Tag: Madhyom

Madhyom

  • India vs Afghanistan: বাদ অশ্বিন! আজ আফগানিস্তানের বিরুদ্ধে কোন ক্রিকেটারে ভরসা ভারতের

    India vs Afghanistan: বাদ অশ্বিন! আজ আফগানিস্তানের বিরুদ্ধে কোন ক্রিকেটারে ভরসা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইশগজের বিশ্বযুদ্ধে (ICC ODI World Cup 2023) দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত (India vs Afghanistan)। এই ম্যাচ জিতেই চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের মুখোমুখি হতে চাইছেন রোহিতরা। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেও খেলতে পারবেন না শুভমান গিল, এই ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। দ্বিতীয় ম্য়াচে একটা বড় পরিবর্তন ভারত করতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথম ম্যাচে ভারতের স্পিনাররা রাজত্ব করেছেন। স্পিনাররা ৬টা উইকেট নিয়েছেন। রবীন্দ্র জাদেজা সবথেকে বেশি উইকেট নিয়েছেন। গত ম্য়াচে তিন স্পিনারে খেলানোটা কাজে দিয়েছে। তবে দিল্লির পিচ অন্যরকম। তাই এখানে দুই স্পিনার খেলানোর কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বাদ পড়তে হতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে।

    দলে আসতে পারেন শামি

    দলে একাধিক বিকল্প রয়েছে। প্রথম ম্য়াচে মহম্মদ শামিকে দল থেকে বাদ দেওয়ায় বিতর্ক হয়েছিল। তাঁর মত অভিজ্ঞ প্লেয়ার থাকলেও কেন তাঁকে নেওয়া হয়নি দলে তা জানতে চেয়েছেন সমর্থকরা। এছাড়াও দলে ছিলেন শার্দূল ঠাকুর। তাও পেস আক্রমণের দায়িত্ব দেওয়া হয়েছিল বুমরাহ ও সিরাজকে। তবে এই ম্যাচে শামিকে সুযোগ দেওয়া হতে পারে বলে খবর। 

    ব্যাটিংয়ের স্বর্গরাজ্য

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে আফগানিস্তানের (India vs Afghanistan) বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) সফর শুরু হয়েছে বাংলাদেশের কাছে হার দিয়ে। তাই এখানে জিততে মরিয়া দুই দলই। দিল্লির পিচ যদি ব্যাটিংয়ের স্বর্গরাজ্য হয়, তাতে অবশ্য আপত্তি করবে না ভারত। কারণ চেন্নাইয়ের মতো স্পিনিং পিচ হলে হিতে-বিপরীত হতে পারে। আফগানিস্তানে রশিদ খান, মুজিব উর রহমানের মতো তারকা স্পিনার আছেন। সেক্ষেত্রে চেন্নাইয়ের মতো স্পিনিং ট্র্যাক হলে ভারতীয় দলই হাঁসফাঁস করতে পারে। সেইসঙ্গে দিল্লির পিচে কিছুটা বাড়তি বাউন্স থাকলেও ভারতীয় দলের মুখে হাসি ফুটবে বলে সংশ্লিষ্ট মহলের মত। 

    আরও পড়ুন: থাকবে এনএসজি কমান্ডোও! শনিবার ভারত-পাক ম্যাচে মোতায়েন ১৫ হাজার নিরাপত্তাকর্মী

    ম্যাচের খুঁটিনাটি

    কখন-কোথায় ম্যাচ: ভারত-আফগানিস্তান ম্যাচটি দুপুর ২ টোয় শুরু হবে।  টস হবে দুপুর ১.৩০ টায়।  ম্যাচটি দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া ম্যাচটির লাইভ সম্প্রচার দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে।

    ভারতের সম্ভাব্য একাদশ:  রোহিত শর্মা, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব

    আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমনুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, রহমত শা, হসমতউল্লাহ শাহিদি, মহম্মদ নবি, নাজিবুল্লাহ জারদান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমন, নবীন উল হক, ফজলহক ফারুকি

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ind Vs Pak: থাকবে এনএসজি কমান্ডোও! শনিবার ভারত-পাক ম্যাচে মোতায়েন ১৫ হাজার নিরাপত্তাকর্মী

