Tag: Madhyom

Madhyom

  • ICC World Cup 2023: পুলিশি পাহারায় বিমানবন্দর থেকে গাড়িতে উঠতে হল বাবরকে! জানেন কেন

    ICC World Cup 2023: পুলিশি পাহারায় বিমানবন্দর থেকে গাড়িতে উঠতে হল বাবরকে! জানেন কেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যর্থ বাবররা দেশে ফিরতেই বিমানবন্দরে শুরু হয়ে গেল ধাক্কাধাক্কি। পুলইশ পাহারায় শেষ পর্যন্ত বিমানবন্দর ছাড়লেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বিশ্বকাপের শুরুটা ভাল হলেও ভারতের কাছে হেরে যায় পাকিস্তান।  আর ঠিক এখান থেকেই বেলাইন হয়ে যায় পাকিস্তান ক্রিকেট দলের সাফল্য যাত্রা। ভারতের বিরুদ্ধে এই পরাজয়ের পর চূড়ান্ত হতাশাই বাবরদের সঙ্গী হয়েছে।

    লাহোরে ফিরলেন বাবররা

    সোমবার সকালেই পাকিস্তানে ফিরেছে দল। বাবর আজমেরা বিমানবন্দরে নামার পরেই হুলস্থূল পড়ে যায় সেখানে। শুরু হয় ধাক্কাধাক্কি। কলকাতা থেকে দুবাই হয়ে পাকিস্তানের লাহোরে ফিরেছেন বাবরেরা। দল সেখানে নামার পরেই দেখা যায়, অনেকে ক্রিকেটারদের দিকে ছুটে যাচ্ছেন। পাক ক্রিকেটারদের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁদের আটকে দেন। কাউকে কাছে যেতে দেওয়া হয়নি। ভিড় ক্রমশ বাড়তে থাকে। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাননি নিরাপত্তারক্ষীরা। তবে দলের উপর রাগ থেকে এই ভিড় জড়ো হয়নি। তাঁরা পাকিস্তান দলকে স্বাগত জানাতেই গিয়েছিলেন। কারণ, বেশির ভাগকেই দেখা যায় বাবরের ছবি তুলছেন।

    আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম উইকেট বিরাটের! গ্যালারি মাতালেন অনুষ্কা

    কত টাকা পেলেন পাক ক্রিকেটাররা

    নকআউটের আগে দেশের ফিরে গেলেও এবারের বিশ্বকাপ থেকে বাবর আজমরা ভারতীয় মুদ্রায় মোট ২ কোটি ১৬ লাখ টাকা (২,৬০,০০০ মার্কিন ডলার) উপার্জন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুসারে, চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রত্যেকটা দল যতগুলো করে ম্যাচ খেলবে ততবার ৪০,০০০ ডলার করে পাবে। অর্থাৎ ম্যাচ প্রতি বাবররা ভারতীয় মুদ্রায় ৩৩ লাখ টাকা করে রোজগার করেছেন। ফলে প্রত্যেকটা ম্যাচ যোগ করে এই আকাশছোঁয়া অঙ্কই বাবরদের হাতে এসেছে। পাশাপাশি, যারা সেমিফাইনালে উঠতে পারবে না সেই দলগুলোকে ১ লাখ ডলার করে দেওয়া হবে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় এককালীন ৮৩ লাখ টাকা পাবেন বাবররা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: ভারতই ভরসা! চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ বাংলাদেশের

    ICC World Cup 2023: ভারতই ভরসা! চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ বাংলাদেশের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের সাহায্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেল বাংলাদেশ। বিশ্বকাপের রাউন্ড রবিন পর্যায়ের শেষ ম্যাচে ভারতের কাছে নেদারল্যান্ডস হারায় শাকিব আল হাসানেরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন।বিশ্বকাপের পয়েন্ট তালিকায় থাকা প্রথম আটটি দেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। পাকিস্তান আয়োজক দেশ হওয়ায় তারা সরাসরি সুযোগ পেয়েছে। যদিও বিশ্বকাপে বাবরদের স্থান পাঁচ নম্বরে। 

