Tag: NEET

NEET

  • Anti Paper Leak Law: পরীক্ষায় অনিয়ম রুখতে কড়া দাওয়াই কেন্দ্রের, ধরা পড়লেই জেল-জরিমানা

    Anti Paper Leak Law: পরীক্ষায় অনিয়ম রুখতে কড়া দাওয়াই কেন্দ্রের, ধরা পড়লেই জেল-জরিমানা

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও থিতু হয়নি নিট ইউজি ২০২৪ বিতর্ক। এমতাবস্থায় প্রশ্নপত্র ফাঁস রোধে (Anti Paper Leak Law) কড়া দাওয়াইয়ের পথে কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার। সাফ জানিয়ে দিল, দেশের বিভিন্ন প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস রুখতে নয়া আইন কার্যকর করবে সরকার।

    কী বলা হয়েছে নয়া আইনে? (Anti Paper Leak Law)

    গত ফেব্রুয়ারি মাসেই সংসদে পাশ হয়েছিল পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪। পরে তা আইনেও পরিণত হয়। নিট ইউজি এবং নেট নিয়ে বিতর্ক শুরু হতেই শুক্রবার রাতে এই আইন কার্যকর করতে কেন্দ্রের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। আইনটি ২১ জুন থেকে বলবৎ হয়েছে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। কেন্দ্রের তৈরি এই আইন (Anti Paper Leak Law) অনুযায়ী, যদি কোনও ব্যক্তি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রে অনিয়ম করতে গিয়ে ধরা পড়েন, তা হলে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে।

    সাজা শুনলে চমকে যাবেন

    দোষী সাব্যস্ত হলে ন্যূনতম তিন বছরের জেল হবে। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। সঙ্গে ১০ লাখ টাকা জরিমানাও হতে পারে। এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে সেই সব নিয়ামক বা আয়োজক সংস্থার, যারা পরীক্ষায় অনিয়ম হচ্ছে জেনেও চুপ থাকবে। পরীক্ষা নিয়ামক সংস্থার কোনও পদস্থ আধিকারিক যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন বলে প্রমাণিত হয়, তাহলে সাজা ভোগ করতে হবে তাঁকেও। ন্যূনতম তিন বছরের সাজা হবে তাঁর। নিয়ামক কর্তৃপক্ষ বা আয়োজক সংস্থার তরফে কোনও ব্যক্তির বিরুদ্ধে যদি দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মেলে, তাহলে ন্যূনতম পাঁচ বছর এবং সর্বাধিক দশ বছরের সাজা হতে পারে। গুণতে হবে এক কোটি টাকা জরিমানাও।

    আর পড়ুন: “মঙ্গলবারের মধ্যে সকল ঘরছাড়ারা ঘরে ফিরুক”, ভোট-পরবর্তী হিংসা মামলায় কড়া বার্তা হাইকোর্টের

    নয়া এই আইনের লক্ষ্যই হল বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলোয় দুর্নীতিতে লাগাম টানা। এই পরীক্ষাগুলির মধ্যে রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়েজ, ব্যাঙ্কিং রিক্রুটমেন্ট এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রসঙ্গত, মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলোর প্রশ্নপত্র বিক্রি করতে সক্রিয় হয়ে উঠেছে কয়েকটি সংস্থা এবং কোচিং সেন্টার। সেইসব সংস্থা এবং কোচিং সেন্টারের মূলোৎপাটন করতেই নয়া আইন লাগু করল কেন্দ্র (Anti Paper Leak Law)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • NEET Row: নিট-ইউজি মেডিক্যাল এন্ট্রাস পরীক্ষার পুনর্মূল্যায়ন, স্কোর কমতে পারে অনেকের

    NEET Row: নিট-ইউজি মেডিক্যাল এন্ট্রাস পরীক্ষার পুনর্মূল্যায়ন, স্কোর কমতে পারে অনেকের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিট-ইউজি (NEET-UG) মেডিক্যাল এন্ট্রাস পরীক্ষার পুনর্মূল্যায়ন করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সংক্ষেপে এনটিএ (NEET Row)। এই পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছিল। উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর যদি গ্রেস মার্কস সরিয়ে নেওয়া হয় ৬৭ জন টপ স্কোরারের মধ্যে ৬ জন ক্ষতিগ্রস্ত হতে পারেন। গ্রেস মার্কস সরিয়ে নেওয়া হলে স্কোর কমে যাবে ৬০ থেকে ৭০ পয়েন্ট। এর প্রাথমিক প্রভাব পড়বে হরিয়ানার ঝাজ্জিরের একটি সেন্টারের পরীক্ষার্থীদের ওপর।

    উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত

    উত্তরপত্র (NEET Row) পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয় সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির আগেই। এই শুনানি হওয়ার কথা ৮ জুলাই। এনটিএ আগেই সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, যে ১ হাজার ৫৬৩ পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তাঁদের তা দেওয়া যাবে না। ২৩ জুন তাঁদের ফের পরীক্ষা দিতে হবে। অনিয়মের জন্য সমালোচনার মুখেও পড়ে এনটিএ। ছটি সেন্টারে ভুল প্রশ্নপত্র দেওয়ায় যেহেতু সময় নষ্ট হয়েছে, তাই এজেন্সির তরফে ক্ষতিপূরণ বাবদ গ্রেস মার্কস দেওয়া হয়েছিল। সুপ্রিম নির্দেশেই তাঁদের ফের পরীক্ষায় বসতে হবে।

    ব্যবস্থা নিচ্ছে এনটিএ!

    এদিকে, যে ছটি সেন্টারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এনটিএ (NTA)। এই পরীক্ষা কেন্দ্রগুলির বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও উঠেছে। এনটিএ জানিয়েছে, অধিকাংশ পড়ুয়া ৫০০-র নীচে স্কোর করেছে। মেডিক্যাল পড়ার যোগ্যতাই অর্জন করতে পারেননি তাঁরা। যদিও তাদের দাবি, এই পরীক্ষার্থীরা বিহার এবং গুজরাটের গোধরায় যে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, তা থেকে এঁরা কোনওভাবেই উপকৃত হননি। উল্লেখ্য, বিহার এবং গুজরাটে দোষীদের খুঁজে বের করতে চলছে ধরপাকড়। সরকারি মেডিক্যাল কলেজগুলিতে পড়তে গেলে ৬৫০ কিংবা তার বেশি স্কোর করতে হয়। দেশের শীর্ষে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভর্তি নেয় ৬৯০ এর ওপর স্কোর পাওয়া ছেলেমেয়েদের।

    আর পড়ুন: স্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি নেট পরীক্ষা বাতিল করল শিক্ষামন্ত্রক

    বুধবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আপাতত নিটের (NEET-UG) কাউন্সেলিং বন্ধ রাখা হোক। কাউন্সেলিং ফের শুরু হবে ৬ জুলাই। অবিলম্বে সিবিআইয়ের দাবিও প্রত্যাখান করেছে শীর্ষ আদালত। পরীক্ষার্থীরা যে পিটিশন ফাইল করেছেন, আদালতের তরফে তার উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র এবং এনটিএকে (NEET Row)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Hooghly: নিটে খারাপ ফল হতেই বেপাত্তা সৌদীপ, দুর্নীতির অভিযোগে সরব পরিবারের লোকজন

    Hooghly: নিটে খারাপ ফল হতেই বেপাত্তা সৌদীপ, দুর্নীতির অভিযোগে সরব পরিবারের লোকজন

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুলে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছিলেন হুগলির (Hooghly) পোলবার উচাই গ্রামের সৌদীপ বাগ। ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। আর সেই স্বপ্নপূরণের জন্য গত ২ বছর ধরে টানা পরিশ্রমও করেছিলেন। নিট পরীক্ষা আশানুরূপ হয়েছিল তাঁর। আশা ছিল, রেজাল্টও ভালো হবে। ফল, বের হতেই মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। রেজাল্ট খারাপ হওয়ার পর তিনি কিছুটা হতাশ হয়ে পড়েন। এরপরই বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান সৌদীপ।

    নিটে খারাপ ফল হতেই বেপাত্তা সৌদীপ! (Hooghly)

