Tag: Madhyom

Madhyom

  • Terrorist Killed In Pakistan: ফের পাকিস্তানে বন্দুকবাজদের গুলিতে মৃত্যু ভারত বিরোধী জঙ্গির

    Terrorist Killed In Pakistan: ফের পাকিস্তানে বন্দুকবাজদের গুলিতে মৃত্যু ভারত বিরোধী জঙ্গির

    মাধ্যম নিউজ ডেস্ক: অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হামলার মুখে পাকিস্তানের আশ্রয় নেওয়া সন্ত্রাসবাদী সংগঠনের জঙ্গি নেতাদের মৃত্যু হয়েই চলেছে। এবার পাকিস্তানের (Terrorist Killed In Pakistan) প্রকাশ্য রাজপথে গুলি করে হত্যা করা হল লস্কর-ই-তৈবার প্রাক্তন কমান্ডার আক্রম খানকে। জানা গিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় আক্রমকে খুন করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, চলতি বছরে এখনও পর্যন্ত পাক মাটিতেই সাতজন জঙ্গি নিহত হয়েছে। তাদের বেশিরভাগ জনই লস্কর-ই-তৈবার কমান্ডার। ৭ জঙ্গি খুন হতেই চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানে। ভারত বিরোধী একের পর এক জঙ্গিকে কারা নিকেশ করছে, তা এখনও অজানা।

    উগ্র ভারত বিরোধী বক্তব্য রাখার জন্য বিশেষ কুখ্যাতি ছিল আক্রমের 

    উগ্র ভারত বিরোধী বক্তব্য রাখার জন্য বিশেষ কুখ্যাতি ছিল আক্রমের। এর পাশাপাশি ভারতবর্ষে সন্ত্রাসী হামলা, নাশকতা সহ একাধিক কাজে লিপ্ত ছিল সে। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত লস্কর-ই-তৈবার জঙ্গি নিয়োগ শাখার প্রধান ছিলেন ছিল আক্রম। জম্মু-কাশ্মীর প্রদেশের বহু তরুণকে মগজধোলাই করে তাদেরকে সন্ত্রাসবাদী কার্যকলাপে (Terrorist Killed In Pakistan) নিয়ে আসার অভিযোগও উঠেছিল আক্রমের বিরুদ্ধে। পাকিস্তানের একটি সূত্র দাবি করছে যে আক্রম খানকে যে খুন করেছে অজ্ঞাত পরিচয়রা এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।

    আরও পড়ুন: রোহিঙ্গা পাচার কাণ্ডে ১০ রাজ্যে এনআইএ অভিযান! গ্রেফতার ৪৪, বাংলা থেকে ধৃত ৩

    অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হামলা চলছেই

    চলতি বছরের অক্টোবর মাসে পাঠানকোট হামলার অন্যতম মূল ষড়যন্ত্রী লতিফকে গুলি করে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা। তার আগে সেপ্টেম্বর মাসেও রাওয়ালকোটে লস্কর কমান্ডার রিয়াজ আহমেদকে হত্যা করা হয়। এরপর নভেম্বরে পাকিস্তানে (Terrorist Killed In Pakistan) হত্যা করা হল লস্কর কমান্ডারকে। গত রবিবারও খোয়াজা সইদ নামের জঙ্গিকে অজ্ঞাতপরিচয় লোকেরা অপহরণ করে। পরবর্তীকালে পাকিস্তানের দখলীকৃত কাশ্মীর সীমান্তে তার গলাকাটা দেহ উদ্ধার করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: কোনও বিল আটকে নেই, স্পিকারের অভিযোগ খারিজ করে জানাল রাজভবন

    CV Ananda Bose: কোনও বিল আটকে নেই, স্পিকারের অভিযোগ খারিজ করে জানাল রাজভবন

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজভবনে কোনও বিল আটকে নেই। বুধবারই বিবৃতি দিয়ে এ কথা জানিয়ে দিল রাজভবন (CV Ananda Bose)। মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, সাড়ে ১২ বছরে ২২টি বিল আটকে রয়েছে রাজভবনে। তার প্রেক্ষিতেই বিবৃতি জারি করে রাজভবন।