    ছিটকে গেল শ্রীলঙ্কা 

    বাংলাদেশ সুযোগ পাবে কি না তা নির্ভর করছিল শেষ ম্যাচের উপর। ভারতকে যদি কোনও ভাবে নেদারল্যান্ডস হারাত তা হলে ৬ পয়েন্ট হয়ে যেত তাদের। সে ক্ষেত্রে ছিটকে যেত বাংলাদেশ। কিন্তু ভারত জেতায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে উপরে শেষ করেছে বাংলাদেশ। নেদারল্যান্ডস ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা। তালিকায় তাদের স্থান নয় নম্বরে।

    আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম উইকেট বিরাটের! গ্যালারি মাতালেন অনুষ্কা

    শাকিবকে সরাতে নোটিস

    দলের খারাপ খেলার দায় অধিনায়ক শাকিব আল হাসানের উপর চাপিয়ে তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে বাংলাদেশে। আইনি নোটিস পাঠনো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেখানকার সুপ্রিম কোর্টের আইনজীবী খুন্দকার হাসান শাহরিয়র এই মর্মে নোটিস পাঠিয়েছেন। তিন জনকে এই নোটিস পাঠানো হয়েছে। শাকিব ছাড়াও সেই তালিকায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও সিইও নিজামুদ্দিন চৌধুরী। নোটিসে লেখা রয়েছে, বিশ্বকাপে দলের খারাপ খেলার জন্য অধিনায়ক, পুরো কোচিং দল ও নির্বাচকদের বরখাস্ত করা হোক। একটি তদন্ত কমিটি তৈরি করে খতিয়ে দেখা হোক, কেন এত খারাপ খেলল দল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: জয়নগর যেন বগটুই, শাসকদলের আক্রোশে জ্বলছে একের পর এক বাড়ি, এলাকায় আতঙ্ক

    South 24 Parganas: জয়নগর যেন বগটুই, শাসকদলের আক্রোশে জ্বলছে একের পর এক বাড়ি, এলাকায় আতঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: দলীয় কর্মী খুন হওয়ার জেরে শাসক দলের কর্মী-সমর্থকরা তাণ্ডব চালাল গ্রামে। সিপিএমের ২০-২৫টি বাড়িতে আগুন লাগানোর পাশাপাশি বামেদের মারধর করারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী খুনের ঘটনা জানাজানি হতেই শাসকদলের রোষানলে পড়ে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ। যদিও পুলিশ ওই মৃত্যুর ঘটনা স্বীকার করেনি। সোমবার সকালে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে (South 24 Parganas)।

    উল্লেখ্য, এদিনই খুব ভোরে দুষ্কৃতীদের গুলিতে খুন হন এখানকার এক পঞ্চায়েত সদস্য। নমাজ পড়তে যাওয়ার সময় তাঁকে দুষ্কৃতীরা ঘিরে ধরে গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সইফুদ্দিন লস্কর নামে বছর চল্লিশের ওই তৃণমূল নেতা, যিনি একইসঙ্গে বামুনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য এবং অঞ্চল সভাপতি ছিলেন। তাঁর স্ত্রী ওই পঞ্চায়েতের প্রধান। এরপরই গ্রামের লোকজন তাড়া করে দু’জনকে ধরে ফেলে। এদের মধ্যেই একজনের গণপিটুনিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এরপরই শাসকদলের কর্মী-সমর্থকদের আক্রোশ গিয়ে পড়ে সিপিএমের ওপর। নির্বিচারে চলে ভাঙচুর, মারধর এবং অগ্নি সংযোগ।

    কীভাবে ঘটল ঘটনা? (South 24 Parganas)

    ঘটনার বিবরণে জানা গিয়েছে, রোজকার মতো সোমবার ভোরে ওই তৃণমূল নেতা নমাজ পড়তে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁকে কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেখেন, ওই নেতা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছেন। তাঁকে সঙ্গে সঙ্গে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

    বগটুইয়ের ছায়া?

