Tag: Madhyom

Madhyom

  • Lunar Eclipse 2024: দোল পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ, পুজো-উৎসবে কী প্রভাব, জানেন তো?

    Lunar Eclipse 2024: দোল পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ, পুজো-উৎসবে কী প্রভাব, জানেন তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2024) হবে দোল পূর্ণিমার দিনে। আগামী ২৫ মার্চ দোলের দিনে এই চন্দ্রগ্রহণ হবে। প্রায় ১০০ বছর পর দোলের দিন চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে ভারতে এই গ্রহণ দেখা যাবে না। চন্দ্রগ্রহণের প্রভাব হোলির উৎসবেও পড়বে। আর তাই অনেকের মনে সময়কাল নিয়ে বিভ্রান্তি রয়েছে। বাড়িতে পুজো করতে চাইলে সন্ধে ৫টা ৪৫ মিনিট থেকে ৭টা ২১ মিনিটের মধ্যে করতে হবে সত্যনারায়ণ ব্রত। চন্দ্র গ্রহণের দিন সম্পর্কে জেনে নিন বিস্তৃত তথ্য।

    চন্দ্রগ্রহণের সময় (Lunar Eclipse 2024)

    জানা গিয়েছে, আগামী ২৫ মার্চ দোল পূর্ণিমার তিথিতে বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2024) লাগবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মোট ৪ ঘণ্টা ৩৯ মিনিট প্রভাব থাকবে গ্রহণের। ভারতীর সময় অনুযায়ী সকাল ১০টা ২৩ মিনিটে গ্রহণ লাগবে এবং শেষ হবে দুপুর ৩টে ২ মিনিটে। গ্রহণের মধ্যকাল হিসেবে দুপুর ১২টা ৪৩ মিনিটকে নির্ধারণ করা হয়েছে। গ্রহণের সময় শুভ কাজ না কারাই বাঞ্ছনীয়।

    চন্দ্রগ্রহণের সূতক কাল

    এই চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2024) ভারত থেকে দেখা যাবে না। তাই ভারতে সুতক কাল মানা হবে না। বিশ্ব বাজারে বড়সড় ওঠাপড়া লক্ষ্য করার সম্ভাবনা রয়েছে। লগ্নির ক্ষেত্রে বড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। রাশির বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। নয়ত, লোকসান হতে পারে। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকুন।

    কোথায় কোথায় দেখা যাবে গ্রহণ

    ভারতে না দেখা গেলেও পৃথিবীর নানা প্রান্ত থেকে দেখা যাবে গ্রহণ। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, দক্ষিণ নরওয়ে এবং সুইৎজারল্যান্ড থেকে দেখা যাব এই চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2024)। একইভাবে,  উত্তর ও পূর্ব এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকেও দেখা যাবে চন্দ্রগ্রহণ। প্রশান্ত মহাসাগরীয় ও অতলান্তিক মহাসাগরীয় অঞ্চলের কিছু কিছু স্থান থেকে গ্রহণ দেখা যেতে পারে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: আবগারি দুর্নীতিতে কবিতার সঙ্গে ষড়যন্ত্রে জড়িত কেজরিওয়ালও, দাবি ইডির

    Arvind Kejriwal: আবগারি দুর্নীতিতে কবিতার সঙ্গে ষড়যন্ত্রে জড়িত কেজরিওয়ালও, দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, ভারত রাষ্ট্র সমিতির নেত্রী, বর্তমানে গ্রেফতার হওয়া কে কবিতা, ১০০ কোটি টাকা দিয়েছেন আম আদমি পার্টিকে। লেনদেনে যুক্ত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং জেলবন্দি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও। এই ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র দিল্লির আবগারি নীতিতে সুবিধা পেতে। এমনটাই জানিয়েছে ইডি। দিল্লির আবগারি দুর্নীতিতে নাম জড়িয়েছে একের পর এক আপ নেতার। কে কবিতার গ্রেফতারির পরে বোঝা যায় দুর্নীতির জাল অনেক দূরে বিস্তৃত। আপ সরকারের দুর্নীতির বিরুদ্ধে তদন্তের জাল এখন গোটাতে শুরু করেছে ইডি।

