Tag: Madhyom

Madhyom

  • Visva Bharati University: বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ ফুরোল, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক

    Visva Bharati University: বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ ফুরোল, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বভারতীর উপাচার্য পদ থেকে অবসর নিলেন বিদ্যুৎ চক্রবর্তী। নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন সঞ্জয় মল্লিক। বিশ্বভারতীয় উপাচার্য থাকাকালীন তাঁর বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অনেক সময়ই তৈরি হয় বিতর্ক। সম্প্রতি ইউনেস্কো বিশ্বভারতীকে হেরিটেজ তকমা দেওয়ার পরে ফলকে তাঁর এবং আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম থাকলেও, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকায় বিতর্ক সৃষ্টি হয়।

    বিতর্কের মাঝেই সরলেন  বিদ্যুৎ

    ফলক-বিতর্কের মাঝেই মেয়াদ শেষ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। সম্প্রতি বিশ্বভারতীর পক্ষে উপাসনা গৃহ, ছাতিমতলা এবং রবীন্দ্রভবনের উত্তরায়ণের সামনে শ্বেতপাথরের ফলক বসানো হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’। তার ঠিক নীচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদ্যুতের নাম রয়েছে। তাতে কবিগুরুর উল্লেখ নেই। গুরুদেবের নাম না থাকায় বিশ্বভারতীকে বার্তা দিতে দেখা যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেও। আবার বিবৃতি জারি করে সমালোচনাকারীদের পালটা জবাব দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষও। সেই বিবৃতিতে দাবি করা হয়, অতীতেও এমন বেশকিছু ফলক বিশ্বভারতীতে বসানো হয়েছে, যেগুলিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই। 

    আরও পড়ুন: এবার মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ‘প্রেমিক’ জয়ের, কী জানালেন থানায়?

    জল্পনা ছিল হয়ত শেষ মুহূর্তে বিদ্যুতের চাকরির মেয়াদ বৃদ্ধির নির্দেশ  আসতে পারে। কিন্তু বাস্তবে তা হয়নি। বুধবার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হন সঞ্জয়কুমার মল্লিক। কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় বিশ্বভারতীর কর্মসমিতিরও সদস্য। তাই বিদ্যুতের মেয়াদ শেষে বিশ্বভারতী অ্যাক্ট অনুযায়ী, সবচেয়ে প্রবীণ অধ্যাপক হিসাবে উপাচার্যের ভার নিলেন তিনি। বুধবার বাসভবন ‘পূর্বিতা’ থেকে দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সরকারি কাগজে সই করেন বিদ্যুৎ। উপাচার্য হয়ে আসা থেকে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। কর্মজীবনের শেষ দিনেও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হতে পারে, এই আশঙ্কায় আগেভাগেই মহিলা পুলিশ-সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল বিশ্ববিদ্যালয় চত্বরে। পাশাপাশি ছিল বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরাও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “অচিরেই ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ”, মধ্যপ্রদেশে বললেন প্রধানমন্ত্রী  

    PM Modi: “অচিরেই ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ”, মধ্যপ্রদেশে বললেন প্রধানমন্ত্রী  

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁকে হারাতে জোট বেঁধেছে বিজেপি-বিরোধী ২৬টি রাজনৈতিক দল। তবে তাতে যে আগামী লোকসভা নির্বাচনে তাঁর (PM Modi) বিজয়রথ থমকে যাবে, অতিবড় রাজনৈতিক বিশেষজ্ঞও তা বলছেন না। বস্তুত, তিনি নিজেও জানেন চব্বিশের লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসছে বিজেপি। এবং প্রধানমন্ত্রী সেই তিনিই।

    ভারতের অর্থনীতির উত্থান 

    ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ফের একবার প্রকাশ পেল লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের ব্যাপারে তাঁর আত্মবিশ্বাস। ১৭ নভেম্বর মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচন। বুধবার দামোহ শহরে বিজেপি আয়োজিত এক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি (PM Modi) বলেন, “২০১৪ সালের পর দেশের আর্থিক বৃদ্ধির হার দশম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। ২০০ বছর ধরে ভারতে রাজত্ব করা ব্রিটেনের আর্থিক বৃদ্ধিকেও পিছনে ফেলেছে ভারত। ভারতের এই আর্থিক বৃদ্ধি দেখে অবাক হয়েছে বিশ্বের অন্য দেশগুলি। ভবিষ্যতে দেশকে প্রথম তিন বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব।”

