Tag: news in bengali

news in bengali

  • Bangladesh:  এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদীদের হামলার অভিযোগ, ভাঙা হয়েছে মুজিবুরের ছবিও!  

    Bangladesh: এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদীদের হামলার অভিযোগ, ভাঙা হয়েছে মুজিবুরের ছবিও!  

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৫ অগাস্ট থেকে উত্তাল বাংলাদেশ (Bangladesh)। বিএনপি, জামাত এবং ছাত্র শিবিরের তাণ্ডবে সংখ্যালঘু হিন্দুদের জনজীবন বিপন্নের মুখে। বারবার দেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ উঠেছে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ভাঙা হয়েছে আসবাবপত্র এবং শেখ মুজিবুর রহমানের ছবিও। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে ক্যাম্পাসে।

    ঢাকা বিশ্ববিদ্যালয় কি মাদ্রাসায় পরিণত করার ছক (Bangladesh)?

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্পাদক জিনাত হুদা বলেন, “শনিবার রাত ১০টার দিকে শিক্ষক সমিতির কার্যালয়ে সরকার পক্ষের ২০-৩০ জনের একটি দল জোর করে ঢুকে ভাঙচুর চালায়। শহিদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা ফুল ছিঁড়ে নষ্ট করা হয়। ভাঙা হয় জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি।” তবে বিশ্ববিদ্যালয়ে এই হামলার পিছনে নাম জড়িয়েছে কট্টর মৌলবাদীদের। জানা গিয়েছে এই কট্টর মুসলিম দুষ্কৃতীদের সঙ্গে প্রধান উপদেষ্টা ইউনূসের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি খুব দ্রুত মাদ্রাসায় পরিণয় হবে? এখন এই প্রশ্ন ওই দেশের প্রগতিশীল মানুষের মুখে উঠছে।

    আরও পড়ুনঃ রাশিয়ার পর সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করল আমেরিকাও, স্বীকার বিদেশমন্ত্রীর

    হিন্দুদের ওপর লাগাতার হিংসা অব্যাহত

    উল্লেখ্য, হাসিনাকে বিতাড়িত করার পর থেকেই বাংলাদেশের (Bangladesh) মৌলবাদীরা দেশের নাম, মানচিত্র, জাতীয় সঙ্গীত এবং ধর্মীয় পরিচয়কে নস্যাৎ করতে ব্যাপক ভাবে দাপাদাপি করছে। দেশের জেলগুলি থেকে বন্দি এবং দুষ্কৃতীদের ছেড়ে দেওয়া হয়েছে। লাগাতার হিন্দু নির্যাতনের বিরুদ্ধে রংপুর, চট্টগ্রামে ধর্মসভা করেছিলেন ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাস। এরপর ইউনূস প্রশাসন মিথ্যা মামলা দিয়ে তাঁকে গ্রেফতার করেছে। এরপর থেকেই নেত্রকোনা, রাজশাহী, বরিশাল এবং ঢাকার একাধিক জায়গায় হিন্দু মন্দির, বাড়িঘর, সম্পত্তিলুট, ধর্ষণ, খুনের মতো একাধিক অত্যাচারের ঘটনা হিন্দু জনজীবনকে আরও বিপন্ন করে দিয়েছে। হিন্দু নারীদের বাড়ির বাইরে থেকে বের হওয়া, বাজার, স্কুল, কলেজে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৌলবাদীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • DTM: সিম, ইন্টারনেট ছাড়াই ভিডিও দেখা যাবে মোবাইলে, কেন্দ্র আনছে ‘ডিটুএম’ প্রযুক্তি

    DTM: সিম, ইন্টারনেট ছাড়াই ভিডিও দেখা যাবে মোবাইলে, কেন্দ্র আনছে ‘ডিটুএম’ প্রযুক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: সিম ইন্টারনেট (SIM Internet) ছাড়াই ভিডিও দেখা যাবে মোবাইলে, সেই সঙ্গে টিভিতে রাখা যাবে চোখ। কেন্দ্রীয় সরকার এই যুগান্তকারী প্রযুক্তি আনার ইঙ্গিত দিয়েছে। উল্লেখ্য, গত বছর জুন মাসে আইআইটি কানপুর, প্রসার ভারতী এবং টেলি কমিউনিকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় ‘ডিটুএম’ (DTM) সম্প্রচারের উপর একটি শ্বেতপত্র প্রকাশ করেছে কেন্দ্র সরকার। এই প্রযুক্তি কীভাবে কাজ করবে তা আলোচনা করা হয়েছে সেখানে।

    ‘ডিটুএম’-এর অর্থ হল, ‘ডাইরেক্ট টু মোবাইল’ (DTM)

