Tag: Madhyom

Madhyom

  • Dilip Ghosh: ‘‘এত বড় শিল্পপতিকে ওখান থেকে সরানো ঠিক হয়নি’’, সিঙ্গুর ইস্যুতে প্রতিক্রিয়া দিলীপের

    Dilip Ghosh: ‘‘এত বড় শিল্পপতিকে ওখান থেকে সরানো ঠিক হয়নি’’, সিঙ্গুর ইস্যুতে প্রতিক্রিয়া দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘এত বড় শিল্পপতিকে ওখান থেকে সরানো ঠিক হয়নি’’, সিঙ্গুর ইস্যুতে ঠিক এই প্রতিক্রিয়াই শোনা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে। প্রসঙ্গত, গতকালই সিঙ্গুর থেকে টাটাকে উচ্ছেদ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে ১,৩০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আরবিট্রাল ট্রাইব্যুনাল। তিন সদস্যের ট্রাইব্যুনালের নির্দেশ, ক্ষতিপূরণ হিসেবে টাটাকে এই টাকা দেবে ‘পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম’। উল্লেখ্য, রাজ্য থেকে ন্যানো বিদায়ের ১৫ বছর পরে সিঙ্গুর মামলায় ধাক্কা খেল মমতা সরকার। ট্রাইব্যুনালের নির্দেশ, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত টাটা মোটরসকে সুদ দিতে হবে। ৭ বছরে ১১ শতাংশ সুদ ধরলে ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়ায় ১,৩০০ কোটি টাকা। শুধু তাই নয়, মামলার খরচ চালানোর জন্য টাটাকে বাড়তি ১ কোটি টাকা দেওয়ার নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে সিঙ্গুরের। গতকাল ট্রাইব্যুনালের এই নির্দেশের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিরোধীরা। এ প্রসঙ্গে পূর্বতন সিপিএম সরকার এবং বর্তমানে তৃণমূল সরকারকে একযোগে এদিন নিশানা করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

    সিপিএম-তৃণমূলকে একযোগে নিশানা দিলীপের

    দিলীপ ঘোষের (Dilip Ghosh) মতে, ‘‘এরা (সিপিএম-তৃণমূল) রাজনৈতিক স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সমাজ বা দেশের কোনও লাভ হয়নি। এত বড় শিল্পপতিকে ওখান থেকে সরানো ঠিক হয়নি। তিন ফসলি জমি দেওয়াটাও ঠিক হয়নি আবার সেই জমিকে বন্ধ করে দিয়ে বেকার করে দেওয়ার কোনও মানে হয় না। সিপিএমও করেছে নিজের রাজনৈতিক স্বার্থে, টিএমসিও করেছে তাই। তার ফল ভুগতে হয়েছে সাধারণ মানুষকে। চাকরিও গেল, ব্যবসা গেল, জমিও গেল। এখন টাকাও যাবে! এর দায়টা কে নেবে? এর জন্য মানুষের কাছে  ক্ষমা চাইতে হবে এদের।’’

    সিঙ্গুর মামলার বর্তমান স্থিতি

    অন্যদিকে, সিঙ্গুর মামলার বর্তমান স্থিতি সম্পর্কে আইনজ্ঞদের বক্তব্য হল যে ট্রাইব্যুনালের এই রায়ের পর উচ্চতর আদালতে আবেদন করার রাস্তা বজায় থাকছে রাজ্যের। তবে আবেদন করতে গেলে রাজ্য সরকারকে মোট ক্ষতিপূরণের ৫০ শতাংশ অর্থ আগে জমা দিতে হবে। আবার তারপরেও ট্রাইব্যুনালের এই নির্দেশ যে উচ্চতর আদালত খারিজ করে দেবে, এমন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে! কারণ অতীতের রায়গুলিতে এমনটা দেখা যায়নি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lionel Messi: হালান্ড-এমবাপেকে ছাপিয়ে অষ্টম বালোঁ দ’র পুরস্কার জিতলেন লিওনেল মেসি

    Lionel Messi: হালান্ড-এমবাপেকে ছাপিয়ে অষ্টম বালোঁ দ’র পুরস্কার জিতলেন লিওনেল মেসি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালে ফুটবলের বালোঁ দ’র পুরস্কার জিতলেন লিওনেল মেসি (Lionel Messi)। এটা তাঁর অন্যতম রেকর্ডও বটে। কারণ এই পুরস্কার তিনি ৮ বারের জন্য জিতলেন।  ফুটবলের ব্যক্তিগত মর্যাদার অন্যতম বড় পুরস্কার হল বালোঁ দ’র। ২০২৩ সালে মেসির এই পুরস্কার জেতার অন্যতম কারণ হল, গত বছরের ফিফা বিশ্বকাপ। ২০২২ সালের কাতার বিশ্বকাপে মেসি আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন। বিশ্বকাপের সাতটি গোল্ড এবং তিনটি অ্যাসিস্ট করার জন্য গোল্ডেন বল জিতেছিলেন মেসি। ৩০ অক্টোবর ফ্রান্সে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে লিওনেল মেসির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ সালে বালোঁ দ’র  পুরস্কার জিতেছিলেন লিও মেসি (Lionel Messi)।