    Ind Vs Pak: থাকবে এনএসজি কমান্ডোও! শনিবার ভারত-পাক ম্যাচে মোতায়েন ১৫ হাজার নিরাপত্তাকর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তানের (Ind Vs Pak) ম্যাচ মানেই টানটান উত্তেজনা। চলতি ২০২৩ সালের বিশ্বকাপে (ICC World Cup 2023) শনিবারই মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম (Narendra Modi Stadium)। এর পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে দিনকয়েক আগে এনআইএ-র কাছে আসা একটি হুমকি-ইমেলকে। ওই চিঠিতে অবিলম্বে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর মুক্তির দাবি করা হয়েছে। একইসঙ্গে ৫০০ কোটি টাকা দিতে হবে বলেও দাবি করা হয়েছে। চিঠি অনুযায়ী, এটা না করলে প্রধানমন্ত্রীকে হত্যা করা হবে হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশ তথা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম— আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে ওই ইমেলে। এসমস্ত কারণেই নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Ind Vs Pak)।

    ১৫ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন  

    জানা গিয়েছে, ১৫ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবেন শনিবারের ম্যাচে। এর পাশাপাশি থাকছে বম্ব স্কোয়াডও। ভারত পাকিস্তান (Ind Vs Pak) ম্যাচকে ঘিরে আমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলছেন, ‘‘গত কুড়ি বছরে আহমেদাবাদে কোনও ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে হিংসা বা দাঙ্গা হয়নি। তবু শহরের বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তাকর্মী মোতায়ন করা হবে। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে থাকবেন  ৭ হাজার পুলিশ কর্মী এবং ৪ হাজার হোমগার্ড। এছাড়াও বোম্ব স্কোয়াডের ন’টি দলকে তৈরি রাখা হবে বলে জানা গিয়েছে। চারজন আইপিএস অফিসার এই গোটা নিরাপত্তা ব্যবস্থাকে তদারকি করবেন। থাকবেন ২১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক।

    কোন বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে?

    পুলিশ কমিশনার জানান, ত্রিস্তরীয় নিরারত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশের পাশাপাশি, যে কোনও অপ্রীতিকর পরস্থিতি এড়াতে তিনটে ‘হিট টিম’ও তৈরি রাখা হবে। থাকবে এনএসজির অ্যান্টি ড্রোন টিম। স্টেট রিজার্ভ পুলিশের ১৩টা সংস্থার পাশাপাশি ব়্যাপিড অ্যাকশন ফোর্সও থাকবে। ব়্যাফ কড়া নজর রাখবে স্পর্শকাতর এলাকায়। শনিবারের ম্যাচের আগেই তাঁরা দখল নিয়ে নেবেন শহর ও স্টেডিয়ামের। 

    থাকছে বিপর্যয় মোকাবিলা দফতরও

    নিরাপত্তার পাশাপাশি থাকছে বিপর্যয় মোকাবিলা দফতরও। সাধারণভাবে যে কোনও ক্রিকেট ম্যাচকে (Ind Vs Pak) ঘিরে এমন নিরাপত্তার ব্যবস্থা নজিরবিহীন। বোম স্কোয়াড, নিরাপত্তা রক্ষী মোতায়েন দেখে যে কোনও জনের মনেই হবে যে নিশ্চয়ই কোন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে ভারতে খেলতে আসা পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তা দিতে কোন ফাঁক রাখতে চাইছে না বিসিসিআই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ED: মিথিলেশের জায়গায় মুকেশ! এসেই কাজ শুরু ইডির নয়া অফিসারের

    ED: মিথিলেশের জায়গায় মুকেশ! এসেই কাজ শুরু ইডির নয়া অফিসারের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে ইডির নয়া তদন্তকারী আধিকারিক কাজ শুরু করলেন। নিয়োগ দুর্নীতি মামলায় শুনানির সময়ে মিথিলেশ কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাঁর বদলেই এলেন ইডি-র নতুন তদন্তকারী অফিসার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মুকেশ কুমার।  ইতিমধ্যেই দায়িত্বগ্রহণ করেছেন তিনি। কোন পথে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত এগোবে সেই নিয়ে তদন্তকারী অফিসারদের পাশাপাশি দিল্লি-র সদর দফতরের আধিকারিকদের সাথেও তিনি কথা বলেছেন।

    কেন নতুন আধিকারিক

    সম্প্রতি প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় ইডি-র তদন্তকারী অফিসার মিথিলেশ কুমারকে ভর্ৎসনা করেছিলেন বিচারপতি সিনহা। শুনানিতে একাধিক কড়া মন্তব্য করেন বিচারপতি। ইডি-র আধিকারিককে বিচারপতি সিনহার প্রশ্ন ছিল, এই ধরনের তদন্ত করার জন্য কি আদৌ প্রশিক্ষণ রয়েছে তাঁর? তিনি কি আসলে এই তদন্ত থেকে অব্যহতি চাইছেন? বিচারপতির পর্যবেক্ষণ ছিল, ইডি কর্তা মিথিলেশ কুমারের নেতৃত্বে এতদিন ধরে তদন্ত স্লথ গতিতে চলেছে। এরপরই যত দ্রুত সম্ভব তার বদলে নতুন অফিসার নিয়োগ করার জন্য ইডির ডিরেক্টরকে নির্দেশ দেন বিচারপতি সিনহা। ৩ অক্টোবর এই নিয়োগ দুর্নীতি মামলায় উপযুক্ত অফিসারকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তাঁর নির্দেশের পরই ইডির নতুন তদন্তকারী অফিসার মুকেশ কুমার দায়িত্বে এসেছেন।  