    নবমবার তলব করা হয়েছে কেজরিওয়ালকে

    প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় ইডি আট বার তলব করলেও, একবারও হাজিরা দেননি কেজরিওয়াল (Arvind Kejriwal)। এরই মধ্যে ইডি তাঁকে নবমবার তলব করেছে। এখন দেখার ২১ মার্চ তলবে তিনি সাড়া দেন কি না। প্রসঙ্গত, তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা হলেন কে কবিতা। যাঁকে গত সপ্তাহতে গ্রেফতার করেছে ইডি। এবং বর্তমানে তিনি ২৩ মার্চ পর্যন্ত থাকবেন ইডি হেফাজতে। তাঁকে জেরা করেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নানা ধরনের বেআইনি ফান্ডিংও দেখা গিয়েছে আবগারি দুর্নীতিতে।

    দুর্নীতির ‘কিংপিন’ কবিতা

    ইডির তরফে জানানো হয়েছে, ৪৫ বছর বয়সি ভারত রাষ্ট্র সমিতির নেত্রী, মিলিতভাবে আম আদমি পার্টির (Arvind Kejriwal) নেতাদের সঙ্গে এই ষড়যন্ত্রে লিপ্ত থেকেছেন। এই দুর্নীতিতে কবিতাকে কিংপিন বলেও উল্লেখ করেছে ইডি। এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। ইডির তরফ থেকে জানানো হয়েছে, সারা দেশের ২৪৫টি বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে তারা এবং ১৫ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লির আবগারি দুর্নীতিতে। যার মধ্যে রয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। ইডি গ্রেফতার করেছে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং এবং অন্যান্য বেশ কিছু মদ ব্যবসায়ীকেও। এখনও পর্যন্ত মোট ছ’টি চার্জশিট দাখিল করা হয়েছে। এখনও পর্যন্ত ১২৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Himanta Biswa Sarma: “অসমে ৩-৬ লাখ মানুষ আবেদন করবেন সিএএতে”, বললেন হিমন্ত

    Himanta Biswa Sarma: “অসমে ৩-৬ লাখ মানুষ আবেদন করবেন সিএএতে”, বললেন হিমন্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: “অসমে ৩ থেকে ৬ লাখ মানুষ সিএএ-র জন্য আবেদন করবেন।” জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। সপ্তাহখানেক আগেই দেশজুড়ে লাগু হয়েছে সিএএ। নাগরিকত্ব সংশোধনী এই আইনকে হাতিয়ার করেই ভোট কুড়োতে ময়দানে নেমে পড়েছে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। তবে সিএএ যে নাগরিকত্ব দেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য নয়, তা বারংবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তার পরেও সিএএ নিয়ে রাজনীতি করতে মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলে অভিযোগ।

    প্রসঙ্গ এনআরসি (Himanta Biswa Sarma)

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী (Himanta Biswa Sarma) বলেন, “অন্ততঃ পক্ষে পাঁচ লাখ বাংলাভাষী হিন্দু, দু’লাখ আদিবাসী অসমিয়া এবং দেড় লাখ গোর্খা এনআরসিতে বাদ পড়েছেন। এঁদের মধ্যে তিন থেকে ছ’লাখ মানুষ নাগরিকত্ব পেতে সিএএতে আবেদন করবেন।” তিনি জানান, এনআরসিতে অনেকেই বাদ পড়েছেন। নাগরিকত্ব প্রমাণে প্রয়োজনীয় তথ্য দিতে না পারায় বাদ পড়েছেন তাঁরা। তাই সিএএতে আবেদন করার বদলে তাঁরা যাবেন ফরেনার্স ট্রাইব্যুনালে।

    প্রসঙ্গ সিএএ

    হিমন্ত জানান, সিএএ লাগু হয়েছে গত সপ্তাহে। ১৯ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। আমাদের হাতে প্রায় ৪০ দিন সময় রয়েছে। প্রকৃত ছবিটা বুঝতে এই সময়টা যথেষ্ট। মুখ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যেই সিএএতে গুজরাটে নাগরিকত্ব পেয়েছে ১৩টি হিন্দু পরিবার। কিন্তু অসমে এখনও পর্যন্ত খুব বেশি মানুষ আবেদন করেননি। অনেক পরিবার, বিশেষত হিন্দু বাঙালি, বাংলাদেশ থেকে অসমে ঢুকেছিল ১৯৭১ সালের ২৫ মার্চের পরেও। তাঁদের মধ্যেই অনেকে ফিরে গিয়েছেন।” প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ মার্চের পরে যাঁরা অসমে এসেছেন, তাঁদের শরণার্থী বলে গণ্য করছে না অসম সরকার।

