Tag: Meta

Meta

  • Instagram Down: বিশ্বজুড়ে হঠাৎ স্তব্ধ ইনস্টাগ্রাম, মিমের বন্যা ট্যুইটারে

    Instagram Down: বিশ্বজুড়ে হঠাৎ স্তব্ধ ইনস্টাগ্রাম, মিমের বন্যা ট্যুইটারে

    মাধ্যম নিউজ ডেস্কছ: আচমকাই বন্ধ হয়ে গেল জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট (Social Networking Site) ইনস্টাগ্রামের (Instagram Down) পরিষেবা। সংবাদমাধ্যম সূত্রের খবর, এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা নতুন ফিড দেখতে পাচ্ছিলেন না। বন্ধ হয়ে গিয়েছিল মেসেজ পরিষেবাও। ভারতীয় সময় রাত্রি ৯টা ৪৭ মিনিট থেকে ১১টা ৪৭ মিনিট পর্যন্ত ইনস্টাগ্রামের পরিষেবায় সমস্যা দেখা যায়। ঘটনার প্রেক্ষিতে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ বিবৃতি জারি করে জানিয়েছে, সার্ভারে হঠাৎ লোড বেড়ে যাওয়ায় অ্যাপটির ৬৬ শতাংশ ক্র্যাশ করে গিয়েছিল। তার জেরে ইনস্টাগ্রামের পরিষেবা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল।

    আরও পড়ুন: হিজাব না পরায় গ্রেফতার, পরে মৃত্যু তরুণীর, প্রতিবাদে উত্তাল ইরান

    সোশ্যাল নেটওয়ার্ক সাইটটি ডাউন থাকায় সারা বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় মিম ব্যবহার করে সমস্যার বিষয়টি জানাতে থাকে। ট্যুইটারে (Twitter) ট্রেন্ড করতে শুরু করে হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম ডাউন (#Instragram Down)। 

    একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, আমি আমার বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করছি যে ইনস্টাগ্রাম কাজ করছে কি না। কিন্তু যখন ট্যুইটারে ট্যুইট করার পরেও যখন আমি রিট্যুইট পাচ্ছি না, তখন আমার মনে হচ্ছে ট্যুইটারও ডাউন।

    আরেক ট্যুইটার ব্যবহারকারী তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, যখন ইনস্টাগ্রাম ডাউন থাকে তখন ইনস্টাগ্রাম থেকে ট্যুইটারে চলে যাই।

    নেটিজেনদের (Netizen) এই মজার মজার ট্যুইট (Tweet) পাওয়ার পরেই ইনস্টাগ্রাম কতৃপক্ষ ট্যুইট করে জানান, কোনও এক অজ্ঞাত কারণে এই সমস্যা হয়েছে। তাঁরা দ্রুত এই সমস্যাটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    এর কিছু সময় পরেই ইনস্টাগ্রাম পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। কোম্পানি ফের তাদের ট্যুইটার হ্যান্ডেলে লেখে যে, আমরা ফিরে এসেছি! আজকের বিভ্রাটের কারণে আমরা ক্ষমাপ্রার্থী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Facebook user: ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন? আপনার জন্য আসছে বিশেষ সুবিধা

    Facebook user: ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন? আপনার জন্য আসছে বিশেষ সুবিধা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের (Facebook User) জন্য সুখবর! মার্ক জুকারবার্গের (Marc Zuckerberg) কোম্পানি নিয়ে এল নতুন ফিচার। এখন থেকে ফেসবুক ও ইনস্টাগ্রাম (Instragram) ব্যবহারকারীরা সহজেই এক অ্যাপ থেকে অন্য অ্যাপে স্যুইচ (Switch) করতে পারবেন। নয়া এই ফিচারের ফলে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী আরও সহজেই এই দুটি অ্যাপ ব্যবহার করতে পারবেন।

    আরও পড়ুন: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা 

    মেটা কোম্পানি তাদের ওয়েবসাইটে (Website) পোস্ট করে জানিয়েছে, এখন থেকে ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনও একটি অ্যাকাউন্টের মাধ্যমে একই সঙ্গে দুটো অ্যাপ চালাতে পারবেন।

    আরও পড়ুন: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

    তারা আরও জানিয়েছে, বর্তমান যুগে মানুষ বিশ্বের সঙ্গে সংযোগস্থাপনের (Connect) জন্য একাধিক অ্যাপের অ্যাকাউন্ট (Account) ব্যবহার করে। তাই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই অ্যাপ্লিকেশনটিকে আরও সহজ করা হয়েছে।

    আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ব্যক্তিগত ছবি, ভিডিও! এই পরিস্থিতিতে কী করা উচিত?