    আরও পড়ুুন: নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই! কাশ্মীরি পণ্ডিত হত্যায় জড়িত ২ লস্কর জঙ্গি খতম

    তদন্ত দ্রুত সম্পন্ন করাই লক্ষ্য

    সূত্রের খবর, মুকেশ কুমার ছাড়া আরও একজন তদন্তকারী অফিসারকে এই মামলার সঙ্গে যুক্ত করা হবে। যিনি মুকেশের সহযোগী হিসাবে কাজ করবেন। তবে সেই প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত কীভাবে দ্রুত সম্পন্ন করা যায়, তা নিয়ে মুকেশ কুমার বাকি অফিসারদের সঙ্গে কথা বলেছেন। দিল্লি-র সদর দফতরের আধিকারিকদের সঙ্গেও আলোচনা সেরেছেন। ইতিমধ্যেই এই মামলার কেস ডায়েরি হস্তান্তরিত হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, মুকেশ তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সক্রিয়তা দেখাচ্ছেন, তাতে অনেকেই অস্বস্তিতে পড়বেন। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Solar Eclipse: ১৭৮ বছর পর মহালয়ার দিনে দুর্লভ বলয়গ্রাস! জেনে নিন কী করবেন

    Solar Eclipse: ১৭৮ বছর পর মহালয়ার দিনে দুর্লভ বলয়গ্রাস! জেনে নিন কী করবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৭৮ বছর পর মহালয়ার সূর্যগ্রহণে তৈরি হচ্ছে বলয়গ্রাস। সূর্যের আলো ঢাকা পড়বে চাঁদে। ১৪ অক্টোবর মহালয়ার দিন হবে একাধিক শুভ সংযোগের পরিসর। এই সূর্যগ্রহণ (Sun Eclipse) হবে অত্যন্ত দুর্লভ সংযোগের সময়। যদিও জ্যোতিষ শাস্ত্রে সূর্যগ্রহণকে অশুভ মনে করা হয়। রাহু এই সময় বেশ সক্রিয় থাকে। কিন্তু মহালয়ার এই বলয়গ্রাস দুর্লভ সংযোগ তৈরি হবে। জীবনে আনতে পারে অনেক মঙ্গলময় শুভক্ষণ। এই দুর্লভ মহালয়ার দিনে সূর্যগ্রহণের বিশেষত্ব কেমন হতে পারে, তা দেখে নেওয়া যেতে পারে।

    ১৭৮ বছর পর অমাবস্যায় মহালয়ার সংযোগ (Solar Eclipse)

    সূর্যের বলয়গ্রাস (Solar Eclipse) অত্যন্ত বিরল। সূর্যের মাঝখানে চাঁদের ছায়া পড়লে সূর্যের উজ্জ্বল রশ্মি বিচ্ছুরিত হয়। দেখা যাবে গোল আঙটির মতো। মহালয়ার দিনে সূর্যগ্রহণের সময়, সূর্য এবং বুধ কন্যা রাশিতে অবস্থান করবে। সেই সঙ্গে তৈরি হবে বুধাদিত্য। ১৮৪৫ সালের আশ্বিন মাসে সর্বপিতৃ অমাবস্যায় এবং মহালয়ার তিথিতে সূর্যগ্রহণ হয়েছিল। আগামী শনিবার মহালয়ার দিনে আবার ১৭৮ বছর পর এই তিথিতে সূর্যগ্রহণ হবে। এই গ্রহণের সময়ে পূর্বপুরুষের উদ্দেশে স্মৃতি-তর্পণ এবং দান করলে পুণ্য সঞ্চয় হয়। সেই সঙ্গে পিতৃপুরুষদের সন্তুষ্টি প্রাপ্তি হয়।