    মেসির প্রতিযোগী ছিলেন আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপে

    বালোঁ দ’র পুরস্কার জেতার ক্ষেত্রে মেসির (Lionel Messi) প্রতিযোগী ছিলেন আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপে। ম্যানচেস্টার সিটির হয়ে গত মরসুমে ৫৩টি গোল করেছিলেন হালান্ড। অন্যদিকে ফ্রান্সকে গত বিশ্বকাপে ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন এমবাপে। ফাইনালে ফ্রান্সকে ঘুরেও দাঁড় করান তিনি। কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট তাই দখলে যায় এমবাপের। তবে হালান্ড এবং এমবাপেকে ছাপিয়ে মেসি এই পুরস্কার জিতলেন।

    পুরস্কার জেতার পরে কী বললেন মেসি?

    পুরস্কার জেতার পরে মেসি (Lionel Messi) বলেন, এদিন পুরস্কার জেতার পরে মেসি বলেন, ‘‘মুহূর্তটা উপভোগের জন্য এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। বিশ্বকাপ জেতাটা ছিল আমার স্বপ্ন। এটা খুবই বিশেষ ব্যাপার ছিল যে, অন্য দেশের মানুষরাও চেয়েছে আর্জেন্তিনা বিশ্বকাপ জিতুক।’’ মেসি আরও বলেন, ‘‘আমার এমন কেরিয়ার আমি স্বপ্নেও ভাবিনি। আমি যা অর্জন করেছি তা করার জন্য আমার ভাগ্য দারুণ সুপ্রসন্ন ছিল। আমি বিশ্বের সেরা দলে খেলেছি, ইতিহাসের সেরা দলে খেলেছি। এটা আমার জন্য ট্রফি জেতা এবং ব্যক্তিগত পুরস্কার জেতার কাজটাকে সহজ করেছে।’’

    এদিন ছিল আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার জম্মদিন। মেসি তাঁর বালোঁ দ’র সম্মান প্রয়াত কিংবদন্তী ফুটবলার দিয়েগো মারাদোনাকে উৎসর্গ করেন। দিয়েগোর জম্মদিন স্মরণ করে মেসি বলেন, ‘‘হ্যাপি বার্থডে লেজেন্ড। এই ট্রফি তোমার জন্য।’’

    কে কোন পুরস্কার জিতলেন? 

        বর্ষসেরা পুরুষ খেলোয়াড়- লিওনেল মেসি
        বর্ষসেরা মহিলা ফুটবলার- আইতানা বোনামাতি
        পুরুষদের বর্ষসেরা ক্লাব- ম্যানচেস্টার সিটি
        মহিলাদের বর্ষসেরা ক্লাব-বার্সেলোনা
        সেরা গোলরক্ষক- এমিলিয়ানো মার্তিনেজ
        গার্ড ‍মুলার ট্রফি- এরলিং হালান্ড
        সক্রেটিস অ্যাওয়ার্ড- ভিনিশিয়াস জুনিয়র
        কোপা ট্রফি (অনূর্ধ্ব ২১ বছর বয়সী সেরা খেলোয়াড়)- জুড বেলিংহাম

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Benjamin Netanyahu: ‘‘হামাস ইজরায়েলের কাছে আত্মসমর্পণ করলে তবেই যুদ্ধ থামবে’’, সাফ জানালেন নেতানিয়াহু

    Benjamin Netanyahu: ‘‘হামাস ইজরায়েলের কাছে আত্মসমর্পণ করলে তবেই যুদ্ধ থামবে’’, সাফ জানালেন নেতানিয়াহু

    মাধ্যম নিউজ ডেস্ক: ৭ অক্টোবর শুরু হয়েছিল। সেই থেকে শুরু হয়েছিল ইজরায়েল-হামাস যুদ্ধ (Israel Hamas War)। মাস শেষ হতে চলল। এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। আর হামাসকে নির্মূল না করা পর্যন্ত যে এই লড়াই থামবে না, তা ফের একবার স্পষ্ট করে দিল ইজরায়েল। গাজায় সংঘর্ষবিরতির আবেদনের জবাবে এদিন বেঞ্জামিন নেতাহিয়াহু (Benjamin Netanyahu) সাফ জানিয়ে দিলেন, লড়াই থামানোর প্রশ্নই নেই। ইজরায়েলি প্রধানমন্ত্রীর মতে, এখন যুদ্ধ থামানোর অর্থ হল হামাসের কাছে মাথা নত করা।