    কংগ্রেসকে নিশানা মোদির

    এদিন আরও একবার কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ছত্তিশগড় ও রাজস্থানে এতদিন কংগ্রেসের সরকার ছিল। কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রীরা ক্ষমতা ও কালো টাকার রাজনীতি করেছেন। কংগ্রেস ক্ষমতায় এলে মধ্যপ্রদেশে ৮৫ শতাংশ কমিশনের রাজত্ব কায়েম হবে।” প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেসের রাজীব গান্ধী একবার বলেছিলেন, কেন্দ্র এক টাকা দিলে উপভোক্তাদের কাছে পৌছায় ১৫ পয়সা, বাকি ৮৫ পয়সা নিয়ে নেয় দুর্নীতিগ্রস্তরা। রাজনৈতিক মহলের মতে, ঘুরিয়ে রাজীবের সেই কথাটিই স্মরণ করিয়ে দিলেন বর্তমান প্রধানমন্ত্রী।

    মোদি বলেন, “২০১৪ সালে যখন আমরা সরকার গড়ি, তখন আমি কংগ্রেসের সব দুর্নীতির মেশিনারির টায়ার পাংচার করে দিয়েছিলাম। কংগ্রেসের দুর্নীতির চাকা যাতে আর না গড়ায়, তাই আমরা আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের ত্রিশক্তি তৈরি করেছিলাম।” তিনি (PM Modi) বলেন, “কংগ্রেস প্রেসিডেন্ট রিমোট দ্বারা নিয়ন্ত্রিত হন। তিনি কিছু করতে পারেন না। যখন রিমোট কাজ করে, তখন তিনি সনাতন ধর্মকে অপমান করেন। গতকাল, যখন রিমোট কাজ করেনি, তখন তিনি পাণ্ডবদের কথা বলেছিলেন। বলেছিলেন, বিজেপিতে পঞ্চপাণ্ডব রয়েছে। পাণ্ডবদের পথে চলতে পেরে আমরা গর্বিত।”

    আরও পড়ুুন: জন্মনিয়ন্ত্রণ-নারীশিক্ষা নিয়ে কুরুচিকর মন্তব্য, ক্ষমা চাইলেন নীতীশ কুমার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: একটি আসন, তিন দাবিদার! বিশ্বকাপের সেমিফাইনালে কারা যাবে পাক, আফগান না কিউইরা?

    ICC World Cup 2023: একটি আসন, তিন দাবিদার! বিশ্বকাপের সেমিফাইনালে কারা যাবে পাক, আফগান না কিউইরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে আটটি ম্যাচের আটটিতে জিতে শেষ চার নিশ্চিত করেছে ভারত। সেমিফাইনালে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াও। তিনটি দল বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে যাওয়ায় পড়ে রইল একটিই স্থান। আগামী কয়েক দিনে সেই একটি স্থানের জন্যে লড়াই করবে নিউ জিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান।

    কে কতটা এগিয়ে

    কিউয়িরা শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই ম্যাচ ৯ নভেম্বর। তার পরের দিন আফগানিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই দুই দলকে দেখে নিয়ে নামতে পারবে পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ম্যাচ ১১ নভেম্বর। নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং পাকিস্তান আটটি করে ম্যাচ খেলে ৮ পয়েন্টে দাঁড়িয়ে। অর্থাৎ, একটি জায়গার জন্য মূল লড়াই এই তিন দলের। নেট রান রেটে বাকি দু-দলের চেয়ে অনেকটা এগিয়ে নিউজিল্যান্ড। তবে অ্যাডভান্টেজ বলা যায় না।

    কার সম্ভাবনা বেশি

    নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচে বড় ব্যবধানে জিতলেও ওয়েটিং লিস্টে থাকতে হবে কিউইদের। আফগানিস্তানের ম্যাচ বাকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আফগানদের নেট রান রেট মাইনাসের ঘরে। ফলে নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কাকে হারায়, তাদের নেট রান রেট আরও ভালো হবে। সেই নেট রান রেট ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, সাময়িক লাইফলাইন পেতে পারে আফগানিস্তান। তাতেও নেট রান রেটে তাদের সামনে থাকবে পাকিস্তানও। তিন দলের মধ্যে তুলনামূলক অ্যাডভান্টেজ পাকিস্তানের। নিউজিল্যান্ড, আফগানিস্তানের পরিস্থিতি দেখে শেষ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। তাদের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচের পরই চতুর্থ সেমিফাইনালিস্ট ঠিক হবে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hamas Israel War: গাজার সুড়ঙ্গে মিলল বিদেশি অস্ত্র, আত্মঘাতী বিস্ফোরক বেল্ট, ছবি দিয়ে জানাল ইজরায়েল

