Tag: Madhyom

Madhyom

  • Soumendu Roy Death: প্রয়াত সত্যজিৎ রায়ের সিনেমাটোগ্রাফার সৌম্যেন্দু রায়, শিল্পীমহলে শোকের ছায়া

    Soumendu Roy Death: প্রয়াত সত্যজিৎ রায়ের সিনেমাটোগ্রাফার সৌম্যেন্দু রায়, শিল্পীমহলে শোকের ছায়া

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন সত্যজিৎ রায়ের সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায় (Soumendu Roy Death)। এই কিংবদন্তীর প্রয়াণে শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সৌমেন্দু বাবু। বুধবারে বালিগঞ্জ সার্কুলার রোডে নিজের বাড়িতে প্রয়াত হন তিনি। সত্যজিৎ রায়ের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন সৌমেন্দু রায়। জানা যায় সৌমেন্দু বাবুকে সত্যজিৎ রায় ‘রায়’ সম্বোধন করতেন। সৌমেন্দু বাবু (Soumendu Roy Death) কিংবদন্তি পরিচালককে মানিকদা বলে ডাকতেন। সত্যজিৎ রায় প্রয়াত হন ১৯৯২ সালে, ততদিন পর্যন্ত সৌমেন্দু রায় কিংবদন্তি পরিচালকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।

    আরও পড়ুন: অভিষেকের অফিসের সামনে দিয়েই গেল চাকরি প্রার্থীদের মিছিল, একসঙ্গে হাঁটলেন শুভেন্দু, কৌস্তুভ

    সত্যজিৎ রায়ের সঙ্গে একাধিক ছবি করেছেন

    ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন সৌমেন্দু রায়। একাধিক জনপ্রিয় ছবিতে তিনি ক্যামেরা সামলেছেন। সত্যজিৎ রায়ের বিপুল জনপ্রিয় ছবি ‘পথের পাঁচালী’ সিনেমার সিনেমাটোগ্রাফার ছিলেন সুব্রত মিত্র। এই ছবিতেই প্রথমবার সুব্রত মিত্রের সহকারী হিসেবে দেখা যায় সৌমেন্দু রায়কে। সেই হাতে খড়ি, তারপর একের পর এক ছবিতে সত্যজিৎ রায় তাঁর হাতেই তুলে দিতেন ক্যামেরার ভার। ১৯৬০ সালে সত্যজিৎ রায় তাঁকে রবীন্দ্রনাথ ঠাকুর তথ্যচিত্রের ক্যামেরার দায়িত্ব অর্পণ করেন। এরপর ‘তিন কন্যা’, ‘অভিযান’, ‘চিড়িয়াখানা’, ‘গুপী গায়েন বাঘা বায়েন’, ‘অরণ্যের দিনরাত্রি’র মতো ছবির জন্য সত্যজিৎ রায় সিনেমাটোগ্রাফার হিসেবে বেছে নেন সৌমেন্দুবাবুকে (Soumendu Roy Death)।

    ২০০০ সাল থেকে আর ক্যামেরার কাজ করেননি সৌমেন্দু বাবু 

    সত্যজিৎ রায়ের পাশাপাশি, তপন সিংহ এবং বুদ্ধদেব দাশগুপ্তের ছবিতেও ক্যামেরা সামলাতে দেখা গিয়েছিল সৌমেন্দু রায়কে। তিনি (Soumendu Roy Death) অবিবাহিত ছিলেন এবং একাই থাকতেন। ২০১৪ সাল থেকে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। সঙ্গী বলতে ছিলেন তাঁর দুই পরিচারক। দেশ বিদেশের অসংখ্য সম্মান তিনি পেয়েছেন বলে জানা যায়। ২০০০ সাল থেকে আর সেভাবে ক্যামেরার কাজ তিনি করেননি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • ICC World Cup: বিশ্বকাপে শাকিবের আপত্তিতেই বাদ তামিম! চরম জটিলতা বাংলাদেশ ক্রিকেটে

    ICC World Cup: বিশ্বকাপে শাকিবের আপত্তিতেই বাদ তামিম! চরম জটিলতা বাংলাদেশ ক্রিকেটে

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন ক্রিকেট বিশ্বকাপের (ICC World Cup) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলে নাম নেই তামিম ইকবালের নাম। এখানেই প্রশ্ন উঠছে, অধিনায়ক শাকিব আল হাসানের সঙ্গে দ্বন্দ্বের কারণে কি তামিম ইকবালের নাম বাদ গেল বিশ্বকাপ থেকে? প্রসঙ্গত, বাংলাদেশের ক্রিকেট মহলের (ICC World Cup) অন্দরে কান পাতলেই শোনা যায় শাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে ঠান্ডা লড়াই। শুধু তাই নয় শোনা যাচ্ছে তামিমকে দলে নিলে শাকিব বিশ্বকাপে না খেলার পর্যন্ত ইঙ্গিত দিয়েছিলেন। এই সমস্ত ঘটনার ঘনঘটায় আপাতত জটিল হয়েছে বাংলাদেশ ক্রিকেটের অন্দরমহল।