    রাজভবনের বিবৃতি

    তাতে বলা হয়েছে, কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে, ১২ বছরে ২২টি বিল আটকে রয়েছে রাজভবনে। অভিযোগটি খতিয়ে দেখতে বুধবারই রাজভবনে একটি বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিবৃতিতে আরও জানানো হয়েছে, যে বিলগুলি রাজ্যের ব্যাখ্যা না পাওয়ার জন্য আটকে রয়েছে, সেই বিলগুলি দ্রুত অনুমোদনের জন্য ‘স্পিড’ নামে একটি প্রোগ্রাম চালু করেছে রাজভবন। এই স্পিড প্রোগ্রামের অধীনে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী বা সচিবদের সঙ্গে আলোচনা করেই যে বিলগুলি রাজভবনে আটকে রয়েছে, সেগুলির ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজভবনের (CV Ananda Bose) তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে এও বলা হয়েছে, রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করার যে বিল, সেটি বর্তমানে আদালতের বিচারাধীন।

    কোন পর্যায়ে রয়েছে বিলগুলি 

    যে বিলগুলি আটকে রয়েছে বলে স্পিকার জানিয়েছিলেন, সেগুলি কোন পর্যায়ে রয়েছে, বিবৃতিতে তাও জানানো হয়েছে। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সংক্রান্ত বিল ২০২২ সালের ১৪ মার্চ থেকে রাজ্য সরকারের ব্যাখ্যার উত্তর পাওয়া যায়নি। দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটার্স ইন ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্টস বিল ২০১৩ শর্ত সাপেক্ষে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর তা ২২ এপ্রিল ২০১৫ সালে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। জেসপ ও ডানলপ অধিগ্রহণ নিয়ে বিধানসভায় পাশ হওয়া দুটি বিল রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে ২০১৬ সাল থেকে।

    আরও পড়ুুন: ‘দুবাইয়ের প্রতি তাঁর বেশি প্রেম’, মহুয়াকে টেনে অভিষেককে তীব্র কটাক্ষ করলেন সুকান্ত

    প্রিভেনশন অফ লিঞ্চিং বিল ২০২১ সালের ১৫ ডিসেম্বর রাজ্য সরকারের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হলেও, তার উত্তর মেলেনি (CV Ananda Bose)। দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস আমেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয় নিয়ে ২০১৯ সালের ২৩ জুলাই ব্যাখ্যা চাওয়া হয়েছিল রাজ্য সরকারের কাছে, তারও উত্তর আসেনি। বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসানোর জন্য বেশ কয়েকটি বিল পাশ করা হয়েছিল ২০২২ সালে। সেগুলিকে বিচারাধীন বিল বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • CBI Consent Case: সিবিআই একটি স্বাধীন, স্বতন্ত্র সংস্থা, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

    CBI Consent Case: সিবিআই একটি স্বাধীন, স্বতন্ত্র সংস্থা, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: সিবিআই একটি স্বাধীন, স্বতন্ত্র সংস্থা, কেন্দ্রীয় সরকারের অঙ্গ নয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাফ জানিয়ে দিল কেন্দ্র। পশ্চিমবঙ্গে সিবিআই (CBI Consent Case) তদন্তের জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। তার পরেও রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করে সিবিআই। এর পরেই সিবিআইয়ের বিরুদ্ধে মামলা করে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার।

    সলিসিটর জেনারেলের যুক্তি

    এদিন শুনানির জন্য মামলাটি ওঠে সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গবই ও বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে। কেন্দ্রের হয়ে শুনানি করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সেখানেই তিনি জানিয়ে দেন, সিবিআই স্বাধীন ও স্বতন্ত্র একটি সংস্থা। পশ্চিমবঙ্গ সরকারের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল। শীর্ষ আদালতে তিনি জানান, সিবিআইয়ের (CBI Consent Case) তদন্তের ধরন বা এফআইআর করার সিদ্ধান্তে নাক গলায় না কেন্দ্র। তাই কেন্দ্রের বিরুদ্ধে এই মামলা দায়ের করা যায় না। কেন্দ্রের সলিসিটর জেনারেল এও জানান, যেসব ঘটনায় সিবিআইয়ের তদন্ত বা এফআইআরের বিরুদ্ধে আপত্তি তুলেছে রাজ্য সরকার, সেই তদন্ত সিবিআই শুরু করেছে কলকাতা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের নির্দেশে। তাই রাজ্য সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন কেন হবে?