    Hamas Israel War: গাজার সুড়ঙ্গে মিলল বিদেশি অস্ত্র, আত্মঘাতী বিস্ফোরক বেল্ট, ছবি দিয়ে জানাল ইজরায়েল

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাস-ইজরায়েল যুদ্ধের (Hamas Israel War) মাসপূর্তি হয়েছে মঙ্গলবারই। এদিনই প্যালেস্তাইনের গাজা স্ট্রিপে ইসলামি জঙ্গি সংগঠন হামাসের ডেরা থেকে উদ্ধার হওয়া অস্ত্র প্রদর্শন করল ইজরায়েল। ইহুদি রাষ্ট্র ইজরায়েলকে ফাঁদে ফেলতে উত্তর গাজায় প্রচুর সুড়ঙ্গ খুঁড়ে রেখেছিল হামাস। মাটির প্রায় ৮০ মিটার গভীরে সরু সুড়ঙ্গপথ। সেথানেই থরে থরে মজুত করেছিল ভিন দেশ থেকে আমদানি কার অস্ত্রশস্ত্র।

    গাজার সুড়ঙ্গে অস্ত্রসম্ভার

    এর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি হ্যান্ড গ্রেনেড আরপিজি-৭, চিনা একে সিরিজের স্বয়ংক্রিয় রাইফেল। ইরানে তৈরি স্বল্পপাল্লার রকেটের পাশাপাশি মজুত করা হয়েছিল প্রচুর পরিমাণ বিস্ফোরকও। বুধবার এক্স হ্যান্ডেলে ইজরায়েলি সেনার তরফে হামাসের ডেরায় উদ্ধার হওয়া অস্ত্রের তালিকার পাশাপাশি ছবি এবং ভিডিও-ও প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছে হাজার দেড়েক হ্যান্ড গ্রেনেড, ৭৬০টি আরপিজি, আত্মঘাতী হামলা চালানোর জন্য বানানো ৪২৭টি বিস্ফোরক ভরা বেল্ট, ৩৭৫টি আগ্নেয়াস্ত্র এবং ১০৬টি রকেট।

    সুড়ঙ্গ থেকে টেনে বের করে মারব

    ইজরায়েলি সেনা জানিয়েছে (Hamas Israel War), গাজা শহরের প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে তারা। চারদিক থেকে ঘিরে ফেলে শুরু হয়েছে বোমাবর্ষণ। হামাসদের সুড়ঙ্গেও ঢুকে পড়েছে তারা। এই সব সঙ্কীর্ণ সুড়ঙ্গগুলির কোনও কোনওটা লম্বায় ৪০-৪১ কিলোমিটার। ইজরায়েলি সেনা জানিয়েছে, সুড়ঙ্গ থেকে টেনে বের করে এনে মারা হবে হামাসদের। এর আগে ফোমের মতো এক ধরনের বোমা দিয়ে সুড়ঙ্গের মুখ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ইজরায়েল। পরে ঠিক হয়, হামাসদের নির্মূল করা হবে। তারা যাতে সুড়ঙ্গ পথে পালাতে না পারে, তাই ঘিরে ফেলা হয়েছে গাজা স্ট্রিপ। সুড়ঙ্গেও ঢুকে পড়েছে ইজরায়েলি সেনা। তারা জানিয়েছে, এই সুড়ঙ্গে ঢুকে হামাস কমান্ডারদের খুঁজে খুঁজে নিকেশ করা হবে। তাদের দাবি, এই সুড়ঙ্গেই লুকিয়ে রয়েছে হামাসের চাঁইরা।

    গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। নৃশংসভাবে হত্যা করা হয় ইহুদিদের। এর পরেই পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত নেয় ইজরায়েল। তার পর থেকে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। ইতিমধ্যেই দু’ তরফে যুদ্ধের বলি হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ (Hamas Israel War)।

    আরও পড়ুুন: জন্মনিয়ন্ত্রণ-নারীশিক্ষা নিয়ে কুরুচিকর মন্তব্য, ক্ষমা চাইলেন নীতীশ কুমার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: ঘুষ নিয়ে প্রশ্ন মামলায় মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ! বিস্ফোরক দাবি নিশিকান্ত দুবের