    আরও পড়ুুন: গ্যাস, জ্বালানির পর এবার ডালের দাম কমাতেও উদ্যোগী মোদি সরকার

    হিমন্ত বলেন, “এরকম অনেক পরিবার রেশন কার্ড নিতে অস্বীকার করেছিলেন। তাই তাঁদের কাছে নথি বলতে রয়েছে কেবল রিফিউজি রেজিস্ট্রেশন কার্ড, যেটা ইস্যু করেছিলেন সীমান্ত কর্তৃপক্ষ। কিন্তু প্রতীক হাজেলা (প্রাক্তন এনআরসি কো-অর্ডিনেটর) এনআরসি আপডেট করার সময় এই কার্ড গ্রহণ করেননি। তাই অনেক নাম বাদ গিয়েছে, প্রায় ১৬ লাখ। এনআরসির ফাইনাল ড্রাফট যা প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের অগাস্ট মাসে, তাতে এঁদের নাম ছিল না।” তিনি (Himanta Biswa Sarma) বলেন, “তাই আমার মনে হয় সিএএতে আবেদন করবেন এ রাজ্যের ৩ থেকে ৬ লাখ মানুষ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • KKR: ‘যখন ছেড়ে যাব, তখন দল থাকবে অন্য উচ্চতায়’, কেকেআর ছাড়া নিয়ে কী বললেন গম্ভীর?

    KKR: ‘যখন ছেড়ে যাব, তখন দল থাকবে অন্য উচ্চতায়’, কেকেআর ছাড়া নিয়ে কী বললেন গম্ভীর?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘড়িতে তখন বিকেল ৪টে সায়েন্স সিটি থেকে ধাপার মাঠ পর্যন্ত বাইপাসের ধারে থিকথিক করছে ভিড় বেগুনি রঙের জার্সি চারদিকে। হঠাত কী হল? আইপিএল (IPL 2024) শুরু হতে তো এখনও দেরি। আর ইডেন চত্বর হলেও কথা ছিল। কিন্তু এ তো বাইপাস! খোঁজ নিয়ে জানা গেল সোমবার সন্ধ্যায় বাইপাসের ধারে একটি হোটেলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সি উদ্বোধন হতে চলেছে। নাইটদের ঘিরে সমর্থকদের এহেন জমায়েত শেষ কবে দেখা গিয়েছিল মনে পড়ছে না। আসলে নাইট শিবিরে গৌতম গম্ভীরের আগমনের সঙ্গেই যেন ভাগ্য ফিরে এসেছে এমনটাই বিশ্বাস সমর্থকদের।

    গম্ভীরের সঙ্গে ফিরবে ট্রফি ভাগ্য

    গৌতম গম্ভীরের নেতৃত্বেই দুবার আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন হয় কেকেআর (KKR)। গম্ভীরের সঙ্গে যেন ট্রফি ‘ভাগ্য’ও চলে গিয়েছিল কলকাতার। না হলে ফাইনালে উঠেও কেন ট্রফি এল না! এমনটাই মনে করেন অনেকে। ২০১৪ সালে শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এ বার কেকেআর মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর। সমর্থকদের প্রত্যাশা, এ বার ট্রফিও ফিরবে।  নতুন মরসুমের জন্য আশাবাদী কেকেআর শিবির। এ দিন শহরের এক পাঁচ তারা হোটেলে কেকেআরের নতুন মরসুমের জার্সি উন্মোচন হয়। কেকেআরের মেন্টর হিসেবে নতুন সফর শুরুর আগে অনেক কিছুই বললেন নাইট মেন্টর গম্ভীর।

    কী বললেন গম্ভীর

    টিম ম্যানেজমেন্টকে নিয়ে গম্ভীর বলেন, ‘আমাকে মানিয়ে নেওয়া খুবই কঠিন। ধন্যবাদ জানাতে হয় শাহরুখ খান এবং ভেঙ্কি মাইসোরকে। বছরের পর বছর আমার নানা আবদার মিটিয়েছেন। প্লেয়ার হিসেবে যোগ দেওয়ার সময় যা বলেছিলেন, এ বারও শাহরুখ তাই বলেছেন। শাহরুখ বলেছেন-এটা তোমার টিম, ভাঙবে-গড়বে, সব তোমার উপর।’ কেকেআর-এর ট্রফি প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘আমি কেকেআরকে সাফল্য দিইনি, কেকেআর আমাকে সফল করেছে। কেকেআর আমাকে লিডার বানিয়েছে। একটা বিষয়ে সকলকে আশ্বস্ত করতে চাই, আমি যখন কেকেআর ছাড়ব, টিমটা দুর্দান্ত জায়গায় থাকবে।’