    সোশ্যাল মিডিয়াতে কী লিখলেন তামিম

    তবে প্রকাশ্য বিবৃতিতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড জানাচ্ছে যে তামিম ইকবাল পুরোপুরি ফিট নন বলেই তাঁকে নাকি বাদ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বলা হচ্ছে পিঠের চোটের জন্য তামিম এশিয়া কাপেও খেলেননি। তবে প্রশ্ন উঠছে পরবর্তীকালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কীভাবে কামব্যাক করতে দেখা যায় তামিমকে? এরই মাঝে বাংলাদেশের বিশ্বকাপ দল (ICC World Cup) ঘোষণা পরেই তামিম ইকবালের একটি পোস্টকে নিয়ে জোরচর্চা শুরু হয়। সোশ্যাল মিডিয়াতে ওই পোস্টে তামিম ইকবাল লেখেন, বাংলাদেশ দল ভারতের উদ্দেশে রওনা হওয়ার পর তিনি সবাইকে সব কথা জানাতে চান। তাঁর সমর্থকদের এবং বাকি সবার সবকিছু জানার অধিকার আছে বলে তিনি মনে করেন।

    আরও পড়ুুন: রোজগার মেলায় ফের চাকরি বিলি, প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র নিলেন ৫১ হাজার জন

    বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড

    ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের (ICC World Cup) জন্য বাংলাদেশ দলে থাকছেন, শাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদি হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Asian Games 2023: ভাঙল রোহিত-যুবির রেকর্ড! টি২০-তে চারটি নজির গড়ে এশিয়ান গেমসে জয় নেপালের

    Asian Games 2023: ভাঙল রোহিত-যুবির রেকর্ড! টি২০-তে চারটি নজির গড়ে এশিয়ান গেমসে জয় নেপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্রুততম অর্ধশতরান, দ্রুততম শতরান, সর্বাধিক রান, সবচেয়ে বড় ব্যবধানে জয় —চার চারটি বিশ্ব রেকর্ড গড়ে ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিল নেপাল। মঙ্গলবার এশিয়ান গেমসে (Asian Games 2023) পুরুষদের ক্রিকেটে ‘দুর্বল’ মঙ্গোলিয়াকে বাগে পেয়ে মনের খুশিতে রেকর্ড গড়ার খেলায় মেতে উঠেছিলেন নেপারের ক্রিকেটাররা (Nepal Cricket)। প্রথমে ব্যাট করে তারা ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে। যা টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি দলগত স্কোর। এর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সমসংখ্যক উইকেট হারিয়ে আফগানিস্তান ২৭৮ রান করেছিল। সেই রেকর্ড ভেঙে এমন এক নজির গড়ল নেপাল, যা বহুকাল অক্ষত থাকবে বলেই ধারণা ক্রিকেট মহলের।

    ভাঙল রোহিতের রেকর্ড

    তিন নম্বরে নেমে শতরান করে অপরাজিত থাকেন নেপালের কুশল। তাও কিনা মাত্র ৩৪ বলে। ভেঙে দিলেন রোহিত শর্মার রেকর্ড। ভারত অধিনায়ক ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পরে তাতে ভাগ বসিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ওড করেন রোহিত। মিলার ওই বছরেই বাংলাদেশের বিরুদ্ধে অনন্য নজির গড়েছিলেন। তবে এদিন কুশল সেঞ্চুরির পাশাপাশি ৫০ বলে ১৩৭ রানে অপরাজিত থাকেন। আটটি বাউন্ডারির পাশাপাশি ১২টি ওভার বাউন্ডারিও এসেছে তাঁর ব্যাট থেকে।

    আরও পড়ুন: এশিয়ান গেমসে পঞ্চম সোনা ভারতের! শ্যুটিংয়ের একই ইভেন্টে জোড়া পদক জয় মেয়েদের

    ভাঙল যুবরাজের রেকর্ড

    এখানেই শেষ নয়। পাঁচ নম্বরে নেমে যুবরাজ সিংয়ের টি-২০ ক্রিকেটে করা দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ভাঙেন দীপেন্দ্র। মাত্র ৯টি বল লেগেছে তাঁর। শেষ পর্যন্ত ১০ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। যুবির লেগেছিল ১২টি বল। যা তিনি ২০০৭ টি-২০ বিশ্বকাপে করেছিলেন।