    কোথায় কোথায় দেখা যাবে

    এই মহালয়ার দিনে সূর্যের বলয়গ্রাস আগামী শনিবার দিন দেখা যাবে। তবে সূত্রে জানা গেছে, ভারত থেকে দেখা যাবে না এই সূর্যগ্রহণ। উত্তর এবং দক্ষিণ আমেরিকা থেকে অংশ বিশেষ দেখা যাবে। ১৪ অক্টোবর ভারতীয় সময় অনুসারে রাত্রি ৮ টা ৩৫ মিনিট থেকে শুরু হবে এবং ১৫ অক্টোবর ২ টো ২৫ মিনিট পর্যন্ত থাকবে সূর্যগ্রহণ। তবে সূর্যের আলোর তেমন তীব্রতা না থাকলেও খালি চোখে না তাকানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাসা এই সূর্য গ্রহণের বিষয়কে সরাসরটি সম্প্রচার করবেন বলে জানা গেছে। ফলে অনেকেই যেকোন জায়গা থেকে সূর্যগ্রহণ (Solar Eclipse) দেখার সুযোগ পাবনে।

    যে যে কাজ করলে এই মহালয়ায় সুফল পাওয়া যাবে

    > সূর্যগ্রহণে (Solar Eclipse) দেবতাকে পুজো দিতে পারেন। জলের সঙ্গে কুমকুম মিশিয়ে অর্ঘ্য দিতে পারবেন।

    > বাড়ির আশে পাশে পুকুর, নদীতে নেমে হাতে জল নিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করতে পারবেন।

    > রাশি অনুসারে অন্ন, বস্তু দান করে শুভ ফল মিলবে।

    > ব্রাহ্মণ ভোজন উত্তম ফলপ্রসু হয়।

    > এই তিথিতে অশ্বত্থ গাছ লাগাতে পারেন। বংশ বৃদ্ধি ভালো হবে।

    > শনি অমাবস্যা পালন করলে, শনির অশুভ প্রভাব থেকে মুক্তি মিলতে পারে।

    > পাত্রে তিলের তেল ভরে নিজের মুখ দেখে শনি মন্দিরে রাখলে ভালো ফল পাওয়া যায়।

    > মন্ত্রজপ করলে শনির প্রকোপ কমে যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amartya Sen: অমর্ত্য সেনের মৃত্যু নিয়ে ভুয়ো খবর! ‘‘বাবা সুস্থ আছেন’’, জানালেন মেয়ে

    Amartya Sen: অমর্ত্য সেনের মৃত্যু নিয়ে ভুয়ো খবর! ‘‘বাবা সুস্থ আছেন’’, জানালেন মেয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার সংবাদমাধ্যমের একাংশে এমন খবর প্রচারিত হতে থাকে। কিছুক্ষণ পর জানা যায়, খবরটি ভুয়ো। সংবাদসংস্থা পিটিআই-কে অমর্ত্য-কন্যা তথা অভিনেত্রী নন্দনা সেন জানান, বাবা সুস্থ আছেন। তিনি বলেন, ‘‘বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তাঁর সঙ্গেই ছিলাম।’’ একইসঙ্গে তিনি সকলকে গুজব ছড়ানো থেকে বিরত থাকারও অনুরোধ করেন।

    সমাজ মাধ্যম এক্স (সাবেক ট্যুইটারে নন্দনা বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেই সঙ্গে লেখেন, ‘‘বন্ধুরা, আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। তবে এটা ভুয়ো খবর। বাবা (Amartya Sen) সম্পূর্ণ সুস্থ। আমরা সবেমাত্র গত সপ্তাহে কেমব্রিজে দারুন একটা সময় একসঙ্গে পরিবারের সঙ্গে উপভোগ করলাম। বরাবরের মতো গত রাতেও তিনি আমাদের আলিঙ্গন করে বিদায় জানালেন। বর্তমানে তিনি হার্ভার্ডে দুটি কোর্সের শিক্ষকতা করছেন। বইয়ের কাজও করছেন। সবমিলিয়ে— সদা ব্যস্ত।’’

    মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমের একাংশে খবর প্রচারিত হতে শুরু করে যে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen) মারা গিয়েছেন। সেই খবরের উৎস ছিল সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন। তাঁর এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে অমর্ত্য সেনের একটি পুরনো ছবি পোস্ট করা হয়। তাতে লেখা হয়, ‘‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন। ভাষা নেই!’’ নিমেষে এই ট্যুইট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে, জানা যায়, এটি ক্লদিয়ার ভুয়ো অ্যাকাউন্ট। 

    পরে, অমর্ত্য সেনের পরিবারের তরফে নোবেলজয়ী অর্থনীতিবিদের মৃত্যুর খবর ভুয়ো বলে উড়িয়ে দেয়। জানা গিয়েছে, অমর্ত্য সেন এখন বোস্টনে রয়েছেন। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Jammu and Kashmir: নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই! কাশ্মীরি পণ্ডিত হত্যায় জড়িত ২ লস্কর জঙ্গি খতম

    Jammu and Kashmir: নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই! কাশ্মীরি পণ্ডিত হত্যায় জড়িত ২ লস্কর জঙ্গি খতম