    এই ঘটনার সঙ্গে অনেকেই বগটুইয়ের মিল খুঁজে পাচ্ছেন। এখানেও বেছে বেছে বিরোধী দলের কর্মী-সমর্থকদের (South 24 Parganas) ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে দীর্ঘক্ষণ দমকলের গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি। বাড়ির পর বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। পুড়ে ছাই হয়ে যায় বহু বাড়ি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ন’টি মাঠে ন’টি ম্যাচ, ন’টিতেই জয়! কোন মন্ত্রে এই সাফল্য? 

    ICC World Cup 2023: ন’টি মাঠে ন’টি ম্যাচ, ন’টিতেই জয়! কোন মন্ত্রে এই সাফল্য? 

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়ে নয়! চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) ‘আনবিটেন চ্য়াম্পিয়ন’ হতেই পারে রোহিত-ব্রিগেড। ভারতীয়রাও এমন স্বপ্ন দেখতেই পারে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থকে পশ্চিম দেশের নানা প্রান্তে খেলে বেরিয়েছে টিম ইন্ডিয়া। কখনওই লক্ষ্যভ্রষ্ট হয়নি রোহিতরা। এক একদিন এক একজন ম্যাচ খেলেছে। সাফল্য এসেছে দলগত পারফরম্যান্সে ভিত্তি করেই। আগামী ১৫ নভেম্বর (বুধবার) ভারত-নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে চলতি কাপযুদ্ধের প্রথম সেমিফাইনাল। তার আগে অপরাজেয় টিম ইন্ডিয়া। আর মাত্র দুটি ম্যাচ। তাহলেই স্বপ্নপূরণ ১৪০ কোটির।

    কী বললেন রোহিত

    দল নিয়ে আশাবাদী অধিনায়কও। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশাল জয়ের পর ম্যাচ শেষে রোহিত বলেন, “আমরা একটা একটা করে ম্যাচ ধরে এগচ্ছিলাম। জানতাম খুব লম্বা প্রতিযোগিতা। বেশি দূরের কথা ভাবলে জেতা যাবে না। তাই আমরা একটা করে ম্যাচের দিকে নজর দিচ্ছিলাম। আলাদা আলাদা দলের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে খেলতে হয়েছে। এটা বড় চ্যালেঞ্জ। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। আমরা সেটা পেরেছি। আমি খুশি ন’টা ম্যাচই জিততে পেরে। আমরা যে ভাবে ন’টা ম্যাচ খেলেছি, তাতে আমি খুব স্বস্তি পেয়েছি। রবিবারও আমরা ভাল খেলেছি। পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়েছে। কেউ না কেউ এসে ম্যাচ জিতিয়েছে। এটা খুব ভাল একটা দিক।”

    এদিন ডাচদের বিরুদ্ধে পুরোদমে অনুশীলন করেন রোহিতরা। শুধু ব্যাটিং নয়, বল হাতেও প্রস্তুতি নেন বিরাট। এদিনের ম্যাচে উইকেটও নেন রোহিত এবং বিরাট। এই বিষয়ে রোহিত বলেন, “আমাদের দলের ন’জন বল করেছে। এটা খুব গুরুত্বপূর্ণ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজেদের দেখে নেওয়ার সুযোগ ছিল। আমরা তাই বিভিন্ন জিনিস পরীক্ষা করেছি। পেসারেরা প্রয়োজন ছাড়াই ওয়াইড ইয়র্কার করেছে। আমরা আলাদা কিছু করে দেখার চেষ্টা করছিলাম।”

    আরও পড়ুন: দীপাবলিতে রানের ফুলঝুরি! নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড ভারতের

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Netherlands: দীপাবলিতে রানের ফুলঝুরি! নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড ভারতের

