Tag: Madhyom

Madhyom

  • Myanmar: শরণার্থীর ভিড়ে মিশে দেশে ঢুকছেন মায়ানমারের সেনাকর্মী, মাথাব্যথা বাড়ছে ভারতের

    Myanmar: শরণার্থীর ভিড়ে মিশে দেশে ঢুকছেন মায়ানমারের সেনাকর্মী, মাথাব্যথা বাড়ছে ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-মায়ানমার সীমান্তে চলছে ঘোর যুদ্ধ। ভয়ে দেশ ছেড়ে ভারতে ঢুকে পড়ছে মায়ানমারবাসী। পিঠ বাঁচাতে জনতার ভিড়ে মিশে গিয়ে ভারতে ঢুকে পড়ছে মায়ানমারের (Myanmar) সেনারাও। জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারতে অনুপ্রবেশ করেছে হাজার পাঁচেক মায়ানমারবাসী। তাঁদের মধ্যে বেশ কয়েকজন সেনাকর্মীও রয়েছেন। ভারতে ঢোকার জন্য মিজোরাম সীমান্তে অপেক্ষার প্রহর গুণছেন বহু শরণার্থী।

    জুন্টা সেনার বিরুদ্ধে লড়ছে বিদ্রোহী গোষ্ঠী

    বছর কয়েক আগে অং সান সু চি-র দলকে সরিয়ে মায়ানমারের রাশ হাতে নেয় সেনা পরিচালিত জুন্টা সরকার। সম্প্রতি জুন্টা সেনার বিরুদ্ধে অস্ত্র ধরে বিদ্রোহী গোষ্ঠী। তার পর থেকেই চলছে দু’ পক্ষে তুমুল সংঘর্ষ। মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড এই তিন রাজ্যের সীমানা লাগোয়া ভারত-মায়ানমার সীমান্ত রয়েছে দেড় হাজার কিলোমিটারের কাছাকাছি। এই অঞ্চলে দেড়শোরও বেশি জনগোষ্ঠীর বাস। ভারতে ঢুকে এদের ভিড়েই মিশে যাচ্ছে অনুপ্রবেশকারীরা (Myanmar)। দিন কয়েক আগে এ দেশে আশ্রয় নিয়েছিলেন মায়ানমারের ৩৯ জন সেনাকর্মীও। রবিবার ঢুকে পড়েছে আরও পাঁচজন। এঁদের শনাক্ত করে মায়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    ভারতের শিরঃপীড়ার কারণ 

    পড়শি দেশের এই গৃহযুদ্ধই শিরঃপীড়ার কারণ হচ্ছে ভারতের। তাই ‘মিশন মায়ানমার’ হাতে নিয়েছে নয়াদিল্লি। এর লক্ষ্য হল, মায়ানমার সীমান্তবর্তী ভারতের গ্রামগুলির বাসিন্দাদের নিরাপত্তা দেওয়া এবং মায়ানমারের দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। মায়ানমারের পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, সেই চেষ্টাও করছে নয়াদিল্লি। সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি।

    আরও পড়ুুন: গাজায় প্রবীণ হামাস নেতার বাড়িতে হানা ইজরায়েলের, কোথায় গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

    বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “আমরা মায়ানমারে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি। ভারত-মায়ানমার সীমান্তে মিজোরামের জোখাওথারের উল্টো দিকে, মায়ানমারের চিন প্রদেশের রিখাওদার এলাকায় তীব্র লড়াইয়ের ফলে, মায়ানমারের নাগরিকরা ভারতে পালিয়ে আসছেন। আমাদের সীমান্তের কাছাকাছি এই ধরনের ঘটনা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।” তিনি বলেন, “মায়ানমারের পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান খুব স্পষ্ট। হিংসা বন্ধ হোক, এটাই চায় ভারত। আমরা চাই গঠনমূলক আলোচনার মাধ্যমে এই পরিস্থিতির সমাধান হোক।” বাগচি বলেন, “মানবিক কারণে সংশ্লিষ্ট প্রতিবেশী রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ তাঁদের সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। যারা মায়ানমারে (Myanmar) ফিরে যেতে ইচ্ছুক, আমরা তাদের ফিরে যাওয়ার ব্যবস্থাও করে দিয়েছি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Jinping Biden meet: বৈঠক শেষে ফের জিনপিংকে ‘একনায়ক’ কটাক্ষ বাইডেনের, কেন চুপ চিনা প্রেসিডেন্ট?