    পরিবার সূত্রে জানা গিয়েছে, নিটের রেজাল্টে দেখা যায়, ৭২০ নম্বরের মধ্যে ১০৩ পেয়েছেন সৌদীপ। আর ফল বের হওয়ার পর থেকেই বেপাত্তা সৌদীপ। পরিবারের লোকজনের সঙ্গে গ্রামের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেও দেখা পাননি। শেষে পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকজন। পোলবা থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছে। পুলিশও খোঁজ শুরু করে। বিভিন্ন রেল স্টেশন থেকে হাসপাতাল, সব জায়গাতেই চলছে খোঁজ। কিন্তু, এখনও পর্যন্ত হদিশ মেলেনি সৌদীপের। এদিকে ছেলের চিন্তায় ঘুম নেই মা দীপালি বাগের চোখে। চোখের কোণে জল বাবা সুজয় বাগেরও।

    আরও পড়ুন: কুয়েতে মৃত ভারতীয়দের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

    ছেলের খারাপ ফল নিয়ে সরব বাবা

    পরিবার সূত্রে জানা গিয়েছে, হুগলি (Hooghly) কলিজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন সৌদীপ। তাঁর আগে পাউনান হাইস্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করেন। ছোট থেকেই স্কুলে মেধাবী ছাত্র হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। বাবা সুজয় বাগ বলেন, চুঁচুড়ায় গৃহ শিক্ষকদের কাছে অঙ্ক, রসায়ন,পদার্থবিদ্যার পাঠ নেওয়ার পাশাপাশি কলকাতার একাধিক ইন্সস্টিটিউটেও অনলাইন কোচিং নিত সৌদীপ। মক টেস্টেও পায় ভাল নম্বর। শেষ মক টেস্টে ৭২০ এর মধ্যে ও ৬৭০ পেয়েছিল। সেই ছেলে কীভাবে মূল পরীক্ষায় (NEET Exam 2024) এত কম পায় তা ভেবে উঠতে পারছি না।

    দুর্নীতির অভিযোগে সরব পরিবারের লোকজন

    সৌদীপের পিসতুতো দাদা ইন্দ্রজিৎ ধাড়া বলেন, “ও তো ছোটো থেকেই খুব মেধাবী। ওর যা প্রস্তুতি ছিল তাতে কোনওভাবে এত খারাপ ফল হতে পারে না। এবার তো শুনছি নিটের (NEET Exam 2024) ফলে অনেক দুর্নীতি হয়েছে। জানি না ঠিক কী থেকে কী হয়েছে। তবে, সৌদীপের অত খারাপ ফল আমরা মেনে নিতে পারছি না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET: নিটে অনিয়ম? চার সদস্যের কমিটি গঠন, তদন্ত হবে দেড় হাজার পড়ুরার গ্রেস মার্কস নিয়ে

    NEET: নিটে অনিয়ম? চার সদস্যের কমিটি গঠন, তদন্ত হবে দেড় হাজার পড়ুরার গ্রেস মার্কস নিয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটে (NEET) অনিয়মের অভিযোগে বিতর্ক শুরু হয়েছে। চলতি মাসের ৪ জুন সর্বভারতীয় এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। তারপর থেকেই বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলে সরব হন বহু পড়ুয়া ও তাঁদের অভিভাবক। অভিযোগ ওঠে প্রশ্নপত্র ফাঁসের। পাশাপাশি গ্রেসমার্ক দেওয়া নিয়েও প্রতিবাদে সামিল হয়েছেন অনেকে। প্রশ্ন উঠছে, একসঙ্গে ৬৭ জন পড়ুয়া ১০০ শতাংশ নম্বর পেয়ে কীভাবে শীর্ষস্থান দখল করল? ইতিমধ্যে এ নিয়েই সাংবাদিক বৈঠক করেছেন নিটের দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার সিং। 

    কী বললেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর?

    শনিবার সাংবাদিক বৈঠকে জেনারেল সুবোধ কুমার সিং দাবি করেন, কোনওভাবেই প্রশ্নপত্র ফাঁস হয়নি। পরীক্ষাগ্রহণ ও ফলাফল প্রকাশের সমস্ত প্রক্রিয়াতে সততা রয়েছে। তবে এদিন তিনি সাংবাদিক বৈঠক মেনে নেন যে ছ’টি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও গ্রেসমার্ক পাওয়ার বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রক তদন্ত করবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘‘১ হাজার ৫০০ জনের বেশি পরীক্ষার্থীর রেজাল্ট খতিয়ে দেখতে উচ্চক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যের ওই কমিটির (NEET) নেতৃত্বে থাকবেন ইউপিএসসির এক প্রাক্তন চেয়ারম্যান। এক সপ্তাহের মধ্যে কমিটি তাদের সুপারিশ পেশ করবে।’’