    ‘সিবিআই আর কেন্দ্রীয় সরকার এক নয়’

    তিনি বলেন, “সিবিআই আর কেন্দ্রীয় সরকার এক নয়। যদি সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে সিবিআইয়ের বিরুদ্ধেই মামলা করতে হবে। এই সংস্থার ওপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। এটি একটি স্বাধীন সংস্থা।” সলিসিটর জেনারেল বলেন, “ভারতীয় সংবিধানের ১৩১ অনুচ্ছেদ অনুযায়ী, কেন্দ্র ও রাজ্যের মতপার্থক্য হলে তবেই অরিজিনাল সিভিল স্যুট দায়ের করা যায়। এ ক্ষেত্রে যেহেতু অভিযোগটা সিবিআইয়ের বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে নয়, তাই এ ক্ষেত্রে কেন্দ্রের কোনও ভূমিকাই নেই।”

    আরও পড়ুুন: সংসদের শীতকালীন অধিবেশন বসবে ৪ ডিসেম্বর, পেশ হবে মহুয়াকে বহিষ্কারের সুপারিশ!

    তাঁর অভিযোগ, সিবিআই পশ্চিমবঙ্গে রেলের জমি থেকে ইস্টার্ন কোল্ডফিল্ডসের কয়লা পাচারের তদন্ত শুরু করেছিল। সেই তদন্তে বিশেষ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার উদ্যোগ নিতেই এই মামলা করেছে রাজ্য সরকার।” বেঞ্চ জানিয়ে দেয়, তদন্তের বিষয়টা বুঝতে পারছি। সিবিআই স্বাধীনভাবেই কাজ করবে। তবে প্রশাসনিক দিক থেকে সিবিআই কেন্দ্রেরই অধীন। এই মামলার (CBI Consent Case) পরবর্তী শুনানি হবে ২৩ নভেম্বর।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ABVP: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম! সভাপতি পদে এবিভিপির প্রার্থী মুসলিম ছাত্রী

    ABVP: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম! সভাপতি পদে এবিভিপির প্রার্থী মুসলিম ছাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদে এবিভিপির (ABVP) প্রার্থী এবার শাইক আয়েশা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন যে কোনওভাবেই সাম্প্রদায়িক নয়, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থী দেখেই তা স্পষ্ট হচ্ছে, একথা বলছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকরা। এই নির্বাচনে আয়েশার মূল প্রতিদ্বন্দ্বী আবার মহম্মদ আতিক আহমেদ। তিনি এসএফআই, ‘আম্বেদকর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ এবং ‘ট্রাইবাল স্টুডেন্টস ফোরাম’ এই তিনটি ছাত্র সংগঠনের জোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রার্থী হওয়ার পরে আয়েশা যেন সেলিব্রিটি হয়ে গিয়েছেন। নিজের নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় বক্তব্যের মাধ্যমে ছাত্রদের সমস্যার কথাগুলোও তুলে ধরছেন এবিভিপির প্রার্থী।

    আরও পড়ুন: রোহিঙ্গা পাচার কাণ্ডে ১০ রাজ্যে এনআইএ অভিযান! গ্রেফতার ৪৪, বাংলা থেকে ধৃত ৩

    রসায়নের ছাত্রী আয়েশা, বাড়ি বিশাখাপত্তনম

    জানা গিয়েছে, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) সভাপতি প্রার্থী আয়েশী বর্তমানে রসায়ন বিভাগের ছাত্রী। বর্তমানে তিনি গবেষণা করছেন। বিশাখাপত্তনমের বাসিন্দা আয়েশা হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের এবিভিপি-এর ইউনিটের সহ-সভাপতি দায়িত্ব রয়েছেন। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের এবিভিপি নেতৃত্বের দাবি, ‘‘আয়েশা বেশ কয়েক বছর ধরে বিদ্যার্থী পরিষদের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং গত দুই বছর ধরে ক্যাম্পাসের বিভিন্ন সমস্যার সমাধানে সোচ্চারও হয়েছেন। ছাত্রদের বিভিন্ন সমস্যায় আয়েশাকে সহজেই পাশে পাওয়া যায় এই সমস্ত দিক খতিয়ে দেখেই তাঁকে প্রার্থী করা হয়েছে।’’