    Jinping Biden meet: বৈঠক শেষে ফের জিনপিংকে ‘একনায়ক’ কটাক্ষ বাইডেনের, কেন চুপ চিনা প্রেসিডেন্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক চিনা প্রেসিডেন্টের (Jinping Biden meet)। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হলেও, পরে নিজের অবস্থানে অনড় রইলেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকের আগেও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘একনায়ক’ আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার বিশ্বের দুই বৃহৎ শক্তিধর দেশের দুই প্রধানের বৈঠকের কয়েক ঘণ্টা পরেই জিনপিংকে ফের ‘একনায়ক’ আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। কেন তিনি চিনা প্রেসিডেন্টকে একনায়ক আখ্যা দিলেন, তার ব্যাখ্যাও দিয়েছেন বাইডেন। তিনি বলেন, “উনি এমন একটা দেশ চালান, যেটা একটা কমিউনিস্ট দেশ। ওই দেশে প্রশাসনিক পরিকাঠামো আমাদের দেশের তুলনায় একদমই আলাদা।”

    ‘গঠনমূলক আলোচনা’

    আমেরিকার সান ফ্রান্সিসকোয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির বৈঠকের মাঝেই বুধবার পার্শ্ব বৈঠকে বসেন বাইডেন ও জিনপিং। বৈঠক শেষে বাইডেন বলেন, “আমি মনে করি যে, আমরা কিছু গঠনমূলক ও কার্যকরী আলোচনা করতে পেরেছি।” চিনা বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বৈঠকের নির্যাস প্রসঙ্গে বলা হয়েছে, “বিবিধ বিষয় নিয়ে দুই দেশের মধ্যে গভীর আলোচনা ও মতের আদানপ্রদান হয়েছে। একটি দেশের সাফল্য অন্য দেশটির সাফল্যের ক্ষেত্র প্রস্তুত করে দেয়।”

    ঐক্যের ছবি!

    দুই রাষ্ট্রনেতার বৈঠকে এই সিদ্ধান্তও হয়েছে, “যদি কারও উদ্বেগ দেখা দেয়, তাহলে আমাদের উচিত ফোন হাতে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে কথা বলা। এবং আমরা তা করব। এটা একটা বড়সড় অগ্রগতি।” ঘণ্টা চারেকের এই বৈঠকের মধ্যে এক সঙ্গে খাওয়া-দাওয়া সেরেছেন জিনপিং-বাইডেন। বাগানে ঘোরাঘুরিও করেছেন। আমেরিকার বুকে দুই বৃহৎ শক্তিধর দেশের দুই প্রধানের এহেন কাছাকাছি আসার ছবি দীর্ঘদিন (Jinping Biden meet) দেখেনি বিশ্ব।

    আরও পড়ুুন: গাজায় প্রবীণ হামাস নেতার বাড়িতে হানা ইজরায়েলের, কোথায় গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

    এর আগে যখন বাইডেন জিনপিংকে ‘একনায়ক’ বলে অভিহিত করেছিলেন, তখন চিনা আধিকারিকরা প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেবার তাঁরা বাইডেনের মন্তব্যটিকে অযৌক্তিক ও উসকানিমূলক বলে অভিহিত করেছিলেন। এবার অবশ্য বাইডেনের মন্তব্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি চিনের তরফে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, কোভিড অতিমারির পরবর্তী পরিস্থিতিতে ধাক্কা খেয়েছে চিনা অর্থনীতি। বিশ্ববাজারেও মার খাচ্ছে চিনা পণ্য। এমতাবস্থায় মার্কিন-সঙ্গ লাভে বিশেষ উপকৃত হতে পারে বেজিং। সর্বোপরি, তাইওয়ান নীতিতে বাইডেনকে পাশে পেতে চায় চিন। তাইওয়ানকে চিনের অংশ বলে দাবি করে বেজিং। আর তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আমেরিকা। সেই কারণেও বাইডেন-সঙ্গ লাভ করতে চাইছে জিনপিং (Jinping Biden meet)।

    চিনা প্রেসিডেন্টের দৌত্য কতটা সফল হয়, এখন সেটাই দেখার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

       