    নাইট নেতা শ্রেয়সের আশা

    এই মরসুমে ট্রফি জয়ের জন্য আশ্বস্ত করেছে নাইট নেতা শ্রেয়স আইয়ারও। সোমবার ইডেনের নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন শ্রেয়স। প্রায় পৌনে দু’ঘণ্টার সেশনে বেশ সাবলীল দেখিয়েছে তাঁকে। এমনকী, বাউন্সারে স্কুপ শটও খেলেছেন। যা দেখে উচ্ছ্বসিত নাইট ভক্তরা। রাতে টিম হোটেলে কেকেআরের জার্সি উদ্বোধন অনুষ্ঠানে শ্রেয়স বলেন, ‘আমি সবে দিন দুয়েক হল কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছি। তবে দারুণ একটা দল হাতে পেয়েছি। এই দলের নেতৃত্ব দিতে পারছি বলে আমি সম্মানিত।’ এদিনের অনুষ্ঠানে কেকেআর নাইট ক্লাব প্লাস মোবাইল অ্যাপও উদ্বোধন করা হয়। যে অ্যাপে ক্রিকেটার ও দলের সমস্ত খুঁটিনাটি তথ্য, ছবি, ভিডিও, পরিসংখ্যান হাতে পাবেন কেকেআর অনুরাগীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: গ্যাস, জ্বালানির পর এবার ডালের দাম কমাতেও উদ্যোগী মোদি সরকার

    PM Modi: গ্যাস, জ্বালানির পর এবার ডালের দাম কমাতেও উদ্যোগী মোদি সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে ফি-বার জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। তার জেরে নাভিশ্বাস ওঠার জোগাড় হয় মধ্যবিত্ত পরিবারের। এবার যাতে সেই পরিস্থিতির সৃষ্টি না হয়, তাই আগাম পদক্ষেপ নিতে শুরু করেছে নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার।

    ডাল-ভাতের জোগাড়

    কিছুদিন আগেই কমানো হয়েছে গ্যাসের দাম। তার পরে পরেই কমানো হয়েছে পেট্রল-ডিজেলের মতো নিত্য প্রয়োজনীয় দুই জ্বালানির দর। এই দুই ইন্ধনের দরই কমানো হয়েছে লিটার পিছু দু’টাকা করে। এবার সরকার উদ্যোগী হয়েছে ডালের দাম কমাতে। দেশের সাধারণ মানুষ যাতে অন্তত দু’বেলা ডাল-ভাত খেতে পারেন, তা নিশ্চিত করতেই ডালের মূল্যবৃদ্ধি রুখতে কোমর কষে নেমেছে সরকার (PM Modi)। চলতি বছর ডালের উৎপাদন কম হয়েছে। অর্থনীতির চাহিদা-জোগানের তত্ত্ব মেনেই বেড়ে যাওয়ার কথা ডালের দাম। তাই সরাসরি চাষিদের কাছ থেকেই সরকার ৬ লাখ টন ডাল কেনার পরিকল্পনা করেছে। জানা গিয়েছে, এর মধ্যে অড়হর ডাল কেনা হবে ৪ লাখ টন, বাকিটা মুসুর ডাল।

    ডালের দর কেমন?

    ক্রেতা সুরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ মার্চ দেশে অড়হর ডালের গড় দর কেজি প্রতি ১৫০.২২ টাকা। সর্বোচ্চ দর ১৯৯ টাকা। সর্বনিম্ন কেজি প্রতি ৮৭ টাকা। ছোলার ডালের কেজি প্রতি গড় দর ৮২.৯৬ টাকা, সর্বোচ্চ দাম ১৪০ টাকা। সর্বনিম্ন দর কেজি প্রতি ৬০ টাকা। বিউলির ডালের গড় দাম কেজি প্রতি ১২৩.৭২ টাকা। যদিও এই ডাল বিক্রি হচ্ছে ১৭৪ টাকা কেজি দরে। বিউলির ডাল যখন সস্তা হয়, তখন দর দাঁড়ায় ৬৮ টাকা প্রতি কেজি। মুগ ডাল কেজি প্রতি বিক্রি হচ্ছে ১১৭.৩৬ টাকা দরে। সর্বোচ্চ দর ১৬৬ টাকা, সর্বনিম্ন ৮৯ টাকা। মসুর ডালের গড় দর ৯৩.৬৩ টাকা কেজি। চলতি বছর মসুর ডাল সব চেয়ে সস্তা হয়েছিল ১৭ মার্চ। সেদিন এই ডাল বিক্রি হয়েছিল ৭০ টাকা প্রতি কেজি। সব চেয়ে দামি মুগ ডাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৫৭ টাকায় (PM Modi)।