    India vs Netherlands: দীপাবলিতে রানের ফুলঝুরি! নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলিতে নেদারল্যান্ডের বিরুদ্ধে রানের ফুলঝুরি ভারতীয় ব্যাটরদের। ৬১, ৫১, ৫১, ১২৮, ১০২ এটা হচ্ছে ভারতের ব্যাটারদের রান। ভারত হল একমাত্র দল বিশ্বকাপের ইতিহাসে যাদের পাঁচজন প্লেয়ার ৫০ বা তার বেশি রান করে ফেলেছেন। ভারতের প্রথম ব্যাটার থেকে পঞ্চম স্থানের ব্যাটার পর্যন্ত প্রত্যেকেই ৫০ বা তার বেশি রান করেন। যা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে একটা দলের কোনও ব্যাটার করতে পারেননি।

    ব্যাটিং প্র্যাকটিস রোহিতদের

    এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথম বল থেকেই শট শুরু করলেন শুভমান গিল। ৩২ বলে ৫১ রান  করে ফেরেন তিনি। এরপর রোহিত শর্মা ৫৪ বলে ৬১ রান করেন। ৮টা চার ও দুটো ছয় মারেন তিনি। বিরাট কোহলির ব্যাট থেকে এল ৫১ রান। ৫০ তম সেঞ্চুরির জন্য তাঁকে আরও অপেক্ষা করতে হবে। পাঁচটা চার ও একটা ছয় মারেন তিনি। এদিন বল হাতেও উইকেট নিতে দেখা যায় কিং কোহলিকে।

    প্রথমে ব্যাট করে বোর্ডে ৪১০ রান তোলে ভারত। টপ ফাইভ ব্যাটারই হাফসেঞ্চুরি পার করেন। এর মধ্যে চার ও পাঁচে নামা শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলের সেঞ্চুরি। শ্রেয়স আইয়ার দুর্দান্ত ১২৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। আর কেএল রাহুল ১০২ রান করেন। চলতি বিশ্বকাপে এটা সবথেকে বেশি রান।  বিশ্বকাপের মঞ্চে এটি ভারতের দ্বিতীয় সর্বাধিক স্কোর। ২০০৭ বিশ্বকাপে বারমুডার বিরুদ্ধে ৪১৩ করেছিল ভারত। 

    নানা নজির

    এছাড়াও এদিনের ম্যাচে ভারতের অধিনায়ক হিসাবে একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান হল রোহিত শর্মার। রবিবার তাঁর ৫০০ রান পেরিয়ে গেল। ২০০৩ বিশ্বকাপে সৌরভ ৪৬৫ রান করেছিলেন। ২০১৯ বিশ্বকাপে কোহলি করেছিলেন ৪৪৩ রান। এক বিশ্বকাপে সচিনের সবচেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ড ছুঁলেন কোহলি। এ বারের বিশ্বকাপে ৭টি অর্ধশতরান হল তাঁর। এর আগে ২০০৩ বিশ্বকাপে সাতটি অর্ধশতরান করেছিলেন সচিন। বিশ্বকাপে ভারতের হয়ে দ্রুততম শতরান করলেন রাহুল। রবিবার ৬২ বলে শতরান করলেন তিনি। এ বারের বিশ্বকাপেই আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেছিলেন রোহিত। সেই রেকর্ড ভাঙল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Yogi Adityanath: ৫৪ দেশের ৮৮ জন কূটনীতিক হাজির ছিলেন অযোধ্যার দীপোৎসবে

    Yogi Adityanath: ৫৪ দেশের ৮৮ জন কূটনীতিক হাজির ছিলেন অযোধ্যার দীপোৎসবে

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরেই ২২ লাখ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দীপাবলি পালন হয় অযোধ্যায় (Yogi Adityanath)। এই বিপুল সংখ্যক প্রদীপ প্রজ্জলন নাম তুলেছে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’-এ। অযোধ্যার দীপাবলিকে স্বর্গীয় এবং অবিস্মরণীয় আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে রামনগরীর দীপাবলিতে হাজির ছিলেন ৫৪টি দেশের ৮৮ জন কূটনীতিক। এ কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