    প্রসার ভারতী সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের ‘ডিটুএম’ (DTM) প্রযুক্তির ব্যবহার করা হবে। সাংখ্য ল্যাবেস এবং আইআইটি কানপুরে নির্মিত স্বদেশী এই প্রযুক্তি শীঘ্রই ভারতের বিভিন্ন শহরে পরীক্ষামূলক ভাবে কাজ করবে। ‘ডিটুএম’-এর অর্থ হল, ‘ডাইরেক্ট টু মোবাইল’। এই প্রযুক্তির কারণে মোবাইলে সিম কার্ড (SIM Internet) না থাকলেও চলবে। এতে কোনও রকম ইন্টারনেট দরকার হবে না। ফোনেই দেখা যাবে ভিডিও, এমনকি টিভিতে পছন্দসই চ্যানেল দেখা যাবে। এমনকী লাইভও দেখা যাবে। এই প্রযুক্তিতে সক্রিয় ইন্টারনেট সংযোগ ছাড়াই স্মার্ট ফোনে ভিডিও স্ট্রিম করার সুযোগ পাওয়া যাবে।

    আরও পড়ুনঃ “জঙ্গিদের হাতে কি চলে গিয়েছে বাংলাদেশ? প্রকাশ্যে অস্ত্র নিয়ে দাপাদাপি!” তোপ তসলিমার

    ৪৭০-৫৮২ মেগাহার্জের স্পেকট্রাম সংরক্ষণ করবে সরকার

    কেন্দ্রের তরফে বলা হয়েছে, বিনা ইন্টারনেটে মোবাইলের জন্য বিভিন্ন কন্টেন্টের আলাদা আলদা বিষয়ে ভিডিও তৈরি করা হবে। শিক্ষা ক্ষেত্রে জরুরি বিষয় সম্প্রচার করা হবে। তবে এই ধরনের পরিষেবার প্রযুক্তি অনেকটাই এফএম রেডিও কিংবা ডিটিএইচ-এর মতো। সেখানে সরাসরি স্যাটেলাইট যন্ত্রের মাধ্যমে যেমন-ডিশ অ্যান্টেনা, সেট-টপ বক্সে বার্তা পাঠানো যাবে। রেডিও এবং টেলিভিশনের মতো স্মার্ট ফোনে কাজ করবে। মোবাইল ফোনে সরাসরি সিগন্যাল পাঠানোর জন্য টেলিকমিউনিকেশন পরিকাঠামো এবং নির্দিষ্ট স্পেকট্রাম ব্যবহার করবে। এরপর সেই সংকেত গ্রহণ করবে রিসিভার। এরপর থেকে ভিডিও আকারে মোবাইলের স্ক্রিনে ফুটে উঠবে। এই প্রযুক্তির জন্য সরকার ৪৭০-৫৮২ মেগাহার্জের স্পেকট্রাম সংরক্ষণ করবে। গত বছর বেঙ্গালুরু, দিল্লির কর্তব্য পথ এবং নয়ডায় ‘ডিটুএম’ (DTM)-এর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Yogi Adityanath: “রামমন্দিরের শ্রমিকরা সম্মান পেয়েছেন, তাজমহলের সময় আঙুল কাটা হয়েছিল”, বললেন যোগী আদিত্যনাথ

    Yogi Adityanath: “রামমন্দিরের শ্রমিকরা সম্মান পেয়েছেন, তাজমহলের সময় আঙুল কাটা হয়েছিল”, বললেন যোগী আদিত্যনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: রামমন্দিরের (Ram Mandi) শ্রমিকরা সম্মান পেয়েছেন, তাজমহলের সময় হাত কেটে নেওয়া হয়েছিল। এই দুই বৈপরিত্যের তুলনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ৫০০ বছরের ধর্মীয় ও সাংস্কৃতিক আন্দোলনের পথ ধরে ২০২৪ সালের ২২ জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে অযোধ্যার মন্দির উদ্বোধন হয়েছিল। মন্দিরের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত প্রত্যকে শ্রমিককে বিশেষ সম্মানে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী । এই প্রসঙ্গ টেনে হিন্দু ধর্মের পরম্পরার কথা স্মরণ করলেন আদিত্যনাথ।

    দেশের অনেক ইতিহাস এবং সংস্কৃতিকে বিলুপ্ত করেছে (Yogi Adityanath)

    মুম্বইয়ে ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের মঞ্চ থেকে আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, “ভারতীয় জনতা পার্টির শাসনে শ্রমিকরা সম্মান পান। রামমন্দিরের (Ram Mandi) শ্রমিকদের সম্মানিত করা হয়েছে, কিন্তু তাজমহলের শ্রমিকদের আঙুল কেটে নেওয়া হয়েছিল। এমনকি সুক্ষ্ম টেক্সটাইল শিল্পে কর্মরত শ্রমিকদের হাত কেটে ফেলা হয়েছিল। যার ফলে অনেক ঐতিহ্য এবং পরম্পরা ধ্বংস হয়েছে। আজ ভারতে মোদিজির শাসনে সকল শ্রমের সম্মান প্রদান করা হয়। বহিরাগতরা এই দেশের অনেক ইতিহাস এবং সংস্কৃতিকে বিলুপ্ত করেছে।”