    ছ’টি পরীক্ষা কেন্দ্রকে নিয়ে বিতর্ক

    প্রসঙ্গত চার সদস্যের যে কমিটি গঠন (NEET) হয়েছে তাদের রিপোর্ট জমা পড়ার পরই ভাবা হবে নতুন করে পরীক্ষা নেওয়া হবে কিনা। তবে এদিন নিটের ডিরেক্টর বারবার জোর দেন যে সারাদেশে ৪,৭৫০টি পরীক্ষা কেন্দ্র ছিল। এর মধ্যে সমস্যা মাত্র ছয়টিকে ঘিরে। তিনি এও বলেন চলতি বছরে নিট পরীক্ষায় বসেছিল ২৪ লক্ষ পড়ুয়া যার মধ্যে ১ হাজার ৫০০ জনের মত ছাত্রছাত্রীকে ঘিরে বিতর্ক। প্রসঙ্গত, যে ছ’টি পরীক্ষা কেন্দ্রকে নিয়ে বিতর্ক, সেগুলো রয়েছে মেঘালয়, হরিয়ানা, ছত্তিশগড়, গুজরাট এবং চণ্ডীগড়ে। কোনও কারনে পরীক্ষার্থীদের সময় নষ্ট হয় এখানে এবং তারই খেসারত হিসেবে পরীক্ষার্থীদের গ্রেস মার্ক দেওয়া হয় বলে খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ

  • Exam Calendar: এবার থেকে ফি-বছর নির্দিষ্ট দিনেই জেইই, নীট ও কুয়েট পরীক্ষা? ভাবনা কেন্দ্রের

    Exam Calendar: এবার থেকে ফি-বছর নির্দিষ্ট দিনেই জেইই, নীট ও কুয়েট পরীক্ষা? ভাবনা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE), ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (NEET) এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের (CUET) জন্য নির্দিষ্ট পরীক্ষা ক্যালেন্ডার (Exam Calendar) তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই সপ্তাহেই নতুন পরিকল্পনার (Exam Calendar)  কথা ঘোষণা করতে পারে।

    আরও পড়ুন: স্বল্পমেয়াদী কোর্সের এত চাহিদা কেন? এগুলো করার সুবিধা কী কী?

    ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এই সপ্তাহে JEE MAIN ২০২৩ পরীক্ষার তারিখ , রেজিস্ট্রেশনের তারিখ সহ JEE MAIN পরীক্ষার বিজ্ঞপ্তিও প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

    আরও পড়ুন: ২০২৩ সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচি ঘোষণা আইএসসি ও আইসিএসই বোর্ডের

    NTA কী বলছে

    NTA জানিয়েছে,  JEE MAIN ২০২৩ পরীক্ষাগুলি  জানুয়ারির মাঝামাঝি এবং এপ্রিলে অনুষ্ঠিত হবে, CUET UG ২০২৩ সম্ভবত এপ্রিলের তৃতীয় সপ্তাহে এবং মে-এর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে, যেখানে NEET UG ২০২৩ মে মাসে হবে বলেই আশা করা হচ্ছে।

    আরও পড়ুন: আর নিজস্ব প্রবেশিকা পরীক্ষা নয়, স্নাতকোত্তরের জন্য কুয়েটেই ভরসা দিল্লি বিশ্ববিদ্যালয়ের

    NTA আরও বলেছে যে এপ্রিলে প্রবেশিকা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের  দাবি মানা সম্ভব নয়। কারণ এতে পরবর্তী শিক্ষাবর্ষ শুরু করতে দেরী হবে । JEE MAIN ২০২৩ প্রার্থীরা NTA-কে এপ্রিল বা মে মাসে পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ করেছিল কারণ ড্রপাররা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়না বলেই অভিযোগ ছিল ছাত্র-ছাত্রীদের।

    আরও পড়ুন: স্পোর্টস সাইকোলজি কোর্সের চাহিদা বাড়ছে ভারতজুড়ে, মিলবে মোটা অঙ্কের বেতন