    পরিবার নিয়ে অযোধ্যায় আসুন, বললেন যোগী আদিত্যনাথ

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতে, ‘‘দীপাবলি হল একটি মাধ্যম, যেটির দ্বারা সমস্ত রকমের শুভ শক্তির সঙ্গে সংযোগ করা যায়। আমি প্রত্যেকজনকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি এবং তাঁদের সমৃদ্ধি কামনা করছি।’’ এদিন অযোধ্যায় (Yogi Adityanath) দীপাবলিতে যাঁরা সামিল হয়েছিলেন তাঁদেরকে পরিবার সমেত রামনগরীতে আসার অনুরোধও করেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘‘পরিবার সমেত অযোধ্যায় আসুন, আপনাদের ভাল লাগবে।’’ যোগী আদিত্যনাথ অযোধ্যায় দীপাবলিতে সামিল হওয়ার আগে রবিবার সকালে হাজির ছিলেন হনুমানগড়ির মন্দিরে। সেখানেই ভগবান হনুমানের পুজো করেন তিনি। বর্তমানে যেখানে রামলালা বিরাজ করছে সেই স্থানও পরিদর্শন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

    বিদেশের শিল্পীরা মঞ্চস্থ করেন রামায়ণ

    জানা গিয়েছে, শ্রীলঙ্কা, নেপাল, রাশিয়া এ সমস্ত দেশের শিল্পীরাও অযোধ্যার দীপোৎসবে (Yogi Adityanath) অংশগ্রহণ করেন। শ্রীলঙ্কার শিল্পীরা রামচন্দ্রের চরিত্রকে মঞ্চস্থ করেন। নেপালের জনকপুরের শিল্পীরা ভগবান রামচন্দ্রের জীবনের বিভিন্ন ঘটনাকে মঞ্চস্থ করেন। রাশিয়ান শিল্পীরাও এক অনবদ্য অনুষ্ঠান পরিচালনা করেন। লেসার শো-এর মাধ্যমে ২০ মিনিটের রামায়ণও দেখানো হয়। এদিনের দীপোৎসবে যোগী আদিত্যনাথ ছাড়াও সামিল হয়েছিলেন গভর্নর আনন্দিবেন প্যাটেল। রামনগরীর অনুষ্ঠানে হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টিও দেখা যায়।

    ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে’ স্থান পেয়েছে অযোধ্যার প্রদীপ প্রজ্জ্বলন

    তথ্য বলছে, ২০১৭ সালে অযোধ্যায় প্রজ্জ্বলিত হয়েছিল ৫১ হাজার প্রদীপ। ২০১৯ সালে প্রদীপের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ লাখ ১০ হাজার। ২০২০ সালে ৬ লাখ, ২০২১ সালে প্রদীপ প্রজ্জ্বলিত হয় ৯ লাখ, ২০২২ সালে ১৭ লাখ। চলতি বছরে ২২ লাখ প্রদীপ প্রজ্জ্বলন হল অযোধ্যায়। অযোধ্যার এই নয়া রেকর্ড স্থান পেয়েছে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের ,Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ভারতের কাছে ১৬০ রানে হারল নেদারল্যান্ডস, চিন্নাস্বামী দেখল অন্য রোহিতদের

    ICC World Cup 2023: ভারতের কাছে ১৬০ রানে হারল নেদারল্যান্ডস, চিন্নাস্বামী দেখল অন্য রোহিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৬০ রানে ভারতের কাছে হারল (ICC World Cup 2023) নেদারল্যান্ডস। রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। মাঠে নামেন পাঁচজন ব্যাটার। এঁদের মধ্যে দুজন হাঁকিয়েছেন সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি করেছেন তিনজন। বুধবার রয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল। সেদিন ভারতকে খেলতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তার আগে এদিন রোহিত শর্মাদের ভারত দেশকে উপহার দিলেন আরও একটি জয়।