    আরও পড়ুনঃ ইউপিএসসি’তে শীর্ষে দুই কৃতী বঙ্গসন্তান, সিঞ্চন ও বিল্টুর সাফল্যে গর্বিত গোটা বাংলা

    বিশ্বের অর্থনীতির উপর ৪০ শতাংশ যোগদান ছিল ভারতের

    ভারতের প্রথম থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে বিশ্বে ভারতীয় অর্থনীতির কথা বলতে গিয়ে যোগী (Yogi Adityanath) আরও বলেন, “খ্রিষ্টীয় প্রথম থেকে পঞ্চদশ শতক পর্যন্ত ভারতে বিশ্বের অর্থনীতির উপর ৪০ শতাংশ যোগদান ছিল। এমনকি অনেক ইউরোপের পণ্ডিত এই আর্থিক প্রভাবের কথা স্বীকার করেছেন। কিন্তু বহিরাগত আক্রমণকারীরা নানা আক্রমণ এবং লুট করে ভারতের অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলেছে।” একইভাবে তিনি এদিন সম্ভলের হিংসার প্রসঙ্গে বলেন, “দেশে কট্টরপন্থীরা সন্ত্রাসবাদের প্রচার-প্রসার করছে। তারা আমাদের দেশের ভিতরে হিংসার বাতাবরণ সৃষ্টি করছে, আজ মাটির নিচে পুঁতে রাখা হিন্দু মন্দিরের নানা অবশেষ পাওয়া যাচ্ছে। সমালোচকরাও এখন মানতে বাধ্য হচ্ছেন ভারত কতটা বৈভবশালী ছিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UPSC: ইউপিএসসি’তে শীর্ষে দুই কৃতী বঙ্গসন্তান, সিঞ্চন ও বিল্টুর সাফল্যে গর্বিত গোটা বাংলা

    UPSC: ইউপিএসসি’তে শীর্ষে দুই কৃতী বঙ্গসন্তান, সিঞ্চন ও বিল্টুর সাফল্যে গর্বিত গোটা বাংলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউপিএসসি (UPSC) ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছেন আসানসোলের সিঞ্চনস্নিগ্ধ অধিকারী (Sinchan-Biltu)। দ্বিতীয় হয়েছেন আউশগ্রামের বিল্টু মাজি। সকল বাধা এবং প্রতিকূলতাকে হার মানিয়ে মাটি কামড়ে পড়ে থেকে সর্বভারতীয়স্তরের পরীক্ষায় সাফল্য পেয়েছেন বাংলার এই দুই সন্তান। পরিবার এবং এলাকাবাসীর মধ্যে তীব্র উচ্ছ্বাসের আবহ। বিল্টু বলেন, “স্বামী বিবেকানন্দ বলেছিলেন, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত হাল ছেড় না। স্বামীজির সেই বাণী আমাকে প্রেরণা জুগিয়েছে। অবশেষে সাফল্য পেয়েছি।”

    লক্ষ্যে অবিচল থেকে সাফল্য (UPSC)

    ইউপিএসসি (UPSC) ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে শুক্রবার। সিঞ্চনস্নিগ্ধ অধিকারী এবং বিল্টু মাজি (Sinchan-Biltu) দুজনের মধ্যে একজন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী। অপর জনের জীবনের আদর্শ হলেন স্বামী বিবেকানন্দ। তবে উভয়েই খুব সামান্য পরিবার থেকে উঠে এসেছেন। জীবনের লক্ষ্যে অবিচল থেকে সাফল্যকে অর্জন করেছেন। উভয়ের পরিবারের লোকজন ভীষণ খুশি।

    খুব বেশি বেতনে কাজ করতেন না বাবা

    জানা গিয়েছে, সিঞ্চনের বাড়ি আসানসোলে ইসমাইল মাদার টেরিজা সরণিতে। বাবা প্রদীপ অধিকারী আসানসোল মাইনস বোর্ড অফ হেলথের কর্মী। তবে খুব বেশি বেতনে কাজ করতেন না, কোনও রকম নিজেদের সংসার চালান। তবে রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গিয়েছে সিঞ্চন ছোট থেকে খুব মেধাবী ছাত্র ছিলেন। মেডিক্যাল পরীক্ষায় র‍্যাঙ্ক হয়েছিল ১৬৮। ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সপ্তম হয়েছিলেন। তবে তাঁর পছন্দের বিষয় ছিল স্ট্যাটিস্টিক্‌স। কঠিন পরিশ্রম করে পরীক্ষায় (UPSC) সাফল্য লাভ করেন।

    আরও পড়ুনঃ বিরাট সাফল্য! ২০২৪ বর্ষে চতুর্থ জাতীয় লোক আদালতে ১.৪৫ কোটি মামলার নিস্পত্তিকরণ