    প্রথম মুসলিম মহিলা প্রতিদ্বন্দিতা করছেন বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদে

    এবিভিপি নেতৃত্ব আরও বলেন, ‘‘শুধু এবিভিপির (ABVP) প্রার্থী হিসেবেই নয়। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনিই (আয়েশা) প্রথম মুসলিম মহিলা যিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’’ তাঁর প্রার্থী হওয়া নিয়ে আয়েশা বলেন, ‘‘শিক্ষার প্রতি নিবেদিতপ্রাণ এবং গোটা দেশকে এক করার জন্য চেষ্টাই আমাকে এবিভিপির প্রতি আকৃষ্ট করেছিল। এবিভিপি জাতীয়তাবাদী ছাত্রদের আরও সংগঠিত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আর, সেই কারণেই আমি এবিভিপির প্রতিনিধিত্ব করছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: সংসদের শীতকালীন অধিবেশন বসবে ৪ ডিসেম্বর, পেশ হবে মহুয়াকে বহিষ্কারের সুপারিশ!

    Mahua Moitra: সংসদের শীতকালীন অধিবেশন বসবে ৪ ডিসেম্বর, পেশ হবে মহুয়াকে বহিষ্কারের সুপারিশ!

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে কৃষ্ণনগরের সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্রকে (Mahua Moitra) লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করেছে সংসদের এথিক্স কমিটি। যেহেতু এটি কেবলই রিপোর্ট মাত্র, নির্দেশ নয় এবং সেই নির্দেশ দেওয়ার ক্ষমতা এথিক্স কমিটির নেইও, তাই সাংসদকে এখনই লোকসভা থেকে বহিষ্কার করা হচ্ছে না।

    সংসদের নিয়ম

    সংসদের নিয়ম অনুযায়ী, এথিক্স কমিটির সুপারিশ লোকসভার স্পিকার পেশ করবেন সংসদের কোনও অধিবেশনে। বিরোধীরা আলোচনা চাইলে স্পিকার তা আদৌ গ্রহণ করবেন কিনা, তা তাঁর বিষয়। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে গ্রহণ করা হয় চূড়ান্ত সিদ্ধান্ত। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে ৪ ডিসেম্বর। অধিবেশন বসবে (Mahua Moitra) নয়া সংসদ ভবনে। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, “ভারতে এখন অমৃতকাল চলছে। এই সময় সংসদ ভবনে ব্যবসা ও অন্যান্য ইস্যুতে আলোচনার জন্য মুখিয়ে রয়েছি।”

    সংসদের শীতকালীন অধিবেশন

    এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “সংসদে শীতকালীন অধিবেশন ৪ ডিসেম্বর ২০২৩ থেকে শুরু করে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ১০ দিনের মধ্যে ১৫টি সভা বসবে। অধিবেশনে ব্যবসা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য মুখিয়ে রয়েছি।” এই অধিবেশনে যদি মহুয়ার সাংসদ পদ খারিজের ব্যাপারে এথিক্স কমিটির প্রস্তাব পেশ হয়, তাহলে এ নিয়ে ভোটাভুটি পর্যন্ত হতে পারে। রাজনৈতিক মহলের মতে, লোকসভায় যেহেতু বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই এথিক্স কমিটির ওই সুপারিশ পাশ করানো বিজেপির পক্ষে কোনও কঠিন কাজ নয়।

    আরও পড়ুুন: অযোধ্যার রামমন্দিরের ‘অক্ষত চাল’ এল বাংলায়, ডিসেম্বরে পৌঁছাবে গ্রামে গ্রামে