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) সোপিয়ানে জঙ্গিদমন অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ভোরে সেনা ও পুলিশ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কাশ্মীরি পণ্ডিত হত্যায় জড়িত দুই লস্কর জঙ্গি খতম হয়েছে। কাশ্মীর পুলিশ সমাজমাধ্যমে এই সংঘর্ষের কথা জানিয়েছে। 

    ভোরেই শুরু হয় অভিযান

    কাশ্মীর (Jammu and Kashmir) জোন পুলিশ এদিন জানিয়েছে, মৃত ২ জঙ্গির নাম মোরিফত মকবুল ও জাজমিন ফারুখ ওরফে আবরার। দুজনেই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য। গত ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মাকে হত্যার ঘটনায় এই দুই জঙ্গি জড়িত ছিল।পুলিশ সূত্রে খবর, সোপিয়ান জেলার আলশিপোরা এলাকায় জঙ্গিদের আত্মগোপন করার খবর পেয়ে মঙ্গলবার ভোররাতে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযানে নামে। সেনা-পুলিশের উপস্থিতি টের পেয়েই জঙ্গিরা গোপন ডেরা থেকে গুলি ছুঁড়তে শুরু করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। দু-পক্ষের গুলির লড়াই চলার সময়ই ২ জঙ্গির মৃত্যু হয়। শেষ পাওয়া খবর পর্যন্ত, আরও জঙ্গি আলশিপোরা এলাকায় রয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে।

    আরও পড়ুন: হাতাকাটা জামা পরে পুরীর মন্দিরে প্রবেশ নয়! জানুন কবে থেকে নতুন পোশাকবিধি

    ‘মোস্ট ওয়ান্টেড’ ওই ২ জঙ্গি

    কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশ জানিয়েছে, লস্কর-ই-তৈবার ওই দুই জঙ্গি কাশ্মীরি পণ্ডিত হত্যায় জড়িত ছিল। সেনা ও পুলিশের তালিকায় তারা ছিল ‘মোস্ট ওয়ান্টেড’। অস্ত্র মজুত করা, নাশকতার পরিকল্পনা করার দায়িত্ব ছিল তাদের উপর। গত বছর, ভূস্বর্গে জঙ্গিদের মোট ২৯টি হামলায় তিন জন কাশ্মীরি পণ্ডিত, রাজস্থানের একজন ব্যাঙ্ক ম্যানেজার এবং আটজন ভিন‌ রাজ্যের বাসিন্দা-সহ মোট ১৮ জন নিহত হন। ওই ঘটনার তিনদিন পরই পুলওয়ামার পাদদামপোরা গ্রামে জঙ্গি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় সঞ্জয় শর্মা খুনে জড়িত আরও এক জঙ্গি, আকিব মুস্তাক ভাটের। মকবুল ও ফারুক পলাতক ছিল। তাদের খোঁজে সোপিয়ানের নানা জায়গায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল সেনা ও পুলিশ। অবশেষে সাফল্য মিলল।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum: “রাস্তা তো নয়, যেন মহাকাশ থেকে তোলা চাঁদের ছবি”! বিক্ষোভের মুখে ডেপুটি স্পিকার

    Birbhum: “রাস্তা তো নয়, যেন মহাকাশ থেকে তোলা চাঁদের ছবি”! বিক্ষোভের মুখে ডেপুটি স্পিকার

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের রাস্তার বেহাল দশা, পরিস্থিতি এতটাই খারাপ যে রাস্তা দেখলে মহাকাশ থেকে চাঁদের ছবি মনে হবে। বোলপুরে (Birbhum) খারাপ রাস্তা মেরামত করার দাবিতে অবরোধ বিক্ষোভের মুখে পড়লেন ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়। শাসক দল, এলাকার খারাপ রাস্তা নিয়ে কোনও কাজ করছেন না বলেই অভিযোগ তোলেন এলাকার মানুষ। রাস্তা খারাপ হওয়ায় চলাচল করতে পারছেন না সাধারণ মানুষ।  

    রাজ্যের রাস্তার বেহাল দশা নিয়ে শাসক দলের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কোথায়ও এলাকার মানুষ নিজেরা চাঁদা তুলে রাস্তা সারাই করছেন আবার কোথাও ছেলে মেয়েদের জন্য পুজোর জামাকাপড় না কিনে, সেই টাকা জমা করে রাস্তা মেরামত করছেন। একই ভাবে নদিয়ার শান্তিপুরে রাস্তায় জাল ফেলে গর্তে মাছ ধরে অভিনব প্রতিবাদ শাসক দলের বিরুদ্ধে করতে দেখা গেছে।

    ঘটনা কোথায় ঘটল (Birbhum)?