    গ্রামীণ ডাকঘরে শাখা পোস্টমাস্টার হিসেবে কাজ করতেন বিল্টু

    অপর দিকে বিল্টু (Sinchan-Biltu) আউসগ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। বাবা পেশায় কৃষক, দুই বিঘা জমি তাঁদের ভরসা। সংসার তাতেই চলে। বাবা জয়দেব মাজিকে মেয়ের বিয়ে দেওয়ার সময় দেনা করতে হয়েছিল। ঋণের জন্য আর্থিক সঙ্গতি আরও খারাপ হয়। বিএসসি পাশের পর থেকে গ্রামীণ ডাকঘরে শাখা পোস্টমাস্টার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। এখন তিনি বীরভূমের রূপপুরে কাজ করছেন। এই বিভাগে কাজ করতে করতে ইউপিএসসির প্রস্তুতি এবং পরীক্ষায় বসেন। কয়েকবার ধাক্কা খাওয়ার পর ২০২১ সালের ডব্লিউবিসিএস পরীক্ষায় বসেছিলেন। তিন নম্বরের জন্য আটকে যান প্রিলিমিনারি পরীক্ষায়। তার পর আর ডব্লিউবিসিএসের জন্য চেষ্টা করেননি। ২০২২ সালে আইএএস পরীক্ষায় বসেন। প্রিলিমিলারিতে পাশ করলেও, মৌখিক পরীক্ষায় আটকে যান। ১৬ নম্বর কম পান তিনি। এর পর ২০২৩ সালে আবারও ওই পরীক্ষায় বসেন। সেই বারও দু’নম্বর কম পান। এরপর ইউপিএসসি (UPSC) ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস স্ট্যাটিস্টিক্‌স পরীক্ষায় সফল হন।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • National Lok Adalat: বিরাট সাফল্য! ২০২৪ বর্ষে চতুর্থ জাতীয় লোক আদালতে ১.৪৫ কোটি মামলার নিস্পত্তিকরণ

    National Lok Adalat: বিরাট সাফল্য! ২০২৪ বর্ষে চতুর্থ জাতীয় লোক আদালতে ১.৪৫ কোটি মামলার নিস্পত্তিকরণ

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় লোক আদালত (National Lok Adalat) হল প্রথাগত বিচার বিভাগীয় ব্যবস্থার বাইরে বাদী-বিবাদী পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ মীমাংসাকে সহজ করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সমাজের সকল স্তরের মানুষের কাছে ন্যায় বিচাররের (Justice) সুবিধাকে উপলব্ধ করতে এই বিশেষ ব্যবস্থার সাফল্য এখন বিরাট কৃতিত্বের। দেশের চতুর্থ জাতীয় লোক আদালত, ২০২৪ বর্ষে ১.৪৫ কোটি মামলার নিস্পত্তি করেছে। এই ব্যবস্থায় ন্যায় বিচার অত্যন্ত সাশ্রয়ী। দেশের ন্যায় বিচারকে আরও শক্তিশালী করতে এই প্রক্রিয়া ভীষণ ভাবে কার্যকর।

    বিকল্প বিরোধ সমাধানে লোক আদালতের ভূমিকা অনন্য (National Lok Adalat)

    ২০২৪ সালের এই লোক আদালতের পরিচালনায় ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি (NALSA) বিশেষ ভূমিকা পালন করেছে। এই লোক আদালতের (Justice) চিফ-ইনচার্জ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং কার্যনির্বাহী চেয়ারম্যান হলেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। দেশের ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাপক মামলার নিস্পত্তিকরণ এবং বিকল্প বিরোধ সমাধানের পদ্ধতি হিসেবে এই বিচার প্রক্রিয়ার ভূমিকা অসামান্য। রাজস্থানে জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পরে ২১ এবং ২২ ডিসেম্বরে লোক আদালত গঠন করা হয়েছে।

    আরও পড়ুনঃ“দলিত নয়, মুসলিমদের কথা ভাবতেন নেহরু”, অম্বেডকরকে উদ্ধৃত করে কংগ্রেসকে আক্রমণ রিজিজুর