    চলতি মাসেই হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ফল বের হবে ৩ ডিসেম্বর। তার পরের দিনই বসছে সংসদ। এই অধিবেশনে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির পরিবর্তে আচার সংসহিতা চালু সংক্রান্ত বিল পেশ করার সম্ভাবনা রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলও পেশ করা হতে পারে। সংসদের বিশেষ অধিবেশনেই পেশ হওয়ার কথা ছিল বিলটির। যেহেতু সেই সময় সেই সুযোগ হয়নি, তাই চলতি অধিবেশনেই পেশ করা হতে পারে তা। মহুয়াকে (Mahua Moitra) নিয়ে এথিক্স কমিটির সুপারিশের বিষয়টিও উঠতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Delhi Air Pollution: রাতভর বৃষ্টিতে ক্ষণিক স্বস্তি! দিল্লিতে কি নামল দূষণের মাত্রা?

    Delhi Air Pollution: রাতভর বৃষ্টিতে ক্ষণিক স্বস্তি! দিল্লিতে কি নামল দূষণের মাত্রা?

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির আগেই ভয়ঙ্কর দূষণে নাভিশ্বাস উঠেছে দিল্লিবাসীর। তবে দূষণ থেকে সাময়িক স্বস্তি মিলেছে। দিল্লি-নয়ডার অনেক এলাকায় বৃহস্পতিবার রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে দিল্লির অনেক এলাকায় একিউআই-এর স্তর ৪০০ থেকে নেমে ১০০ হয়েছে। মনে করা হচ্ছে, বৃষ্টিপাতের প্রতিদিন যেভাবে দিল্লির দূষণ পরিস্থিতির অবনতি হচ্ছিল, তা সাময়িকভাবে বন্ধ হবে।

    মাঝ রাতে বৃষ্টি নামল দিল্লিতে

    ইতিমধ্যেই দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে ‘কৃত্রিম বৃষ্টি’ নামানোর সিদ্ধান্ত নিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। ২০ ও ২১ নভেম্বর দিল্লিতে কৃত্রিম বৃষ্টিপাত করানো হবে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, কৃত্রিম বৃষ্টির খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে মুখ্য সচিবকে শীর্ষ আদালতে সরকারের মতামত তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তকে সমর্থন করলে ২০ নভেম্বরের মধ্যে দিল্লিতে কৃত্রিম বৃষ্টির প্রথম ধাপের ব্যবস্থা করতে পারে। তার আগেই ভর রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হল। ফলে, শুক্রবার সকালে দিল্লি রাজধানী এলাকার বায়ুর গুণমান সূচকে সামান্য উন্নতিও ধরা পড়েছে। সিস্টেম অব এয়ার কোয়ালিটি ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৭টায় শহরের সামগ্রিক বায়ুর গুণমান সূচক ছিল ৩৯৮। গত কয়েকদিন ধরে এই সূচক একটানা ৪৫০-এর উপরে ছিল। 

    বৃহস্পতিবার রাতে সিংগু সীমান্তে গিয়েছিলেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। তিনি বলেন, “জাতীয় রাজধানীতে দূষণের মাত্রা দেখে অপ্রয়োজনীয় জিনিসপত্র বহনকারী ট্রাকের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র সিএনজি এবং বিদ্যুততালিত ট্রাকগুলির প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর জন্য সমস্ত সীমান্তে পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল আমি আবার হরিয়ানা এবং উত্তর প্রদেশ সরকারকে ট্রাক প্রবেশ নিষিদ্ধের বিষয়ে একটি চিঠি লিখব।” শুক্রবার কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের তরফে বলা হয়েছে, দিল্লির দূষণ মোকাবিলায় ‘স্মগ টাওয়ার’ কোনও সমাধান নয়। দূষণের অন্যতম কারণ পঞ্জাবের কৃষকদের ফসলের গোড়া পোড়ানো। আগামী দিনে কেন্দ্রীয় সরকার আর দিল্লি দূষণ আটকাতে আর ‘স্মগ টাওয়ার’ তৈরি করবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Virat Kohli: লিওনেল মেসির পাশে কিং কোহলি! বিশ্বসেরা ক্রীড়াবিদের তালিকায় এ বার বিরাট