    Mahua Moitra: ঘুষ নিয়ে প্রশ্ন মামলায় মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ! বিস্ফোরক দাবি নিশিকান্ত দুবের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে কি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে? অন্তত এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এদিন এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে নিশিকান্ত লেখেন, ‘‘আমার অভিযোগের ভিত্তিতে লোকপাল আজ জাতীয় সুরক্ষার বিনিময়ে দুর্নীতি করার অভিযোগে সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।’’

    বিজেপি সাংসদ অভিযোগ করেন, দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানির থেকে অর্থ ও উপহার নিয়ে (Cash For Query Row) তাঁর হয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করা এবং হীরানন্দানিদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সওয়াল করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (Mahua Moitra)। বিজেপি সাংসদের আরও অভিযোগ, সংসদের ওয়েবসাইটে নিজের লগ-ইন আইডি ও পাসওয়ার্ড দর্শন হীরানন্দানিকে দিয়ে তিনি জাতীয় সুরক্ষাকে বিপদের মুখে ফেলেছেন মহুয়া। এই ঘটনায়  প্রথম থেকেই মহুয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সিবিআই তদন্তের দাবি উঠেছিল।

    আরও পড়ুন: এবার মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ‘প্রেমিক’ জয়ের, কী জানালেন থানায়?

    এই একই অভিযোগ (Cash For Query Row) লিখিত আকারে লোকসভার স্পিকার ওম বিড়লাকে করেন নিশিকান্ত। সেখানে মহুয়াকে অবিলম্বে সাসপেন্ড করার দাবিও করেন বিজেপি সাংসদ। নিশিকান্তের অভিযোগের ভিত্তিতে মহুয়া-বিতর্ককে পাঠানো হয় সংসদের স্থায়ী এথিক্স কমিটির কাছে। সেই কমিটি তৃণমূল সাংসদকে তলব করেছিল। সেখানে মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি কমিটির চেয়ারম্যান তথা অন্য সদস্যদের সঙ্গে অত্যন্ত আপত্তিজনক কথা বলেন। এই দাবি করেন ওই কমিটিরই সদস্যা অপরাজিতা সারঙ্গি। এর আগে, কমিটি নিশিকান্ত দুবে ও মহুয়া মৈত্রর প্রাক্তন প্রেমিক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অনন্ত দেহাদ্রাইয়ের সঙ্গেও কথা বলে। মহুয়াকে নিয়ে এথিক্স কমিটির সুপারিশ এখনও জমা পড়েনি লোকসভার স্পিকারের কাছে। সম্ভবত, আগামিকাল, বৃহস্পতিবার এই কমিটির বৈঠকে তা চূড়ান্ত হবে। তার আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিল লোকপাল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Amit Shah: বিদ্যুতের তার জড়াল শাহের প্রচাররথে! রাজস্থানে অল্পের জন্য রক্ষা পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Amit Shah: বিদ্যুতের তার জড়াল শাহের প্রচাররথে! রাজস্থানে অল্পের জন্য রক্ষা পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মঙ্গলবার রাজস্থানে ভোট প্রচারে গিয়ে একটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে অমিত শাহের ‘রথ’। একটি গাড়িকে রথ হিসাবে সাজিয়ে ভোটমুখী রাজস্থানের নাগাউরে প্রচারে বেরিয়েছিলেন শাহ। 

    শাহের কনভয়ে বিদ্যুতের তার

    জানা গিয়েছে, মঙ্গলবার রাজস্থানের নাগৌরে অমিত শাহের কনভয় বিদিয়াড় গ্রাম থেকে পর্বতসারের দিকে যাচ্ছিল। ঘন বসতিপূর্ণ এলাকার মাঝখান দিয়ে যাচ্ছিল শাহের ‘রথ’। রাস্তার দু’পাশে দোকানপাট ও বাড়ি ছিল।শাহের রথ যাত্রায় অংশ নেওয়া একজন সংবাদমাধ্যমকে জানান, রথের উপরের অংশ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। সেই সময় স্পার্কিং হয়। রথটি সেই রাস্তা দিয়ে যাওয়ার পর তারটি ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। এর ফলে রথের পিছনের অন্যান্য যানবাহন সঙ্গে সঙ্গে থেমে যায়। এ ঘটনার পর সঙ্গে সঙ্গে ওই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সেখানে এসে পৌঁছান। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। দুর্ঘটনার পর কনভয়ে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে প্রচার থামাননি অমিত শাহ।  এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্য গাড়িতে করে পর্বতসারে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে শাহ একটি সমাবেশে বক্তব্যও দেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হবে।