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রী মোদিকে কৃতজ্ঞতা বুলগেরিয়ার প্রেসিডেন্টের, “বন্ধুরা এর জন্যই”, বললেন জয়শঙ্কর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Parachuri Abhijit: আমেরিকায় ফের খুন ভারতীয় ছাত্র, জঙ্গলে উদ্ধার দেহ

    Parachuri Abhijit: আমেরিকায় ফের খুন ভারতীয় ছাত্র, জঙ্গলে উদ্ধার দেহ

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকায় ফের এক ভারতীয় ছাত্রের (Indian Student Death In US) অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে অনুমান, তাঁকে খুন করা হয়েছে। একটি জঙ্গলে গাড়ির ভিতর থেকে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। মৃত পড়ুয়ার নাম পারাচুরি অভিজিৎ (Parachuri Abhijit)। বছর কুড়ির এই  ছাত্র অন্ধ্রপ্রদেশের গুন্টুরের বাসিন্দা ছিলেন। এই নিয়ে চলতি বছরেই মোট আট ভারতীয় পড়ুয়ার দেহ উদ্ধার হল আমেরিকায়। 

    ঘন জঙ্গল থেকে মিলল দেহ

    পুলিশ সূত্রে খবর, আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন অভিজিৎ (Parachuri Abhijit)। সম্প্রতি ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, টাকা এবং ল্যাপটপের জন্য অভিজিৎকে খুন করেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পুলিশের সন্দেহ, টাকাপয়সা নিয়ে কারও সঙ্গে ঝামেলা হয়ে থাকতে পারে অভিজিতের (Indian Student Death In US)। তার জেরে খুন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের এখনও শনাক্ত করা যায়নি। অভিজিতের মৃতদেহ ক্যাম্পাসের মধ্যে ঘন জঙ্গলে পাওয়া গিয়েছে। তাঁর দেহ ভারতে পাঠানোর ব্যবস্থা করছে আমেরিকা প্রশাসন। 

    আরও পড়ুন: রুদ্ধশ্বাস অভিযান ভারতীয় নৌসেনার, সোমালিয়ার জলদস্যুদের হারিয়ে উদ্ধার জাহাজ

    শোকাহত পরিবার

    পরিবারিক সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ বাবা-মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন অভিজিৎ (Indian Student Death In US)। অভিজিতের বাবা পারাচুরি চক্রধর জানিয়েছেন, পুত্র বিদেশে পড়তে যেতে চাইলেও তাঁর মায়ের ইচ্ছা ছিল না। কিন্তু তাঁর ভবিষ্যতের কথা চিন্তা করেই তাঁরা রাজি হয়েছিলেন। বস্টন বিশ্ববিদ্যালয় যথেষ্ট নামকরা। এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়ে গিয়েছে এই বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, অনেকেই অনুমান করছেন যে অভিজিতের (Parachuri Abhijit) সঙ্গে কিছু পড়ুয়ার মতবিরোধ হতে পারে। এই প্রথম নয়, এর আগেও আমেরিকায় গিয়ে খুন হতে হয়েছে ভারতীয় পড়ুয়াদের। তা-ও আবার কয়েক মাসের মধ্যেই আট জনের দেহ উদ্ধার হয়েছে জো বাইডেনের দেশ থেকে। সম্প্রতি অমরনাথ ঘোষ নামে এক নৃত্যশিল্পী খুন হন ওয়াশিংটনে। বছর চৌত্রিশের অমরনাথ নৃত্যে স্নাতকোত্তর করতে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: প্রধানমন্ত্রী মোদিকে কৃতজ্ঞতা বুলগেরিয়ার প্রেসিডেন্টের, “বন্ধুরা এর জন্যই”, বললেন জয়শঙ্কর

