ককে খেলে দিতে পারলে কাজটা সহজ হয়ে যাবে। অজিদের ব্যাটিং তেমন শক্তিশালী নয়। তবুও ওয়ার্নার, স্মিথ, মিচের মার্শকে দ্রুত আউট করার কথা ভারতীয় বোলারদের ভাবতে হবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Delhi High Court: পার্কের একাংশ দখল করে রেখেছে জামা মসজিদ! অসন্তোষ প্রকাশ হাইকোর্টের

    Delhi High Court: পার্কের একাংশ দখল করে রেখেছে জামা মসজিদ! অসন্তোষ প্রকাশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: জামা মসজিদের সামনে রয়েছে একটি পার্ক। সেই পার্কটির একটা বড় অংশ দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ। পুরসভা পার্কটির দখল না নেওয়ায় শুক্রবার অসন্তোষ প্রকাশ করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আইন মোতাবেক জামা মসজিদের বেআইনি দখলদারি হঠাতে পুরসভাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। এদিন মামলাটির শুনানি হয় দিল্লি আদালতের কার্যকরী প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মিনি পুস্কর্মার ডিভিশন বেঞ্চে।

    আদালতের নির্দেশ

    উত্তর ও দক্ষিণ পার্ক দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ। সেই পার্কেরই দখলদারি হটানোর নির্দেশ দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, দিল্লি পুরসভাকে অবিলম্বে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পাবলিক পার্কের রাশ হারাতে পারে না পুরসভা। এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে স্টেটাস রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত (Delhi High Court)। এই মামলার পরবর্তী শুনানি হবে ডিসেম্বরের ২১ তারিখে। দিন কয়েক আগে পুরসভা নির্দেশিকা জারি করে জানায়, জামা মসজিদের শাহিন গেটে, নর্থ পার্কে আমরা কাউকে প্রবেশ করতে দেব না।

    আদালতের প্রশ্ন

    এদিন সে ব্যাপারেও, পুরসভার প্রতি অসন্তোষ প্রকাশ করে আদালত। পুরসভা কর্তৃপক্ষ আরও জানিয়েছিলেন, মসজিদের ওজুখানার কাছেও পার্কে প্রবেশ করা যাবে না। সাউথ পার্কে যেসব বেআইনি নির্মাণ হয়েছে, সেগুলি আমরা ভেঙে দেব। পার্কের বাকি অংশ আমরা রক্ষণাবেক্ষণ করছি। বেঞ্চের প্রশ্ন, “আপনারা কীভাবে পার্কের দখলদারি হারালেন? আপনারা কীভাবে পার্কের রক্ষণাবেক্ষণ করতে পারেন? দিল্লি পুরসভা কীভাবে পার্কের নিয়ন্ত্রণ হারাতে পারে? একবিংশ শতাব্দীতে পাবলিক পার্কের দখল নেওয়া যায় না। আমরা পুলিশকে পার্কের দখল নেওয়ার নির্দেশ দেব। পার্কের পরিবেশ রক্ষার বিষয়েও আমরা জানতে চাই। আমরা শ্বাস নিতে পারছি না। আর আপনারা পার্ক দখলদার মুক্ত করতে পারছেন না! হয় পার্কটি আপনাদের এবং আপনারাই এর মালিক হবেন। তাই আপনারা এর অধিকার হারাতে পারেন না। পাবলিক পার্কের অধিকার নষ্ট হতে দেওয়া যায় না।”

    আরও পড়ুুন: ‘লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী চাকরি দেওয়ার নামে গিমিক করছেন’, তোপ শুভেন্দুর

    প্রসঙ্গত, পার্কের একটা বড় অংশ দখল করে অবৈধভাবে গাড়ি পার্কিং করা হচ্ছে। ই-রিক্সা চার্জিং পয়েন্টও করা হয়েছে। এসবই হয়েছে জামা মসজিদ এলাকায় থাকা এই পার্কে। এনিয়ে আদালতের (Delhi High Court) দ্বারস্থ হন স্থানীয় এক বাসিন্দা।

     

  • NREGA: একশো দিনের কাজে ১.১ লক্ষ কোটি টাকা বরাদ্দের আবেদন গ্রামোন্নয়ণ মন্ত্রকের

    NREGA: একশো দিনের কাজে ১.১ লক্ষ কোটি টাকা বরাদ্দের আবেদন গ্রামোন্নয়ণ মন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: একশো দিনের কাজে (NREGA) ১.১ লক্ষ কোটি টাকা বরাদ্দের আবেদন জানিয়েছে গ্রামোন্নয়ণ মন্ত্রক। আগামী অর্থবর্ষের জন্য ওই টাকা বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে। চলতি অর্থবর্ষে এই খাতে বরাদ্দ হয়েছিল ৬০ হাজার কোটি টাকা। সব কিছু ঠিকঠাক থাকলে সেটাই বেড়ে দ্বিগুণ হতে চলেছে।

