Tag: NEET

NEET

  • NEET 2022: ফের স্থগিত হতে পারে এবছরের নীট পরীক্ষা, প্রতিনিধি পরীক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকের পর এমনই সম্ভবনা দেখা দিয়েছে

    NEET 2022: ফের স্থগিত হতে পারে এবছরের নীট পরীক্ষা, প্রতিনিধি পরীক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকের পর এমনই সম্ভবনা দেখা দিয়েছে

    মাধ্যম নিউজ ডেস্কঃ এবছরের নীট (NEET PG 2022) পরীক্ষা স্থগিত (Postpone) করার ক্রমবর্ধমান দাবির মধ্যেই, অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী (FAIMA) পরীক্ষার্থীরা বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health) আধিকারিকদের সঙ্গে দেখা করেন। এই ডাক্তারি পরীক্ষার্থীরা প্রায় ৮-১০ সপ্তাহ পরীক্ষা স্থগিত করার দাবি করেছেন। আলোচনার শেষে পরীক্ষা ৪-৫ সপ্তাহ স্থগিত হতে পারে বলে ধারণা করছেন পরীক্ষার্থীরা।  অর্থাৎ জুন মাসে হতে পারে পরীক্ষা।  
       
    মে মাসে ২১ তারিখে এবছরের নীট পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা স্থগিত হলে নতুন ডেট যেকোন মুহুর্তে জানানো হতে পারে। 

    বেশ কিছুদিন ধরেই নীট পরীক্ষা পেছানোর জন্যে আবেদন জানাচ্ছেন পরীক্ষার্থীরা। দেশব্যাপী আন্দোলনেও নামেন অনেক পরীক্ষার্থী। সামাজিক মাধ্যমে #PostponeNEETPG_Modiji-এর মতো হ্যাশট্যাগও ট্রেন্ডিং হয়।তার পরিপেক্ষিতেই স্বাস্থ্য মন্ত্রকের সাথে এই বৈঠক। বৈঠক যে ফলপ্রসূ হয়েছে সে বিষয়ে নিশ্চিত প্রতিনিধি ছাত্ররা।  

    গতবছরের নীট কাউন্সেলিং প্রক্রিয়ায় বিলম্বিত হওয়ার কারণেই এবছরের নীট পরীক্ষা স্থগিত করার দাবি জানান চিকিৎসক পরীক্ষার্থীরা। 

    FAIMS ছাড়াও, AIMSA সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কাছে একটি চিঠিতে এবছরের নীট পরীক্ষা ৮ থেকে ১০ সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ করে। 

    ২০২১ সালের পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর পরীক্ষায় সংরক্ষণের বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকার ফলে কাউন্সেলিং পর্ব শুরু হতে বেশ কিছুটা সময় লেগে যায়। ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের কারণে ২০২১ সালে পরীক্ষা দেরিতে হয়। আর এর  কারণেই হাজার হাজার এমবিবিএস স্নাতক এই বছরের মার্চ মাসের নীট-পিজি পরীক্ষার জন্য অযোগ্য হয়ে পড়েন। তাছাড়া যেসকল এমবিবিএস স্নাতক বর্তমানে তাদের ইন্টার্নশিপ শেষ করছেন তারাও এক বছর নষ্টের বিষয়ে চিন্তিত ছিলেন। কারণ তাদের ইন্টার্নশিপ এখনও শেষ হয়নি। এবং ইন্টার্নশিপ শেষ না হলে তারা এই বছর প্রবেশিকা পরীক্ষার জন্য যোগ্য হবেন না। এই কারণেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি উঠেছিল। আর তাই এবার পরীক্ষা পিছিয়ে দেওয়াতে এই এমবিবিএস ও ইন্টার্নরা পিজি পরীক্ষায় বসতে পারবেন।
     

LinkedIn
Share