    এখনও পর্যন্ত মোট নিস্পত্তির মামলা হল ৭,৪৬২.৫৪ কোটি

    জানা গিয়েছে এই লোক আদালতে (National Lok Adalat) ১.৪৫ কোটি (১,৪৫,৪৭,৫৯৫) মামলার নিস্পত্তি (Justice) করা হয়েছে। এই মামলাগুলির মধ্যে ১.২১ কোটি (১,২১,৭৮,৫০৯) হল প্রাক-মোকদ্দমা মামলা এবং ২৩.৬৯ লাখ (২৩,৬৯,০৮৬) মামলা বর্তমানে বিচারাধীন। এইসব মামলার বিষয়ের মধ্যে ফৌজদারি অপরাধ, দেনা-পাওনা, দুর্ঘটনা, শ্রম এবং বৈবাহিক বিরোধ, উপভক্তা বিষয়ক ছাড়াও আরও একাধিক বিষয় রয়েছে। এখনও পর্যন্ত মোট নিস্পত্তি হয়েছে, এমন মামলা হল ৭,৪৬২.৫৪ কোটি। লোক আদালত নিরন্তর বিচার প্রক্রিয়ার জটিল কাজকে অনেক সহজ করেছে। বিশেষ করে প্রান্তিক এলাকার মানুষের কাছে ন্যায় বিচারের সুবিধা পৌঁছে দেওয়াই লোক আদালতের প্রধান উদ্দেশ্য। ন্যায় বিচারের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসকে আরও দৃঢ় করাই প্রধান উদ্দেশ্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kiren Rijiju: “দলিত নয়, মুসলিমদের কথা ভাবতেন নেহরু”, অম্বেডকরকে উদ্ধৃত করে কংগ্রেসকে আক্রমণ রিজিজুর

    Kiren Rijiju: “দলিত নয়, মুসলিমদের কথা ভাবতেন নেহরু”, অম্বেডকরকে উদ্ধৃত করে কংগ্রেসকে আক্রমণ রিজিজুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “দলিত নয়, মুসলিমদের কথা ভাবতেন নেহরু (Jawaharlal Nehru)”। বাবাসাহেব অম্বেডকরকে উদ্ধৃত করে সংসদে দাবি কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুর (Kiren Rijiju)। কার্যত কংগ্রেসের ভোটব্যাঙ্ক এবং মুসলিম তোষণ নিয়ে ফের একবার ওই দল পরিচালিত সরকারের শাসনের সামালোচনা করেন তিনি। নেহরু শাসনকে বাবাসাহেব কীভাবে মূল্যায়ন করেছেন, সেই বিষয় তুলে ধরেন। লোকসভায় সংবিধান নিয়ে আলোচনার দ্বিতীয় দিনে এই ইস্যুতে রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছে।

    “নেহরু সব সময় মুসলিমদের পক্ষে কথা বলতেন” (Kiren Rijiju)

    সংসদে অম্বেডকরকে স্মরণ করে কংগ্রেসের প্রতি তোপ দেগে কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু (Kiren Rijiju) বলেন, “সংবিধান গৌরবময় অতীতের জলন্ত প্রতিচ্ছবি। বাবাসাহেবের চিন্তাভাবনা বোঝা গুরুত্বপূর্ণ এবং সংবিধানে অধিকারের পাশাপাশি দায়িত্বও দেওয়া হয়েছে। সংবিধানের প্রতিটি কথাই অনুপ্রেরণাদায়ক। সাম্য সংবিধানের প্রাণস্বরূপ। অম্বেডকর বলেছিলেন যে নেহরু (Jawaharlal Nehru) গত ২০ বছরে ২ হাজার ভাষণ দিয়েছেন। কিন্তু একবারও তফশিলি জাতির কল্যাণের কথা বলেননি। নেহরু সব সময় মুসলিমদের পক্ষে কথা বলতেন।” ভারত তার স্বাধীনতার ৭৫তম বর্ষ উত্তীর্ণ করেছে। একই ভাবে সংসদ ভবনে সংবিধান গ্রহণেরও ৭৫তম বর্ষের সূচনা হয়েছে। এই শীতকালীন অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতিও সংবিধানের গুরুত্ব নিয়ে ভাষণ দিয়ে সূচনা করেছেন।

    আরও পড়ুনঃ ফের অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল দিল্লির হাসপাতালে, কেমন আছেন?

    “দেশের মুসলমানরা নিরাপদ”

    সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) আরও বলেন, “কংগ্রেস সরকার হোক বা আমাদের সরকার, সবাই নিজের মতো করে কাজ করেছে। কিন্তু এখনে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এটা বলাটা ভুল। দেশের মুসলমানরা নিরাপদ, আর সে কারণেই এখানে মানুষ আসেন।” দেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে তিনি আরও বলেন, “১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের সময় আমাদের গ্রাম ২ সপ্তাহের জন্য চিনের নিয়ন্ত্রণে ছিল। সীমান্ত সংলগ্ন এলাকার পরিকাঠামো নির্মাণেও অবহেলা করেছে কংগ্রেস। কংগ্রেসের নীতিতে সীমান্ত এলাকায় রাস্তা তৈরি করা ছিল না। তাদের ভাবনায় ছিল, রাস্তা হলে চিনা সৈন্য ওই পথে ভারতে আক্রমণ করবে। উত্তর-পূর্ব রাজ্যগুলির জন্য কংগ্রেসের তেমন কোনও ভাবনা ছিল না। তাই এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছি যারা দেশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয়তাবাদী। বর্তমান ভারত সরকারের প্রতি ইঞ্চি জমি রক্ষার অধিকার রয়েছে।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “বৈচিত্র্যের ভারতে বিভেদের বিষ ছড়াচ্ছে কেউ কেউ”, সংসদে তোপ প্রধানমন্ত্রীর