    গত নভেম্বরে, NTA  দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। যার মধ্যে একটি JEE MAIN, NEET, CUET পরীক্ষাগুলির annual schedule তৈরির দায়িত্বে ছিল, অন্য কমিটির দায়িত্ব ছিল পরীক্ষা কেন্দ্রগুলির পরিকাঠামো দেখা। কমিটিগুলির সদস্য হিসাবে ছিলেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির ফ্যাকাল্টিরা যাঁদের পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • NEET PG 2024: এগিয়ে এল নিট পিজি পরীক্ষা, নয়া রুটিন ন্যাশনাল মেডিক্যাল কমিশনের

    NEET PG 2024: এগিয়ে এল নিট পিজি পরীক্ষা, নয়া রুটিন ন্যাশনাল মেডিক্যাল কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ডাক্তারিতে স্নাতকোত্তর কোর্সে ভর্তির পরীক্ষা (NEET PG 2024) ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (National Eligibility cum Entrance Test) অর্থাৎ নিট পিজি পরীক্ষার তারিখ বদলে গেল। লোকসভা ভোটের জন্য এই বদলে আনা হয়েছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন সূত্রে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ২৩ জুন নিট পিজির পরীক্ষা রিশিডিউল করা হয়েছে। আগে ৭ জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল। ২৩ জুন পরীক্ষা হয়ে যাওয়ার পর ১৫ জুলাই ফল প্রকাশ করা হবে।

    ন্যাশনাল মেডিক্যাল কমিশন এর বিজ্ঞপ্তি

    ন্যাশনাল মেডিক্যাল কমিশন জানিয়েছে, ২০২৪ সালের নিট পিজি (NEET PG 2024) পরীক্ষা হবে ২৩ জুন। এর আগে এই পরীক্ষার তারিখ ছিল ৭ জুলাই। তারও আগে পরীক্ষার দিন হিসাবে ধার্য হয়েছিল ৩ মার্চ দিনটি। পরে ৩ মার্চ থেকে তা ৭ জুলাই হয়। এবার জানানো হল ৭ জুলাই থেকে এগিয়ে আগামী ২৩ জুন হবে পরীক্ষা। এছাড়াও জানানো হয়েছে পরীক্ষার পর ১৫ জুলাইয়ের মধ্যে হবে ফলাফল প্রকাশিত। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের সঙ্গে বৈঠকে বসে, মেডিক্যাল কাউন্সেলিং কমিটি, পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড, ডিরেক্টরেট জেনারেল ফর হেল্থ সায়েন্স, ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ফর মেডিক্যাল সায়েন্স। এই সমস্ত পক্ষের বক্তব্য শুনে এই সিদ্ধান্তে আসে কমিশন। তারপরই এই তারিখ ঘোষিত হয়েছে। 

    আরও পড়ুন: বেআইনি কালো টাকার ব্যবহারকে আটকাতে কমিশনের কড়া পদক্ষেপ

    কাউন্সেলিং কবে থেকে

    পরীক্ষার (NEET PG 2024) পর কাউন্সেলিংয়ের তারিখে কোনও পরিবর্তন করা হয়নি। যোগ্য প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে ৫ অগাস্ট থেকে। ১৫ অক্টোবরের মধ্যে কাউন্সেলিং শেষ করতে হবে। কাউন্সেলিং হবে অনলাইন মোডে। প্রতিটি কাউন্সেলিং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মাধ্যমে করাতে হবে। কোনও কলেজ তাদের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে কাউন্সেলিং করাতে পারবে না। শিক্ষাবর্ষে ভর্তির তারিখ ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। শেষ তারিখ ২১ অক্টোবর। এরপর শুরু হবে সেশন।

    পরীক্ষা পদ্ধতি

    নিট পিজি ২০২৪ এর (NEET PG 2024) পরীক্ষার জন্য টেস্ট পেপার ৮০০ নম্বরের হবে। সেখানে মোট ২০০টি মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের ঠিক উত্তর দিলে পরীক্ষার্থীরা পাবেন ৪ নম্বর করে। প্রতি ভুল উত্তরে ১ নম্বর করে কাটা যাবে। তবে যে প্রশ্নের উত্তর দেওয়া হবে না, তার জন্য কোনও নেগেটিভ মার্কস রাখা নেই। ৩ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে এই পরীক্ষা শেষ করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

  • NTA: আগামী বছর কবে হবে জেইই মেইন, নীট? সময়সূচী প্রকাশ করল এনটিএ

    NTA: আগামী বছর কবে হবে জেইই মেইন, নীট? সময়সূচী প্রকাশ করল এনটিএ

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের একাধিক প্রবেশিকা পরীক্ষার সময়সূচী প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। আগামী বছর সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষার প্রবেশিকা নীট ৭ মে হতে চলেছে।