    হামাসকে নিশ্চিহ্ন করার ডাক ইজরায়েলের

    প্রায় একমাস গড়াতে চলল ইজরায়েল-হামাস যুদ্ধ (Israel Hamas War)। ৭ অক্টোবর ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিতে হামলা চালায় হামাস। প্যালেস্তেনীয় জঙ্গিগোষ্ঠী হামাসের হামলায় অন্তত পক্ষে ১৪০০ ইজরায়েলির মৃত্যু হয়। এই হামলার পরই, হামাসকে চিরতরে নিশ্চিহ্ন করার ডাক দেন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। সেই থেকে হামাসের ঘাঁটি গাজায় চলছে ইজরায়েলি প্রত্যাঘাত। অহরহ বোমাবর্ষণ করে চলেছে ইজরায়েলি বায়ুসেনা। সেই সঙ্গে গাজায় ঢুকে যুদ্ধ শুরু করেছে ইজরায়েল বাহিনী। যুদ্ধট্যাঙ্ক দিয়ে স্থলাভিযান শুরু করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস বা সংক্ষেপে আইডিএফ। এই দুয়ের জেরে প্রায় ধ্বংসস্তূপে পরিণত উত্তর গাজা। এখনও পর্যন্ত দুপক্ষের মিলিয়ে ৮ হাজার বেশি সংখ্যর মানুষ প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যাও হাজার হাজার। 

    ‘‘হামাস আত্মসমর্পণ করল তবেই যুদ্ধে ছেদ’’

    এই পরিস্থিতিতে, ইজরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ সহ বিশ্বের একাধিক শান্তিকামী সংগঠন ও দেশ। কিন্তু, এর জবাবে, ইজরায়েল সাফ জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে যুদ্ধ (Israel Hamas War) বন্ধ করার কোনও প্রশ্নই নেই। যুদ্ধবিরতির আবেদন পত্রপাঠ প্রত্যাখ্যান করে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। এদিন নেতানিয়াহু বলেন, “গাজায় যুদ্ধবিরতি হবে না। এখন যুদ্ধবিরতি করার মানে হল হামাসের কাছে আত্মসমর্পণ করা। যুদ্ধবিরতি ঘোষণা করলে মনে হবে হামাসের কাছে ইজরায়েলি শক্তি আত্মসমর্পণ করছে।” তাঁর আরও ঘোষণা, “সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করা হবে না। এই যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত লড়াই করবে। হামাস যদি ইজরায়েলের কাছে আত্মসমর্পণ করে তবেই একমাত্র যুদ্ধবিরতি হতে পারে।”

    এখনও পণবন্দি ২৩০ ইজরায়েলি

    ইজরায়েলি প্রধানমন্ত্রী (Benjamin Netanyahu) জানিয়েছেন, এখনও ২৩০ জন ইজরায়েলি পণবন্দি হামাসের কব্জায় রয়েছেন। ওই পণবন্দিদের ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস। তাঁদের মুক্তিই হল ইজরায়েলি বাহিনীর প্রাথমিক লক্ষ্য। এর পাশাপাশি, গাজা থেকে হামাসকে নিশ্চিহ্ন করার দায়িত্বও রয়েছে তাদের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Afghanistan vs Sri Lanka: এবার শ্রীলঙ্কা-বধ আফগানিস্তানের, সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখলেন রশিদরা

    Afghanistan vs Sri Lanka: এবার শ্রীলঙ্কা-বধ আফগানিস্তানের, সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখলেন রশিদরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ড-পাকিস্তান-শ্রীলঙ্কা। তিনটেই বিশ্ব ক্রিকেটের সমীহ জাগানো নাম। তিনজনই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। এই তিন দলকে আফগান-দূর্গে এসে পরাজয়ের মুখ দেখতে হলো। পরপর তিন প্রাক্তন বিশ্বল চ্যাম্পিয়ন দলকে হেলায় হারিয়ে বিশ্ব ক্রিকেটে তাক লাগিয়ে দিয়েছে আফগানিস্তান। সবচেয়ে বড় কথা, একই বিশ্বকাপে (ICC World Cup 2023) এই তিন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়ে নজির গড়ল আফগান দল (Afghanistan vs Sri Lanka)।

    সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা!