    PM Modi: “বৈচিত্র্যের ভারতে বিভেদের বিষ ছড়াচ্ছে কেউ কেউ”, সংসদে তোপ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারত বৈচিত্র্যের দেশ। কিন্তু এই বৈচিত্র্যের ভারতে বিভেদের (Unity In Diversity) বিষ ছড়াচ্ছে কেউ কেউ।” শনিবার সংবিধান নিয়ে আলোচনার জবাবি ভাষণে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    ভারত গণতন্ত্রের জননী (PM Modi)

    সংসদে সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তিতে আয়োজিত আলোচনা সভার জবাবি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “ভারত আজ শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্র নয়, এটা গণতন্ত্রের জননী।” তিনি বলেন, “ভারত বৈচিত্র্যের দেশ ঠিকই। কিন্তু সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের বৈশিষ্ট্য। তিনি বলেন, “ভারত আসলে অনেকগুলি গণতন্ত্রের সমাহার।” প্রধানমন্ত্রী বলেন, “একেবারে শুরু থেকে ভারতীয় সংবিধান বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গুরুত্ব বুঝেছে। ভারতের গণতন্ত্রের অতীত খুবই প্রগতিশীল। কিন্তু আজ অনেকে এই সংবিধান দিবসের উৎসবে যোগ না দিয়ে বিভেদের বিষ ছড়াচ্ছে।”

    কী বললেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতার শতবর্ষ উদযাপনের সময় ভারত উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। দেশের উন্নতির পথে যাবতীয় বাধা সরিয়ে ফেলা হচ্ছে। সার্বিক উন্নয়নে মহিলাদের যোগদান বাড়ানো হচ্ছে। সার্বিকভাবে দেশের ঐক্যের জন্য জিএসটির মতো কর কঠামো চালু হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে ৩৭০ ধারার মতো বাধা (PM Modi)।”

    আরও পড়ুন: সোমবার লোকসভায় পেশ হবে এক দেশ, এক নির্বাচন বিল

    প্রধানমন্ত্রীর এদিনের বক্তৃতায় ছিল গান্ধী পরিবারের সমালোচনাও। তিনি বলেন, “সংবিধান সংসদে গৃহীত হওয়ার পর ৭৫ বছরের মধ্যে ৫৫ বছরই রাজত্ব করেছে একটা পরিবার। কংগ্রেসের সেই পরিবার সংবিধানকে আঘাত করার কোনও সুযোগই ছাড়েনি। কংগ্রেসের সেই অবিচার, কুনীতির প্রভাব আজও রয়েছে। দেশকে আজও ভুগতে হচ্ছে। এই পাপ কোনওদিন মোছা যাবে না।” প্রধানমন্ত্রী বলেন, “সংবিধান যখনই বাধা হয়ে দাঁড়িয়েছে তখনই সেটাকে বদলে ফেলার পক্ষে সওয়াল করা হত।” তিনি বলেন, “ইন্দিরার আমলের জরুরি অবস্থার দাগ কোনওদিন (Unity In Diversity) মোছা যাবে না (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • One Nation One Election: সোমবার লোকসভায় পেশ হবে এক দেশ, এক নির্বাচন বিল

    One Nation One Election: সোমবার লোকসভায় পেশ হবে এক দেশ, এক নির্বাচন বিল

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার লোকসভায় পেশ হবে এক দেশ, এক নির্বাচন (One Nation One Election) বিল। বৃহস্পতিবারই এক দেশ, এক নির্বাচনের প্রস্তাবে সায় দিয়েছে মোদি মন্ত্রিসভা। সোমবার বিলটি লোকসভায় (Lok Sabha) পেশ করবেন আইনমন্ত্রী অর্জুন কাম মেঘওয়াল। পরে আলোচনার জন্য বিলটি পাঠানো হবে জেপিসিতে (জয়েন্ট পার্লামেন্টারি কমিটি)। দীর্ঘ আলোচনা ও ঐক্যমত তৈরির জন্য বিলটিকে জেপিসিতে পাঠাবে কেন্দ্রীয় সরকার। সংসদের দুই কক্ষে বিলটি পাশ হওয়ার পর সেটা পাঠানো হবে রাষ্ট্রপতির সম্মতির জন্য। রাষ্ট্রপতির স্বাক্ষর মিললেই বিলটি পরিণত হবে আইনে।

    এক দেশ, এক নির্বাচনের সুবিধা (One Nation One Election)