    কাজের চাহিদা বেড়েছে

    কাজের চাহিদা বেড়ে যাওয়ায় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিমে ২০২৫ অর্থবর্ষে ব্যয় বাড়তে পারে। এর পাশাপাশি রয়েছে মজুরি বৃদ্ধি, মুদ্রাস্ফীতিও। সেই কারণেই বাড়বে ব্যয়। যা সামাল দিতে বাড়াতে হবে বরাদ্দও। অর্থমন্ত্রকের এক আধিকারিক জানান, ২০২৫ অর্থবর্ষের বাজেট এস্টিমেটে যে পরিমাণ টাকা বরাদ্দের আবেদন জানানো হয়েছে, তা দেওয়া যায় কিনা, সে ব্যাপারে ভাবনা-চিন্তা চলছে। এই প্রকল্পে (NREGA) যথাযথ পরিমাণ টাকাই বরাদ্দ করা হবে। আগামী বছর লোকসভা নির্বাচন। তাই নির্বাচনের আগে পুরো বাজেট পেশ করা যাবে না।

    অন্তর্বর্তীকালীন বাজেট

    নির্বাচনের কারণে করতে হবে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ। নতুন বছরের ফেব্রুয়ারি মাসে এই অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবে নরেন্দ্র মোদির সরকার। এপ্রিল-মে মাসে নির্বাচন হয়ে যাওয়ার পর যাঁরাই সরকার গড়ুন না কেন, তাঁরা বাজেট পেশ করবেন জুলাই মাসে। অন্তর্বর্তীকালীন বাজেটে সে পর্যন্ত ব্যয়ের ব্যবস্থা করতে হবে। অর্থমন্ত্রকের আধিকারিকদের মতে, ২০২৪ অর্থবর্ষে ব্যয় গিয়ে দাঁড়াতে পারে ৮৮ হাজার কোটি টাকায়। ২০২৩ অর্থবর্ষে এর পরিমাণ প্রায় ৯০ হাজার কোটি টাকা। কাজের চাহিদা বেড়ে যাওয়ায় বাড়তে পারে খরচ।

    আরও পড়ুুন: ধর্মতলায় বিজেপির ‘বঞ্চিত’ সমাবেশ, যোগ দেবেন অমিত শাহও!

    মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিমে অর্থমন্ত্রক ১০ হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছে। অস্বাভাবিকভাব খরচ বেড়ে যাওয়ায় এই টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৪ অর্থবর্ষে যে ২৮ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল, এই বরাদ্দ তার অংশ নয়, বাড়তি। অর্থমন্ত্রকের এক আধিকারিক জানান, প্রাক-বাজেট বৈঠকে বিভিন্ন মন্ত্রক অর্থমন্ত্রীর কাছে তাদের দাবি জানিয়ে রাখেন। যাতে বরাদ্দের পরিমাণ বাড়ে। গ্রামোন্নয়ন মন্ত্রকও এই আবেদন জানিয়েছে। অর্থমন্ত্রক পুরো বিষয়টি বিবেচনা করবে। তার পরেই হবে বরাদ্দ (NREGA)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sri Lanka: রণতুঙ্গার বিতর্কিত মন্তব্য! জয় শাহের কাছে দুঃখপ্রকাশ শ্রীলঙ্কা সরকারের

    Sri Lanka: রণতুঙ্গার বিতর্কিত মন্তব্য! জয় শাহের কাছে দুঃখপ্রকাশ শ্রীলঙ্কা সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান ক্রিকেট কাউন্সিল সভাপতি তথা বিসিসিআই সচিব জয় শাহকে আক্রমণ শানিয়েছিলেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। এবার রণতুঙ্গার হয়ে দুঃখ প্রকাশ করলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমসিংহে।  গত ১৭ নভেম্বর জয় শাহকে ফোন করেছিলেন রণিল বিক্রমসিংহে। জানা যায়, জয় শাহকে রণিল জানান, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে লঙ্কার সংসদে ক্ষমা চেয়েছেন রণিল নিজে এবং তাঁর মন্ত্রী কাঞ্চনা বীজশেখরা। উল্লেখ্য, বর্তমানে অর্জুন রণতুঙ্গা নিজে শ্রীলঙ্কার একজন সাংসদ। 

    শ্রীলঙ্কা সরকারের মত

    সূত্রের খবর, শ্রীলঙ্কার সংসদে দাঁড়িয়ে সেদেশের মন্ত্রী বীজশেখরা বলেন, ‘আমরা সরকার হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা আমাদের প্রতিষ্ঠানের ত্রুটির জন্য তাঁকে বা অন্য কোনও দেশের দিকে আঙুল তুলতে পারি না। এই কাজটা অত্যন্ত অন্যায়ের।’ এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহের কাছে দুঃখপ্রকাশ করে শ্রীলঙ্কা সরকার। 