    ইংল্যান্ডকে হারনোর পর, মাধ্যম জানিয়েছিল, আফগানিস্তানের জয়কে আর যাই হোক, অঘটন বলে খাটো করা যাবে না। সোমবার সেটাই প্রমাণ করলেন রশিদ খান-রা। এদিন প্রায় হেলায় শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে দেয় আফগানিস্তান (Afghanistan vs Sri Lanka)। এই জয়ের ফলে, বিশ্বকাপের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এল তারা। বর্তমানে ৬ ম্যাচে তাদের ৬ পয়েন্ট রয়েছে। এখনও তাদের তিন ম্যাচ বাকি। ফলে, সেমিফাইনালে পৌঁছনোর রাস্তা খোলা রয়েছে। সেই স্বপ্ন দেখতেই পারেন রশিদ-নবি-মুজিব-রা। যদিও, সেই রাস্তা অনেক অনেক কঠিন। কিন্তু, স্বপ্ন সেই সফল করে, যে স্বপ্ন দেখে। 

    সাত উইকেটে সহজ জয়

    সোমবার পুণেতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। প্রথমে বল হাতে শ্রীলঙ্কাকে ২৪১ রানে অল আউট করে আফগানরা। বল হাতে দুরন্ত ছিলেন ফজলহক ফারুকি। ৩৪ রানের বিনিময়ে তুলে নেন বিপক্ষের চার উইকেট। এছাড়া, মুজিব নেন ২ উইকেট। এর পর ব্যাট হাতেও পরিপক্কতার ছাপ। শূন্য রানে ওপেনার গুরবাজ আউট হলেও, কখনই নিজেদের ওপর চাপ বসতে দেয়নি আফগান ব্যাটাররা (Afghanistan vs Sri Lanka)। তিন ব্যাটার অর্ধশতরান করেন। রহমত শাহ করেন ৬২, অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি (অপরাজিত ৫৮) ও আজমাতুল্লা ওমরজাই (অপরাজিত ৭৩)। মাত্র তিন উইকেটেই প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানরা।

    নজর কাড়ছে আফগানদের টিমওয়ার্ক

    গত বিশ্বকাপ ভালো কাটেনি আফগানদের। একটিও ম্যাচ জিততে পারেননি। কিন্তু, ২০২৩ সালের বিশ্বকাপে, এক অন্য আফগান বাহিনীকে দেখছে গোটা ক্রিকেট-বিশ্ব। যে দল এবারের বিশ্বকাপের (ICC World Cup 2023) অনেক হিসেব-নিকেষ উল্টে দিচ্ছে। বদলে দিচ্ছে সমীকরণ (Afghanistan vs Sri Lanka)। যে দলটা ২০১৯ ওডিআই বিশ্বকাপের একটি ম্যাচও জেতেনি, চার বছর পর তারাই রোমাঞ্চকর প্রত্যাবর্তন করেছে। সকলকে চমকে দিয়ে বিশ্বকাপের হিসাব-নিকেষই বদলে দিয়েছে আফগানিস্তান। আফগানদের থেকে এত পরিণত ক্রিকেটের আশা কেউ করেননি। আর সেটাই করে দেখাচ্ছে তারা। প্রতিটা ম্যাচে টিমওয়ার্ক বা দলগত অবদান ধরা পড়ছে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pakistan Cricket: পাক ক্রিকেটে দোলাচল! বিশ্বকাপ চলাকালীন ইস্তফা দিলেন প্রধান নির্বাচক ইনজামাম

    Pakistan Cricket: পাক ক্রিকেটে দোলাচল! বিশ্বকাপ চলাকালীন ইস্তফা দিলেন প্রধান নির্বাচক ইনজামাম

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ODI World Cup 2023) মাঝেই পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) মুখ্য নির্বাচকের পদ থেকে ইস্তফা দিলেন ইনজামাম উল হক। সোমবার পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে একথা জানান হয়। চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) পারফরম্যান্স নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। পরপর চার ম্যাচ হেরে বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার দোরগোড়ায় পাকিস্তান। এমন পরিস্থিতিতে ইনজামামের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনার পরেই সোমবার, ৩০ অক্টোবর নিজের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। 

    কেন ইস্তফা দিলেন ইনজামাম

    পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইনজামাম এমন একটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন, যেটির মালিক ক্রিকেটারদের এক এজেন্ট। ফলে ক্রিকেটারদের নির্বাচনে সেই ব্যক্তির হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।  ‘ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে একটি কোম্পানির অংশীদার ইনজামাম। সেই কোম্পানির মালিক তালহা রেহমানি। এই রেহমানি বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি-সহ পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটারের এজেন্ট। প্রশ্ন উঠেছিল, ইনজামামের সূত্রে পাকিস্তানের দল নির্বাচনে হাত থাকতে পারে রেহমানির। বিশেষত, গত কয়েক দিনে পাক বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বার্ষিক চুক্তি ঘিরে বিতর্ক যেখানে তুঙ্গে, সেখানে এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়।