    দাপিয়ে খেলল ভারত

    ভারত-নেদারল্যান্ডস ম্যাচটি ছিল বেঙ্গালুরুতে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। খেলা শুরু থেকেই দাপিয়ে ব্যাট করতে থাকেন রোহিত ও শুভমন গিল। শুভমনের একটি ছক্কায় বল গিয়ে পড়ে চিন্নাস্বামী স্টেডিয়ামের ছাদে গিয়ে। হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত (ICC World Cup 2023)। তিনি করেছেন ৬১ রান। হাফ সেঞ্চুরি করে আউট হয়ে যান শুভমন। হাত খুলে খেলেছেন বিরাট কোহলিও। হাফ সেঞ্চুরি করেন তিনিও। বোল্ড আউট হয়ে যান ৫১ রান করে।

    ঝলসে উঠল শ্রেয়স-লোকেশের ব্যাট

    এদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে ঝলসে উঠেছিল শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুলের ব্যাটও। দ্বিশতরানের জুটি গড়েছেন তাঁরা। এই ম্যাচে সেঞ্চুরি হাঁকান শ্রেয়স। ১২৮ রানে অপরাজিত থাকেন তিনি। ছয় মেরে সেঞ্চুরি করেন রাহুলও। ভারত খেলেছে ৫০ ওভারই। চার উইকেটে রোহিতের দল করে ৪১০ রান। এদিন একটি রেকর্ডও গড়ে ফেলেছে রোহিতের দল। এক দিনের ক্রিকেটে এই প্রথম কোনও ম্যাচে পাঁচজন ব্যাটারের মধ্যে দুজন হাঁকালেন সেঞ্চুরি, তিনজন করলেন হাফ সেঞ্চুরি।

    আরও পড়ুুন: “মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁয়াড় উডবার্ন ওয়ার্ডে যেতে চাইছেন বালু” কটাক্ষ শুভেন্দুর

    ভারত ৫০ ওভার করলেও, সব ওভার খেলতে পারেনি নেদারল্যান্ডস। ৪৭.৫ ওভারে ২৫০ রানে অল আউট হয়ে যায় তারা। এদিন বুমরা, সিরাজ, কুলদীপ ও জাডেজা দুটি করে উইকেট নেন। বিরাট নেন একটি উইকেট। শেষ উইকেটটি নেন রোহিত। প্রথমে উইকেট খোয়ান ওয়েসলি বারেসি। তাঁকে আউট করেন মহম্মদ সিরাজ। একারম্যানকে আউট করেন কুলদীপ। ও’ডয়েডের উইকেটটি তুলে নেন জাডেজা। স্কট এডওয়ার্ডসকে সাজঘরে পাঠিয়ে দেন কোহলি। দীর্ঘদিন পরে উইকেট পেয়ে অবাক হয়ে যান কোহলি নিজেই। হাসতে থাকেন সতীর্থরাও (ICC World Cup 2023)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের ,  এবং Google News পেজ।

     
     
  • BJP: তৃণমূলের সাধারণ সম্পাদক সহ অসমে বিজেপিতে যোগ ১৫০ নেতা-কর্মীর

    BJP: তৃণমূলের সাধারণ সম্পাদক সহ অসমে বিজেপিতে যোগ ১৫০ নেতা-কর্মীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপিকে (BJP) পরাস্ত করতে জোট বেঁধেছে বিজেপি-বিরোধী ২৬টি রাজনৈতিক দল। জোটের নাম হয়েছে ইন্ডিয়া। সেই জোটের আয়ু লোকসভা নির্বাচন পর্যন্ত কিনা, তা জানা যাবে উৎসবের মরশুম শেষ হলেই। তবে তার আগে বিরোধীদের জোটকে ঝটকা দিল অসম বিজেপি।