    আরও পড়ুন: নিজে পারেননি, রোহিতরা পারবেন, আশাবাদী সৌরভ! ট্রফি ছোঁয়ার অপেক্ষায় দ্রাবিড়ও

    কেন দুঃখপ্রকাশ

    বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপর্যয়ের পর বিসিসিআই সচিবের বিরুদ্ধে তোপ দেগে ছিলেন ১৯৯৬ সালের বিশ্বজয়ী অধিনায়ক। রণতুঙ্গা অভিযোগ করে বলেছিলেন, জয়ের নির্দেশে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে বিপুল দুর্নীতি হচ্ছে। তাতে আখেরে ধ্বংস হয়ে যাচ্ছে সে দেশের ক্রিকেট। শ্রীলঙ্কার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে জয়ের ভাল যোগাযোগ রয়েছে। সেই কারণে কর্তারা মনে করছেন, তাঁরা যা ইচ্ছা করতে পারেন। আদতে জয় শ্রীলঙ্কা ক্রিকেট চালাচ্ছে। ওর নির্দেশেই সব চলছে। ভারত থেকে একটা লোকের চাপে ধীরে ধীরে শ্রীলঙ্কা ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে। ওর বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। সে জন্যই জয়ের এত ক্ষমতা।’’ রণতুঙ্গার মন্তব্য ভাল ভাবে নেয়নি বিসিসিআই কর্তারা। তবে, বিশ্বকাপের মাঝে এ নিয়ে বিতর্কও বাড়ায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023:  ইনি থাকলে, হারে ভারত! জানেন বিশ্বকাপ ফাইনালের দায়িত্বে থাকা এই আম্পায়ার কে?

    ICC World Cup 2023: ইনি থাকলে, হারে ভারত! জানেন বিশ্বকাপ ফাইনালের দায়িত্বে থাকা এই আম্পায়ার কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই বিশ্বকাপ ফাইনাল। ক্রিকেটের মহাযুদ্ধ শেষ হওয়ার পালা। চলতি বিশ্বকাপে অপরাজিত ভারতের সামনে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত ফাইনাল ম্য়াচে রিচার্ড ইলিংবার্থ (ইংল্যান্ড) এবং রিচার্ড কেটলবরো (ইংল্যান্ড) ফিল্ড আম্পায়ারের দায়িত্ব সামলাবেন। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। এছাড়া চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গ্যাফনি (নিউ জিল্যান্ড)। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করলেন অ্যান্ডি পাইক্রফট। 

    ফাইনাল ম্যাচে দায়িত্বে কারা

    ফাইনাল ম্যাচে রিচার্ড কেটলবরো আম্পায়ারিংয়ের দায়িত্বে আসায় ভারতীয় ক্রিকেট সমর্থকদের চিন্তা কিছুটা হলেও বেড়ে গিয়েছে। গত কয়েকটি আইসিসি ইভেন্টে কেটলবরো যতবার ভারতের আম্পায়ার হয়েছেন, ততবারই কিছু না কিছু অঘটন ঘটেছে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ (২০১৯) সেমিফাইনাল এবং টি-২০ বিশ্বকাপে (২০২১) ম্যাচ চলাকালীন কেটলবরো ফিল্ড আম্পায়ার ছিলেন। এই দুটো ম্যাচেই ভারত হেরে গিয়েছিল।

    চলতি বছর বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে ভারত-নিউ জিল্যান্ড সেমিফাইনাল ম্যাচেও তিনিই তৃতীয় আম্পায়ার ছিলেন। এছাড়া ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৬ টি-২০ বিশ্বকাপ এবং ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির নক-আউট পর্বে রিচার্ড কেটলবরো ভারতের জন্য একেবারেই ‘আনলাকি’ ছিলেন।

    আরও পড়ুন: নিজে পারেননি, রোহিতরা পারবেন, আশাবাদী সৌরভ! ট্রফি ছোঁয়ার অপেক্ষায় দ্রাবিড়ও

    কোহলিকে সুযোগ দিয়ে হিরো!

    ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিভি আম্পায়ার হিসেবে শুভমন গিলকে ভুল আউট দিয়ে বিতর্কে জড়ান কেটেলবরো। তবে চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে কোহলিকে সেঞ্চুরির সুযোগ করে দিতেই একটি নিশ্চিত ওয়াইড বল দেননি বলে জোর চর্চা হয় ক্রিকেটমহলে। আইসিসির নিয়ম মেনেই কেটেলবরো ওয়াইড না দেওয়ার সিদ্ধান্ত নেন বটে, তবে শেষমেশ কোহলি শতরানে পৌঁছনোয় ভারতীয় সমর্থকদের কাছে হিরো বনে যান রিচার্ড।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share