    পাক বোর্ডের তরফে জানা গিয়েছে, বিশ্বকাপের দল নির্বাচনে রেহমানির কোনও হাত রয়েছে কি না, তা জানতে পাঁচ সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী দিনে বিষয়টি তদন্ত করে দেখে বোর্ডকে জানাবে। ইনজামাম বলেছেন, “বোর্ডের তরফে আমাকে ফোন করে এই কমিটির কথা জানানো হয়েছে। আমি কমিটির সদস্যদের সঙ্গে কথা বলতে রাজি। আমিই বোর্ডকে বলেছিলাম, পদত্যাগ করাই সবচেয়ে ভাল। সব ঠিক হলে তার পরে আবার বোর্ডের সঙ্গে কথা বলব।”

    আরও পড়ুন: পাক-ভূমে যাবে না ভারত! পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাহলে খেলবে কোন কোন দেশ?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Champions Trophy 2025: পাক-ভূমে যাবে না ভারত! পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাহলে খেলবে কোন কোন দেশ?

    Champions Trophy 2025: পাক-ভূমে যাবে না ভারত! পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাহলে খেলবে কোন কোন দেশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন কোন দল খেলবে তা জানিয়েছে আইসিসি। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু পাকিস্তান আয়োজন করবে তাই সেখানে ভারতের অংশগ্রহণ করার সম্ভবনা কম। কারণ সীমান্তে সমস্যার জন্য কোনওভাবেই পাক-ভূমে খেলতে যেতে নারাজ ভারত।

    কোথায় হবে খেলা

    ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের জন্যই এশিয়া কাপ হাইব্রিড মডেলে খেলা হয়েছে। ভারত পাকিস্তানে খেলতে যায়নি। অন্যদিকে বিশ্বকাপ নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। পরে অবশ্য পিছিয়ে আসে পাকিস্তান। তারা বিশ্বকাপ খেলতে ভারতে আসতে অস্বীকার করলেও পরে তাদের আসতে হয়েছে। তবে পাকিস্তান তাদের সিদ্ধান্ত বদলালেও ভারত তাদের সিদ্ধান্ত অনড় থাকবে। তবে, ভারত না গেলে আইসিসি নিজেদের স্বার্থেই প্রতিযোগিতার স্থান পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে ফের খেলা হতে পারে হাইব্রিড মডেলেই। সেক্ষেত্রে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরবআমিরশাহী সঠিক ভেন্যু হতে পারে। ইউরোপের দেশগুলোকেও বেছে নেওয়া হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য।

    আরও পড়ুন: ২০০৩ সালে ডারবানের পর ২০২৩-এ লখনউ, ২০ বছর পর বিশ্বকাপে ইংল্যান্ড বধ ভারতের

    খেলবে কারা

    ভারত শেষবার ২০১৩ সালে চ্য়াম্পিয়ন্স ট্রফি জেতে। ২০১৭ সালে ফাইনালে ভারত হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে। ইতিমধ্যেই আইসিসি জানিয়েছে, ভারতে চলতি বিশ্বকাপ থেকে পাওয়া যাবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ।

    এই টিকিট পাবে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে পয়েন্ট টেবলের প্রথম ৭টি দল। ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা ৪টি দল ছাড়াও আরও তিনটি দল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে। মোট ৮টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। তার মধ্যে পাকিস্তান যেহেতু আয়োজক তাই সরাসরি বাবর আজমরা ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Primary Recruitment Scam: গৌতম পালের রক্ষাকবচের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, জেরা করতে পারবে সিবিআই?

    Primary Recruitment Scam: গৌতম পালের রক্ষাকবচের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, জেরা করতে পারবে সিবিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি সুপ্রিম কোর্টে পেলেন না রক্ষাকবচ। এবার শিক্ষক দুর্নীতি (Primary Recruitment Scam) নিয়োগের তদন্তে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে সভাপতিকে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন পর্ষদের সভাপতি গৌতম পাল এবং উপ সচিব পার্থ কর্মকার। সোমবার তাঁদের আবেদন খারিজ হয়। এবার কি হেফাজতে নিয়ে জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