    PM Modi: প্রধানমন্ত্রী মোদিকে কৃতজ্ঞতা বুলগেরিয়ার প্রেসিডেন্টের, “বন্ধুরা এর জন্যই”, বললেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করে অপহৃত জাহাজ উদ্ধারের জন্য ভারতকে ধন্যবাদ জানালেন বুলগেরিয়ার (Bulgeria) প্রেসিডেন্ট রুমেন রাদেভ। আরব সাগরে টানা ৪০ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে ভারতীয় নৌসেনা। দীর্ঘ তিন মাস ধরে সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক থাকা জাহাজ ও তার কর্মীদের উদ্ধার করেছে আইএনএস কলকাতা। ওই জাহাজে বুলগেরিয়ার ৭ নাগরিক ছিলেন। তাঁদের জীবন বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  (PM Modi) ধন্যবাদ জানালেন বুলগেরিয়ার প্রেসিডেন্ট। 

    মোদিকে ধন্যবাদ 

    বুলগেরিয়ান (Bulgeria) জাহাজটিকে উদ্ধারে ভারতীয় নৌবাহিনীর সাহসী পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) আন্তরিক কৃতজ্ঞতা জানান সেখানকার রাষ্ট্রপতি রুমেন রাদেভ। এই সফল অভিযানের জন্য ভারতকে উষ্ণ অভিনন্দন জানান, বুলগেরিয়ার উপ-প্রধানমন্ত্রী  মারিয়া গ্যাব্রিয়েলও। তিনি বলেন, “আমি সফল অপারেশনের জন্য ভারতীয় নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছিনতাইকৃত জাহাজ রুয়েন ও তার ক্রু সদস্যরা এখন মুক্ত। এদের মধ্যে ৭ জন বুলগেরিয়ার নাগরিক ছিলেন। ভারতের এই সমর্থন এবং মহান প্রয়াসের জন্য ধন্যবাদ। আমরা ক্রুদের জীবন রক্ষার জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি।”

    আরও পড়ুন: রুদ্ধশ্বাস অভিযান ভারতীয় নৌসেনার, সোমালিয়ার জলদস্যুদের হারিয়ে উদ্ধার জাহাজ

    জয়শঙ্করের বার্তা

    বুলগেরিয়ার (Bulgeria) এই অভিনন্দন বার্তার প্রত্যুত্তরে ভারতের পক্ষ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Dr S Jaishankar) বলেন, “বন্ধুরা এর জন্যই।” সম্প্রতি হুথি আক্রমণ প্রতিরোধের জন্য আরব সাগরে নিরাপত্তা বাড়িয়েছে ভারতীয় নৌসেনা। এই আবহে ওই জলসীমায় প্রতিকূল পরিস্থিতিতে সবসময় বন্ধু দেশগুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই ভারতের নীতি বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “একসঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি”, পুতিনকে শুভেচ্ছা জানিয়ে বললেন মোদি

    PM Modi: “একসঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি”, পুতিনকে শুভেচ্ছা জানিয়ে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “আপনার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।” সোমবার রাশিয়ার পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানিয়ে এই কথাগুলিই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ৮৭ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন পুতিন।

    পুতিনকে শুভেচ্ছা মোদির (PM Modi)

    ষষ্ঠবারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন তিনি। ৪ শতাংশের সামান্য কিছু বেশি ভোট পেয়েছেন পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ। প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ের জন্য পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এক্স হ্যান্ডেলে তিনি (PM Modi) লিখেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছে জানাই। আগামী বছরগুলিতে ভারত-রাশিয়া মৈত্রী ও কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।”

    রাশিয়ার সংবিধান

    রাশিয়ায় প্রেসিডেন্ট পদের মেয়াদ ছ’বছর। ২০১৮ সালে ৭৭ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন পুতিন। তখনই জানিয়ে দিয়েছিলেন, ২০২৪ সালের পর আর রাশিয়ার প্রেসিডেন্ট থাকবেন না তিনি। যদিও এবারের নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন তিনি। রাশিয়ার সংবিধান অনুযায়ী টানা দু’বারের বেশি প্রেসিডেন্ট পদে থাকা যেত না। ফের প্রেসিডেন্ট পদে লড়াই করতে ২০২১ সালেই এই আইন পরিবর্তন করেছিলেন কেজিবির প্রাক্তন প্রধান পুতিন। প্রথম মেয়াদে টানা দু’বার প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। আর দ্বিতীয় মেয়াদে তিনি প্রেসিডেন্ট হলেন টানা তৃতীয়বার। অর্থাৎ ২০৩০ সাল পর্যন্ত রাশিয়ার কর্তা তিনিই।