    দীর্ঘদিন ধরেই এক দেশ, এক নির্বাচনের পক্ষে সওয়াল করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। মোদি সরকারের যুক্তি, এক দেশ, এক নির্বাচন হলে লাগাম টানা যাবে নির্বাচনের বিপুল ব্যয়ে। একদিকে যেমন সরকারের খরচ কমবে, তেমনি অন্য দিকে ঝামেলা পোহাতে হবে না সরকারি কর্মীদের। নির্বাচন ঘোষণা হলে লাগু হয় আদর্শ আচরণবিধি। তার জেরে ব্যাহত হয় সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ। খাটুনি কমবে ভোটকর্মী ও নিরাপত্তারক্ষীদের। বিশেষজ্ঞদের একাংশের মতে, একই সঙ্গে লোকসভা ও বিধানসভার নির্বাচন হলে, বাড়তে পারে ভোট দানের হারও। বারবার ভোটপ্রচারের ঝক্কি না থাকায় রাজনৈতিক দলের নেতারা আরও বেশি করে মনোনিবেশ করতে পারবেন মানুষের কাজে।

    আরও পড়ুন: বাংলায় ঢুকেছে বাংলাদেশের দুই ‘হুত’ জঙ্গি, গড়ছে স্লিপার সেল, মডিউল! সতর্কবার্তা গোয়েন্দাদের

    খসড়া বিলের প্রস্তাব

    খসড়া বিলের প্রস্তাব অনুযায়ী, লোকসভা নির্বাচনের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি এক দেশ, এক নির্বাচনের (One Nation One Election) তারিখ নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করবে। এই হিসেবে ২০২৯ সালে লোকসভা নির্বাচনের পর নয়া সরকার গঠিত হলে, তার পরেই শুরু হবে প্রসেস। এর পরবর্তী পাঁচ বছর ধরে চলবে একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। সেক্ষেত্রে ২৯ সালের পর যে যে রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, ২০৩৪ এর লোকসভা নির্বাচনের সময় সেই সরকার ভেঙে দেওয়া হবে। ওই নির্বাচন হবে লোকসভা নির্বাচনের সঙ্গেই। যদি কোনও বিধানসভা বা লোকসভা মেয়াদ শেষের আগেই (Lok Sabha) ভেঙে যায়, তাহলে অন্তর্বর্তীকালীন নির্বাচনে গঠিত সরকারের মেয়াদ থাকবে অবশিষ্ট সময়ের জন্যই (One Nation One Election)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Aadhaar: বিনামূল্যে আধার নথি আপলোড, আরও বাড়ল সময়সীমা, কবে শেষ তারিখ জেনে নিন

    Aadhaar: বিনামূল্যে আধার নথি আপলোড, আরও বাড়ল সময়সীমা, কবে শেষ তারিখ জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও একবার আধার (Aadhaar) আপডেটের (Document Upload) সময় বাড়ল। আধারের নথি আপডেটের সময়সীমাকে বৃদ্ধি করল নরেন্দ্র মোদি সরকার। গ্রাহকদের আর্থিক সাশ্রয়ের কথা মাথায় রেখে চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে আধার নিয়ন্ত্রক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথিরিটি অফ ইন্ডিয়া। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী বছরের ১৪ জুন পর্যন্ত মিলবে এই সুবিধা। উপকৃত হবেন কয়েক লক্ষ আধার গ্রাহক।

    ১৪ জুন হল আবেদনের শেষ তারিখ (Aadhaar)

    চলতি বছরের ১৪ জুন নিখরচায় আধার কার্ডের (Aadhaar) অনলাইন নথি জমার শেষ তারিখ ধার্য করেছিল ইউআইডিএআই। পরে দু’দফায় তা বৃদ্ধি করে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থা। প্রথমবারে ১৪ সেপ্টেম্বর এবং পরের বার ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল। এইবারে তৃতীয়বারের জন্য বিনামূল্যে আধার কার্ডের নথি জমার শেষ তারিখ সম্প্রসারিত করল ইউআইডিএআই। আধারের এই পরিষেবাকে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে এক্স হ্যান্ডলে একটি বার্তা দিয়ে বলা হয়, “২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে অনলাইনে আধার নথি আপডেটের (Document Upload) জন্য আমরা গ্রাহকদের উৎসাহী করছি। আধার কার্ডের জন্য তথ্য নিখরচায় বদল করতে চাইলে তা ১৪ জুনের মধ্যে করে ফেলুন।”

    কীভাবে আবেদন করবেন?

    ১>অনলাইন আধার কার্ডের (Aadhaar) নথি আপলোড করতে হলে প্রথমে মাই আধার পোর্টালে লগ ইন করুন।

    ২>এরপর আধার নম্বর ব্যবহার করে এটা করতে পারবেন গ্রাহকরা।

    ৩>লগ ইনের সময়ে লিখতে হবে ক্যাপচা।

    ৪>এরপর আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে আসবে ওটিপি। এরপর সেই নম্বর দিলে তবেই খুলবে পোর্টাল।

    ৫>এরপর ডকুমেন্ট আপডেট সেকশনে ঢুকতে হবে। সেখানে আপলোড করা নথি এবং তথ্য দেখতে পাবেন তিনি। এর মধ্যে যে যে তথ্য বদল করতে হবে সেগুলিকে বেছে নিতে হবে।