    বিজেপিতে যোগ

    বিভিন্ন রাজনৈতিক দলের ১৫০ সদস্য দলীয় পতাকা ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। এর মধ্যে রয়েছেন তৃণমূলের অসম রাজ্য সাধারণ সম্পাদকও। বেশ কয়েকজন কংগ্রেস নেতাও রয়েছেন এই দলবদলুদের দলে। শনিবার তাঁরা হাতে তুলে নেন বিজেপির ঝান্ডা। পদ্ম শিবিরে তাঁদের স্বাগত জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, “বিজেপিই (BJP) একমাত্র রাজনৈতিক দল, যারা দেশের স্বার্থে কাজ করে, পরিবারতন্ত্রের স্বার্থে নয়।”

    হিমন্তর বার্তা 

    এক্স হ্যান্ডেলে অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি সব সময় বলেছি যে, যাঁরা ভারত এবং অসমের জন্য কাজ করতে চান, তাঁদের পরিবারতন্ত্র এবং পরিবারকেন্দ্রিক দলে জায়গা হবে না। কেবলমাত্র ভারতীয় জনতা পার্টিই দেশের স্বার্থে কাজ করতে পারে।” বিজেপিতে যোগ দেওয়া ওই ১৫০ জন তাঁর সঙ্গে দেখা করেছেন বলেও জানান হিমন্ত। তিনি বলেন, “ভারতী মায়ের সেবার লক্ষ্যে যাঁরা কাজ করবেন বলে আজ বিজেপিতে যোগ দিয়েছেন, আমি তাঁদের স্বাগত জানাই।”

    তিনি লিখেছেন, “নাগাঁও জেলা কংগ্রেসের সভাপতি সুরেশ বোরা, অসম যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি পরিতোষ রায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দিলীপ শর্মা তাদের পদত্যাগের কথা জানিয়েছেন। তাঁরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এঁরা আজ বিজেপিতে যোগ দেবেন। ইন্ডি জোটের বিরুদ্ধে এঁরাও সুর চড়িয়েছেন।”

    আরও পড়ুুন: “লোকসভা নির্বাচন এলেই গুন্ডাদের জেলে ঢুকিয়ে দেবো”, চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের

    পুরো ঘটনাটি দলের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে বিজেপি (BJP)। দলের মুখপাত্র বলেন, “এদিন যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের সিংহভাগই জেলা ও ব্লকস্তরের কর্মী। তাঁরা যে কোনও রাজনৈতিক দলের মেরুদণ্ড। আমরা তাঁদের বিজেপিতে (BJP) স্বাগত জানিয়েছি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Israel-Hamas War: ইজরায়েলি হানায় খতম হামাস কমান্ডার, ঢাল বানিয়েছিল এক হাজার নিরীহ নাগরিককে

    Israel-Hamas War: ইজরায়েলি হানায় খতম হামাস কমান্ডার, ঢাল বানিয়েছিল এক হাজার নিরীহ নাগরিককে

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে ইজরায়েল-হামাস যুদ্ধ। প্রথমে ৫ হাজার রকেট হামলা চালায় ইজরায়েলের (Israel-Hamas War) ওপর হামাস জঙ্গিরা। এর ফলে নিরীহ ১,৪০০ ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়। এরপরই পাল্টা প্রত্যাঘাত শুরু করে ইজরায়েল। সেই থেকেই চলছে ইজরায়েল-হামাস (Israel-Hamas War) যুদ্ধ। হামাস জঙ্গিদের বর্বরতাকে নিন্দা জানিয়েছে ভারত সমেত ব্রিটেন, আমেরিকা প্রতিটি দেশই। ইজরায়েলের পাল্টা মারে আপাতত বেসামাল হামাস। শনিবারই ইজরায়েলের সেনার তরফে দাবি করা হয় যে হামাসের এক শীর্ষস্থানীয় কমান্ডারকে অপারেশনের মাধ্যমে তারা নিকেশ করেছে। এই জঙ্গি নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল ১,০০০ জন সাধারণ প্যালেস্তাইনবাসীকে ‘মানব ঢাল’  হিসেবে ব্যবহার করার।

    কী বলছে ইজরায়েলের সেনা?