    প্রসঙ্গত, পুতিনের আগে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পদে দীর্ঘ সময় ধরে ছিলেন জোসেফ স্তালিন ও লিওনিদ ব্রেজনেভ। টানা ২৪ বছর ক্ষমতায় ছিলেন তাঁরা। তাঁদের সেই রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়তে চলেছেন পুতিন। এহেন পুতিনকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিনের মুখে মোদি-স্তুতি শোনা গিয়েছে বহুবার। আসন্ন লোকসভা নির্বাচনে মোদির সাফল্যও কামনা করেছিলেন পুতিন। গত ডিসেম্বরে রাশিয়া সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই সময় রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছিলেন এবার ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে ভারতে অত্যাধুনিক অস্ত্র তৈরি করবে রাশিয়া (PM Modi)।

    আরও পড়ুুন: বিহারে আসনরফা চূড়ান্ত, কত আসনে লড়বে বিজেপি, জানেন?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Fly91: আকাশে উড়ল ভারতের নতুন বিমান সংস্থা ‘ফ্লাই৯১’-এর উড়ান, জানেন কোন রুটে চলবে?

    Fly91: আকাশে উড়ল ভারতের নতুন বিমান সংস্থা ‘ফ্লাই৯১’-এর উড়ান, জানেন কোন রুটে চলবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের বিমান শিল্পে নতুন সংযোজন, ফ্লাই৯১ (fly91)। সোমবার এয়ারলাইনটি তার বাণিজ্যিক পরিষেবা শুরু করেছে৷ এদিন এর প্রথম বিমান গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ০৭:৫৫ মিনিটে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। অপারেশনের প্রথম দিনে, বিমানটি সফলভাবে বেঙ্গালুরু থেকে সিন্ধুদুর্গের প্রথম রুটেও উড়েছিল।

    আকাশ ছুঁল ফ্লাই৯১

    বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কার্যত আঞ্চলিক বিমান সংস্থাটিকে ভার্চুয়াল মাধ্য়মে সূচনা করেছিলেন গত মঙ্গলবার। এই বিমানের সফল সূচনার পর তিনি বলেন, “আগে আমাদের দেশে বিমান পরিষেবা বন্ধ এবং দেউলিয়া হয়ে যাওয়ার খবর হত। গত দশ বছরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব এই শিল্পে নতুন ভোর হয়েছে যার ফলস্বরূপ ছয়টি নয়া আঞ্চলিক বিমান সংস্থার জন্ম হয়েছে।” প্রাথমিকভাবে গোয়া, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং সিন্ধুদুর্গের মধ্যে উড়ছে ফ্লাই৯১ (fly91)। পরে আগাত্তি,জলগাঁও যাবে এই উড়ান। এপ্রিল মাস থেকে পুনের রুটেও চলবে ফ্লাই৯১ (fly91)। তারা বেঙ্গালুরু-সিন্ধুদুর্গ রুটের অনুরূপ সময়সূচী সহ সোমবার, শুক্র এবং শনিবার গোয়া এবং বেঙ্গালুরুর মধ্যে ফ্লাইট পরিচালনা করবে। অতিরিক্তভাবে, তারা গোয়া এবং হায়দ্রাবাদের পাশাপাশি সিন্ধুদুর্গ এবং হায়দ্রাবাদের মধ্যে সপ্তাহে দুবার উড়বে।

    এয়ারলাইনটির টিকিট মূল্য ১,৯৯১ টাকা (সমস্ত সহ)। এটি একটি বিশেষ ভাড়া। এই উদ্বোধনী অফার সমস্ত ফ্লাই৯১ (fly91) রুটে প্রযোজ্য। এই বিমানে সীমিত সময়ের জন্য প্রতি সেক্টরে প্রতি যাত্রী পিছু 499 টাকা নামমাত্র মূল্য দিয়ে টিকিট পরিবর্তন ও বাতিল করা যাবে। সংস্থার তরফে মনোজ চাকো বলেন, “আমরা ফ্লাই৯১-এ আমাদের উদ্বোধনী বাণিজ্যিক ফ্লাইট চালু করতে পেরে গর্বিত, ভারতকে সংযুক্ত করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্বোধনী ফ্লাইট শুধুমাত্র একটি গন্তব্যে পৌঁছানোর জন্য নয়; এটি একটি জাতির স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে উড়ে যাওয়ার বিষয়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Football Team: লক্ষ্য আফগান বধ, বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে স্টিমাচের নয়া ভাবনা