    জবাবে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে মাত্র ৪১ রানেই গুটিয়ে যায় মঙ্গোলিয়া। ২৭৩ রানে জেতে নেপাল (Nepal Cricket)। এটিও টি-২০ ক্রিকেটে নজির। এর আগে কোনও দল এত বড় ব্যবধানে জয় পায়নি। এতদিন রেকর্ড ছিল চেক প্রজাতন্ত্রের ঝুলিতে। ২০১৯ সালে তারা তুরস্ককে ২৫৭ রানে হারিয়েছিল। তা ভেঙে দিল নেপাল।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Recruitment Scam: কনস্টেবল নিয়োগে অনিয়ম! বাতিল নতুন প্যানেল, পুরনো তালিকাকে মান্যতা হাইকোর্টের

    Recruitment Scam: কনস্টেবল নিয়োগে অনিয়ম! বাতিল নতুন প্যানেল, পুরনো তালিকাকে মান্যতা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝেই এবার কনস্টেবল নিয়োগ পরীক্ষার (Recruitment Scam) অস্বচ্ছতা সামনে এল রাজ্যে। এ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল বুধবার এবং সেই মামলায় প্যানেল বাতিল করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, ২০১৯ সালের রাজ্যজুড়ে কনস্টেবল নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে হয়েছিল লিখিত পরীক্ষা। এরপর পরীক্ষার পরে ২০২১ সালের ২৬ মার্চ ৪০২ জনের একটি প্যানেল প্রকাশিত হয় এবং এটি প্রকাশ করে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।

    মামলাকারীদের দাবি

    মামলাকারীদের দাবি এক্ষেত্রে একাধিক দুর্নীতি (Recruitment Scam) হয়েছে। যেমন কিছু পরীক্ষার্থীর হোয়াটসঅ্যাপেই ইন্টারভিউ এর আগে পৌঁছে যায় গোপন খবর। এখানে বলা হতে থাকে ইন্টারভিউ বোর্ডে কারা থাকবেন, কারা প্রশ্ন করবেন সেই তথ্য নাকি জানতে পেরেছিলেন কিছু পরীক্ষার্থী। আবার মেধা তালিকা প্রকাশের পরেও অনেক অনিয়ম সামনে আসে। সেই অনিয়মের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই পদের কিছু চাকরি প্রার্থী। এ ক্ষেত্রে ট্রাইব্যুনালের তরফে নির্দেশ দেওয়া হয় যাঁরা সংরক্ষিত শ্রেণির প্রার্থী নয় তাঁদের জন্য আলাদা তালিকা বানাতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের অভিযোগ ছিল যে লিখিত পরীক্ষায় কম নম্বর পেলেও ইন্টারভিউ তে আশ্চর্যজনকভাবে বেড়ে যায় কিছু প্রার্থীর নম্বর।

    প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ

    এরপরে ওই নিয়োগ প্রক্রিয়ার (Recruitment Scam) পুরো প্যানেল খারিজ করার নির্দেশ দেয় স্টেট ট্রাইব্যুনাল। পরবর্তীকালে তাদের নির্দেশেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নতুন তালিকা প্রকাশ করে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। সেখানে পুরনো তালিকা থেকে ১৩৭ জনকে বাদ দেওয়া হয়। এর পাশাপাশি ২১৭ জন চাকরিতে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন বলেও জানান অ্যাডভোকেট জেনারেল। প্রধান বিচারপতি টিসএস শিবজ্ঞানম এদিন নির্দেশ দিয়েছেন, ২০২১ সালের ২৬ মার্চ রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে প্যানেল প্রকাশ করেছিল, সেটাই অপরিবর্তিত থাকবে। এর পাশাপাশি ট্রাইব্যুনালে নির্দেশে প্রকাশ করা প্যানেল খারিজ করার (Recruitment Scam) নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Dengue Situation: রাজ্যে কি অতিমারির রূপ নিচ্ছে ডেঙ্গি? অনলাইন ক্লাসের ভাবনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

    Dengue Situation: রাজ্যে কি অতিমারির রূপ নিচ্ছে ডেঙ্গি? অনলাইন ক্লাসের ভাবনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অনলাইন ক্লাসের তোড়জোড় শুরু রাজ্যে। তবে এবার কারণ করোনা নয় বরং ডেঙ্গি (Dengue Situation)। রাজ্য প্রশাসন যতই ডেঙ্গি নিয়ে মুখে কুলুপ আঁটুক এবং পরিস্থিতিকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক, আদতে যে বাস্তব পরিস্থিতি অন্যকিছু তা বোঝা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের বক্তব্যে। বুদ্ধদেব সাউয়ের বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ৮ থেকে ৯ জন পড়ুয়ার ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন এবং তাঁদেরকে বাড়ি পাঠিয়ে অনলাইনে ক্লাস করানোর চিন্তাভাবনা চলছে। লকডাউন পরবর্তীকালে এই প্রথম এমন চিত্র দেখা গেল রাজ্যে। প্রতিনিয়ত কলকাতা সমেত রাজ্যের বেশ কয়েকটি জেলায় ব্যাপক ভাবে বাড়ছে ডেঙ্গি। অজানা জ্বর নিয়ে (Dengue Situation) বহু মানুষকে ভর্তি হতে দেখা যাচ্ছে হাসপাতালে।

    যাদবপুরের এক পড়ুয়ার মৃত্যু, অতিমারির রূপ নিচ্ছে ডেঙ্গি? 