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র স্ত্রী-মেয়েকে ডাকবে ইডি! রেশন দুর্নীতির তদন্তে তলবের সম্ভাবনা যে কোনও দিন

    কী বললেন শাহ

    প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন। ৩ ডিসেম্বর মরুরাজ্যের ভোটের ফলাফল ঘোষিত হবে। এই আবহে মঙ্গলবার দলীয় প্রার্থীদের সমর্থনে নাগৌরের কুচামান, মাকরানা এবং পর্বতসারে তিনটি সমাবেশে বক্তৃতা করেন শাহ। তিনি বলেন,  ‘রাজস্থানের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার’ এখন রয়েছে। শাহ বলেন, ‘লাল রং দেখেই রেগে যান মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মুখ্যমন্ত্রী সর্বত্র লাল ডায়েরি দেখেন। দিল্লিতে, সোনিয়া গান্ধী তার ছেলে রাহুল গান্ধীকে লঞ্চ করতে ব্যস্ত। আর রাজস্থানে, অশোক গেহলট তাঁর ছেলে বৈভব গেহলটকে লঞ্চ করতে ব্যস্ত। আর এসবের মাঝে প্রধানমন্ত্রী মোদি চাঁদে তিরঙ্গা উত্তোলন করতে পদক্ষেপ করেছেন।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • North 24 Parganas: মানব পাচারের অভিযোগে এনআইএ-র হাতে গ্রেফতার বারাসতের ব্যবসায়ী

    North 24 Parganas: মানব পাচারের অভিযোগে এনআইএ-র হাতে গ্রেফতার বারাসতের ব্যবসায়ী

    মাধ্যম নিউজ ডেস্ক: মানব পাচারের অভিযোগে বারাসতে (North 24 Parganas) এনআইএ-র হানা। ঘটনায় গ্রফতার করা হয়েছে ১ জন এবং অপর আরও ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। বাংলা ছাড়াও এদিন ত্রিপুরা, অসম, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান সহ ১০ রাজ্যে তল্লাশি চালিয়েছে এনআইএ। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে।

    মানব পাচার তদন্তে এনআইএ (North 24 Parganas)

    মানব পাচারের অভিযোগের ভিত্তিতে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বারাসতেও এদিন অভিযান চালানো হয়। পর্যটন ব্যবসার আড়ালে চলত মানব পাচার। আর এই অভিযোগে বারাসতে ব্যবসায়ীর ফ্ল্যাটে মধ্যরাতে হানা দেয় এনআইএ। ভারত থেকে বাংলাদেশে এই মানব পাচারের করা হতো বলে অভিযোগ উঠেছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। তবে এনআইএ-র অফিসাররা তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত কিছু বলতে চাননি।

    অভিযুক্ত ব্যবসায়ী কে?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসতে ট্যুর ট্রাভেলসের ব্যবসা করেন সঞ্জীব দেব। তাঁর বাড়ি বারাসতের (North 24 Parganas) নবপল্লির ১১ নম্বর রেলগেট সংলগ্ন রমেশ পল্লি ছায়ানট অ্যাপার্টমেন্টে। তাঁর সাজানো গোছানো বিশাল বাড়ি। মধ্যরাতে সেই বাড়ির সামনেই আসে গাড়ি। সেই গাড়ি থেকে নামেন কয়েকজন আধিকারিক। এলাকাবাসীরা জানান, অফিসাররা বাড়ির দরজায় বেল টেপেন। এরপর সঞ্জীবকে একটা কাগজ দেখান এনআইএ-র অফিসাররা। তারপর অফিসাররা বাড়ির ভিতর ঢুকে পড়েন। তখনও পর্যন্ত স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে উঠতে পারেননি ঠিক কী হচ্ছে ওই ব্যবসায়ীর বাড়িতে। পরে জানতে পারেন ওই ব্যবসায়ী নাকি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি একই দিনে বারাসতের নবপল্লিতে আরও এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় এনআইএ-র আধিকারিকরা।

    এনআইএ সূত্রে কী জানা গেলো?