    এনটিএয়ের তরফে আরও জানানো হয়েছে, ২০২৩ সালের ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত ‘কমন ইউনিভার্সিটি এন্ট্রাস টেস্ট’ -র পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাগুলির আয়োজক সংস্থা (NTA) আরও জানিয়েছে, আগামী বছরের ২৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জেইই-মেন পরীক্ষা হবে। শুধুমাত্র প্রজাতন্ত্র দিবসের দিন পরীক্ষায় বিরতি থাকবে। দ্বিতীয় সেশনের পরীক্ষা হবে আগামী এপ্রিল মাসে।  

    ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) এক আধিকারিক এ বিষয়ে বলেছেন, “চলতি বছর অনেকটাই আগে সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার সূচি ঘোষণা করে দেওয়া হয়েছে। ওই প্রবেশিকা পরীক্ষাগুলির আগে যাতে পরীক্ষার্থীরা পর্যাপ্ত সময় পান, সেজন্যই আগেভাগে পরীক্ষার সূচি ঘোষণা করে দেওয়া হয়েছে।”

    আরও পড়ুন: শুভেন্দু ইস্যুতে হাইকোর্টে ফের একবার মুখ পুড়ল রাজ্যের, কী নির্দেশ দিলেন বিচারপতি?  

    আশা করা হচ্ছে আগামী জানুয়ারি থেকেই শুরু হতে পারে আবেদন গ্রহন প্রক্রিয়া। ২০২২ সালে, ১৭ জুলাই নীট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। নীট ২০২৩- এর পরীক্ষা দু মাস এগিয়ে এসেছে। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পরে, প্রার্থীরা নীট-এর অফিসিয়াল ওয়েবসাইট, neet.nta.nic.in-এ গিয়ে আবেদন করতে পারেন। 

    ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। নীট ছাড়াও, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার জেইই মেইন এবং কুয়েট-এর আয়োজক সংস্থাও এনটিএ।

    ২০২৩-এর জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করল এনটিএ (NTA)। পরীক্ষার জন্য যোগ্যতার মাপকাঠির ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে এনটিএ। বৃহস্পতিবার রাতেই পরীক্ষা সংক্রান্ত ঘোষণাগুলি করা হয় সংস্থার তরফে। পরীক্ষার জানুয়ারি সেশনের জন্য পরীক্ষার্থীরা আগামী ১২ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন। এর পর আবার এপ্রিল সেশনের জন্য রেজিস্ট্রেশন করা যাবে ৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে। যাঁরা পরের বছর পরীক্ষাটি দিতে চান, তাঁরা জয়েন্ট এন্ট্রান্স মেন-এর নিজস্ব ওয়েবসাইট-https://nta.ac.in/-এ গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে পারবেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • UGC: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত

    UGC: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক:  আর পৃথক পৃথক পরীক্ষা নয়। এবার জেইই (JEE Main) এবং নীট (NEET) সংযুক্ত করার পথে ইউজিসি (UGC)। ইতিমধ্যেই এই নিয়ে প্রস্তাব দিয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ভবিষ্যতে ‘কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট’ (CUET UG) বা কুয়েট পরীক্ষার আওতাতেই এই সমস্ত এন্ট্রান্সকে আনতে চাইছে ইউজিসি।  

    ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার (M Jagdesh Kumar) এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনটি এন্ট্রান্স পরীক্ষায় আলাদা আলাদা চারটি বিষয়ে (অঙ্ক, পদার্থবিদ্যা, বায়োলজি, রসায়ন) পরীক্ষা না নিয়ে, যাতে একটি সামগ্রিক পরীক্ষা নেওয়া যায়, সেই ভাবনা চিন্তা করা হচ্ছে।  বিষয়টি নিয়ে বিভিন্ন শিক্ষাবিদ তথা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে একটি কমিটি তৈরির চেষ্টাও করা হচ্ছে।