    জানা যাচ্ছে, গত এক সপ্তাহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ৩০ জন আবাসিক ডেঙ্গিতে (Dengue Situation) আক্রান্ত হয়েছেন। এছাড়াও ডেঙ্গির উপসর্গ নিয়ে ডাক্তারদের সঙ্গে দেখাও করেছেন শতাধিক পড়ুয়া। পরিসংখ্যান বলছে একজন পড়ুয়ার মৃত্যু হয়েছে বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ যতই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ডেঙ্গি পরিস্থিতিকে হালকা করার চেষ্টা করুন, কিন্তু যেভাবে ডেঙ্গি বাড়ছে তাতে খুব অচিরেই কি তা অতিমারির রূপ নিতে চলেছে এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।

    ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গি (Dengue Situation) 

    পরিসংখ্যান বলছে ২০ সেপ্টেম্বর পর্যন্ত শুধুমাত্র কলকাতাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আছে ৪,৪২৭ জন। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। গত ১১ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এর এক পড়ুয়ারও মৃত্যু হয়েছে। এরপরেও ডেঙ্গি (Dengue Situation) পরিস্থিতিকে হালকা ভাবে কেন দেখাতে চাইছে রাজ্য সরকার? সেই প্রশ্নই বারংবার উঠছে। চিকিৎসকদের পরামর্শ দিচ্ছেন জ্বর এলে অতিসত্ত্বর নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার। বাড়ির আশে পাশে জমা জল আবর্জনা যথা সম্ভব পরিষ্কার রাখতে বলছেন তাঁরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • NIA in Canada Row: খালিস্তানি দমনে কড়া ব্যবস্থা এনআইএ-র! দেশজুড়ে ৫০ জায়গায় হানা

    NIA in Canada Row: খালিস্তানি দমনে কড়া ব্যবস্থা এনআইএ-র! দেশজুড়ে ৫০ জায়গায় হানা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে নিষিদ্ধ খালিস্তান গোষ্ঠীর নেতা হরদীপ সিংহ নিজ্জরের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত এবং কানাডার সম্পর্কের অবনতি হয়েছে। নিজ্জর হত্যাকাণ্ডে ভারতকে অভিযুক্ত করে ট্রুডোর বক্তব্যের এক দিন পরেই এনআইএ (NIA in Canada Row) ৪৩ জন নিষিদ্ধ জঙ্গির ছবি-সহ নামের তালিকা প্রকাশ করে। বর্তমানে তাদের অনেকেরই ঠিকানা কানাডা। ভারতের অভিযোগ, এ দেশে নিষিদ্ধ জঙ্গিদের আশ্রয় দিয়েছে ট্রুডো সরকার। দেশবিরোধী কার্যকলাপ রুখতে সক্রিয় এনআইএ। সেই আবহে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-তে নতুন সাতটি পদ তৈরি করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ওই পদগুলি তৈরিতে অনুমোদন দিয়েছে।এনআইএ-তে নতুন একটি সহকারী ডিরেক্টর জেনারেল (এডিজি) পদ তৈরি হয়েছে। এ ছাড়া, ছ’টি ইনস্পেক্টর জেনারেল পদও নতুন করে সৃষ্টি করা হয়েছে। ওই পদগুলিতে নিযুক্ত হয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।

    তল্লাশি অভিযান

    খালিস্তানপন্থী নেতাদের সন্ধানে ৬ রাজ্যে একযোগে তল্লাশি শুরু করেছে এনআইএ (NIA in Canada Row)। ৬ রাজ্যের ৫০টি লোকেশনে চলছে তল্লাশি অভিযান। এর আগে ১৯ জন পলাতক খালিস্তানপন্থী নেতার তালিকা প্রকাশ করেছে এনআইএ। শুধুমাত্র পাঞ্জাবের ৩০টি জায়গায় চলছে তল্লাশি। এছাড়া রাজস্থানের ১৩টি জায়গা, হরিয়ানার ৪টি জায়গা, উত্তরাখণ্ডের ২টি জায়গা, এবং দিল্লি ও উত্তরপ্রদেশের ১টি করে জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। 