    ৬>কী কী তথ্যগুলিকে আপলোড (Document Upload) করতে হবে তা ড্রপ বক্স থেকে জানতে পারেবেন গ্রাহক। সেই মতো নথির স্ক্যান আপলোড করতে হবে। নথি আপলোড হয়ে গেলে সেগুলির যাচাই বা ভেরিফিকেশন পর্ব শুরু করবে আধার কর্তৃপক্ষ।

    ৭>নথি জমা করার পর পোর্টাল থেকে মিলবে সার্ভিস রিকোয়েস্ট নম্বর। এই নম্বরকে গ্রাহককে লিখে রাখতে হবে। এর সাহায্যে জানা যাবে যাচাই বা ভেরিফিকেশন পর্ব কতটা হয়েছে। মাই আধারে গোটা প্রক্রিয়া জানা যাবে।

    আরও পড়ুনঃ ফের অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল দিল্লির হাসপাতালে, কেমন আছেন?

    বয়স ৫ বছরের কম হলে অন্তত দুবার আপডেট করতে হবে

    উল্লেখ্য প্রতি দশ বছর অন্তর আধারে (Aadhaar) আপডেট করার কথা বলা হয়ে থাকে। নাবালক-নাবালিকার বয়স ৫ বছরের কম হলে অন্তত দুবার আধার তথ্য আপডেট (Document Upload) করতে হবে। দ্বিতীয়বার ১৫ বছর পা দিলে ফের আধার কার্ডের তথ্য আপডেট করতে বলেছে ইউআইডিএআই। তবে কোনও অবস্থাতেই নাম, জন্ম তারিখ বা জন্ম স্থান সংক্রান্ত তথ্য আপডেট করা যাবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lal Krishna Advani: ফের অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল দিল্লির হাসপাতালে, কেমন আছেন?

    Lal Krishna Advani: ফের অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল দিল্লির হাসপাতালে, কেমন আছেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন নবতিপর বিজেপি (BJP) নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী (Lal Krishna Advani)। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির একটি হাসপাতালে। গত সাত মাসে এ নিয়ে তিনবার হাসপাতালে ভর্তি করতে হল আডবাণীকে। ২৬ জুন দিল্লি এইমসে ভর্তি করা হয়েছিল দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে। কয়েকদিন পরেই ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে। ৩ জুলাই ফের অসুস্থ হয়ে পড়ায় আবারও তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেবারও তাঁকে ভর্তি করা হয়েছিল নিউরোলজি বিভাগে।

    হাসপাতালে ভর্তি আডবাণী (Lal Krishna Advani)

    দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন বছর ছিয়ানব্বইয়ের আডবাণী। শুক্রবার আচমকাই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির একটি বেসরকারি হাসপাতালে। সেখানে স্নায়ুরোগ বিশেষজ্ঞ বিনীত সূরির নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে ঠিক কী কারণে প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীকে এদিন হাসপাতালে ভর্তি করা হল, তা জানানো হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

    আডবাণীর রাজনৈতিক কেরিয়ার

    অবিভক্ত ভারতের করাচিতে জন্ম আডবাণীর, ১৯২৭ সালে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের হাত ধরে শুরু হয় তাঁর রাজনৈতিক জীবন। ধীরে ধীরে ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন আডবাণী। ১৯৮০ সাল থেকে দীর্ঘদিন বিজেপির সভাপতি ছিলেন তিনি। ১৯৯৮ থেকে ২০০৪ সাল এই পর্বে তিনি ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ২০০২-২০০৪ সাল পর্যন্ত তিনি ছিলেন বাজপেয়ী মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী। ২০১৫ সালে তাঁকে পদ্মবিভূষণ দেওয়া হয়। এর ঠিক ন’বছর পরে, ২০২৪ সালে ভারতরত্ন পান আডবাণী। তিনি অবশ্য রাষ্ট্রপতি ভবনে গিয়ে পুরস্কার নেননি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বাড়িতে গিয়ে হাতে তুলে দেন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান (Lal Krishna Advani)।

    আরও পড়ুন: “মাথায় তলোয়ার ঠেকিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে হিন্দুদের”, বাংলাদেশ নিয়ে বিস্ফোরক রাধারমণ

    আডবাণী রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম মুখ। তিনিই বলেছিলেন, ‘সওগন্ধ রাম কি খাতে হ্যায়, হম মন্দির ওয়হি বনায়েঙ্গে।’ যদিও শারীরিক অসুস্থতার কারণে মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় উপস্থিত হতে পারেননি তিনি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সেই অর্থে সক্রিয় ছিলেন না আডবাণী। যদিও তাঁকে রাখা হয়েছিল বিজেপির (BJP) ‘মার্গদর্শক মণ্ডলে’ (Lal Krishna Advani)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।   

     

LinkedIn
Share