  • ICC World Cup 2023: পাকিস্তান ক্রিকেটে দোলাচল! বাবরকে দল থেকে ছেঁটে ফেলার দাবি

    ICC World Cup 2023: পাকিস্তান ক্রিকেটে দোলাচল! বাবরকে দল থেকে ছেঁটে ফেলার দাবি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করেছে পাকিস্তান। ব্যাটে রান পাননি অধিনায়ক বাবর আজম। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে এখন দোলাচলে পাক ক্রিকেট।  এবার প্রাক্তন অধিনায়ককে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার দাবি তুললেন তাঁর দুই সতীর্থ। প্রসঙ্গত, পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই ফরম্যাটে অনেক ম্যাচ রয়েছে পাকিস্তানের। তার আগে পাক ক্রিকেটে এই আওয়াজ, বাবরের টি-টোয়েন্টি কেরিয়ারে প্রশ্ন তুলে দিল। ইতিমধ্যেই পাক ক্রিকেট বোর্ডের নতুন ডিরেক্টর করা হয়েছে মহম্মদ হাফিজকে। নয়া জমানায় বাবর এখন নিজের জায়গা করতে পারেন কি না তা সময় বলবে।

    বাবর-বিরোধী সুর

    বাবরের নেতৃত্ব ছাড়ার খবর প্রকাশ্যে আসতেই তোপ দাগেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।  একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার যোগ্য় নয় বাবর। কঠিন হলেও নির্বাচকদের এখনই ছেঁটে ফেলা উচিত।” প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ আমিরও বলেন, “টি-টোয়েন্টিতে খেলার যোগ্যতা নেই বাবরের।” অবাক করা ব্যাপার হল, পাকিস্তান সুপার লিগে এই দুই ক্রিকেটারই বাবরের দল করাচি কিংসের হয়ে খেলেন। অতীতে এই দুই সতীর্থের সঙ্গে একাধিক বার ঝামেলাও হয়েছে বাবরের। ইমাদ এবং আমির, দু’জনেই ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলেছেন।

    আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে মাঠে মোদি! আমেদাবাদে হোটেল ভাড়া ৪ লাখ, বিমানভাড়াও চড়ছে

    বাবরকে সম্মান

    উল্লেখ্য, বাবর নেতৃত্ব ছাড়ার পরে বেশ কয়েকজন সতীর্থ ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। বাবরের প্রশংসা করে নাসিম শাহ বলেছেন, “চার বছর আনন্দে কাটালাম। তোমার অধীনে খেলা বেশ সম্মানের ব্যাপার। সাদা বলের ক্রিকেটে অভিষেক হয়েছে তোমার নেতৃত্বেই। বরাবর সামনে থেকে নেতৃত্ব দিয়েছ তুমি।” পাক দলে বাবরের সহকারী মহম্মদ রিজওয়ান লিখেছেন, “পাকিস্তানের ক্রিকেটে অন্যতম সেরা অধিনায়ক তুমি। পাকিস্তানের অধিনায়ক হিসাবে তোমার সততা, ভালবাসা, সাহস, ভাবনা এবং প্রচেষ্টা সবার কাছে অনুকরণ করার মতো। আশা করি পাকিস্তানের নাম এ ভাবেই উজ্জ্বল করবে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel Hamas War: গাজায় প্রবীণ হামাস নেতার বাড়িতে হানা ইজরায়েলের, কোথায় গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

    Israel Hamas War: গাজায় প্রবীণ হামাস নেতার বাড়িতে হানা ইজরায়েলের, কোথায় গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানিয়ে দিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পশ্চিমী বিশ্বের চাপের মুখেও হামাসদের (Israel Hamas War) উচিত শিক্ষা দেওয়ার পণ করেছিলেন তিনি। বৃহস্পতিবার জানা গেল, গাজায় ইসমাইল হানিয়ার বাড়িতে আক্রমণ চালিয়েছে ইজরায়েলি সেনা।

    ইসমাইলের বাড়িতে হত বৈঠক

    এই ইসমাইল হামাসের প্রবীণ নেতা। ইজরায়েলি সেনার (আইডিএফ) দাবি, ইসমাইলের বাড়িত সন্ত্রাসী পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল। এখানেই প্রায়ই বৈঠকে বসত হামাসের প্রবীণ নেতারা। ইজরায়েল হামলার পরিকল্পনা ছকা হত এই বাড়িতেই। ইসমাইলের বাড়িতে হামাস নেতারা বৈঠকে বসলেও, তিনি নিজে থাকেন কাতারে। হামাস জঙ্গিদের এই ঘাঁটি গুঁড়িয়ে দিতে বুধবার ইজরায়েলি সেনা ব্যবহার করেছিল ফাইটার জেট।