    আরও পড়ুুন: কানাডায় হিন্দু-শিখদের লাগাতার হুমকি খালিস্তানপন্থীদের, গদি বাঁচাতে চুপ ট্রুডো

    বিদেশেও তল্লাশি

    দেশের পাশাপাশি বিদেশেও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সূত্রের খবর অনুযায়ী, এনআইএ (NIA in Canada Row) খালিস্তান-আইএসআই এবং গ্যাংস্টারদের নিয়ে অনেক তথ্য সংগ্রহ করেছে। গ্রেফতার হওয়া সমস্ত গ্যাংস্টার এবং খালিস্তানি সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদের সময় একাধিক তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সেই তদন্তেই গ্যাংস্টার-খালিস্তানি জোট, সন্ত্রাস যোগ, অস্ত্র সরবরাহের পাশাপাশি বিদেশের মাটি থেকে দেশবিরোধী কার্যকলাপ চালানোর একাধিক তথ্যপ্রমাণ মিলেছে। গোয়েন্দা সূত্রে খবর, অস্ত্র ও মাদক চোরাচালান থেকে প্রাপ্ত টাকা দিয়ে খালিস্তানপন্থী সন্ত্রাসীদের হাতে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। টাকার উৎস সন্ধানে কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া খালিস্তানিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে ইডি, এনআইএ। আমেরিকাবাসী খালিস্তানি জঙ্গি গুরপাতবন্ত সিং পান্নুনের ভারতে অবস্থিত দু’টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনআইএ। ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান হিন্দুদের ভারতে ফিরে যাওয়ার হুমকি দিয়েছিলেন এই পান্নুন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: ২২ জানুয়ারি উদ্বোধন রাম মন্দিরের, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

    Ram Mandir: ২২ জানুয়ারি উদ্বোধন রাম মন্দিরের, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালে নভেম্বরের সুপ্রিম কোর্ট রায় দেয় রাম মন্দির (Ram Mandir) নির্মাণের পক্ষে। এরপরেই তোড়জোড় শুরু হয় মন্দির নির্মাণের। ২০২০ সালের ৫ অগাস্ট মন্দিরের ভূমি পূজন করেন প্রধানমন্ত্রী। তারপর থেকেই আগ্রহ এবং কৌতূহল দুটোই বাড়ছিল যে কবে উদ্বোধন হবে রাম মন্দিরের! এবার নির্মিত রাম মন্দিরের উদ্বোধনের দিনক্ষণও স্থির হয়ে গেল। রাম মন্দির (Ram Mandir) কনস্ট্রাকশন কমিটির চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, ২০২৪ সালের ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিতর্কের অবসান আগেই করেছিল সুপ্রিম কোর্ট, রাম মন্দির নির্মাণের পক্ষে রায়দানের মাধ্যমে, এবার মন্দির উদ্বোধন হলে পূর্ণতা পাবে সুপ্রিম কোর্টের রায়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

    ২০ থেকে ২৪ জানুয়ারির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা

    রামলালার প্রাণ প্রতিষ্ঠা ২০ থেকে ২৪ জানুয়ারির মধ্যে যে কোনও শুভ মুহূর্তে হবে বলে জানিয়েছেন মন্দির কমিটির চেয়ারম্যান। প্রসঙ্গত, ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি, সেদিন গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপন করা হবে। এরপর ১০ দিন ধরে চলবে আচার-অনুষ্ঠান। রাম মন্দির (Ram Mandir) নির্মাণ কমিটির চেয়ারপার্সন আরও জানিয়েছেন চলতি বছরের ডিসেম্বরেই তিন তলা মন্দিরের  একতলার কাজ সম্পন্ন হয়ে যাবে। 

    কবে খুলছে রাম মন্দিরের দরজা 

    রাম মন্দির (Ram Mandir) নির্মাণের ক্ষেত্রে নির্মাণশৈলী বিশেষভাবে করা হয়েছে। নৃপেন্দ্র মিশ্র আরও জানিয়েছেন যে মন্দিরের শিখরে এমন একটি জিনিস বসানো হচ্ছে যাতে প্রতি বছর রামনবমীর দিন সূর্যের আলো ঠিক রামের মূর্তির মাথায় পড়বে। এটির নির্মাণকার্য ইতিমধ্যে চলছে বেঙ্গালুরুতে। ২০২৪ সালের ২৪ জানুয়ারি সাধারণ মানুষের জন্য রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হবে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, রাম মন্দির তৈরি হচ্ছে আড়াই একর জমির উপরে। মন্দির প্রাঙ্গণে রয়েছে প্রায় আট একর জায়গায়।

     

    আরও পড়ুুন: রোজগার মেলায় ফের চাকরি বিলি, প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র নিলেন ৫১ হাজার জন