    ইজরায়েলের ডিফেন্স ফোর্স দাবি করেছে, ১,০০০ জন প্যালেস্তাইনের নাগরিককে এবং রানতিসি হাসপাতালের বেশ কয়েকজন রোগীকে ঢাল হিসেবে ব্যবহার করছিল জঙ্গি নেতা আহমেদ সিয়াম। তাদের বাইরের জগত থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্নও করে রেখেছিল ওই জঙ্গি। ইজরায়েলের আরও দাবি, এই জঙ্গি লুকিয়ে ছিল আল-বুরাক নামের একটি স্কুলে। বিবৃতিতে ইজরায়েলের ডিফেন্স ফোর্স আরও জানিয়েছে যে হামাসের ‘নাসির রাজওয়ান কোম্পানি’র কমান্ডার ছিল নিহত জঙ্গি আহমেদ সিয়াম। এই বিপুল সংখ্যক মানুষকে সে ব্যবহার করছিল মানব ঢাল হিসাবে।

    প্যালেস্তাইনের নাগরিকদের এর আগে গাজা ছাড়তে বাধা দেয় হামাস

    প্রসঙ্গত, প্যালেস্তাইনের নিরীহ মানুষদের বরাবরই ঢাল হিসেবে ব্যবহার করে আসছে হামাস। এর আগে গাজায় অপারেশনের আগে ইজরায়েলের সেনাবাহিনী সেখানকার সাধারণ নাগরিকদের ৩ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। কোন পথে সুরক্ষিতভাবে নাগরিকরা গাজা (Israel-Hamas War) ছাড়বেন সে পথও বাতলে দেয় ইজরায়েল সরকার। এরপরে সাধারণ নাগরিকরা গাজা ছাড়তে চাইতে চাইলে তাদের কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে হামাসের বিরুদ্ধে। শুধু তাই নয় ইজরায়েলের বাতলে দেওয়া সুরক্ষিত পথে বোমাবাজিও শুরু করে হামাস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • India Vs Netherlands: টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, ভারতীয় দল অপরিবর্তিত

    India Vs Netherlands: টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, ভারতীয় দল অপরিবর্তিত

    মাধ্যম নিউজ ডেস্ক: নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও পূর্ণ শক্তি নিয়ে নামল ভারত। সুযোগ থাকলেও, পরিবর্তনের পন্থা অবলম্বন করল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি অধিনায়ক রোহিত শর্মা। এর থেকেই একটা বিষয় পরিষ্কার। তা হল, এই পর্যায়ে দাঁড়িয়ে কোনও প্রকার পরীক্ষা-নিরীক্ষার পথে যেতে নারাজ দল। আগামী ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। তার আগে তাঁরা যাতে প্রয়োজনীয় ম্যাচ প্র্যাকটিস পেয়ে যান, সেটা নিশ্চিত করতে চাইছে টিম ইন্ডিয়া। 

    কী বললেন রোহিত

    এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক। সেই সময় তিনি বলেন, ‘‘এই সিদ্ধান্তের কোনও বিশেষ কারণ নেই। এই প্রতিযোগিতায় আমরা প্রথম ব্যাট করেও জিতেছি। আবার প্রথমে বল করেও জিতেছি। বেঙ্গালুরুতে রান হয়। প্রথমে ব্যাট করে বড় রান করতে চাইছি আমরা। আরও একটা সুযোগ পাচ্ছি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং দেখে নেওয়ার।’’

    ভারতীয় একাদশ— রোহিত শর্মা (অভিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, জসপ্রিত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

    নেদারল্যান্ডস প্রথম একাদশ: ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), ব্যাস ডি লিড, তেজা নিদামানুরু, লগান ভ্যান বিক, ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেন।

    কোথায়, কখন হবে ম্যাচ? কীভাবে দেখবেন?

    আজ বিশ্বকাপের (ICC CWC 2023) শেষ গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি ভারত বনাম নেদারল্যান্ডস। ম্যাচটি (India Vs Netherlands) হচ্ছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাচ্ছে স্টার স্পোর্টস চ্যানেলে এবং লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে। 

     

LinkedIn
Share