    ইজরায়েলি সেনার ট্যুইট-বার্তা

    এক্স হ্যান্ডেলে ইজরায়েলি সেনা লিখেছে, “আজ রাতে (বুধবার) ১৬২ ডিভিশনের ২১৫ ফায়ার ব্রিগেড ফাইটার জেট নিয়ে ইসমাইল হেনিয়ার বাড়িতে হামলা চালায়। ইসমাইল সন্ত্রাসবাদী সংগঠন হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান। তাঁর বাড়িটি সন্ত্রাসবাদীদের ঘাঁটি ছিল। হামাসের প্রবীণ নেতাদের বৈঠক হত এই বাড়িতে।” দিন কয়েক আগেই একটি বৈদ্যুতিন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ইসমাইল বলেছিলেন, “আমরা যা করছি, তা যথার্থ। ৭ অক্টোবরের মতো আঘাত আমরা ফের হানব। ইজরায়েলকে (Israel Hamas War) ধ্বংস না করা পর্যন্ত আমরা থামব না। ইজরায়েলের বেঁচে থাকার কোনও অধিকার নেই। আমরা তাদের হামলার শিকার। তাই আমরা যা করছি, তা যথার্থ। আমাদের প্রতিটি আঘাত যথার্থ। আমরা কোনওমতেই পিছু হটব না।”

    ইসমাইলের বয়স ৬০। ২০১৭ সালে তিনি হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান নির্বাচিত হন। এই পরিচয় ছাড়াও ইসমাইলের অন্য একটি পরিচয়ও রয়েছে। ২০০৬ সালে প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। তার জেরে প্রাণ যায় বহু নিরীহ মানুষের। এর পরেই প্রত্যাঘাত করে ইজরায়েলি সেনা। ক্রমেই পিছু হঠতে থাকে হামাসের জঙ্গিরা। গাজা স্ট্রিপের উত্তরাংশের বিস্তীর্ণ এলাকা দখল করে ফেলেছে ইজরায়েলি সেনা। এখানকার পার্লামেন্ট ভবনটিও দখল করেছে আইডিএফ (Israel Hamas War)।

    আরও পড়ুুন: জয়নগরের পর আমডাঙা! প্রকাশ্যে বোমা মেরে তৃণমূলের প্রধানকে খুন করল দুষ্কৃতীরা

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে মাঠে মোদি! আমেদাবাদে হোটেল ভাড়া ৪ লাখ, বিমানভাড়াও চড়ছে

    ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে মাঠে মোদি! আমেদাবাদে হোটেল ভাড়া ৪ লাখ, বিমানভাড়াও চড়ছে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাক মহারণের পর এবার মোতেরায় মহাযুদ্ধ! অস্ট্রেলিাকে হারিয়ে কাপ জয়ের অপেক্ষায় আমেদাবাদ। রবিবার ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে ঠিক হবে এ বারের বিশ্বকাপ জিতবে কোন দেশ। ইতিমধ্যেই  আমদাবাদে পৌঁছে গিয়েছে রোহিতরা। ভারতীয় দল শহরে পা রাখতেই চড়চড় করে বাড়ছে হোটেল ভাড়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমেদাবাদ যাওয়ার বিমান-খরচও আকাশ ছুঁইছুঁই। বিশেষ সূত্রে খবর, ফাইনালে মাঠে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    ফাইনালে বিশিষ্ট অতিথিরা

    রবিবার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে থাকছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামারা। থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলও। বলিউডের বেশ কয়েকজন তারকাও বিশ্বকাপ ফাইনাল দেখতে আমেদাবাদে আসছেন। এদিন নানা অনুষ্ঠান আয়োজন করছে বিসিসিআই। ম্যাচ শুরু হওয়ার আগে যেমন বিশেষ অনুষ্ঠান হবে, তেমনই ম্যাচ চলাকালীনও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বিশেষ আকর্ষণীয় হতে চলেছে। বিশ্বকাপ চ্যাম্পিয়নদের পুরস্কার দিতে পারেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন: রোহিতের হাতে কাপ দেখার স্বপ্ন! ইডেন কেন সমর্থন জানাল দক্ষিণ আফ্রিকাকে?