    মেটা (Meta) নিশ্চিত করেছে, যে এই পরিবর্তনের ফলে অচেনা ডিভাইসে (Device) কেউ প্রোফাইল অ্যাক্সেস করতে পারবেন না। ব্যবহারকারীদের ডেটা (Data) আরও সুরক্ষিত থাকবে নতুন এই ব্যবস্থায়।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’
    প্রসঙ্গত, জনপ্রিয় সোস্যাল প্ল্যাটফর্ম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যাও প্রায় ১১৬ কোটি। চিনের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক (Tiktok) ব্যান করার পর থেকেই ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বেড়ে চলেছে তরতরিয়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Whatsapp Emoji Reaction: মেসেজ রিঅ্যাকশন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ, ভারতীয়দের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন

    Whatsapp Emoji Reaction: মেসেজ রিঅ্যাকশন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ, ভারতীয়দের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন

    মাধ্যম নিউজ ডেস্ক: মেসেজের জন্যে ইমোজি রিঅ্যাকশন (Emoji Reaction) ফিচার আনার কথা গত মাসেই ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। ইতিমধ্যেই তা নিয়ে হাজির এই মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষ। এবার সেই ফিচার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এক আন্তর্জাতিক সংবাদ  মাধ্যমের খবর অনুসারে, ফেসবুকের রিঅ্যাকশন ফিচারের মতোই হবে হোয়াটসঅ্যাপের ফিচারটি। একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে কিছুক্ষন চেপে ধরে থাকলেই চলে আসবে ইমোজির অপশন। সেখান থেকেই বেছে নেওয়া যাবে পছন্দের ইমোজি।   

    এই মুহূর্তে, ব্যবহারকারীদের জন্যে ছটি ইমোজি আনছে মেটা কর্তৃপক্ষ। তবে ভবিষ্যতে আরও ইমোজি যোগ করার পরিকল্পনা আছে তাদের।  

    আরও পড়ুনঃ এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও ইমোজি দিতে পারবেন ব্যবহারকারীরা

    মেসেজ রিঅ্যাকশন ফিচারটি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে কিছু জায়গায় উপলব্ধ হয়েছে। তবে বিশ্বব্যাপী সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে এই ফিচার পৌঁছতে আরও কিছুটা সময় লাগবে।

    এখন বড় ফাইলও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে। আগে ১০০ এমবি পর্যন্ত ফাইল শেয়ার করা যেত। এখন তা করা যাবে ২ জিবি পর্যন্ত। 

    হোয়াটসঅ্যাপ গ্রুপে অংশগ্রহণকারীর সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে একটি গ্রুপে ২৫৬ জনকে যোগ করা যেত। এখন ৫১২ জন থাকতে পারবেন একটি গ্রুপে। কিন্তু তার জন্যে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে ব্যবহারকারীদের।  

     

  • WhatsApp Communities: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, একটি কলে যোগ দিতে পারবে ৩২ জন

    WhatsApp Communities: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, একটি কলে যোগ দিতে পারবে ৩২ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও আকর্ষণীয় হতে চলেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। আগামী মাসের জন্য কিছু নতুন আপডেট ঘোষণা করেছে কোম্পানি। এই নতুন ফিচারের মাধ্যমে বদলে যাবে গ্রুপে আলোচনার ভাবনা। 
    WhatsApp Communities: মেটা-র অধীনস্থ হোয়াটসঅ্যাপ সম্প্রতি কমিউনিটি (WhatsApp Communities) নামের নতুন ফিচারের কথা খোলসা করেছে। এর মাধ্যমে বিভিন্ন গ্রুপকে একই ছাতার তলায় আনতে পারবে সংশ্লিষ্ট গ্রুপগুলির অ্যাডমিনরা। 