    Virat Kohli: লিওনেল মেসির পাশে কিং কোহলি! বিশ্বসেরা ক্রীড়াবিদের তালিকায় এ বার বিরাট

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের মধ্যেই বিরাট সুখবর। বিরাট কোহলি নামটা আর শুধু ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নেই, বিশ্বের সেরা ক্রীড়াবিদদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি। এবার মেসি-রোনাল্ডোদের সঙ্গে এক আসনে বসলেন প্রাক্তন ভারত অধিনায়ক। একটি বিখ্যাত ক্রীড়া ওয়েবসাইটের পক্ষ বিশ্বের সেরা ১০ জন অ্যাথলিটের নাম প্রকাশ করা হয়েছে। সেই তালিকাতে জায়গা করে নিয়েছেন কিং কোহলি। এই তালিকাতে যেমন আছেন বর্তমান ফুটবলের দুই নক্ষত্র মেসি এবং রোনাল্ডো। তেমনই আছেন সেরেনা উইলিয়ামস, মাইকেল ফ্লেপসের মতো তারকারাও। একমাত্র ক্রিকেটার হিসাবে এই তালিকাতে জায়গা করে নিয়েছেন বিরাট।

    সেরার তালিকায় একমাত্র ক্রিকেটার

    ওই ওয়েবসাইটে প্রকাশিত সেরা ১০ জন ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চলতি বছরে অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন মেসি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিংবদন্তি বক্সার মহম্মদ আলি ওই তালিকায় ৩ নম্বরে রয়েছেন। সর্বকালের সেরা বাস্কেটবলের মাইকেল জর্ডন এই তালিকায় ৪ নম্বরে রয়েছেন। আর ৫-এ রয়েছেন বিরাট। ১০ সেরা ক্রীড়াবিদদের তালিকায় ছয় নম্বরে রয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্ট। ৭ নম্বরে মার্কিন পেশাদার বক্সার মাইক টাইসন, আটে কিংবদন্তি বাস্কেটবলার লেব্রন জেমস। এক মাত্র মহিলা অ্যাথলিট হিসেবে ওই তালিকায় জায়গা পেয়েছেন টেনিসের রানি সেরেনা উইলিয়ামস। তিনি জায়গা করে নিয়েছে ৯ নম্বরে। দশে রয়েছেন মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস।

    আরও পড়ুন: ভাবনায় ভারত! শ্রীলঙ্কাকে হারিয়ে এবার রোহিতদের রুখতে চাইছেন উইলিয়ামসন

    ইডেনে বসল বিরাটের ছবি 

    ক্রিকেটের নন্দনকান ইডেনে বসল বিরাট কোহলির ছবি। ইডেনের ক্লাব হাউজে এতদিন পর্যন্ত বিরাটের কোনও ছবি ছিল না। ইডেনের বুকে সেঞ্চুরি করা সৌরভের ছবি আছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জেতানো ভিভিএস লক্ষণ এবং রাহুল দ্রাবিড়দের ছবি রয়েছে ইডেনে। সচিনের সেঞ্চুরি করার মুহূর্তের ছবি রয়েছে। ঝুলন গোস্বামীর ছবি রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ৮৩ বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি রয়েছে। ক্রিকেটে পঙ্কজ রায় বিনু মাংকরের রেকর্ড করা ওপেনিং জুটির ছবি রয়েছে। আইসিসি প্রধান হিসেবে ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার হাতে তৎকালীন আইসিসি প্রধান জগমোহন ডালমিয়ার বিশ্বকাপ ট্রফি দেওয়া ছবি রয়েছে। এবার সেখানে জায়গা পেল ৫ই নভেম্বর বিরাটের ৪৯ তম সেঞ্চুরির মুহূর্তের ছবি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ভাবনায় ভারত! শ্রীলঙ্কাকে হারিয়ে এবার রোহিতদের রুখতে চাইছেন উইলিয়ামসন