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur Violence: হাই-অ্যালার্ট মণিপুরে! দুই পড়ুয়াকে খুনের জের, ফের পাঁচ দিন বন্ধ ইন্টারনেট

    Manipur Violence: হাই-অ্যালার্ট মণিপুরে! দুই পড়ুয়াকে খুনের জের, ফের পাঁচ দিন বন্ধ ইন্টারনেট

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও অশান্ত মণিপুর (Manipur Violence)। এক নাবালক ও নাবালিকার মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল রাজধানী ইম্ফল(Imphal)। হিংসা  আটকানোর জন্য আগামী পাঁচদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে। দুই কিশোর-কিশোরীর হত্য়ার তদন্ত সিবিআই(CBI)-র হাতে তুলে দিয়েছে মণিপুর সরকার। বুধবারই বিশেষ বিমানে ইম্ফলে যাচ্ছে সিবিআইয়ের দল। থাকবেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনগরও।

    রাজ্য জুড়ে হাই-অ্যালার্ট 

    গত জুলাই মাস থেকে এক কিশোর ও কিশোরী নিখোঁজ ছিল। সম্প্রতিই ওই দুইজনকে নৃশংসভাবে খুন করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই নতুন করে উত্তেজনা ছড়ায়। প্রায় শতাধিক পড়ুয়া বিক্ষোভ দেখাতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়ির দিকে রওনা দেয়। মৃত দুই পড়ুয়াই মেইতেই সম্প্রদায়ের বলে জানা গিয়েছে। এরপরেই নতুন করে সতর্কতা জারি করা হয়েছে মণিপুর (Manipur Violence) জুড়ে। সে রাজ্যের পুলিশ-প্রশাসনকে হাই-অ্যালার্টে থাকতে বলা হয়েছে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তপ্ত বেশ কয়েকটি জায়গায়। 

    বন্ধ ইন্টারনেট পরিষেবা

    প্রায় দু’মাস বন্ধ থাকার পরে গত ২৫ জুলাই গোষ্ঠীহিংসা দীর্ণ মণিপুরে (Manipur Violence) আংশিক ভাবে ফিরেছিল ইন্টারনেট পরিষেবা। প্রাথমিক ভাবে যাঁদের স্থায়ী ব্রডব্র্যান্ড সংযোগ রয়েছে, তাঁদেরই কেবল ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ফের উত্তেজনা ছড়ানোয় রাজ্যের স্বরাষ্ট্রসচিব টি রঞ্জিত সিংহ এক নির্দেশিকায় জানিয়েছিলেন, ‘আপৎকালীন পরিস্থিতি এবং জননিরাপত্তা আইন’ মেনে সাময়িক ভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার প্রস্তাবে অনুমোদন মিলেছে। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক ভাবে কার্যকর হল ইন্টারনেট পরিষেবা স্তব্ধ রাখার সেই সিদ্ধান্ত। নির্দেশিকায় বলা হয়েছে, মণিপুরে মোবাইল ইন্টারনেট ডেটা পরিষেবার উপর সাময়িক বিধিনিষেধ পরবর্তী পাঁচ দিন চলবে। আগামী ১ অক্টোবর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত বহাল থাকবে নিষেধাজ্ঞা। তার পর বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

    মণিপুরে সিবিআই

    মঙ্গলবার রাতেই মণিপুরের (Manipur Violence) মুখ্য়মন্ত্রী এন বীরেন সিং জানান, ওই দুই নাবালিকার মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং ঘটনার সমস্ত আপডেট জানানো হচ্ছে বলেও জানান তিনি। এরপরই জানা যায় যে বুধবারই বিশেষ বিমানে মণিপুরে যাচ্ছে সিবিআইয়ের দল। সূত্রের খবর, তদন্তকারীদের দলে থাকবেন সিবিআইয়েরর সেকেন্ড-ইন কম্য়ান্ড অজয় ভাটনগর। ইতিমধ্যেই মণিপুরে উপস্থিত রয়েছেন সিবিআইয়ের যুগ্ন ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়। এছাড়াও তদন্তকারী দলে স্পেশাল ক্রাইমের একাধিক শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন, যারা ঘটনাস্থল পুনর্নিমাণ, জেরা ও টেকনিক্যাল সার্ভেল্যান্সে পারদর্শী। সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির আধিকারিকরাও যাচ্ছেন মণিপুরে।