    ভারতের অনুশীলন

    আজ, শুক্রবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলন করবে ভারত। তবে তা ঐচ্ছিক অনুশীলন। তাই সকলকে সেখানে দেখা না-ও যেতে পারে। টানা ম্যাচ খেলে চলেছেন বিরাটেরা। শুক্রবার বিশ্রাম নিতে পারেন তাঁরা। শনিবার অনুশীলনের সুযোগ রয়েছে তাদের কাছে। ইতিমধ্যেই আমেদাবাদগামী বিমানগুলির অধিকাংশ আসনই বুক হয়ে গিয়েছে। মুম্বই থেকে আমেদাবাদগামী বিমানের ১৮-২০ নভেম্বর ভাড়া পড়ছে ৪৫ হাজারের বেশি।অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ওই সময়ের বিমানের ভাড়া একেবারে চড়তে শুরু করেছে। হোটেলগুলিতেও ঠাঁই নেই অবস্থা। যে হোটেলের কিছু ঘর খালি রয়েছে, তার ভাড়া সাধারণ সময়ের থেকে ১০ গুণ।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: রোহিতের হাতে কাপ দেখার স্বপ্ন! ইডেন কেন সমর্থন জানাল দক্ষিণ আফ্রিকাকে?

    ICC World Cup 2023: রোহিতের হাতে কাপ দেখার স্বপ্ন! ইডেন কেন সমর্থন জানাল দক্ষিণ আফ্রিকাকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রিন্স অফ ক্যালকাটার চোখের সামনে থেকে বিশ্বকাপ নিয়ে গিয়েছিলেন রিকি পন্টিং। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত খেলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ফাইনালে ভারত হেরেছিল ১২৫ রানে। তাই কলকাতা যেন কোনওভাবেই চায় না ফাইনালে মুখোমুখি হোক ভারত-অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ইডেনের গ্যালারি অন্তত তাই বলছিল। আমেদাবাদে রোহিতের হাতে যে কোনও মূল্যে কাপ দেখার স্বপ্নই বুনে চলেছে কলকাতা-সহ গোটা দেশ।

    প্রোটিয়াদের সমর্থন

    বৃহস্পতিবার, টসে জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে এলে উল্লাসে ফেটে পড়ে ক্রিকেটের নন্দনকানন। কিন্তু দ্রুত উইকেট পড়ে গেলে খানিকটা চুপ করে যায় ইডেন। এরপর ডেভিড মিলার সেঞ্চুরি করতেই শব্দব্রহ্ম ইডেনে। ওঠে মেক্সিকান ঢেউ-ও। আর দ্বিতীয় পর্বে! গ্যালারি যেন মনে প্রাণে চাইছিল, ২১২ রানের পুঁজি নিয়ে কোনও ম্যাজিক হোক। বেশ কিছু হাফ-চান্স, ইডেনের হতাশা বাড়াল। অস্ট্রেলিয়া তিন উইকেট হারাতেই ফের মেক্সিকান ওয়েভ গ্যালারিতে। শামসি-মহারাজের কোনও ডেলিভারি টার্ন করতেই ম্যাজিকের প্রত্যাশা বাড়ল। কিন্তু পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রোখা সহজ নয়। নক-আউটে ব্যাগি গ্রিনরা যে ভয়ঙ্কর তা বিলক্ষণ জানে কলকাতা।

    আতঙ্ক অস্ট্রেলিয়া

    বিশ্বকাপ রেকর্ড অস্ট্রেলিয়ার পক্ষে। পুরুষদের একদদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং অস্ট্রেলিয়া মোট ১৩ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এরমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আটটা ম্যাচে জয়লাভ করেছে। ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৮৩ সালে, ১৯৮৭ সালে, ২০১১ সালে এবং ২০১৯ সালে এবং চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে জয়লাভ করেছিল। ২০০৩ সালে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টিম ইন্ডিয়া ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল। ২০১৫ সালে এই দুই দলের মধ্যে সেমিফাইনাল ম্যাচে টক্কর হয়। দুবারই পরাজিত হয় ভারত। একদিনের ফরম্যাটে রেকর্ডের দিকে তাকালেও অস্ট্রেলিয়া অনেকটাই এগিয়ে থাকবে। এখনও পর্যন্ত মোট ১৫০টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত জিতেছে ৫৭টি ম্যাচে। আর ৮৩টি ম্যাচে তারা হেরে গিয়েছে। এছাড়া ১০টি ম্যাচ অমীমাংসিত রয়েছে।

    আরও পড়ুন: আবারও আটকে গেল দক্ষিণ আফ্রিকা! ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া