    আরও পড়ুন: পিছিয়ে গেল ইউজিসি নেটের দ্বিতীয় পর্ব, জানুন বিস্তারিত
     
    জগদেশ কুমার বলেন, “যাতে একাধিক পরীক্ষা পড়ুয়াদের দিতে না হয়, তার জন্যই একটি সাধারণ এন্ট্রান্সের ভাবনা নেওয়া হয়েছে। এর ফলে একবার প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। এন্ট্রান্স পরীক্ষা হবে একটি, আর তা থেকে পড়াশোনার সুযোগ হবে অনেকদিকে। এমন ভাবনা নিয়ে এগোচ্ছে ইউজিসি।”   

    প্রসঙ্গত, জেইই (মেইনস) এ পড়ুয়াদের যে বিষয়গুলিতে পরীক্ষা দিতে হয় সেগুলি হল, পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক। নীট (ইউজি) তে অঙ্কের জায়গায় থাকে বায়োলজি। কুয়েট (ইউজিসি)- তে ৬১ বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। এই সব বিষয়ও থাকে তাতে। ইউজিসির বক্তব্য, তারা চায় না যে পড়ুয়ারা একাধিক পরীক্ষার চাপ নিক। তাইই এই সরলীকরণ।

    আরও পড়ুন: বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ! নিখরচায় ২৩,০০০ -এরও বেশি কোর্স করাবে ইউজিসি     

    আগামী দিনের পরীক্ষা কীভাবে হতে পারে, তা নিয়ে প্রশ্ন করা হলে, এম জগদেশ কুমার বলেন, “আগামী দিনে মাল্টিপল চয়েস ধর্মী পরীক্ষা হতে পারে কম্পিউটারের মাধ্যমে। কারণ ওএমআর নির্ভর পরীক্ষায় বিভিন্ন সমস্যা হচ্ছে। মূল্যায়ণের যথার্থতা নিয়েও থাকছে প্রশ্ন। সেই দিক থেকে পাল্টাতে পারে প্রশ্নপত্রের ধরণ।”

    এবছর সেপ্টেম্বরের ১ থেকে ৭ তারিখ ও ৯ থেকে ১১ তারিখ এই প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে। দেশের ১৬০ টি শহরে ২৪৭ টি পরীক্ষা কেন্দ্রে কুয়েট পরীক্ষা নেবে ইউজিসি। অ্যাডমিট ছাড়া কোনও পড়ুয়াকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এজন্য কুয়েটের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার প্রিন্ট নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। ওই অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার্থী সম্পর্কিত যাবতীয় তথ্য। 

  • NEET Admit: নীট পরীক্ষার অ্যাডমিট প্রকাশ করেছে এনটিএ, কীভাবে ডাউনলোড করবেন?

    NEET Admit: নীট পরীক্ষার অ্যাডমিট প্রকাশ করেছে এনটিএ, কীভাবে ডাউনলোড করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার (১২ জুলাই) সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা, নীটের (NEET) অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। সোমবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ১১ টা ৩০ মিনিট থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। নীটের অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in থেকে তা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।  

    আরও পড়ুন: প্রকাশিত ‘নীট-পিজি ২০২২’-এর ফল, জেনে নিন কীভাবে দেখবেন   

    কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড:

    • অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in এ যান।
    • হোমপেজে দেখা যাবে নিট ইউজি অ্যাডমিট কার্ড। সেখানে ক্লিক করুন।
    • নিজের অ্যাপ্লিকেশন নম্বর, ডেট অব বার্থ ফাঁকা জায়গায় ভরে, সাবমিটে ক্লিক করুন।
    • স্ক্রিনে অ্যাডমিট কার্ড চলে আসবে।
    • এটিকে ডাউনলোড করুন এবং প্রিন্টআউট নিন।    

    মোট ১৮,৭২,৩৪১ জন পড়ুয়া পরীক্ষা দিতে চলেছেন। অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে কোনও সমস্যা হলে প্রার্থীরা ০১১-৪০৭৫৯০০০-তে ফোন করতে পারবেন। অথবা তাঁদের neet@nta.ac.in-তে ইমেল করতে হবে। 

    আরও পড়ুন: ফাঁকাই পড়ে থাকবে আসন? নীট-পিজির বিশেষ কাউন্সেলিং-এর আবেদন খারিজ শীর্ষ আদালতের