    আরও পড়ুন: ভারতের পাশেই শ্রীলঙ্কা, বন্দরে নোঙর করতে দিল না চিনা জাহাজ

    মণিপুরে শান্তি ফেরাতে সক্রিয় সরকার

    গত চার মাস ধরে হিংসা বিধ্বস্ত মণিপুর (Manipur Violence)। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল। যদিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল মণিপুর। শিথিল করা হয়েছিল সে রাজ্যের একাধিক জেলায় জারি থাকা কার্ফু। মঙ্গলবার এক অনুষ্ঠানে মণিপুর প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, মণিপুরে সমস্যা বহুদিন ধরেই।  রাজ্য এমনকি দেশের বাইরে থেকেও মণিপুরে ঢোকেন বহু মানুষ। অশান্তির পিছনে এটি একটি বড় কারণ। সঙ্গে জাতিগত সমস্যাও রয়েছে। তবে, কেন্দ্র ও রাজ্য সরকার মিলে মণিপুরে শান্তি ফেরাতে সক্রিয়। খুব শীঘ্রই উত্তর-পূর্বের এই রাজ্যে স্থিতাবস্থা ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Asian Games 2023: এশিয়ান গেমসে পঞ্চম সোনা ভারতের! শ্যুটিংয়ের একই ইভেন্টে জোড়া পদক জয় মেয়েদের

    Asian Games 2023: এশিয়ান গেমসে পঞ্চম সোনা ভারতের! শ্যুটিংয়ের একই ইভেন্টে জোড়া পদক জয় মেয়েদের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি এশিয়ান গেমসে একই ইভেন্টে জোড়া পদক এল ভারতের ঘরে। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে সোনা ও ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে। সোনা জিতলেন সিফট কৌর সামরা। তাও একেবারে বিশ্বরেকর্ড গড়ে। আর ব্রোঞ্জ জিতলেন অশি চৌকসে। একটুর জন্য় রুপো হাতছাড়া হয় অশির। তিনি প্রথম থেকে ভালো খেলেও শেষ শটটা খারাপ খেলেন। ফলে রুপো জেতে চিন।

    তবে, লক্ষ্যভেদে কোনও ভুল করেননি সিফট। সকালে টিম ইভেন্টে একটুর জন্য সোনা হাতছাড়া হয়েছিল। কিন্তু, নিজে দুরন্ত ফর্মে ছিলেন। ব্যক্তিগত ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে সোনা ছিনিয়ে নিলেন তিনি। ৪৬৯.৬ পয়েন্ট নিয়ে বিশ্বরেকর্ড করেন সিফট। শেষ শটে অবিশ্বাস্য ১০.২ পয়েন্ট নেন তিনি। এর আগে বিশ্বরেকর্ড ছিল সেওনেড ম্যাকিনটোশের দখলে। চলতি বছর আজারবাইজানের বাকুতে ৪৬৭ পয়েন্ট অর্জন করেছিলেন গ্রেট ব্রিটেনের শ্যুটার। সামরার সাফল্যে ভারত এ নিয়ে পঞ্চম সোনা জিতল।

    চতুর্থ দিনে চতুর্থ সোনা জয়

    এর আগে দিনের শুরুতে চতুর্থ সোনা জয় করে ভারতের মহিলা শ্যুটাররা। আসে জোড়া পদক। একই ইভেন্টে জোড়া পদক। চমহিলাদের ২৫ মিটার পিস্তলে সোনা জিতল ভারত। মনু ভাকের, এশা সিং ও রিদম সাংওয়ানের ত্রয়ী গর্বের মুহূর্ত উপহার দিলেন দেশবাসীকে। এদিন এশিয়ান গেমসে মহিলাদের ৫০ মিটার থ্রি পোজিশনস রাইফেলে রুপো জিতল ভারত। 

    শ্যুটিংয়ে জয় জয়কার 

    ভারতের এই সাফল্যে খুশির জোয়ার। ভারতের ঝুলিতে এখন মোট ১৮টি পদক,  যার মধ্যে ৫টি সোনা, ৫টি রুপো, ৮টি ব্রোঞ্জ। চিনের মাটিতে ভারতীয় ক্রীড়াবিদদের জয়ের ধারা অব্যাহত। এদিন সকালেই শ্যুটিংয়ের দুই বিভাগে সোনা এবং রুপো জিতে নেয় মহিলা দল। মহিলাদের দলগত ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন মনু ভাকের, এশা সিং ও রিদম সাংওয়ান। তাঁদের দলগত পয়েন্ট ১৭৫৯। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছে চিন। তাদের দলগত পয়েন্ট ১৭৫৬।

    মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন টিম ইভেন্টে এল রুপো। ভারতের ত্রয়ী সিফট কৌর সামরা, আশি চোক্সি ও মানিনি কৌশিক মোট ১৭৬৪ পয়েন্ট নিয়ে রুপো জিতলেন। সোনা জিতেছে চিন। মঙ্গলবারই  ৪১ বছর পর অশ্বারোহণে এশিয়াডে সোনা জেতে ভারত। বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

     

     