    এনআইএ সূত্র মারফত জানা গিয়েছে, ভারত-বাংলাদেশের মধ্যে মানব পাচারের সঙ্গে যুক্ত ছিলেন সঞ্জীব দেব। তাঁর স্ত্রী জানিয়েছেন, বাড়ির (North 24 Parganas) বিভিন্ন জায়গা তল্লাশি চালিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। বাড়ি থেকে বেশ কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাড়ি থেকে সামান্য কিছুটা দূরেই তাঁদের অফিস। আধিকারিকরা ওই ব্যবসায়ীকে সঙ্গে করে নিয়ে তাঁর অফিসেও তল্লাশি চালান। অপর দিকে ভারত–বাংলাদেশ সীমান্তে পাচার এবং নাশকতা রুখতে বিশেষ পদক্ষেপ করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পাচার রুখতে কড়া পদক্ষেপ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Nitish Kumar: জন্মনিয়ন্ত্রণ-নারীশিক্ষা নিয়ে কুরুচিকর মন্তব্য, ক্ষমা চাইলেন নীতীশ কুমার

    Nitish Kumar: জন্মনিয়ন্ত্রণ-নারীশিক্ষা নিয়ে কুরুচিকর মন্তব্য, ক্ষমা চাইলেন নীতীশ কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্মনিয়ন্ত্রণ ও নারীশিক্ষা নিয়ে বলতে গিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) এহেন মন্তব্যে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। বুধবার বিধানসভায় বিরোধীদের প্রবল চাপের মুখেও পড়েন মুখ্যমন্ত্রী। শেষমেশ বাধ্য হন ক্ষমা চাইতে। নীতীশ বলেন, “আমার কথায় যদিও কারও আঘাত লেগে থাকে, তাহলে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আর যাঁরা আমার ভুল ধরিয়ে দিয়ে সমালোচনা করেছেন, তাঁদের অভিনন্দন জানাই।”

    কী বলেছিলেন নীতীশ?

    নীতীশের মন্তব্যকে ঘিরে বিতর্কের জন্ম হয় বিধানসভায়, মঙ্গলবার। এদিন জন্ম নিয়ন্ত্রণে নারীশিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে অকৃতদার মুখ্যমন্ত্রী বলেন, “বিয়ের পর থেকে পুরুষরা রোজ রাতে সঙ্গমে ইচ্ছুক থাকে। মেয়েরাই পারেন তাঁদের সংযত করতে। তাতেই জন্ম নিয়ন্ত্রণ করা অনেক সহজ।” তিনি (Nitish Kumar) বলেন, “বিহারে নারীশিক্ষার প্রসার হয়েছে। শিশুকন্যা যদি শিক্ষিত হয়, তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণও সহজ হবে। মেয়েদের বিয়ে হলে স্বামীরা রোজ রাতে সঙ্গমে মিলিত হতে চায়। তাতে করে একটি করে সন্তানের জন্ম হয়। কিন্তু পড়াশোনা জানা মেয়েরা সেটা আটকাতে পারে। ফলে জনসংখ্যা বৃদ্ধি ঠেকানো অনেক সহজ হয়ে পড়বে।” এর পরেই সভায় শুরু হয় হট্টগোল।

    কড়া প্রতিক্রিয়া বিজেপির 

    বিজেপির মহিলা নেত্রী নিক্কি হেমব্রম বলেন, “মুখ্যমন্ত্রী একটু পরিশীলিত ভাষায় বললে কী ক্ষতি হত! মহিলাদের সম্পর্কে কোনও সম্মানজ্ঞান নেই তাঁর।” মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছে জাতীয় মহিলা কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে, “নারী স্বাধীনতা ও মহিলাদের পছন্দ-অপছন্দের ক্ষেত্রে এই জাতীয় মন্তব্য অত্যন্ত সংবেদনশীল। আমরা এর তীব্র নিন্দা করছি।” নীতীশের ক্ষমা চাওয়ার দাবিও জানায় কমিশন। দিল্লি কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন স্বাতি মালিওয়ালও মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

    ঘরে-বাইরে চাপের মুখে পড়ে এদিন বিধানসভায় নীতীশ (Nitish Kumar) বলেন, “আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। আমার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি শুধু নারীশিক্ষার কথা বলেছি। আমার বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।”

    আরও পড়ুুন: এবার মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ‘প্রেমিক’ জয়ের, কী জানালেন থানায়?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     

     

  • Ayodhya Deepostsav 2023: রামায়ণের সাত কাণ্ড ফুটে উঠবে সুসজ্জিত ট্যাবলোয়! অযোধ্যায় দীপ উৎসবে চমক