    ICC World Cup 2023: ভাবনায় ভারত! শ্রীলঙ্কাকে হারিয়ে এবার রোহিতদের রুখতে চাইছেন উইলিয়ামসন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে সহজে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে কিউইরা।  শনিবার শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও রানরেটে অনেক পিছিয়ে পাকিস্তান। তাঁদের সেমিতে যেতে হলে ইংল্যান্ডকে ২৮৭ রানে হারাতে হবে। যা কার্যত অসম্ভব, বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অতএব চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডের শেষ চারে যাওয়া এখন সময়ের অপেক্ষা। 

    উইলিয়ামসনের চিন্তায় রোহিতরা

    বিশ্বকাপের সূচি অনুযায়ী, রাউন্ড রবিন লিগের শেষে শীর্ষে থাকা দল এবং চতুর্থ স্থানে থাকা দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনাল খেলবে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দল। সেই অনুযায়ী,  আগামী ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি দু’দল ভারত এবং নিউ জিল্যান্ড। তাই কিউই অধিনায়ক  উইলিয়ামসন বলেছেন, ‘‘আশা করি, আমরা দিন দুয়েক বিশ্রাম নিতে পারব। আমরা হয়তো ঘুরে বেড়াব। কী করব সত্যিই জানি না। সেমিফাইনালে আমাদের হয়তো বিশ্বকাপ আয়োজক দেশের বিরুদ্ধে খেলতে হবে। সন্দেহ নেই বেশ কঠিন হবে ম্যাচটা। বেশ চ্যালেঞ্জিং হবে। আমরা সামনে তাকাতে চাই। সত্যিই সেটা হলে আমরা নিজেদের ভাগ্যবান মনে করব।’’

    আরও পড়ুন: ‘এই পাগলামি তুমিই পারো…’, ম্যাক্সওয়েলের ম্যাজিকে মুগ্ধ কোহলি

    ভারতকে হুঁশিয়ারি বোল্টের

    বিশ্বকাপের সেমিফাইনালে চলে গিয়েছেন, এটা ধরে নিয়েই ভারতকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। বেঙ্গালুরুতে ম্যাচ-পরবর্তী সংবাদিক সম্মেলনে বোল্ট বলেছেন, ‘ওরা (ভারত) ইতিবাচক স্টাইলের ক্রিকেট খেলছে এবং আমি মনে করি, ওদের শট খেলার সম্ভাবনা রয়েছে। তবে আমরা পরিষ্কার ভাবে জানি, কী ভাবে সেই খেলাটি আমাদের মোকাবিলা করতে হবে। আমি মনে করি, অনেক উত্তেজনা এবং সেই চ্যালেঞ্জের সম্ভাবনা থাকবে … যেমনটা আমি বলেছি, দেড় কোটি মানুষের সামনে ভারতের মুখোমুখি হওয়ার চেয়ে বড় কিছু হতে পারে না। হ্যাঁ, এটা খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Visva-Bharati: বিশ্বভারতী ক্যাম্পাসে তৃণমূলের অকাল হোলিতে বিতর্ক, শিক্ষাঙ্গনে এ কেমন রাজনীতি?

    Visva-Bharati: বিশ্বভারতী ক্যাম্পাসে তৃণমূলের অকাল হোলিতে বিতর্ক, শিক্ষাঙ্গনে এ কেমন রাজনীতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বভারতী (Visva-Bharati) বিশ্ববিদ্যালয়ের আচার্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই স্থানেই তৃণমূলের নেতা-কর্মীরা ওড়ালো সবুজ আবির এবং শুদ্ধিকরণ করতে গঙ্গাজল ছিটিয়ে দেওয়া হল উপাচার্যের দফতর ও কেন্দ্রীয় কার্যালয়ে। এই ঘটনায় কি শিক্ষাঙ্গনে শাসক দলের রাজনীতির প্রবেশ ঘটল? শিক্ষার আঙ্গিনায় কার্যত রাজনীতি চলছে বলে বিশিষ্টজনেরা অভিযোগ করে সরব হলেন।

    কিভাবে ঘটল ঘটনা (Visva-Bharati)?