    রেহিতদের নিয়ে আশা

    সময় বদলেছে। পরিবর্তন হয়েছে মানসিকতার। রোহিতের ভারত এখন অবশ্য অপরাজেয়। চলতি বিশ্বকাপের ১০টি ম্যাচের ১০টিতেই জিতেছে মেন-ইন-ব্লু। সোনার স্বপ্ন বাস্তবায়িত করার ক্ষেত্রে আর মাত্র একটা ধাপ দূরে কোহলি-শামিরা। রোহিতের ভারত শুধু জিততে জানে। তাই ইডেনে বৃহস্পতিবার, ম্যাচ শেষে ছিল একটাই আওয়াজ এবার ২০০৩-এর বমধুর প্রতিশোধ নিতে হবে। কলকাতার জামাই মহেন্দ্র সিং ধোনির ভারত পেরেছিল। ২০১১ সালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচে জিতেছিল ধোনি-ব্রিগেড। রোহিতরাও পারবে বিশ্বাস ক্রিকেট পাগল কলকাতার।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: আবারও আটকে গেল দক্ষিণ আফ্রিকা! ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া

    ICC World Cup 2023: আবারও আটকে গেল দক্ষিণ আফ্রিকা! ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: অনেকটা কাছে পৌঁছেও সেমিফাইনালের বাধা পেরোতে ব্যর্থ প্রোটিয়ারা। ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার। ১৯৯৯ ও ২০০৭ সালের পর আবার ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। পাঁচ বারের চ্য়াম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথম ট্রফি জিতেছিল ইডেন গার্ডেন্সেই। ১৯৮৭ সালে প্রথম ট্রফি জয়ের মঞ্চে অষ্টম ফাইনাল নিশ্চিত করল অজিরা। রবিবার আমেদাবাদে ভারতের সামনে ব্যাগি গ্রিনরা।

    ‘চোকার্স’ তকমা মুছল না

    এদিনও ‘চোকার্স’ তকমা মুছে ফেলতে পারল না টেম্বা বাভুমার দল। বিশ্বকাপের শুরু থেকে দারুণ ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাকে চেনা গেল না সেমিফাইনালের অর্ধেক সময়। পাঁচ বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে পাঁচ বারই হারল দক্ষিণ আফ্রিকা।  এদিন টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন বাভুমা। অধিনায়কের সিদ্ধান্তের ফসল ঘরে তুলতে পারল না দক্ষিণ আফ্রিকা। ২১২ রানেই শেষ হয়ে গেল তাদের ইনিংস। ডেভিড মিলার ১০১ রানের লড়াকু ইনিংস না খেলতে পারলে এবং হেনরিক ক্লাসেন ৪৭ রান না করলে বড় লজ্জায় পড়তে হত দক্ষিণ আফ্রিকাকে। 

    সহজ হল না অস্ট্রেলিয়ার জয়

    এক দিনের ক্রিকেটে ২১৩ রানের লক্ষ্য তেমন বড় নয়। ইডেনের ২২ গজে সেই রান খুব সহজে তুলতে পারল না অস্ট্রেলিয়া। দুই ওপেনার অবশ্য ইনিংস শুরু করেন আগ্রাসী মেজাজে। ৪৮ বলে ৯টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৬২ রান করলেন হেড। ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে এল ১৮ বলে ২৯ রানের ইনিংস। ১টি চার এবং ৪টি ছয় মারলেন তিনি। মার্করাম এবং কেশব মহারাজ দুই ওপেনারকে পর দু’ওভারে আউট করতেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। সেই চাপ সঙ্গী হল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের গোটা ইনিংসে। তিন নম্বরে নেমে ব্যর্থ হলেন মিচেল মার্শ (শূন্য)। দলকে তেমন ভরসা দিতে পারলেন না স্টিভ স্মিথ (৬২ বলে ৩০), মার্নাস লাবুশেন (৩১ বলে ১৮), গ্লেন ম্যাক্সওয়েলরা (১)। শেষ দিকে লড়াই করলেন জশ ইংলিস। তাঁকে সঙ্গ দিলেন স্টার্ক। শেষ পর্যন্ত স্টার্কের সঙ্গে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেলেন অধিনায়ক কামিন্স।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclonic Storm Alerts: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, পরিণত হবে ঘূর্ণিঝড়ে!

    Cyclonic Storm Alerts: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, পরিণত হবে ঘূর্ণিঝড়ে!