    খারিজ হল পর্ষদ সভাপতির রক্ষাকবচ

    প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) গত ১৮ অক্টোবর পর্ষদের সভাপতি গৌতম পালকে (Gautam Pal) জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাবাদ করার কথাও বলেছিলেন বিচারপতি। আর হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিশেষ রক্ষাকবচ চেয়ে সুপ্রিমকোর্টে আবেদন করেছিলেন গৌতম পাল। কিন্তু আজ এই আবেদনকে খারিজ করে দেন বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার।

    পর্ষদের বিরুদ্ধে অভিযোগ কী

    সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার উত্তরপত্র স্বরূপ ওএমআরশিট দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল ‘এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে’। ইতিমধ্যে সংস্থার কর্ণধার কৌশিক মাজিকে নিজাম প্যালেসে ডেকে দুর্নীতি (Primary Recruitment Scam) তদন্তের জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপর মামলাকারীর আইনজীবী জানান, উত্তরপত্র শিটের ডিজিটাল ফরম্যাটের তথ্যে অনেক ভুল রয়েছে। আদালতে যে নথি উত্তরপত্রের শিট বলে জমা করেছে পর্ষদ, তা আদতে ত্রুটিপূর্ণ। ওএমআর শিট রূপে যা দেখানো হয়েছে, তা কার্যত ডিজিটাল ফরম্যাট নয়, হাতে টাইপ করা শিট। আর এতেই দুর্নীতির বিষয়কে অনুমান করা হচ্ছে। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে টেটে পরীক্ষার উত্তরপত্রের রিপোর্ট জমা করে পর্ষদ।

    পর্ষদ আইনজীবীর বক্তব্য

    পর্ষদ সভাপতি গৌতম পালের (Gautam Pal) আইনজীবীর বক্তব্য, “২০১৪ থেকে ২০১৭ সাল সময় পর্বের নিয়োগ প্রক্রিয়ার তদন্ত চলছে। কিন্তু বর্তমান পর্ষদ সভাপতির কাজ কী?”  এই প্রেক্ষিতে, সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। তবে, গৌতম পালের রক্ষাকবচের আবেদন গ্রাহ্য করেনি বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, যদি তদন্তে সবরকম সহযোগিতা করা হয় তাহলে গ্রেফতারের আশঙ্কা কেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jyotipriya Mallick: নথি হাতে সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয়ের দাদা দেবপ্রিয়! কী নিয়ে গেলেন তিনি?

    Jyotipriya Mallick: নথি হাতে সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয়ের দাদা দেবপ্রিয়! কী নিয়ে গেলেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: মন্ত্রী-কন্যা প্রিয়দর্শিনীর পর সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে হাজির হলেন জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) দাদা দেবপ্রিয় মল্লিক। সকাল পৌনে ১০টা নাগাদ ইডি দফতরে পৌঁছন তিনি। দেবপ্রিয় পেশায় চিকিৎসক। ইডির তরফে তাঁর কাছে বেশ কিছু তথ্য চাওয়া হয়। সেই সব বিভিন্ন নথি নিয়েই সিজিও কমপ্লেক্সে হাজির হন মন্ত্রীর দাদা। 

    এক ঘণ্টা ইডির দফতরে 

    ইডি সূত্রে খবর, সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডিকে একটি এক পাতার চিঠি জমা দিয়ে এসেছেন দেবপ্রিয়। সোমবার সকাল ১০টা নাগাদ তিনি ইডি দফতরে যান। ১১টার পর বেরিয়ে আসেন। সিজিও থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দেবপ্রিয়। তিনি জানান, একটি চিঠি ইডি দফতরে তিনি জমা দিয়েছেন। আগেও এই চিঠি জমা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। রবিবার তা নিয়ে সিজিওতে এসেছিলেন মন্ত্রী-কন্যা (Jyotipriya Mallick) প্রিয়দর্শিনী। তদন্তকারী অফিসার না থাকায় রবিবার ইডিকে চিঠি দেওয়া যায়নি। তাই সোমবার দেওয়া হয়।

    কী আছে চিঠিতে

    কী আছে সেই চিঠিতে? এ প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, ‘‘সেটা বলতে পারবে জ্যোতিপ্রিয় মল্লিক আর ইডি। ইডিকে গিয়ে জিজ্ঞাসা করুন।’’জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য সংক্রান্ত কোনও বিষয়েও মুখ খুলতে রাজি হননি দেবপ্রিয়। তাঁর ভাই কেমন আছেন, তাঁকে সোমবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে কি না, সে সব প্রশ্নের জবাবে মন্ত্রীর দাদা বলেন, ‘‘সেটা হাসপাতালকে জিজ্ঞাসা করলে ভাল হয়।’’ আর কোনও কথা না বলে গাড়িতে উঠে পড়েন তিনি। সোমবার ইডি দফতরে গিয়েছেন জ্যোতিপ্রিয়ের (Jyotipriya Mallick) আপ্তসহায়ক অমিত দে-ও। নথি নিয়ে সিজিওতে ঢোকেন তিনি। ঢোকার আগে বলেন, ‘‘আমার কাছ থেকে একটা নথি চেয়েছিল। আমার বাড়ির দলিলের একটা কাগজ দিতে এসেছি।’’ 

    আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক! আজই কি ইডি হেফাজতে জ্যোতিপ্রিয়?