    বিশ্বভারতীর (Visva-Bharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদের মেয়াদ শেষ হয়েছে। নতুন উপাচার্যকে নিজেদের বানানো ফলক দিয়ে ১৪ দিন পর ধরনা তুলে নিল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি, মেয়াদ শেষ হতেই উপাচার্যের দফতর ও কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে গঙ্গাজল ছিটিয়ে সবুজ আবির খেলল তৃণমূল নেতা-কর্মীরা। গেট খুলে ভেতরে ঢুকে অকাল হোলি খেলায় বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু শিক্ষাবিদরা প্রশ্ন তুলছেন এখানেই যে রাজনৈতিক দলের কর্মসূচি থাকতেই পারে, আন্দোলন, দাবিদাওয়া থাকতেই পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শাসক দলের নেতারা এই আচরণ করে রাজনীতিকে ক্যাম্পাসের সঙ্গে যুক্ত করলেন না কি?

    ক্যাম্পাসে রাজনীতির অভিযোগ

    বিশ্বভারতীর (Visva-Bharati) প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্ত নিয়ে উত্তাল হতে দেখা গিয়েছিল শান্তিনিকেতনকে। ৮ নভেম্বর তাঁর মেয়াদ শেষ হয়েছে। ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক।

    বিশ্ব ঐতিহ্যের ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১৪ দিন ধরে তৃণমূলের ধরনা বিক্ষোভ চলছিল৷ এদিন সেই বিক্ষোভ শেষ হল বলে জানা গিয়েছে।

    বিদ্যুৎ চক্রবর্তীর বিদায় নেওয়ার জন্য তৃণমূলের নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে গঙ্গাজল ছেটায়। কেন্দ্রীয় কার্যালয় সহ উপাচার্যের দপ্তরের সামনেও গঙ্গাজল ছেটানো হয়৷ পরে সেখানেই সবুজ আবির খেলায় মাতেন সকলে ৷ শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি দফতরে ঢুকে অকাল আবির খেলা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনা কার্যত রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • SSC Scam: নিয়োগ সংক্রান্ত মামলা হাইকোর্টেই! দু’মাসেই শেষ করতে হবে তদন্ত, নির্দেশ সুপ্রিম কোর্টের

    SSC Scam: নিয়োগ সংক্রান্ত মামলা হাইকোর্টেই! দু’মাসেই শেষ করতে হবে তদন্ত, নির্দেশ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত রাজ্যের সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, এই সংক্রান্ত সমস্ত তদন্ত সিবিআই এবং ইডিকে দু’মাসের মধ্যে শেষ করতে হবে। এদিন নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়। 

    কী বলল শীর্ষ আদালত

    সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট হাতে পাওয়ার পর আগামী ৩ মাসের মধ্যে নিয়োগ দুর্নীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন মামলায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। ওই মামলাতেই এদিন এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে সব মামলা এতদিন সুপ্রিম কোর্টের বিচারাধীন ছিল, সেগুলিকেও কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মামলার শুনানিও আগামী ছ’মাসে শেষ করতে হবে।

    আরও পড়ুন: মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারে সায় এথিক্স কমিটির! পক্ষে থাকলেন মাত্র ৪ জন

    প্রসঙ্গত, এসএসসি সংক্রান্ত অনেকগুলি মামলা চলছিল সুপ্রিম কোর্টে। এই নিয়ে এর আগে একবার বিরক্তিও প্রকাশ করেছিল বিচারপতি বোস এবং বিচারপতি ত্রিবেদীর বেঞ্চ। বিচারপতিদ্বয় বলেছিলেন, ‘‘২০১৪, ২০১৬, ২০১৭ সাল-সহ বিভিন্ন বছরের আলাদা আলাদা বিষয় নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এতগুলি মামলার মধ্যে কোনটা আগে শুনব?’’ আদালত সূত্রের খবর, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতির তদন্তে এখনও পর্যন্ত কী কী পাওয়া গিয়েছে, তা এদিন আদালতকে জানায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এ বিষয়ে এদিন আদালতে চারটি রিপোর্টও জমা দেওয়া হয়। এরপরই এসএসসি মামলার তদন্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা সিবিআইকে বিশেষ নির্দেশে সুপ্রিম কোর্ট বলে, তাদেরও এসএসসি সংক্রান্ত বাকি থাকা সমস্ত তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share