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই সাধারণ নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে (Cyclonic Storm Alerts)। এদিন বিকেলে আলিপুর আবহাওয়া দফতর জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে ‘মিধিলি’।

    হাওয়া অফিসের বুলেটিন

    আবহাওয়া দফতর প্রকাশিত শেষ বুলেটিন থেকে জানা গিয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বাংলার দিকে অনেকটাই এগিয়ে এসেছে ওই নিম্নচাপ। বুধবার রাতে দিঘা থেকে তার দূরত্ব ছিল ৬৭০ কিলোমিটার। বৃহস্পতিবার দূরত্ব কমে দাঁড়িয়েছে ৪১০ কিলোমিটারে। ঘণ্টা প্রতি ২০ কিলোমিটার বেগে সাগর থেকে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে এই নিম্নচাপ। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে ১৮ নভেম্বর, শনিবার স্থলভাগে ঢুকতে পারে। তবে এ রাজ্যে আছড়ে পড়ার সম্ভাবনা ক্ষীণ। নিম্নচাপের গতিবিধি পর্যবেক্ষণ করে আবহাওয়া অফিসের অনুমান, ঘণ্টা প্রতি ৮০ কিলোমিটার বেগে ঝড়টি আছড়ে পড়তে পারে বাংলাদেশের মোংলা ও খেপুপাড়া উপকূলের মাঝে কোনও জায়গায়।

    প্রভাব পড়বে রাজ্যে

    নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে (Cyclonic Storm Alerts) পরিণত হলে তার প্রভাব পড়বে এ রাজ্যেও। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা এবং দুই ২৪ পরগনায়। শুক্রবার এই তিন জেলার পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে হাওড়ায়ও। শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। হাওয়া অফিসের সেই সতর্কবার্তা পেয়ে বন্দরে ফিরতে শুরু করেছে সাগর, পাথর, নামখানা, কাকদ্বীপ সহ বিভিন্ন এলাকার ট্রলার।

    আরও পড়ুুন: জয়নগরে তৃণমূল নেতা খুনে নদিয়া থেকে গ্রেফতার ‘মাস্টারমাইন্ড’

    আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। নাম হবে ‘মিধিলি’। নামটি মালদ্বীপের দেওয়া। শুক্রবারই সেটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। তার জেরে বৃহস্পতিবারই বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার বেগ হতে পারে ঘণ্টা প্রতি ৪০ থেকে ৫০ কিলোমিটার। উপকূলবর্তী জেলাগুলিতে হাওয়ার গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। দুর্যোগ মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে নবান্ন (Cyclonic Storm Alerts)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bangladesh General Election 2024: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই উত্তাল বাংলাদেশ, গাড়িতে আগুন

    Bangladesh General Election 2024: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই উত্তাল বাংলাদেশ, গাড়িতে আগুন

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই উত্তাল বাংলাদেশ (Bangladesh General Election 2024)। গত ১৫ ঘণ্টায় গোটা দেশে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ১২টি গাড়িতে। মানিকগঞ্জের একটি স্কুলে ও টাঙ্গাইলের কমিউটার ট্রেনেও আগুন লাগানোর খবর মিলেছে।

    নির্বাচনের নির্ঘণ্ট

    বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়াল। তিনি জানান, নির্বাচন হবে ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করার পরের দিনই বিলি করা হবে প্রতীক। কমিশন জানিয়েছে, বাংলাদেশে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট করানোর পরিবেশ রয়েছে। তাই প্রকাশ করা হয়েছে নির্বাচনের নির্ঘণ্ট (Bangladesh General Election 2024)।  এরই প্রতিবাদে আজ, বৃহস্পতিবার দেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় বেশ কয়েকটি দল।

    হরতালের ডাক বিএনপি-র

    নির্ঘণ্ট বাতিলের দাবিতে রবি ও সোমবার গোটা দেশে হরতালের ডাক দিয়েছে খালেদা জিয়ার বিএনপি। একই দাবিতে ওই দুদিনই বনধ পালন করবে সে দেশের ১২টি রাজনৈতিক দলের জোট। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন, “এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। জনমত উপেক্ষা করে একতরফাভাবে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে পুরো দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে সরকার। সরকার ভয় দেখিয়ে নির্বাচন কমিশনারকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে বাধ্য করেছে।”

    আরও পড়ুুন: “আমাকে বাঁচতে দিন”, আদালতে আর্জি বালুর, ‘‘সেলে ফিরে যান’’, জবাব বিচারকের