    রেশন ‘দুর্নীতি’র অভিযোগে শুক্রবার গ্রেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয়কে (Jyotipriya Mallick)। তার আগে বৃহস্পতিবার তাঁর সল্টলেকের দু’টি ফ্ল্যাটে চলে ম্যারাথন তল্লাশি। ইতিমধ্যেই ইডি দাবি করেছে, শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড, এই ৩টি কোম্পানি নিয়ন্ত্রণ করতেন স্বয়ং জ্যোতিপ্রিয়। তাঁর স্ত্রী মণিদীপা, মেয়ে প্রিয়দর্শিনী, প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস ও তাঁর পরিবার, মন্ত্রীর শ্যালক অশোক সেন, বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাস-সহ অন্তত ১০ জন এই ৩টি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ration Scam: রেশন দুর্নীতির উৎসে পৌঁছতে ইডির নজরে ২৫টি মোবাইলের তথ্য, কী আছে তাতে?

    Ration Scam: রেশন দুর্নীতির উৎসে পৌঁছতে ইডির নজরে ২৫টি মোবাইলের তথ্য, কী আছে তাতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশনের (Ration Scam) খাদ্য বণ্টন দুর্নীতির ছকের মূল কাণ্ডারি কে? এই তথ্য সন্ধান করতে, এবার ইডির নজরে ২৫টি মোবাইল। সূত্রের খবর, কীভাবে দুর্নীতির ছক কষা হয়েছিল? প্রকৃত মাথা কে? সেই সম্পর্কে জানতেই মোবাইলে থাকা তথ্যের খোঁজ করা হচ্ছে। এই মোবাইলগুলি হল, ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ বাকিবুর রহমানের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের। ইডির আরও দাবি, এই দুর্নীতির মাধ্যমেই কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে।

    নজরে ২৫ টি মোবাইল (Ration Scam)

    ইডি সূত্রের দাবি, দুর্নীতির (Ration Scam) বড় পরিকল্পনা, উৎসের মাথা সন্ধানে এই মোবাইলগুলির চ্যাট এবং কলগুলি বেশ গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে। তদন্তে জিজ্ঞাসাবাদের সময়, প্রশ্ন-উত্তর পর্বে, ব্যবহারকারীর মোবাইলগুলির কথোপকথন পরীক্ষা করা হবে। ইতিমধ্যে বাকিবুরের মোবাইলের হোয়াটসঅ্যাপের চ্যাট বিষয়ে ফরেনসিক পরীক্ষার কথা আদালতে আগেই জানিয়েছে ইডি। চ্যাটে স্পষ্ট ভাবে লেখা ছিল, “এমআইসিকে পেমেন্ট করা হয়ে গিয়েছে।” টাকার অঙ্ক ছিল ৬৮ লাখ। সেই সঙ্গে আরও একটি মোবাইলের চ্যাটে ১২ লাখ টাকা পাঠানোর কথা বলা হয়ছে, বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয়র আপ্তসহায়ক অমিত দে এবং প্রাক্তন পিএ অভিজিৎ দে-কে জিজ্ঞাসাবাদ করার সময়, তাঁদের মোবাইলগুলির চ্যাট এবং কলের বিষয়ে তথ্য সংগ্রহ করছে ইডি। সেই সঙ্গে মন্ত্রী বালুর মোবাইলও বাজেয়াপ্ত করছে ইডি। তাঁর মোবাইল থেকেও দুর্নীতির তথ্য মিলতে পারে বলে জানা গিয়েছে।

    বিস্ফোরক শুভেন্দু

    রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam) কাণ্ডে, মমতার ক্যাবিনেট মন্ত্রী গ্রেফতার হওয়ার পর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করেছেন তৃণমূলকে। তিনি বলেন, “এই রেশন দুর্নীতির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ যোগ রয়েছে। জ্যোতিপ্রিয় রোজ নিজের রক্ষীর মোবাইল থেকে মমতাকে ফোন করতেন। আর তাই আমি বলবো, ইডি যেন এই মোবাইলগুলিকে বাজেয়াপ্ত করে পরীক্ষা করে এবং দুর্নীতির মাথাকে খোঁজ করে।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: পাকিস্তান ক্রিকেটে গৃহযুদ্ধ! পরপর হার, বিশ্বকাপ থেকে কার্যত বিদায়, বাবরের মেয়াদ কি শেষ?