    বোলপুর (Birbhum) থেকে কঙ্কালীতলা পর্যন্ত যাওয়ার পথে মকরমপুরের কাছে ৩ কিমি রাস্তায় অত্যন্ত খারাপ। দীর্ঘদিন ধরে রাস্তা মেরামত করা হচ্ছে। এলাকার রাস্তা বড়বড় খানা খন্দে ভরা। পুরসভা, পূর্ত দফতরে অভিযোগ জানিয়ে, চিঠি দিয়েও কোনও রকম ব্যবস্থা গ্রহণের সক্রিয়তা লক্ষ করা যায়নি। তাই এলাকার মানুষ সোমবারে বিধানসভার ডেপুটি স্পিকারকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায়। পরিস্থিতি বেগতিক দেখে স্পিকার, পুলিশের সহযোগিতায় অন্য রাস্তা দিয়ে নিজের গন্তব্যে চলে যান। ফলে উদাসীন শাসক দলের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ তীব্রে ক্ষোভে ফেটে পড়েন।

    স্পিকারের আশ্বাস

    এলাকায় (Birbhum) বেহাল রাস্তা সারাই করার দাবিতে ক্ষোভের সম্মুখীন হয়ে ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি কলাকাতা যাচ্ছি। এই এলাকার রাস্তাাটা বেশ খারাপ। এখানে রাস্তা মেরামত করার জন্য বিক্ষোভ করছেন এলাকার মানুষ। আমি বিধানসভায় গিয়ে মন্ত্রী মহাশয়কে বিস্তারিত জানাবো। এলাকার সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সেই চেষ্টা করা হচ্ছে।”

    বিজেপির বক্তব্য

    এই বিষয়ে বোলপুরের (Birbhum) বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, “ওই রাস্তা দিয়ে গেলে মনে হয়, মহাকাশ থেকে তোলা চাঁদের ছবি! রাস্তা তো নয়, যেন বড়বড় গর্তই রাস্তা। এলাকার মানুষ যখন ডেপুটি স্পিকারকে এই চাঁদ দেখিয়েছেন, তখন খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রীকেও সেই ভাঙা রাস্তার চাঁদ দেখাবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Puri Jagannath Temple:  হাতাকাটা জামা পরে পুরীর মন্দিরে প্রবেশ নয়! জানুন কবে থেকে নতুন পোশাকবিধি

    Puri Jagannath Temple:  হাতাকাটা জামা পরে পুরীর মন্দিরে প্রবেশ নয়! জানুন কবে থেকে নতুন পোশাকবিধি

    মাধ্যম নিউজ ডেস্ক: অনেকেই মন্দির-উপযোগী পোশাক পরছেন না। সমুদ্র সৈকতের পোশাক পরেই চলে আসছেন মন্দিরে। এমনটাই দাবি পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের।  তাই নতুন পোশাকবিধি আনতে চলেছেন তাঁরা। কোন ধরনের পোশাক পরে পুরীর মন্দিরে প্রবেশ করা যাবে না, তা জানিয়ে দেওয়া হয়েছে। 

    কেন চালু পোশাকবিধি

    সেবায়েতদের জন্য আগেই পোশাকবিধি চালু হয়েছিল। এবার ভক্তদের জন্যও পোশাকবিধি (Dress code) চালু করল জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। এই বিধি অনুসারে আর টর্ন জিন্স, বারমুডা, স্লিভলেস পোশাক পরে মন্দিরে (jagannath temple) প্রবেশ করা যাবে না। মন্দিরে প্রবেশের জন্য পরতে হবে সভ্য পোশাক। ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট পরে সমুদ্র সৈকতে ঘোরা যায়, কিন্তু মন্দিরে ওই পোশাক পরে আসা যায় না, অভিমত বিশেষজ্ঞদের।

    কবে থেকে পোশাকবিধি

    সোমবার পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের নীতি আয়োগ সাব-কমিটির বৈঠক হয়। সেই বৈঠকেই অশালীন পোশাক পরে ভক্তদের মন্দিরে প্রবেশের বিষয়টি নিয়ে আলোচনা হয়। তারপরই ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে ভক্তদের জন্য পোশাক বিধি জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের (SJTA) প্রধান রঞ্জন কুমার দাস বলেন, “মন্দিরের ঐতিহ্য ও পবিত্রতা বজায় রাখা আমাদের দায়িত্ব। দুর্ভাগ্যবশত, অনেককে অন্যের ধর্মের ভাবাবেগের তোয়াক্কা না করেই মন্দিরে প্রবেশ করেন।” তিনি জানিয়েছেন, আগামী বছর ১ জানুয়ারি থেকেই দর্শনার্থীদের পোশাকের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে। কড়া ভাবে সেই নিয়ম যাতে পালন করা হয়, তা নিশ্চিত করবেন কর্তৃপক্ষ। 