    এর পাশাপাশি চ্যাটিংয়ে (whatsapp chat) কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। কমিউনিটির পাশাপাশি, হোয়াটসঅ্যাপ স্কুল, লোকাল ক্লাব, এনজিওগুলিকেও তাদের কথোপকথনে সমন্বয় ঘটাতে এই বিশেষ ফিচার দেওয়া হচ্ছে। কোম্পানির তরফে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে কমিউনিটি ফিচার বিভিন্ন গোষ্ঠীকে এক ছাদের তলায় একত্রিত করতে সক্ষম হবে। এই ফিচারের ফলে সব কমিউনিটির কাছে পাঠানো আপডেটগুলি পেতে সবার সুবিধা হবে।

    গ্রুপ অ্যাডমিনদের (whatsapp group admin) সুবিধা: হোয়াটসঅ্যাপ-এর মতে, নতুন ফিচারের মাধ্যমে সুবিধা হবে গ্রুপ অ্যাডমিনদের । তারা চাইলেই নতুন টুলের মাধ্যমে কমিউনিটির আওতায় বিভিন্ন গ্রুপে বার্তা পাঠাতে পারবেন। তবে সেই ক্ষেত্রে কোন গ্রুপকে কমিউনিটির অন্দরে নেওয়া হবে তা আগেই ঠিক করে দেবে কমিউনিটি।  সেই ক্ষেত্রে এই কমিউনিটি ফিচার সুবিধা করে দেবে স্কুলের প্রধান শিক্ষকর। তিনি চাইলেই এই ফিচারের মাধ্যমে স্কুলে বিভিন্ন গ্রুপকে একই সঙ্গে বার্তা দিতে পারবেন। যেমন, তিনি চাইলেই স্কুলে নির্দিষ্ট ক্লাসের গ্রুপ করে ফেলতে পারেন। অভিভাবকদেরও রাখতে পারেন একটি গ্রুপে। স্কুলের কোনও সাধারণ কিছু জানাতে হলে, ওই সব গ্রুপে কমিউনিটির মাধ্যমে এক সঙ্গে চলে যাবে প্রধানশিক্ষকের বার্তা।

    [tw]


    [/tw]

    এবার থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস কলে (whatsapp voice call) একসঙ্গে ৩২ জন থাকতে পারবেন। ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে এখন সম্পূর্ণ নতুন ডিজাইন পাবে গ্রাহকরা। হোয়াটসঅ্যাপে এখন দ্রুত ক্লাস হোস্ট করা যাবে। যাতে লাভবান হবেন ইউজাররা। বর্তমানে, এই মোবাইল অ্যাপ (mobile app) ব্যবহার করে কেবল আটজনকে একটি গ্রুপ ভয়েস কলে যুক্ত করা যায়। ব্যবহারকারীদের মধ্যে ১ গিগাবাইটের বেশি ফাইল শেয়ার করা যায় না এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে  (Instant messaging app)। এবার থেকে ২ গিগাবাইট পর্যন্ত শেয়ার করা যাবে। 

    এছাড়া, নতুন এই ফিচারে আরও একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এতে নতুন ইমোজি (emoji) অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি, নতুন ‘অ্যাডমিন ডিলিট’ (Admin delete) বৈশিষ্ট্যও থাকবে যেখানে গ্রুপ অ্যাডমিনরা প্রত্যেকের চ্যাট থেকে ভুল বা সমস্যাযুক্ত বার্তাগুলি সরাতে পারবেন।

    সম্প্রতি এই নিয়ে একটি বার্তা দিয়েছেন মেটা (Meta) প্ল্যাটফর্মের সিইও মার্ক জুকারবার্গ(Mark Zuckerberg)। একটি পোস্টে তিনি বলেছেন, “আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপগুলিতে রেসপন্স, বড় ফাইল শেয়ার ও বড় গ্রুপ কল সহ নতুন বৈশিষ্ট্য যুক্ত করছি।”

     

LinkedIn
Share