    ICC World Cup 2023: পাকিস্তান ক্রিকেটে গৃহযুদ্ধ! পরপর হার, বিশ্বকাপ থেকে কার্যত বিদায়, বাবরের মেয়াদ কি শেষ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সীমান্তের দুই পারে দুই চিত্র। কলকাতায় বাবরদের দাওয়াতে বিরিয়ানি তো করাচিতে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া। আগামী কাল, মঙ্গলবার ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশে মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট দল। কাগজে কলমে, অঙ্কের বিচারে বিশ্বকাপে এখনও পর্যন্ত পাকিস্তান টিকে থাকলেও কার্যত সেমিফাইনালে পৌঁছানো প্রায় অসম্ভব বাবরদের। ৬ টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে হেরে তাদের সংগ্রহ এই মুহূর্তে মাত্র ৪ পয়েন্ট। তাই সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে বাংলাদেশের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ জিততেই হবে। 

    কলকতা ঘুরলেন বাবররা

    শহরে বাবরদের ম্যাচ নিয়ে খুব একটা উত্তেজনা না থাকলেও মাঠ প্রায় ভর্তি থাকবে বলেই, আশা সিএবি কর্তাদের। সোমবার ইডেনে অনুশীলনও রয়েছে পাকিস্তান ক্রিকেটারদের। তার আগে, রবিবার রাত আটটা নাগাদ ইমাম-উল-হককে সঙ্গে নিয়ে পাক অধিনায়ক বাবর ঘুরে আসেন ইকো পার্ক। দুপুরেই যেমন বান্ধবী ও পরিবারের সদস্যদের জন্য গয়না কিনতে ক্যামাক স্ট্রিটের অলঙ্কারের দোকানে গিয়েছিলেন আবদুল্লা শফিক ও সৌদ শাকিল। তবে, সকালের দিকে কলকাতার একটি জনপ্রিয় শপিং মল ঘুরে দেখার অনুমতি খারিজ হয় শাদাব খান ও ইফতিখার আহমেদের। কলকাতার বিরিয়ানির স্বাদ নিতেও ভুলল না বাবরের দল। ক্রিকেটাররা হোটেলের খাবারের বদলে যে যার পছন্দের বিরিয়ানি অর্ডার করে খেয়েছেন। 

    বাবর বনাম শাহিন

    কলকাতা ঘুরলেও,  অধিনায়ক বাবর আজমের এসএমএস কিংবা হোয়াটস্যাপের জবাব দিচ্ছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরফ। সূত্রের খবর, পাকিস্তান ড্রেসিংরুম কার্যত দুই শিবিরে বিভক্ত। একদিকে বাবর আজম শিবির। অন্যদিকে শাহিন শাহ আফ্রিদির শিবির। বাবর প্রকাশ্যেই বলছেন, শাহিন তাঁকে ক্ষমতাচ্যুত করে অধিনায়ক হতে চাইছেন। তাই তিনি দলবাজি করছেন। শাহিনও চুপ করে বসে নেই। তিনি প্রকাশ্যে বলছেন, পাকিস্তানের এই বিপর্যয়ের জন্য দায়ী বাবরের খারাপ নেতৃত্ব। পাক অধিনায়ক এবং দলের সেরা বোলারের এই সংঘাত ছুঁয়ে যাচ্ছে দলের বাকিদের। 

    আরও পড়ুন: জিততে মরিয়া সকলে! প্রয়োজনে ধরে খেলবেন, ম্যাচ শেষ আর কী বললেন রোহিত?

    ব্যর্থতার কাটাছেঁড়া

    পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ আবার আগুনে ঘৃতাহুতি দেন। তিনি বলেন, ‘পাঁচ মাস মাইনে না পাওয়া একটি দলের কাছে আর কি পারফরমেন্স আশা করা যায়!’ চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপে তাঁদের পরের ম্যাচ বাংলাদেশের সঙ্গে খেলতে নামবে। কিস্তান দলের সব খবর বাইরে চলে যাচ্ছে। এই অভিযোগে পাক মিডিয়া ম্যানেজার ইফতিকার নাগিকে ইতিমধ্যেই ইসলামাবাদে ফিরিয়ে আনা হয়েছে। কলকাতাতেই যোগ দিচ্ছেন নতুন মিডিয়া ম্যানেজার ওমর ফারুখ কালসন। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share