    আরও পড়ুন: ন’টি তোপধ্বনির মধ্য দিয়ে দেবীর আরাধনায় ব্রতী সারা মল্লভূমবাসী

    কেমন পোশাক পরতে হবে

    রঞ্জন বলেছেন, ‘‘মন্দিরের পবিত্রতা বজায় রাখা আমাদের কর্তব্য। আজকাল অনেকেই মন্দিরে আসছেন ধর্মীয় ভাবাবেগের কথা না ভেবেই। হাফ প্যান্ট, হাতাকাটা জামা পরে অনেককে মন্দিরে ঘুরতে দেখা যাচ্ছে। যেন তাঁরা সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছেন। মন্দির দেবস্থান, কোনও বিনোদনের জায়গা নয়।’’ জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য কী ধরনের পোশাক পরতে হবে তাও স্পষ্ট করে দিয়েছেন শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান। তিনি জানান, শাড়ি, সালোয়ার কামিজের মতো শালীন পোশাক পরেই মন্দিরে প্রবেশ করতে হবে। কেবল ১২ বছরের নীচে শিশুরা হাফ প্যান্ট পরে মন্দিরে প্রবেশ করতে পারবে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel At War: ‘‘মধ্যপ্রাচ্যের নকশা বদলানোর সময় এসেছে’’! হামাসকে শেষ করার পণ নেতানিয়াহুর

    Israel At War: ‘‘মধ্যপ্রাচ্যের নকশা বদলানোর সময় এসেছে’’! হামাসকে শেষ করার পণ নেতানিয়াহুর

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাসকে শেষ করার ডাক দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। ‘‘মধ্যপ্রাচ্যের নকশা বদলানোর সময় এসেছে’’, হুঙ্কার ইজরায়েল প্রধাননমন্ত্রীর (Israel At War)।

    শনিবার ভোরে ইজরায়েলের রাজধানী তেল আভিভ সহ একাধিক শহরে একযোগে আকাশ-জল-স্থলপথে নাশকতা হামলা চালায় হামাস। গাজা থেকে উড়ে আসে হাজার হাজার রকেট। এই হামলায় সঙ্গী হয় হেজবোল্লা। একইসঙ্গে, গাড়ি নিয়ে বা প্যারাগ্লাইডিং করে শতাধিক হামাস জঙ্গি ঢুকে পড়ে ইজরায়েলে। নির্বিচারে হত্যা করা হয় শয়ে-শয়ে নিরীহ ইজরায়েলিকে। অপহরণ করে পণবন্দি করা হয় আরও শতাধিকজনকে। সেই বর্বরতার ও পাশবিক হামলার ছবি ও ভিডিও তারা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।

    ইজরায়েলের জবাবি হামলায় বিধ্বস্ত গাজা

    এর পরই, যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল (Israel At War)। রবিবার থেকে ইজরায়েলি বায়ুসেনার লাগাতার জবাবি হামলায় বিধ্বস্ত হয় গাজা (Israel Attacks Gaza)। প্রথমে গাজার সাপ্লাই লাইন অবরুদ্ধ করে ইজরায়েলি বাহিনী। বন্ধ করে দেওয়া হয় জল ও বিদ্যুৎ। গাজা সীমান্ত ঘিরে রেখেছে ইজরায়েলি যুদ্ধট্যাঙ্ক। এর পর, বিমান থেকে শুরু হয় লাগাতার বোমাবর্ষণ (Israel Gaza Bombing)। সোমবার, দিনভর গাজা স্ট্রিপে বোমাবর্ষণ করেছে ইজরায়েলি বায়ুসেনা। প্যালেস্তেনীয় জঙ্গিদের গোপন ঘাঁটি লক্ষ্য করে আছড়ে পড়ে মুহুর্মুহু বোমা। নিমেষে গুঁড়িয়ে যায় একের পর এক বাড়ি-বহুতল। সামরিক অভিযানের সেই ছবি ও ভিডিও নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে শেয়ার করেন নেতানিয়াহু। 

    হামাসকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    এদিন গাজা সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোর মেয়র এবং সরকারি আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন নেতানিয়াহু। এই জায়গাগুলোই হামাসের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেই তাঁকে রণহুঙ্কার (Israel At War) দিতে শোনা যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বৈঠকে ইজরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘‘গাজাকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দেব আমরা। নৃশংস হামলাকারীদের কাউকে ছাড়া হবে না। এবার মধ্য প্রাচ্যের নকশা বলদানোর সময় এসেছে। আমরা এর শেষ দেখে ছাড়ব।’’ হামাস জঙ্গি গোষ্ঠীর সমস্ত ডেরা নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) বলেছেন, ‘‘ইজরায়েল যুদ্ধটা (Israel Hamas War) শুরু করেনি, তবে শেষ করবে ইজরায়েল।’’

    দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েল?

