Defence ministry: গত আর্থিক বর্ষে ১৩ হাজার কোটি টাকা রেকর্ড রফতানি ভারতের
যুদ্ধজাহাজের উদ্বোধন করতে কলকাতায় আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ১৫ জুলাই গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে একটি যুদ্ধজাহাজের উদ্বোধন করবেন তিনি।
rajnath singh
যুদ্ধজাহাজের উদ্বোধন করতে কলকাতায় আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ১৫ জুলাই গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে একটি যুদ্ধজাহাজের উদ্বোধন করবেন তিনি।
ইউরোপ এক বেলায় যা জ্বালানি কেনে, ভারত সেই পরিমাণ কেনে গোটা মাসে, দ্বিপাক্ষিক বৈঠকে ওয়াশিংটনকে সাফ জানাল নয়াদিল্লি
Rajnath Singh: এখন প্রত্যেকটি নতুন বিপদ আগের তুলনায় আরও জটিল, আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে, মত প্রতিরক্ষামন্ত্রীর
গত দু’বছরে সেনাবাহিনীতে নিয়োগ করা সম্ভব হয়নি। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২০২২ সালে প্রস্তাবিত অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে এককালীন ছাড় দেওয়া হবে।
CDS: ২০১৯ সালের ডিসেম্বর মাসে দেশে চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস পদটি তৈরি করা হয়।
কালামের বেলায় গেলেও, ভোট এড়ানো যায়নি কোবিন্দের ক্ষেত্রে…
অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন ‘নিপুন’, প্যাংগং হ্রদে অপারেশনের জন্য ল্যান্ডিং ক্রাফট অ্যাটাক, পদাতিক যুদ্ধের যান এবং অন্যান্য অনেক সিস্টেম রয়েছে
আমেরিকার মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন ভারতও। সাফ জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
এই থিয়েটার কমান্ড তৈরি হলেই ভারতের সামরিক শক্তি চিন ,পাকিস্তানের বুকে কাঁপুনি ধরাতে পারে বলে মনে করছে কূটনীতিকরা