    Ayodhya Deepostsav 2023: রামায়ণের সাত কাণ্ড ফুটে উঠবে সুসজ্জিত ট্যাবলোয়! অযোধ্যায় দীপ উৎসবে চমক

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যার দীপ উৎসবে (Ayodhya Deepostsav 2023) পর্যটন বিভাগ রামায়ণের সাত কাণ্ডের উপর বিশেষ ট্যাবলো প্রদর্শনীর আয়োজন করবে। এই বছরের অযোধ্যায় দীপাবলি উৎসবকে আরও সুন্দর করতে পর্যটন বিভাগ বিশেষ উদ্যোগী হয়েছে। প্রদীপ প্রজ্জ্বলন করে পঞ্চকোসি, ১৪ কোসি এবং ৮৪ কোসি পরিক্রমার বিশেষ রুট সামজিক মাধ্যমে দেওয়া হবে বলে জানা গিয়েছে। মোট ২৪ লাখ প্রদীপে আলোকিত হবে অযোধ্যাধামে। আগত রামভক্ত এবং দর্শনার্থীদের এই অভিনব প্রচেষ্টা চমক দেবে বলে মনে করা হচ্ছে।

    সাত কাণ্ডের প্রদর্শনী (Ayodhya Deepostsav 2023)

    সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশ পর্যটন বিভাগ এবারের দীপাবলিতে রামায়ণের সাত কাণ্ডের অধ্যায় ভিত্তিক ট্যাবলো প্রদর্শনী করবে। আগত সকল দর্শনার্থীদের রামায়ণ এবং রামের যাত্রা সম্পর্কে তথ্যচিত্র তুলে ধরতে পর্যটন বিভাগের এই প্রায়স অনবদ্য হবে বলে মনে করা হচ্ছে। পর্যটন বিভাগের তরফ থেকে আরপি যাদব জানিয়েছেন, দীপ উৎসবের (Ayodhya Deepostsav 2023) পালনের সময় রামায়ণের সাত কাণ্ড অর্থাৎ সাত অধ্যায়ের বিবরণ সম্বলিত প্রভু রামচন্দ্রের জীবন কথা সাতটি ট্যাবলোয় ফুটে উঠবে। রামায়ণের রামচরিত্রের মহৎ গুণাবলীকে প্রত্যেক ট্যাবলোয় ধরা হবে। সেখানে স্থান পাবে রামায়ণের বাল্য কাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্য কাণ্ড, সুন্দর কাণ্ড, কিষ্কিন্ধ্যা কাণ্ড, লঙ্কা কাণ্ড এবং উত্তর কাণ্ডের মধ্যে প্রভু রামের জীবনপর্ব।

    রুট কেমন হবে?

    অযোধ্যার দীপ উৎসবে (Ayodhya Deepostsav 2023) এই সাত কাণ্ডের প্রদর্শনীর ট্যাবলো একটি বিশেষ রুট ধরে করা হবে। নানা ছবি, শিল্প কারুকার্য এবং তথ্য সম্বলিত চিত্রের মাধ্যমে রামায়ণ সম্পর্কে বিশেষ জ্ঞানকে উপস্থাপন করা হবে। সূত্রে জানা গিয়েছে সাকেত মহাবিদ্যালয় থেকে যাত্রা পথ শুরু হবে এবং একে একে প্রত্যেক কাণ্ডের প্রদর্শনীর পর নতুনঘাট পর্যন্ত গিয়ে শেষ হবে রুট। রামায়ণে বর্ণিত পৌরাণিক ও ঐতিহাসিক স্মৃতির চিত্র সজ্জিত থাকবে এই রুটে।

    ৭ লাখ প্রদীপের পথ নির্দেশিকা

    ভারতের প্রাচীন নগরগুলির মধ্যে অযোধ্যা অন্যতম নগর। রামায়ণের বর্ণিত এই অযোধ্যা হল প্রভু রামের জন্মস্থল। ভারতের দীপাবলি উৎসবের মধ্যে এই শহরের দীপ উৎসব (Ayodhya Deepostsav 2023) জগত খ্যাতির গুণে সমৃদ্ধ। এই বছর ২৪ লাখ মাটির প্রদীপে সেজে উঠবে রামনগরী অযোধ্যা। উত্তর প্রদেশ রাজ্যের পর্যটন বিভাগ এবার ৭ লাখ দীপ প্রজ্বলন করে সাত কাণ্ড রামায়ণ প্রদর্শনীর পথনির্দেশিকার আয়োজন করবে বলে জানা গিয়েছে। পর্যটন বিভাগের এই প্রচেষ্টা ভক্ত মহলে তীব্র উন্মাদনার সৃষ্টি করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: এবার মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ‘প্রেমিক’ জয়ের, কী জানালেন থানায়?