    দীর্ঘ যুদ্ধের (Israel At War) প্রস্তুতি নিতে শুরু করেছে ইজরায়েল। সোমবার, দেশবাসীর জন্য বিশেষ অ্যাডভাইসরি জারি করে নেতানিয়াহু সরকার। তাতে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে প্রয়োজনীয় খাবার, ওষুধ ও জল সংগ্রহ করে রাখতে বলেছে প্রশাসন। ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট বলেন, ‘‘আমরা দীর্ঘকালীন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি। সেনাবাহিনীকে সেই মতো আক্রমণ শানাতে বলা হয়েছে।’’ বিশেষজ্ঞদের দাবি, মঙ্গলবার থেকে গাজায় আক্রমণের ধার আরও বাড়াবে ইজরায়েলি ফৌজ। যে কারণে, গাজার আম জনতাকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন নেতানিয়াহু (Benjamin Netanyahu)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ডেঙ্গি আক্রান্ত শুভমান! কবে ফিরবেন বাইশ গজে?

    ICC World Cup 2023: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ডেঙ্গি আক্রান্ত শুভমান! কবে ফিরবেন বাইশ গজে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্দাজ করা গিয়েছিল ভাল নেই শুভমান গিল (Shubman Gill)। এবার জানা গেল, সোমবার বিকেলেই চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভরতি করা হয়েছে ভারতীয় দলের তারকা ওপেনারকে। তাঁর প্লেটলেট কাউন্ট সাংঘাতিকভাবে কমে গিয়েছিল। তড়িঘড়ি চেন্নাইয়ের হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। সূত্রের খবর, হু হু করে শুভমানের প্লেটলেট কমছিল তাঁর। তাই চিকিৎসকেরা অপেক্ষা করেননি। তবে আপাতত তাঁর প্লেটলেট ঠিক হওয়ায় তাঁকে মঙ্গলবার সকালে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও এখনও অসুস্থ তিনি। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সম্ভাবনা বেশি। আপাতত বোর্ডের চিকিৎসকেরা তাঁকে নজরে রেখেছেন।

    কেন হাসপাতালে গিল

    বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ম্যাচে চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি। টিম হোটেলে নিজের রুমেই থেকে গিয়েছিলেন। ডেঙ্গি আক্রান্তকে প্রথম কয়েকটা দিন টানা স‌্যালাইন ড্রিপ দিয়ে যেতে হয়। যেহেতু প্রথম দিকে শরীরে তরল পদার্থের অভাব দেখা দেয়। সোমবার বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল, আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে খেলতে পারবেন না টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ওপেনার। তবে শুভমানের যা অবস্থা তাতে আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধেও গিল খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধন্দ আছে। এখনও সে বিষয়ে ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও গিলের না থাকার সম্ভাবনাই বেশি বলে সংশ্লিষ্ট মহলের মত। 

    আরও পড়ুন: কোহলি-রাহুল জুটিতে একাধিক রেকর্ড! এক নজরে ভারতের ভালো-খারাপ নজির

    বাইশ গজে ফিরবেন কবে

    গত কয়েকদিন ধরেই গিলের প্লেটলেটের সংখ্যা কম থাকছে। সেই পরিস্থিতিতে গিলকে বিমানে না ওঠার পরামর্শ দেন চিকিৎসকরা। তাই আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য দলের সঙ্গে দিল্লিতে যাননি গিল। সুস্থ হয়ে উঠে কবে ফের খেলার মাঠে নামবেন শুভমান, তা এখন ধোঁয়াশায়। তাঁর মেডিক্যাল রিপোর্টও প্রকাশ্যে আনা হয়নি। এই পরিস্থিতিতে গিলের মাঠে ফেরা অনিশ্চিত। কারণ প্লেটলেট ঠিক হলেও তাঁর দুর্বলতা থাকবে। ম্য়াচের জন্য় ফিট হতে আরও সময় লাগবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গিল যদি পাকিস্তান ম্যাচের আগে সুস্থ হয়ে যান, তাহলে তাঁকে আমেদাবাদে যেতে হবে ১৩ তারিখের মধ্যে। তিনি গেলেও তাঁর ম্য়াচ ফিটনেস বড় প্রশ্ন হবে। আমেদাবাদের গরমে ১০০ ওভার খেলাটা বেশ চাপের হবে গিলের পক্ষে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share