    এর আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। সংবিধান অনুযায়ী, সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হবে নতুন বছরের ২৯ জানুয়ারি। সেই সময়সীমা মেনেই নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে কমিশন। ভোটগ্রহণ হবে কাগজের ব্যালটে। গত নির্বাচনে জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ জিতেছিল ২৫৭টি। তাদের সহযোগী দল প্রয়াত এরশাদের জাতীয় পার্টি জয়ী হয়েছিল ২৬টিতে। খালেদা জিয়ার দল জিতেছিল মাত্র ৭টি আসনে। প্রসঙ্গত, বিএনপির মূল দাবি, আওয়ামি লিগের সরকারকে পদত্যাগ করতে হবে। ভোট গ্রহণ (Bangladesh General Election 2024) করতে হবে অবিভক্ত প্রশাসনের মাধ্যমে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Parliament: মহুয়াকাণ্ডের জের! এবার থেকে সংসদে প্রশ্ন করতে হবে স্বয়ং সাংসদদেরই?

    Parliament: মহুয়াকাণ্ডের জের! এবার থেকে সংসদে প্রশ্ন করতে হবে স্বয়ং সাংসদদেরই?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্র। এমনই অভিযোগ ওঠায় মহুয়ার সাংসদ পদ বাতিলের সুপারিশ করেছিল সংসদের (Parliament) এথিক্স কমিটি। এমতাবস্থায় সাংসদের আপ্ত সহায়ক কিংবা অন্য কেউ আর প্রশ্ন করতে পারবেন না বলে সিদ্ধান্ত নিতে চলেছে লোকসভার সচিবালয়। সংসদের অধিবেশনে কোনও প্রশ্ন করতে হলে তা করতে হবে স্বয়ং সাংসদকেই। সূত্রের খবর, আসন্ন শীতকালীন অধিবেশনেই এই নিয়ম লাগু করা হতে পারে।

    সংসদের শীতকালীন অধিবেশন

    ৪ ডিসেম্বর শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন। জানা গিয়েছে, এই অধিবেশনেই প্রশ্ন করার অধিকারের নিয়মে আনা হচ্ছে বদল। এবার থেকে আর সাংসদদের আপ্ত-সহায়করা অনলাইনে প্রশ্ন জমা দিতে পারবেন না। আপ্ত-সহায়কদের এই অধিকার প্রত্যাহার করে নেওয়া হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। প্রশ্ন করতে হলে সাংসদদের নিজস্ব অ্যাকাউন্ট থেকেই তা করতে হবে। এবং তা করতে হবে স্বয়ং সাংসদকেই। বিষয়টি নিয়ে বুধবার বৈঠকে বসেছিল লোকসভার (Parliament) সচিবালয়। তবে অদূর ভবিষ্যতে আপ্ত-সহায়কদের অ্যাকাউন্ট পরিচালনার অধিকার ফিরিয়ে দেওয়া হবে কিনা, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি ওই বৈঠকে।

    মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ

    ঘুষের বদলে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এও অভিযোগ উঠেছিল, মহুয়া তাঁর সাংসদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়েছিলেন ব্যবসায়ী হিরানন্দানিকে। হিরানন্দানির কাছ থেকে এজন্য ২ কোটি টাকা ও নানাবিধ দামি উপহার নিয়েছিলেন মহুয়া। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ পৌঁছায় লোকসভার এথিক্স কমিটির কাছে। এথিক্স কমিটি তলব করে কৃষ্ণনগরের সাংসদকে। কমিটির বৈঠক চলাকালীন মাঝপথে বেরিয়ে চলে আসেন মহুয়া। কমিটি মহুয়ার সাংসদ পদ বাতিলের সুপারিশ করে। এ সংক্রান্ত রিপোর্ট গৃহীত হয় এথিক্স কমিটির বৈঠকেও।

    আরও পড়ুুন: জয়নগরে তৃণমূল নেতা খুনে নদিয়া থেকে গ্রেফতার ‘মাস্টারমাইন্ড’

    জানা গিয়েছে, রিপোর্টে মহুয়ার সাংসদ পদ বাতিল করা ও তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সরকারি তদন্ত করার সুপারিশও করা হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশনে স্পিকার ওম বিড়লা সংসদে (Parliament) পেশ করতে পারেন এথিক্স কমিটির রিপোর্ট। সেটি পেশ করা হলে সর্বতোভাবে সমর্থন জানাবে বিজেপি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share