  • Justice Abhijit Gangopadhyay: দুই জেলার স্কুল পরিদর্শককে অপসারণের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    Justice Abhijit Gangopadhyay: দুই জেলার স্কুল পরিদর্শককে অপসারণের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: এক দিনেই দুই জেলার স্কুল পরিদর্শককে অপসারণের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। মুর্শিদাবাদের স্কুল শিক্ষিকা নিজের সন্তানের অসুস্থের কথা বার বার জানালেও, স্কুল পরিদর্শক বদলির অনুমতি দেননি। এই অমানবিক আচরণের অভিযোগে বিচারপতি দুই সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দিলেন। সেই সঙ্গে শিক্ষিকাকে তিন সপ্তাহের মধ্যে নিজের বাড়ির কাছের স্কুলে বদলি করার নির্দেশ দিলেন বিচারপতি। অপর দিকে হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ে অপসারণের নির্দেশ পেলেন দক্ষিণ ২৪ পরগনার ডিআই।

    মূল অভিযোগ কী (Justice Abhijit Gangopadhyay)?

    মুর্শিদাবাদের বালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বানানী ঘোষের সন্তান এক বিরল রোগে আক্রান্ত। তাঁর বাড়ি হল নদিয়ার কৃষ্ণনগরে। তাঁকে রোজ বাড়ি থেকে ১২৪ কিলোমিটার যাতায়েত করতে হতো। তাঁর সন্তান সোজা হয়ে দাঁড়াতে পারে না। ফুসফুস এবং হৃদপিণ্ডও ক্ষতিগ্রস্ত। ৬০ শতাংশ প্রতিবন্ধী। সমস্যার কথা জানিয়ে, স্কুল পরিদর্শকের কাছে স্কুল বদলির জন্য বারবার আবেদন করেন শিক্ষিকা। কিন্তু স্কুল পরিদর্শ, শিক্ষিকার আবেদন এবং সমস্যার কথায় কর্ণপাত করছিলেন না। অবশেষে নিরুপায় হয়ে হাইকোর্টে মামলা (Justice Abhijit Gangopadhyay) করেন শিক্ষিকা। 

    অপরে দক্ষিণ ২৪ পরগণার রবীন্দ্র হালদার নামক এক শিক্ষকের মৃত্যু হয় ২০১৯ সালে। তাঁর প্রথম স্ত্রী কুসুম হালদার এবং দ্বিতীয় স্ত্রী সুজাতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় স্ত্রীর বিবাহকে নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। মামালা গড়ায় কোর্ট পর্যন্ত। অবশেষে দ্বিতীয় বিবাহ অবৈধ বলে কোর্ট রায় দেন। এইদিকে দ্বিতীয় স্ত্রীকে পেনশেনের টাকা পাওয়ার অনুমোদন দেন ডিআই সুজিত হাইত। এরপর মামলা কোর্টে গেলে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “ডিআই কীভাবে সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় স্ত্রীকে পেনশেনের টাকা নেওয়ার অনুমতি দিলেন! তিনি কি জমিদার! আজ থেকে আর পদে থাকার দরকার নেই।”

    বিচারপতির নির্দেশ

    বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) মুর্শিদাবাদের এই স্কুল পরিদর্শককে অত্যন্ত অমানবিক বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে পরিদর্শক হাইকোর্টে ভুল তথ্য পরিবেশন করেছেন বলে উল্লেখ করেছেন। বিচারপতি স্কুল সংক্রান্ত বিষয়ে হলফনামা দিতে বললেন। কিন্তু সেখানেও পরিদর্শক তথ্যের ক্ষেত্রে ভুল তথ্য দিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে জানান যে শিক্ষিকার বদলি আটকানোর পিছনে সঠিক কারণ দিতে পারেননি পরিদর্শক। বিচারপতি খুব স্পষ্ট ভাষায় বলেন, “সত্যই এটি বিরল রোগ। এই রোগের কথা আমি জানি। সব থেকে অবাক করার কথা হলে সব জেনেও পরিদর্শক কেন বদলির বিরোধিতা করলেন।” এরপর অভিযুক্ত পরিদর্শককে দুই সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দেন। সেই সঙ্গে আগামী তিন সপ্তাহের মধ্যে মামালাকারী শিক্ষিকাকে নিজের বাড়ির কাছে কোনও স্কুলে বদলি করার নির্দেশ দেন।

    মামালাকারী শিক্ষিকার বক্তব্য

    মুর্শিদাবাদের স্কুল মামালারীর শিক্ষিকা বলেন, “আমার বার বার আবেদন করেও সমস্যার সমাধান হয়নি। আদালতের নির্দেশকে (Justice Abhijit Gangopadhyay) নিয়েও গড়মসি হতে পারে। শিক্ষা দফতরের কাছে আমার আবেদন দ্রুত আদালতের নির্দেশকে কার্যকর করা হোক”।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share