    পেন এবং পেপার মোডে ১৭ জুলাই নীট পরীক্ষা নেবে এনটিএ। দুপুর ২ টো থেকে বিকেল ৫ টা ২০ পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষার মোট সময় ৩ ঘন্টা ২০ মিনিট হবে। পরীক্ষাতে ফিজিক্স, কেমিস্ট্রি, বটানির প্রশ্ন থাকবে। দেশের বিভিন্ন মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি নেওয়ার জন্যেই এই বিশেষ পরীক্ষার আয়োজন করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।  

    পোশাকবিধি:

    নীট পরীক্ষায় বসতে পরীক্ষার্থীদের পোশাকবিধি বা ড্রেসকোড মেনে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। প্রচুর কাজ করা বা ফুলহাতা পোশাক পরা যাবে না। পরা যাবে না বড় বোতাম থাকা পোশাক এবং মোটা সুখতলার জুতো। পরীক্ষার্থীদের হালকা রঙ এবং সাধারণ জামা পরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে কোনও পরীক্ষার্থী ধর্মীয় কারণে কোনও পোশাক পরলে তাঁদের আগেভাগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।   

  • NEET PG 2022: পেছাচ্ছে না নীট স্নাতকোত্তর পরীক্ষা, জানাল শীর্ষ আদালত

    NEET PG 2022: পেছাচ্ছে না নীট স্নাতকোত্তর পরীক্ষা, জানাল শীর্ষ আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: ডাক্তারি উচ্চশিক্ষার প্রবেশিকা স্নাতকোত্তর নীট (NEET PG 2022) পরীক্ষা পেছানোর আর্জি খারিজ করল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। পূর্ব নির্ধারিত দিন, অর্থাৎ ২১ মে-তেই হবে নীট স্নাতকোত্তর। পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্যে আদালতে আর্জি জানিয়ে পিটিশন দাখিল করা হয়েছিল। সেই আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ।

    শীর্ষ আদালত জানিয়েছে, “পরীক্ষা পিছিয়ে গেলে বিশৃঙ্খলা এবং অনিশ্চয়তা তৈরি হবে। অসংখ্য পরীক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতগ্রস্থ হবে। চিকিৎসা ব্যবস্থাও ক্ষতিগ্রস্থ হবে।”  আদালতের দাবি, এবছর ২ লক্ষ ৬ হাজার ডাক্তারি উচ্চশিক্ষা প্রার্থী পরীক্ষায় বসার জন্যে আবেদন করেছেন। পরীক্ষা স্থগিত হয়ে গেলে তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্থ হবে। 

    ২০২১ সালের নীট স্নাতকোত্তরের কাউন্সেলিংয়ের সঙ্গেই পরীক্ষা হওয়ার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশিকা পরীক্ষা (Entrance Exam) পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। সেই মামলায় শুক্রবার শীর্ষ আদালতে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, “যেসব পরীক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন এখন পরীক্ষা পিছিয়ে দিলে তাঁরা দিশেহারা হয়ে পড়বেন। এছাড়া পরীক্ষা পিছিয়ে দিলে চিকিৎসা ব্যবস্থাও ব্যপকভাবে প্রভাবিত হবে।” 

    আরও পড়ুন: ফের স্থগিত হতে পারে এবছরের নীট পরীক্ষা, প্রতিনিধি পরীক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকের পর এমনই সম্ভবনা দেখা দিয়েছে

    আগামী ২১ মে নীট পরীক্ষার দিন ধার্য হয়। কিন্তু কাউন্সেলিং এবং পরীক্ষার মধ্যে ব্যবধান খুব কম হওয়ায় পড়ার সময় পাবেন না পরীক্ষার্থীরা, এই কারণ দেখিয়ে পরীক্ষা পেছানোর আর্জি জানায় ইন্ডিয়ান মেডিক্যাল  অ্যাসোসিয়েশন (Indian Medical Association)। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া উচিৎ পরীক্ষার্থীদের, বলে দাবি  জানায় আইএমএ।  

    ২০২১- এর ২৫ অক্টোবর নীট পিজির কাউন্সেলিং হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। জানুয়ারি মাসে পরীক্ষা শুরু হলেও আসন সংরক্ষণ সংক্রান্ত জটিলতায় আবার তা পিছিয়ে যায়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট ওই কাউন্সেলিং বাতিল করে নতুন করে ৩১ মার্চ কাউন্সেলিং করার নির্দেশ দেয়। কাউন্সেলিং দেরিতে হওয়াতেই পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়েছিল আইএমএ।

LinkedIn
Share