    Mahua Moitra: এবার মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ‘প্রেমিক’ জয়ের, কী জানালেন থানায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরটা খুব একটা ভালো যাচ্ছে না কৃষ্ণনগরের সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্রর (Mahua Moitra)! কিছু দিন আগেই তাঁকে মুখোমুখি হতে হয়েছে সংসদের এথিক্স কমিটির। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে মহুয়াকে তলব করেছিল এথিক্স কমিটি। এবার তৃণমূলের এই নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই প্রাক্তন ‘প্রেমিক’ সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই। দায়ের করা অভিযোগে দেহাদ্রাই জানান, ভয় দেখানোর উদ্দেশ্যেই তাঁর বাড়িতে ‘অনুপ্রবেশ’ করেছিলেন মহুয়া। সুপ্রিম কোর্টের এই আইনজীবীর অভিযোগ, ৫ ও ৬ নভেম্বর না জানিয়েই তাঁর বাড়িতে এসেছিলেন তৃণমূল নেত্রী।

    মহুয়ার বিরুদ্ধে অভিযোগ

    তৃণমূল নেত্রীর বিরুদ্ধে দিল্লি থানায় দায়ের করা অভিযোগপত্রে দেহাদ্রাই লিখেছেন, গত ৫ নভেম্বর সকাল ১১টা নাগাদ ও ৬ নভেম্বর সকাল ৯টা নাগাদ সাংসদ মহুয়া মৈত্র কাউকে কিছু না জানিয়েই আমার বাড়িতে আসেন। এভাবে (মহুয়া) মৈত্রর আমার বাড়িতে আসার কারণ হিসেবে মনে হচ্ছে, তিনি আমার বিরুদ্ধে আবার কোনও ভুয়ো প্রতারণামূলক অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর অভিযোগ, তাঁকে ভয় দেখানোর অভিপ্রায় নিয়েই তাঁর বাড়িতে অনুপ্রবেশ করেছিলেন মহুয়া (Mahua Moitra)। তাঁর সংযোজন, “মহুয়া মৈত্রর প্রতারণামূলক ও মিথ্যে অভিযোগ সম্পর্কে আমি আগেই দিল্লির পুলিশ কমিশনারকে জানিয়েছি। তবে তাঁর এই অনুপ্রবেশে ভয় পেয়েছেন আমার বাড়ির কর্মীরা। আর এই ঘটনা থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে কেন একজন দাবি করেছিলেন আমার সঙ্গে তাঁর একটি উত্তেজনাপূর্ণ অতীত রয়েছে। আমার বাসভবনে ইচ্ছাকৃতভাবে এসেছেন মহুয়া। তাও আবার দু’দিন।”

    আইনজীবীর ভয়ের কারণ

    সুপ্রিম কোর্টের এই আইনজীবী তাঁর বয়ানে জানিয়েছেন, পিনাকি মিশ্রর গাড়িতে করে একদিন তাঁর বাড়িতে এসেছিলেন মহুয়া। পরের দিন এসেছিলেন বিধায়ক বিবেক গুপ্তর সাদা ইনোভা গাড়িতে চড়ে। তিনি লিখেছেন, “আমার ভয়ের কারণ হল মহুয়া আমার পোষ্য হেনরির অজুহাতে সম্পর্ক গড়ে তুলতে আমার বাড়িতে চলে আসছে। বিষয়টি আমার কাছে ধাঁধার মতো লাগছে। কারণ কোনও আমন্ত্রণ ছাড়াই ওঁর এভাবে আমার বাড়িতে চলে আসাটা বেশ রহস্যজনক। মহুয়া মৈত্র ও তাঁর সহচর শারীরিকভাবে আমার ক্ষতি করার চক্রান্ত করছেন বলে মনে হচ্ছে।” প্রসঙ্গত, সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছিলেন, দেহাদ্রাই তাঁকে যে চিঠি দিয়েছিলেন, তার ভিত্তিতেই তিনি মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ জানিয়েছিলেন।

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র স্ত্রী-মেয়েকে ডাকবে ইডি! রেশন দুর্নীতির তদন্তে তলবের সম্ভাবনা যে কোনও দিন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share