    Indian Football Team: লক্ষ্য আফগান বধ, বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে স্টিমাচের নয়া ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বৃহস্পতিবার ২১ মার্চ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup Qualifier) খেলায় ভারতের (Indian Football Team) মুখোমুখি হবে আফগানিস্তান। ইতিমধ্যেই সৌদি আরবের আভায় পৌঁছেছে ২৫ জনের ভারতীয় ফুটবল দল। সেই দলে মোহনবাগানের আটজন ফুটবলার রয়েছে। ইস্টবেঙ্গলের রয়েছে মাত্র একজন, মহেশ সিং। আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচের জন্য নতুন ফুটবলারদের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন ইগর স্টিমাচ। অন্যদিকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবেও ফুটবলারদের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন। 

    স্টিমাচের ভাবনা

    ম্যাচ প্রসঙ্গে দলের হেড কোচ ইগর স্টিমাচ বলেছেন, “আমরা সৌদি আরবে ম্যাচ জেতার জন্য নামব। আমরা এই মুহূর্তে বড় কিছু করার কথা ভাবছি না। চেষ্টা করব প্রথম থেকেই ম্যাচে আক্রমণে নামার। আফগানিস্তান সব রকমের ব্যবস্থা করেছে যাতে আমাদের চাপে ফেলা যায়। কিন্তু আমরা লড়াই করব। আমাদের পাখির চোখ বিশ্বকাপের যোগ্যতা অর্জন (FIFA World Cup Qualifier) পর্বে তৃতীয় পর্যায়ের ছাড়পত্র আদায় করা।” সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (Indian Football Team) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ইগর বলেছেন, ‘‘ম্যাচ আভার স্থানীয় সময় রাত আটটা থেকে। ফুটবলাররা যাতে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে তার জন্য অনুশীলন সূচিতে পরিবর্তন করেছি।’’ তিনি উচ্ছ্বসিত প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া অময় রানাওয়াড়ে, জয় গুপ্ত ও ইমরান খানকে নিয়ে। বলেছেন, ‘‘অময়কে জাতীয় দলে নেওয়ার পরিকল্পনা দীর্ঘ দিন ধরেই ছিল। কিন্তু ও চোট পাওয়ায় তা সম্ভব হয়নি। আক্রমণভাগে জয় অসাধারণ। ইমরানের অন্তর্ভুক্তিতে মাঝমাঠ আরও শক্তিশালী হয়েছে।’’

    গ্রুপে ভারতের স্থান

    বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ‘এ’ গ্রুপে (FIFA World Cup Qualifier) ভারতের সঙ্গে রয়েছে কাতার, কুয়েত ও আফগানিস্তান। গত নভেম্বরে কুয়েত-কে তাদের ঘরের মাঠে ১-০ হারান সুনীলরা। কিন্তু কাতারের কাছে ০-৩ হেরে গিয়েছিলেন। দু’টি ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করে এই মুহূর্তে ‘এ’ গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় দল। কুয়েতের সংগ্রহেও তিন পয়েন্ট। কিন্তু গোলপার্থক্যে ভারতের (-২) চেয়ে এগিয়ে থাকায় (৩) তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় পর্বে যোগ্যতা অর্জনের লক্ষ্যে আফগানিস্তানের বিরুদ্ধে দু’টি ম্যাচেই বড় ব্যবধানে জিততে মরিয়া সুনীলরা। ২১ মার্চ ফিফা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সৌদি আরবে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত (Indian Football Team)। ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় শুরু খেলা। ২৬ মার্চ গুয়াহাটিতে ঘরের মাঠে আফগানদের বিরুদ্ধে ফিরতি ম্যাচ সুনীলদের। 

    আরও পড়ুন: কলকাতায় এলেন মিচেল স্টার্ক, নড়বড়ে শ্রেয়স, কেকেআর-এর অনুশীলনে ঝোড়ো ব্যাটিং সল্টের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share